ছোট বেলা , বড় বেলা আননদ সব মিলে মিশে গেছে , ৫ টা সেই মহালয়া টা miss করি, যে টা ডিডি বাংলা হত, ৪টে মহালয়া রেডিও তে , সব আছে বিভিন্ন মাধ্যম হয়ে গেছে , আপনদের উপস্থপনা দারুন ছিলো, 😀
যদিও পুরোটাই স্মৃতি,প্রথমে জমা কেন নিয়ে মিথ্যা কথা বলা থেকে পাশের গ্রামের চাদা তুলতে আসা পর্যন্ত,তবুও.... মহালয়ার পর বৃষ্টি হওয়াটা,আজকের দিনের সাথে পুরো মিলে গেছে । যেটা আজকের সেরা পর্ব। 😇😍
বাংলাদেশে দুর্গাপূজা আর কতদিন হয় সেই দেখার বিষয়! উত্তরাতে যে দুই জায়গায় পূজা হত, তা তো মোল্লারা আন্দোলন করে বন্ধই করে দিয়েছে। পূজা মানে বাংলাদেশি হিন্দুদের এখন আগের স্মৃতিচারণ 😢
ছোটবেলার সেই স্মৃতি আবার তাজা হয়ে গেল। পুজো এলেই ইচ্ছে করে আবার ছোটবেলায় ফিরে যাই। দাদা/ভাই, তোমার এই ভিডিওতে প্রতিটা মুহূর্ত যেন ছোটবেলার সাথে মিলে গেল। চোখে জল এসে গেল ভিডিওটা দেখতে দেখতে। অসাধারণ বললেও কম বলা হয়, ভাষায় প্রকাশ করা যায় না। এই ভাবেই এগিয়ে চলো, ভালোবাসা আর শুভেচ্ছা নিও ❤❤❤
অসাধারণ ছোটো বেলায় ফিরে গেলাম এই ৮ মিনিট। 🌷তবে আগের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র র মহালয়ার স্তুতি ১ বছরের অপেক্ষায় থাকা বাঙালিকে যে ভাবে নস্টালজিক করে তুলত এখন এই স্তুতির সহজলোভ্যতায় একটু হলেও ফিকে হয়েছে তবে মহালয়া আজও বাঙালির আবেগের জায়গা। 😌সকলের পুজো ভালো কাটুক। নারী সম্মানের দাবী রেখে সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা।
Tumi ke ami jani na dada😢......kintu ato sundor vabe jinis gulo tule dhorecho........amader moto jara Bangalore, Chennai a thake tader sotti chokhe jol asbe....... Khub sundor hoyeche go khub.......
বাড়িতে টি ভি ছিল না তাই ছোটবেলায় পাশের বাড়িতে গিয়ে অনেকে মিলে একসাথে মহালয়া দেখেছি এখন তো প্রায় সকলের হাতে ফোন। সময়ের অভাবে টি ভি দেখা হয়ে ওঠে না বন্ধ পরে আছে ভিডিও দেখতে দেখতে কখন যেন ছোটো বেলায় চলে গেলাম কর্মব্যস্ততার জেরে কাছে-দূরে থাকা মানুষ গুলো যেন ভালো থাকে, ধন্যবাদ অপূর্ব উপস্থাপনা 🙏
মনটা ভরিয়ে দিলেন। প্রতিটা ছোটো ভিডিওর নিচে বড় কন্টেন্টের আবদার গুলো আজ পূর্ণতা পেলো। কেমন লেগেছে সেটা বলাটা সত্যিই কঠিন। এই কন্টেন্টের বিচার হয় না। মনে লেগে থাকবে আজীবন।❤❤
অনেক বড় হয়ে গেলাম, ছোটোবেলায় বাবার সঙ্গে গঙ্গায় যেতাম তর্পণ করতে বাগবাজার এর কচুরি খাবার লোভে , এখন আমি যাই , বাবার জন্য তর্পণ করতে , সময় গুলো খুব তাড়াতাড়ি চলে গেল।।। 😢😢
ছোট বেলাটাই ভালো ছিলো। সবাই একসাথে ভোরবেলা ওঠে মহালয়া। গ্রামের বাড়ির ঠাকুর ঘরের পাশের শিউলি ফুল গাছটায় সবে শিউলি ফুল ফুটেছে। বাতাসে এক অন্য রকম গন্ধ। পূজো পূজো ভাব চারি দিকে। স্কুল থেকে আসার সময় প্রতিবার মূতি বানানো দেখে আসা কতোটুকু হলো ❤️। কিন্তু বয়স বাড়বার সাথে সাথে কোথায় যেন চলে যাচ্ছে ঔ গুলা। পড়াশুনা, কলেজ, কাজ, চাকরি এই দোড় পেচের মধ্যেই যেন জীবনটা আটকে 😅 এখন আর পুরো পরিবার মিলে মহালয়া দেখা হয় না। কাজের / পড়ার চাপে পূজার গন্ধটাও যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। তার পর ও সবাইকে রইলো পূজোর আগাম শুভেচ্ছা। ❤ সবার পূজা ভালো কাটুক ☺️
Just darun. Vinchigiri dekhte ami R amar chele khub bhalobasi. Ami amar chotobalay fire jai. R amar chele dui bhai bon er khunsuti ta khub enjoy kore. ❤❤
“ছাগল এর মত ম্যা ম্যা করছিস" এই কথাটা খুব ভালো লেগেছে😊 আর পুরো ভিডিও টাই দারুন হয়েছে দাদা। ছোট বেলার ওই স্কুল থেকে ফেরার পথের ওখানটা বেশি ভালো লাগছে💫 এই রকম আরো সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাই।❤❤
দারুন হয়েছে দাদা, মহিষাসুরমর্দিনী দেখার part টা খুবই reletable ছিল, আমিও প্রতিবার ভরে উঠে গিয়ে ভাবতাম যে এই বোধহয় শেষ হয়ে গেলো, কিন্তু শেষের দিকে গিয়ে ঘুমিয়ে পড়তাম, মন খারাপ হতো....!🤭 বড্ড miss করি দিন গুলো, অনেক বছর হয়ে গেল বাড়ির সবার সাথে বসে আর ওই show টা দেখা হয় না, এই বছরও হবে না 🙂❤️
সত্যিই বাঙালি হয়েও বাংলা থেকে বাইরে এসে অবাঙ্গলি হয়ে গেছি। কিন্তু কোথাও যখন এই মহালয়ার গান, মনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর জ্ঞান কানে আসে, ভেতরের বাঙালি আবার জেগে ওঠে। আন্তরিক ভাবে পুজোর শুভেচ্ছা। অনেক অনেক ভালো বাসা আর অভিনন্দন।❤
আমি বৌদ্ধধর্মের হলেও এই মহালয়া আর দুর্গাপূজা আমার জন্য অন্য একটা আবেগ দেশ থেকে বাইরে এসেছি আজ ১১ মাস আর আমার বাড়ির পাশে ৪ টা পূজামণ্ডপ আছে। এইগুলা অনেক মিস করছি ভালোবাসা নিও বাংলাদেশ থেকে💜
ইশ কি সুন্দর❤। voice artist কারা, এত মিষ্টি আর শান্ত কণ্ঠ ❤❤ animation ও দারুণ। (জামা আর মায়ের মার আর বেঙ্গালোরে মায়ের ফোন আসা অনেক সুন্দর লাগল) কি বলি, পুরোটাই অনেক মিষ্টি হয়েছে 😊😊। বাংলাদেশে দুর্গাপূজার ভাবটা একটু কম তবে নেই এমন না। মহালয়ার দিন বন্ধ পাই না, ছোটবেলায় একটা দুঃখ ছিল। এখন তো পড়ার প্রেশারে অঞ্জলি দেয়া বাদে আর কিছুই তেমন করা হয় না, মন খারাপ হয়, পূজোর দিনে ব্যস্ততাটা কম করে দিক মা এসে☺️। সবাইকে পূজার শুভেচ্ছা ❤
তুমি যখন জানালে মহালয়া নিয়ে ভিডিও করবে তখন থেকেই ভাবছিলাম তোমায় বলি যে আর যাই হোক না কেন " ভাল্লাগে না ছাই " এটা বাদ দিও না যেন। 😂😂😂 অনবদ্য হয়েছে। পরের পার্টের অপেক্ষায় রইলাম।
আমি বেশ কয়েক বার দেখলাম। অপূর্ব বানিয়েছো। এই পুরো গল্পটা তে তোমার কৃতিত্ব হলো , কচি কাঁচা ছাড়া বাকি সব শ্রতার ছোট বেলার মহালয়া মনে করিয়ে দিতে পেরেছো। ধন্যবাদ
😊 nostalgic 🥺 4:31 sotti kmn dure chole gelo ager pujo pujo gondho ta...... chileo pai na r sei onubhuti sei pujor opekkhar din gonar uttejona...... stti😢
এখন এবং তখন এর পরিবর্তনের ওপর আরো ভালো ভিডিও চাই সঙ্গে একটা ভালো গল্প যেটা শুনলে ওই 90s এর ফেলে আসা দিনগুলি কে মনে করিয়ে দেবে আবার, ফিরে পাব আবার সেই শৈশব কাল কে যেটা কে মনে হয় এই বর্তমান যুগে কোথাও এক কোনে ফেলে রেখে দিয়েছিলাম।
Absolutely loved this video on Mahalaya! The beautiful visuals and narration brought back so many nostalgic memories. Thank you for keeping the essence alive!
সত্যি আজকের এপিসোড গায়ে কাটা দেওয়ার মতো। এতো তাড়াতাড়ি সময় যে চলে যাচ্ছে বুঝাই যায় না। ছোট বেলার সেই সোনালী সময় গুলো মনে পরে আপ্লুত হয়ে গেলাম। ধন্যবাদ আপনাদের।🥺🤍👏
Ki je bhalo lagtoh TV te sei purono mohalaya ta. Sei purono diner kotha mone pore gelo. Aamra o chotobelay TV te thik ei mohalaya ta dakhar jonno jege suye thaktam. Akhon kar mohalaya gulo ektu o bhalo hoy na, tai dekhi o na 😢😢😢😢😢😢😢😢😢.
Osadharon dada.. Video ta dekhte dekhte kokhn j chokher konay jol ase glo bujhtei parlm na.. Tomar video ta jano chotobelay firiye niye glo.. And the transition from radio to alexa.. Uuff osadharon.. Mon chuye nile.. Debi pokkhor subheccha tomader sbai k..
Bangalore er part ta puro vetor obdhi chole gelo....bari theke dure thaka pujor samoy ...ei byapare ta sibai bojhena .. Extremely অসাধারণ। অপেক্ষায় রইলাম পরের পার্ট এর জন্য।
নির্ভেজাল ছোটবেলা। বড়ো হতে হতে জীবনে ভেজাল ও বেড়ে গেছে। তোমাদের এইসব সুন্দর কাজ বহু ব্যাস্ত জীবনে কিছুক্ষণের জন্য হলেও ছোটবেলাকে ফিরিয়ে আনে।। খুব ভালো হয়েছে, অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তোমাদের জন্য 🙂
Ashadharon hoyeche.. ami apnader sob kota videos dekhi.. khub bhalo lage.. nostalgic feel hoye.❤ Keep up the good work. Waiting for the next video. Happy Durga Pujo to all of you in Advance. Sobai bhalo thakben.🫶🏻
ঘটনাক্রমে আমি বাঙ্গালোরে একটা job করি nursing profession এ 😌হ্যা মহালয়ার চণ্ডীপাঠ না হলেও শোত্র গুলো আমার নখদর্পণে ছিলো আগে আমি এই বার পুজোয় ও আসতে পারবো না.. এদিকে পুজো বলতে সেরকম কিছু হয় ই না এদিকেও মা দুর্গার পূজা হয় but আমাদের মতো বাঙ্গালীআনা ঢাক 🥁আর ধুনোর গন্ধ পায় না খুব miss করছি ☺ হ্যা ছেলেরাও কাদে.. আমারও চোখের কনায় জল আছে.. ধন্যবাদ সবাইকে আর শুভ শারদীয়া শুভেচ্ছা রইল❤❤❤❤
নর্থ ইস্ট এর খুব রিমোট জায়গায় আমার পোস্টিং, সাথে একটা ছোট্ট রেডিও নিয়ে এসেছিলাম,মহালয়ার ভোরে আকাশবাণী তে শোনার সাথে আবার ছোটবেলায় ফিরে গেলাম।তখন টিভিতেও একটাই মহালয়া হতো আর সেটাও দারুন হতো।সময়ের সাথে কত কিছু পাল্টে যায়,ইচ্ছে থাকলেও অনেক কিছু আর সম্ভব হয়ে ওঠেনা। অনবদ্য ভিডিও।
এত সুন্দর ,,, সবাই দেখো কিন্তু subscribe কেন করো না ।।। খুব ভালো লাগলো । দারুন
Thik bolechen, onekei sudhu dekhe kintu subscribe, comments, share kichui korena 🥲
Sera hoyeche
Ami je koto bar dhekhechi ,,, joto dhekhi toto valo lage,, 🌼
@@vinchigiriএকদম ঠিক, তবে আমি এই মাত্র করলাম সাবস্ক্রাইব। ফার্স্ট টাইম দেখলাম আপনার চ্যানেল এর ভিডিও খুব ভালো লাগলো। 🤗 জয় মা দুর্গা! 🌸🙏🏻
@@vinchigiriAmio subscribe krechi ❤
কোন পার্ট নয়...... পুরো ভিডিও টাই অসাধারণ লেগেছে ❤❤ নস্টালজিক হয়ে পড়েছি 😢
একদম 😢
পুরো ভিডিওটা দেখে অবশ্যই করে জানান কেমন লাগলো ❤️ আর অবশ্যই বাড়ির সবাই, আর বন্ধুদের সাথে share করেবেন। ❤️🙃
খুব সুন্দর😍💓❤❤
Khub khub khub sundar 😊😊😊😊
@@vinchigiri mana asadharan
Sundorr❤
@@Creative7712অসাধারণ🎉
3:29 ... উফফ! এই transition টা, ভিতরে এসে বিঁধলো... From Radio tuning and struggling with signal to Alexa... কতকিছু বদলে গেছে এতদিনে...
Sotti akra jokon boro hobo koto ki6u palte jbo😅
কি ভীষণ ভাবে নিজেকে খুঁজে পেলাম। প্রেজেন্টে অন্য রাজ্যে চাকরি করতে এসে সত্যি মহালয়া টাকে ভীষণ মিস করছি❤️
চোখে জল চলে এল জানি না কেনো 🥺 ওই Banglore এর পার্ট টা খুব ইমোশনাল. সত্যি দিন কখন কেটে যায় , কখন আমরা বড় হয়ে যাই....
Mujhe bhi rona agya .. childhood ki memories flashback hone lgi..
Time kitna jaldi bit gya ..
Hm bade ho gye..😢😢
ছোট বেলা , বড় বেলা আননদ সব মিলে মিশে গেছে , ৫ টা সেই মহালয়া টা miss করি, যে টা ডিডি বাংলা হত, ৪টে মহালয়া রেডিও তে , সব আছে বিভিন্ন মাধ্যম হয়ে গেছে , আপনদের উপস্থপনা দারুন ছিলো, 😀
যদিও পুরোটাই স্মৃতি,প্রথমে জমা কেন নিয়ে মিথ্যা কথা বলা থেকে পাশের গ্রামের চাদা তুলতে আসা পর্যন্ত,তবুও....
মহালয়ার পর বৃষ্টি হওয়াটা,আজকের দিনের সাথে পুরো মিলে গেছে ।
যেটা আজকের সেরা পর্ব। 😇😍
খুব সুন্দর করেছেন ভিডিও টা ধন্যবাদ 👍
"mathaye allur chash" ta seii chilo
Ota common
😂😂😂😂😂
ছোটবেলাটা কতোই না সুন্দর ছিল❤❤। না বড় হলে বুঝতেই পারতাম না😊। ভিডিও টা দেখার পর অনেক স্মৃতি মনে পড়ে গেলো। খুব মিস করছি ওই দিনগুলো।😓
ছেলেবেলার স্মৃতি গুলো বার বার গায়ে কাঁটা দিয়ে ওঠে, কষ্ট ভালোলাগা, সব মিলে মিশেএকাকার, ধন্যবাদ ছেলে বেলার স্মৃতি গুলো ফিরিয়ে দেওয়ার জন্যে
মুসলমান হয়েও কেন মহালয়া শুনে গায়ে কাটা দেয়প্রতি বছর!!!দাদা পাপ পুন্য বুঝিনা,মনে শান্তি পেলাম কেন জানিনা।বাংলাদেশ থেকে ভালবাসা নিও❤
Love from india vai❤❤❤
Love from India
@@ruhitrehman8901 জন্ম থেকেই কেউ মুসলমান নয়। আপনার পূর্বপুরুষ মুসলমান ছিলেন না, তার রক্তই আপনার শরীরে বইছে।
আমারও। এবার পূজা দেখতে যাবো ভাবছি
বাংলাদেশে দুর্গাপূজা আর কতদিন হয় সেই দেখার বিষয়! উত্তরাতে যে দুই জায়গায় পূজা হত, তা তো মোল্লারা আন্দোলন করে বন্ধই করে দিয়েছে। পূজা মানে বাংলাদেশি হিন্দুদের এখন আগের স্মৃতিচারণ 😢
৮ মিনিট কিভাবে পেরিয়ে গেলো বুঝতেই পারলাম না... অসাধারণ সৃষ্টি ❤️
চোখের কোণায় কোথায় যেন একটু জল এলো । অসাধারণ খুব সুন্দর হয়েছে ❤❤❤❤❤❤❤❤
uff darun laglo, aroo onek videos dao :) ❤❤
❤️
গল্পের মাঝে যে একটা মোচড় আছে!! ওটা পুরো কাঁটার মতো বিঁধলো। অসাধারণ content
ছোটবেলার সেই স্মৃতি আবার তাজা হয়ে গেল। পুজো এলেই ইচ্ছে করে আবার ছোটবেলায় ফিরে যাই। দাদা/ভাই, তোমার এই ভিডিওতে প্রতিটা মুহূর্ত যেন ছোটবেলার সাথে মিলে গেল। চোখে জল এসে গেল ভিডিওটা দেখতে দেখতে। অসাধারণ বললেও কম বলা হয়, ভাষায় প্রকাশ করা যায় না। এই ভাবেই এগিয়ে চলো, ভালোবাসা আর শুভেচ্ছা নিও ❤❤❤
Sotti tai
সত্যি এখনো বড় হয়নি তাও সে ছোট বেলাটা আবারও ফিরে পেলে ভালো হতো😢😢
কীকরে বলে বুঝায়,,, পুরো গায়ে কাঁটা দিয়ে উঠলো ভিডিও টা দেখে,, সত্যিই hats off ❤❤❤❤❤❤❤❤
অসাধারণ ছোটো বেলায় ফিরে গেলাম এই ৮ মিনিট। 🌷তবে আগের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র র মহালয়ার স্তুতি ১ বছরের অপেক্ষায় থাকা বাঙালিকে যে ভাবে নস্টালজিক করে তুলত এখন এই স্তুতির সহজলোভ্যতায় একটু হলেও ফিকে হয়েছে তবে মহালয়া আজও বাঙালির আবেগের জায়গা। 😌সকলের পুজো ভালো কাটুক। নারী সম্মানের দাবী রেখে সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা।
খুব সুন্দর হয়েছে ❤❤ জানি না কেনো হুট করে কিছুক্ষণ এর জন্য ইমোশনাল হয়ে পরলাম 😢 এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবো ❤
খুব ভালো লাগলো ভাই। আমার ছোটবেলা ফিরে পেলাম।❤❤❤❤❤❤❤❤❤❤।এখুন খুব miss করি দিনগুলো
এটা সত্যি কারে মন ছোঁয়া একটা ভিডিও.....চোখে জল চলে এল.....খুব মিস করি সেই সব দিন 🥺🥺🥺
পুরো ভিডিওটা দেখে চোখে জল চলে এলো।
খুব কান্না পাচ্ছে ছোট বেলার সব কথা গুলো মনে পড়ছে বড় খুব মিস করছি একা লাগছে বড় আজ।
Tumi ke ami jani na dada😢......kintu ato sundor vabe jinis gulo tule dhorecho........amader moto jara Bangalore, Chennai a thake tader sotti chokhe jol asbe.......
Khub sundor hoyeche go khub.......
Jodi amadr rajye chakri thakto.....
@@designshorts4020 😑😑😑
Sotti dada😊
Amrao dada thle hyto barite thekei upvog krtm. 😌@@designshorts4020
4:40 গায়ে কাঁটা দিয়ে উঠলো 😮 পুরো নস্টালজিক ❤
কেন জানিনা চোখের কোনায় জল চলে এল।।।।অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল।।।
বাড়িতে টি ভি ছিল না তাই ছোটবেলায় পাশের বাড়িতে গিয়ে অনেকে মিলে একসাথে মহালয়া দেখেছি এখন তো প্রায় সকলের হাতে ফোন। সময়ের অভাবে টি ভি দেখা হয়ে ওঠে না বন্ধ পরে আছে ভিডিও দেখতে দেখতে কখন যেন ছোটো বেলায় চলে গেলাম কর্মব্যস্ততার জেরে কাছে-দূরে থাকা মানুষ গুলো যেন ভালো থাকে, ধন্যবাদ অপূর্ব উপস্থাপনা 🙏
মনটা ভরিয়ে দিলেন। প্রতিটা ছোটো ভিডিওর নিচে বড় কন্টেন্টের আবদার গুলো আজ পূর্ণতা পেলো। কেমন লেগেছে সেটা বলাটা সত্যিই কঠিন। এই কন্টেন্টের বিচার হয় না। মনে লেগে থাকবে আজীবন।❤❤
অনেক বড় হয়ে গেলাম, ছোটোবেলায় বাবার সঙ্গে গঙ্গায় যেতাম তর্পণ করতে বাগবাজার এর কচুরি খাবার লোভে , এখন আমি যাই , বাবার জন্য তর্পণ করতে , সময় গুলো খুব তাড়াতাড়ি চলে গেল।।। 😢😢
😥😥
😢
sotti dada somoy thik kete jai
সত্য বড়ই কঠিন
Mon kharap koro na bhai
ছোট বেলাটাই ভালো ছিলো। সবাই একসাথে ভোরবেলা ওঠে মহালয়া। গ্রামের বাড়ির ঠাকুর ঘরের পাশের শিউলি ফুল গাছটায় সবে শিউলি ফুল ফুটেছে। বাতাসে এক অন্য রকম গন্ধ। পূজো পূজো ভাব চারি দিকে। স্কুল থেকে আসার সময় প্রতিবার মূতি বানানো দেখে আসা কতোটুকু হলো ❤️। কিন্তু বয়স বাড়বার সাথে সাথে কোথায় যেন চলে যাচ্ছে ঔ গুলা। পড়াশুনা, কলেজ, কাজ, চাকরি এই দোড় পেচের মধ্যেই যেন জীবনটা আটকে 😅 এখন আর পুরো পরিবার মিলে মহালয়া দেখা হয় না। কাজের / পড়ার চাপে পূজার গন্ধটাও যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। তার পর ও সবাইকে রইলো পূজোর আগাম শুভেচ্ছা। ❤ সবার পূজা ভালো কাটুক ☺️
Just darun. Vinchigiri dekhte ami R amar chele khub bhalobasi. Ami amar chotobalay fire jai. R amar chele dui bhai bon er khunsuti ta khub enjoy kore. ❤❤
“ছাগল এর মত ম্যা ম্যা করছিস" এই কথাটা খুব ভালো লেগেছে😊 আর পুরো ভিডিও টাই দারুন হয়েছে দাদা। ছোট বেলার ওই স্কুল থেকে ফেরার পথের ওখানটা বেশি ভালো লাগছে💫
এই রকম আরো সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাই।❤❤
দারুন হয়েছে দাদা, মহিষাসুরমর্দিনী দেখার part টা খুবই reletable ছিল, আমিও প্রতিবার ভরে উঠে গিয়ে ভাবতাম যে এই বোধহয় শেষ হয়ে গেলো, কিন্তু শেষের দিকে গিয়ে ঘুমিয়ে পড়তাম, মন খারাপ হতো....!🤭
বড্ড miss করি দিন গুলো, অনেক বছর হয়ে গেল বাড়ির সবার সাথে বসে আর ওই show টা দেখা হয় না, এই বছরও হবে না 🙂❤️
আহা মহালয়া.........
মনের আবেগগুলো নাড়া দিয়ে উঠলো 💗
4:10 ৯০% মানুষের মনের কথা
Ekdm 😢❤
চোখ ভিজে গেল, এবার সারাদিন সারারাত জেগে কাজ করার পর ভোর চারটের সময় মহালয়া মোবাইলে শুনতে শুনতে ঘুমিয়ে গেছি, অদ্ভুত শান্তি আছে মহালয়ার শোনার মধ্যে
সত্যিই বাঙালি হয়েও বাংলা থেকে বাইরে এসে অবাঙ্গলি হয়ে গেছি। কিন্তু কোথাও যখন এই মহালয়ার গান, মনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর জ্ঞান কানে আসে, ভেতরের বাঙালি আবার জেগে ওঠে। আন্তরিক ভাবে পুজোর শুভেচ্ছা। অনেক অনেক ভালো বাসা আর অভিনন্দন।❤
আমি বৌদ্ধধর্মের হলেও এই মহালয়া আর দুর্গাপূজা আমার জন্য অন্য একটা আবেগ দেশ থেকে বাইরে এসেছি আজ ১১ মাস আর আমার বাড়ির পাশে ৪ টা পূজামণ্ডপ আছে। এইগুলা অনেক মিস করছি
ভালোবাসা নিও বাংলাদেশ থেকে💜
ইশ কি সুন্দর❤। voice artist কারা, এত মিষ্টি আর শান্ত কণ্ঠ ❤❤ animation ও দারুণ। (জামা আর মায়ের মার আর বেঙ্গালোরে মায়ের ফোন আসা অনেক সুন্দর লাগল) কি বলি, পুরোটাই অনেক মিষ্টি হয়েছে 😊😊। বাংলাদেশে দুর্গাপূজার ভাবটা একটু কম তবে নেই এমন না। মহালয়ার দিন বন্ধ পাই না, ছোটবেলায় একটা দুঃখ ছিল। এখন তো পড়ার প্রেশারে অঞ্জলি দেয়া বাদে আর কিছুই তেমন করা হয় না, মন খারাপ হয়, পূজোর দিনে ব্যস্ততাটা কম করে দিক মা এসে☺️। সবাইকে পূজার শুভেচ্ছা ❤
Thank you ❤️
Just ek kothay osadharon ❤❤❤❤
ভীষণ ভীষণ ভালো। আমার ৬ বছরের মেয়ের সব সংলাপ মুখস্থ। আমরাও দেখি আর দারুণ ভালো লাগে। চ্যানেলটা অনেক সমৃদ্ধ হোক।
প্রত্যেকটা ভিডিও অসাধারণ তোমাদের। এতো সুন্দরভাবে পুরনো সময়ের স্মৃতি তুলে ধরো। খুব ভালো হয়েছে।
কি দারুণ উপস্থাপন শৈলী । কি নিখুঁত উপস্থাপনা । একেবারে বাস্তব । মনেই হলো না Animation. খুব ভালো দাদা ❤
Uff uffff just goosebumps dichilo ❤️❤️darun chilo eta ❤️
Hello disha
.
.
.
Jani vabcho ami k
Ke apni 🙂😁😆@@BAPPA-
Sotti ☺️
সম্পূর্ণ ভিডিওটাই অসাধারণ! এক কথায় অনবদ্য! অনেক অনেক ভালোবাসা রইলো ❤
উফফফ পুরো মনটা ছুঁয়ে গেল গল্পটা দেখে ❤❤❤ দারুন লাগলো সত্যি ❤❤😊
সত্যি খুব সুন্দর লাগলো 😊😊
শুভ মহালয়া ❤🌼
আর আশ্চর্য ব্যাপার... আমাদের এখানেও মহালয়ার দিন সকাল 5:15 min - এ বৃষ্টি হলো 😌😌
4:54 goosebumps starts here dude...
Darun hoyeche dada ❤❤ oshadharon ❤ choto belar kotha Mone porlo thik aii vabei ghum vangto karor daka lagto na ❤❤
অনেক ধন্যবাদ ছোট বেলাটা ফিরিয়ে দেওয়ার জন্য❤️❤️🥰
Not cartoon now we have our own bangla anime❤🎉🔥
Bangla te erom animation ar script er Cartoon khub dorkar chilo 😇😇😇.... Proud of you bro! Evabe kaj korle Puro Biswa - " bangla cartoon " dekhbe
Not cartoon now we have our own bangla anime❤🎉🔥
দাদা আপনি ও আপনার পরিবারের সবাই সুস্থ্য থাকুন এবং ভালো থাকুন। খুব সুন্দর মহালয়া ❤❤❤❤
তুমি যখন জানালে মহালয়া নিয়ে ভিডিও করবে তখন থেকেই ভাবছিলাম তোমায় বলি যে আর যাই হোক না কেন " ভাল্লাগে না ছাই " এটা বাদ দিও না যেন। 😂😂😂 অনবদ্য হয়েছে। পরের পার্টের অপেক্ষায় রইলাম।
আমি বেশ কয়েক বার দেখলাম। অপূর্ব বানিয়েছো। এই পুরো গল্পটা তে তোমার কৃতিত্ব হলো , কচি কাঁচা ছাড়া বাকি সব শ্রতার ছোট বেলার মহালয়া মনে করিয়ে দিতে পেরেছো। ধন্যবাদ
Kono part noy, puro video tai sera ❤❤❤
Bah, etodin e, the artist behind ke dekha gelo.. Tomar protyek ta video e oshadharon.. Onek shubhechha roilo 😊❤
3:27 এটা দেখে মনে হল আজ আমরা কত বড় হয়ে গেছি। সময় এর সাথে সাথে কত কিছু পাল্টে গেছে!!🥹
Janto Las amra akhon
Sotti ii tai
Ajj mohaloya
উউফ...খুব ভালো লাগলো এপিসোড টা, দেখতে দেখতে চোখের কোন টা ভিজে উঠলো।...খুবই প্রাসঙ্গিক। পরের পার্ট এর অপেক্ষায় থাকলাম...
😊 nostalgic 🥺 4:31 sotti kmn dure chole gelo ager pujo pujo gondho ta...... chileo pai na r sei onubhuti sei pujor opekkhar din gonar uttejona...... stti😢
Asadharan specially chotobelar sathe present day er comparison.... So relatable 🥺
Darun hoyeche khub sundor hoyeche ❤❤ Jay ma durga. Choto belar kotha mone pore gelo
Joy mahalaya joy baba Mohadev Durga Puja Ganpati Bappa Pronam ❤️🔥👏❤❤❤❤❤all thakur pronam janai love 💕❤❤❤❤❤
আজ মহালয়া এখন ভোর 3:53 বাজে এই ভিডিওটা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠছে জীবন কতটা বদলে গেছে ছোটবেলার দিনগুলো খুবই miss করি❤😢
এখন এবং তখন এর পরিবর্তনের ওপর আরো ভালো ভিডিও চাই সঙ্গে একটা ভালো গল্প যেটা শুনলে ওই 90s এর ফেলে আসা দিনগুলি কে মনে করিয়ে দেবে আবার, ফিরে পাব আবার সেই শৈশব কাল কে যেটা কে মনে হয় এই বর্তমান যুগে কোথাও এক কোনে ফেলে রেখে দিয়েছিলাম।
Absolutely loved this video on Mahalaya! The beautiful visuals and narration brought back so many nostalgic memories. Thank you for keeping the essence alive!
Present day transition ta just chok duto bhar korea dilo.... chotobelar kotha, fele asa din gulor kotha mone porea galo....
এগুলো বাঙালির নস্টালজিয়া, এগুলো খুব মিস করি। আসলে বড় হয়ে গেছি যে, ছোটবেলাটা তো মিস করতেই হবে।
বাংলাদেশ থেকে ভালোবাসা অবিরাম ❤🇧🇩🇧🇩🇧🇩
ভাই ভালো থেকো তোমরা
@@ShubhadipSamanta-zw5tn thanks 😢🙏
Dorkar nei
Tora hindu der Maris abar valobasha maras
সত্যি আজকের এপিসোড গায়ে কাটা দেওয়ার মতো। এতো তাড়াতাড়ি সময় যে চলে যাচ্ছে বুঝাই যায় না। ছোট বেলার সেই সোনালী সময় গুলো মনে পরে আপ্লুত হয়ে গেলাম। ধন্যবাদ আপনাদের।🥺🤍👏
Osadharon laglo. Nostalgic feelings. R o dekhte chai.❤❤❤❤
Khub sundor hoyeche dada 😊😊😊😊😊
Best part 4:10 ❤
Pune te job korte ese ki ar pujor gondho paowa jay 🙃......
Ei bochor o pujo te jaowa hobe na bari ..
Same here amio pune te pujo ekhane aar koi 😢😢
2:51 গায় কাটা দিয়ে উঠল ❤
খুবই সুন্দর প্রত্যেক টা অংশই মন ছুঁয়ে নিয়েছে❤❤❤❤
Wow! Just wow!What an outstanding work by vinchigiri. Just spellbound. Every part of this video is straight connected with every Bengali’s emotion.
কোনো কথাই নয়...
ভাষাতীত মুগ্ধতা ❤❤❤❤
Darun hoieche ❤
Thank you 🙏❤️
বাবাকে ছাড়া এইবার প্রথম দুর্গাপূজো। দিদাও চলে গেলো। এইবার আর কোনো পূজো পূজো গন্ধ পাচ্ছি না।
M l only the one, who got tears in my eyes while watching these
Satti Choto belar Mohaloya Mone Pore Gelo ...... Khub valo Hoyeche Video ta
এতদিন পর এমন ভিডিও দেখে খুব খুব খুব ভালো লাগছে। ভিডিওতে অনেক ভাল অ্যানিমেশন এবং ভয়েস দেওয়া হয়েছে। ভিডিও বানানো বন্ধ করবেন না ভাই... আপনি অসাধারণ❤❤
Darun hoase❤️❤️❤️joldi next part chai... love from Bangladesh 🇧🇩
তোমাদের ওখানে এবার দুর্গা পূজা হবে 😊
@@LaughLab-Laxiকেন হবে না দাদা।শক্তির আগমনী কি আটকানো যায়😊
তাই বলো 😊
@@LaughLab-Laxi Hobe dada🥺kintu onk jaygay murti venge dease💔
7ta jama hole
Thala for a reason 👑
Ha ha 😂, thik achhe next time script lekhar smy mathay rakhbo.
Ki je bhalo lagtoh TV te sei purono mohalaya ta. Sei purono diner kotha mone pore gelo. Aamra o chotobelay TV te thik ei mohalaya ta dakhar jonno jege suye thaktam. Akhon kar mohalaya gulo ektu o bhalo hoy na, tai dekhi o na 😢😢😢😢😢😢😢😢😢.
কি সুন্দর!এত্ত নিখুঁত অ্যানিমেশন!জাস্ট স্পিচলেস!❤
Video dakha kar kar gaya kata Diya utlo❤❤❤
Osadharon dada.. Video ta dekhte dekhte kokhn j chokher konay jol ase glo bujhtei parlm na.. Tomar video ta jano chotobelay firiye niye glo.. And the transition from radio to alexa.. Uuff osadharon.. Mon chuye nile..
Debi pokkhor subheccha tomader sbai k..
Asadharan hoyeche, visan visan sundar. Adorable ❤❤❤❤
Bangalore er part ta puro vetor obdhi chole gelo....bari theke dure thaka pujor samoy ...ei byapare ta sibai bojhena ..
Extremely অসাধারণ। অপেক্ষায় রইলাম পরের পার্ট এর জন্য।
নির্ভেজাল ছোটবেলা। বড়ো হতে হতে জীবনে ভেজাল ও বেড়ে গেছে। তোমাদের এইসব সুন্দর কাজ বহু ব্যাস্ত জীবনে কিছুক্ষণের জন্য হলেও ছোটবেলাকে ফিরিয়ে আনে।। খুব ভালো হয়েছে, অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তোমাদের জন্য 🙂
UA-cam aa ekmatro tomar video tai dekhi ❤❤❤❤❤ I Love It ❤❤❤❤acharau jemon background music temon video darun❤❤❤❤❤
This is seriously high quality stuff! Relatable af! Got me crying, got me nostalgic, waiting for the next parts....
পুরোনো দিন গুলো চোখের সামনে একদম দেখতে পাচ্ছি।। Animation হলেও original এর থেকে অনেক ভালো ❤❤❤
Ashadharon hoyeche.. ami apnader sob kota videos dekhi.. khub bhalo lage.. nostalgic feel hoye.❤
Keep up the good work. Waiting for the next video.
Happy Durga Pujo to all of you in Advance. Sobai bhalo thakben.🫶🏻
Chotobela ta jeno chokher shamne bheshe uthlo eta dekhe....koto taratari boro hoye gelam jeno. Ei pujor moton, janina akhon theke aar koto gulo pujo probashe theke katate hobe😔 mon ta bhore gelo ei video ta dekhe, dhonnobad❤
ঘটনাক্রমে আমি বাঙ্গালোরে একটা job করি nursing profession এ 😌হ্যা মহালয়ার চণ্ডীপাঠ না হলেও শোত্র গুলো আমার নখদর্পণে ছিলো আগে আমি এই বার পুজোয় ও আসতে পারবো না.. এদিকে পুজো বলতে সেরকম কিছু হয় ই না এদিকেও মা দুর্গার পূজা হয় but আমাদের মতো বাঙ্গালীআনা ঢাক 🥁আর ধুনোর গন্ধ পায় না খুব miss করছি ☺ হ্যা ছেলেরাও কাদে.. আমারও চোখের কনায় জল আছে.. ধন্যবাদ সবাইকে আর শুভ শারদীয়া শুভেচ্ছা রইল❤❤❤❤
অসাধারণ সুন্দর ❤❤
পুরো ছোটবেলাটা মনে পড়ে গেলো 🥹❤️
Just flash back e chole gechilam kichu khoner jonno.❤
Video ta just fatafati laglo..❤ Purono sob kotha mone pore gelo❤
নর্থ ইস্ট এর খুব রিমোট জায়গায় আমার পোস্টিং, সাথে একটা ছোট্ট রেডিও নিয়ে এসেছিলাম,মহালয়ার ভোরে আকাশবাণী তে শোনার সাথে আবার ছোটবেলায় ফিরে গেলাম।তখন টিভিতেও একটাই মহালয়া হতো আর সেটাও দারুন হতো।সময়ের সাথে কত কিছু পাল্টে যায়,ইচ্ছে থাকলেও অনেক কিছু আর সম্ভব হয়ে ওঠেনা। অনবদ্য ভিডিও।
Darun dada puro present situation take tule dhorecho