Dhamrai news Sonotex bv

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • ধামরাই গার্মেন্টস গেটে চাকরি প্রত্যাশী ও কর্তৃপক্ষের মধ্যে দাওয়া পালটা ধাওয়ায় ১৩ জন আহত
    ধামরাই একটি গার্মেন্টস শিল্প কারখানায় গেটে চাকুরী প্রত্যাশিতাদের বিক্ষোভ, হামলা, চাকরি প্রত্যাশী ও কর্তৃপক্ষের দাওয়া পালটা ধাওয়ায় কমপক্ষে ১৩ জন আহত। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আজ সকালে ধামরাই স্নোটেকস আওটার ওয়্যার লিমিটেড এর গেটে কয়েক হাজার চাকরি প্রত্যাশী বিভিন্ন পদের চাকুরীর জন্য শ্রমিকরা জড়ো হয়।
    দুপুরে কারখানা কর্তৃপক্ষ কাগজপত্র জমানিয়ে প্রথমেই মহিলা শ্রমিকদের ইন্টারভিউ শুরু করে। এ সময় চাকরি প্রত্যাশী পুরুষ কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
    পরিস্থিতি বিবেচনা করে কারখানা কর্তৃপক্ষ লোক নিয়োগের জন্য ইন্টারভিউ বন্ধ করে দেয়। এতে চাকরী প্রত্যাশীরা কারখানা ও অফিসের গেট লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীদের সাথে দাওয়া পালটা ধাওয়া শুরু হয়। দাওয়া পাল্টা দেওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরণ করেন।
    খবর পেয়ে সেনাবাহিনী একটি টিম ও শিল্প পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনা কারখানা কর্তৃপক্ষের পক্ষে সহকারি পরিচালক জয়দুল হোসেন বলেন, প্রতিমাসের ন্যায়, মাসের প্রথম দিকের শ্রমিক নিয়োগ চলছিল, বাহিরে গ্যাঞ্জাম শুরু হলে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এ সময় চাকরির প্রত্যাশিত শ্রমিক কারখানার লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে, এতে কয়জন নিরাপত্তা কর্মীসহ কর্মরত শ্রমিক আহত হয়।

КОМЕНТАРІ • 1