রান্নাঘরের লেখক কে ? অফটপিক | আমার বাংলা নেট সেট

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • ৹ নেই প্রথাগত শিক্ষা অথচ ঝুলিতে চার চারটে বিশ্ববিদ‍্যালয়ের ডি.লিট
    ৹ সারাজীবনে শুধু উপন‍্যাস লিখেছেন ১৭৬টি, এছাড়া রম‍্যরচনা ছোটগল্প তো আছেই।
    ৹ অথচ লোকে তাকে বিদ্রুপ করত রান্নাঘরের লেখক বলে।
    ৹ আজ তার লেখা বাঙালির ঘরে ঘরে। - কে তিনি ?
    আমার বাংলার অফটপিকে আজকের পর্বে যাঁর কথা স্মরণ করব তিনি প্রথাগত শিক্ষা পাননি কোনো দিন। অথচ ডি.লিট পেয়েছেন চারটি বিশ্ববিদ্যালয় থেকে, পেয়েছেন জ্ঞানপীঠ সহ অন্যান্য বহু পুরস্কার। সংসার সামলে যখন লিখতে বসেছেন, তখন অনেক রাত - লিখতে লিখতে ভোর হয়ে যেত! কিন্তু কোনো দিন সংসারকে লেখার পথের বাধা হিসাবে মনে করেননি।
    এক সাক্ষাৎকারে নিজেই বলেছেন - “ …অতি সহজেই সমন্বয় করেছি। লেখা এবং সংসার এই দুটি যেন আমার কাছে সমান্তরাল দুটি লাইনের মতো ছিল। যে লাইনের উপর দিয়ে আমার জীবনের রেলগাড়ি ছুটে চলেছে। কোনো দিন আমি একে অপরের বাধা বলে মনে করিনি।…দুজনে দজনের সম্পূরক। কারণ লেখা ছিল আমার নিজের অন্তরের আর সংসার আমার পায়ের তলার মাটি। অন্তরের জিনিসটাকে বলতে পারা যায় মাথার ওপরকার আকাশ। মানুষের পায়ের তলার মাটিও দরকার আর মাথার উপরকার আকাশও দরকার।“ কে এই লেখক ? কেনো সমালোচক মনে করেছিলেন তিনি নারীর নামের আড়ালে থাকা কোনো পুরুষ! আমার বাংলার অফটপিকে আজকে থাকছে তারই আলোচনা।
    #offtopic
    #amarbanglanetset

КОМЕНТАРІ • 3

  • @TasnimAlamgir
    @TasnimAlamgir 7 місяців тому

    কাইন্ডলি শেষ পুরুস্কার গল্পের সারসংক্ষেপ নিয়ে একটি ভিডিও দিবেন,,

  • @riyasarkar1699
    @riyasarkar1699 7 місяців тому

    net set syllabus kivabe pabo mem please bolun r noito ekta full video din please mem, ami preparation suru korbo kintu syllabus kivabe pabo jani na, ekta syllabus download korechi google theke kintu otai syllabus ekhono ache naki change hoyeche bujhte parchi na, mem please reply din

    • @AmarBanglaaa
      @AmarBanglaaa  7 місяців тому

      সিলেবাস আপাতত চেঞ্জ হয়নি। 8777275759 এই হোয়াটস‌অ্যাপে যোগাযোগ কোরো