আমি কি রিক্সা চালাও ভাত খেতে পারবো না
Вставка
- Опубліковано 4 лют 2025
- আসসালামু আলাইকুম
আমি একটি ইউটিউব চ্যানেলে বাবুর ইন্টারভিউ দেখেছিলাম
পরবর্তীতে বাবু আমাকে ফোন দিয়ে তার বিস্তারিত কথা বলতে চাই
কিন্তু আমি বাবু এবং বাবুর বাবা কে একসাথে ইন্টারভিউ নিয়েছি
এখানে আপনারা পুরা ভিডিওটি দেখতে পাবেন
বাবু এবং বাবুর বাবার মধ্যে এখন মীমাংসা হয়েছে
দয়াকরে বাবুকে নিয়ে এবং এবং বাবুর বাবা কে নিয়ে কেউ নেগেটিভ কোন কমেন্ট করবেন না 🙏
এমন বিচারক যদি সব সমাজে থাকত কোন বাবা-মার উপর এতো অত্যাচার হতো না।ধন্যবাদ বিচারক ভাইকে।কথা গুলো খুবই ভালো লাগল।।।
বাবুর আগের জায়গায় ফিরে যাক, যতদিন না পর্যন্ত ভাল মানুষ না হয় । পিতা মাতা কে অবশ্যই সম্মান দেখাতে হবে তার। Okay masud Singapore
উপস্থাপক ভাই অসাধারণ কথা বলছেন একজন বিচক্ষণ ব্যক্তি উনি
বাবুর উচিত পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখা ❤❤️🩹
হায় আল্লাহ তাহলে তো এই বাবু হারানোই ভালো ছিল এখন বাবা টার আরও উল্টো কষ্ট😢
বিচারোক ভাইকে সালাম মোবারক জানায়, সঠিকভাবে বিচার করা হয়েছে মাসাললাহ আলহামদুলিল্লাহ আল্লাহ
ধন্যবাদ ভাইয়া
@@Bajpakhiবাজপাখি ভাই আপনার কথা গুলো ভালো লাগলো। একদম ঠিক কথা বলেছেন।
আমি বলবো বাবা বাবু তুমি তোমার আগের জায়গায় চলে যাও আমি মনে করি তুমি এইখানে থাকলে তোমার অনেক সমস্যা হবে তারচাইতে তুমি আগের জায়গায় ফিরে যাও
জি ঠিক
ছফু ভূইয়া ভালো মানুষ মনে হচ্ছে তার কথা গুলি খুব ভালো লাগছে ❤️
রাইট
উপস্থাপক ভাইর জন্য অনেক দোয়া রইল।বাবুর মানসিকতা ভালনা।খাল কেটে কুমিরের আগমন।বাবার জন্য দোয়া রইল।
বাবু তুমি যে কিবরিয়া ভাইয়ের ওখানে যে ভাবে কান্না করেছো সেইটা কি তোমার অভিনয় ছিল যদি অভিনয় হয়ে তাহলে বলবো এতটা বছর যেখানে ছিলে সেখানে চলে যাও,, আর নইলে ভালো ভাবে,, ভালো হয়ে বাবা, মায়ের সম্মান রাখিয়া চলো জিবনে কিছু করতে পারবে, ভাই,, আর তুমি নামাজ পরবে ইনশাআল্লাহ,, সব ঠিক হয়ে যাবে
জি ঠিক
সহমত
কথায় আছে, জন্ম হোক যথা-তথা কর্ম হোক ভালো। সন্তান বড় হলে তারা সন্তানের কাছে বেশী কিছু চায় না, ভাই একটি কলা দিয়ে উদাহরণ দিয়েছে চমৎকার উদাহরণ।বাবুর এতো সমস্যা তাহলে বউ- বাচ্চা নিয়ে বাহিরে থাকাই ভালো।
Llllllllllllllllllll lookt
রাইট
বিচারের কথা গুলো অনেক অনেক ভাল ছিল।অনেক যুক্তি ছিল।আর খুবই ইন্টালিজেন্ট পারসোন।শিক্ষিত মানুষের পরিচয় আর বিচার শালিস কেমন হয়।এই শালিস করার মানুষের কথা শুনে বুঝা যায়
বাবু তুমি বাড়ি ছারো না হয় তোমাদের মধ্যে অনেক বাড়া বারি হবে নিজের সর্মানে চলে যাও।
বাবুর উচিত সে কামাই করে তার সংসার চালানো এবং পাশাপাশি বাবা মাকেও সাহায্য করা ও বাবা মায়ের দোয়া নেওয়া। তা নাহলে মনে হবে খাল কেটে কুমির আনা হয়েছে। এইরকম হলে এর পরে আর কোনো বাবা মা আর হারানো ছেলেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেনা।
বাবু শিশু কাল হতে ঐ বাবা ক্ষতিপূরণ দেওয়া উচিত।কারণ বাবু এ অবস্থা জন্য দায়ী তার বাবা।
বিশেষ কারণ হল বাবু বেড়ে ওঠার সময়টাতে তার নিজ পরিবারের শিক্ষা পায় নি।
এজন্য বাবা কে ঐ কষ্ট করতে হচ্ছে।
পিতার উচিত এমন কি সমাজে আরো দশ জন ছেলে কে কিভাবে খরচ পাতি দিয়ে মানুষ করেছেন।ওনার ছেলে কে তো এমন কিছু টাকা খরচ করা লাগলো না। যদি ও বাবু কে খুজ তে অনেক টাকা খরচ করেছেন।বাবু ও বুঝা উচিত আমি বাবা পেয়েছি। আমার জীবনে আর কিছু চাই না,না বাবা সম্পদ না কোন নগদ অর্থ।
শুধু বাবার ভালোবাসা ছাড়া।
এখানে, আমার মা পায় ঐ একটা কথা বলতেন,পালা জীবের জ্বালা বেশি।
কিন্তু বাবু কে যেহেতু মা বাবা লালন পালন করেন নাই।ঐ জ্বালা ও নাই।
লোহা দিয়ে লোহা কাটে জ্বালা দিয়ে জ্বালা কাটে। যেহেতু লালন পালন এর জ্বালা নাই। বাবু এখন যে কিছু করুক না কেন বাবু ঐ অপরাধী হবে।
পরিশেষে বলতে চাই,বাবু জীবন সুখী হবে সে যদি, আগের জীবনে চলে যায়।
যখন পিতা মাতা ছিল না তখন তো , যিনি
সৃষ্টি কর্তা, লালন পালন কর্তা ওনাকে বিশ্বাস করে।আবেগী দুনিয়ার অথ, সম্পদ মায়া ত্যাগ করতে হবে।যদিও বাবু ক্ষেত্রে খুব কষ্ট দায়ক হবে।
পাঠকের উদ্দেশ্য করে একটি গল্প বলতে চাই।হয় তো আপনি ভালো জানেন।
এক ব্যক্তি প্রচন্ড শীতে কাঁপছিল।
তখন শীত তার শরীরের মানান সহ ছিল। কিন্তু অপর এক ব্যক্তি যখন তাকে আশা দিল।আমি আপনার জন্য গরম পোশাক নিয়ে আসব।যে সে গরম পোশাকের আশা করতে লাগলো, লোক টির শীত বেশি লাগতে শুরু করলো। কিছু ক্ষণ পর লোকটি মারা গেল।
বাবুর জীবন টা ঐ ব্যক্তির মতো ঐ হতে চলছে।
এই ছেলে হারিয়ে ভালো ছিলো।তাকে নিয়ে তার পিতার জীবনে অশান্তি শেষ নাই।
জি ঠিক
😢😢
* দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।
- হযরত আলী (রা:)
ঠিক বলছেন।
আজকে বাবুকে দেখে বুঝা গেলো মা বাবা ছাড়া ছেলে মেয়ে ভালো শিক্ষা পায় না। এটা বাবুর দোষ না, দোষ হলো শিক্ষা ব্যবস্থার। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো।
Babur baaper jei bodmejaj dekhlam tate mone hoy na Babu or baaper kache thakle ekjon bhalo manush hoto. Babu jokhon tar maa k niye thakbe bollo tokhon shobai Buirar chehara ta bhalo kore kheyal korben pls. Bodmejaj buira.
Right
অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর করে বিচার করার জন্য। ।।
তার বাবা এতো ভালো হলে এই ভয়েসে তার বউ পাশে নাই কেনো
বুইড়া ভালো হলে বউ ছেলে মেয়ে তার কাছে নাই কেন । অবশ্যই বাবার খারাপি আছে
এই ছেলে যে পরিবেশে মানুষ হইছে , সেই চরিত্র প্রকাশ পাইছে । এই ছেলের অতিরিক্ত কান্না দেখেই আমার সন্দেহ হইছে !
রাইট
সত্যি ভাই, আমিও একমত।
আমারে সন্দেহ হয়েছিল
আহারে সন্তান বাবা সম্পদের বিবাদে জড়িয়ে গেলো 🥺 কিবরিয়া ভাই ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই।
এটাই ছিলো প্রথম শেষ ভিডিও। অনেক অপেক্ষার পর আজ সেই ভাই এর ভিডিও দেখলাম খুরি হতাশ খুব হতাশ।
যিনি বিচারক উনি অত্যান্ত বুদ্ধিমান
বাবুর উচিত হবে বাবা মা ও চাচা চাচি আত্মীয় স্বজন সবার সাথে ভালো ভাবে এক সাথে থাকা । হিংসা করা ঠিক হবে না । বাবুর উচিত হবে কাজ করে খাওয়া । বাবা মায়ের সুখ শান্তি দেওয়া উচিত ।
আমার মতে বাবুকে আগের জীবনে ফিরে যাওয়া উচিত যাওয়া-আসার মধ্যে থাকলে সম্পর্ক ঠিক থাকবে এবং নিজের পায়ে নিজের কর্ম ঠিকমতো করতে পারবে
Babar.pokata.taka.na.takla.mata.gorom.takea.babar.chye.ta.babure.careto.onek.koten.babo.poteshod.nEta.chay.
যে বাবা মাকে নিয়ে চলতে পারেনা তাকে বাড়িতে জায়গা না দেওয়াই ভালো।
রাইট
পারিবারিক সমস্যা পাবলিকে এনে দেখানো ঠিক না।। আপনার এমন করে প্রচার করা ঠিক না।।। এত বছর পর ফিরে পেয়েছে পরেও এমন খারাপ মন মানসিকতা।আসা করি নাই বাবা ছেলের কাছে।
Thik
Right
baba chele aksathe na thakaii bhalo hobe.khuna khuni hobe.
অন্যায় যে করে অার অন্যায় যে সহে সবাই সমান অপরাধী
সমস্যা কেন দেখাবে না?
বাবুর কাজ কাম করে মা বাবারে খাওয়ানো উচিত,তা হলে বাবুকে আল্লাহ্ ভালো বাসবেন,
💘💘💘💘💘💘💘💘
বাবার উপর অপবাধ দেওয়ার প্রশ্নই উঠে না । যেভাবে হোক বাবার সাথে মিলেমিশে থাকতে হবে।বাবা তো বাবাই।
বাবার উপর অপবাদ ছেলে করছে বাবাও কিন্তু ছেলের নামে অপবাদ দিছে খেয়াল করে দেখেন এখন আমার কথা হলো বাবাও ছেলেকে অপবাদ দেয়া যাবে না কারন ছেলে আর ছেলে ও বাবার নামে অপবাদ দিতে পারবে না দুই জন দুজনকে ভালো বাসতে হবে
@@rimebagom9836 রাইট
রাইট
আমি কোলকাতা থেকে বলছি। আমার জন্ম ভিটা বাংলাদেশ, কিশোরগঞ্জ, বাজিতপুর। বাবু তুমি পরিবর্তন হও। যা করছো সেটা মোঠেও ভালো নয়। যদি বাবা মায়ের সন্ধান না পেতে তাহলে কি করতে। একটু বোঝার চেষ্টা করো। তুমি ও সন্তানের বাবা হয়েছো। যে দিন বাবা মাকে চিরতরে হারাবে, সে দিন বোঝতে পারবে অন্ধকার জগতে বাস করছি। এর চাইতে তোমাকে বোঝার ক্ষমতা আমার নেই।
বাপ'যেমন"ছেলেও
তেমন"কারোর থেকে কেউ কমনা"তবুও সে"বাবা!তাকে সম্মান দিতে হবে
রাইট
বাবু ভীষণ অভদ্র। ছোট বেলায় জ্বালাইছে অবুঝ ছিল। এখন তো অবুঝ না। বাবার নামে এমন অপবাদ কোন ভালো সন্তান দিতে পারে না। বাবু যদি ভালো হতো তাহলে বাবার পরিচয় পেয়েছে এতেই সন্তুষ্ট থাকতো।
সহমত
বাবুর চাচা অনেক ভাল মনের মানুষ
ছেলে কে হারিয়ে ছিলো এক ব্যথা
আর এখন ছেলে কে পেয়ে অনেক রকমের ব্যথা
Right
Right
এই রকম ছেলে না পাওয়াই ভালো ছিলো
@@morioumsokhy5024 আপনি একদম ঠিক কথা বলেছেন
জি ঠিক
এটা দেখার জন্য তৈরি ছিলাম না 😢
এমন সন্তান পাওয়া থেকে না পাওয়া ভালো ছিল
দেখুন বাবুর অনেক অনুরোধে আমি ভিডিও আপডেট দিয়েছিলাম। সে আমার হাতে পায়ে দরেছিলো ভিডিও টা আপডেট দিতে।তার পারে ও আমি তাকে বুঝিয়েছি তার মাকে ও বুঝিয়ে বলেছি। এমন কি তিন দিন অপেক্ষা করেছি যে ভিডিও টা ছাড়বনা। কিন্তু বাবুর আমাকে মোবাইল কলের পরে কল অবশেষে আমি আপডেট দিয়েছি।এতে আমার দোষ নেই।বাবুর সহযোগিতা করতে চেষ্টা করছি তাছাড়া বাবুর উপায় ছিল না। আমি নিজে চ্যায়ারমেনের কাছে গিয়েছি বিষয়টা সমাধান করার জন্য আমি কাছ থেকে যা জানি আপনি হয়তো দূর থেকে এর এক ভাগ ও জানেন না।আপনি ভিডিও তে আমার চ্যানেলের নাম নিয়ে কথা বলা উচিৎ হয়নি। এখন আমি আপনাকে প্রশ্ন করছি? আপনিতো মিডিয়ায় বাবা ছেলের তর্কাতর্কি এবং আরও অনেক কিছু তোলে ধরেছেন আপনার কাজটা কতটুকু উচিৎ হয়েছে আপনি মনে করেন। আপনি অনেক বড় ইউটিউবার আপনার কাজটা টিক হয়েছে
01404858014
আপনি যদি সৎ এবং এক বাপের বেটা হন
তাহলে আমার নাম্বারে ফোন দিবেন
তুই সালা একটা বাটপার
বাপ-ছেলে কারো থেকে কেউ কম না তারা বুঝাইতে চাইতেছে যার হাতে সে সারেতিনহাত এটা সামনের দিকে ভাল কিছু আশা করা যায় না তবুও বলব আল্লাহ তাদের দুজনের ভিতরে হেদায়েত দান করুক আমরা এটাই কামনা করি
বি৷ বাড়িয়ার মানুষ এমন
পারিবারিক বিষয় অনলাইনে দেয়াটা আসলে যুক্তিযুক্ত না। এটা আপনারা বসে সামাজিকভাবে মীমাংসা করেন। বাবু ভাই আপনাকে একটা অনুরোধ। কাউকে দোষারোপ না করে নিজের ভাগ্যকে দোষারোপ করেন। সৎ ভাবে টাকা উপার্জন করে নিজের মতো করে চলার চেষ্টা করেন। আল্লাহ আপনার মঙ্গল করুক আমিন
বাবা শুধুই বাবা, বাবাকে সবার সামনে অপমান করা ঠিক হয় নি।তিনি ভালো মানুষ বলেই কিবরিয়া ভাই এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাড়িতে নিয়ে এসেছে। সবাই দেখেছে ছেলের জন্য তিনি ব্যাকুল ছিল। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজ বাবু করবে না যা বাবা কষ্ট পায়।
রাইট
এটাই প্রমাণ আল্লাহ্ পাক যা করেন ভালোর জন্যই করে। এই ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো ছিলো।
যদি সে সত্যই নেসা করে তা হলে তাকে(বাবুকে) যায়গা না দেওয়াই উচিত,
আমার মনে হয় বাবু এ ফ্যামিলির সন্তান না।সে মনে হয় স্বার্থের জন্য এখানে আসা।বাবুর ডি,এন,ও পরীক্ষা করা হোক।
Hm
এমন আচরণ করলে, ভবিষ্যতে কেউ হারানো মানুষটাকে নিতে আসবে না।
সত্যিই
তোমার কথায় আমিও একমত
@@mdshahanurhossan597 @
@@mdshahanurhossan597@
@@limalifestylebd1751 8
খাল কেটে আনছেন চাচা! বাকী জীবনটা ভালোভাবে কাটুক এই দোয়া করি।
বাবুর হারিয়ে যাওয়ার ভিডিও দেখে অনেক খারাপ লেগেছিলো বাবুর জন্যে, কিন্তু এখন খারাপ লাগছে বাবুর বাবার জন্যে।এমন ছেলেকে ঘরে এনে মানুষটা অনেক অশান্তিতে ভুগছে।বাবুর বসা দেখেই বুঝা যাচ্ছে যে সে কতটা বেয়াদব। বাবা যদি খারাপ হতো কিংবা বাবুকে সম্পত্তি না দেয়ার ইচ্ছা থাকতো, তাহলেতো ওকে আনতেই যেতোনা।বাবুর আচরণই তার বাবাকে এমন হতে বাধ্য করেছে।বাবুর বাবার জন্যে অনক খারাপ লাগছে, মানুষটা কি এ জন্যই তাকে তুলে এনে সমাজে স্থান দিয়েছিলো🙁
সহমত,,,এই পরিবারে ছিলোনা,পরিবারে সুখ ছিলো,হায়রে বাবু?
সহমত
কি নির্মম ইতিহাস আমি 😊আরজে কিবরিয়ার পেজে ভিডিও আজকেই দেখলাম এবং এরপরে এই ভিডিওটি চোখে এসে পড়ল 20 মিনিট পর দেখে একদম ঠিক ছিল যে এই ছেলে খুব একটা ভালো হবে না কারণ তার ভিতরে লোভ কাজ করবে,,
আল্লাহ ওদের বাপ বেটার ভিতর মহবত তৈরি করে দাও
এ কেম বাবা
আমিন
ওর চাচা এটা অনেক দুষ্ট
মানুষ ভুল করে, মন থেকে বাবা ছেলে দুজনেই সব বাদ দেন আল্লাহ রহমত দান করবেন।
অনেকেই দেখছি বেশ মন্তব্য করছেন, অথচ আমরা তেমন কিছুই জানিনা, ছেলে টা একটা কথা বলেছে, তার বড় ভাইও নাকি বাড়ি ছেড়েছিল, আবার বলেছে মা কোথায়, বোনেরা কেউ আসে না। এই কথা গুলোর অর্থ কি ? বাবার স্নেহ থেকে যদি মেজাজ বেশি হয় তাহলে সেই বাবার ছায়া তলে কোন সন্তান মানুষ হতে পারে না, যেমন বিষাক্ত বৃক্ষের নিচে ক্কোন উদ্ভিদ জন্মায় না। অনেক বাবাদের দেখেছি , সন্তানদের ফেলে অন্য জায়গায় বিয়ে করতে। বছরের পর বছর তাদের খোজ নেইনি। অতএব, বাবা নামের তকমা লাগিয়ে দায়িত্ব, কর্তব্য থেকে পালিয়ে বেড়ানোর নাম বাবা নয়। ধরে নিলাম ছেলেটা খারাপ, তার জন্য দুনিয়ার কেউ দায়ী নয়, দায়ভার বাবাকেই নিতে হবে। আজ যদি ইসলামী শিক্ষা বাল্য কাল থেকে দিত তাহলে এমনটি হতনা। সমস্যা উভয়েরই।
সেলিম ভাইয়ের কথা গুলো মন ছুয়ে গেলো
২২ বছর পর সন্তানকে কাছে পেয়ে এখন উনি যেভাবে রাগান্বিত উনি উনার চাচা মানে ওনার ভাই তাতে বুঝা যায় কিরকম ছিল।
সেলিম ভাইয়ের কথা গুলো রাইট
ধন্যবাদ ভাইয়া পাশে থাকবেন
আমার মতে এখানে মা ভাই বোনেরা
থাকলে অনেক ভালো হতো বাবা তো বাবাই বাবার তুলনা হয় না কিন্তু ওনারা
থাকলে অনেক ভালো হতো
আল্লাহ তায়ালা বাবুকে হেদায়েত দান করুন।
এমনটা হলে কোন পরিবার আর হারানো সন্তান কে ফিরে পেতে চাইবে না।বাবা খারাপ মানলাম কিন্তু এই বৃদ্ধ বয়সে বাবাকে দোষ দিতে পারবো না। এই ছেলের আচরণ ভালো হবেনা কারণ সে সেই পরিবেশে বড় হয়নি,একে নিয়ে অনেক ভোগান্তি হবে এই লোকের।😢😢😢
ছেলে খারাপ বাপ ও কম খারাপ না।ভালো কিছু পেতে হলে নিজেকেও ভালো হতে হয়। বাবু পথে পথে মানুষ হয়েছে তার প্রতি আর একটু সদয় হওয়া উচিৎ ছিল।
কিছুদিন ধরে আরজে কিবরিয়া হারানো পরিবার খুঁজে দেয়ার শো দেখছি। এই বাবুর ভিডিও দেখেও কেঁদেছি। কিন্তু এখন এই ভিডিও দেখে এইসব হারানো পরিবার ফিরে পাওয়ার ভিডিও দেখার মনমানসিকতা নষ্ট হয়ে গিয়েছে।
বাবুর দোষ একা দিয়ে লাভ নেই বাবুর বাবা ও বেশি ভালো না, আপনারা পেছনের দিকে তাকিয়ে দেখেন, বাবুর মা বোন তারা সবাই কি খারাপ , বাবু কিন্তু অভাবি চিল সেটা আমরা সবাই দেখেছে, তবু ভলব বাবু তোমরা সভাই মিলে মিশে থাক ।
আমি বলবো, বাবুর বউ বাচ্চা নিয়ে আগের মতো থাকুক অযথা বাবা মাকে কষ্ট দিবেন না । বৃদ্ধ বাবা মায়ের দোয়া নিবেন ।
এটা ঠিক না বাবু,তোমার জন্য অন্য মানুষের মনে সন্দেহ হবে,আপন ঠিকানার বদলাম হবে।একটা পরিচয় পাইছো এটাই অনেক কিছু।
কতো কষ্ট করে মানুষে পরিচয় পরিবার খুঁজে দেয়,যদি মানুষ হও তা হলে বুঝতে পারবা
আমি পুলিশ বলছি, বাবু একজন নিয়মিত ইয়াবা সেবন কারি,এই জন্য তার অনেক টাকা দরকার।
চমৎকাৰ লাগলো এটাই কি বাংলাদেশেৰ মানুষেৰ যৰিত্ৰ
জীবনের এত বড় ঘটনা হওয়ার পরেও বাবুর শিক্ষা হল না ৷ আজ সারা বাংলার মানুষের সামনে বাবা কে ছোট করছে ৷ তাকে চেনার পর ও যদি বাবা মেনে না নিত তাহলে কিছু করার ছিল না আজ বাবাকে চেনে এত খারাপ ব্যবহার করা উচিত হচ্ছে না ৷ এখন ও ভাল হওয়ার সুযোগ আছে ভাল হয়ে যাও ৷
আমার কাছে মনে হচ্ছে এই বাবুর আজকের ভিডিও দেখে কোনো বাবা মা হারানো সন্তান ফিরে পেতে চাইবে না আপন ঠিকানার বদনাম শুরু হলো বাবুকে দিয়ে
ধন্যবাদ বিচারক বাইকে, কিন্তু বাবুর চরিএে সমস্যা আছে
বাবুর বাবা সাধু সাজে,বাবুব বাবা যদি সত্যি ভালো বাবা হইতো হারানো বাবুকে ফিরে পেয়ে বাড়িতে দিনের পর দিন এতো ঝামেলা করতো না,বাবুর বাবা একবারও বাবুকে বুকে টেনে নেয় নাই কি করে পারে নিষ্ঠুর বাবারা, জন্ম দিতে পারে, তখন খুব মধু ছিল বাবুর মা এখন খারাপ হয়ে গেছে, বদমাশ পুরুষ মানুষ, এদের উপযুক্ত বিচার চাই আমরা সাধারণ মানুষ।
100% sotto kotha
Babu berakole porse
Ei cacare age dure soran
Apni baba Mayer morjada to bojen na .abar kotha bolen
বাবু খুব সুন্দর কথা বলেছে ও বলেছে ওর মাকে নিয়ে থাকবে। হয়তোবা ওর চাচার চক্রান্ত। বাবু অনেক দিন হারিয়েছিলো, তাই ওরা সহজে মেনে নিতে পারছে না। ওর বাড়িতেও থাকবে ওকে বের করার অধিকার কারো নেই।
পরিচয় পেয়েছ সেস এবার বাবু তুই চলে জা
Babur boro cacha sob nater guru mone hosse.
এতো বছর পর ছেলে কে পাইছে সবারই মিলেমিশে থাকা উচিত
বাবুর উচিত হবে বাপ মা ভাই বোন সবার সাথে সমোযতা করে চলা।
এই গুলো ব্রামনবাড়িয়ার লোক। কিবরিয়া ভাই অনুস্টানে বলেছিলো। এরা তো মারামারি ঝগরা বেশি করে।
সোহেল ভাই এক পাল্লায় সবাইকে মাপা ভালো না। কারন ভালো মন্দ সব জেলায় আছে।
সোহেল আমার শালা
@@MamunKhan-zj8dc আয় দুলাভাই কাছে আয়। বোনের অভাব নাই। তোর বোনে তো আমার বোন লাগে।
এটাই কি বাবুর কান্নার ধরন ছিল, বাবু এমন ছিল বলেই তাকে শাষন করতো, তার কৃতজ্ঞতা নেই
কেউর কাছ থেকে কেউ কম না আলাহ জেন সহায় করে আলাহ হেদায়েত দান করুক আমিন
বাবুর ছেলের মুখের দেখে চাওয়া দরেন বাবু খারাপ কিন্তু৷ বাবুর ছেলেদের ভালো ভাবে মানুষের মত মানুষ হতে পারে।
ইয়া আল্লাহ এরকম হলে তো আর কোনো বাবা মা তাদের ছেলে মেয়েকে নিতে আসবে না
'আপন ঠিকানা ' এর মাধ্যমে বাবুকে খুজে পাওয়ার ভিডিও আজ রাতেই আমি দেখলাম। পরিবার ফিরে পাওয়ার পর বাবুর যে অনুভূতি ব্যক্ত করেছে ওখানে দেখে খুব শান্তি লাগছিলো আর এখনকার ভিডিওটা দেখে ত রীতিমতো খারাপ লাগতেছে।
বাবা মা ২০ বছর না পাওয়ার কারণে কত কষ্ট করেছে কত ত্যাগ স্বীকার করে তাকে খুজে পেয়েছে। আর এখন ফিরে এসে যে অত্যাচার শুরু করেছে এতে ত মনে হচ্ছে "আপন ঠিকানা " উনাকে ফিরিয়ে দিয়ে ভুল করেছে!
শেইম অন ম্যান
ফাক অফ
Right.
বাবু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একজন কালপ্রিট!!
এই রকম সন্তান থাকার চেয়ে নিঃসন্তান থাকা ভাল। এমন কুপুত্রের দরকার নেই।
হয়তো আপনি ওদের অনেক কাছের মানুষ সেই জন্য বাবুর সমন্ধে নেগেটিভ কথা তবে একটা কথা বলি আমি ও ব্রাহ্মণবাড়িয়া সন্তান ওর মায়ের কথা কিন্তু এরকম বোঝা যায়না বাবু দোষী বলে মনে হয় না মা কখনো মিথ্যে বলে না সন্তানের জন্য একটা কথা বলি বা আরজে কিবরিয়া ভাই বলেছিল বামন বাড়িয়ার মানুষ ঝগড়াটে কার্যকলাপ তাই বলি আপনাদের এ ধরনের কার্যকলাপ বন্ধ করুন ব্রাহ্মণবাড়িয়া সম্মান মর্যাদা নষ্ট করবেন না
@@shahinshaa6433আগে ভাই তুমি দাড়ি কমা ঠিক মত দেও। ৫ বার ট্রাই করেও পড়তে পারি নাই।
যে সন্তান পাওয়ার পর পরিবারে অশান্তি আমি মনে করি এমন সন্তান না পাওয়াই ভালো ছিলো বাবু হলো লোভি পরিবারে ফিরার পরেই বাবার টাকার প্রতি লোভ চলে গেছে বাবুর এইটা বুঝার উচিৎ ছিলো যে আমি এত বছর পর বাবা মা য়ের কাছে ফেরেছি আলহামদুলিল্লাহ বাবার কাছ টাকা না চেয়ে বরং কাজ কাম করে বাবার হাতে টাকা দেওয়া কিছু কিছু সময় ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয় বাবুর বাপ যথেষ্ট ভালো মানুষ ভদ্র লোকের কথায় বুঝা যায় বাবু হলো লোভি
মিলে মিশে থাকা ভালো
বাবুকে পাওয়ার আছে বাবুর মা কিন্তু বাড়িতে ছিলো না তার বাবার বাড়িতে ছিলো,লোকটা সুবিদার না,আসলে বাবুকে তার বাবা সহ্য করতে পারে না, তবে সব কিছু বাদ দিয়ে মিলেমিশে থাকা ই ভালো বাবুর মা কিন্তু এখনো বাড়িতে নেই,ছেলে হিসেবে তো খারাপ লাগবেই বাবুর বড়ো চাচার কথা কেমন হলো ছোট ভাইয়ের বউ বাড়িতে নেই এইটা নিয়ে উনার কোনো মাথা ব্যাথা নেই।
বাবুর বাবা র পরিবার একেবারেই বাজে পরিবার। এই বয়সে কি কেউ নিজের বৌকে তাড়িয়ে দেয়।
আল্লাহ তায়ালা সকল বাবা মা সন্তান কে সটিক বুজ ধান করোক এইটাই আমরা ছাই
যেমন বাপ তেমন ছেলে তেমন youtuber
রানা ভাই আপনার কথা গুলো শুনে হৃদয় কেঁপে গেলো সহ মত রানা ভাই আপনার কথায় সহ মত ও উওম কথা শুকরিয়া
রানা ইউটিউবার না ভিউটিউবার বাবুরে নিয়ে খেলতেছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❣️❣️❣️🙏🤲
বাবা যেমন ছা সেমন
আল্লাহ পাক মানুষ কে এই জন্য মনে হয় পুনরায় জীবিত করেন না. বাবু তাদের কাছে মৃত ছিল সেটাই ভালো ছিল.
বাবু তুমি কোরআন হাদিস পড় তার পর
বুঝতে পারবে বাবা মায়ের স্নমান
খুব ভালো কাজ করছেন, সমসধান করে, দুয়া রহিল আপনার জন্য।
মিলে মিশে এক সাথে বসবাস করাই ভালো।বাবার উচিত ছেলেদের বড় হলে পৃথক করে দেয়া এবং কিভাবে সংসার চালাচ্ছে তার দিকে লক্ষ রাখা। এবং উপদেশ দেয়া।
বাবুর মা'র ইন্টারভিউ নে। তোমার ইন্টারভিউ অসম্পুর্ণ। একমাত্র সমাধান বাবুর মা।
নোমান কে? বাবুর বাপে নোমানের লগে চলে কেনো?
আমার মন্তব্য হল বাবা ছেলে দুজনি আড় খেজ,দুজনেই নিজের কথা ও চাওয়া বড় ভাবে বাবুকে বুঝতে হত বাবার ছাইয়া জীবনে কতটা প্রয়োজন
ঐ দিন স্টুডিও তে বাবা মা কে পাওয়ার পরে যেভাবে কান্না করছে বাবু আজকেই বাবার নামে অপবাদ ছি......!!!
স্টুডিওর ভিডিওতে ওরে দেখে আমার আগেই সন্দেহ হয়েছিলো
It's really great upload
আমার মতে বাবু তুমি আবারও নিরুদ্দেশ হও। আমার বেলায় হলে আমি তাই করতাম। কাহারো মুখ দর্শন করতাম না। এ বিচারে কেই সন্তুষ্ট হতে পারেনি। কিলিয়ে কাঁঠাল পাকানো হয়েছে। যাহোক এটা তাদের ব্যপার। ভাল কিছু একটা কামনা করি।
কিবরিয়া ভাইয়ের ভিডিওটা দেখে কান্না করেছিলাম আর এই ভিডিওটা দেখে মনটা যে কি করতেছে
বাবুর ছেলে যেদিন বাবুর মতো বড় হবে,সেদিন বাবু বুঝতে পারবে বাবাকে সে কতটা কষ্ট দিয়েছিলো।
রাইট
Baba chele ke maff kore den, ar chele babar shate mila misha cholo, aponar bachara loyya ek shate taken , bachader maya muhabbat lagain, baba o aponanar nati Der ke maya ador koren, ador korte poysha lagena, dua koren, Allah shob kisu balo kore den,
বাবুর মা কে বাড়িতে আনা হউক সম্মানে সাথে..
বাবু আপনার মা-বাবা ভাই-বোন সবার সাথে ভালো ব্যবহার করা আর বাবা আপনাকে বলি আপনিও ওর প্রতি সহনশীল হ বেন ও 22 টি বছর অনেক কষ্ট করে ছে
আমি শুরু থেকে দেখতেছি,এখানে আমি বুঝতে পারছি বাপ চাচারা চাচ্ছে না বাবু বাড়িত থাকুক,এই বাবা চাচাদের আইনের আওতায় আনা প্রয়োজন বুঝা যাচ্ছে এই লোক তার স্ত্রী সন্তানদের নির্যাতন করে, বাবু কে দেখে বুঝা যায় তার মনে অনেক কষ্ট।
😊
আপনি আমার বাল বুঝেছেন।বাপ এতোকিছু তার জন্য করতেছে। আর ছেলে শুধুই চিটারি বাটপারি করেই যাচ্ছে।
এই ভাইয়ের কথা গুলো অনেক ভালো লাগলো
উভয়ের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের বড়ই অভাব
বারিতে আর কোন ছেলে নাই তুমি একা তাহলে এক জন সাসন করতা থাকতে পারে
পারিবারিক জিনিস পরিবারের ভিতর রাখা ভালো ছেলেটা ফালতু এমন করে কেন সম্মান আছে তার বাবার।