আমার সোনালী শৈশব আহ! কই গেলো খুব বেশি মনে পড়ে এতো তাড়াতাড়ি চলে গেলো! খুব মনে পড়ে অতীতকে আর মনে পড়লে মনের অজান্তে চোখের কোনো পানি জমে। চড়াই উৎরাই কত কিছুই এই দুচোখ সাক্ষ্যি হলো... কত প্রিয়জনকে হারালাম যারা জিবনের সাথে জড়িয়ে ছিল নিবিড় ভাবে.... হয়তো নির্দিষ্ট সময়ের পরে আমিও চলে যাবো... রেখে যাবো কিছু অনুগ্রাহী আর কিছু স্মৃতি..... আমরা যারা নব্বই দশকের তারা এই আজ আধুনিক বিশ্ব পরিবর্তনের সাক্ষ্যি... কত কিছুই পরিবর্তন হলো চোখের সামনে.... এই আধুনিকতায় কিছু হারালাম আবার কিছু পেলাম..... ধন্যবাদ ভাই এমন সুন্দর কিছু পুরোনো স্মৃতিকে যত্ন সহকারের আমাদের সামনে তুলে ধরার জন্য.... পুরোনো কিছু স্মৃতির খোঁজে এই পেজে আসা হয় প্রায়.... আশা করি পুরোনো সব কিছু দিয়ে আমাদের মাঝে তুলে ধরবেন।
কি যে বলব সবার কমেন্ট পড়লাম❤আমি আর নতুন করে কি লিখব সবই আমার কথ🤔আমার শৈশব❤লাভ ইউ শৈশব কিশোরের বিজ্ঞাপন💞একসময় বিরক্ত লাগলেও এখন ভালো লাগছে দেখতে এসব বিজ্ঞাপন❤
৯০ দশকে যখন ছোট ছিলাম, তখন ব্যাটারি চালিয়ে সিনামা দেখতাম আর এই এড গুলো যখন দিতো, তখন ব্যাটারি বন্ধ করে দিতাম, আর এখন বড় হয়ে এমবি কিনে এই এই এড ইউটিউবে খুজি 😢
দেখার পর নিজেকে সামলাতে পারলাম না😭😭😭😭। স্মৃতি গুলা চোখের সামনে ভাসছে😭😭😭। এখন কার একবারে গা গ্রামে গেলেও ৯০ দশকের খেলাধূলা, খাবার ঐতিহ্য কিছুই দেখা যায় না। খুব মনে পড়ছে, জীবনটা মোবাইল আর আধুনিকতায় বন্দি হয়ে গেছে, মানুষের ভালোবাসাটাও কমে গেছে, মাঝে মাঝে ভাবি ৯০ দশকের সেই দিনগুলি সেই ঐতিহ্য গুলো লিখে রাখি, কিন্তু নিজেও সেই আধুনিকতায় বন্দি😥😥😥
অনুষ্ঠান চলাকালে এ সমস্ত বিজ্ঞাপন আসলে মাথা গরম হয়ে যেত,আর এখন নোটিফিকেশন দিয়ে রাখছি বিজ্ঞাপন দেখার জন্য🤣এই চ্যানেলের মাধ্যমে কিছু সময়ের জন্য হলেও অতীতে হারিয়ে যাই
@@CinePoison প্রত্যেকটা এডভেটাইজ এর সাথে একেকটা স্মৃতি জড়িয়ে আছে যেমন,যেমন বউরাণী প্রিন্ট শাড়ি আলিফ লায়লা শুরু হওয়ার আগে দিত,আর তখনকার সময় আলিফ লায়লা মনে তো বুঝতেই পারছেন যে কোন কিছুর বিনিময় আলিফ লায়লা মিস করা যাবে না,স্পষ্ট মনে আছে ব্যাটারি রেডি রাখতাম ইলেকট্রিক চলে যাওয়ার ভয়,সেই 14 ইঞ্চি সাদাকালো টিভির মজা এখন আর নেই
৯০ দশকে যাদের শৈশব কেটেছে, তারাই এর মূল বুঝবে। আর এটা দেখতে দেখতে কোন সময় যে চোখের কোণে জল এসে যাবে তারা বুঝতেই পারবে না...😭😭 সাদা কালো জীবন ছেড়ে যতই রঙিন আর আধুনিক জীবনের কথা বলি না কেন, সাদা কালো জীবনই ছিল প্রকৃত জীবন। সে সাদা কালো জীবনের, বিভিন্ন ধরনের খেলাধুলা যা মাঝে এক সমুদ্র শান্তি পেতাম , যা আজ রঙিন ও আধুনিক জীবনে পাই না, ভালো লাগা, ভালোবাসা ছিল নির্ভেজাল, এই ভালোবাসায় ছিল একে অপরের প্রতি অগাধ আস্হা। সাদা কালো জীবনের ভালোবাসা মানুষটিকে দেখার জন্য সামনে আসতে হতো না, চোখ বন্ধ করলেই দেখা যেতো,💗💗💗 বহু দিন চিঠির অপেক্ষাও ভালোবাসা কমাতে পারেনি বরং তা আরো বহুগুণ বেশি রোমাঞ্চকর ও শান্তিময় হয়েছিল।💗 যা আজ রঙিন ও আধুনিক জীবনে নেই। আর রঙিন ও আধুনিক জীবনে ত চোখ বন্ধ করলে হাজারো মানুষের ছবি ভাসে,ভালো লাগা, ভালোবাসা মূলহীন।৯০ দশকের জন্ম নেওয়া সাদা কালো জীবনের মানুষদের মাঝে ছিল প্রকৃত অনুভূতি ও ভালোবাসা যা আধুনিক জীবনে পাই না। তাই ত বার বার যেতে যায় মন আমার, সাদা কালো প্রকৃত ভালোবাসায়। সত্যিই ফেলে আসা দিনগুলো শুধু কাঁদায় না অনেক খানি কাঁদায়,,,,,😭😭😢😢 দুঃখিত , এত বড় রচনা মতো কমেন্টস করার জন্য, কি করব ভাই আজ এমন একটা ভিডিও ইউটিউবে দেখব ভাবিনি। এখন ত ইচ্ছে করছে শৈশব নিয়ে সারা রাতই লিখি😭😭😭😭
মনে পড়ে ১৯৯০ সাল আমার ৬ বছর বয়সে লেংটা হয়ে খাল পেড়িয়ে সরিষার টাংগার উপর বসে টিভি দেখতাম অন্তত ৫০-৬০ জন হবে এক বাড়িতে ❤ মাঝে মাঝে মুরব্বিদের থাপ্পড় মারতো এই পাদ মারলো কে 😅😅😅😅
আপনার সাথে ১০০ ভাগ সহমত পোষণ করছি চোখের জল হাসতে হাসতে বুকের ভিতর চিন চিন এক ধরনের ব্যাথা অনুভব করছি সে হারানো দিনের স্মৃতিগুলো কখন যে মনের অজান্তে নিজেকে সেই স্মৃতির মাঝে হারিয়ে ফেলেছি বুঝতে পারিনি ফেলে আসা শেষের দিন আর ফিরে পাবো না যদি ছোট হয়ে যেতাম যদি পারতাম সে দিনে ফিরে যেতে না খেয়েও শান্তি ছিল সেই দিনগুলোতে মায়া মমতা ভালোবাসায় মাখা মাকি ছিল সব জায়গায় ভাই বোন বলেন পাড়া প্রতিবেশী বলেন মা-বাবা বলেন দূরে রাখতে সুজন বলেন সবার সাথে এমন ভালোবাসা ছিল যা এখন শুধুই স্মৃতি আপনার মত আমারও লিখতে লিখতে লেখা শেষ হচ্ছে না ইচ্ছা হচ্ছে আরো অনেক কথা দেখি
কানে হেডফোন লাগিয়ে চোখ বন্দ করে বিজ্ঞাপন গুলো যখন শুনতেছিলাম শরীরের পশমগুলো খাড়া হয়ে গেলো একমুহুর্তের জন্য সেই অতীতে ফিরে গেলাম, আহ কতই সুন্দর ছিলো আমাদের সোনালী অতীতের স্মৃতিগুলো
সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। অবাক করা বিষয় যখন ছোট ছিলাম। সে সময় কত এই অ্যাডগুলো দেখেছিলাম। বিরক্তি মনে হতো কিন্তু এখন মিস করি। ধন্যবাদ আপনাকে সেই স্মৃতিগুলো সামনে আনার জন্য।
আগে সিনেমা দেখার সময় এই বিজ্ঞাপন গুলো দেখলে রাগ উঠত। আর এখন চোখে পানি চলে আসতেছে, আসলেই সময় কিভাবে চলে যায়, চলে যায় কত প্রিয়জন, হয়ত আমিও একদিন এভাবেই চলে যাব, থেকে যাবে শুধু এই বিজ্ঞাপন গুলোর মতই কিছু মধুর স্মৃতি😭😭😥
ওহঃ,, বলার ভাষা নেই, এই বিজ্ঞাপন দেখলে অজান্তেই মনটা খুশিতে ভরে উঠে, মুখে মিদু হাসি ফুটে, মন চলে যায় সেই ছোট বেলার ছোটা, ছুটিতে.. অনেক দিন পরে আবার দেখলাম.. আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ দাদা.. 🌹🌹❤🌹🌹
অসাধারণ, অসাধারণ। পুরনো স্মৃতি কার না ভালো লাগে, যে দিনগুলো আমরা পিছনে ফেলে এসেছি তা কতই না মধুর ছিল। ছিল কতোটা শান্তিময়। ঔই সুখময় জীবনটি আমাদের অনেকেরই কাছ থেকে হারিয়ে গেছে। এটাই সত্য, এটাই বাস্তব। মনে মনে ভাবি আর আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আবার সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাও যে দিনগুলো ছিল চরম শান্তিময়। কিন্তু না, প্রতিটি জিনিসের একটা ক্ষয় আছে, যা হয়ে গেছে যেটা চলে গেছে সেটা আর স্ব-রূপে ফেরত আসে না- আসবে না, এটাই বাস্তবতা। আমাদের সকলকে এভাবেই একদিন চির বাস্তবতার সম্মুখীন হতে হবে আর এই স্মৃতিময় পৃথিবী থেকে বিদায় নিতে হবে। পদার্পণ করতে হবে অনন্তকালের আখিরাত নামক জিন্দেগীতে। তাই আসুন আমরা সকলেই তার পূর্ব প্রস্তুতি নেই। আমার মনে হয় সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। DON’T MIND PLEASE
তখন জন্ম না হলেও ওই বিজ্ঞান গুলো দেখে যেন সেই সময়ে হারিয়ে গেলাম ভাই🥰😊 ধন্যবাদ প্রিও সিরিজ এর নেক্সট পার্ট আনার জন্য।বাকি পর্বগুলোর জন্য অপেক্ষায় থাকলাম🥰
4:45 আমার খুব পছন্দের একটি বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটি দেখে ছোটবেলার পুরনো স্মৃতি মনে পড়ে গেলো.... আমি আমাদের বাসার ১৪" টিভিতে এই বিজ্ঞাপন দেখতাম আর আমার আম্মু আমাকে ভাত খাইয়ে দিত। এখন আমাদের সেই বাসাও পরিবর্তন করেছি, আর সেই টিভিও নেই। সময়ের সাথে সাথে সবকিছু বদলায়। আগের দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত 😭😭
রাহাত ভাই, সেই সময় তো বিজ্ঞাপন মানেই বিরক্তিকর ছিল। সিন্দবাদ, আলিফ লায়লার মাঝখানে যখন বিজ্ঞাপন দিত তখন এত টা মনোযোগ দেয়ার বয়স হয়নি। এখন যা দেখতেছি, আণ্টি রা অনেক কিউট ছিল, এখন কার মডেল দের থেকে সুন্দরী। :)
এখন মনে পড়ে গেল সিনবাদ, আলিফ লায়লা, রবিনহুড, মাইক গাইবার, ইত্যাদি, শুভেচ্ছা, বাকের ভাই, মিনা কাটুন সহ আরও কত অনুষ্ঠান❤❤❤।কারেন্ট চলে ব্যাটারী দিয়ে চালাতো,আমরা বাড়ীর সবাই চালের বস্তা নাহয় পাটি বিছানা বানিয়ে একসাথে বসে টিভি দেখতাম 😢😢 হায়রে সেইদিন আর কখনো ফিরে আসবে না 😢😢😢
এই বিজ্ঞাপন গুলো যখন বিটিভিতে প্রচার করত তখন খুব ছোট ছিলাম এই ৫_৬ বছরের বাচ্চা মানুষ ছিলাম তখন টিভির সামনে গেলে টিভি দেখতে গেলে বড়রা বকা দিত এখনই টিভি দেখতে বসে পড়ছিস এই বয়সেই সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল, ২০ বছর আগের কথায়
দেখছি আর ভাবছি কিভাবে হারিয়ে গেলো সেই দিন গুলো । দেখতে দেখতে ২৮ বছর শেষ । ভুলেই গিয়েছিলাম এই এ্যাড গুলো । কোনোদিনি ভাবিনি ইউটিউবের যুগে এসে শৈশবের স্মৃতি বিজরিত এই এ্যাড গুলো আবার দেখতে পাবো ।
Thank you so much for bringing back our childhood memories. I miss the lost stars/ models of 90s. Please upload Tibet Petroleum Jelly's tvc acted by Mr. Faisal Ahsan and his ex- wife, Jaya Masud in one of your episodes, please. Thank you ❤️ childhood is definitely best 😊
আগে যখন বৃহস্পতিবার শুক্রবার টেলিভিশন দেখতাম তখন টিভিতে এমব্রেস অথবা বিজ্ঞাপন দিত তখন আমাদের কাছে ভালো লাগতো না আর এখন অ্যাড্রেস বিজ্ঞাপন এমবি দিয়ে দেখি সেই দিন গুলোকে এখনো আমরা সবাই মিস করছি
এসে গেলো ৩য় খন্ড। দেখুন নিচের লিংকে ua-cam.com/video/L13o441U_bk/v-deo.html
অনেক কষ্ট হয় এই এড গুলো দেখলে 😢😢😢
আগে সিনেমা দেখার সময় এই বিজ্ঞাপন দেখলে মেজাজ গরম হতো,, আর এখন চোখের কোনে পানি এসে গেল,, শৈশব মনে পড়ে গেল 😭
Absolutely right 😔😔😔
@@farhanaislam2560 hmmmmm
আবেগ & স্মৃতি হাতড়িয়ে বেড়াচ্ছি
kmn jani kora utlo monta
😞😞😞😞
৯০ দশকের সময় পেটে ভাত না থাকলেও। জীবনে সুখ ও শান্তি ছিলো। যতি আবার ফিরে পেতাম ঐ দিন গুলি।
আলহামদুলিল্লাহ। দোয়া ও শুভকামনা রইল।
একদম ঠিক বলেছেন
ঠিক বলেছেন
এগুলো দেখলে খুবি কষ্ট লাগে চোখে পানি চলে আসে যদি আমি সেই দিনগুলিতে থাকতাম
Akdom thik
আমার সোনালী শৈশব আহ! কই গেলো খুব বেশি মনে পড়ে এতো তাড়াতাড়ি চলে গেলো! খুব মনে পড়ে অতীতকে আর মনে পড়লে মনের অজান্তে চোখের কোনো পানি জমে। চড়াই উৎরাই কত কিছুই এই দুচোখ সাক্ষ্যি হলো...
কত প্রিয়জনকে হারালাম যারা জিবনের সাথে জড়িয়ে ছিল নিবিড় ভাবে.... হয়তো নির্দিষ্ট সময়ের পরে আমিও চলে যাবো... রেখে যাবো কিছু অনুগ্রাহী আর কিছু স্মৃতি..... আমরা যারা নব্বই দশকের তারা এই আজ আধুনিক বিশ্ব পরিবর্তনের সাক্ষ্যি... কত কিছুই পরিবর্তন হলো চোখের সামনে.... এই আধুনিকতায় কিছু হারালাম আবার কিছু পেলাম..... ধন্যবাদ ভাই এমন সুন্দর কিছু পুরোনো স্মৃতিকে যত্ন সহকারের আমাদের সামনে তুলে ধরার জন্য....
পুরোনো কিছু স্মৃতির খোঁজে এই পেজে আসা হয় প্রায়.... আশা করি পুরোনো সব কিছু দিয়ে আমাদের মাঝে তুলে ধরবেন।
Vai apnar khata gulo amar moner khata.koob miss kori oy din guli...
Anwar Hosen.... Me also misses those days.... The golden period of life.... 90 ♥️ you...!!!
Khub miss kori re vi
কি যে বলব সবার কমেন্ট পড়লাম❤আমি আর নতুন করে কি লিখব সবই আমার কথ🤔আমার শৈশব❤লাভ ইউ শৈশব কিশোরের বিজ্ঞাপন💞একসময় বিরক্ত লাগলেও এখন ভালো লাগছে দেখতে এসব বিজ্ঞাপন❤
🇧🇩💟🇧🇩
আমার মত এমবি খরচ করে অ্যাড দেখা মানুষ গুলোকে দেখতে চাই। স্মৃতি রেখে গেলাম যেন কেউ আমার কমেন্ট এ লাইক দিলে আবার অ্যাডটি দেখতে চলে আসি।
আমিও আছি বাই😂
আমিও
Ami dekhi
আমি
Ame ase
চোখে জল এসে গেল ছোটবেলার সেই সব স্মৃতিগুলো মনে করে ভীষণ মিস করি আমার ছোটবেলা আবার যদি ফিরে যেতে পারতাম সেই ছোটবেলায় 😕😢
Addগুলি দেখে কখন যে চোখের কনে পানি চলে আসলো বুজতেই পারলামনা।।
আমার ও কান্না চলে আসছে,
ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল
😢😢😢 sudu bolbo Santi chhilo tokhon
এ্যাডগুলো দেখে অজান্তেই চোখের কোণে জল চলে এসেছে। মনে হচ্ছে শৈশবেই রয়েছি। কতোই না মধুর স্মৃতি। ইশ রে😢😢😢
এই বিজ্ঞাপন গুলো দেখলে সেই ছোট বেলায় হারিয়ে যাই, আর মনে পরে সেই হারানো দিন গুলো, যা আর কখনো আসবেনা, কিন্তু অনেক অনেক অনেক মিস করি সেই দিনগুলো 😭😭😭😭
💯রাইট
বর্তমানে সিনেমার থেকে আগের এড গুলো অনেক ভাল লাগতো
Right
হম রাইট বলেছেন
Right
কত স্মৃতি জিরিয়ে বলার ভাষা নাই,এক সপ্তাহে একবার আলিফ লায়লা, শুক্রবার ৩ টায় বিটি ছবি,আর কত ছোট বেলার অনেক কথা😭😭😭
ভাই মনে হচ্ছে সেই দিন গুলোই ভালো ছিল
৯০ দশকে যখন ছোট ছিলাম, তখন ব্যাটারি চালিয়ে সিনামা দেখতাম আর এই এড গুলো যখন দিতো, তখন ব্যাটারি বন্ধ করে দিতাম, আর এখন বড় হয়ে এমবি কিনে এই এই এড ইউটিউবে খুজি 😢
এখন কার সিনেমার থেকে আগের বিজ্ঞাপন ও অনেক ভাল লাগে।
তুমিতো ভাই লিজেন্ড মনের কথাটা বল্লে
আগে মানষের জীবনে অভাব ছিল, কিন্তু সুখ ছিল সীমাহীন,।আজকে এই বিজ্ঞাপন দেখে সেই সুখ অনুভব করলাম।
তখন বিরক্ত হতাম,এখন দেখলে ভালো লাগে,৩০-বছর পর। একেই বলে হারানো দিনে সৃতি....
আমার তখনও ভালো লাগতো।আর এখন তো আফসোস হয়।এমন বিজ্ঞাপন আর হবে না ভেবে।
😢😢
আপনার কমেন্টের লাইক না দিয়ে পারলাম না
আগের পর্বটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন
ua-cam.com/video/n3PXpFDr008/v-deo.html
আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমানিল্লাহ সুবহানাল্লাহ
এখন অনেক ইচ্ছে করে সবাই মিলে এক সাথে বসে বিটিবি তে ছবি দেখি আর তার মাঝে মাঝে এই স্মৃতি মাখানো এড।খুব মিস করি এই দিন গুলো
Akdom thick bolachen
দেখার পর নিজেকে সামলাতে পারলাম না😭😭😭😭। স্মৃতি গুলা চোখের সামনে ভাসছে😭😭😭। এখন কার একবারে গা গ্রামে গেলেও ৯০ দশকের খেলাধূলা, খাবার ঐতিহ্য কিছুই দেখা যায় না। খুব মনে পড়ছে, জীবনটা মোবাইল আর আধুনিকতায় বন্দি হয়ে গেছে, মানুষের ভালোবাসাটাও কমে গেছে, মাঝে মাঝে ভাবি ৯০ দশকের সেই দিনগুলি সেই ঐতিহ্য গুলো লিখে রাখি, কিন্তু নিজেও সেই আধুনিকতায় বন্দি😥😥😥
কত যে স্মৃতি জিড়িয়ে আছে এই বিজ্ঞাপন গুলোর সাথে বলে শেষ করা যাবে না।
একমত রাইট বলেছেন
আগের বিজ্ঞাপন কেনো দেখানো হয় না আগের বিজ্ঞাপন দেখলে মনে হয় আবার যদি সইসবে ফিরে যেতে পারতাম
,,রাইট
@@mdahad6804 amader shai boyoshta Tau nai , shai onvuti ar Pao a jab a na 😥😥😞😞😞
সঠিক কথা ভাই!অনুভুতি টা খুব কস্ট দেয়! মিস করি সেই সময় মনে পড়ে এখন সেই ছোট বেলার দৃশ্য"!
অনেক দিন পরে বিজ্ঞাপনগুলো দেখে মন ভরে গেল। কত স্মৃতি যে এর সাথে জড়িয়ে আছে বলাই বাহুল্য।
কি লিখবো রে ভাই ভাষা পাচ্ছিলাম না..এত মিস করি সেই ৯০ দশক 😭
ধন্যবাদ অনেক খুশি হয়ছি পুরাতন বিজ্ঞাপন মনকে গভীরভাবে নাড়া দেয় বিশেষ করে নন্দিনি প্রিন্ট সাড়ি
আমি অত্যন্ত ভাগ্যবান কিছুটা হলেও সেইসব সোনালী দিনগুলি পেয়েছি।
যতবারই এই বিজ্ঞাপনগুলো দেখি, মনের অজান্তেই হারিয়ে যাই ছোটবেলার স্মৃতির জগতে।।।
আহ... সবাই মিলে বসে বিটিভি দেখা কত মধুর ছিল। বিজ্ঞাপনগুলো আবারো সেই সোনালী শৈশবে নিয়ে গেল। মনের অজান্তে চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
দেখে ছোটবেলার স্মৃতি গুলো সব মনে পড়ে যাচ্ছে খুব ভালো লাগলো
আগের দিনের বিজ্ঞাপন'গুলোই সত্যিই অনেক অনেক মজার ছিল যা বর্তমানের ডিজিটাল ক্যামেরায় ধারণ করা বিজ্ঞাপনে নাই । কথায় আছে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড❤️😍🌹।
Mon vora galo
ekdom thik bolesen
বাহ আগের সৃতি মনে পড়ে গেলো,
এই বিজ্ঞাপন চিত্র দেখে,
বাংলা ছায়া ছবি শুরু হওয়ার আগে
মাঝ খানে দিতো,
অনুষ্ঠান চলাকালে এ সমস্ত বিজ্ঞাপন আসলে মাথা গরম হয়ে যেত,আর এখন নোটিফিকেশন দিয়ে রাখছি বিজ্ঞাপন দেখার জন্য🤣এই চ্যানেলের মাধ্যমে কিছু সময়ের জন্য হলেও অতীতে হারিয়ে যাই
আপনাদেরকে কিছু সময়ের জন্য শৈশবের স্মৃতিতে নিয়ে যাওয়ার এই চেষ্টা সফল হয়েছে দেখে খুবই আনন্দিত। ভালোবাসা রইলো ❤️
আগের জীবনটাই ভালো ছিল, আবার যদি ফিরে পেতাম তাহলে সময়টাকে ধরে রাখতাম আফসুস
@@jisanmolla3578 ঠিক বলেছেন আর এটাই হচ্ছে বাস্তবতা যেমন আজকের দিনকে আরো 15 বছর পরে মনে হবে আজকের দিনটা খুবই সুন্দর ছিল,পার্থক্য শুধু সময়ের ব্যবধান.
@@CinePoison প্রত্যেকটা এডভেটাইজ এর সাথে একেকটা স্মৃতি জড়িয়ে আছে যেমন,যেমন বউরাণী প্রিন্ট শাড়ি আলিফ লায়লা শুরু হওয়ার আগে দিত,আর তখনকার সময় আলিফ লায়লা মনে তো বুঝতেই পারছেন যে কোন কিছুর বিনিময় আলিফ লায়লা মিস করা যাবে না,স্পষ্ট মনে আছে ব্যাটারি রেডি রাখতাম ইলেকট্রিক চলে যাওয়ার ভয়,সেই 14 ইঞ্চি সাদাকালো টিভির মজা এখন আর নেই
@@rayfix3153 🌷ঠিক বলেছেন ভাই। ফেলে আসা দিনগুলোই ভালো।।।।
কেন বড় হলাম আর এত উন্নত হলাম,আগের দিন গুলো কতই সুন্দর ছিলো
আগের বিজ্ঞাপন গুলা অনেক সুন্দর, অনেক স্মার্ট, কি সুন্দর দিন গুলা ছিল যা আর আসবে না, ধন্যবাদ আপনাকে, সবাই কে ঈদ এর শুভেচ্ছা ঈদ মোবারক
এমন বিজ্ঞাপন এখন আর হয় না।
সত্যি অসাধারণ।
ছোটোবেলায় এই Ad গুলো আমরা গুনতাম আর একজন আরেকজনকে বলতাম বলতো কয়টা Ad এর পর ছবি শুরু হবে!! হায়রে সোনালি অতীত,কোথায় হারালো সেই সাদাকালো দিনগুলো।
ঠিক
ঠিক
@@ashisnath6939 thik
You're right
Correct 👍
এই বিজ্ঞাপন গুলে দেখা মানে শৈশবে ফিরে যাওয়া।সোনালী অতীতের কথা মনে করিয়ে দেয় এই বিজ্ঞাপনগুলো।চোখ দিয়ে পানি এসে গেল😢😢😢😢
চালয়ে যান!অনেক কিছু মনে পরে গেলো,মধুমতি লবন এর বিজ্ঞাপনটা আজও কানে ভাসে
খুব বেশি মিছ করি ভাই আবারও সেই দিন গুলো পেতাম
৯০ দশকে যাদের শৈশব কেটেছে, তারাই এর মূল বুঝবে। আর এটা দেখতে দেখতে কোন সময় যে চোখের কোণে জল এসে যাবে তারা বুঝতেই পারবে না...😭😭
সাদা কালো জীবন ছেড়ে যতই রঙিন আর আধুনিক জীবনের কথা বলি না কেন,
সাদা কালো জীবনই ছিল প্রকৃত জীবন।
সে সাদা কালো জীবনের, বিভিন্ন ধরনের খেলাধুলা যা মাঝে এক সমুদ্র শান্তি পেতাম , যা আজ রঙিন ও আধুনিক জীবনে পাই না, ভালো লাগা, ভালোবাসা ছিল নির্ভেজাল, এই ভালোবাসায় ছিল একে অপরের প্রতি অগাধ আস্হা। সাদা কালো জীবনের ভালোবাসা মানুষটিকে দেখার জন্য সামনে আসতে হতো না, চোখ বন্ধ করলেই দেখা যেতো,💗💗💗
বহু দিন চিঠির অপেক্ষাও ভালোবাসা কমাতে পারেনি বরং তা আরো বহুগুণ বেশি রোমাঞ্চকর ও শান্তিময় হয়েছিল।💗 যা আজ রঙিন ও আধুনিক জীবনে নেই। আর রঙিন ও আধুনিক জীবনে ত চোখ বন্ধ করলে হাজারো মানুষের ছবি ভাসে,ভালো লাগা, ভালোবাসা মূলহীন।৯০ দশকের জন্ম নেওয়া সাদা কালো জীবনের মানুষদের মাঝে ছিল প্রকৃত অনুভূতি ও ভালোবাসা যা আধুনিক জীবনে পাই না।
তাই ত বার বার যেতে যায় মন আমার, সাদা কালো প্রকৃত ভালোবাসায়।
সত্যিই ফেলে আসা দিনগুলো শুধু কাঁদায় না অনেক খানি কাঁদায়,,,,,😭😭😢😢
দুঃখিত , এত বড় রচনা মতো কমেন্টস করার জন্য, কি করব ভাই আজ এমন একটা ভিডিও ইউটিউবে দেখব ভাবিনি।
এখন ত ইচ্ছে করছে শৈশব নিয়ে সারা রাতই লিখি😭😭😭😭
আসলে!!!!!!! কিচ্ছু বলার নেই।
😢😢
মনে পড়ে ১৯৯০ সাল আমার ৬ বছর বয়সে লেংটা হয়ে খাল পেড়িয়ে সরিষার টাংগার উপর বসে টিভি দেখতাম অন্তত ৫০-৬০ জন হবে এক বাড়িতে ❤ মাঝে মাঝে মুরব্বিদের থাপ্পড় মারতো এই পাদ মারলো কে 😅😅😅😅
আপনার সাথে ১০০ ভাগ সহমত পোষণ করছি চোখের জল হাসতে হাসতে বুকের ভিতর চিন চিন এক ধরনের ব্যাথা অনুভব করছি সে হারানো দিনের স্মৃতিগুলো কখন যে মনের অজান্তে নিজেকে সেই স্মৃতির মাঝে হারিয়ে ফেলেছি বুঝতে পারিনি ফেলে আসা শেষের দিন আর ফিরে পাবো না যদি ছোট হয়ে যেতাম যদি পারতাম সে দিনে ফিরে যেতে না খেয়েও শান্তি ছিল সেই দিনগুলোতে মায়া মমতা ভালোবাসায় মাখা মাকি ছিল সব জায়গায় ভাই বোন বলেন পাড়া প্রতিবেশী বলেন মা-বাবা বলেন দূরে রাখতে সুজন বলেন সবার সাথে এমন ভালোবাসা ছিল যা এখন শুধুই স্মৃতি আপনার মত আমারও লিখতে লিখতে লেখা শেষ হচ্ছে না ইচ্ছা হচ্ছে আরো অনেক কথা দেখি
দেখে অনেক ভাল লেগেছে।
কিন্তু অনেক কষ্ট লেগেছে পুরোনো দিনের
এই জন্য। অনেক মিস করতেছি সেই দিনগুলি কে।
কানে হেডফোন লাগিয়ে চোখ বন্দ করে বিজ্ঞাপন গুলো যখন শুনতেছিলাম শরীরের পশমগুলো খাড়া হয়ে গেলো একমুহুর্তের জন্য সেই অতীতে ফিরে গেলাম, আহ কতই সুন্দর ছিলো আমাদের সোনালী অতীতের স্মৃতিগুলো
সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। অবাক করা বিষয় যখন ছোট ছিলাম। সে সময় কত এই অ্যাডগুলো দেখেছিলাম। বিরক্তি মনে হতো কিন্তু এখন মিস করি। ধন্যবাদ আপনাকে সেই স্মৃতিগুলো সামনে আনার জন্য।
আগে সিনেমা দেখার সময় এই বিজ্ঞাপন গুলো দেখলে রাগ উঠত। আর এখন চোখে পানি চলে আসতেছে, আসলেই সময় কিভাবে চলে যায়, চলে যায় কত প্রিয়জন, হয়ত আমিও একদিন এভাবেই চলে যাব, থেকে যাবে শুধু এই বিজ্ঞাপন গুলোর মতই কিছু মধুর স্মৃতি😭😭😥
ইউটিউবার ভাইকে অনেক ধন্যবাদ আপনি পুরনো বিজ্ঞাপন গুলো দেওয়ার জন্য
ওহঃ,, বলার ভাষা নেই, এই বিজ্ঞাপন দেখলে অজান্তেই মনটা খুশিতে ভরে উঠে, মুখে মিদু হাসি ফুটে, মন চলে যায় সেই ছোট বেলার ছোটা, ছুটিতে.. অনেক দিন পরে আবার দেখলাম.. আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ দাদা.. 🌹🌹❤🌹🌹
জীবনের অর্ধেক টা সময় শেষ, ভাবলেই চোখে জল চলে আসে। রয়ে গেছে শুধু স্মৃতি
থাকতে কি আর বুঝি
হারালেই খুঁজি,
তার জ্বলন্ত উদাহরণ এই বিজ্ঞাপন গুলো।
Kub miss kori outhither kotha mone fore,
ঠিক।
অদ্ভুত বেপার হচ্ছে এডগুলো সব মুখস্ত। যদিও সেই সময় অত মনোযোগ দিয়ে এডগুলো দেখতামনা তাও এডের গানগুলো গেয়ে ফেলতে পারছি।সোনালী দিনগুলো মনে পড়ে গেল।
আহা ,কি ফেলে এসেছি, যদি আর একবার ফিরে যেতে পারতাম সেই দিন গুলোতে ...
ছোট বেলা এই বিজ্ঞাপন গুলো হুট করে
আসলে বিরক্ত হতাম
আজ এই বিজ্ঞাপন গুলো দেখে
ছোটবেলার সেই সৃতি গুলো মনে পরছে
ধন্যবাদ আপনাকে
কত বছর পর বিজ্ঞাপনগুলো দেখলাম। অনেক ভালো লাগলো। সেই সাথে অনেক কষ্টও লাগছে হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করে। ডাউনলোড করে রাখলাম।
ভাই আপনি তো ছোটবেলায় নিয়ে চলে গেলেন। মনডা চাইতেছে আবার ছোট হয়ে যাই। খুব ভালো লাগলো ভাইয়া 💓💓💓
I feel the same 😢❤
সব ঠিক আছে কিন্তু আমি ছোট বেলায় ফিরতে চাইনা, কারণ পড়া লেখা টা ও আবার প্রথম থেকে শুরু করতে হবে,, 😋😋
@@shathiahmed4397 🤣
@@labibhossain2009 ki?
অসাধারণ, অসাধারণ। পুরনো স্মৃতি কার না ভালো লাগে, যে দিনগুলো আমরা পিছনে ফেলে এসেছি তা কতই না মধুর ছিল। ছিল কতোটা শান্তিময়। ঔই সুখময় জীবনটি আমাদের অনেকেরই কাছ থেকে হারিয়ে গেছে। এটাই সত্য, এটাই বাস্তব। মনে মনে ভাবি আর আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আবার সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাও যে দিনগুলো ছিল চরম শান্তিময়। কিন্তু না, প্রতিটি জিনিসের একটা ক্ষয় আছে, যা হয়ে গেছে যেটা চলে গেছে সেটা আর স্ব-রূপে ফেরত আসে না- আসবে না, এটাই বাস্তবতা। আমাদের সকলকে এভাবেই একদিন চির বাস্তবতার সম্মুখীন হতে হবে আর এই স্মৃতিময় পৃথিবী থেকে বিদায় নিতে হবে। পদার্পণ করতে হবে অনন্তকালের আখিরাত নামক জিন্দেগীতে। তাই আসুন আমরা সকলেই তার পূর্ব প্রস্তুতি নেই। আমার মনে হয় সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
DON’T MIND PLEASE
সত্যি আগের দিন গুলো অসাধারন ছিলো যা কখনো ভুলতে পারবোনা,, আর ফিরে আসবে না সেই দিন গুলো
বিজ্ঞাপন দেখছি আর মনে হচ্ছে বিজ্ঞাপনের পর আবার শুরু হবে আগে যেটা দেখছিলাম 🥰🥰🥰
মনে পড়ে যায় সেই শৈশবের দিনগুলোর কথাগুলো। এসব বিঙাপনগুলোর মাধ্যমে আমাদের শৈশবকে মনে করিয়ে দে।ধন্যবাদ তখনকার বিটিভি কে।
খুব ভালো লাগলো পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল এমন এড বর্তমানে হয়ত আর দেখা হবে না
একসময় এই এড গুলো দেখলে মেজাজ গরম লাগতো আর এখন দেখলে চোখের পানি চলে আসে 😪
আমাদের সেই নিপ্পন সাদা কালো টিভি
nostalgic হয়ে গেলাম
যদি ফিরে যেতে পারতাম 😪
ছোটবেলা র কথা খুব বেশি মনে পরছে। কান্না আসে। দিন গুলো কুথায় গেল।তার পরেও প্রিয় মানুষ গুলো খুবই ভালো থাক।আপনাদের খুবই ধন্যবাদ।
বিজ্ঞাপন গুলো দেখলে সেই ডানপিটে শৈশবের কথা মনে পরে যায় কত সুন্দর ছিলো সময় গুলো
তখনকার সময়গুলো ভালো ছিল। এখন এত আধুনিকতায়, চাকচিক্যময় জীবনে নাই কোন মায়া, ভালোবাসা।
তখন জন্ম না হলেও ওই বিজ্ঞান গুলো দেখে যেন সেই সময়ে হারিয়ে গেলাম ভাই🥰😊 ধন্যবাদ প্রিও সিরিজ এর নেক্সট পার্ট আনার জন্য।বাকি পর্বগুলোর জন্য অপেক্ষায় থাকলাম🥰
এই গুলা কালেক্ট করাও একটা টেলেন্ডের দরকার,,
জা আপনার মাজে পেলাম।।।
ধন্যবাদ ভাই সেই সময় গুলো ধরে রাকার জন্য😍😍😍
অনেক খোঁজাখুঁজির পরে ছোটবেলার স্মৃতি গুলি পেয়ে গেলাম, স্মৃতির দিনগুলো আর জীবনে ফিরে আসবে না
4:45 আমার খুব পছন্দের একটি বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটি দেখে ছোটবেলার পুরনো স্মৃতি মনে পড়ে গেলো.... আমি আমাদের বাসার ১৪" টিভিতে এই বিজ্ঞাপন দেখতাম আর আমার আম্মু আমাকে ভাত খাইয়ে দিত। এখন আমাদের সেই বাসাও পরিবর্তন করেছি, আর সেই টিভিও নেই। সময়ের সাথে সাথে সবকিছু বদলায়। আগের দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত 😭😭
মাঝে মাঝে জির জির শব্দও আছে বাহ বাহ সেই পুরানোর দিনের চালের উপর এন্টিনা ঘুরাই দেখত জির জির গেছি কি না হাহাহ😆😆
Hmm amro
ধন্যবাদ এগিয়ে যাও আসি সাথে সব সময়
ছোটবেলার সেই টিভি সেটের সামনের স্মৃতিগুলো মনে পরে যায়।
অনেক দিন পড়ে মনটা খুব ভালো হয়ে গেল অনেক ধন্যবাদ পুরোনো দিনের কথা সবাইকে মনে করানোর জন্য
রাহাত ভাই, সেই সময় তো বিজ্ঞাপন মানেই বিরক্তিকর ছিল। সিন্দবাদ, আলিফ লায়লার মাঝখানে যখন বিজ্ঞাপন দিত তখন এত টা মনোযোগ দেয়ার বয়স হয়নি। এখন যা দেখতেছি, আণ্টি রা অনেক কিউট ছিল, এখন কার মডেল দের থেকে সুন্দরী। :)
ভাই তবুও ভালো ছিলো দুই তিনটি বিজ্ঞাপন দিতো আর এখন আধা ঘণ্টার নাটক দেখি তিন ঘণ্টায় মাজখানে বিজ্ঞাপন দেখি আড়াই ঘণ্টা
এখন মনে পড়ে গেল সিনবাদ, আলিফ লায়লা, রবিনহুড, মাইক গাইবার, ইত্যাদি, শুভেচ্ছা, বাকের ভাই, মিনা কাটুন সহ আরও কত অনুষ্ঠান❤❤❤।কারেন্ট চলে ব্যাটারী দিয়ে চালাতো,আমরা বাড়ীর সবাই চালের বস্তা নাহয় পাটি বিছানা বানিয়ে একসাথে বসে টিভি দেখতাম 😢😢 হায়রে সেইদিন আর কখনো ফিরে আসবে না 😢😢😢
এতো ভালো লাগতো বিজ্ঞাপন গুলো আবার দেখতে পেয়ে খুব খুশি হলাম
এই বিজ্ঞাপন গুলো যখন বিটিভিতে প্রচার করত তখন খুব ছোট ছিলাম এই ৫_৬ বছরের বাচ্চা মানুষ ছিলাম তখন টিভির সামনে গেলে টিভি দেখতে গেলে বড়রা বকা দিত এখনই টিভি দেখতে বসে পড়ছিস এই বয়সেই সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল,
২০ বছর আগের কথায়
এই ১০মিনিট আমি যেনো সেই ছোট বেলায় হারিয়ে গেছি।। কত সুন্দর সেই দিন গুলি।
দেখছি আর ভাবছি কিভাবে হারিয়ে গেলো সেই দিন গুলো । দেখতে দেখতে ২৮ বছর শেষ । ভুলেই গিয়েছিলাম এই এ্যাড গুলো । কোনোদিনি ভাবিনি ইউটিউবের যুগে এসে শৈশবের স্মৃতি বিজরিত এই এ্যাড গুলো আবার দেখতে পাবো ।
আপনাকে শৈশবের স্মৃতি মনে করাতে পেরে আমরা আনন্দিত। অফুরান ভালোবাসা আপনার জন্য ❤️️
যানি সেই দিন গুলো আর পিরে পাবনা,, বিঙ্গাপন গুলো দেখার পর হাজারো সৃতির কথা মনে পডে গেল, ভিষন মিস করি সেই হারানো দিন গুলো,
ধন্যবাদ জানাই এই বিজ্ঞাপন গুলো ইউটিউব চ্যানেল দেওয়ার জন্য ❤
আমি আমার শৈশবে ফিরে গেলাম। কতোই না ভালো ছিল সেই দিন গুলো। আবার ফিরে যেতে ইচ্ছে করে
সত্যিই খুব মিস করি এই দিনগুলো,,, আল্লাহ কি দিন চলে গেল ২৫ বছর,,, এখন মনে হয় চোটকালেই অনেক ভাল ছিল
আহ, শান্তি। সেই ছেলেবেলায় চলে গেলাম!!
তখন বিরক্ত হতাম কিন্তু এখন মনের অজান্তেই একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ধন্যবাদ।
মনে হয়ে গেলো সেই পুরনো দিনের কথা আগে দিন গুলো খুব ভালো ছিলো,,,
তখনকার বিজ্ঞাপনগুলো কত সুন্দর, সাবলীল ছিল!
চোখের কোনে জল এসে গেল। শৈশবের সেই সব দিন মনে পরে গেল।
আহারে সাদা কালো টিভির সেই সেরা বিগগাপন
ভাই কি আর বলবো,চোখে জল এসে গেল
পুরনো দিনে কথা মনে পরে গেলো 😢😢😢😥
এই বিজ্ঞাপন গুলো দেখলে, চোখে পানি চলে আসে,কারন এইদিনে গুলো সুন্দর ছিল, আমি বিজ্ঞাপন দেখার জন্য বসে ছিলাম টিভির সামনে।
হায়রে শৈশব কালের স্মৃতি মনে পড়লেই বুকের ভিতরটা কাঁপুনি দিয়ে ওঠে কতই না ভালো ছিল সেই দিনগুলি
আহা হারিয়ে গেলাম সেই সোনালী অতীতে।খুবই ভালো লাগলো দেখে। মিস করি।
Thank you so much for bringing back our childhood memories. I miss the lost stars/ models of 90s. Please upload Tibet Petroleum Jelly's tvc acted by Mr. Faisal Ahsan and his ex- wife, Jaya Masud in one of your episodes, please. Thank you ❤️ childhood is definitely best 😊
সেই দিনগুলো সত্যিই অসাধারণ ছিল মনে পড়লে নিজের অজান্তে চোখে পানি এসে যায়
নিজের অজানতেই চোখে পানি এসে গেল। সোনালী শৈশব।
😭😭😭same apu
এক সময়ের বিরক্তিকর বিজ্ঞাপনগুলো আজ সত্যি অসাধারন লাগছে !
আগেকার দিন খুব ভালোই ছিল, এই সময়ে এসে তা বুজতে পারছি, খুব মিস করছি সেই দিন গুলো🤗🤗🤗
Miss kori sei somoy ta k
আগে এসব এড দেখলে কতই না বিরক্ত হতাম... আজ দেখে শৈশবের কথা মনে পড়তেই চোখে পানি চলে আসলো... সত্যি মিস ইউ
আগে যখন বৃহস্পতিবার শুক্রবার টেলিভিশন দেখতাম
তখন টিভিতে এমব্রেস অথবা বিজ্ঞাপন দিত
তখন আমাদের কাছে ভালো লাগতো না
আর এখন অ্যাড্রেস বিজ্ঞাপন এমবি দিয়ে দেখি
সেই দিন গুলোকে এখনো আমরা সবাই মিস করছি
Excellent.those advertises were so beautiful
আগের এডভেটাইজ গুলো কত সুন্দর ছিল 🌼🌿
বিজ্ঞাপন দেখে আবার সেই আগের দিন গুলো মনে পড়ে গেলো কিছু সময়ের জন্য আবার ও ফিরে গেলাম পুরোন দিনে কতই না ভালো ছিলো সেই দিন গুলো
খেলার সময় দেখতাম মাঝে মাঝে, অনেক স্মৃতি ফিরে আসলো মনের মাঝে
সেই দিনগুলি খুব মনে পড়ে😭😭
সেই ছোট্ট বেলার কথা খুব মনে পরে আর এখন বিয়ে বাচ্চা সংসার হয়ে মন আর ভালো লাগে না অনেক মিস করি ছোটো বেলা কে
বাত্তির রাজা আর মাছের রাজা
২. লিফ্টন চা
৩. পচা সাবান, ডানো মিল্ক এই সব এড্ গুলো দেখতে চাই,দয়া করে চেষ্টা করবেন
সত্যিই আগের বিজ্ঞাপন দেখার মত। ছোটবেলায় বিটিভিতে দেখতাম আর বসে বসে গুনতাম ।