ইউটিউবে কোন কিছু দেখার প্রয়োজন হলে..আমি ওনার ভিডিও দেখি " কারণ, খুব সহজে বুঝে ফেলি এবং শিখে ফেলি। আর হিমেল ভাই'আসলে এই চিন্তাটা মাথাই রেখেই তিনি সমস্ত কন্টেন্ট তৈরি করেন'যাতে প্রতিটা মানুষ ওনার ভিডিও থেকে উপকৃত হতে পারে,ওনার ভিডিও দেখার পর এই বিষয়ে আর অন্য কারো ভিডিও দেখতে না হয়। আর এমনটাই বাস্তব" তিনি খুব সংক্ষিপ্ত সময়ে খুব সুন্দর ভাবে বিস্তারিত বুঝিয়ে দেন " ধন্যবাদ হিমেল ভাই 🥀💐
ভাইয়া আসলে আমি ল্যাপটপ নিতে চেয়েছিলাম আপনার ভিডিও দেখে সবকিছু চিন্তা করে দেখলাম আসলে একটা ল্যাপটপ কিনতে যা টাকা লাগবে সে টাকা দিয়ে একটা ভালো ডেক্সটপ পাওয়া যাবে এবং ফ্রিল্যান্সিং এর মত ভাল কাজ ও করা যাবে। ধন্যবাদ ভাইয়া🥰
সঠিক উচ্চারণ ইন শাহ্ আল্লাহ। এর অর্থ যদি আল্লাহ চায়।আর আপনি যেটা বললেন ইনশাল্লাহ এটার অর্থ হচ্ছে আল্লাহকে সৃষ্টি করো (নাউজুবিল্লাহ)। এটা ইসলামিক ভিডিওতে পেয়েছিলাম কথাগুলো।সামান্য একটু ভুলের কারণে অর্থের অনেক ভয়ংকর পরিবর্তন হতে পারে।
আপনার ভিডিও দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে Laptop নেওয়াই ঠিক হবে। কারণ student আমি তো ছুটিতে বা কোন কাজে যদি বাড়িতে আসি তো সেইটা সাথেই নিয়ে আসতে পারব। ঢাকা যদি Computer কিনে রাখি তো যায়গারো একটা ব্যপার আছে। বাড়িতে আসলে তখন আবার প্রয়োজন হলে পাওয়া যাবে না। আবার Computer বাড়িতে নিলে যেই দিন যাওয়া হবে সেই দিন চালানো হবে তা ছাড়া আর হবে না। তাই এইটাই সিদ্ধান্ত নেওয়া হলো যে নিলে Laptop নিবো। ধন্যবাদ হিমেল ভাইকে এই ভাবে ভালো করে বোঝানোর জন্য।❤❤❤
ভাইয়া এখন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলোর জন্য কি রকম কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ দরকার এই নিয়ে একটি ভিডিও চাই প্লিজ
আমার ইচ্ছা ছিল লেপটপ নেওয়ার কিন্তু বাজেট কম থাকায় মনের ইচ্ছা পূরণ হবে না 😔 কিন্তু আপনার ভিডিও দেখে বুঝলাম লেপটপ থেকে ডেক্সটপ অনেক ভালো,সব দিক থেকেই।যাক ইচ্ছা পূরণ না হলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম হিমেল ভাইয়ের জন্য 😊 ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে কথাগুলো ফুটিয়ে তোলার জন্য।
আলহামদুলিল্লাহ হিমেল ভাইয়া ভিডিও দেখে অনেক কিছু শিখলাম এবং বুঝলাম তবে আমি যদি কখনো কিনি তবে অবশ্যই আমি ডেক্সটপ কিনবো এবং এটার মধ্যে অনেক সুবিধা রয়েছে!
ল্যাপটপ কেনার চিন্তা ছিলো আমার। আগেও জানতাম যে ডেস্কটপের চেয়ে ল্যাপটপের দাম বেশি। এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে এত টাকা কিভাবে ম্যানেজ হবে। আপনার এই ভিডিও দেখে সিদ্ধান্ত নিলাম যে ডেস্কটপ কিনব ইনশাআল্লাহ
কয়দিন যাবৎ ল্যাপটপ কেনবো ভেবে মার্কেট প্লেস ঘাটাঘাটি কারার পর সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারলামনা,,, তবে অভিজ্ঞ কয়েকজনের পরামর্শ ছিল হিমেল ভাইয়ের মতো একই,, এবং ভিডিওটা দেখার আগেই সিদ্ধান্ত নিয়েছি কম্পিউটার কেনবো,,,ভিডিও দেখার আগ্রহটা দীগুন বেড়ে গেলো
ভাই আপনার ভিডিওগুলো সব সময় দেখি এবং, ভাই ফ্রিল্যান্সিং এ জন্য কোন ল্যাপটপ কিনলে ভালো , হবে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন, 10 থেকে 50 এর ভিতরে বানাবেন ভাই
ধন্যবাদ আপনার প্রত্যেকটি ভিডিও শিক্ষনীয়। সেইম প্রযুক্তি বিষয়ক আমার একটা কোশ্চেন জানার ছিল। আমি ভালো মানের একটা পিসি বিল্ড আপ করেছি এবং সেখানে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করি নিয়মিত। একটা পিসি দিয়ে দুইটা মনিটর আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে কিনা, অর্থাৎ দুইটা মনিটরে দুইটা মাউস আলাদা ভাবে ইউজ হবে। কিন্তু পিসি একটাই থাকবে। এর কারণ হলো আমি নতুন একটা মেশিন নিয়েছি যেটা পরিচালনার জন্য একটা আলাদা পিসি প্রয়োজন। এবং সেটি সারাদিন প্রয়োজন হয় না। অল্প একটু কাজের জন্য প্রয়োজন হয়। এখন এইজন্য দুইটা পিসি না নিয়ে একটা পিসি দিয়ে দুটো মনিটরের মাধ্যমে আলাদাভাবে সেটি নিয়ন্ত্রণ করা যাবে কিনা? হিমেল ভাই আশা করছি আশা করছি আমার কমেন্টের রিপ্লে করবেন।
ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনার সামর্থ নেই তবে আপনার ভিডিও ভালো লাগে তাই ভিডিও দেখা হয় তবে যদি কিনতে পারতাম কিংবা ব্যবহার করতে পারতাম ভালোই লাগত কারণ ফোন ব্যবহার করে বিরক্ত হয়ে গেছি
Vaiya ami student baire theke porasuna kori dipmola in computer science and technology te amr programming +graphic er kaj o kora lagbe. Ei kaj gular jonno to dextop best but poribohon er somoy jhamela ace jokhn basay jabo tokhn niya jaite parbo na.😢 ami ki korbo bujhteci na plz help me🥺(40000-50000 হাজার বাজেট)
ইউটিউবে কোন কিছু দেখার প্রয়োজন হলে..আমি ওনার ভিডিও দেখি " কারণ, খুব সহজে বুঝে ফেলি এবং শিখে ফেলি।
আর হিমেল ভাই'আসলে এই চিন্তাটা মাথাই রেখেই তিনি সমস্ত কন্টেন্ট তৈরি করেন'যাতে প্রতিটা মানুষ ওনার ভিডিও থেকে উপকৃত হতে পারে,ওনার ভিডিও দেখার পর এই বিষয়ে আর অন্য কারো ভিডিও দেখতে না হয়। আর এমনটাই বাস্তব" তিনি খুব সংক্ষিপ্ত সময়ে খুব সুন্দর ভাবে বিস্তারিত বুঝিয়ে দেন " ধন্যবাদ হিমেল ভাই 🥀💐
ঠিক
ভাইয়া আসলে আমি ল্যাপটপ নিতে চেয়েছিলাম আপনার ভিডিও দেখে সবকিছু চিন্তা করে দেখলাম আসলে একটা ল্যাপটপ কিনতে যা টাকা লাগবে সে টাকা দিয়ে একটা ভালো ডেক্সটপ পাওয়া যাবে এবং ফ্রিল্যান্সিং এর মত ভাল কাজ ও করা যাবে। ধন্যবাদ ভাইয়া🥰
আপনি কোন মডেলের ডেস্কটপ নিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ভাই ??
কিন্তু ডেক্সটপ পরিবহন যোগ্য নয়,,
কত টাকার মধ্যে ডেস্কটপ কিনছেন
Liner por bujva
@@FunnyMoments77793 current na thakle atim
ধন্যবাদ, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ডেস্কটপ কিনবো, ইনশাল্লাহ।
সঠিক উচ্চারণ ইন শাহ্ আল্লাহ। এর অর্থ যদি আল্লাহ চায়।আর আপনি যেটা বললেন ইনশাল্লাহ এটার অর্থ হচ্ছে আল্লাহকে সৃষ্টি করো (নাউজুবিল্লাহ)। এটা ইসলামিক ভিডিওতে পেয়েছিলাম কথাগুলো।সামান্য একটু ভুলের কারণে অর্থের অনেক ভয়ংকর পরিবর্তন হতে পারে।
এটাও ভুল ভাই।সঠিক হবে- ইন শা আল্লাহ।@@tanvirhasan8973
আপনার ভিডিও দেখে
আমার অভিজ্ঞতা দিন,দিন
বেড়েই যাচ্ছে
ধন্যবাদ আপনাকে❤️
ভাই ভালোই বুঝালেন,,,,আমি খুব উপকৃত হলাম,,,,আমি ডেক্সটপ কিনবো,, আপনার ভিডিও দেখে এটাই সিদ্ধান্ত নিলাম,,,
আপনার ভিডিও দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে Laptop নেওয়াই ঠিক হবে। কারণ student আমি তো ছুটিতে বা কোন কাজে যদি বাড়িতে আসি তো সেইটা সাথেই নিয়ে আসতে পারব। ঢাকা যদি Computer কিনে রাখি তো যায়গারো একটা ব্যপার আছে। বাড়িতে আসলে তখন আবার প্রয়োজন হলে পাওয়া যাবে না। আবার Computer বাড়িতে নিলে যেই দিন যাওয়া হবে সেই দিন চালানো হবে তা ছাড়া আর হবে না। তাই এইটাই সিদ্ধান্ত নেওয়া হলো যে নিলে Laptop নিবো। ধন্যবাদ হিমেল ভাইকে এই ভাবে ভালো করে বোঝানোর জন্য।❤❤❤
ভালো পরামর্শ দিয়েছেন ভাইয়া,আমি ল্যাপটপ নিতে চেয়েছিলাম,এইটা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করলাম❤ এখন ডেক্সটপই নিব ইনশা আল্লাহ।
Niyechen
নিচেন আপনি
বিডিও দেখে বোজলাম৷ আমি ডেক্সটপ কিনব
ভাইয়া এখন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলোর জন্য কি রকম কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ দরকার এই নিয়ে একটি ভিডিও চাই প্লিজ
কিনতে চাইছিলাম ল্যাপটপ,,
আপনার কথাগুলো শুনে বুঝতে পারলাম আমার ডেক্সটপ কিনতে হবে।😊
বাজেট কত ভাইয়া
@@helloshakil1221
৫০ হাজারের মধ্যে আরকি😊
আমি ল্যাপটপ নিতে চেয়েছিলাম হিমেল ভাইয়ের ভিডিও দেখে সিদ্ধান্ত পাল্টে নিলাম এখন ডেস্কটপ নেব ইনশাআল্লাহ
আমার ইচ্ছা ছিল লেপটপ নেওয়ার কিন্তু বাজেট কম থাকায় মনের ইচ্ছা পূরণ হবে না 😔 কিন্তু আপনার ভিডিও দেখে বুঝলাম লেপটপ থেকে ডেক্সটপ অনেক ভালো,সব দিক থেকেই।যাক ইচ্ছা পূরণ না হলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম হিমেল ভাইয়ের জন্য 😊 ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে কথাগুলো ফুটিয়ে তোলার জন্য।
Same
ডেস্কটপ কত দিয়ে কিনছেন আপনি?
কথা একটাই বড় লোক হলে laptop গরিব হলে Desktop 😂
কথা সত্য
Hoo vai 🥲
রাইট
😂
😂😂😂😂
Programing এর জন্য কেমন ধরনের পিসি ভালো হয় এই নিয়ে ভিডিও দিয়েন দাদা
আলহামদুলিল্লাহ হিমেল ভাইয়া ভিডিও দেখে অনেক কিছু শিখলাম এবং বুঝলাম তবে আমি যদি কখনো কিনি তবে অবশ্যই আমি ডেক্সটপ কিনবো এবং এটার মধ্যে অনেক সুবিধা রয়েছে!
গ্রাফিক্স আর বিডিও ইডিটিং এর জন্য কোন কম্পিউটার কিনা উচিত আমি নতুন বাজেট টা লো সেক্ষেত্রে কোনটা নিলে ভালো হবে বলবেন ু
ধন্যবাদ ভাই এমন একটা ভিডিও খুজতেছিলাম আর আপনার ভিডিও গুলো খুবই ইফেক্টিভ ❤
সালামের পর: ভাইয়া আপনার ভিডিও দেখার পর,ডেস্কটপ কেনার সিদ্ধান্ত নিয়েছি । অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
ল্যাপটপ কেনার ইচ্ছে ছিল, আপনার ভিডিও দেখে সিদ্ধান্ত চেঞ্জ করে নিলাম
ধন্যবাদ ভাইয়া ❤,,,, অনেক কিছু জানলাম এবার ডেক্সটপ কিনবো ❤
সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কোথা দিয়ে কিনলে ভালো হবে একটু বলবেন ভাই।ডেল ভালো নাকি এইসপি ভালো কোনটা ভালো হবে প্যাটার্ন এর কাজ করার জন্য
*খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য হিমেল আপনাকে ধন্যবাদ*
ডেক্সটপ কিনার আইডিয়া দিছিলো বড় ভাইয়া আপনার ভিডিও দেখেও সাহস পেলাম ❤
ভাইয়া,, আপনার বুঝানোর ধরন টা খুব সুন্দর, মাশাআল্লাহ
ভাই আমি আরও কনফিউজড হয়েছি
আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ৮০ হাজার টাকায় অটোক্যাড, 3d ডিজাইন এর কাজ শেখার জন্য কোন ল্যাপটপ ভাল হবে,,এই বাজেটে এইসব কাজের জন্য লাপটপ ভাল হবে কি?
ইনশাআল্লাহ ডেক্সটপ কিনবো,, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রত্যেকটি ভিডিওই ভালো হয় এবং প্রত্যেকটি ভিডিও কাজের হয়
ভাই ভালো লাগুক বা খারাপ অলটাইম সঠিক তথ্য দেওয়ার রিকোয়েস্ট থাকলো 🌻 কারন আপনার ভিডিওর উপরে আমি একটু বেশি নির্ভর করি 👍
Many thanks for your so logical advice and suggestions for buying computer
Ajke first apnar video dekhlam..
Video taa valo legece...
ল্যাপটপ কেনার চিন্তা ছিলো আমার।
আগেও জানতাম যে ডেস্কটপের চেয়ে ল্যাপটপের দাম বেশি। এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে এত টাকা কিভাবে ম্যানেজ হবে।
আপনার এই ভিডিও দেখে সিদ্ধান্ত নিলাম যে ডেস্কটপ কিনব ইনশাআল্লাহ
আমি ডেস্কটপ কে ভালবাসতাম but আমার জন্য fully adjustable holo laptop❤❤❤ দাদা একটা প্রশ্ন আছে ডেস্কটপ টিভি and freez কি এক ঘরে রাখা যাবে?
Kuyi haraz nehi hee.
কয়দিন যাবৎ ল্যাপটপ কেনবো ভেবে মার্কেট প্লেস ঘাটাঘাটি কারার পর সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারলামনা,,, তবে অভিজ্ঞ কয়েকজনের পরামর্শ ছিল হিমেল ভাইয়ের মতো একই,, এবং ভিডিওটা দেখার আগেই সিদ্ধান্ত নিয়েছি কম্পিউটার কেনবো,,,ভিডিও দেখার আগ্রহটা দীগুন বেড়ে গেলো
ভাই আপনার ভিডিওগুলো সব সময় দেখি এবং, ভাই ফ্রিল্যান্সিং এ জন্য কোন ল্যাপটপ কিনলে ভালো , হবে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন, 10 থেকে 50 এর ভিতরে বানাবেন ভাই
অনেক উপকৃত হলাম ভাইয়া,,,,ডিসিশন ফাইনাল,, ডেস্কটপ কিনবো,, ইনশা আল্লাহ্
এত সুন্দর ভাবে বোঝানোর জন্য হিমেল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ❤
I am agree with you. Thanks brother for helpful advice. Best of luck
Vai ami prothone HP15- fd-0608 model laptop nite chaisilam, but Ami Akhon desktop nite chassi.
ভাইয়া কোডিংয়ের জন্য কোন কনফিগারেশনের ডেস্কটপ নিলে বেস্ট হবে
আপনার বিষয়গুলো খুব সহজেই উপস্থাপন করেন এবং খুব সহজেই আমি সেটা বুঝতে পারি এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনার পরামর্শ খুবই কার্যকরি
আসলে খুব চমৎকার উদাহরণ দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Nice video,,great job,vai
ডেক্সটপে কীভাবে ভিডিও এডিট করব?
এই রকম একটি ভিডিও দিলে ভালো হতো।
ধন্যবাদ আপনাকে🙏
ভিডিও টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমি এই ভিডিওটাই খুঁজছিলাম, ধন্যবাদ ভাইয়া
ল্যপটপ নেওয়ার জন্য ভিডিও দেখলাম,
সিদ্ধান্ত ডেক্সটপ নেওয়ার।
আন্তরিক ভাবে ধন্যবাদ
খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য হিমেল আপনাকে ধন্যবাদ ❤️
ভালো পরামর্শ ,সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
খুব ভালো একটা আইডিয়া দেয়ার জন্য।
আমি আপনার প্রতি অনেক কৃত্গ্য।
ভাই আমি ডেস্কটপ কিনবো।
ধন্যবাদ ভাই এতো সুন্দর করে বুজিয়ে দেওয়ার জন্য।
ধন্যবাদ অনেক উপক্রীত হলাম।
ধন্যবাদ ভাইয়া বিডিও টা ভালো লাগছে
ভাই কোন brand এর laptop বেশি ভালো
ডিজিটাল মার্কেটিং এর জন্য সব থেকে ভালো হবে কোন ল্যাপটপ কতো টাকা এর মধ্যে???
ধন্যবাদ আপনার প্রত্যেকটি ভিডিও শিক্ষনীয়। সেইম প্রযুক্তি বিষয়ক আমার একটা কোশ্চেন জানার ছিল। আমি ভালো মানের একটা পিসি বিল্ড আপ করেছি এবং সেখানে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করি নিয়মিত। একটা পিসি দিয়ে দুইটা মনিটর আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে কিনা, অর্থাৎ দুইটা মনিটরে দুইটা মাউস আলাদা ভাবে ইউজ হবে। কিন্তু পিসি একটাই থাকবে।
এর কারণ হলো আমি নতুন একটা মেশিন নিয়েছি যেটা পরিচালনার জন্য একটা আলাদা পিসি প্রয়োজন। এবং সেটি সারাদিন প্রয়োজন হয় না। অল্প একটু কাজের জন্য প্রয়োজন হয়। এখন এইজন্য দুইটা পিসি না নিয়ে একটা পিসি দিয়ে দুটো মনিটরের মাধ্যমে আলাদাভাবে সেটি নিয়ন্ত্রণ করা যাবে কিনা? হিমেল ভাই আশা করছি আশা করছি আমার কমেন্টের রিপ্লে করবেন।
সুন্দর বলেছেন সব পরিস্কার হয়ে গেলো
ডেস্কটপ নিব শুধু অফিস প্রোগ্রাম ও ফটোশপ শেখার জন্য কিকি কনফিগারেশন লাগবে। একটু জানান ভাই।
ডেস্কটপ কেনার সিদ্ধান্ত নিলাম
vai ami alrady decstop kine c tai video dekhe valo laglo j apni decstop supporter
সুন্দর সাবলীল উপস্থাপন করার জন্য ধন্যবাদ জাযাকাল্লাহ
ভাই আপনার ভিডিও দেখে
আমার মতটা পালটে গেলো
এবার ডেক্সটপ কিনবো ইনশাল্লাহ
Vai, laptop naki Chromebook কোনটি কিনবো?
আগে ডেস্কটপ পরে ল্যাপটপ ইনশাআল্লাহ ২ টাই কিনব😢❤
Alhamdulillah I decided to buy a laptop. Alhamdulillah, I changed my mind after watching your video. I will buy a desktop.
ভাল্লাগছে ❤
আপনার ভিডিও তেই আমি আস্থা খুজে পাই, ভাই, ।
চমৎকার একটি ভিডিও দেখলাম ডেস্টপ কিনবো ইনশাআল্লাহ ❤
ভাইয়া আপনার কথাগুলো অনেক উপকারে আসলো। না হলেতো আমি লেপটপ কিনতাম।
বড় ভাই অসাধারণ ডেলিভারি, আমি আপনার ভিডিও ফলো করি। আপনি আরো বেশি বেশি ভিডিও বানাবেন।
ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ কিনতে চেয়েছিলাম।
ল্যাপটপ কিনলে কেমন হবে ভাইয়া ।
ডেক্সটপিই কিনবো ❤️❤️এবং এই মাসের মধ্যেই✌️
আমি গ্রাফিক্স ডিজাইন করবো সেকেন্ড হেন্ড ডিক্সটপ কিনা ঠিক হবে??
ইনশাআল্লাহ ডেক্সটপ কিনব বলে সিদ্ধান্ত নিয়েছি । 🎉
এতো সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম🥰
অনেক সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য হিমেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ ❤
ভাইয়া ধন্যবাদ,, আমি তাহলে ডেক্সটপ কিনবো
হিমেল ভাইয়ের প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগে।
আমি কম্পিউটার টাইপিং শিখতে চাই তাহলে কোনটা ভালো হবে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।♥️🥀
অনেক সুন্দর একটি আলোচনা। উপকার হল, ধন্যবাদ ভাই।
ভাইয়া ৩৫ মধ্যে kon computer valo hobe
দাদা তোমার কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো আমি এই চিন্তাতে ছিলাম যে কোনটা কিনব এই সমস্ত দূর করে দিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই
Valo laglo boss
ভাইয়া আজকাল শোরুমে ইউজড যে ল্যাপটপ পাওয়া যায়, সেগুলো কেমন হবে? জানালে উপকৃত হতাম।
ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনার সামর্থ নেই তবে আপনার ভিডিও ভালো লাগে
তাই ভিডিও দেখা হয়
তবে যদি কিনতে পারতাম কিংবা ব্যবহার করতে পারতাম ভালোই লাগত
কারণ ফোন ব্যবহার করে বিরক্ত হয়ে গেছি
ধন্যবাদ অনেক সুন্দর ভিডিও আমি ডেস্কটপ নিবো
এতদিন ভাবছিলাম ল্যাপটপ নিবো এখন ভিডিওটা দেখার পর ডেক্সটপ নিব ইনশাআল্লাহ ❤
এই সহজ কথাটা আমি অনেককে বুঝাতে পারিনি বা বিশ্বাস করতে চায়না, এমনকি আমার কাছের মানুষরাও । অনেক ধন্যবাদ ।
আস্সালামু আ'লাইকুম
উদ্দেশ্য হলো ফ্রিল্যান্সিং,, কোন ল্যাপটপ কিনলে ভালো হবে, শেখার এবং দীর্ঘ সময় ব্যাবহারের জন্য....???
Vaiya ami student baire theke porasuna kori dipmola in computer science and technology te amr programming +graphic er kaj o kora lagbe. Ei kaj gular jonno to dextop best but poribohon er somoy jhamela ace jokhn basay jabo tokhn niya jaite parbo na.😢 ami ki korbo bujhteci na plz help me🥺(40000-50000 হাজার বাজেট)
😮Apnar vidio gula teke
Onk kicui sikar ace
ধন্যবাদ শুভকামনা নিরন্তর 🌿🌿🌿🌷🌷🌷
আমি আপনার ভিডিও অনেক দেখেছি আজ প্রথম কমেন্ট করলাম ভাই খুব ভালো লাগলো ❤❤ আর ভাই আপনি আপনার পিসির সব বিষয় গুলোর প্রতি একটা ভিডিও দেন প্লিজ প্লিজ প্লিজ
ম্যাকবুকের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির ল্যাপটপ ম্যাকবুক কোনটি একটি ভিডিওতে বলবেন দয়া করে ভাই
অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ধন্যবাদ ভাইয়া।
আপনার ভিডিও দেখে সিদ্ধান্ত পরিবর্তন করলাম
ধন্যবাদ, খুবই গোছানো ভিডিও
ধন্যবাদ ভাইয়া ডেক্সটপ কিনবো।
Desktop kinbo JAVA programming er jonno
Amar kache laptop best....Alada vabe kono device use korte hyna..eker vitor sob deya thake laptop a.
Alhamdulillah khub shundhor poramorsho. Thanq so much vai❤️❤️❤️🤣
ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং বিষয়ে আছি এখন আমার কাজের জন্য কোনটা ভালো হবে প্লিজ একটু জানালে উপকৃত হবো!!