ভূমি নাম তারে আবেদনের কোডপি দেওয়ার জন্য নিম্নের তথ্য পূরণের জন্য যেই পেজটি আসে সেখানে কি জমির মালিকের তথ্য দিতে হবে? নাকি যে কোনো প্রতিনিধির তথ্য দিলেই হবে?
নতুন আপডেটে নাম, ঠিকানা লিখতে হচ্ছে, ঠিক তখন থেকে আর কোর্ট ফি নাম্বার জেনেরেট করতে পারছিনা। পরবর্তী তে চাপ দিলে নোটিফিকেশান আসে " আপনার রিকোয়েস্ট টি সিঠিক নয়।" এরকম কেন হচ্ছে জানাবেন , Please---
স্যার NID CARD এ নামঃ মোঃ অফ্ফের আকন্দ লেখা আছে কিন্তু সমস্যা টা হলো ২০ কোট ফি দেবার পর ফরোমটা পুরন করার করে আবার যে পিন কোড দ্বারা ভেরিফাই করি সেখানে নামের জায়গায় ঐ নাম টা মোঃ অফেফর আকন্দ হয়ে যাচ্ছে। এই কারনেই আমার বেশ কয়েকটা আবেদন করতে পারতেছি না 😔
যার বয়স 19 বছর nid নাই । তার নামে নামজারি করা যাচ্ছে না birth certificate দিয়ে প্রবাসী টিক দিয়ে তৈরি করা যাচ্ছে । এটা দিয়ে submit করা যাবে please জানাবেন
আগেও বলেছিলাম বিষয়গুলি জটিল হচ্চে, সাথে মিউটেশন সার্ভার ভালো ভাবে কাজ ও করে না, ওয়েব সাইটে অনেক ত্রুটি রয়েছে।
আইডি নং ও জন্ম তারিখ দিয়ে ডাটা চলে আসার সিস্টেমটা অনেক ভালো ছিলো। আপডেট করার পর খুবই বাজে হয়েছে।
ভূমি নাম তারে আবেদনের কোডপি দেওয়ার জন্য নিম্নের তথ্য পূরণের জন্য যেই পেজটি আসে সেখানে কি জমির মালিকের তথ্য দিতে হবে? নাকি যে কোনো প্রতিনিধির তথ্য দিলেই হবে?
ফ্রাট বা এপার্টমেন্ট এর নামজারির ক্ষেত্রে কত তলা কত নং ফ্লাট ও কত স্কোয়ারের ফ্লাট তার কোন নির্দেশনা আছে কি?
স্যার জমির খাজনা দেওয়া না থাকলে নামজারি আবেদন করলে কি সমস্যা হবে
গৃহীতা ৩ জন হলেও আবেদনে ২ জনের তথ্য দেয়া হয়েছে। এবং একজনের ছবি ভুল দেয়া হয়ে গেছে। অন্যান্য সকল তথ্য ঠিক আছে। এক্ষেত্রে কি সমস্যা হবে?
নতুন আপডেটে নাম, ঠিকানা লিখতে হচ্ছে, ঠিক তখন থেকে আর কোর্ট ফি নাম্বার জেনেরেট করতে পারছিনা। পরবর্তী তে চাপ দিলে নোটিফিকেশান আসে " আপনার রিকোয়েস্ট টি সিঠিক নয়।" এরকম কেন হচ্ছে জানাবেন , Please---
স্যার NID CARD এ নামঃ মোঃ অফ্ফের আকন্দ লেখা আছে কিন্তু সমস্যা টা হলো ২০ কোট ফি দেবার পর ফরোমটা পুরন করার করে আবার যে পিন কোড দ্বারা ভেরিফাই করি সেখানে নামের জায়গায় ঐ নাম টা মোঃ অফেফর আকন্দ হয়ে যাচ্ছে। এই কারনেই আমার বেশ কয়েকটা আবেদন করতে পারতেছি না 😔
কাগজপত্র ঠিক থাকার পরও নামজারি করে দিচ্ছে না। তখন রাজস্ব বোর্ডের কাছে কি ভাবে আপিল করতে হয়।
আসসালামু আলাইকুম স্যার নতুন নিয়মে কোর্ট ফি দিতে গেলে সমস্যা হচ্ছে প্লিজ সমাধান দিবেন
তহসীল ও ভূমি অফিস টাকা ছাড়া কোন আবেদন ছাড়ে না । আবেদন করে লাভ কি ?
ধন্যবাদ
হোল্ডিং নাম্বার না দিলে কোন সমস্যা হবে??
আমাদের তো কোন হোল্ডিং নাম্বার নেই।
দলিল দাতা মৃত হলে মোবাইল নম্বর না দিলে হবে? বা মোবাইল নম্বর না থাকলে,সেক্ষেত্রে করনীয় কি?
Vai otp ase na,ami ki korbo?
স্যার আমি করতে পারতেছিনা,,সাবমিট হচ্ছে না,,এখন কি করবো ?
ভিডিওটি ভালো করে লক্ষ করে দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন।ধন্যবাদ
টাকা পরিশোধ করার পরেই হযচে না,,,
যদি আবেদনকারীর আইডিকার্ড না থাকে তাহলে প্রতিনিধীর আইডি কার্ড দিয়ে কি আবেদন করা যাবে
হুম যাবে
Sob e thik hoy but otp ase na kn vai
আমার বাবার নাম আই ডি অনুযায়ী লিখার পরেও যাচাই তে ভুল দেখাচ্ছে। আমি কি করতে পারি?
নোটিশের ৫০ টাকা পাঠানোর পির ট্রাঞ্জেকশন নাম্বার চাচ্ছে। সেটা কোনটা। বিকাশের ট্রাঞ্জেকশন আইডি দিচ্ছি কিন্তু হচ্ছে না।
যার বয়স 19 বছর nid নাই । তার নামে নামজারি করা যাচ্ছে না birth certificate দিয়ে প্রবাসী টিক দিয়ে তৈরি করা যাচ্ছে । এটা দিয়ে submit করা যাবে please জানাবেন
হুম করা যাবে
Thank you very much
আবেদন করতে গেলে জন্ম নিবন্ধন নাম্বারটি লেখার অপশন পাচ্ছি না। কিভাবে কি করতে হবে একটু জানাবেন।
তার পরে হযচে না তো
বুঝিনা এরা সুধু সুধু সাইটাতে এতো কঠিন কেনো বানাচ্ছে?
পেমেন্ট নিচ্ছে নাতো
একাদিক মালিকের নামে নামজারি আবেদন করা যাচ্ছে না কেনো
কেহো জানলে জানা বেন প্লিজ
এতো কঠিন করার কারন কি?
কোর্ট ফী রিকোয়েস্ট টি সঠিক নয় এরকম কেন আসছে?
আমারও একই সমস্যা। করনীয় কি? ফি দিতে পারতেছি না।
আমার ও একই সমস্যা
😢😢