সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা পুনর্বহালের দাবি II সংবাদ সম্মেলন

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Demanding 5% Quota for Adivasi in Government Jobs
    "আদিবাসী জনগোষ্ঠীর কোটা বিলুপ্তি বা হ্রাস করা এখনই উপযুক্ত সময় নয়। বরং যৌক্তিক ও সাংবিধানিক ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এই সংবাদ সম্মেলন থেকে সরকারের নিকট নিম্নোক্ত দাবি জানাচ্ছি:
    ১. ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিেেত ৫% কোটা পুনর্বহাল করতে হবে।
    ২. পুনর্বহালকৃত ৫% কোটা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য আদিবাসী জাতিসমূহের মধ্যে অনগ্রসর ও অধিকতর অনগ্রসর জাতিসমূহকে চিহ্নিতকরতে হবে এবং ৫% কোটা বাস্তবায়নের ক্ষেত্রে অধিকতর অনগ্রসর জাতিসমূহকে এ সুবিধার আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করতে হবে।
    ৩. আদিবাসী অধ্যুষিত এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত, শিক্ষা অবকাঠামো নির্মাণ ও শিক্ষক সংকট দূরীভূত করতে হবে।"
    অলিক মৃ
    আহ্বায়ক
    আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ

КОМЕНТАРІ •