১০০ সোনালি মুরগি পালনের আয়-ব‍্যায় | সোনালি মুরগির খামার | সোনলি মুরগি পালন পদ্ধতি| সোনালী মুরগী পালন

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • ১০০ সোনালি মুরগি পালনের আয়-ব‍্যায় | সোনালি মুরগির খামার | সোনলি মুরগি পালন পদ্ধতি| সোনালী মুরগী পালন
    সোনালি মুরগির রোগ সমূহ:-
    সোনালি মুরগির সাধারন রোগ গুলির মধ্যে রয়েছে, রানিক্ষেত, গাম্বোরো, কক্সিডিওসিস, করাইজা, কলেরা, ইকোলাই সহ বেশ কিছু ঠান্ডা জনিত রোগ।
    তবে নিয়মিত টীকা প্রদান করলে এবং খামারে সঠিক জৈব নিরাপত্তা মেনে চললে বেশিরভাগ রোগ থেকে মুক্ত থাকা যায়।
    বি সি আর ডি বি, আর ডি ভি ও গামবোরো রোগের ভ্যাকসিন ও এন্টিকক্সিডিয়াল ওষুধ দিতে হবে। চিকিৎসকের পরামর্শে বুষ্টার ডোজ দিতে হবে।
    সোনালি মুরগির ভ‍্যাকসিন তালিকা:-
    ৫ম দিন রাণীক্ষেত।
    ১৪ তম দিন গামবোরো।
    ২০ বা ২২ তম দিন গামবোরো।
    ২৮ তম দিন রাণীক্ষেত+ব্রঙ্কাইটিস।
    ৪০ বা ৪২ তম দিন রাণীক্ষেত।
    সোনালি মুরগির র জন্মের ৩০ থেকে ৩৫ তম দিনে পাইপারজিন-অ‍্যালবেনডাজোল নামক কৃমিনাশক খাওয়ানো ভালো। অবশ‍্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
    লাভজনক খামার ব্যাবস্থাপনা:-
    খামারকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে হলে অনেকগুলি বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী। যেমন, মৃত্যুহার শুন্যের কোটায় রাখা, সঠিক ওজন নিয়ে আসা, মার্কেট বুঝে বাচ্চা উঠানো ইত্যাদি।
    খামারকে রোগমুক্ত রাখার জন্য বায়োসিকিউরিটি পালন করা জরুরি। সঠিক সময়ে ভ্যাকসিন দিতে হবে। ভালোমানের খাদ্য ও বিশুদ্ধ পানিয় জলের সরবরাহ নিশ্চিত করতে হবে।
    #sonali
    #tardar_chicks_house
    #farming
    #সোনালিমুরগি
    ‪@Shwapnopoultryfarm‬

КОМЕНТАРІ • 222

  • @serajulislam6238
    @serajulislam6238 2 роки тому +8

    vai fid are dam 40 tk kg na akhon poti kg dam 60 tk vul darona na deoya valo

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +6

      ভিডিওটি কত দিন আগে দেওয়া হয়েছিল সেটা আগে দেখুন। এই ভিডিওটি বর্তমান সময়ের নয় অনেক দিন আগের। সেই সময় ভালো কোম্পানির ফিড 50 Kg বস্তা 1800/2000 টাকার মতো ছিল। ফিডের দাম এলাকা ভিত্তিক কম বেশি হয়ে থাকে। বর্তমানে আমার এলাকায় ফিডের দাম 50 টাকার মধ্যে আছে। আমার কাছে ভুল ধারনা পাবেন না। সালাম নেবেন ধন্যবাদ।

    • @Sidhu0-r8k
      @Sidhu0-r8k Рік тому

      Eso ami debo 40 kore sonali Dana (feed)

    • @Bappagaming7
      @Bappagaming7 Рік тому

      ​@@Sidhu0-r8k kothay bari

    • @Sidhu0-r8k
      @Sidhu0-r8k Рік тому

      @@Bappagaming7 hm bolo

    • @Sidhu0-r8k
      @Sidhu0-r8k Рік тому

      @@Bappagaming7 tomar lagbe ? Akhon lemon tech company khabar ache amar kache

  • @ChikenFarming
    @ChikenFarming 10 місяців тому +3

    খুব সুন্দর একটি ভিডিও পাশে আছি দাদা পাশে থেকো

  • @falgunisardar8722
    @falgunisardar8722 Рік тому +1

    সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      আপনাকেও অনেক অনেক ধন‍্যবাদ🙏

  • @bishnubarman411
    @bishnubarman411 Рік тому +2

    খুব সুন্দর Very nice 👍

  • @rashed402
    @rashed402 8 місяців тому +2

    Very good

  • @MohammadSattar-cd7re
    @MohammadSattar-cd7re 2 місяці тому +1

    মাশাল্লাহ

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 місяці тому

      ইনশাআল্লাহ ভাই জান, ঈদ মোবারক।

  • @timespentwithtapas6691
    @timespentwithtapas6691 2 роки тому +1

    Good Discuss.

  • @bappaghosh5691
    @bappaghosh5691 2 роки тому +4

    Dada Apnar kothai sotota ache.
    Khub valo laglo video ta.
    Very nice video.

  • @bimaldolui6163
    @bimaldolui6163 Рік тому

    Vul vedio tai roi6a

  • @EditZonePhotography
    @EditZonePhotography 11 місяців тому +2

    170/- kg ekhon ki korbo dada... ami feed er bepar kichu jante chai...

  • @timespentwithtapas6691
    @timespentwithtapas6691 2 роки тому +1

    Dada total Madeline niya vedio din kon kon vacin ar medicine kon kon roga laga tai niya vedio dan.

  • @poreshbaishnab3889
    @poreshbaishnab3889 25 днів тому +1

    নমস্কার দাদা,,আমি 100 টি সুনালি,মুরগি পালন করার উদ্যোগ নিতে চাইছি,,তবে,,কিছুই জানি না,, এক দিন বয়সী,,প্রথম দিন থেকে কি কি মেডিচিন করতে হবে,যদি বলতে আমার খুব শখ একটি খামার করার,যদি তুমার কন্টাক নম্বর টা দিতেন,,খুব উপকৃত হতাম,,ধন্যবাদ

  • @iqbalhossain5323
    @iqbalhossain5323 2 роки тому +10

    এতোগুলো ভিডিও দেখলাম আপার টা একবারে সত্য এবং বাস্তব

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +2

      আমি সবসময় যেটা সঠিক সেটাই দেখানোর চেষ্টা করি।

    • @sksabir8998
      @sksabir8998 Рік тому +1

      ভিডিও টা খুব ভালো লাগলো

    • @sanasallu1996
      @sanasallu1996 Рік тому

      চুদির ভাই চমচম

  • @falgunisardar8722
    @falgunisardar8722 Рік тому +2

    যদি কয়লার মুরগী নিয়ে এরকম সঠিক তথ্য দেন তাহলে খুব উপকার হয়।

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      ইতিপূর্বে ভিডিও দেওয়া আছে। তবুও আপনাদের সুবিধার জন্যে পুনরায় দেওয়া হবে।

  • @ashanchowdhury711
    @ashanchowdhury711 18 днів тому +1

    যদি ১০০ মুরগি চাষ করে ৫০০০ টাকা লাভ পাওয়া যেতো তাহলে হইত দুই হাজার টাকা লাভ হতো, কিন্তু আপনার হিসাব অনুযায়ী এই কাজ করার থেকে লেবারের কাজ করা অনেক ভালো, কেননা এতে কোনো টাকা লাগে না, আর আমি বলতে চাই যদি কেউ এই কাজ করতে চাই তাহলে সে 700 g বা 800g মুরগি কিনে বাসায় ডিমের জন্য পুষতে পারে , কারন আমি এই মুরগি পালন করি , এরা প্রচুর ডিম দেয়, তবে আমি এই মুরগি কিনতে চাই , কোথায় পাওয়া যাবে ২০০ টাকা কেজি , বলুন, আমার বাড়ি দেবগ্ৰাম নদিয়া,

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  17 днів тому

      ভাইজান আপনি মনে হচ্ছে অনেক বড় একজন খামারি, দেখুন আমি খুব ছোট্ট একজন খামারি, আমার হিসেবে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বর্তমানে সোনালির বাজার একটু বেশি কিন্তু অপেক্ষা করেন একটু ঠাণ্ডা পড়লে আমি আপনাকে 160 টাকা কেজি দরে দিতে পারবো, কোন অগ্ৰিম দিতে হবে না, আপনার দেবগ্ৰাম, তেহট্ট, করিমপুর ঐদিকের থেকেই মুরগি কিনে আপনার বাড়ি দিয়ে আসবো। তবে বর্তমানে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যদি আমাকে প্রতারক বা ভূয়া মনে হয় আপনি এই কমেন্টের স্ক্রিন শট নিয়ে রাখুন, যদি দিতে না পারি তখন সবাই কে দেখিয়ে আমার নামে বদনাম করবেন। আরেকটা কথা বলতে চাই আপনি কতগুলো মুরগী নেবেন মানে কত কুইন্টাল মুরগি নেবেন সেটা একটু বলে রাখলে খুব ভালো হবে।

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  17 днів тому

      আরেকটা কথা বলতে ভুলে গেলাম মুরগিটা যখন ডেলিভারি দেব তখন আপনার সাথে আমি যোগাযোগ করবো কিভাবে

  • @PpiPpi-hu4py
    @PpiPpi-hu4py 2 місяці тому +1

    সোনালী সুপার হাইব্রিড মুরগীর
    ১০০ মুরগী ৬০ দিন পালন করতে কত কেজী খাবার লাগবে

  • @uzzalchowdhury7544
    @uzzalchowdhury7544 11 місяців тому +4

    যে হিসাব দিয়েছেন। বিড়ি খাইবার পয়সাই হবে না

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  11 місяців тому +1

      বেশি বেশি হিসাব দেখিয়ে মানুষের লোভ ধরিয়ে আর্থিক লসের মুখে ফেলিনি এটাই আমার বড় ভুল হয়েছে। আমি খুবই দুঃখীত সঠিক হিসাব দেখানোর জন্য। জানিনা আপনি খামারি নাকি নতুন খামার করার চিন্তা ভাবনা করছেন। সোনালী মুরগি চাষ করেন অনেক লাভ হবে। বিড়ি তো দুরে থাক সিগারেট খাবেন।

  • @sureshchandraroy2664
    @sureshchandraroy2664 2 роки тому +9

    বলছি দাদা ,
    দামটা যদি ১৮০ থেকে ১৮৫ টাকা / কে.জি হয় তবে তো ডাহা লসকান হবে ।

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +2

      বর্তমানে দামটা ভালো আছে। তবে এমনও সময় আসে এর থেকে কমেও বিক্রি করতে হয়। ভিডিও টি যে সময় দেওয়া হয়েছিল তখন দাম এমনটাই ছিল। যদি মুরগির মৃত্যুর হার বেশি না হয় তাহলে লস হবেনা কিন্তু তুলনামূলক লাভ কম হবে। কিন্তু পরবর্তীতে ঠিকই পুশিয়ে যাবে। এক চালান করে লাভ কম হলে যদি খামার বন্ধ করে দেওয়া হয় তাহলেই লস, দীর্ঘদিন করতে হবে এবং সিজিন বুঝে বাচ্চা তুললে কোনদিন লস হবে না। ধন্যবাদ।

    • @sureshchandraroy2664
      @sureshchandraroy2664 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏

    • @serajulislam6238
      @serajulislam6238 2 роки тому +1

      আপনাকেও ধন্যবাদ

    • @tarifhossain3456
      @tarifhossain3456 Рік тому

      নিজের ৩ মাসের শ্রম কি হবে???
      ৩ মাসে ১৪০০/- টাকা লাভ

  • @Loveofanimals5
    @Loveofanimals5 2 місяці тому +1

    Dada sonali murgi takei ki gst murgi bole naki Dada

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 місяці тому +1

      অনেক জায়গায় GST নামে পরিচিত।

  • @MDAbdurrahman-cp2re
    @MDAbdurrahman-cp2re 8 місяців тому +1

    ভিডিও দেখে ভালোই লাগলো, কিন্তু শেষ যখন দেখলাম ১৪০০ টাকা লাভ তখনি মনটা খারাপ হয়ে গেল,,

  • @biltuthakur7015
    @biltuthakur7015 2 роки тому +1

    ভাই মুরগীর চাছ করতে হলে আমিতো কিছুই জানীনা তো কোথায় জেতে হবে জদি আপনী একটু বলেদেন

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +3

      আপনাকে প্রথমে মুরগি পালন সম্পর্কে কিছু জানতে হবে যেমন কোন বয়সে কি খাবার দিতে হবে, বাচ্চা ব্রুডিং কিভাবে করতে হবে ভ‍্যাকসিন কিভাবে দিতে হবে, কোন বয়সে কি ভ‍্যাকসিন দিতে হবে, মুরগির সাধারনত কি কি রোগ হয় এবং কিভাবে চিকিৎসা করবেন। অবশ‍্য করতে করতে শিখে যাবেন তবে আগে কিছুটা ধারণা থাকলে লসের সম্বভনা থাকবে না। সেই জন‍্য আপনার এলাকার সরকারি মুরগির খামার থেকে একটা প্রশিক্ষণ করে নিতে পারেন সেখানে সব কিছু শেখানো হয়। আশা করি বুঝতে পেরেছেন। তবে শেষে একটা কথায় বলবো না বুঝে ঝোঁকে পড়ে খামার করলে লসের সম্ভবনা বেশি। বুঝে বুদ্ধি করে খামার করলে লস হয় না। যদি কোন অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমার যতটুকু সামর্থ্য সাহায্য করবো। ধন্যবাদ 🙏

    • @LuckyAhmed64
      @LuckyAhmed64 2 роки тому

      ua-cam.com/video/cD6PLN4fUJE/v-deo.html
      95% subsidy scheme poultry farming

  • @dipakbarman2645
    @dipakbarman2645 2 роки тому +2

    ডিমের জন্য কেমন হবে

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +1

      সোনালী ক্লাসিক ডিমের জন‍্য জনপ্রিয়।

  • @mithunsk1508
    @mithunsk1508 2 роки тому

    দাদা সোনালী মুরগি তে কি পর্দা দেওয়া লাগে। আর পাখা কি দেওয়া লাগে। পিলিজ একটু জানাবেন

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +1

      ঠান্ডায় এবং বর্ষায় অবশ্যই লাগবে। এবং গরম কালেও যদি ভোরের দিকে ঠাণ্ডা পড়ে তাহলেও পর্দা লাগবে। আর গরমে যদি খামারের ঘরে হাওয়া বাতাস চলাচল ঠিক ঠাক না হয় এবং গরম হলে অবশ্যই পাখা লাগবে।

  • @tanusreemondal1091
    @tanusreemondal1091 2 роки тому +1

    আমাদেরনিজেরমুরগিনিজেরডিম খেয়ে ফেলিতার জন্য কি উপায়

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +2

      কি প্রজাতির মুরগি বললে ভালো হতো।
      মুরগির ঠুকরা ঠুকরি হয় কতগুলো বিশেষ কারনে।
      1):- আবদ্ধ পদ্ধতিতে পালন করলে যদি নির্দিষ্ট সংখ্যক মুরগির থেকে বেশি রাখা হয়।
      2) সঠিক মাত্রায় এবং গুনগত মান সম্পন্ন খাদ্য না দিলে।
      3) ক‍্যালসিয়ামের ঘাটতি হলে।
      এগুলোর যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে হবে ডিম গুলি অনুর্বর হচ্ছে কিনা। অনেক সময় মোরগ থাকা সত্ত্বেও ডিম অনুর্বর হয় এবং তখনই ডিম পেড়ে খেয়ে ফেলে।
      তবে এই সমস্যাটা মূলত ক‍্যালসিয়ামের ঘাটতি জনিত একটা রোগ।
      কৃমির ডোজ করা না থাকলে ডোজ করুন এবং লাগাতার এক সপ্তাহ ভালো মাল্টিভিটামিন ও ক‍্যালসিয়াম দেবেন। লিভারের ঔষধ অবশ্যই দিতে হবে।

    • @Aarushi-Vlogs
      @Aarushi-Vlogs 2 місяці тому

      😂😂😂😂

  • @kaustavganguly4990
    @kaustavganguly4990 Рік тому +1

    Dada ekhon ki abar suru korte pari ? Sitkale ki ki problem hote pare?

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      খামার করতে হলে সারা বছর পালন করতে হবে। তবে শীতের সময় বিভিন্ন সমস্যার জন্য খরচের পরিমাণ বেড়ে যায় সেই ক্ষেত্রে কম লাভ হওয়াটা স্বাভাবিক।

  • @md.sahidulisalm2371
    @md.sahidulisalm2371 3 місяці тому +1

    এই সময়টা অন্য জায়গায় দিলে তাতে লাভ হবে

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  3 місяці тому

      অন্য জায়গায় সন্ধান বলে দেন ভাই জান।

  • @nazrullaskar2917
    @nazrullaskar2917 3 місяці тому +1

    Amrar ikane 350

  • @habiburkhan317
    @habiburkhan317 2 роки тому +1

    ভাই আপনি কি পশ্চিম বাংলাথেকে বলেন তাহলে তা হলে আমি কিছু বলবো
    তাহলো আমি ১০০ মুরগি
    পালন করছি এই বাচ্ছ্রাটা হোল কেকের বচ্ছ্রা কেহো বলে
    কয়লার বাচ্ছ্রা।
    ভাই আপনার কাছে আমার
    জানার ব্যাপার এটা কোন জাতের বাচ্ছা এব্ পআলন
    পরিচরচা
    ্য

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      কেকের বাচ্চা অর্থাৎ কেক হলো কোম্পানির নাম। মুরগিটির প্রজাতির নাম হলো ক্রয়লার। ব্রয়লারের সাথে ক্রস করে উন্নত সংক্রায়ন একটি জাত।

    • @princezihadulislam8168
      @princezihadulislam8168 2 роки тому

      ভাই আপনি কয়শ মুরগীর ফার্ম দিছেন?

  • @syedsafiulkarim
    @syedsafiulkarim 7 місяців тому +1

    Tomar hisebe protek bar loss hobe
    Karo 100 kg kokhonoi hobe na 100 bacha te morbe kichu ar ojono gor 1 kg hobe na.

  • @anupkumarmukherjee3837
    @anupkumarmukherjee3837 2 роки тому +1

    দাদা লাভ যা দেখালেন তো ঠিকি আছে।
    সঠিক মারকেট আছে তো?

  • @raselahamed4361
    @raselahamed4361 4 місяці тому +1

    Dada amar murgi fram asay

  • @raselahamed4361
    @raselahamed4361 4 місяці тому +1

    Goldan murgi

  • @fahim9474
    @fahim9474 2 роки тому

    ভাই যা বললেন সবই বুঝলাম কিন্তু এই মুরগী গুলো কত দিন পালন করতে হবে?

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +2

      70 দিনের কথা উল্লেখ করা হয়েছে।

    • @aslammdaslam926
      @aslammdaslam926 2 роки тому

      @@TARDARCHICKSHOUSE vai 2 hajar takar jonno ato din khatla hoba naki

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +1

      @@aslammdaslam926 vai jan apni jodi 500 murgi palan karen tahole amount ta to besi hobe. Vai jan ata to 100 murgir hiseb dekhano holo

  • @viralshortsdaily3
    @viralshortsdaily3 10 місяців тому +2

    দাদা আপনি একটা কথা বলতে ভুলে গেলেন
    ১০০ টা মুরগির মধ্যে যে ৮০ টা মুরগি ডিম দিলো সেই ডিমগুলো কোথায় গেলো
    ১ টা মুরগি যদি দিনে ১ টা ডিম পাড়ে তাহলে
    ১০০ টা মুরগি মিলে দিনে প্রায় ৭৫ থেকে ৮০ ডিম পাড়ে ।
    ধরি, ১ টা ডিমের দাম = ৬ টাকা হলে
    ৮০ টা ডিমের দাম = ৪৮০ টাকা (প্রতি দিন)
    আর যদি 2 মাস ডিম পাড়ে তাহলে ৬০ × ৪৮০ =২৮,৮০০ টাকা (২ মাস ডিম পড়ার পর)
    হিসাবটা কর কেমন লাগলো লাইক দিয়ে জেও

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  10 місяців тому

      খুবই ভালো হিসাব

    • @sanarulsk7251
      @sanarulsk7251 9 місяців тому +1

      দাদা উনি তো 70 দিনের হিসাব দেখিয়েছেন,
      ডিম পেতে গেলে আপনাকে 5 থেকে 6 মাস পালন করতে হবে।

  • @khokanbiswas708
    @khokanbiswas708 Рік тому +1

    Love khotai dada tow thousands ke hoba khatakate Baker

  • @lutfur-7704
    @lutfur-7704 2 роки тому +2

    আপনার সোনালি মুরগি গুলো হাইব্রিড নাকি নরমাল সোনালী

  • @gourghosh2031
    @gourghosh2031 Рік тому +1

    ডিম para sonali murgir bappar e bolen

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      অলরেডি ভিডিও দেওয়া আছে। তবে আবার আলোচনা করব।

  • @debasishroy2155
    @debasishroy2155 Рік тому

    দাদা আপনি বললেন কোম্পানির কন্ট্রাক্ট ফ্রাম করাই ভালো। লাভ কেমন হবে। 1000 হাজার বাচ্চা 40 দিনে বড়ো হলে।

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      এটা তো ঠিক বলা সম্ভব না কত লাভ হবে। আপনি কি কোম্পানি করবেন তার উপরে নির্ভর করবে কারণ প্রতিটি কোম্পানির রেট, বোনাস ভিন্ন ভিন্ন। লাভটি নির্ভর করবে বাচ্চার দাম, ফিডের দাম, সিজেন, বিক্রি দাম, এবং সঠিক FCR, রোগব‍্যাধী, মৃত্যুর হার, ঔষধ খরচ, ইলেকট্রিক খরচ এগুলোর উপরে।

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      আপনি যে 40 দিনের কথা উল্লেখ করছেন অনেক সময় এই 40 দিনের আগেও বিক্রি হয়ে যায় যদি ভালো দাম থাকে এবং দ্রুত ওজন গেন করাতে পারেন।

  • @thaminaakthersumi8283
    @thaminaakthersumi8283 2 роки тому +3

    ভাই আমার মুরগি গুলো সাত মাস ধরে ডিম দিচ্ছে,, আমার প্রশ্ন হলো কতদিন ডিম দিবে? ডিম দেওয়া বন্ধ হয়ে গেলে কি পুনরায় আবার ডিম দিবে? জানাবেন প্লিজ

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +3

      একটা ভালো জাতের লেয়ার মুরগি ১৮ মাস পযর্ন্ত মোটামুটি ডিম দেয় তার পরে ধিরে ধিরে কমে যায় এবং একটা পর্যায়ে ডিম পড়া প্রায় কমিয়ে দেয়। তখনই আমাদের প‍্যারেন্টস মুরগি গুলি বিক্রি করে দেওয়া উচিৎ। কারন এই সময়ে যে পরিমাণ খাদ্য খাবে সেই অনুপাতে ডিম না দেওেয়ার কারনে আমাদের লস হতে পারে।

    • @imamullaskar4035
      @imamullaskar4035 4 місяці тому

      Dada apnar phone number deben please

  • @Baponhussain-ty1os
    @Baponhussain-ty1os 3 місяці тому +1

    Assam rate 1 kg sonali -350

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  3 місяці тому

      আমাদের এলাকায় বর্তমান দাম 200/250

  • @ktbl6631
    @ktbl6631 2 роки тому +2

    5টা মুরগি বাদ দিন ওখানে 1000টাকা লস

  • @abhishekshaw4791
    @abhishekshaw4791 Рік тому

    Vai kmon daam 2/3 Maas er bacha?

  • @nazrullaskar2917
    @nazrullaskar2917 3 місяці тому +1

    Tumi maata kharap.........ita gu hisab

  • @asifuddinmondal2538
    @asifuddinmondal2538 2 роки тому

    যদি আমি নিজেয় বাচ্চা করি তো ভালো হবে, আপনার বাড়ি টা যদি বলেন

  • @hossainahmed3825
    @hossainahmed3825 2 місяці тому +1

    Onek lap krcen .. hahahaha

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 місяці тому

      আমি অল্পতেই খুশি, বেশি বেশি হিসাব দেখিয়ে মানুষের বাঁশ দিতে চাই না।

  • @mdjanis2442
    @mdjanis2442 2 роки тому

    ভাই আমি এক জন প্রবাসি,
    আমি চাইতেছি ২০০০ সোনালি মুরগির খামার করতে একটি লোক খাটিয়ে করবো,
    তো আমি কি লাভমান হতে পারবো,❤️

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +1

      ব্রিডার ফার্ম করে যদি ডিম উৎপাদন করে বাচ্চা এবং বীজ ডিম বিক্রি করেন অবশ্যই লাভবান হবেন। কিন্তু খামরের কর্মচারী খুব বিশ্বস্ত হতে হবে।

    • @mdjanis2442
      @mdjanis2442 2 роки тому

      @@TARDARCHICKSHOUSE ধন্যবাদ ভাই, ❤️❤️❤️

  • @sushilabiswas9693
    @sushilabiswas9693 Рік тому +1

    Kono luv hobe na.....feed cost digun hobe

  • @srikantasarkar9507
    @srikantasarkar9507 2 роки тому +1

    Dada aapnara to loker pothe bash diye debe,,😄 60 din khata khatni kare only 1400 taka lave, was was ki bisness

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      Thanks for compliment

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      Bad language use na korle aro khusi hotam

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      যখন দাম ভালো যায় তখন আরও বেশি হবে। তবে ভিডিওতে 100 টি মুরগির হিসাব দেওয়া আছে যদি 1000 পালন করা হয় তাহলে একটা মোটা টাকা উপার্জন হবে।

  • @Blast_boy0099
    @Blast_boy0099 11 місяців тому +1

    Profit khubi kom 70 Deen jatno kore matro 2000 taka lav

  • @khelimelilife1175
    @khelimelilife1175 11 місяців тому +1

    Ki hbe

  • @DipankarSutradhar-ul5fg
    @DipankarSutradhar-ul5fg 9 місяців тому +1

    Bou bondok dite hobe

  • @md.sahidulisalm2371
    @md.sahidulisalm2371 3 місяці тому +1

    দাদা ফালতু কাজ না করাই ভালো

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  3 місяці тому

      আলহামদুলিল্লাহ, আপনি বলেছেন ফালতু কাজ না করে অন্য কাজ করা ভালো, একদম সঠিক বলেছেন, তবে কোন কাজ ফালতু না। তাছাড়া আমি খামার করার জন্য কাউকে বলিনি। অসংখ্য মানুষ জীবিকা অর্জনের জন্য খামার করছেন। কিছু ঠক প্রতারক দালালদের জন্য অসংখ্য নতুন খামারিরা লক্ষ লক্ষ টাকা লস করেছেন। এই প্রতারক দালালরা তাদের নিজেদের স্বার্থে ভিডিওতে দেখিয়েছে সোনালী মুরগি পালনে এত লাভ অত লাভ প্রতিমাসে অনেক অনেক ইনকাম, আর এই সমস্ত ভিডিও দেখে মানুষ সাত পাঁচ আগা মাথা না ভেবে খামার করছেন। কিন্তু আশানুরূপ ফল পায়নি বরং উল্টো লোকশান হয়েছে, অনেক খামার আমার চোখের সামনে বন্ধ হতে দেখেছি, সেই জন্য এই ভিডিওটিতে সঠিক হিসাব তুলে ধরেছি, এবার খামার করা, না করা আপনার নিজস্ব ব্যাপার,
      তবে আপনাকে আরও একবার বলে দিই হিসাবটি কিন্তু ১০০ মুরগির দেখানো হয়েছে, যদি আপনি ১০০০ মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি একটা উপার্জন করা যায়।
      সব শেষে বলবো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে ঠকাই নি সঠিক হিসাব তুলে ধরেছি , সালাম নেবেন, অনেক অনেক ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন।

  • @ahaad9323
    @ahaad9323 2 роки тому +5

    Dada apnar contact number ta deben.. please

  • @raselahamed4361
    @raselahamed4361 4 місяці тому +1

    Dada apnar nombar dan

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  4 місяці тому

      মোবাইল নাম্বার কমেন্টে দেওয়া ইউটিউব পলিসি বিরোধী।

  • @rakeshbagd7460
    @rakeshbagd7460 2 місяці тому +1

    কনট্র্যাক নাম্বার দিন প্লিজ

  • @Barmanearning
    @Barmanearning Місяць тому +1

    100 sonali mutgi bacha kothay paowajabe

  • @MizanurRahman-yz7lt
    @MizanurRahman-yz7lt 2 роки тому +1

    আটা বেচে হেডার লাভ,,৷

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      আপনি কি গালি দিচ্ছেন

  • @nasutata1335
    @nasutata1335 2 роки тому +1

    16টা মুরগিতে আমি 1220টাকা লাভ করিলাম।
    তুমি কি করছো।

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +2

      আমি চায় প্রতিটা খামারি বন্ধু যেন অনেক বেশি লাভবান হয়।

    • @ratanmistri4760
      @ratanmistri4760 2 роки тому

      না

    • @protapbiswas4099
      @protapbiswas4099 2 роки тому

      Pagoler moto hisab ar thakaw beshi labh hoi

    • @ramenmalik7035
      @ramenmalik7035 4 місяці тому

      কিভাবে করলে দাদা
      একটু বলবে প্লীজ

  • @debasishroy2155
    @debasishroy2155 Рік тому

    দাদা আমি বয়লার মুরগির ফ্রাম দিতে চাচ্ছি। আমি যদি কোম্পানির থেকে না নিয়ে, নিজে যদি বয়লার মুরগি বাচ্চা নিয়ে আসি। 40 দিনে বড়ো করে। যারা মাংস কাটে তাদের সাথে কথা বলে তাদের সাথে যদি ঠিক করে সেল দেই তাহলে লাফ কি হবে।

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      কোম্পানির কন্ট্রাক্ট ফার্ম করাই ভালো।

  • @shuvraroyshuvraroy9557
    @shuvraroyshuvraroy9557 2 роки тому

    ভাই হাইব্রিড সোনালি কি ডিম পাড়ে বা ডিম উৎপাদন এর জন্য প্যারেন্টস করলে কেমন হয় জানাবেন প্লিজ 🙏🙏🙏🙏

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      হাইব্রিড সোনালী মূলত মাংসের জন‍্য জনপ্রিয় এবং লাভজনক একটি জাত। যেহেতু হাইব্রিড বাচ্চার চাহিদা বেশি সেই ক্ষেত্রে বাচ্চা উৎপাদনের জন্য প‍্যারেন্টস করা যেতে পারে। কিন্তু যদি ইন-ব্রিডিং হয় তাহলে বাচ্চার কোয়ালিটি ভালো হবে না। যদি ডিম বিক্রির জন্য করা হয় তাহলে খুব বেশি লাভ হবে না কারন ডিমের হার 60/70%।

  • @chirangmoto554
    @chirangmoto554 2 роки тому

    vai apnar sate amr joriri kotha ase

  • @ashokekumarkar3723
    @ashokekumarkar3723 2 роки тому +1

    ২৯_৮_২০২২

  • @Mim70746
    @Mim70746 Рік тому

    Par k g 300 taka dada

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      dada ভিডিওটি আজ থেকে অনেক দিন আগের । তবে এলাকা ভিত্তিক এবং সিজিনালি দাম কম বেশি হয়।

  • @explorerkingmalinga1528
    @explorerkingmalinga1528 2 роки тому +1

    Loss to ...70 din khete matro 1400 taka lav🧐

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      খরচ কমিয়ে পালন করে ভালো দামে বিক্রি করতে পারলে অনেক বেশি লাভ হবে।

    • @ranajitmandal5370
      @ranajitmandal5370 2 роки тому

      Khub valo

    • @Souravshort155
      @Souravshort155 2 роки тому

      Ha ha ha

    • @sumandutta960
      @sumandutta960 Рік тому

      70 din ki cotipoti howa jay vi?eta akta side business sathe onno kichu korte hbe ar apni ki 100 Chas korben??

  • @mannasoleh9004
    @mannasoleh9004 Рік тому +1

    cc hisab naki

  • @RobiulislimRobiul-nk7rr
    @RobiulislimRobiul-nk7rr Рік тому +1

    400 take kj

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      আপনি কি পাগল না মাথা মোটা। কোন কিছু যাচাই না করে কাউকে ভুয়ো বলবেন না।
      180 টাকা কেজি আপনার কত কুইন্টাল মুরগি লাগবে।
      আপনি আমাকে ফোন করেন, সিউড়ি থেকে 5 মিনিট দূরত্বে একটি ফার্মে 4000 মুরগি আছে এক সাথে সব নিলে 160 টাকা কেজি হবে। এছাড়া সরাসরি আমাদের ফার্মে এসে 1 কেজি ওজনের সোনালী পাবেন 180 টাকা প্রতি কেজি। অবশ্যই নিন্ম 50 কেজি নিতে হবে। যদি বাছাই করে শুধুমাত্র মুরগি নেন তাহলে 220 টাকা প্রতি কেজি লাগবে।
      এবার বলি বাচ্চার কথা, কমপক্ষে 100 টি এক দিন বয়সের দাম 19 টাকা।
      1000 উপরে নিলে 18 টাকা।
      এবার বলি খাবারের কথা, খাবারের সংগ্রহ আমাদের নেই তবে ডিলারদের সাথে আমাদের যোগাযোগ আছে যতটা নেবেন পাবেন। 1800 থেকে 2300 টাকা পযর্ন্ত প্রতি 50 কেজি বস্তা।
      এবার যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। ও আরও একটা কথা শীতকালে মাঝামাঝি সময়ে 130/160 টাকাও দাম হয়।
      4 বছর ধরে ব‍্যবসা করছি পাইকারি 230 টাকার বেশি কোন দিন বিক্রি করতে পারিনি যদি 400 টাকা কেজি হয় তাহলে আপনার পায়ে ধরে অনুরোধ করছি একটু যোগাযোগ করেন সারা বছরে গড়ে 200 টাকায় মুরগি দেব আপনি 400 টাকা বিক্রি করে দ্বিগুণ লাভ করবেন।
      তব একটা কথা ভুয়া বলবেন না, করোর উপকার করতে না পারলেও ক্ষতি করি না।
      অবশ্যই যোগাযোগ করেন।

  • @bd3nurultube533
    @bd3nurultube533 2 роки тому

    ওহ ভাই ছারফুকা

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন‍্য। ছারপোকা।

  • @sadikulsk6312
    @sadikulsk6312 2 роки тому +2

    ১৪০০ টাকা লাভ হলে তো বাড়িতে থেকে বউ পালিয়ে যাবে যে সত্তর দিনে ১৪০০ টাকা লাভ আর ফ্রামে যে শ্রমিক থাকবে তার বেতন? কি ধরে নেব ফ্রি

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому +5

      মাথা ঠান্ডা করে আগে ভালো ভাবে লেখা গুলো পড়ুন। ভাইজান আপনি মনে হয় সম্পূর্ণ ভিডিওটি না দেখে টেনে টেনে দেখেছিলেন কারন ভিডিওতে উল্লেখ আছে ১০০ টি মুরগি পালন। যদি আপনি ৫০০ মুরগি পালন করেন তাহলে এর ৫ গুন টাকা পাবেন। ভিডিওতে এটাও বলা আছে মুরগির বাজারমূল্য সব সময় এক থাকে না। ১৮০ টাকা হিসেবে ধরা হয়েছিল যদি ২৫০/৩০০ টাকা বিক্রি করতে পারেন প্রায় দ্বিগুন লাভ হবে। ভিডিওটি যখন দেওয়া হয়েছিল তখন আমার এলাকায় গড় মূল্য ছিল 180 টাকারও কম। বতর্মানে বাজারমূল্য অনেক ভালো তাই লাভও বেশি হবে। আরেকটি কথা হলো ১০০ মুরগি পালন করলে কোন খামারি শ্রমিক রাখেনা। কারন মনে করছি আমার হিসাবে ভুল আছে আপনি ১০০ মুরগি পালন করে দশ হাজার টাকা লাভ করবেন সেখান থেকে শ্রমিককে দিলে আপনার কি থাকবে। তাছাড়া আমি যে খরচ গুলি দেখিয়েছি সেগুলি তো হবেই। এবার যতটুকু খরচ কমাতে পারবেন ততটা আপনার লাভ হবে। আমি জানিনা আপনি খামারি কিনা। যদি খামার করার প্লান করে থাকেন প্রলোভনের ফাঁদে না পরে ভালো করে বুঝে খামার করুন কোন দিন লস হয় না। তবে যদি ১০০ মুরগির খামার করে শ্রমিক রাখেন ১০০% বৌ পালাবে।

    • @alipsk4512
      @alipsk4512 2 роки тому

      @@TARDARCHICKSHOUSE Right

  • @SanjayDas-dd1vx
    @SanjayDas-dd1vx Рік тому

    Apnar hisab vul ache.erokom hisab korle keo ferm korbe na.karon apnar ferme ache bole manuske voi korachhen.

  • @Sushantajio
    @Sushantajio 2 роки тому

    দেশি চিকসের দাম কত

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      কত দিন বয়স হবে তার উপর নির্ভর করে দাম হবে।

  • @nurislamictv6823
    @nurislamictv6823 Рік тому +1

    এটা কে কি লাভ বলে???

  • @hafizalim-yj1ep
    @hafizalim-yj1ep Рік тому +3

    ২ মাস কষ্ট করে মাত্র ১৫০০ টাকা লাভ। হা হা হা

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому +7

      হিসাব টা 100 মুরগির দেখানো হয়েছে যদি 1000 পালন করেন টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। যদি খামার করে কিছু টাকা উপার্জন করতে হয় একটু বেশি সংখ্যক মুরগি পালন করতে হবে। তাছাড়া মিথ্যা প্রতিস্রুতি দিয়ে লোভ দেখিয়ে কারোর ক্ষতি করার থেকে বাস্তব সত্যি তুলে ধরেছি। আর একটা কথা তিল থেকে তাল হয় না। বিষয়টি ভালো ভাবে না বুঝে হা হা হা করছেন এবং শেষে অনেক টাকা ইনকামের ভিডিও দেখে খামার করে আপনার মত খামারিরাই লসের সম্মুখীন হয়। কোন কষ্ট না করে অল্প পুজিঁতে অনেক টাকা ইনকাম করুণ এই দোয়া করি। ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন।

    • @ZAKIRHOSSAIN-nv7wb
      @ZAKIRHOSSAIN-nv7wb 6 днів тому

      ওরে ভাই তা ও হয় না,খাবার প্রতি বস্তা ৫০কেজি ৩৬০০ টাকা,,,,,

  • @prakashrajbanshi2452
    @prakashrajbanshi2452 Рік тому +1

    পাগলা 100 টা তে 1 কুন্টাল হবে ওটা 80 কেজি হবে তাই এইই সব ফালতু সাজেশন না দিয়ে নিজে কর বুঝলি পাগলা

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      জানিনা তোকে দাদা বলব না ভাই তবে তোকে বুদ্ধিমান বলছি। বুদ্ধিমান কি বলতে চাইছিস ভালো করে বুঝিয়ে বল তাহলে বুঝতে সুবিধা হবে। এবং তোর মত বুদ্ধিজীবী মানুষের কাছে কিছু শিখে উপকৃত হব। তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক বুদ্ধিমান। তবে একটা কথা মনে রাখিস সঠিক হোক বা ভুল সেটা শুধরে দিয়ে সঠিক রাস্তা দেখানো প্রকৃত মানুষের কর্তব্য কিন্তু মনে হচ্ছে তুই নিজে একটা আস্ত পাগল। তুই যদি প্রকৃত খামারি হোস তাহলে 100% গ‍্যারান্টি সাজেশন টি তোর কাজে লাগবেই। তাছাড়া তুই কমেন্টে কি লিখেছিস ভালো করে বুঝা। আর একটা কথা শোন 4 বছর ধরে খামার করছি কিন্তু তোর মত পাগলা প্রথম পেলাম।😀😀😀

    • @prakashrajbanshi2452
      @prakashrajbanshi2452 Рік тому

      @@TARDARCHICKSHOUSE ছাগল তুই যে হিসাব টা মানুষ কে দিচ্ছিস সেটা কি ঠিক দিচ্ছিস সেটা আগে বোঝ আর 100 মুরগি পিস যোদি কেউ পালন তা হলে প্রতি টান 1 কেজি হবে না তার মানে 100 টা 1কুনটাল হবে খুব বেশি হলে 80কেজি হবে তোর হিসাবে যোদি দাম পাই তা হলে 16000 হাজার হবে তাই না ছাগল আর 200 টাকা মার্কেট পাবে না 200 খুব কম পাওয়া যায় তুই জা হিসাব দিচ্ছিস 18500 টাকা খরচ তুই বল বুদ্ধি মন ছাগল তোর কথা শুনে জে করবে তাকে তো মরতে হবে তাই বলছি ফালতু মানুষ কে বিভ্রান্তি না ফেললে কি নয় মানুষ হয়ে মানুষে ভালো না করতে পারিস খারাপ করিস না আর যোদি ছাগল হলে করতে পারিস মানুষ উল্টো পাল্টা বলে

    • @prakashrajbanshi2452
      @prakashrajbanshi2452 Рік тому

      @@TARDARCHICKSHOUSE আর আমাকে কিছু বলতে হবে তুমি মানুষ ফালতু উলটো পাল্টা হিসাব বোঝাস না টা হলে হবে আমাকে জা বলিস কোনো সমস্যা নেই

  • @ukilroy6812
    @ukilroy6812 2 роки тому

    দাদা আমি জলপাইগুড়ি থেকে বলতেছি 500 পিস নিব দাম কত পড়বে ফোন নাম্বারটা দেওয়া যাবে

  • @asifuddinmondal2538
    @asifuddinmondal2538 2 роки тому

    দাদা আমার বাড়ি বীরভূম জেলার নলহাটি থানা হা আমি করতে চাই, আমি কি করে জোগাজোগ করবো আপনার সাথে,

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      আমার বাড়ি নদীয়াতে। যদি সম্ভব হয় তাহলে চ‍্যানেলের ভিডিওতে গিয়ে দেখবেন পোস্টারে আমার ফোন নম্বর আছে ঐ নম্বরে WhatsApp করে বলবেন বীরভূমে কোন কোন জায়গাই পশুপাখির হাট হয়। কমেন্টে বলার দরকার নেই। জানালে উপকৃত হব। ধন্যবাদ।

    • @asifuddinmondal2538
      @asifuddinmondal2538 2 роки тому

      আমাদের এখানে , চাতরা, নলহাটী, ও রামপুরহাট ও গুদরি হাট এই চার খানা হাট খুব জমজামাট

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      @@asifuddinmondal2538 ধন্যবাদ

  • @debasishroy2155
    @debasishroy2155 Рік тому

    আর কোম্পানির ফ্রাম আপনি বললেন। নিজে চাষ করলে কি লস হবে

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому +1

      লস হবে না কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

  • @tanmoydharahowrah307
    @tanmoydharahowrah307 2 роки тому

    Sir apnake contact korbo ki vabe

    • @LuckyAhmed64
      @LuckyAhmed64 2 роки тому

      ua-cam.com/video/cD6PLN4fUJE/v-deo.html

  • @mdmanikmia8656
    @mdmanikmia8656 2 роки тому

    ভাই,আপনার বাড়ি কোথায়?

  • @RobiulislimRobiul-nk7rr
    @RobiulislimRobiul-nk7rr Рік тому +1

    Vuya kta😅😅😅

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  Рік тому

      আপনি কি পাগল না মাথা মোটা। কোন কিছু যাচাই না করে কাউকে ভুয়ো বলবেন না। কোন বিষয়টি ভুয়া বলুন। খুব সহজে কাউকে যা খুশি বলা যায় কিন্তু সঠিক বাস্তব অনেকেই মানতে পারে না। Vuya kta বোলেছেন কিন্তু কোন বিষয়টি ভুয়া সেটা যুক্তি দিয়ে বোঝালেন না।

  • @al-aminmadani6930
    @al-aminmadani6930 2 роки тому

    ৭০ দিনে যদি ২ হাজার টাকা লাভ হয়। তাহলে ব্যবসা গাছে উঠবে

    • @TARDARCHICKSHOUSE
      @TARDARCHICKSHOUSE  2 роки тому

      100 মুরগি পালন করে সঠিক দাম পেলে 2000/5000 টাকা পর্যন্ত হবে। কিন্তু ভিডিওটি যখন বানানো হয়েছিল তখন দামটা অনেক কম ছিল।

  • @user-wt9qi6du2y
    @user-wt9qi6du2y 2 роки тому

    Number dow phone

  • @ayubmandal5836
    @ayubmandal5836 2 роки тому

    Mental naki tumi

  • @imamullaskar4035
    @imamullaskar4035 4 місяці тому +1

    Phone number deben apnar

  • @chirangmoto554
    @chirangmoto554 2 роки тому +1

    vai apnar contact number ta diben

  • @ranjitmurari5393
    @ranjitmurari5393 2 роки тому

    Dada Phone number dein