জেমস বসের প্রিয় আকাশী গানটি শুনেছিলাম পালাবে কোথায় অ্যালবামে। তারপরে এই কবিতার বইটি কিনে এনেছিল আমার খালাত ভাই। মনে হয় ৩০ বছর আগের কথা। এই গানটি এবং কবিতাটি শুনেই পুরো ইউরোপ ঘুরেছি। ধন্যবাদ শিবলি ভাই আপনাকে।
প্রক্তনের সাথে শিবলি স্যারের অনেক ভালোই সম্পর্ক ছিল উনার এই লেখনিকে অনেক ভালোলেগেছিল। আমাকে ঘিরেই প্রক্তনের এই লেখা কত ভালোবাসা আবেগ জড়িয়ে আছে এত ভালোবাসা আমাদের এক করে রাখতে পারলো না মনে পড়ে আজও আপনাকে। নীচে দিলাম এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু। প্রিয় আকাশী একবিংশ শতাব্দীর অবসাদমাখা সংকটময় পৃথিবীর নির্যাসে আমাদের প্রেম আর সংগ্রাম কত নিবিড় সহসায় বেড়ে ওঠে। বারুদ আর গোলাপের গন্ধ কি মধুর প্রিয় আকাশী সীমান্ত থেকে সীমান্ত কত ব্যারিকেড কাঁটাতার ছিঁড়ে তোমাকে পাওয়ার জন্য ছুটে চলা অহর্নিশ একটা শান্ত নদীর অববাহিকায় সেইন যেন আমার চোখে তুমি। প্রিয় আকাশী তোমাকে পাওয়ার জন্য টেমস-সুরমার তীরে কত খুঁজেছি তোমাকে; কত ব্যস্ত শহরের ফুটপাত ধরে ধানের শীষের শেষ বিকেলে অথচ হায় তখনও তুমি অধরা! আজ উপত্যকার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে প্রিয় আকাশী শুধু তোমার জন্য আমার প্রতিক্ষার শত শত রাত হাজার মাইল পথ অতিক্রম করে বেদুঈনের মত ছুটে চলেছি দুবাই থেকে মাস্কাট, তেহরান থেকে ইস্তাম্বুল, আলেকজান্দ্রিয়া থেকে এথেন্স, বেলগ্রেড জাগরিব ভেনিস, তখনও তুমি আমার মধ্য যৌবনে তোমাকে খুঁজে না পাওয়া আক্ষেপের নাম। জেনেভা আমস্টারডাম ব্রাসেলস, নাইসের কান ফেস্টিবাল উৎসব শেষে মোনাকো পর প্যারিসের পথে জানলাম তুমি মিশে আছো আমার মন মগজে আত্মায়। জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে প্রিয় আকাশী রাজপথ মিছিল কত প্রিয় মুখ শুধু বেদনার স্মৃতি আর পাশাপাশি তুমি কেবল সুখের সারথি প্রিয় আকাশী। কত দুঃখের পথ পাড়ি দিয়ে আজ নীড় গেড়েছি তোমার প্রিয় কবি'র স্মৃতি মাখা শহর প্যারিসে। আগের মত না আছে সংগ্রাম শুধু বেঁচে থাকার প্রবল এক আশা প্রিয় আকাশী! প্রিয় আকাশী তোমার মন খারাপ হলে তুমি আনমনে ছবি আঁকো ধূসর ছবি; ভালবাসার ছবিটা পরম যত্নে রেখেছি, লুভর মিউজিয়ামে মোনালিসার ছবি দেখে মৃদু হেসে বলেছি; তুমি মামুলি মোনালিসা! প্রিয় আকাশী তোমার অনিন্দ্য সুন্দর ছবি প্যারিসের পি এস জি গ্যালারীতে ফেস্টিভ্যালে পোষ্টার বিলবোর্ড দেয়ালিকা হয়ে থাকবে কাল থেকে কাল। প্রিয় আকাশী মনে পড়ে সেদিন বৃষ্টি স্নাত ভোর বাহিরে প্রচন্ড ঠান্ডা স্নো পড়ছে বৃষ্টির ঢংএ কাচের জানালায় ভেজা কুয়াশায় বোহেমিয়ান এপার্টমেন্টে আহ্লাদী কিছু মুগ্ধতা ছুঁয়ে যায় নববর্ষের তুমুল উৎসব শেষে সমস্ত প্যারিসের অলিতে গলিতে ভায়োলিনের সুরের মূর্ছনায়। সেদিন শরীর হৃদয় হাত হাতের আঙুল দু'টি পায়ের উপর দাঁড়িয়ে নিস্তেজ আমার পুরোটা দেহ শ্বাসরুদ্ধকর এক মুহুর্তে কণ্ঠনালী শুকিয়ে যেন কাঠ জিহ্বার আদ্রতায় ঠোঁটগুলো কোনমতে সতেজ ছিল, প্রিয় আকাশী সুদীর্ঘ প্রতিক্ষার পর ভালোবাসার পূর্ণগ্রাসে প্যারিসের ঐশ্বর্য্য কষ্ট'কে কত সহজে আপন করে নিলে। প্রিয় আকাশী অতঃপর কেবল তোমার জন্য প্রতিক্ষা আর প্রতিক্ষা মিলেমিশে সংসারের। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর পাশাপাশি আমাদের অলিক স্বপ্ন! স্বাধীনতা কি এক আভিজাত্যের নাম প্রিয় আকাশী প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতার দেখো কত ভিন্নতা আমার চোখে পৃথিবী তার কঠিন সময় পার করছে প্রিয় আকাশী! আমি দেখি পারমাণবিকের আঘাতে বিদ্ধস্ত পৃথিবী দেশ মানুষ শহর নগর মফস্বল করুণ আর্তনাদে কেঁদে উঠে মানবতা ঝলসে যাবে পৃথিবীর ফুসফুস! প্রিয় আকাশী তবুও আজ এই বিষিয়ে ওঠা পৃথিবীর অন্তিম সময়টাতে স্বপ্ন দেখি আমাদের অনাগত সুন্দর দিন গুলির । তোমার অভাবে আমার নিদারুণ সময় গুলো এক এক করে তোমাকে মাখিয়ে দেবো ভালবাসার পূর্ণতায়। তুমি সুখী হবে প্রিয় আকাশী। প্যারিস। [নন্দিত গীতিকবি ও ঔপন্যাসিক শ্রদ্ধেয় লতিফুল ইসলাম শিবলী'র প্যারিসের চিঠি কবিতা অবলম্বনে] বই- সম্ভের ডানা
অসাধারণ।
জেমস ভাইয়ের গাওয়া গান, শিবলি ভাইয়ের লেখা আর আপনার আবৃত্তি। অসাধারণ।
শিমুল মুস্তফা শিমুল মুস্তফাই, কোন তুলনা হয় না
যতবার কবিতাটা সামনে আসে মনে পড়ে যায় পিরোজপুরের বিশেষ একজনকে।
ভালো থাকুক সে....
রাত ১২ টা, নির্জন পাহাড়ে গাড়ির সানরোফ খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে শুয়ে শুয়ে কবিতাটি শুনছি কোথায় হারিয়ে গেছি জানিনা -কানাডা
স্মৃতি , হাসায় কাদাঁয় কিন্ত ভুলিয়ে দেয়না কিছুই...আমি ধন্য তার কবিতা আবৃত্তি শুনে , ভাল আর সুন্দর থাকুক আবৃত্তির মানুষ টা
প্রিয় কবিতা,প্রিয় গীতিকবি,প্রিয় আবৃত্তিকার। অসাধারণ ❤
যতবার শুনি ততবারই নতুন করে আবার শুনতে ইচ্ছে করে।💙💙
অসাধারণ!!💙💙
*আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস। অদ্ভুত সুন্দর .. মন ভরে গেল 💕*
বাইজেনটাইন সাম্রাজ্ঞীর মত, তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ,তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে,তুমি ভাল থেকো।
আহা!!এমন ভাবে পড়লেন যেন হৃদয় ছিড়ে কুটে গেল।❤️
চমৎকার কথা ও আবৃত্তি।
Under the wide & starry sky
Dig my grave & let me die
Glad did i live & gladly die
And i laid me down with a will
জেমস বসের প্রিয় আকাশী গানটি শুনেছিলাম পালাবে কোথায় অ্যালবামে। তারপরে এই কবিতার বইটি কিনে এনেছিল আমার খালাত ভাই। মনে হয় ৩০ বছর আগের কথা। এই গানটি এবং কবিতাটি শুনেই পুরো ইউরোপ ঘুরেছি। ধন্যবাদ শিবলি ভাই আপনাকে।
অসম্ভব ভালো লাগা
প্রতিদিন সকালে আপনার আবৃত্তি শুনে ঘুম ভাঙ্গে আমার আপনার আবৃত্তি অতুলনীয় আপনার জন্য শুভকামনা
একরাশ মুগ্ধতা !
দুর্দান্ত শিমুল ভাই। অাপনি অদ্বিতীয় অাবৃত্তিশিল্পী।
-এ বিএস সুমন
স্যার, আপনার আবৃত্তি আমার খুব প্রিয় ❤
প্রিয় আকাশি,
তোমার চিঠি আজ লিজেন্ডদের কন্ঠে হ্যাট্টিক করেছে।
তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে।
তুমি ভালো থেকো।
অসাধারণ ❤❤❤
❤❤❤❤❤
অসাধারণ। একরাশ মুগ্ধতা।
চমৎকার উপস্থাপন করেছেন স্যার,
নিরাপদ থাকুন সাথে নিয়ে পরিবার।
অসাধারণ কন্ঠ সালাম শিমুল মোস্তফা
প্রক্তনের সাথে শিবলি স্যারের অনেক ভালোই সম্পর্ক ছিল উনার এই লেখনিকে অনেক ভালোলেগেছিল। আমাকে ঘিরেই প্রক্তনের এই লেখা কত ভালোবাসা আবেগ জড়িয়ে আছে এত ভালোবাসা আমাদের এক করে রাখতে পারলো না মনে পড়ে আজও আপনাকে।
নীচে দিলাম এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু।
প্রিয় আকাশী একবিংশ শতাব্দীর অবসাদমাখা সংকটময় পৃথিবীর নির্যাসে আমাদের প্রেম আর সংগ্রাম কত নিবিড় সহসায় বেড়ে ওঠে।
বারুদ আর গোলাপের গন্ধ কি মধুর প্রিয় আকাশী
সীমান্ত থেকে সীমান্ত কত ব্যারিকেড কাঁটাতার ছিঁড়ে তোমাকে পাওয়ার জন্য ছুটে চলা অহর্নিশ
একটা শান্ত নদীর অববাহিকায় সেইন যেন আমার চোখে তুমি।
প্রিয় আকাশী তোমাকে পাওয়ার জন্য টেমস-সুরমার তীরে কত খুঁজেছি তোমাকে;
কত ব্যস্ত শহরের ফুটপাত ধরে
ধানের শীষের শেষ বিকেলে
অথচ হায় তখনও তুমি অধরা!
আজ উপত্যকার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে প্রিয় আকাশী
শুধু তোমার জন্য আমার প্রতিক্ষার শত শত রাত হাজার মাইল পথ অতিক্রম করে বেদুঈনের মত ছুটে চলেছি
দুবাই থেকে মাস্কাট, তেহরান থেকে ইস্তাম্বুল,
আলেকজান্দ্রিয়া থেকে এথেন্স,
বেলগ্রেড জাগরিব ভেনিস,
তখনও তুমি আমার মধ্য যৌবনে তোমাকে খুঁজে না পাওয়া আক্ষেপের নাম।
জেনেভা আমস্টারডাম ব্রাসেলস,
নাইসের কান ফেস্টিবাল উৎসব শেষে মোনাকো পর প্যারিসের পথে জানলাম তুমি মিশে আছো আমার মন মগজে আত্মায়।
জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে প্রিয় আকাশী রাজপথ মিছিল কত প্রিয় মুখ
শুধু বেদনার স্মৃতি আর পাশাপাশি তুমি কেবল সুখের সারথি প্রিয় আকাশী।
কত দুঃখের পথ পাড়ি দিয়ে আজ নীড় গেড়েছি তোমার প্রিয় কবি'র স্মৃতি মাখা শহর প্যারিসে।
আগের মত না আছে সংগ্রাম শুধু বেঁচে থাকার প্রবল এক আশা প্রিয় আকাশী!
প্রিয় আকাশী তোমার মন খারাপ হলে তুমি আনমনে ছবি আঁকো ধূসর ছবি;
ভালবাসার ছবিটা পরম যত্নে রেখেছি,
লুভর মিউজিয়ামে মোনালিসার ছবি দেখে মৃদু হেসে বলেছি;
তুমি মামুলি মোনালিসা!
প্রিয় আকাশী তোমার অনিন্দ্য সুন্দর ছবি প্যারিসের পি এস জি গ্যালারীতে ফেস্টিভ্যালে পোষ্টার বিলবোর্ড দেয়ালিকা হয়ে থাকবে কাল থেকে কাল।
প্রিয় আকাশী মনে পড়ে সেদিন বৃষ্টি স্নাত ভোর বাহিরে প্রচন্ড ঠান্ডা স্নো পড়ছে বৃষ্টির ঢংএ
কাচের জানালায় ভেজা কুয়াশায় বোহেমিয়ান এপার্টমেন্টে আহ্লাদী কিছু মুগ্ধতা ছুঁয়ে যায়
নববর্ষের তুমুল উৎসব শেষে সমস্ত প্যারিসের অলিতে গলিতে ভায়োলিনের সুরের মূর্ছনায়।
সেদিন শরীর হৃদয় হাত হাতের আঙুল
দু'টি পায়ের উপর দাঁড়িয়ে নিস্তেজ আমার পুরোটা দেহ
শ্বাসরুদ্ধকর এক মুহুর্তে কণ্ঠনালী শুকিয়ে যেন কাঠ
জিহ্বার আদ্রতায় ঠোঁটগুলো কোনমতে সতেজ ছিল,
প্রিয় আকাশী সুদীর্ঘ প্রতিক্ষার পর ভালোবাসার পূর্ণগ্রাসে প্যারিসের ঐশ্বর্য্য কষ্ট'কে কত সহজে আপন করে নিলে।
প্রিয় আকাশী অতঃপর কেবল তোমার জন্য প্রতিক্ষা আর প্রতিক্ষা মিলেমিশে সংসারের।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর পাশাপাশি আমাদের অলিক স্বপ্ন!
স্বাধীনতা কি এক আভিজাত্যের নাম প্রিয় আকাশী
প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতার দেখো কত ভিন্নতা
আমার চোখে পৃথিবী তার কঠিন সময় পার করছে প্রিয় আকাশী!
আমি দেখি পারমাণবিকের আঘাতে বিদ্ধস্ত পৃথিবী দেশ মানুষ শহর নগর মফস্বল
করুণ আর্তনাদে কেঁদে উঠে মানবতা
ঝলসে যাবে পৃথিবীর ফুসফুস!
প্রিয় আকাশী তবুও আজ এই বিষিয়ে ওঠা পৃথিবীর অন্তিম সময়টাতে স্বপ্ন দেখি আমাদের অনাগত সুন্দর দিন গুলির ।
তোমার অভাবে আমার নিদারুণ সময় গুলো এক এক করে তোমাকে মাখিয়ে দেবো ভালবাসার পূর্ণতায়।
তুমি সুখী হবে প্রিয় আকাশী।
প্যারিস।
[নন্দিত গীতিকবি ও ঔপন্যাসিক শ্রদ্ধেয় লতিফুল ইসলাম শিবলী'র প্যারিসের চিঠি কবিতা অবলম্বনে]
বই- সম্ভের ডানা
চমৎকার 👌
অসাধারণ !!!
চমৎকার আবৃত্তি
উফঃ কি গলা। মনটা উথাল পাথাল হয়ে গেলো।
❤
শিমুল মোস্তফার আবৃত্তি শুনেই কবিতা বুঝতে শিখা।
ভালোবাসা অবিরাম প্রিয় মানুষ। ❤️
দারুণ আবৃত্তি দাদা
বাহ ❤️
লতিফুর ইসলাম শিবলী আর শিমুল মুস্তাফা
দুই লিজেন্ড 💝
"পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাই নি এতটুকু" ❤️❤️
আপনার আবৃত্তি বরাবরই আমার কাছে এক অদ্ভুত রকমের ভালো লাগার অনুভূতি ❤️❤️ যতো শুনি ততোই মুগ্ধ হই😇
ভালোবাসা এমন জিনিস যা সারাজীবন ভূলা যায় না।
প্রিয় কবিতা, প্রিয় কবি, প্রিয় বাচিক শিল্পী 💙
অসাধারণ একরাশ মুগ্ধতা
অসাধারণ।
মুগ্ধতা!
শিবলী ভাই ❤
শিমুল মোস্তফা 💚
অসাধারণ কবিতা ও আবৃতি
অসাধারণ 🦋
দারুণ!!
অনিন্দ্য সুন্দর কবিতা♥
খুব ভালো লাগলো
Under the wide and
Starry sky
Dig my grave and
Let me lie..
Glad did i live and
Gladly die
And i laid me down
With a will.
❤️❤️❤️
অনবদ্য 💓
কবির প্রতিবিম্ব কষ্ট।♥️
২০১৯ সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়,ইফতেখার শ্রবাণ ভাইয়ের মাধ্যমে পরিচয় কবিতাটির সাথে।তারপরে যত শুনি,ততই ভালো লাগে।কখনও বিরক্ত লাগে না।❤❤❤
3 বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি 😍
@@miftahuljannat9116 উয়াউ।।
চিনেন নাকি ভাইকে??
হুম,,আজকেই ভাইয়া ক্লাসে বলছিল এই কবিতার ব্যাপারে
@@miftahuljannat9116 এইচ এস সি ব্যাচ ১৯??
Na..
HSC 21
What a feeling......hats of to you sir
প্রিয় আকাশী তুমি ভালো থেকো।
হাজারবার শুনলেও মন ভরবেনা।
অসাধারণ
সব প্রিয় একসাথে। প্রিয় ওস্তাদ জাকির হুসেইন+রাকেশ চৌরাসিয়ার কন্সার্ট আবহ হিসেবে। প্রিয়জনকে ভুলে থাকার প্রত্যয়।
জীবনানন্দ দাশের 'নির্জন স্বাক্ষর' কবিতাটি আবৃত্তি করার অনুরোধ রইল।
Shibli vai is my always favourite
আসসালা মুয়ালাইকুম ভাইয়া ।
আপনি কেমন আছেন???
কবিতাটা অসাধারণ অসাধারণ লেগেছে 👌😊 ভাইয়া এতো সুন্দর কণ্ঠের জন্য কি করা উচিত???
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
নিষিদ্ধ জার্নাল কবিতাটি শুনতে চাই।
valo ,,,, Hobei ,,, karon eta je aponar konto ,,,,, sir amar channel dekhe ektu gule asben
🌹
অসাধারণ আবৃত্তি !!! কার লেখা কবিতা এটা ?
ভাইয়া আমার মন খারাপ হলে আপনের আবৃওিগুলো শুনি অনেক ভালো লাগে বলে বুঝাতে পাড়ব না😢ভাইয়া আমি যদি একটা কবিতা লিখি আপনি আবৃওি করবেন? করলে খুশি হব😊
Amar akta kobita ubbrete kore deban plz
Life i's
টনি ডায়েচ
অসাধারণ
❤❤❤❤
❤❤❤