'Bidrohini' (The Rebel Queen of Jhansi), Annual Function 23, Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2023
  • স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা, ঝাঁসির রানী লক্ষীবাঈ এর জীবন ও সংগ্রামের ওপর আধারিত নাটক "বিদ্রোহিনী" i প্রখ্যাত লেখিকা ও সমাজসংস্কারক মহাশ্বেতা দেবীর গবেষণাভিত্তিক উপন্যাস "ঝাঁসির রানী" র নাট্যরূপ দিয়েছেন আরেক বিখ্যাত মানুষ - বাংলা নাট্যজগতের প্রবাদপ্রতিম অভিনেত্রী ও পরিচালক তৃপ্তি মিত্র i
    মধ্য ভারতের ক্ষুদ্র এক প্রদেশ ঝাঁসি, ভারতের স্বাধীনতা সংগ্রামের মানচিত্রে স্থান পায় ১৮৫৭ র সিপাহী বিদ্রোহ, বা মহাবিদ্রোহের্ কালে i ভারতবর্ষের ইতিহাসে ঝাঁসির রানী লক্ষীবাঈ এক প্রবাদপ্রতিম চরিত্র, ইংরেজ শাসকের প্রতি তাঁর স্পর্ধিত, অনমনীয় মনোভাব, ও ১৮৫৭ সালে ইংরেজের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধে তাঁর অসমসাহসী নেতৃত্বের কারণে i সেই নেত্রীকে কুর্নিশ জানাতে চায় আমাদের আজকের পরিবেশনা "বিদ্রোহিনী" i
    তবে মহাশ্বেতা দেবীর উপন্যাসটি ক্রমাগত খোঁজ করে চলে কিংবদন্তির আড়ালে ঢাকা পড়ে যাওয়া এক মানবীর - একাধারে যিনি বিধবা স্ত্রী, কন্যা, অসহায় শিশুপুত্রের স্নেহময়ী জননী, সখি, সহচরী, রাজ্যের শাসক, প্রজাদের সহায়, যিনি পুরুষশাসিত যুদ্ধক্ষেত্রে একাকিনী ঘোড়সওয়ার দক্ষ এক যোদ্ধা এবং এক বলিষ্ঠ ব্যাক্তিত্বময়ী দূরদর্শী নেত্রী i ইংরেজ শাসকের প্রবঞ্চনা ও সিপাহী বিদ্রোহের পটভূমিতে ক্রমশ স্পষ্ট হতে থাকে এক বিদ্রোহিনী নারীর অবয়ব i
    মৌখিক ও লিখিত ইতিহাস, কিংবদন্তি, লোকগাথা, স্মৃতিকথা, গান, কবিতা - সব মিলিয়ে গড়ে ওঠেন মহাশ্বেতা দেবীর ঝাঁসির রানী লক্ষীবাঈ, তৃপ্তি মিত্রের বিদ্রোহিনী i ভারতের স্বাধীনতার ইতিহাসে এক ঐতিহাসিক সময়ের দলিল, এই দুটি মূল্যবান কাজ অনুসরণ করে, ইতিহাস, জীবনী ও কল্পনার মিশেলে প্রস্তুত আমাদের আজকের মঞ্চ i
  • Розваги

КОМЕНТАРІ • 1