[2020V09] মুসলিম আইনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টন //উত্তরাধিকার বন্টনের আদ্যপান্ত

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 125

  • @taposidhaka7406
    @taposidhaka7406 Рік тому +4

    আসসালামু আলাইকুম
    স্যার আপনি অনেক ভালো ক্লাস করান।আপনার জন্য অনেক দোয়া।

  • @SaifUllah-fl9bp
    @SaifUllah-fl9bp Рік тому +4

    ভাই আপনার আলোচনা অসাধারণ।

  • @skworld44
    @skworld44 Рік тому +1

    অসংখ্য ধন্যবাদ আজিম ভাই, আমার জমি সর্ম্পকে হাতে খড়ি আপনার সমস্ত ভিডিও গুলু থেকেই, শুধু তাই না FC ACCOUNT ও আপনার ভিডিও থেকেই জানাতে পেরে আমি খুলতে পেরেছি,
    ছালাম নিবেন, হাজারো ভালোবাসা আপনার জন্য, কৃতজ্ঞ করে রাখলেন ভাই ধন্যবাদ ।

  • @mohammadrudroshikdar6369
    @mohammadrudroshikdar6369 2 роки тому +1

    অনেক ধন্যবাদ।

  • @AMIN98236
    @AMIN98236 Рік тому

    আপ‌নি অসাধারন,

  • @aminurrahman5510
    @aminurrahman5510 2 роки тому

    সুন্দর হয়েছে ভাই

  • @shamimamdadul4478
    @shamimamdadul4478 7 місяців тому

    ধন্যবাদ ভাই

  • @MoshiurRahman-mv8gf
    @MoshiurRahman-mv8gf 3 роки тому +2

    Jumma Mubarak Vai❣️

  • @tahfizmediabd2316
    @tahfizmediabd2316 2 роки тому +1

    মাসাআল্লাহ

  • @shiblisohan1006
    @shiblisohan1006 3 роки тому

    Very nice man,well speaker and very clean voice.clean message
    Sir you deserve top position in job sector.

  • @moumousumi5754
    @moumousumi5754 3 роки тому

    Tnx

  • @farukemdad2827
    @farukemdad2827 3 роки тому +4

    পিতাকে প্রেশার দিয়ে
    পুত্রগণ পৈতৃক সম্পত্তি
    ভাগ করে লিখে নিয়ে
    নানা প্রতিষ্ঠান গড়ে
    তুললে পিতা মাতা ও
    অন্যান্য ওয়ারিশরা কি
    ঐসব জমির দাবি করতে
    পারে?

    • @LifestyleOfTohid1
      @LifestyleOfTohid1 Рік тому

      সেই সম্পত্তি তে যদি আপনাদের অংশ থাকে অবশ্যই পাবেন। আর যদি কিছু অংশ আপনাদের কম দেই তাহলে ভাই-বোন হলে পাবেন না। তবে একবারেই সম্পত্তি থেকে বনচিত করে তাহলে ১০০% পাবেন। তবে আইনের মধ্যে নিতে হবে।

  • @shishirskitchen1655
    @shishirskitchen1655 Рік тому +1

    ভাই বাঙলা দেশের আইনে কেউ মারা গেলে তার এক মাএ ছেলে ও একমাত্র সহধর্মিণী সম্পত্তির কত কত ভাগ পাবে? দয়াকরে জানাবেন।

    • @rakibhossain4149
      @rakibhossain4149 Рік тому

      স্ত্রী পাবে ৮ ভাগের ১ আর,বাকী সম্পত্তি ছেলে পাবে

  • @hajratali6459
    @hajratali6459 7 місяців тому

    আসসালামু আলাইকুম

  • @kamalkamal-nt8tp
    @kamalkamal-nt8tp 3 роки тому +2

    ভাই আমার চাচারা এই সম্পদ দিচচে না এখন আমি কি করব আইনের ভিওিতে বলেন

  • @antorshahariar8827
    @antorshahariar8827 3 роки тому +2

    ভাই আমরা পাঁচ বোনএক ভাই আমার বাবাতার অর্ধেক সম্পত্তি বিক্রি করে ছেলেকে দিছে এখন বাকি যে অবশিষ্টটুকু আছে সেটাওআমাদেরকে না জানিয়ে লিখে দিচ্ছে আমরা অন্য একজনের মাধ্যমে জানতে পারছি এখন আমরা কি করতে পারি আমরা বাবাকে বলছি আমাদের অধিকার থেকে বঞ্চিত করো না সে আমাদেরকে মিথ্যা কথা যে তোমরা যা শুনেছ সব ভুল কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি সব ঠিক হয়ে গেছে ভাই এখন আমার প্রশ্ন আমরা কিভাবে এটা আটকাতে পারি প্লিজ ভাই আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ উপদেশ জানান

  • @matinkhondokar4211
    @matinkhondokar4211 3 місяці тому

    দাদার আগে বাবা এক কন্যা রেখে মারা গিয়েছে, এখন ঐ কন্যা দাদার সম্পত্তির অংশ পাবে কিনা, পেলে কত অংশ?

  • @kmatin17
    @kmatin17 Рік тому

    আসসালামু আলাইকুম। আপনার এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেয়া আছে তবুও আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই উত্তর দিলে খুশি হব। আমরা একাধিক ভাই বোন। আমার মায়ের মৃত্যুর পূর্বে আমার দুই বোন মারা যান, দুই বোনের ছেলে মেয়েরা কি তার নানীর অংশ আইনগতভাবে পাবে। ধন্যবাদ।

  • @VetTorikulIslam-
    @VetTorikulIslam- Рік тому

    মৃত পুরুষ ব্যক্তি দুটি স্ত্রী প্রথম স্ত্রী মৃত[ ৪ জন কন্যা জীবিত ],দ্বিতীয় স্ত্রী জীবিত( নিসন্তান) এবং সহোদর ভাই একজন,সহোদর ভাই এর ৪ পুত্র। এদের মধ্যে কারা জমি পাবে বা পাবে না,,বণ্টন কে কত অনেক অংশ পাবে? please ans

  • @asmmusa6482
    @asmmusa6482 9 місяців тому

    পিতা, ১ ভাই, ২ বোন জীবিত থাকলে কে কত অংশ জমি পাবেন?

  • @sciencerocky
    @sciencerocky 3 роки тому +4

    দাদার সম্পত্তি হতে প্রাপ্ত অংশ বাবা কি সব বিক্রি করে দিতে পারবে সন্তানদের চিন্তা না করে?

  • @shahataullahadnan5863
    @shahataullahadnan5863 3 роки тому +1

    দুইজন পুত্র ও একজন কন্যা থাকলে, মাসআলা কত হবে ?

  • @razaulkarim9415
    @razaulkarim9415 3 роки тому

    ভাই দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। একজন ব্যক্তির তিন ছেলে এবং এক মেয়ে। তিনি মৃত্যুর পৃবে' তিন ছেলেকে মোট সম্পত্তির অল্প কিছু অংশ উইল করে গেছেন। যে সম্পতি তিনি উইলিয়াম করে গেছেন তার মূল্য যেটা বর্তমান আছে তার চার পাঁচ গুণ বেশি। আমার প্রশ্ন হলো উইলটা কতটুকু বৈধ ? যদি অবৈধ হয় তবে কোন আইনের কত ধারায় অবৈধ ? একটু জানাবেন প্লিজ।

  • @ahmedrushdi2207
    @ahmedrushdi2207 Рік тому

    ভাই, সালাম জানবেন। একটা প্রশ্ন। দয়া করে উত্তর দিলে বাধিত হবো। মৃত ব্যাক্তির এক স্ত্রী, দুই কন্যা, এক বাবা ও এক মা আছেন। কীভাবে স্মপদ বন্টিত হবে?

  • @mdmojibul4764
    @mdmojibul4764 3 роки тому

    ভাই ১ জন বোন ৩ জন,,, যদি বন্টন করে দিতেন দিয়ে video upload করতেন

  • @ibrahimsagar3123
    @ibrahimsagar3123 2 роки тому

    ভাই, আসসালামু আলাইকুম।
    আপনার লেকচার সহজে বুঝা যায়।
    ভাই, আমারা একটা জটিল সমস্যায় আছি ফরায়েজ নিয়ে। মৃত ব্যক্তির শুধু স্ত্রী ছাড়া কেও আপনার উল্লেখিত কোন ওয়ারিশ নেই অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে, মেয়ে, ভাই, বোন, বাবা মা, দাদা, দাদি, নানা, নানি। কেও নেই। এক্ষেত্রে দুরবর্তি ওয়ারিশ কারা সম্পত্তির ভাগ পাবে। দয়া করে জানালে খুব উপকৃত হব। অথবা আপনার সাথে যোগাযোগ করার উপায় বলে দিন।

  • @munnakol7869
    @munnakol7869 2 роки тому

    Jubil arham samporke ekta bistarito janaben

  • @lakiburrahman49
    @lakiburrahman49 2 роки тому

    ভাই আপনার নাম্বার টা পেতে পারি???
    আমি একটা বিষয়ে জানতে চাই

  • @munnakol7869
    @munnakol7869 3 роки тому

    Jubilee a eh am samparke ektu alochana korben

  • @mdsaidurrahman5698
    @mdsaidurrahman5698 Рік тому

    দুর বর্তি আত্মীয় এর অংশ বলে দেন

  • @sukumarmandal9914
    @sukumarmandal9914 2 роки тому

    অবিবাহিত ক ৭ শঃ জমি রেখে মারা যায়। তিনি ১মাতা ৫ বোন ৪ চাচাত ভাই ১চাঢাত বোন রেখে যায় কে কত শতাংশ পাবে

  • @MdRipon-io2cs
    @MdRipon-io2cs 6 місяців тому

    স্বামী মারা গেলে স্ত্রী দো আনার মালিক হবে স্বামীরটা, কিন্তু সে যদি পরবর্তীতে আরেক জায়গায় বিয়ে বসে তাহলে কি সেই দোয়ানা মালিক থাকবে

  • @khairulzaman1403
    @khairulzaman1403 2 роки тому

    আমার বাবার সৎ ভাই(চিরকুমার)এর জমির ভাগ আমি পাবো কি?নাকি ঐ চাচার আপন ভাইয়ের ছেলেরা সব পাবে।জানালে উপকৃত হবো।

  • @islamkamrul3399
    @islamkamrul3399 2 роки тому

    ওয়ারিশ সম্পত্তি কিভাবে ভাই বোনদের মধ্য বন্টন হয়,কম বেশী হওয়ার নিয়ম কি আছে

  • @MDHANIF-hn1oc
    @MDHANIF-hn1oc 3 роки тому

    হাতের নকশা আঁকা, কিভাবে শুরু করে কিভাবে মাপ লেখে এবং পার্টিকে বুঝিয়ে দেওয়ার টেস পেপার নিয়ম ও প্রাক্টিক্যাল ছবিসহ ভিডিও চাই!!!

  • @friendsit5964
    @friendsit5964 3 роки тому +3

    অবিবাহিত অবস্থায় কোন ব্যাক্তি মারা গেলে, তার সম্পত্তির ভাগ সৎ ভাই পাবে কিনা।( উল্লেখ্য তার আপন ভাই যদি বেচে থাকে?)

    • @MahmudHasan-un3yu
      @MahmudHasan-un3yu Рік тому

      যদি মৃত ব্যাক্তির পুত্র বা পিতা না থাকে এবং আপন ভাই থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ পাবে

  • @Abdul-sk1yg
    @Abdul-sk1yg 2 роки тому

    meye 2
    sele. 1
    street 1
    ma. 1
    tahole kibabe bhag hobe
    bolben

  • @jasjabed5505
    @jasjabed5505 Рік тому

    যদি পুত্রসন্তান না থাকে এবং কন্যা সন্তান হলে মৃত ব্যক্তির শেয়ার বা নগদ টাকা তার মৃত্যুর পর কে পাবে। এবং এটা কি তার কন্যা ব্যতিরেকে অন্য কেউ পাবে কিনা?

  • @rafiqulslk
    @rafiqulslk 5 місяців тому

    আর অর্ধেক কে পাবে

  • @md.mahmudulsheak6109
    @md.mahmudulsheak6109 2 роки тому

    আপনার নাম্বারটা দিলে উপকার হতো

  • @mdfaisalahmed6384
    @mdfaisalahmed6384 3 роки тому

    একটা ওয়ারিশ জমির বন্টনে পাশ নিয়ে ঝামেলা হলে করনীয়
    Plz জানাবেন

  • @sasongachazone
    @sasongachazone Рік тому

    আপনার নাম্বার টা একটু দিবেন ভাই

  • @MP_MILU
    @MP_MILU 3 роки тому

    বাবার মৃত্যুর পর ২ বোনের মধ্যে একজন তার অংশ ভাইয়ের কাছে বিক্রি করলো। এখন বাবার সম্পত্তি বন্টননামা দলিলে ৩ জনের মধ্য ২ জনকে দেয়া যাবে??? ধন্যবাদ

  • @ujjalbarua3365
    @ujjalbarua3365 3 роки тому

    ডিজিটাল ভার্চুয়াল রেকর্ডরুম বন্ধ হয়ে গেছে নাকি

  • @shohelihossain8121
    @shohelihossain8121 Рік тому

    Baap , dadar properly vagh pai its ok only one daughter thakhle but nize kosto kore income kora property vagh pabe

  • @mohammaddeenislam4085
    @mohammaddeenislam4085 3 роки тому

    ভাই,সম্পত্তির কোন অংশ থেকে ভাই,বোন,মা,,বড় ভাই,ছোট ভাই,বড় বোন, ছোট বোন এর অংশ পাবার অধিকার রাখে।। আশা করি,এই বিষয়ে একটা ভিডিও দিবেন।

  • @markajahmad8625
    @markajahmad8625 6 місяців тому

    বাবার আগে মেয়ে মারা গেলে মেয়ের ছেলে মেয়ে ওয়ারিশপ্রাপ্ত হবে কি না?

  • @Jamaluddin-xw1yy
    @Jamaluddin-xw1yy 10 місяців тому

    ই নিড ইওর কন্টাক্ট নাম্বার ।

  • @banglarbash9773
    @banglarbash9773 3 роки тому

    1 bhai 2 bon 1 ma / sompoti 30 sotangso ki bhabe bonton hone please

  • @nurulahmed8990
    @nurulahmed8990 3 роки тому

    একজন স্বামীর ২জন স্ত্রী থাকে, প্রথম স্ত্রীর ২ ছেলে ৪ মেয়ে, এবং ২য় স্ত্রীর ১ ছেলে থাকে তা হলে সম্পত্তি কি ভাবে বন্টন করা হবে ১০০ শতাংশ মধ্যে।

  • @firozmia1939
    @firozmia1939 Рік тому

    আমার নানী শুধু আমার মাকে রেখে মারা গেছেন।একজন মাত্র কন্যা।নানীর পূর্বেই তার চার আপন ভাই মৃত্যুবরন করেন।শুধুমাত্র নানীর একজন বৈমাত্রেয় ভাই ও একজন বৈমাত্রেয় বোন বেচে আছেন।নানীর ভাইয়ের ছেলেরা নানীর পরে মরা যায়।শুধু একজন বেচে আছে।আর নানীর ভাইদের সন্তানদের সন্তানরা বেচে আছে।এখন প্রশ্ন হল নানীর সম্পত্তি বন্টন কিভাবে হবে

  • @Baripetfood
    @Baripetfood Рік тому

    bai jodi voner chia besi thaka sei khatra o kee 2:1 hoba Bai 5 nos Von 1 Tahola kee 5 Bai paba 2 Miea 1 tik aca

  • @k.mhannan5437
    @k.mhannan5437 3 роки тому

    আমরা বাবা আমাদের দাদা বাড়ির পাশে তার ক্রয় কৃত জমিতে নতুন বাড়ি করে বসবাস করে আসছিলেন। তার মৃত পর আমি আমার দাদা বাড়ির অংশ চাইলে আমার চাচাতো ভাই তা দিতে অস্বীকার করেন। এমতাবস্থায় আমি কিভাবে আমার দাদা বাড়ির অংশ পেতে পারি। উল্লেখ্য আমার দাদার উত্তরাধিকার আমার বাবা ও আমার চাচা তাহারা দুজনেই মৃত।

  • @msakhan4881
    @msakhan4881 3 роки тому +13

    ভাই, কথাতো সুন্দরই বলতেছেন, সম্পত্তি ভাগাভাগির সময় ইসলামি আইন,কিন্তু নিজেরা নিজেদের জীবন এ ইসলাম প্রয়োগ করতে এত অনী্হা কেন ?

    • @AjimUddinOfficial
      @AjimUddinOfficial 3 роки тому +2

      আপনার মত বুদ্ধিবৃত্তিক চর্চার লোক কম বলে

    • @msakhan4881
      @msakhan4881 3 роки тому +1

      @@AjimUddinOfficial সরি ভাই,আপনাকে আঘাত করার জন্য বলি নাই । আমি নিজেও ভুক্তভোগী, আমার ভাই বোনেরা আমাকে জ্বালাইয়া ফেলছে,আজকেও এক ভাই, আমি একটি জায়গা একজনকে দলিল করে দিয়ে ফেলেছি,সেটা সে আরেকজনকে দলিল করে দিয়ে দিয়েছে। অতচ আমরা সবাই মুসলমান, মুসলমানি কায়দায় জমিজমা ভাগও করেছি।
      উপরোন্ত আপনার কাছ থেকে জমিজমা সম্পর্কিত অনেক কিছু শিখেছি। আল্লাহ আপনার মংগল করুন ।

    • @nuruzzamanmohammad7819
      @nuruzzamanmohammad7819 Місяць тому

      তাতে তোমার/তোমার বাপের কি?

  • @sharifislam8169
    @sharifislam8169 3 роки тому

    ভাই আমার একটা কথা জানার আছে, আমার নানা মৃত্যুর আগে আমার মা খালাদের কে না জানিয়ে বঞ্চিত করে মামাদের কে সব সম্পত্তি হেবা করে দিয়ে গেছে। এখন আমরা কি করব।

    • @Satkahonbyajim
      @Satkahonbyajim  3 роки тому

      জীবিত ব্যক্তি করতে পারে তাতে কিছু করার নাই

  • @MyChannel-bi7hv
    @MyChannel-bi7hv 3 роки тому

    আমার কাকা নিঃসন্তান । কাকার 10 বছর আগে আমার বাবা মারা গেছে।আমার কাকা ব্যাংকে কিছু টাকা রেখে গেছে, ব্যাংকের নমিনি রেখে যাননি, আমার নিঃসন্তান কাকি ও জীবিত 2 কাকা এবং দুই ফুফু থাকার কারণে আমরা কি অংশীদার হবো না

    • @ziaulislam3753
      @ziaulislam3753 Рік тому

      আপনি সম্পত্তির অংশীদার হবেন না

  • @alimullah4449
    @alimullah4449 2 роки тому +1

    ভাই-বোন তিনজন সিএস বড় ভাইয়ের নাম কিন্তু ১৯০৯ সালে দুই ভাই এক বউ দেখে না দাবি নয় এবং বলে গেছে ইতিপূর্বে মাতা ও পিতার মৃত্যুর পর মুসলিম শরীয়ত মতে আমরা প্রাপ্ত হই আছি আপনারা আমরা সহোদর ভাই বোন বটে বোন৪৬ টাকা লইয়া দুই ভাইকে নাদাবী দলিল দিয়েছে এসএ ছোট ভাইয়ের আওরাতের নাম আছ এখন বড় ভাইয়ের আওলাদ সিএস মূলে বন্টন মামলা করেছে এই মামলার কি হতে পারে জানাবেন

  • @borhannur6169
    @borhannur6169 3 роки тому

    ভাই
    একটা সিরিয়াল করে দিলে ভালো হতো ।
    কোথা থেকে শুরু করবো।
    একটা প্লে লিস্টে 1/2 এভাবে সিরিয়াল করে দিন।

  • @samiulmandol6377
    @samiulmandol6377 3 роки тому

    Mito bakti mohila.mot jomi 5.5 sotok. Tar ak doughter.but Husband and father mito . Two brothers mito. Ak brother ar tin(3) son but akjon mito and mito vaister ak son ,ak doughter. Ar ak brother ar two(2) son. Mito vaister son and daughter sompod pabe ki ? Pele koto tumi pabe?

  • @shahjahanbhuiyan3853
    @shahjahanbhuiyan3853 Рік тому

    Mrito baktir wife two son d three dauhter how to devide as islamic law

  • @saziastylishfont9623
    @saziastylishfont9623 2 роки тому

    ভাই আপনার নাম্বার তা দিন খুব জরুরি

  • @msytyoutube8016
    @msytyoutube8016 3 роки тому +1

    উদাহরণ -রহিম নামে এক ১৬ বছর বয়সে বালক সে ৮০ শতক জমি রেখে মারা যান সে বিবাহ করেনি। রহিম মরার সময়ে জীবীত ছিলেন পিতা ফজলু , মাতা সিখা, দুই ভাই রাজু ও সুজন, আর দুই বোন আজিজা ও বানিজা । এখানে কে কে কত মালিক আনা হবে ? দয়া করে বলবেন 🙏🙏

    • @ziaulislam3753
      @ziaulislam3753 Рік тому

      মা পাবে ১৩.৩৩ শতক,বাকি সম্পত্তির মালিক হবেন পিতা

  • @mdhossen5688
    @mdhossen5688 3 роки тому

    ভাই আমার বাবার একটা ঘর বিটা আছে ৷ ঘরের একপাশে তিন রুমের একটা বাডি আছে আমরা কি বাবে ভাগ করব ৷ ঘর সমান করলে একপাসে জাইগা একটু কমপড়ে জাইগা সমান করলে একপাসে একটা রুম কমপড়ে ৷ জাইগা সমান করে ঘর হিসাব হবে৷ না ঘর সমান করে জাইগা হিসাব হবে ৷ কোনটা আগে আমরা দুই ভাই দয়া করে একটু বলবেন৷

  • @sayedakohinur1745
    @sayedakohinur1745 3 роки тому

    বাবা মারা যাবার পর, বাবার নামের সম্পত্তি, মা ছেলেরা মিলে মায়ের নামে দলিল করে নেয় উদেশ্য মেয়েদের বাবার সম্পত্তি না দেওয়া। মায়ের নিজস্য অন্য জমির কিছু মেয়েদের দেওয়া। বাবার সম্পত্তি মায়ের নামে করে ছেলেদের হুইল করে দেওয়া কতটা বে আইনি? জানাবেন প্লিজ? জাজাকাল্লাহ খাইরান৷।

  • @MdOsman-om2re
    @MdOsman-om2re Рік тому

    আমি এখন পতে পতে

  • @shohedullahkaisartibro542
    @shohedullahkaisartibro542 3 роки тому

    অসিয়ত নামা দলিল বৈধ না অবৈধ কিভাবে বোঝবো দয়া করে একটু জানাবেন,,, অথবা আপনার ফোন নাম্বারটা দিলে খুশি হবো।

  • @anisurrahman870
    @anisurrahman870 3 роки тому

    একই কথা বারংবার খুবই বিরক্তিকর!

  • @mdjhirulislam7470
    @mdjhirulislam7470 Рік тому

    বাই আমার দাদার ৫বছর পর বাবা মারা গেছে এখন দাদার নামের সম্পত্তি নাতি নাত্নি তার পাবে কি না

  • @rahadkhan9835
    @rahadkhan9835 3 роки тому

    মৃত , ব্যাক্তির ছেলে মেয়ে কি তার সম্পত্তির সমান অধিকার পাবে,, না কি ১/২ পবে???

  • @Jashimuddin-hj1cd
    @Jashimuddin-hj1cd 3 роки тому

    ভাই, একজন লোক মারা গিয়েছে তার মা আছে স্ত্রী আছে এক ছেলে ও তিন মেয়ে আছে আর তার মোট সম্পদের পরিমান হলো ৩০ শতক তাতে কে কতটুকু পাবে?

    • @sciencerocky
      @sciencerocky 3 роки тому

      স্ত্রী: ৩.৭৫, পুত্র: ৮.৫০, কন্যা১,২,৩ = ৪.২৫ করে পাবে, মাতা=৫.০১ শতাংশ জমি পাবে।

  • @nurmiah8352
    @nurmiah8352 3 роки тому

    ভাই আমার তিন দাদা ছিলেন কিন্তুক মালিক তিন দাদাই মারা গেছে কিন্তু মারা জাওয়ার পরে৷ এক চাচা বেকতৃ গত বাটুরা নামা করলে কি ভাবে সমাধান করতে পাড়ি দয়া করে আমাকে বললেন বিচারক হিসেবে স্যাহায করবেন প্লিজ

  • @md.mostafijurrahman7561
    @md.mostafijurrahman7561 2 роки тому

    আসসালামুয়ালাইকুম ভাই, ক এর ১ম স্ত্রী ক এর পূর্বে এক মেয়ে রেখে মারা যায়, এর পর ক ২য় বিবাহ করেন, এবং ক ২য় স্ত্রী, ৩ মেয়ে (১ম পক্ষের মেয়ে সহ) ও এক ছেলে রেখে মারা গেলে, কে কত অংশ পাবেন।

  • @Sajeedhub365
    @Sajeedhub365 3 роки тому

    আমার একটা সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে আপনার মোবাইল নাম্বারটা দিন।।

  • @kbsvlog4771
    @kbsvlog4771 3 роки тому

    ভাই আমার বাবার ক্রয় করা সম্পত্তি সারে তিন গন্ডা আমরা দুই ভাই তিন বোন আমার বাবা মারা গেছে মা আছে। আমরা কে কতোটুকু সম্পত্তি পাব? ভাই বলে দিলে উপকার হবে।

  • @কথারকথাই
    @কথারকথাই 3 роки тому

    ভাই দূর বতি আত্তীকরণের কি ভাবে সম্পত্তি পাবে।

  • @mdtayen6979
    @mdtayen6979 3 роки тому

    ভাই আপনার সাথে আমি একটু কথা ভলতে চাই

  • @kazikazi8538
    @kazikazi8538 3 роки тому

    ASSALAMUALYKUM BROTHER AJIM UDDIN .
    AMAR DOLILER NAMJARI AND KHAJNA DAKHILA EVERYTHING IS PERFECT AND FINE.
    MY QUESTION IS ONLY FOR UNDERSTANDING.
    IN MY NAMJARI PAPER, THERE IS, KHOTIAN NO- 715. JOT NO-716. ( for example)
    IN MY KHAJNA DAKHILA . THERE IS KHOTIAN NO-715, HOLDING NO-716.
    SO MY QUESTING IS THAT , JOT NO AND HOLDING NO IS SAME

  • @anikraihan2022
    @anikraihan2022 3 роки тому +2

    ভাই আমার বাবা মারা যাবার পর আমার দাদী সম্পত্তি দাবি করতেছে এখন কি করনীয়

    • @bull-dog5229
      @bull-dog5229 3 роки тому

      হা... Apner দাদী পাবে

  • @mdchayenuddin8186
    @mdchayenuddin8186 3 роки тому

    মৃত ব্যকতির সমপদের কত অংশ ভায়ের

    • @mdchayenuddin8186
      @mdchayenuddin8186 3 роки тому

      মৃত ব্যকতির ছেলে নাই শুধু মেয়ে ও বউ আছে এই সমপদের কত অংশ অন্যরা পাবে

  • @mdssfi7981
    @mdssfi7981 3 роки тому

    ভাই বটন কি পতি পল্টাটে হবে না কি টোটাল সপতি কে যাপেবে

  • @MdKhokon-xu1np
    @MdKhokon-xu1np 3 роки тому

    ভাই অছিয়ত এব্ং উইল বলতে কী বুঝায়? আপনি বলেছেন ওয়ারিশদের উইল বা অছিয়ত বৈধ নয়। কিন্তু জীবিত অবস্থায় যদি 1/3 এর চেয়ে বেশী অংশ লিখে দেয় তবে কী বৈধ হবে।

  • @shafiqulshamul219
    @shafiqulshamul219 2 роки тому

    Wife.মারা.গেছে.কোন..ছেলে.মেয়ে.নেই..Wife‌.এর.সম্পওি.স্বামী..পায়?

  • @dhakadepot2547
    @dhakadepot2547 3 роки тому

    ভাইয়া ওয়ারিশ সুত্রে পাওয়া জমি , জমি বন্টন না করেই দাগের যেকোন এক সাইট থেকে বিক্রি করে জমি দলিল করে দেওয়া যাবে কিনা ।এবং সেই দলিল বৈধ হবে কিনা। অনগ্রহ পূর্বক আপনার কাছে জানতে চাই।

  • @mdemonmd9355
    @mdemonmd9355 3 роки тому

    ভাই আপনার নাম্বার টা একটু দিয়েন কস্ট করে

  • @karimuzzman993
    @karimuzzman993 3 роки тому

    উত্তরাধিকার ডট কম এপস কি এসব নীতি অনুসরণ করে রিডিং দেয়?

  • @shohelihossain8121
    @shohelihossain8121 Рік тому

    Apna ra shudhu bolen only one daughter thakhle ki hobe . Ata khono bolen na chacha , cousins ra je tourer kore akta maye thakhle

  • @AkbarMaster-bl9mp
    @AkbarMaster-bl9mp Рік тому

    টাটা😂😂প্ট😂😂😂😂😂ননস্তস

  • @SkyBlue-up8uv
    @SkyBlue-up8uv 3 роки тому

    পাগল ব্যাক্তি সম্পত্তির ভাগ পাবে

  • @IbnaFuhad2007
    @IbnaFuhad2007 Рік тому

    Baba paro death

  • @solaimanshaheen
    @solaimanshaheen 3 роки тому

    আপনি যত বিস্তারিত বলেছেন, এত বিস্তারিত আর কাউকে বলতে শুনিনি। ইদানিং বিষয়টা বোঝার চেষ্টা করছি, এটি অত্যন্ত জটিল। কিন্তু কেউ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে না। আপনি কি মেহেরবানি করে বলবেন, আমি যদি মারা যাই, তাহলে আমার সম্পদ কিভাবে বন্টন হবে; আমার স্ত্রী আছে, দুটি ছেলে আছে, কোন মেয়ে নাই, পিতা আছে, মাতা আছে, আরো দুই ভাই ও তিন বোন আছে, দাদা, দাদী নাই, নানা নাই, নানি আছে? কার কাছে পাব এই প্রশ্নের উত্তর?

    • @Satkahonbyajim
      @Satkahonbyajim  3 роки тому

      ১২.৫% স্ত্রী,১৬.৬৭% পিতা ১৬.৬৭ % মাতা বাকিটা ছেলেরা পাবে বাকিরা বঞ্চিত হবে

  • @bull-dog5229
    @bull-dog5229 3 роки тому

    মায়ের আগে ছেলে মারা গেলে, মায়ের সম্পত্তি মৃত ছেলের সন্তান গন দাদির সম্পত্তি পাবে???

    • @anikraihan2022
      @anikraihan2022 3 роки тому

      আমি ও জানতে চাই

    • @SatkahonLand
      @SatkahonLand 3 роки тому

      @@anikraihan2022 পাবে

    • @rakeshbaidya9
      @rakeshbaidya9 3 роки тому

      হিন্দু আইনে উওরাধিকার বলা যাবে

    • @SaRa-xe6eb
      @SaRa-xe6eb 6 місяців тому

      আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি বারকাতুহু, ,,,, আমার বাপ চাচা দুই ভাই দুই বোন-👍 এক নাম্বার বড় ফুফু মৃত ওয়ারিশ আছে চারজন ( স্বামী, ছেলে দুই জন, মেয়ে একজন ) 👍 দুই নাম্বার আমার বাবা মৃত ওয়ারিশ আছে পাঁচজন (স্ত্রী, ছেলে-তিনজন, মেয়ে একজন ) 👍 তৃতীয়া নাম্বার চাচা মৃত অবিবাহিত কোন ওয়ারিশ নাই👍 চতুর্থ নাম্বার ফুফু জীবিত বিবাহিত স্বামী মৃত নিঃসন্তান.. =চাচার সম্পত্তির ওয়ারিশ কে কতটুকু পাবে - চাচার সম্পত্তির ওয়ারিশ কারা কারা হবেন___ প্রথমে মারা গেছেন বড়ফুফু দ্বিতীয় আমার বাবা তৃতীয় চাচা,,,,,ইসলামিক শরিয়াতের দৃষ্টিতে আমাকে একটু জানালে উপকৃত হতাম

  • @e.d.solution
    @e.d.solution Рік тому

    কত সুন্দর করে মিথ্যা কথা বললেন। এরকম মিথ্যা কিভাবে বলেন আপনারা? ভিডিওর প্রথমেই বললেন পিডিএফ বই দিয়ে দিবেন; কিন্তু আপনার ডেসক্রিপশনে কোন বইয়ের "ব" ও নাই। ভাই পারেনও আপনারা; সবকিছু করতে পারেন টাকার জন্য।

  • @KHANDAKERSHAZZADULGANI
    @KHANDAKERSHAZZADULGANI Рік тому

    আপনি বেশী জটিল করে ফেলেছেন । ভাই আপনি তো আইনের ক্লাস নিচ্ছেন না । এতো উদাহরন আর উপমা দিলে সাধারন মানুষ তো বুঝবে না । সবাই তো আপনার মতো পন্ডিত না ।

    • @MDKOBIRALI-e3v
      @MDKOBIRALI-e3v 7 місяців тому

      সবচেয়ে বড় পন্ডিত আপনি নিজেই।
      আপনার সহজ করে ভিডিও বানানোর হেডাম থাকলে আপনি ভিডিও বানিয়ে আপলোড দেন।
      এমন একটা ভাব দেখাচ্ছেন যেন, আপনার ইচ্ছেমতো ভিডিও বানানোর জন্য উনি বাধ্য!

  • @FarukHossain-hw6wu
    @FarukHossain-hw6wu 3 роки тому

    Mrito baktir chele kothae gelo?