Sundarban Extrime tracking • সুন্দরবনে এক্সট্রিম ট্র্যাকিং
Вставка
- Опубліковано 27 лис 2024
- সুন্দরবনের ছিটে কটকা খালের পাশের যে জঙ্গলে আমরা এক্সট্রিম ট্র্যাকিং করেছি ওটার আসলে কোনো নাম নেই। আমরা এটার নাম প্রস্তাব করছি 'নয়া বাদা'। এটি ঘণ ও শক্ত শ্বাসমূলসর্বস্ব সুন্দরীপ্রধান বন। এখানে গাছের ঘনত্ব এত বেশী যে, কোথাও কোথাও সূর্যের আলোও ঠিকমত প্রবেশ করতে পারে না। শ্বাসমূল এতো বেশী যে ঠিকমতো পা ফেলা যায় না। জোয়ার-ভাটায় নিয়মিত পানি প্রবেশ করে, ফলে এখানকার মাটি কর্দমাক্ত। এই বনে সম্ভবত আমরাই প্রথম প্রবেশ করেছি।
দারুণ !
বাহ্
হেব্বি মামা।
মামা, আপনার ভাইরে তো দেখছি না? কই মামা? একটা বান্দরের ছবিও নাই?
kothin
বুঝতে পারছি এলাকাটি কুমিরপ্রবণ নয়