Green Economy Zone এইডা পিনাকির চিন্তা না । এইডা UN আর WEF এর আইডিয়া পিনাকি বাংলাদেশের মানুষের মাথায় ডুকাইতেছে । এই পরিকল্পনার আওতায় LA কে আগুন দিয়ে পুরতেছে আমেরিকার সরকার
দেশপ্রেমিক ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারন্টির উপর আঘাত মানে বাংলাদেশের অখণ্ডতার তথা অস্তিত্বের প্রশ্ন?সশস্ত্র বাহিনীর সহ বাংলাদেশের ৪০ কোটি জনগণ কে এখানেই সোচ্চার হতে হবে।
পিনাকি দাদা একজন বিধর্মী হয়েও ইসলামকে নিয়ে যথেষ্ট সম্মানের সাথে উপস্থাপন করে যা আমাদের নামধারী মুসলমান করে না।যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। দাদার জন্য দোয়া, আল্লাহ তিনাকে ইসলাম দিয়ে ধন্য করুন।
জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট জনসংখ্যা- ৭,১৪,১১৯ জন।ধর্মের দিক বিবেচনায়:-👉 মুসলিম- ৩,৩২,৪৯৪ জন (৪৬.৫৬%)।👉 বৌদ্ধ- ২,৫৬,৫১২ জন (৩৫.৯২%)।👉 হিন্দু- ১,১৯,৬১৫ জন (১৬.৭৫%)👉 খ্রিস্টান- ৪,৪২৮ জন (০.৬২%)। 👉 অন্যান্য- ১,১৪৩ জন (০.১৬%)। বাঙালি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিবেচনায়:- 👉 বাঙালি- ৩,৬৪,৭৪১ জন (৫১.০৮%)। 👉 ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ৩,৪৯,৩৭৮ জন (৪৮.৯২%)। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ রয়েছে - ০১ টি। পরিষদের মোট সদস্য- ৩৪ জন। তন্মধ্যে পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ২৪ জন, বাঙালি ১০ জন (যার মধ্যে হিন্দু, বড়ুয়া এবং বাঙালি রয়েছে)। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২৮ টিসরকারি বিভাগ ন্যস্তকৃত। সবগুলো বিভাগের ৩য় এবং ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষমতা রাখে পরিষদ।তাই স্বাভাবিকভাবেই নিয়োগের ক্ষেত্রে ৭০% ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ৩০% বাঙালি নিয়োগ পায়😓।👉বাংলাদেশের গড় শিক্ষার হার ৭২.৯ শতাংশ। কিন্তু প্রত্যন্ত পার্বত্য জনপদে চাকমাদের শিক্ষার হার ৭৩ শতাংশ। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার হার মাত্র ৪৫ শতাংশ ও পার্বত্য এলাকায় বাঙালীদের শিক্ষার হার মাত্র ২৩ শতাংশ। 🙇♂️ এবার বলেন পরিষদ গঠন এবং নিয়োগে বৈষম্যের শিকার কারা; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নাকি বাঙালি।🔥 খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ন্যস্তকৃত সকল বিভাগ বাতিলপূর্বক সকল বিভাগকে জেলা প্রশাসনের অধীনে ন্যস্ত করার জোর দাবী জানাচ্ছি।👉 খাগড়াছড়ি জেলায় উপজেলার সংখ্যা- ০৯ টি। (তন্মধ্যে ০৩ টি উপজেলার চেয়ারম্যান বাঙালি আর বাকি ০৬ টি উপজেলার চেয়ারম্যান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) 👉 খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা- ৩৮ টি। (তন্মধ্যে ১৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাঙালি আর বাকি ২২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) 👉 খাগড়াছড়ি পার্বত্য জেলায় মৌজার সংখ্যা- ১২১ টি (সবগুলো মৌজার মৌজা প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী)। কোথায় কোন আইনে লেখা আছে যে, বাঙালিরা মৌজা প্রধান হতে পারবে না। উল্লেখ্য, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলাতে বাঙালি মৌজা প্রধান রয়েছে। কিন্তু সার্কেল কর্তৃক বাঙালি মৌজা প্রধান নিয়োগে ভেটো প্রদান করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মৌজা প্রধান বেশিরভাগ বাঙালি নাকি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। এখানে কারা বৈষম্যের শিকার হচ্ছে আমিতো বুঝি না, আপনারা বলেন।🔥 ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মতো বাঙালি অধিকার সমতা বজায় রাখতে অবিলম্বে বর্ণিত আইন বাতিল করতে হবে।👉 পার্বত্য চট্টগ্রাম প্রবিধান, ১৯০০ অবিলম্বে বাতিল করতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে।👉 পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮ আইন অবিলম্বে বাতিল করতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে।👉 খাগড়াছড়ি/ রাঙ্গামাটি/বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ অবিলম্বে বাতিল করতে হবে, বাঙালি বাঁচাতে হবে।পার্বত্য শান্তি চুক্তি, ১৯৯৭ বাতিল করতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নাগরিকের মতো পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল নাগরিককে সমান অধিকার দিতে হবে। বাঙালিরা এখনোও পিছিয়ে এবং বৈষম্যের শিকার হচ্ছে। তাই পূর্বে তৈরিকৃত সকল আইন বাতিলপূর্বক সমঅধিকার প্রতিষ্ঠায় লক্ষ্যে নতুন আইন চাই।বাঙালিদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কেন্দ্রীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। কিছুদিন পর দেখবেন আপনার শরীর আছে মাথা নাই, নয়তো আপনি দাঁড়িয়ে থাকবেন কিন্তু পায়ের নিচে মাটি নাই।হুজুগে বাঙালিদের উদ্দেশ্য বলতে চাই, ঝড় যখন আসবে তখন শুধুমাত্র মুসলিমদের উপর নয়;আপনাদের উপরও আসবে। তাই সিদ্ধান্ত এখন সকল বাঙালিদের "নিজে বাঁচলে বাপের নাম" এই স্লোগানে চলবেন নাকি আন্দোলন এবং প্রতিবাদ করবেন। কেউ আপনা-আপনি আপনার অধিকার দিবে না; অধিকার আদায় করে নিতে হয়। ✊
আপনি ঠিক আমার মতোই আলোচনা করেছেন। আমি মাস খানিক আগেও এরকম ভেবেছিলাম তখন,যখন হাতিদের দ্বারা পাহাড়ি জনবসতি ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। আমি বন্ধুকে বলছিলাম 😂 যদি আমাকে বন বিভাগের দায়িত্ব দেয়া হতো তাহলে এক মাসেই আমি এর সমাধান করার চেষ্টা করতাম। যেন বন্য প্রাণী ও সাধারণ জনগণ নিরাপদ থাকে। এখন দায়িত্বে যাঁরা আছে তারা হচ্ছে বিলাসী ও প্রমোদপ্রিয় তাদের দ্বারা কিছুই আশা করা যায়না। ধন্যবাদ দাদাকে আমার মতো চিন্তা ভাবনা পুরো বাংলার মানুষের কাছে শেয়ার করার জন্য।
আমার প্রিয় দাদা, আমি একজন পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা হিসেবে বলছি- পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যার মধ্যে সবচেয়ে বড় সে সমস্যা সেটা হচ্ছে চাঁদাবাজি।। চাঁদাবাজ বিভিন্ন গ্রুপ নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য পাহাড়ে সব সময় অশান্তি সৃষ্টি করে। এই চাঁদাবাজদের দমন করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।। এই চাঁদাবাজি শিকার পাহাড়ের পাহাড়ি বাঙালি সবাই।।
সাহেব 💥 আপনার পরিকল্পনা খুবই হাস্যকর 😁 📌 যতোই পরিকল্পনা করেন - দিন শেষে সেটেলার বিরোধী স্লোগান ও আন্দোলন চলবেই ✅ 📌 উপজাতিরা কখনোই বাংলাদেশের বাঙালিদের সাথে ভালো সম্পর্ক তৈরী করবে না । 📌 উপজাতিদের সমস্যার সমাধান হবে - সেটেলার তাড়িয়ে উপজাতীয়দেরকে আলাদা দেশ গঠন অথবা পার্বত্য চট্টগ্রাম- ভারত / মায়ানমারের কাছে দিয়ে দেওয়া । 💥 পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের সুযোগ তৈরী করে দিলে এবং উপজাতিদেরকে চাপের মধ্যে রাখলেই চাকমা মারমা ও ত্রিপুরাদেরকে নিয়ন্ত্রনে রাখা যাবে ✅
অনেক গুরুত্বপূর্ণ ও সাধারণ আলোচনা। যা দেশপ্রেমিক জনগণ, সেভেন সিস্টার প্রেমিক জনতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের পার্বত্য জেলার ভাইদের উচিৎ ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। কলামিস্ট গবেষক পিনাকী দাদা ও ইলিয়াস ভাইয়ের প্রতি রহিল আন্তরিক ভালবাসা ও শুভকামনা।
আপনার মত আমিও ভাবতাম, উনি উপদেষ্টা হলে ভালো হতো। আসলে উনি অনেক ভালো জানে। তাই আমারদের ভাগ্য ভালো যে, উনার মত একজনকে বিরোধী ভুমিকায় পেয়েছি। মানুষ দেশ সম্পর্কে অনেক কিছূ বুঝতে পারছে উনার বিভিন্ন বিষয়ে জ্ঞানদীপ্ত বিশ্লেষণের দ্বারা। উপদেষ্টা হলে উনাকে আমরা হারাবো, আমলাদের চাটুকারিতায় উনি বিলিন হয়ে যাবেন।
পিনাকি রাজাকারের ভাড়াটিয়া ইউটিউবার। মুক্তিবাহিনীর গনহত্যাকে নর্থইস্ট ফ্রন্টিয়ার বলে চালিয়ে দিয়ে ইতিহাসের চরমতম মুনাফেকি করেছে।সেই সময় বেঁচে যাওয়া অনেক সাক্ষী এখনো জীবিত রয়েছে, এবং কি যারা হত্যাকান্ডের শিকার হয়েছিল তাদের ছেলেমেয়েরা ও জীবিত রয়েছে।
পিনাকী ভট্টাচার্য স্যার এবং ইলিয়াস হোসেন ভাইকে এর জন্য অনুরোধ থাকবে আপনারা এভাবে জ্ঞান দিয়ে যাবেন তাহলেই আমাদের বিবেক জাগ্রত হবে। আমাদের পরিবার লীগ সমর্থন করত কিন্তু আপনাদের আলোচনায় বিবেক জাগ্রত হয়েছে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত জামাতকে সাপোর্ট করে যাব এবং তাদের হয়ে কাজ করবো। আমাদের পরিবার অনেক বড় সবাইকে বলেছে এখন থেকে জামাতকে ভোট দেওয়ার জন।
আদিবাসী, পাহাড়ী, চাকমাদের সহ সকল দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যে যাই বলুক আমরা সকলে মিলে মিশে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সকল জনগণের অধিকার সম্মান ও শান্তি রক্ষার্থে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ পার্থক্য শুধু একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ আমাদের সফল হবে ইন্ডিয়ার আগ্রাসন থেকে এ দেশকে মুক্ত করে তবেই আমরা সান্ত্ব হয়ে ঘরে ফিরবো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে রাজ পথে প্রতিটি ইঞ্চি ইঞ্চি বালীর কনার সাথে যুক্ত হয়ে থাকবো ইনশাআল্লাহ।
ভাই সার্জিস তুমি তো ছিড়ু দাস পাল, তোমরা কি বাল ফালাও? সব র এর এজেন্ট রা উপদেষ্টা হিসেবে বসে আছে। এত কমেন্ট করার দরকার নেই, পারলে এসব র এর এজেন্ট দেরকে প্যাদিয়ে বের করে দাও,দেখি তোমাদের কত হেডম।
সোনার মাথা আছে, ২০০০ এর বেশি খুনের দায় সহ হাসিনাকে রাস্টিয় বিমান দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে, এসে বলে পালিয়ে গেছে,,, আর আবাল মফিজ গুলো নাচা নাচি @@nazmayasmeenmunni7894
দাদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এমন সুন্দর গঠণমূলক বিশ্লেষণের জন্য!👍❤️ আসলে আজ পর্যন্ত কোন সরকারই বলুন আর রাজনৈতিক দলই বলুন, এই পার্বত্য জনগোষ্ঠী'গুলোকে নিয়ে ভালো এবং সুদূরপ্রসারী কোন কিছুই ভাবতে পারেনি! পার্বত্য জনগোষ্ঠী'গুলোর বুকের কান্না শোনার সময় তারা কেউই দিতে পারেনি! যা দিতে পেরেছে তা হলো সুদীর্ঘকালের বঞ্চনা, মিথ্যার আশ্বাস আর সারা দেশের সমতলবাসী বাঙালী ভাইবোনদের সাথে এই পার্বত্য জনগোষ্ঠী'গুলোর মধ্যে সবসময়ই বিদ্যমান রাখা ভুল বোঝাবুঝি আর সংঘাত! অথচ আমরা সবাই ভাই-ভাই, ভাই-বোন, আর একই মায়েরই সন্তান! দাদাকে শ্রদ্ধা এবং নমস্কার 🙏❤️
দাদা তোমাকে ধন্যবাদ। প্রথাগত সামাজিক ভূমির মালিকানা সংরক্ষণ অবশ্যই দরকার পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রেখে বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে।
তেজস্বী ও স্পিরিট নিয়ে স্ক্রিপ্ট লিখার জন্য ও বাংলার মানুষকে তেজস্বী করার জন্য পিনাকী দাদা ও ইলিয়াস ভাইকে এবং মেজর ডালিম কে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য মুল্যবান মন্তব্যে করার জন্য প্রানঢালা শুভেচ্ছা
দেশপ্রেমিক ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারন্টির উপর আঘাত মানে বাংলাদেশের অখণ্ডতার তথা অস্তিত্বের প্রশ্ন?সশস্ত্র বাহিনীর সহ বাংলাদেশের ৪০ কোটি জনগণ কে এখানেই সোচ্চার হতে হবে।
কিছু কিছু ভাইয়েরা বাবা মারা যাওয়ার পর পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে সেই সব ভাইদের জন্য কঠিন আইন জারি করে যাবেন, আপনাদের জন্য আমরা যারা বঞ্চিত বোনেরা আছি সবার পক্ষ থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক প্রধান উপদেষ্টাসহ সবাইকে সুস্থ রাখুন আমিন
@@Minza_vlog আমার বাবা মারা গেছে চাচাদের উস্কানিতে আমার দাদাদাদিকে ভুলিয়ে আমাদের কে বঞ্চিত করে রেখেছে 😢 আমরা সম্পত্তির ভাগ পাচ্ছি না। বাড়িছাড়া হয়ে আছি😢
১৯৯৬ সনের জানুয়ারী মাসে মাটিরাংগা যাওয়ার আগে ১টি বই পড়ার সুযোগ পাই, বইয়ের নাম "পার্বত্য চট্টগ্রাম এখনো যড়যন্ত্র " এই বই পড়ে যা জানলাম তা আমাকে ভীষণ চিন্তিত করেছে ১জন জন্মগ্রহনকারী দেশপ্রেমিক হিসেবে........ ইত্যাদি।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অন্যতম কর্নধার প্রিয় বিপ্লবী নেতা ও দাদা ভাই, সহমত পোষণ করছি। সময় উপযোগী সুচিন্তিত সুস্পষ্ট সঠিক তথ্য দেওয়ার জন্য শুভেচ্ছা রইল অবিরাম। ইনকিলাব জিন্দাবাদ।
এসব চিন্তা আগে থেকেই মাথায় ঘুরতেছিল কিন্তু আজকে দাদা মনের কথা বললেন। চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলকে উন্নয়ন করে মেঘা ট্যুরিস্ট স্পট বানানো হোক। পাশাপাশি আশপাশের দেশগুলোর হুমকি মোকাবেলায় সেখানে আরো দরকার হলে প্রতি জেলাতে আরো নতুন ২টা করে ক্যান্টনমেন্ট তৈরি করা হউক।
ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি এই রাস্টে অনেক বিষয়ে নলেজ রাখেন এবং ভালো কাজের অংশীদার আপনি। একটা বিষয় দীর্ঘদিন অভিশাপ হিসেবে লেগে আছে সে বিষয়গুলো দেখবেন, যার উল্লেখযোগ্য হলো বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা যাহা বিনা বেতনের পেশা হয়েও বেকারত্বের ফ্যাক্টরি হিসেবে পরিচিত, অথচ বি সি এস পরীক্ষা উত্তীর্ণ হলে বাড়ি, গাড়ি, বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা মুলক পেশা সময় মত হচ্ছে এবং পরীক্ষা পদ্ধতি ও সহজ, অথচ হাজার হাজার বাবা মায়ের স্বপ্ন আজ বিলিন হচ্ছে বেতনভুক্ত পেশা হয়েও পরীক্ষায় অনিয়ম হলে রিভিউ এর সুযোগ আছে, এবং এই সরকার বিসিএস এ একবার এমসিকিউ পাস করলে আর লিখিত পরীক্ষা দিতে হবে না উদ্যোগ নিয়েছে,এবং আরও সহজ নিয়মতো আছেই, যাহা আপনার উদ্যোগে হয়েছে, অথচ বিনা বেতনের পেশা বৈষম্য সৃষ্টি করে আজ অনেক আইনের ছাত্র হতাসায় ভুগছে, দয়া করে আমাদের বিষয়টা দেখবেন, আল্লাহ আপনার সহায়ক হউক।
দেশপ্রেমিক ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারন্টির উপর আঘাত মানে বাংলাদেশের অখণ্ডতার তথা অস্তিত্বের প্রশ্ন?সশস্ত্র বাহিনীর সহ বাংলাদেশের ৪০ কোটি জনগণ কে এখানেই সোচ্চার হতে হবে।
Students for sovereignty কে ধন্যবাদ জানাই, দীর্ঘদিনের আদিবাসী বিষয়ক সমস্যাকে সকলের সামনে তুলে ধরার জন্য এবং বাংলাদেশী জাতীয়তাকে চূড়ান্ত এবং একমাত্র পরিচয় হিসেবে গ্রহণ করার জন্য।🎉🎉🎉
সভারেন্টিরা আদিবাসী নিয়ে পাহাড়ীদের অন্যায় আবদারের বিরুদ্ধে না দাঁড়ালে রাখাল রাহা গং গোপনে দেশটা ভাঙ্গার ব্যবস্থা করতো। আর ভারত তো এর অপেক্ষাতেই আছে। মানুষ হুজুগে মেতে অন্যায় দাবিদারদের প্রতি আবেগ দেখাচ্ছে। এদিকে দেশ ভেঙে যাওয়ার উপক্রম।😢😢😢
স্যালুট দাদা। সবসময়ই আপনার সূক্ষ্ম বিশ্লেষণ আমাদের দেশের উন্নয়ন এর জন্য দরকার। একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে আপনার জন্য অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই!
ভোরের প্রথম আলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত ও আমাদের দায়িত্ব। এই মুহূর্তে আমরা স্মরণ করি জুলাই অভ্যুত্থানের শহীদদের, যারা দেশের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ তাদের জান্নাতে স্থান দিন। শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে সঠিক পথে চলার। আমিন।
দাদা, আমি আপনার একজন ফলোয়ার। আমি মনে করি, আদিবাসী মানে এর এই সম্পত্তির শুরু থেকে তারা বসবাস। তার মানে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ওই জায়গার মালিকানা তারা। আর সেটি উপজাতি জনগণ ভালো করেই জানে। তাই কোন আদিবাসী, উপজাতী নয়, বরং বাংলাদেশী হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়া উচিত। আর তারা যদি আদিবাসী হিসেবে নিজেদেরকে দাবি দাবি করতে চায়, তার মানে তাদের উদ্দেশ্য ভিন্ন।
কাপ্তাই লেক এখন আর শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নেই। বরং পর্যটনসহ বিভিন্নভাবে সেখানকার মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িয়ে আছে লেকটি। তাই এখন কাপ্তাই বাঁধ ভাঙার যৌক্তিকতা তুলনামূলক কম।
প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের বিদেশে চিকিৎসা নেওয়া বন্ধ করা উচিত। এতে দেশের চিকিৎসা খাতে বিনিয়োগ ও উন্নয়নের সুযোগ বাড়বে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে। দেশেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠবে, যা সবার জন্য উপকারী হবে।
আসিফ নজরুলের পদত্যাগ চাই কে কে একমত।?
Asif chotiya ke bambo diye hobe
Asif chotiya ke bambo diye hobe
✋✋
Yes
আসিফ নজরুল পদত্যাগ করে তোকে উপদেষ্টা বানানো হোক।
"গ্রীন ইকোনমিক জোন" ধারণাটা সত্যিই অসাধারণ! এসব চিন্তা আপনার কাছ থেকে ফ্রীতে পাওয়ার পরেও বাস্তবে পরিণত করা হবে না। এটাই শাসক শ্রেণির খাসলত 🙂
Right ✅️
ব্লু একনুমি আছে অলরেডি 😂
@@enayetahmedjithu3171 mane???
Green Economy Zone এইডা পিনাকির চিন্তা না । এইডা UN আর WEF এর আইডিয়া পিনাকি বাংলাদেশের মানুষের মাথায় ডুকাইতেছে । এই পরিকল্পনার আওতায় LA কে আগুন দিয়ে পুরতেছে আমেরিকার সরকার
১০০% সঠিক বলেছেন
বহুমুখী প্রতিভার অধিকারী আমার প্রিয় ভাই পিনাকী ভট্টাচার্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ।। মহান সৃষ্টিকর্তার নিকট তার দীর্ঘ আয়ু কামনা করছি
উপজাতিরা খুব হিংস্র ওরা এসবের কিছুই মানবে না ওদের নাচাইতাছে ইন্ডিয়া
পিনাকী রহমান।
অসাধারণ। পাহাড়ি ভাই বোনদের প্রতি শ্রদ্ধা ও ভালো বাসা রইলো। আমরা গর্বিত আমাদের এই বৈচিত্রময় বাংলাদেশ নিয়ে।
আপনাদের অবদান আমরা জীবনেও ভুলবো না।
প্রিয় দাদা ইলিয়াস ভাই সহ❤ আপনারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক❤
জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক। জালোরে জালো টেম্পু স্টানে বাতি জালো, টাকা দেখা যায় না।আমলীগ, টেম্পুদল আমরা দুটি ভাই,চেতনা বেচা খাই 😅
সোনার মাথা,, চিনেন নাকি,, সোনা,, শালারা, মানুষকে তেল মারার একটা নিকৃষ্ট প্রথা চালু করেছে
আল্লাহ নবি কোরআন🥰🥰
100% Right
দেশপ্রেমিক ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারন্টির উপর আঘাত মানে বাংলাদেশের অখণ্ডতার তথা অস্তিত্বের প্রশ্ন?সশস্ত্র বাহিনীর সহ বাংলাদেশের ৪০ কোটি জনগণ কে এখানেই সোচ্চার হতে হবে।
বাংলার বাঘ এখন পিনাকী দা! কোটি মানুষের মনের ভাষা, মুখে নিয়ে আসে যে... ভালোবাসা এদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে । 🌹
ও ফ্রান্সের বীর্য দিয়ে তৈরি পিনাকী পিনিক দা তোমার জন্য বাংলাদেশ এ নতুন রাজাকার এর জন্ম হয়েছে।
জয় ইনকিলাব 😅😅😅
Awesome
দাদার প্রতিটি পর্বই এদেশের মানুষের চিন্তা - চেতনা - ভাব- আদর্শ এবং চলার পথকে সমৃদ্ধ করে চলছে অবিরাম।
ও ফ্রান্সের বীর্য দিয়ে তৈরি পিনাকী পিনিক দা তোমার জন্য বাংলাদেশ এ নতুন রাজাকার এর জন্ম হয়েছে।
জয় ইনকিলাব 😅😅😅
ua-cam.com/video/IPv1BPM8w-A/v-deo.htmlsi=nWZn1-584HMVxs2L
সহমত
দাদায় যে কতবড় মাদারি কয়দিন পর টের পাইবেন
100 % .
This nation will remember him for his courage and determination to stand for his country .
পিনাকি দাদা একজন বিধর্মী হয়েও ইসলামকে নিয়ে যথেষ্ট সম্মানের সাথে উপস্থাপন করে যা আমাদের নামধারী মুসলমান করে না।যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। দাদার জন্য দোয়া, আল্লাহ তিনাকে ইসলাম দিয়ে ধন্য করুন।
আমরা গর্বিত..আমাদের একজন:
পিনাকী দাদা আছে..!!
alhamduillah
পা ধুয়ে জল খাও......
সঠিক
মাশাআল্লাহ
Right
পিনাকী দাদার প্রতি অবিরাম ভালোবাসা ❤❤❤
Tor bonkeo die de
জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট জনসংখ্যা- ৭,১৪,১১৯ জন।ধর্মের দিক বিবেচনায়:-👉 মুসলিম- ৩,৩২,৪৯৪ জন (৪৬.৫৬%)।👉 বৌদ্ধ- ২,৫৬,৫১২ জন (৩৫.৯২%)।👉 হিন্দু- ১,১৯,৬১৫ জন (১৬.৭৫%)👉 খ্রিস্টান- ৪,৪২৮ জন (০.৬২%)।
👉 অন্যান্য- ১,১৪৩ জন (০.১৬%)।
বাঙালি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিবেচনায়:-
👉 বাঙালি- ৩,৬৪,৭৪১ জন (৫১.০৮%)।
👉 ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ৩,৪৯,৩৭৮ জন (৪৮.৯২%)।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ রয়েছে - ০১ টি।
পরিষদের মোট সদস্য- ৩৪ জন। তন্মধ্যে পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী- ২৪ জন, বাঙালি ১০ জন (যার মধ্যে হিন্দু, বড়ুয়া এবং বাঙালি রয়েছে)।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২৮ টিসরকারি বিভাগ ন্যস্তকৃত। সবগুলো বিভাগের ৩য় এবং ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ক্ষমতা রাখে পরিষদ।তাই স্বাভাবিকভাবেই নিয়োগের ক্ষেত্রে ৭০% ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ৩০% বাঙালি নিয়োগ পায়😓।👉বাংলাদেশের গড় শিক্ষার হার ৭২.৯ শতাংশ। কিন্তু প্রত্যন্ত পার্বত্য জনপদে চাকমাদের শিক্ষার হার ৭৩ শতাংশ। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার হার মাত্র ৪৫ শতাংশ ও পার্বত্য এলাকায় বাঙালীদের শিক্ষার হার মাত্র ২৩ শতাংশ।
🙇♂️ এবার বলেন পরিষদ গঠন এবং নিয়োগে বৈষম্যের শিকার কারা; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নাকি বাঙালি।🔥 খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ন্যস্তকৃত সকল বিভাগ বাতিলপূর্বক সকল বিভাগকে জেলা প্রশাসনের অধীনে ন্যস্ত করার জোর দাবী জানাচ্ছি।👉 খাগড়াছড়ি জেলায় উপজেলার সংখ্যা- ০৯ টি। (তন্মধ্যে ০৩ টি উপজেলার চেয়ারম্যান বাঙালি আর বাকি ০৬ টি উপজেলার চেয়ারম্যান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী)
👉 খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইউনিয়ন পরিষদের সংখ্যা- ৩৮ টি। (তন্মধ্যে ১৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাঙালি আর বাকি ২২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী)
👉 খাগড়াছড়ি পার্বত্য জেলায় মৌজার সংখ্যা- ১২১ টি (সবগুলো মৌজার মৌজা প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী)। কোথায় কোন আইনে লেখা আছে যে, বাঙালিরা মৌজা প্রধান হতে পারবে না। উল্লেখ্য, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলাতে বাঙালি মৌজা প্রধান রয়েছে। কিন্তু সার্কেল কর্তৃক বাঙালি মৌজা প্রধান নিয়োগে ভেটো প্রদান করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মৌজা প্রধান বেশিরভাগ বাঙালি নাকি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। এখানে কারা বৈষম্যের শিকার হচ্ছে আমিতো বুঝি না, আপনারা বলেন।🔥 ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মতো বাঙালি অধিকার সমতা বজায় রাখতে অবিলম্বে বর্ণিত আইন বাতিল করতে হবে।👉 পার্বত্য চট্টগ্রাম প্রবিধান, ১৯০০ অবিলম্বে বাতিল করতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে।👉 পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮ আইন অবিলম্বে বাতিল করতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে।👉 খাগড়াছড়ি/ রাঙ্গামাটি/বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ অবিলম্বে বাতিল করতে হবে, বাঙালি বাঁচাতে হবে।পার্বত্য শান্তি চুক্তি, ১৯৯৭ বাতিল করতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নাগরিকের মতো পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল নাগরিককে সমান অধিকার দিতে হবে। বাঙালিরা এখনোও পিছিয়ে এবং বৈষম্যের শিকার হচ্ছে। তাই পূর্বে তৈরিকৃত সকল আইন বাতিলপূর্বক সমঅধিকার প্রতিষ্ঠায় লক্ষ্যে নতুন আইন চাই।বাঙালিদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কেন্দ্রীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। কিছুদিন পর দেখবেন আপনার শরীর আছে মাথা নাই, নয়তো আপনি দাঁড়িয়ে থাকবেন কিন্তু পায়ের নিচে মাটি নাই।হুজুগে বাঙালিদের উদ্দেশ্য বলতে চাই, ঝড় যখন আসবে তখন শুধুমাত্র মুসলিমদের উপর নয়;আপনাদের উপরও আসবে। তাই সিদ্ধান্ত এখন সকল বাঙালিদের "নিজে বাঁচলে বাপের নাম" এই স্লোগানে চলবেন নাকি আন্দোলন এবং প্রতিবাদ করবেন। কেউ আপনা-আপনি আপনার অধিকার দিবে না; অধিকার আদায় করে নিতে হয়। ✊
তুই পারলে তোর মা কে তার কাছে পাঠা রাতের বিছানার সঙ্গী হিসেবে 🥱😒🖕 @@RahmanRahman-gr1vb
দালাল @@RahmanRahman-gr1vb
❤❤
🇧🇩অসাধারণ। পাহাড়ি ভাই বোনদের প্রতি শ্রদ্ধা ও ভালো বাসা রইলো। আমরা গর্বিত আমাদের এই বৈচিত্রময় বাংলাদেশ নিয়ে। 🇧🇩
আপনি ঠিক আমার মতোই আলোচনা করেছেন। আমি মাস খানিক আগেও এরকম ভেবেছিলাম তখন,যখন হাতিদের দ্বারা পাহাড়ি জনবসতি ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। আমি বন্ধুকে বলছিলাম 😂 যদি আমাকে বন বিভাগের দায়িত্ব দেয়া হতো তাহলে এক মাসেই আমি এর সমাধান করার চেষ্টা করতাম। যেন বন্য প্রাণী ও সাধারণ জনগণ নিরাপদ থাকে। এখন দায়িত্বে যাঁরা আছে তারা হচ্ছে বিলাসী ও প্রমোদপ্রিয় তাদের দ্বারা কিছুই আশা করা যায়না। ধন্যবাদ দাদাকে আমার মতো চিন্তা ভাবনা পুরো বাংলার মানুষের কাছে শেয়ার করার জন্য।
আমার প্রিয় দাদা,
আমি একজন পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা হিসেবে বলছি-
পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যার মধ্যে সবচেয়ে বড় সে সমস্যা সেটা হচ্ছে চাঁদাবাজি।।
চাঁদাবাজ বিভিন্ন গ্রুপ নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য পাহাড়ে সব সময় অশান্তি সৃষ্টি করে।
এই চাঁদাবাজদের দমন করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।।
এই চাঁদাবাজি শিকার পাহাড়ের পাহাড়ি বাঙালি সবাই।।
সহমত।
সাহেব 💥 আপনার পরিকল্পনা খুবই হাস্যকর 😁
📌 যতোই পরিকল্পনা করেন - দিন শেষে সেটেলার বিরোধী স্লোগান ও আন্দোলন চলবেই ✅
📌 উপজাতিরা কখনোই বাংলাদেশের বাঙালিদের সাথে ভালো সম্পর্ক তৈরী করবে না ।
📌 উপজাতিদের সমস্যার সমাধান হবে - সেটেলার তাড়িয়ে উপজাতীয়দেরকে আলাদা দেশ গঠন অথবা পার্বত্য চট্টগ্রাম- ভারত / মায়ানমারের কাছে দিয়ে দেওয়া ।
💥 পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের সুযোগ তৈরী করে দিলে এবং উপজাতিদেরকে চাপের মধ্যে রাখলেই চাকমা মারমা ও ত্রিপুরাদেরকে নিয়ন্ত্রনে রাখা যাবে ✅
পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আলোচনা ভালো হয়নি। দাদা আরো বেশি জানতে হবে পড়তে হবে ।
Somotole ki sadabajhi hoina? 😄
আরে ভাই চাদাভাজি কোন জায়গায় হয় না? এত বড় রাজধানী ঢাকাতে র্পযন্ত চাদাবাজি হয় ওইখানে গুন্ডা মাস্তান থাকে না ঔইখানে লোক কিডন্যাপ হয় না?
সাংবাদিক হওয়া সহজ,, কিন্তু একজন অনুসন্ধানী পিনাকী ভট্টাচার্য হওয়া খুবই কঠিন
জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক। জালোরে জালো টেম্পু স্টানে বাতি জালো, টাকা দেখা যায় না।আমলীগ, টেম্পুদল আমরা দুটি ভাই,চেতনা বেচা খাই 😅
@@SaimunHossen-g8f আল বটর বাহিনী
সাংবাদিক হওয়া সহজ,কিন্তু একজন অনুসন্ধানী পিনাকী ভট্টাচার্য হওয়া খুবই কঠিন,আর এটাই পিনাকীর বাস্তব অভিজ্ঞতা ও অর্জন
অনেক গুরুত্বপূর্ণ ও সাধারণ আলোচনা।
যা দেশপ্রেমিক জনগণ, সেভেন সিস্টার প্রেমিক জনতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
আমাদের পার্বত্য জেলার ভাইদের উচিৎ ইতিহাস থেকে শিক্ষা নেওয়া।
কলামিস্ট গবেষক পিনাকী দাদা ও ইলিয়াস ভাইয়ের প্রতি রহিল আন্তরিক ভালবাসা ও শুভকামনা।
আমাদের দুর্ভাগ্য ❤আমরা এখনো পারিনি 👉ডক্টর পিনাকি ভট্টাচার্য💜 স্যারের মতো একজন মানুষকে 👉 স্বাস্থ্য উপদেষ্টা বানানো জরুরী ছিল🤔
❤❤
আপনার মত আমিও ভাবতাম, উনি উপদেষ্টা হলে ভালো হতো। আসলে উনি অনেক ভালো জানে। তাই আমারদের ভাগ্য ভালো যে, উনার মত একজনকে বিরোধী ভুমিকায় পেয়েছি। মানুষ দেশ সম্পর্কে অনেক কিছূ বুঝতে পারছে উনার বিভিন্ন বিষয়ে জ্ঞানদীপ্ত বিশ্লেষণের দ্বারা। উপদেষ্টা হলে উনাকে আমরা হারাবো, আমলাদের চাটুকারিতায় উনি বিলিন হয়ে যাবেন।
সত্য
সবকিছু ঠিক আছে 😮
এখন ভারতের পা চাটা গোলাম গুলো কে জয় বাংলা করতে হবে 😂
এদেশ প্রেমিক সকল নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে।
স্বাস্থ্য নয় স্বরাষ্ট্র উপদেষ্টা করা উচিৎ
দাদার প্রতি ভালো বাসা অবিরাম মধুর হোক।
❤❤❤
মুক্তিযুদ্ধ কালীন পার্বত্য চট্টগ্রামের এই ইতিহাস কেউ কোন দিন বলেনি। ধন্যবাদ পিনাকী ভট্টাচার্য কে। একটা অজানা ইতিহাস জানা গেল।
Thank you Pinaki dada
পিনাকী বাবু বালঞ্চের বাল হরিদাস পাল
আরও জেনে নিন
পিনাকি রাজাকারের ভাড়াটিয়া ইউটিউবার। মুক্তিবাহিনীর গনহত্যাকে নর্থইস্ট ফ্রন্টিয়ার বলে চালিয়ে দিয়ে ইতিহাসের চরমতম মুনাফেকি করেছে।সেই সময় বেঁচে যাওয়া অনেক সাক্ষী এখনো জীবিত রয়েছে, এবং কি যারা হত্যাকান্ডের শিকার হয়েছিল তাদের ছেলেমেয়েরা ও জীবিত রয়েছে।
Enayet chowdhury onar ekta video te ei topic e alochona korche
দাদা, হৃদয় নিংড়ানো ভালোবাসা❤ রইলো। জাতির দুঃসময়ে কান্ডারির ভূমিকা অব্যাহত রাখবেন এই আশাবাদ রাখি।
"ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই,
এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে!" [সূরা বাকারা, আয়াত : ২১৪]
ভারতের দালালদের প্রতি নজর দেওয়া দরকার কিছু উপদেষ্টা এখনো ভারতের পাও চাটগিরি করে
VAT office taking bribe
ইনশাআললহ জিতবো আমরা।❤❤❤
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলকেই সুস্বাগতম রইল আপনারা চালিয়ে যান আপনাদের পাশে আমরা সবাই আছি ইনশাল্লাহ আমাদের বিজয় হবে
@@rubelahsan2838 IHDINAS SIRATAL MUSTAQIM....
দাদা দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র টিকবে না আপানার মতো দেশ প্রেমিক থাকলে।
আপানর জন্য অবিরাম ভালোবাসা। ❤️❤️
জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক। জালোরে জালো টেম্পু স্টানে বাতি জালো, টাকা দেখা যায় না।আমলীগ, টেম্পুদল আমরা দুটি ভাই,চেতনা বেচা খাই 😅
খুবই গুরুত্বপূর্ণ ইপিসড স্যালুট ডক্টর পিনাকী দাদাকে🙋♂❤রাজনীতিতে আপনার মত বিচক্ষণ, সাহসী এবং বিশ্লেষক মানুষ আমাদেরকে খুব দরকার✍
পিনাকে ভাই, একদম বাস্তব চিত্র প্রকাশ করেছেন।ধন্যবাদ আপনাকে।
খুব দারুণ বিশ্লেষণ করলেন পিনাকী দাদা। সংশ্লিষ্ট দায়িত্বশীল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিশ্লেষণ টি শুনুন আর বিবেচনা করুন।
সুন্দর ধারণা, এবং “আদিবাসী" নিয়ে যৌক্তিক প্রমাণ উপস্থাপন করার জন্য ধন্যবাদ বস ❤❤❤❤❤
দাদার নিরপেক্ষ অবস্থানটা খুব ভালো লাগলো।ঢালাওভাবে সব পাহাড়িদের সন্ত্রাসী না ভাবায় খুশি হলাম
পিনাকী ভট্টাচার্য স্যারের কথা বরাবরই যুক্তি যুক্ত ❤
আজকে সর্বদলীয় শিক্ষা মূলক আলোচনা হয়েছে।। আশা করি সবাই মিলে মিশে একসাথে থাকতে কোনো সমস্যা নেই।।
❤️এমন সাহসী সংবাদ দেখানোর জন্য এদেশের আপাময় জনসাধারণের পক্ষ থেকে পিনাকি দাদা কে স্যালুট জানাচ্ছি❤️
জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক। জালোরে জালো টেম্পু স্টানে বাতি জালো, টাকা দেখা যায় না।আমলীগ, টেম্পুদল আমরা দুটি ভাই,চেতনা বেচা খাই 😅
আমি তো অবাক 😲😲😲
এরকম কথা কোন দিন শুনিনি,
ধন্যবাদ "দাদা" ভালোবাসা অবিরাম।
Love You 😘😘
পিনাকী দাদা আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনার প্রতিভা মুখি সমাধানযোগ্য ও গঠনমূলক আলোচনার জন্য অনেক ধন্যবাদ
আগে সংস্কার,, পরে নির্বাচন ❤️❤️❤️
আল্লাহর নামে শুরু করি❤
ভালো লাগল পিনাকি দাদা 😍
ভালোবাসা রইল আপনার প্রতি❤
Vondo pinaki, omuslimder mukhe allar nam nea haram😂
Uni Muslim don't you know that
সবাই ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি তে ব্যাস্ত আপনাকেই দেখলাম দেশ কে নিয়ে ভাবতে... ❤❤❤এখনো আমরা পরাধীন ভাবতেই গা শিউরে ওঠে
পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আরো অনেক সতর্ক হওয়া দরকার সেখানে কোন সামরিক ঘাঁটি গড়ে তোলা দরকার।
আদিবাসী ধারণা নিয়ে অসাধারণ রেফারেন্স। দোয়া রইলো দাদা।
পিনাকী ভট্টাচার্য স্যার এবং ইলিয়াস হোসেন ভাইকে এর জন্য অনুরোধ থাকবে আপনারা এভাবে জ্ঞান দিয়ে যাবেন তাহলেই আমাদের বিবেক জাগ্রত হবে। আমাদের পরিবার লীগ সমর্থন করত কিন্তু আপনাদের আলোচনায় বিবেক জাগ্রত হয়েছে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত জামাতকে সাপোর্ট করে যাব এবং তাদের হয়ে কাজ করবো। আমাদের পরিবার অনেক বড় সবাইকে বলেছে এখন থেকে জামাতকে ভোট দেওয়ার জন।
শুনে কলিজা ঠাণ্ডা হয়ে গেল।
❤❤❤
তোরা সব লেবাসধারী জঙ্গি মুখোশধারী ইবলিশ জাহান্নামের কীট। রাজাকারদের চাইতেও ভয়ংকর। ইবলিস যেমন মানুষকে নষ্ট করে তোরা তেমনি দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।
দাবি মোদের একটাই আসিফ নজরুলের পদত্যাগ চাই,,,কে কে একমত
দাদাকে অসংখ্য ধন্যবাদ বাস্তব ও তথ্যভিত্তিক সমস্যা তুলে ধরার জন্য।
আদিবাসী, পাহাড়ী, চাকমাদের সহ সকল দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যে যাই বলুক আমরা সকলে মিলে মিশে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সকল জনগণের অধিকার সম্মান ও শান্তি রক্ষার্থে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ পার্থক্য শুধু একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ আমাদের সফল হবে ইন্ডিয়ার আগ্রাসন থেকে এ দেশকে মুক্ত করে তবেই আমরা সান্ত্ব হয়ে ঘরে ফিরবো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে রাজ পথে প্রতিটি ইঞ্চি ইঞ্চি বালীর কনার সাথে যুক্ত হয়ে থাকবো ইনশাআল্লাহ।
আগে দেশের জাতীয় সংগীত বদলাতে হবে. একটা হিন্দুর লেখা কবিতা জাতীয় সংগীত থাকতে পারবে না.
আপনি দেশ জাতির বিবেক একজন বিপ্লবী সাহসী সংগ্রামী নিবেদিত প্রান।
অসংখ্য ধন্যবাদ দাদা
যারা ইলিয়াস ভাই ও পিনাকি কে গোপন তথ্য দিয়ে সহযোগিতা করেন তাদের অসংখ্য ধন্যবাদ 🎉🎉
Inkelab zindabad😊
DGFI and Jamat
ইনকিলাব জিন্দাবাদ ✊✊✊ফাস্ট কমেন্ট 😎🤟
আলহামদুলিল্লাহ অসাধারণ চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা সেলুট দাদাভাই আপনাকে এগিয়ে যান শুভ কামনা বাংলাদেশ ❤❤❤❤❤❤
এমন সাহসী সংবাদ দেখানোর জন্য ২০ কোটি জনগণের পক্ষ থেকে পিনাকী দাদাকে হাজারো স্যালুট।
সমন্বয়ক সারজিস আলম
ফেক আইডি ফেক নাম দিয়ে একই ধরনের উত্তর কপি পেস্ট করো কেন আমরা বিশ্বাস করি সমন্বয়ক দের মাথায় ঘিলু আছে
জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক। জালোরে জালো টেম্পু স্টানে বাতি জালো, টাকা দেখা যায় না।আমলীগ, টেম্পুদল আমরা দুটি ভাই,চেতনা বেচা খাই 😅
জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক। জালোরে জালো টেম্পু স্টানে বাতি জালো, টাকা দেখা যায় না।আমলীগ, টেম্পুদল আমরা দুটি ভাই,চেতনা বেচা খাই 😅
ভাই সার্জিস তুমি তো ছিড়ু দাস পাল, তোমরা কি বাল ফালাও? সব র এর এজেন্ট রা উপদেষ্টা হিসেবে বসে আছে। এত কমেন্ট করার দরকার নেই, পারলে এসব র এর এজেন্ট দেরকে প্যাদিয়ে বের করে দাও,দেখি তোমাদের কত হেডম।
সোনার মাথা আছে, ২০০০ এর বেশি খুনের দায় সহ হাসিনাকে রাস্টিয় বিমান দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে, এসে বলে পালিয়ে গেছে,,, আর আবাল মফিজ গুলো নাচা নাচি @@nazmayasmeenmunni7894
পিনাকী দাদাকে উপদেষ্টা বানানো হোক আপনারা কে কে আমার সাথে একমত আছেন❤❤❤❤
খাগড়াছড়ি থেকে বলছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, দোয়া রইলো আপনার জন্য❤
ধন্যবাদ
❤
❤❤❤ আমি ও❤❤❤
@@mdwashim990 Khagrachhari nki...
দাদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এমন সুন্দর গঠণমূলক বিশ্লেষণের জন্য!👍❤️
আসলে আজ পর্যন্ত কোন সরকারই বলুন আর রাজনৈতিক দলই বলুন, এই পার্বত্য জনগোষ্ঠী'গুলোকে নিয়ে ভালো এবং সুদূরপ্রসারী কোন কিছুই ভাবতে পারেনি! পার্বত্য জনগোষ্ঠী'গুলোর বুকের কান্না শোনার সময় তারা কেউই দিতে পারেনি! যা দিতে পেরেছে তা হলো সুদীর্ঘকালের বঞ্চনা, মিথ্যার আশ্বাস আর সারা দেশের সমতলবাসী বাঙালী ভাইবোনদের সাথে এই পার্বত্য জনগোষ্ঠী'গুলোর মধ্যে সবসময়ই বিদ্যমান রাখা ভুল বোঝাবুঝি আর সংঘাত!
অথচ আমরা সবাই ভাই-ভাই, ভাই-বোন, আর একই মায়েরই সন্তান!
দাদাকে শ্রদ্ধা এবং নমস্কার 🙏❤️
❤❤❤😢
আপনার জন্য মন থেকে ভালোবাসা রইল, আপনার সুস্থতা কামনা করছি ❤
অসাধারণ বিশ্লেষণ। আমি পার্বত্য চট্টগ্রামের লাইন রেখার বাসিন্দা। আমি সহমত পোষণ করছি
Thanks!
❤❤
❤❤❤❤❤
❤❤
❤❤ rich 😎
দাদা তোমাকে ধন্যবাদ। প্রথাগত সামাজিক ভূমির মালিকানা সংরক্ষণ অবশ্যই দরকার পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রেখে বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে।
তেজস্বী ও স্পিরিট নিয়ে স্ক্রিপ্ট লিখার জন্য ও বাংলার মানুষকে তেজস্বী করার জন্য পিনাকী দাদা ও ইলিয়াস ভাইকে এবং মেজর ডালিম কে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য মুল্যবান মন্তব্যে করার জন্য প্রানঢালা শুভেচ্ছা
hasnat vai chesta karun,pinaki daa elias vai r kanok saroar k opodesta korar jonno,desta pora palte debe unara,love you brother hasnat,i am kuwaite
হাসনাত ভাই এখনো কেমনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থাকবে ভাই,
আমাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করেন।
মহান আল্লাহর কাছে শুকরিয়া পিনাকি দাদার মত একজনকে বাংলাদেশে দান করেছেন আলহামদুলিল্লাহ ❤❤❤
"এই ভিডিওটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। অনুভূতিগুলো এতটা গভীরভাবে প্রকাশিত হয়েছে যে মনের ভিতর একটা আলাদা জায়গা তৈরি করে নিল। অসাধারণ কাজ! ❤️"
দেশপ্রেমিক ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারন্টির উপর আঘাত মানে বাংলাদেশের অখণ্ডতার তথা অস্তিত্বের প্রশ্ন?সশস্ত্র বাহিনীর সহ বাংলাদেশের ৪০ কোটি জনগণ কে এখানেই সোচ্চার হতে হবে।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এগিয়ে যাক দোয়া ও শুভকামনা রইল ফিআমানিল্লাহ
আপনি বাংলা শ্রেষ্ঠ সন্তান আপনার জন্য ভালোবাসা❤
বিশ কোটি মানুষের মনের কথা বলার জন্য পিনাকি দাদা কে স্যালুট জানাই।।
✍️সমন্বয়ক সারজিস আলম
কিছু কিছু ভাইয়েরা বাবা মারা যাওয়ার পর পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে সেই সব ভাইদের জন্য কঠিন আইন জারি করে যাবেন, আপনাদের জন্য আমরা যারা বঞ্চিত বোনেরা আছি সবার পক্ষ থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক প্রধান উপদেষ্টাসহ সবাইকে সুস্থ রাখুন আমিন
@@Minza_vlog আমার বাবা মারা গেছে চাচাদের উস্কানিতে আমার দাদাদাদিকে ভুলিয়ে আমাদের কে বঞ্চিত করে রেখেছে 😢 আমরা সম্পত্তির ভাগ পাচ্ছি না। বাড়িছাড়া হয়ে আছি😢
IHDINAS SIRATAL MUSTAQIM...
বাংলাদেশের অফিস আদালত হয়রানি বন্ধ করার আওয়াজ তুলুন
Students For sovereignty এর অপরাধ কি? যারা এই সংগঠনের বিরুদ্ধে তারা আসলে কে?
১৯৯৬ সনের জানুয়ারী মাসে মাটিরাংগা যাওয়ার আগে ১টি বই পড়ার সুযোগ পাই, বইয়ের নাম "পার্বত্য চট্টগ্রাম এখনো যড়যন্ত্র " এই বই পড়ে যা জানলাম তা আমাকে ভীষণ চিন্তিত করেছে ১জন জন্মগ্রহনকারী দেশপ্রেমিক হিসেবে........ ইত্যাদি।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অন্যতম কর্নধার প্রিয় বিপ্লবী নেতা ও দাদা ভাই,
সহমত পোষণ করছি।
সময় উপযোগী সুচিন্তিত সুস্পষ্ট সঠিক তথ্য দেওয়ার জন্য শুভেচ্ছা রইল অবিরাম।
ইনকিলাব জিন্দাবাদ।
দাদা আপনিই সত্যিকারের দেশপ্রেমিক।
ভালবাসা অবিরাম।
আসিফ নজরুলের পদত্যাগ চাই শীঘ্রই, কে কে একমত??
✍️সমন্বয়ক সার্জিস আলম
আপনি কি আসলেই সারজিজ না ফেক আইডি জানাবেন
বিএনপিকে দেখছি
আওয়ামী লীগ কে দেখছি
এরা কোন দল ভালো না
এ দলগুলো হচ্ছে দেশের মানুষের রক্ত চুসা
বাংলাদেশের নতুন সরকার চাই
একমত
সাংবাদিক হওয়া সহজ,, কিন্তু একজন অনুসন্ধানী পিনাকী ভট্টাচার্য হওয়া খুবই কঠিন
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
তাই নাকি?
😂😂😂😂
কমেন্ট সেকশনে দেখি ম্যাক্সিমাম সমন্বক এখানে।
অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনা যা বাস্তবায়ন করা জরুরী।
20 কোটি বাংলাদেশের জনগণের মনের ভাষায় কথা বলার জন্য ড.পিনাকি দাদাকে সেলুট।❤️❤️
সমন্বয়ক সারজিস আলম
দালালি বাদ দাও দেশকে ভালবাস
😏😏😏😏😏দালালি
ভবিষ্যৎ বন্যা নিয়ে চিন্তা করো, খালগুলাকে আপডেট কর, রাস্তার মধ্যে অতিরিক্ত এক্সিডেন্ট হচ্ছে এগুলা নিয়ে চিন্তা করো,
Pinaki Bhattacharya একজন হিন্দু হয়ে আমাদের ধর্মের ব্যাপারে সে কত সম্মান করে। আল্লাহ যেন pinaki Bhattacharya কে ❤❤ হেদায়েত দান করেন।আমিন।
এমন সাহসী সাংবাদ দেখানোর জন্য ২০কোটি জনগণের পক্ষ থেকে দাদাকে হাজারো স্যালুট
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
দারাজের সমন্নায়ক হাসনাত আব্দুল্লাহ
@right 😅 mkabdullah2
একই ধরনের উত্তর কপি পেস্ট করো কেন নিজে থেকে কিছু লেখ
হাচিনার ছেলে নাকি? @mkabdullah2
এসব চিন্তা আগে থেকেই মাথায় ঘুরতেছিল কিন্তু আজকে দাদা মনের কথা বললেন। চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলকে উন্নয়ন করে মেঘা ট্যুরিস্ট স্পট বানানো হোক। পাশাপাশি আশপাশের দেশগুলোর হুমকি মোকাবেলায় সেখানে আরো দরকার হলে প্রতি জেলাতে আরো নতুন ২টা করে ক্যান্টনমেন্ট তৈরি করা হউক।
দাদা আপনি ইলিয়াস ভাই আমাদের অহংকার, আপনারা আসলেই দেশপ্রেমিক❤
❤🇧🇩
সাংবাদিক হওয়া সহজ কিন্তু একজন পিনাকী দা এবং ইলিয়াস ভাই হওয়া অনেক কঠিন
✍️সমন্বয়ক সারজিস আলম
অনেক দিন ধরেই এই বিষয়ের ওপর তথ্য খুজছিলাম। এই ব্যাপারে পিনাকী দাদা যে মুখ খুললেন তাতে শুকরিয়া।
কয়েক বছরের চট্টগ্রামের ঘটনা দেখে আমি ভাবতে পারছিলাম এরকম একটা কিছু হবে কিন্তু দাদা আজ আমি নিজেকে ভিডিও যে পরিষ্কার করলেন অনেক ভালো লাগলো ভালো
১৮কোটি বাংলাদেশের মানুষের মনের ভাষায় কথা বলার জন্য পিনাক্কী দাদাকে স্যালুট...
✍️সমন্বয়ক সারজিস আলম
সার্জিসের ভুয়া আইডি এটা
-সমন্বয়ক হাসনাতের বোন
দেশ ও জাতির স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য পিনাকী দাদা ও ইলিয়াস ভাইকে অসংখ্য ধন্যবাদ।
সমন্বয়ক সারজিস আলম
ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি এই রাস্টে অনেক বিষয়ে নলেজ রাখেন এবং ভালো কাজের অংশীদার আপনি। একটা বিষয় দীর্ঘদিন অভিশাপ হিসেবে লেগে আছে সে বিষয়গুলো দেখবেন, যার উল্লেখযোগ্য হলো বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা যাহা বিনা বেতনের পেশা হয়েও বেকারত্বের ফ্যাক্টরি হিসেবে পরিচিত, অথচ বি সি এস পরীক্ষা উত্তীর্ণ হলে বাড়ি, গাড়ি, বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা মুলক পেশা সময় মত হচ্ছে এবং পরীক্ষা পদ্ধতি ও সহজ, অথচ হাজার হাজার বাবা মায়ের স্বপ্ন আজ বিলিন হচ্ছে বেতনভুক্ত পেশা হয়েও পরীক্ষায় অনিয়ম হলে রিভিউ এর সুযোগ আছে, এবং এই সরকার বিসিএস এ একবার এমসিকিউ পাস করলে আর লিখিত পরীক্ষা দিতে হবে না উদ্যোগ নিয়েছে,এবং আরও সহজ নিয়মতো আছেই, যাহা আপনার উদ্যোগে হয়েছে, অথচ বিনা বেতনের পেশা বৈষম্য সৃষ্টি করে আজ অনেক আইনের ছাত্র হতাসায় ভুগছে, দয়া করে আমাদের বিষয়টা দেখবেন, আল্লাহ আপনার সহায়ক হউক।
দেশপ্রেমিক ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারন্টির উপর আঘাত মানে বাংলাদেশের অখণ্ডতার তথা অস্তিত্বের প্রশ্ন?সশস্ত্র বাহিনীর সহ বাংলাদেশের ৪০ কোটি জনগণ কে এখানেই সোচ্চার হতে হবে।
অসাধারণ বুদ্ধিদীপ্ত পরিকল্পনা ❤❤ গুরুজী যুগ যুগ জিয়ো ❤
1:20 আসেন আল্লাহর নামে শুরু করি 😮😮❤
কারন সব দর্শক মুসলিম
Pinaki Bhai 2019 er dikei Islam grohon korchen, backlash er bhoye prokash koren nah ponaki Bhai er bou o musolman
দাদা আমরা কখনো আলাদা রাষ্ট্র চাই নাহ।আমরা শুধু আমাদের পরিচয়ে সংবিধান চাই।তা ছাড়া আর কিছুই নাহ।
❤❤❤
Students for sovereignty কে ধন্যবাদ জানাই, দীর্ঘদিনের আদিবাসী বিষয়ক সমস্যাকে সকলের সামনে তুলে ধরার জন্য এবং বাংলাদেশী জাতীয়তাকে চূড়ান্ত এবং একমাত্র পরিচয় হিসেবে গ্রহণ করার জন্য।🎉🎉🎉
সভারেন্টিরা আদিবাসী নিয়ে পাহাড়ীদের অন্যায় আবদারের বিরুদ্ধে না দাঁড়ালে রাখাল রাহা গং গোপনে দেশটা ভাঙ্গার ব্যবস্থা করতো। আর ভারত তো এর অপেক্ষাতেই আছে। মানুষ হুজুগে মেতে অন্যায় দাবিদারদের প্রতি আবেগ দেখাচ্ছে। এদিকে দেশ ভেঙে যাওয়ার উপক্রম।😢😢😢
বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে পিনাকী দাদা এবং ইলিয়াস ভাইকে
দাদার গবেষণা অবিরাম চলতে থাকুক,,,,
স্যালুট দাদা। সবসময়ই আপনার সূক্ষ্ম বিশ্লেষণ আমাদের দেশের উন্নয়ন এর জন্য দরকার। একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে আপনার জন্য অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই!
আসিফ নজরুল ও সেনাপ্রধানের পদত্যাগ চাই। সবাই আওয়াজ তুলুন।
সমন্বয়ক সারজিস আলম
আপনারা পথমেই ভুল করেছেন
বিপ্লবী সরকার ঘোষণা না দিয়ে
যতগুলি উপদেষ্টা আছে দুই একজন ছাড়া সবগুলি ভারতের দালাল
u r right brother love you brother
এক মত
আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন ভাইয়া ❤❤
পিনাকী দাদার অভিজ্ঞতা উপদেষ্টাদের কাজে লাগানো উচিত।
প্রিয় পিনাকী স্যার
আপনাকে মানবতার দিক থেকে সত্য প্রকাশ এবং অন্যায় কে অন্যায় বলে বিবৃতি প্রকাশ করায় স্যালুট জানাই
আমাদের মাঝে পিনাকী দাদা হাজার বছর ধরে বেঁচে থাকুক ❤❤❤
তারপর? হাজার বছর পর কি হবে?
আসিফ নজরুলের পদত্যাগ চাই কে কে একমত
আমি ❤❤
ভোরের প্রথম আলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত ও আমাদের দায়িত্ব। এই মুহূর্তে আমরা স্মরণ করি জুলাই অভ্যুত্থানের শহীদদের, যারা দেশের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ তাদের জান্নাতে স্থান দিন। শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে সঠিক পথে চলার।
আমিন।
খুবই গুরুত্বপূর্ণ এপীসুট ❤❤❤❤❤ধন্যবাদ দাদা আপনাকে ইনকিলাব জিন্দাবাদ
আসিফ নজরুলের পদত্যাগ চাই কে কে একমত দেখতে চাই
ভাইজানকে কি শয়তানে লারে
Asif Nazrul sir er nekot tumar bou k hunga dele podotegh korbe
এত চাওয়া কেন?
Tui awamileg dalal
আমিও চাই ভাই 😮
দেশ রক্ষায় আমরা সবাই এক ✊ বাংলার জনগণ এক হও এক হও ✊
ধন্যবাদ দাদা।
আজকের লেকচার থেকে আমাদের অনেক কনফিউশান দূর হলো। অসংখ্য ধন্যবাদ
এটা ভালো বলেছেন -- আদিবাসী বর্ণণায় যে সুবিধা পাওয়া যায় রাষ্ট্র সেই সুবিধাগুলো প্রদান করুক।
দাদা, আমি আপনার একজন ফলোয়ার। আমি মনে করি, আদিবাসী মানে এর এই সম্পত্তির শুরু থেকে তারা বসবাস। তার মানে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ওই জায়গার মালিকানা তারা। আর সেটি উপজাতি জনগণ ভালো করেই জানে। তাই কোন আদিবাসী, উপজাতী নয়, বরং বাংলাদেশী হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়া উচিত। আর তারা যদি আদিবাসী হিসেবে নিজেদেরকে দাবি দাবি করতে চায়, তার মানে তাদের উদ্দেশ্য ভিন্ন।
কাপ্তাই লেক এখন আর শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নেই। বরং পর্যটনসহ বিভিন্নভাবে সেখানকার মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িয়ে আছে লেকটি। তাই এখন কাপ্তাই বাঁধ ভাঙার যৌক্তিকতা তুলনামূলক কম।
ডাঃ পিনাকী ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস ভাই জন্য শুভকামনা রইল ❤❤
বহুদিন পর আপনার সাথে একমত হতে পারলাম।শিক্ষনীয় ছিল কন্টেন্ট টি।ধন্যবাদ।
আগে চোখে পট্টি বেধে রেখেছিলেন দেখে একমত হতে পারেন নাই
এমন সাহসী সংবাদ দেখানোর জন্য ২০ কোটি জনগণের পক্ষ থেকে পিনাকী দাদাকে হাজারো স্যালুট।
দুর পাগলা গাদার দল
অসাধারণ দাদা!!! আপনার প্রতিটি এপিসোড আমার নতুন চিন্তার খোরাক যোগান দেয়।
প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী ও সংসদ সদস্যদের বিদেশে চিকিৎসা নেওয়া বন্ধ করা উচিত। এতে দেশের চিকিৎসা খাতে বিনিয়োগ ও উন্নয়নের সুযোগ বাড়বে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে। দেশেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠবে, যা সবার জন্য উপকারী হবে।
Right ❤
Sohomot