সুদান - আরব বিশ্বের খাবারের ঝুড়ি | বিশ্ব প্রান্তরে | Sudan | Bishwo Prantore
Вставка
- Опубліковано 24 лис 2024
- সুদান আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি দেশ। প্রাচীন কাল থেকে সুদান আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে সেতু বন্ধন হিসেবে কাজ করছে। দুর্ভাগ্যবশত বিশ্বের গণমাধ্যমগুলোতে সুদান সবসময় ভুলভাবে উপস্থাপিত হয়ে এসেছে। সুদানে অনেক ভালো দিকও রয়েছে যা এখন পর্যন্ত অনেক মানুষের কাছে অজানা। আজকের আমরা সুদান সম্পর্কে জানা অজানা; মজার এবং অবাক করা তথ্যই জানবো।
#সুদান #Sudan #বিশ্ব_প্রান্তরে
------------------------------
I Feel Alive by Alex-Productions / alexproductionsmusic
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Free Download / Stream: bit.ly/47gExcF
Music promoted by Audio Library bit.ly/49FeDRm
I Feel Alive - Alex-Productions (No Copyright Music) • I Feel Alive - Alex-Pr...
------------------------------
⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে - পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না। ⚠ DO NOT DOWNLOAD and RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুণ। ✔✔✔ PLEASE SHARE UA-cam Link Of This VIDEO
💡 Video Footage and Photo Used Under Creative Commons License.
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি - ঘটনা - সময় বা স্থানকে উপস্থাপন করে না - দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢
Fair Use Disclaimer:
====================
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 6000 Law No. 68 of the year 6000 of Bangladesh under Chapter 6 - Section 66 and Chapter 16 Section 76. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism - comment - news reporting - teaching - scholarship - and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit - educational or personal use tips the balance in favor of fair use.
সুদানের মানুষ অনেক ভাল।এটার একটা ছোট্ট কাহিনি বলি,এই রমজানে এক সুদানিকে ইফতারের আগ মুহূর্তে নামানোর পর সে আমারে ইফতারের অফার করে, আমি না করি কিন্তু সে যাদের কাছে আসছে তারা যখন আমার কথা জানলো, তখন ৩,৪ জন ভিতর থেকে এসে আমাকে ইফতার করতে বাধ্য করলো। আল্লাহর কসম করে বলছি তারা ঐদিন আমাকে অনেক অনেক সম্মান করেছে। আরেক দিন আমি গাড়িতে চাবি রেখে লক করে ফেলছি,এক সুদানি এসে অনেক্ক্ষণ লেগে চাবি বাহির করতে সাহায্য করছে। আমি তারে কিছু বিনিময় অথবা কিছু খেতে অফার করছিলাম কিন্তু সে আমারে একটা কথা বললো মুসলমান হিসাবে অন্যের বিপদের সাহায্য করাই একজন মুসলমানের ধর্ম। এবং কোন বিনিময় ও খেতে রাজি হইনি।
োোৌোোৌৌোো৷
একজন মুসলমানের পরিচয় এমনটাই হওয়া উচিত। কিন্তুু আফসোস আমরা দিন দিন অমানুষে পরিনত হচ্ছি। আমরা শুধু নামেই মুসলমান রয়ে গেলাম।
Kotha sotto 💯
Cmt er Kotha right sudani Manus kalo hole oh onk valo😊
Feed me more...
আমি সুদান তিন বছর ছিলাম৷ খুব ভালো একটা দেশ মানুষ গুলোর ব্যাবহার ও অনেক ভালো
ডাকাত সব
তুমি কি সুদানের বালি পরিস্কার করতে গিয়েছিলে,, যতসব গাঁজাখোর
সহমত
সুদানী অনেক সহকর্মীর সাথে কাজ করার সুযোগ হয়েছে।তারা খুব ভালো মনের মানুষ। অর্থনৈতিকভাবে গরিব হলেও তারা হাসিখুশি এবং ধর্ম ভীরু ❤
7:41
অর্থনৈতিক দূর্বল অথচ আপনি সুদানে
এটা পাগলামি না হাস্যকর 😅😅
বাংলাদেশেও তো গরিব। কত বাংলাদেশিরা প্রবাসে গিয়ে কত কষ্ট করে। তবে বাংলাদেশে রাশিয়া জাপান চীন ভারত আরো অনেক দেশের হাজার হাজার লোক কাজ করে। আপনারা কোন জগতে বাস করেন@@Howrahcityblog
@@Howrahcityblogoni Sudan e taken na middle east e onek Sudani ache oni oy shohokormi der shate kaz koreche atai bolche
সুদানের মানুষ আসলেই খুব ভালো মনের মানুষ। আমি আজ দুই বছর দরে আছি সুদানের কিছু মানুষের সাথে,তাদের ব্যবহার বলার মতো না,, এতো ভালো হয় কি ভাবে ? আল্লাহ তাদের কে ন্যাক হায়াত দান করুক আমিন,আর তাদের দেশের এই সমস্যা যেনো খুব তাড়াতাড়ি সমাধান হয় দোয়া করি 🤲🤲
Apnar Sathe Kotha bolte chai
সুদান সম্পর্কে ভালো কিছুই জানতে পারলাম....
আমার মনে আফ্রিকা মহাদেশের অনেক সুন্দর ও সম্ভাবনা ময় দেশ রয়েছে,, যা ভাল রক্ষনাবেক্ষন করতে পারলে ও সুন্দর ভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পারলে,, আরও অনেক বেশি এগিয়ে যাবে ও বিশ্বের মানুষ জানতে পারবে..❤❤❤❤❤
সুদানীর মানুষ গুলো অনেক ভালো মুসলিম, তারা আমাদের কে যথেষ্ট ভালবাসে
Muslim?? Ami vebechilam Manush!
সুদান সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্যে। ❤
সুদানের মানুষ গোল কালো কিনতু এদের মন ও আচার ব্যবহার খুবই ভালো। আমি এই দেশটার পেমেপরেগিয়েছি। আমি এই দেশে অনেক দিন ছিলাম ।
A
প্রেমে হবে বানান টা।
মাশাল্লাহ অনেক সুন্দর জায়গা
দিদি আপনার অপূর্ব সুন্দর ভাষা শৈলীর জন্য ই সুদান এতো সুন্দর। আপনি আপনার চেষ্টা চালিয়ে যান
সঙ্গে আছি ছিলাম থাকবো।( ভারত বর্ষ) ❤❤❤❤❤❤❤❤❤
তোমার উপস্থাপন খুব সুন্দর হয়েছে তুমি চালিয়ে যাও বন্ধু
আপনার কন্ঠে বিশ্ব প্রান্তরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাই। আপনার সাবলীল ভাষা অত্যন্ত ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।
উপস্থাপনা যথেষ্ট সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লেগেছে তাই সাবস্ক্রাইব করলাম
আলহামদুলিল্লাহ। সুদান সুদান সম্পর্কে সুন্দর তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।
মাশাল্লাহ অনেক সুন্দর দেশ সুদান
আমিও সুদান গিয়েছিলাম, ভিজিটে গিয়েছিলাম, তিন মাস সাত দিন দুটি শহরে কাটিয়েছিলাম, সিটির নাম হচ্ছে কারতুম সিটি এবং উন্ধুর মান সিটি, ওখানকার মানুষ খুবই ভালো এবং নম্র,
Assalamualaikum
Ami Sudan Khartoum berata jaita chai,apni kivabe gacan Jodi bolen tahola khub upokar hoto...plz help me
Amio zete cahi...kivabe zabo... Help plz
অনেক সুন্দর আর মজার দেশে অনেক ঘুরেছি👌
অনেক সুন্দর হয়েছে
২০১৭ সালে মদিনায় হজ্জ পালন করার সময় ৪ জন সুদানী ভাইয়ের সঙ্গে আলাপ হয় এবং শেষ পর্যন্ত তাদের সাথে আমার বন্ধু হয়ে যায়। ঐ স্মৃতি কোন দিন ভুলতে পারবো না।
Thanks for a wonderful information on Sudan, a large country of Africa...
সুজনের মানুষ অনেক লম্বা এবং উঁচু হয়ে থাকে কিন্তু মনের দিক দিয়ে তারা খুব সাদা মনের মানুষ এবং আন্তরিকতা অথিতায় তারা বিশ্বের এক নম্বর অবস্থানে আছে
সুদানকে এমন একটা প্রতিবেদন দেওয়ায় অনেক অনেক ভাল লেগেছে।
সুদানের মানুষ এর মন অনেক ভালো তারা খুব ভালো মনের হয় এবং ধম ভীরু মানুষ ❤❤❤
সুদানের মানুষের মতো মানুষ আর কোথায় নাই এরা অনেক ভালো মানুষ আমি সুদানের ১০ বছর ছিলাম ২০০৪ সাল থেকে ২০১৪ সাল অনেক মানুষের সাথে চলা ফেরা করছি
ভাই আপনি আপনি সুদানের সাথে Export Import এর ব্যবসা করতে পারতেন
চমৎকার উপস্থাপনা
আপনার মাধ্যমে অনেক সুন্দর কিছু তথ্য জানতে পারলাম
সুন্দর লাগলো।
বেশ ভালো লাগলো
সুদানের রাজধানী তে এক বছর ছিলাম।
অনেক সুন্দর দেখতে এই দেশ।
ওখানে কি করতেন।
@@shahimran2133 চাকরি করতাম।
রাজধানীর নাম কি, ভাই?
খার্তুৃন
ও মা গো।
তা আপনি কি করতেন ওখানে?
অনেক সুন্দর আর ভালো মনের অধিকারী সুদানের মানুষ আমি সৌদি আরব ছিলাম ওরা অনেক ভালো
মারহাবা মারহাবা মারহাবা
আমি সৌদি আরব দুইজন সুদানির সাথে কাজ করি তারা অনেক ভালো মনের মানুষ
এই সুদানে পাকিস্তানে বিনিয়োগ প্রয়োজন ❤
অসাধারণ ভিডিও চমৎকার লাগছে দেখতে এবং সুন্দর উপস্থাপন।❤
আমি সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে গিয়েছিলাম। আমি সব সময় মিস করি প্রিয় সুদানকে।
@@robinsarder2148 বেনবেট কত কোন উইনিট
সুদান খাদ্য শস্য ও ফল উৎপাদন করলেও , আরব বিশ্বে খাবার পাঠায় মূলত ব্রাজিল, ভারত, মিশর , জার্মানী , আমেরিকা, চীন, স্পেন, ইটালী , রাশিয়া, ইউক্রেনে,
অনেকেই মুসলিম দেশের উন্নয়ন বা সম্পদ দেখলে সহ্য করতে পারেন না। বিষয়টা অবাক করার মত। 🇧🇩🇧🇩🇧🇩🌙
অনেকেই গরীব মুসলিম দেশকে উন্নত দেশ মনে করে চাপাবাজি করে
আবার মুসলিম,তখন মুসলিম ধর্ম কোথায় ?
মানুষ কেন এত ধর্ম নিয়ে নিজেরা আলাদা আলাদা হয়ে যায় -- বড় কষ্ট হয় , আমরা নাকি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রানী ।
পৃথিবীতে যত প্রান, সবাই ভালো থাকবে , যদি পৃথিবীর বুদ্ধিমান প্রানী মানুষ ভালোভাবে থাকে -- সময় চলে যায় , আর কত কত বছর পর সবার কাছে এই সুন্দর পৃথিবী একটি গ্ৰাম হয়ে উঠবে ।
Islamer pothe chole asho
কী সুন্দর শিক্ষা তোমার!!😂😂@@sujonahmed5329
ইসলামিক দেশ গুলি তো বেশীর ভাগই তো পৃথিবীতে সব চেয়ে বেশী দুর্নীতিগ্রস্ত, অপরাধ প্রবণতা বেশী, দরিদ্রতা বেশী শিক্ষার হার কম , দূষণ সর্বোচ্চ তাহলে ভালো কি করে হলো
মাশাআল্লাহ, ভিডিও টা খুব ভালো লেগেছে,
সুদান মানিষ অসাধারণ মন মানুষিগতা অনেক ভালো
Very descent presentation is highly praise worthy.
সুদান অনেক সুন্দর দেশ❤
অসাধারণ উপস্থাপনা
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে প্রতিবেদনে উপস্থাপিত স্থান সমূহের অনেক জায়গা সম্পর্কে ধারণা আছে। ওখানকার ১ পাউন্ড সমান আমাদের প্রায় ৩৫ টাকা। দেশটি গৃহযুদ্ধ শেষ হলে উন্নত দেশ হতে খুব বেশি সময় নিবে না। আবেই তেল ক্ষেত্রেই প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ আয় হয়।
সুদানের মোসলমান ভাইদের সাথে কাজ করেছি আবুধাবি, তারা খুব ভালো মানুষ
আমি সেখানে 3.5 বছর ছিলাম অনেক সুন্দর একটা দেশ
সুদান এ মানুষ হলো সোজা সরল মানুষ
ম্যাম আপনার কথাগুলা অনেক সুন্দর
সুদানের বেশীরভাগ মানুষই সুন্দর আচার ব্যবহারের অধিকারী। আমি সৌদিতে সুদানী সহকর্মীদের সাথে কাটিয়েছি।
Wow...😮
আমি আমেরিকা,,,সুদান যুদ্ধো বন্ধ করলে আমি কি করবো,আমার অস্ত্র ব্যবসার কি হবে???
বাংলাদেশ নিয়ে একটা ভিডিও করেন প্লিজ
শুভকামনা সুদানের জনগণের জন্য
আমার দেখা ভালো মানুষের দেশ সুদান।
চেহারা যতই কালো হোক এদের আলোকিত আত্মা অনেক বড়।
অভাবী দেশে সেলসম্যান ছাড়াই দোকানে বিক্রয় চলে।
ধর্মীয় সংস্কৃতিতে এরা আভিজাত্যপূর্ণ 🫡
সুদানে ছিলাম আমি সৈনিক সাদেক অনেক ভালো মানুষ সুদানে জোবায় ছিলাম নীল নদের পানি খেয়েছি
সত্যি ,
প্রচারের ওভাবে সুদান দেশটি অনেক পিছিয়ে আছে ,,
Assalamwalaikum 😊. Do upload videos on switzerland,new Zealand,Finland,etc. Please madam 😊
Masha Allah Masha Allah Masha Allah sob kichui Mohaan Allahor neyamot
Very nice story 💕🇧🇩
অনেক বেশি মজার বিষয় আছে ভিডিও তে।🤔🤔🤔🤔🤔
Sotti sudanira onk vlo
সুন্দর
আমাদের বাংলাদেশকেও বিশ্বমিডিয়া বিভিন্ন নেতিবাচক সংবাদ প্রচার করে কোনঠাসা করা চেষ্টা করেছে।
mashaallah sudan is very nice country
বাংলাদেশের চেয়ে আঠারো গুন বড় তবে জনসংখ্যা এতো কম কেনো
I performed haj this year (2024). & met some Sudanese and realised they are very good and soft minded .
Very nice countries sudan❤
সুদানি দের সাথে এক সাথে বসবাস করছি সৌদি আরাবে🇸🇦
Akta help lagba brother
এই কন্ঠ এক দিন তোমাকে বিশ্ব প্রান্তরে নিয়ে যাবে!
সৌদি আরবে আমার অনেক সুদানি বন্ধু আছে-তারা যতেস্ট ভালো মানুষ।
Good
সত্যি সুদান সম্পর্কে জানতাম না
masha allah
বাংলাদেশ থেকেও কমপক্ষে ১০ গুন বেশি উন্নত।
তুই আবাল! না হয় BNP কর্মী তাই বাংলাদেশের উন্নতির স্বীকার করতে চাস না 😡
বাংলাদেশের ১ টাকা দিয়ে সুদানের ৬ টাকা কিনা যায়।
আবার বলে উন্নত আবাল
বেশি উন্নত বলেই যুদ্ধ লেগে আছে 😂😂😂
Looking better than us!!
amra lease nibs jomi. cultivate kora jabe ki?
Ma sha Allah ❤ sudanidhar body always fantastic and 🇸🇩 sudane people good 👍
মাশাল্লা আমি ১২ বছর ধরে বসবাস করছি
ভাই ওখানে নাকি মানুষের নিরাপত্তা কম? সৌদিআরবে সুদানি জন গোস্টি বেশির ভাগ ছিনতাই এর সাথে জরিত
কেমন দেশ ভাই
Help brother
@sabuzkumar একন এখানের অবস্থা কি
Assalamualaikum
Apnar Sathe Kotha bolte chai Vai plz
আপনার voice এ সুদান এর সম্পর্কে জানতে পারাতে খুবই ভালো লাগলো, ধন্যবাদ জানাই আপনাকে।❤❤❤
সুদান সবাইকে অবাক করে দিলো ।
😂😂ty nki
Mashallah ❤
Excellent
সুদানীর মানুষ অনেক ভালো,, কালো সুদানীর সাদা মন ❤
Very good
Nice
আমি সৌদি আরব আছি এইখানে আমার সুদানি কয়েক জন বন্ধু আছে ওরা অনেক ভালো
আলহামদুলিল্লাহ
Mashaalla
আমিন আমিন আমইই-ন ❤️
সুদানের, লোক আর আমরা একসাথে কাজ করছি ❤❤❤❤
ধন্যবাদ
Followed 🎉🎉🎉🎉
Welcome 🎉🎉🎉🎉🎉
আলহামদুলিলাহ সুনদর দেশ সুদান
English sentance is Arab bread basket. So bangla should be Rutir Jhuri not আরব বিশ্বের খাবারের ঝুড়ি
NICE Video
Sudaner manush onek balo .oder mon a allahr voy kaj kor a
Valo
How much doler need whole sudan visit
Nice 🥰🥰
Hi... from Malaysia