♦️রাগ শিক্ষা

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • ♦️রাগ শিক্ষা #raag_kafi♦️কাফি রাগ♦️শাস্ত্রীয় পরিচয়,ছোট খেয়াল,তান #Raag_tutorial #Anup_Majumdar
    রাগ শিক্ষা♦️RAAG KAFI♦️কাফি রাগ♦️শাস্ত্রীয় পরিচয়,ছোট খেয়াল,তান
    Anup_Majumdar
    কাফি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ রাগ
    ঠাট : কাফি।
    আরোহণ : সা র জ্ঞ ম প ধ ণ র্সা।
    অবরোহণ: র্সা ণ ধ প ম জ্ঞ র সা।
    জাতি : সম্পূর্ণ সম্পূর্ণ।
    বাদি : প।
    সমবাদী : স।
    অঙ্গ : পূর্বাঙ্গ।
    পরিবেশনন সময় : মধ্যরাত্রি।
    প্রকৃতি : চঞ্চল।
    পকড় : সা সা, রে রে, জ্ঞ জ্ঞ, ম ম প।
    ন্যাস স্বর : রে,জ্ঞ,ম,প।
    এই রাগে ধ্রুপদ, ভজন ও ঠুংরি গান গাওয়া হয়। কখনো কখনো শুদ্ধ রুপে গ ও নি ব্যবহার করা হয়। কর্ণাটী সংগীত এ রাগ কে ' খরহর প্রিয়া' বলা হয়।
    🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
    ❤️ মনের কথা ❤️
    মানুষ জন্ম নিয়ে যদি মানুষের জন্য ই কিছু না করতে পারি
    তবে মানুষ জন্ম বিথা । আমি মনে করি।
    মানুষের জন্য দেওয়ার মতো আমার যা আছে সেটা সংগীত শিক্ষা।
    এই সংগীত নিয়েই যেটুকু আমি চর্চা করেছি , করছি।
    আমার কাছে দেবার মত মানুষের জন্য এটাই আছে।
    জীবনচক্রে, আমার অবর্তমানে এই ভিডিওগুলি থেকে যাবে।
    এটাই উদ্দেশ্য। ইউটিউব থেকে ইনকাম করতেই হবে । এমন কোন উদ্দেশ্য নিয়ে আমি চ্যানেলটি তৈরি করিনি।
    আমার চ্যানেল থেকে , মঙ্গলবার শুক্রবার বিকাল 05:05 সময়,
    প্রতি সপ্তাহে দুটো করে video ছাড়া হয়।
    আর রবিবার বাদে বাকি দিনগুলিতে একই টাইমে
    short video ছাড়া হয়।
    সংগীত শিক্ষার্থীদের প্রয়োজনমতো ভিডিও বানিয়ে থাকি।
    আপনাদের উপকার হলেই আমার সার্থকতা।
    আর আপনাদের যদি উপকার হয় তবেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি ঠিক ঠাক মনে হয় ,
    তবেই লাইক কমান্ড শেয়ার করবেন।
    ধন্যবাদ
    সকলে খুব ভালো থাকবেন। পৃথিবী মধুময় হোক।
    অনুপ মজুমদার
    🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵
    ♦️তান
    ৮মাত্রা
    1.সর জ্ঞম পধ পম | ণণ ধপ মজ্ঞ মপ
    2.মপ ধণ ধণ ধপ | ণণ ধপ রজ্ঞ মপ
    3.পধ ণধ পধ ণর্স | ণণ ধপ মপ জ্ঞর
    4.ণণ ধপ র্সণ ধপ | মজ্ঞ মপ রজ্ঞ মপ
    ১২মাত্রা
    4. মপ জ্ঞম পণ ধপ | মজ্ঞ মপ র্সণ ধপ
    মজ্ঞ রসা রজ্ঞ মপ
    ১৬মাত্রা
    5.সর জ্ঞর জ্ঞম জ্ঞর | জ্ঞম পধ পম জ্ঞর
    জ্ঞম পধ ণধ ণর্স |ধণ পধ মপ জ্ঞর
    #raagkafi
    #Raag_tutorial
    #Raag_Shikha
    #রাগ_কাফি_বাংলা_খেয়াল
    #raag_kafi_tutorial
    #কাফি_রাগ_দ্রুতখেয়াল_তান
    #kafi_raag_chotokhayal_tan

КОМЕНТАРІ •

  • @GurupodoRuidas
    @GurupodoRuidas Місяць тому +1

    Sarah khub valo laglo😊

  • @SwadeshRanjanDas-pi1ho
    @SwadeshRanjanDas-pi1ho 6 місяців тому +1

    Ki apurbo laglo , khup khup khup valo laglo, apni gurudeb manus, vagoban apnar valo koruk,

  • @uttammondal3833
    @uttammondal3833 6 місяців тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️ মানো মানো
    মরি শ্যাম মুরারি

  • @SwadeshRanjanDas-pi1ho
    @SwadeshRanjanDas-pi1ho 6 місяців тому +1

    খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম আপনি ভালো থাকুন সবসময় আপনার জন্য অপেক্ষা করব অনেক অনেক ধন্যবাদ l

  • @SarmilaSarkar-qw9yk
    @SarmilaSarkar-qw9yk 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤ khub sundor laglo ❤❤❤❤ anek kechu shiklam.

  • @BarunChakraborty-ji1jm
    @BarunChakraborty-ji1jm 6 місяців тому +1

    খুব ভালো লাগলো।

  • @JaydebMandal-c6d
    @JaydebMandal-c6d 6 місяців тому +1

    আপনার ভিডিও দেখে খুব উপকার হচ্ছে অনেক ধন্যবাদ দাদা 🙏

  • @swapnabanerjee1105
    @swapnabanerjee1105 6 місяців тому +1

    ভালো লাগলো

  • @samiranbandyopadhyay5635
    @samiranbandyopadhyay5635 6 місяців тому +2

    UA-cam এ আপনার মতো শিক্ষক এতদিন খুঁজে পাইনি ❤❤❤

  • @kshamapradhan2553
    @kshamapradhan2553 6 місяців тому +1

    আহ্ মন ভরে গেল। অসাধারণ। ধন্যবাদ স্যার।

  • @swapnabanerjee1105
    @swapnabanerjee1105 6 місяців тому +3

    খুব ভালো লাগলো 🙏🏼

    • @subalchandraghosh5160
      @subalchandraghosh5160 3 дні тому

      এ জীবনে যত ব্যথা পেয়েছি গানটির স্বরলিপি দিলে খুব উপকৃত হব।

  • @gobindakarmakar2132
    @gobindakarmakar2132 2 місяці тому +1

    Sir darun laglo style ta

  • @dipakkumarchhatait5895
    @dipakkumarchhatait5895 4 місяці тому +1

    Very beautiful

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  4 місяці тому

      🎹❤️🎵❤️🎹❤️🎵🎹❤️🎵

  • @rekhakarmakar9708
    @rekhakarmakar9708 Місяць тому +1

    Thank you sir, Tan swaralipi dile khub upkar hoto

  • @samiranbandyopadhyay5635
    @samiranbandyopadhyay5635 6 місяців тому +1

    Thank you so much Sir

  • @subalchandraghosh5160
    @subalchandraghosh5160 Місяць тому +1

    আপনি রাগের আলাপগুলো স্বরলিপি ধরে শিখালে খুব ভালো হয়।

  • @akterhossen1693
    @akterhossen1693 10 днів тому +1

    আমি বাংলাদেশ থেকে বলছি। স্যার অনলাইনে আপনার মত এতটা নিঃস্বার্থভাবে এত খুঁটিনাটি দিয়ে রাগ বা খেয়াল শেখায় না। আমার বয়স ৫০। অনেক বছর আগে কিছুটা শিখেছিলাম। ১৫ বছর পর সম্প্রতি আপনার ভিডিও দেখে গান শিখতে ইচ্ছা হচ্ছে এবং চেষ্টা করছি। জানিনা কতটুকু পারবো। কন্ঠ তো আগের মত নাই পারব কি স্যার? আর অনলাইনে বাংলাদেশ থেকে কি আপনার কাছে গান শিখতে পারবো? আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এত সুন্দরভাবে প্রতিটা রাগ শেখানোর জন্য। আপনি ভালো থাকবেন। আপনার সাথে আছি।

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  10 днів тому

      বাংলাদেশ থেকে শেখে তো ।
      whatsapp নম্বরে যোগাযোগ করতে পারেন।

  • @tanmoydas5299
    @tanmoydas5299 21 день тому +1

    স্যার কাফি রাগের গুরুবিনা গান টা তোলান

  • @amarbagdi6159
    @amarbagdi6159 5 місяців тому +1

    সোমতর 28 মাত্রা সারগাম স্বরলিপি দেওয়ার জন্য অনুরোধ করছি

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  5 місяців тому

      ভালো করে বুঝিয়ে বলুন

  • @nityanandamaan8302
    @nityanandamaan8302 6 місяців тому +1

    চমৎকার শেখানোর কৌশল, আপনার sir....
    🌹🌹🌹🌹🌹
    Sir একটি জায়গায় একটু বুঝতে সম্যসা হচ্ছে
    পূর্বাঙ্গ ও উত্তরাঙ্গ এর বিষয়ে । সময়ের ভিত্তিতে না বাদী বা সমবাদী র ভিত্তিতে অঙ্গ নির্ণয় করা হয় ?
    ভালো থাকবেন 🙏

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  6 місяців тому

      বাদী র ভীতিতে । মা এবং পা এই দুটো স্বরে র মধ্যে বাদী হলে একটু ব্যতিক্রমী ব্যাপার আছে। পরের রাগ শেখানোর সময় এই ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবো।

  • @subhadipdas1178
    @subhadipdas1178 5 місяців тому +1

    Sir দূর্গা রাগ করে দেখান

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  5 місяців тому

      অবশ্যই
      পর পর সব পেয়ে যাবে ।

  • @AnjaliMandal-n8t
    @AnjaliMandal-n8t 4 місяці тому +1

    আপনার বাড়ি কোথায় আমি জানিনা, তো আমি বলছিলাম বসিরহাটে সপ্তাহে 1 দিন আসবেন প্লিজ😊

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  4 місяці тому

      আমি বাদকুল্লা (নদীয়া ) কৃষ্ণনগর এ থাকি।
      বসিরহাট যেতে পারবোনা। সময় হবে না।
      অনলাইনে ক্লাস করতে পারেন ।

  • @arjunkuiry9751
    @arjunkuiry9751 6 місяців тому +1

    Sir, esthaer taan to sa te ses hoi niyam anujai
    Tahole aapnito kakhono ma kokhono pa te ses korchhen
    Eta ki kora jai

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  6 місяців тому

      সা তে শেষ হবে এরকম কোন নিয়ম নেই।
      রাগ অর্থাৎ খেয়াল ।

  • @madhabdas2004
    @madhabdas2004 5 місяців тому +1

    Sir ami apnar theke sikte chai

  • @samiranbandyopadhyay5635
    @samiranbandyopadhyay5635 6 місяців тому +1

    Na Sir apni natural c tei korun please

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  6 місяців тому

      ঠিক আছে । চিন্তার কিছু নেই । তোমার কথা মনে থাকবে। Maximum natural c te korbo .

  • @rbag2007
    @rbag2007 Місяць тому +1

    বাদী যেহেতু "পা" তাই অঙ্গ উত্তরাঙ্গ হওয়া উচিত। কিন্ত পূর্বাঙ্গ বলছেন কেন?
    এর কি বিশেষ কোনও কারণ আছে?

    • @Geetobitan-ld2zy
      @Geetobitan-ld2zy  Місяць тому

      এই বিষয়ে কোন একটা ক্লাসে আলোচনা করেছি ।
      তবুও একটু বলে দিচ্ছি , মা এবং পা এই স্বর দুটি র মধ্যে যদি বাদী হয়, বিশেষ কিছু ক্ষেত্রে রাগের আরো কিছু বিষয় যেমন রাগের চলন , প্রকৃতি ইত্যাদির উপরে ভিত্তি করে , অঙ্গের পরিবর্তন হতে পারে।

    • @rbag2007
      @rbag2007 Місяць тому

      @Geetobitan-ld2zy ধন্যবাদ।

  • @Dabasishbala1234
    @Dabasishbala1234 Місяць тому +1

    Sir sato koti pronam.