জাভা পাখির ব্রিডিং কোর্স | জাভা পাখি পালন পদ্ধতি | Java Sparrow Care and Breeding | Java Pakhi Palon

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • জাভা পাখির ব্রিডিং কোর্স | জাভা পাখি পালন পদ্ধতি | Java Sparrow Care and Breeding | Java Pakhi Palon | জাভা পাখির ডিম পাড়ার লক্ষন পাখি পালন পাখির যত্ন
    আজকে আমি মূলত জাভা স্প্যারো পাখির ব্রিডিং নিয়ে কথা বলবো। এখানে মূলত তিনটি বিষয় নিয়ে থাকা থাকলে আলোচনা করা হবে জাভা স্প্যারো কখন ব্রিড করে মানে কোন মাসে থেকে ব্রীডিং টাইম স্টার্ট হয়। জাভা পাখিকে ব্রীডিং করাতে এদের কিভাবে প্রস্তুত করতে হবে। আর সাথে ডিম বাচ্চা করানোর পূর্বে জাভা পাখিকে কিভাবে ডিওয়ার্মিং করাবেন বা কৃমি মুক্ত করাবেন সেটা নিয়েও আজকে কথা বলব। আর সাথে জানবেন জাভা পাখি বছরে কয়বার ডিম দেয় প্রতিবারে কয়টা করে ডিম দেয় ওরা কি পরিমাণ বাচ্চা উৎপাদন করে।
    বিরিডিং এর জন্য বর্তমান সময়ে সবচেয়ে বেশি বাচ্চা উৎপাদনের সক্ষম পাখি হলো জাভা স্প্যারো। এরা যতগুলো ডিম পাড়ে তার মধ্যে প্রায় সবগুলো থেকে বাচ্চা বের হয়। প্রতিবছর একজোড়া জাভা পাখিকে চার বারের মতো ডিম বাচ্চা উৎপাদন করতে দেখা যায়। প্রতিবারে এরা চারটে থেকে আটটি পর্যন্ত ডিম দেয়। এবং চাকরি থেকে সাতটি পর্যন্ত বাচ্চা প্রতিবারে ফুটে থাকে। বাচ্চাগুলোকে প্রথম দেঢ় মাস মা ও বাবা পাখির মুখে তুলে খাইয়ে প্রতিপালন করে। এরপর দুই মাস বয়স হলে তারা পুরোপুরি নিজেদের খাবার নিজেরা খেতে শিখিয়ে এবং উড়তে শিখে যায়। আর মোটামুটি ছয় মাস বয়স হলে ওরা নিজেরাই অ্যাডাল্ট হয় ও বাচ্চা উৎপাদনের মত অবস্থায় চলে আসে।
    প্রথমে আমরা জেনে নেই জাভা স্প্যারো পাখির ব্রিডিং সিজেন কখন। আসলে এই পাখিটা শুধুমাত্র অতিরিক্ত গরমের চার মাস ব্যতীত সারা বছরই ভালোভাবে ব্রিট করতে পারে। আমি যদি সময়কালটা উল্লেখ করতে চাই তবে বর্ষার মাঝামাঝি থেকে মানে আগস্ট মাসের শুরু থেকে এপ্রিল পর্যন্ত টানা আট মাস এদের বৃদিং সিজন হয়ে থাকে। এই সময় তার মধ্যে পাখির ডিম বাচ্চা উৎপাদনের প্রবণতা বেশি থাকে আর বাকি 4 মাস ওদের রেস্টে রাখাই ভালো।
    এবারে আসুন জানি জাভা পাখি কে দিয়ে ব্রিট ক রাতে এবং এর থেকে ডিম বাচ্চা পেতে কি কি নিয়ম মেনে চলতে হবে। ভালোভাবে বাচ্চা পালন করতে চাইলে প্রথমেই সঠিক খাবার দাবার নিশ্চিত করতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন জাভা স্প্যারো এই পাখিটিকে ইন্দোনেশিয়াতে কিন্তু রাইস জাভা বলা হয় কারণ এরা প্রাকৃতিক ভাবে ধানক্ষেতে খুব বেশি পছন্দ করে। আর এটা কিন্তু মূলত ইন্দোনেশিয়ান একটা পাখি। এজন্য আপনি যখন এই পাখিটির খাবার প্রস্তুত করবেন মানুষ ঋদ্মিক প্রস্তুত করবেন তখন তাদের সিডমিক্স অন্ততপক্ষে 70 পার্সেন্ট ধান থাকতে হবে। আসুন আমরা এদের খাবার তালিকা টা প্রথমেই দেখে নি
    জাভা পাখির খাদ্য তালিকা
    ধান ৫০০-৭০০
    চিনা ১০০-১৫০
    কাউন। ১০০-১৫০
    ব্লাকসীড ৫০-১০০
    সুরযমুখি ২০
    ক্যানেরী ৫০-১০০
    এই যে খাবার তালিকা টা আপনি দেখছেন এটা সব সময় মেনটেন করতে হবে। তবে ব্রীডিং চলাকালে ওদেরকে কিছু কিছু করে কেনেরী বীজ সিড মিক্সের সাথে মিশিয়ে খেতে দিতে হবে। এর পেছনে কারণ হলো বিল্ডিং এর সময় পাখির বডিতে প্রোটিন একটু বেশি প্রয়োজন হয় আর এটার অভাব মেটাতে কেনেডির সিট অতিরিক্ত হারে পাখিকে খাওয়াতে হয়। তাছাড়া এই পাখিটিকে সপ্তাহে একদিন বা দুইদিন করে এগ ফুড খেতে দিতে হবে। মৌসুমী যে সমস্ত সবজিগুলো আপনি বাসায় খাবার জন্য আনছেন মাঝে মাঝে সেগুলো একটু একটু আপনার পাখিগুলোকে খেতে দিবেন। ধরন সপ্তাহের একদিন বা দুইদিন 14 দিলেন এবং সপ্তাহে দুই তিন দিন বিভিন্ন রকমের শাক সবজি দূর্বা ঘাস সজনেপাতা নিমপাতা এই সমস্ত খাবার গুলো দিবেন। তাছাড়া নরম খাবার হিসাবে পাখিকে মাঝে মাঝে যার মিনিটের সিট অঙ্কুরিত বীজ খেতে দেয়া যায়। এগুলো এদের ভিটামিন ও মিনারেল এর অভাব পূরণ করতে অনেক বেশি সহায়ক।
    এবারে আসুন আমরা জানি প্রফেশনাল ব্রিরিডাররা কিভাবে জাভা পাখির ব্রিডিং কোর্স করায়। তবে এটা জানার আগে কিছু সতর্কতাঃ বলে নেই আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করেছি আপনাদের প্রাকৃতিক উপায়ে পাখির ভিটামিন মিনারেল এর অভাব পূরণ করার নিয়ম জানাতে তাছাড়া কোনরকম ওষুধ না খাইয়া কিভাবে পাখিকে সুস্থ-সবল রেখে ব্রিট করানো যায় এগুলো আমি শুরু থেকেই বলে আসছি কিন্তু অনেকেই রয়েছেন যারা জানতে চায় আসলে কি ধরনের ওষুধ পাখিকে ব্রীডিং করাতে ব্যবহার করা হয় এ কারণে আজকে আমি আপনাদের সাথে দুইটা আলাদা আলাদা উপায় শেয়ার করব একটা হল ওষুধের মাধ্যমে দ্বিতীয় টা হল ওষুধ ছাড়াই কীভাবে পাখিকে সুস্থ রেখে ব্রিড করানো যায়। প্রথমেই যদি আমরা ওষুধ ব্যবহার করে ব্রীডিং কোর্সের কথা বলি তবে এখানে তিনটি ধাপে ওষুধ ব্যবহার করতে হবে। প্রথম ধাপে পাখিকে তিন দিন লিভার টনিক বা liv50 জাতীয় কোন একটা ওষুধ খাইয়ে প্রস্তুত করে নিতে হবে। তিনদিন এই ওষুধটা খাওয়ানোর পর। পরবর্তী তিন দিন পাখিকে কোন একটা মাল্টি ভিটামিন খাওয়ানো হয়। এক্ষেত্রে আপনি হাতের কাছে যে মাল্টিভিটামিন পাখির দোকানে পাবেন সেটাই ব্যবহার করতে পারেন। এভাবে ছয় দিন পার হবার পর পরবর্তী তিন দিন পাখিকে কৃমির ওষুধ খাওয়ানো হয়। তবে কৃমির ওষুধ টা শুধুমাত্র ঠান্ডা দিন এই পাখিকে খাওয়াতে হয় এটা যদি অতিরিক্ত গরমে অথবা অসুস্থ অবস্থায় পাখিকে খাওয়ানো হয় সে ক্ষেত্রে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
    Copyright Issue:
    If I use your footage which you make then the reason why i don't credit your Name is Actually I don't found you. Cause i Take the Footage From Google. So Thank You a Lot . Sent Me your Name I will Credit you.
    Copyright Disclaimer :
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 23

  • @b.k.kmaataragarden4543
    @b.k.kmaataragarden4543 2 роки тому

    আমি পাখি খুব ভালোবাসি। আপনার ভিডিওতে পাখি দেখে আমার খুব ভালো লাগলো। লাইক দিলাম নতুন বন্ধু হলাম আমার ঘরে আসবেন।

  • @santoshmaity9980
    @santoshmaity9980 Рік тому

    Khub valo laglo ..india

  • @robioulsani6394
    @robioulsani6394 7 місяців тому +1

    ভাই ব্লাকসীড এটা কি ইক্টু বলবেন প্লিজ ❤❤

  • @mdasaduzzaman9027
    @mdasaduzzaman9027 Місяць тому

    ভাই,
    বছরে কয়বার এবং কতদিন পর পর জাভা পাখিকে রিডিং কোর্স করাতে হয় ?
    বললে খুব ভালো হতো ?

  • @7007solaiman
    @7007solaiman 2 роки тому +1

    Wow. bai apnar face Dia video Banan

  • @trishankapaul7069
    @trishankapaul7069 Рік тому +1

    Dada Krimir Course Ta Koi Din Dite Hobe Means Neem pata/neem patar fotano jol ta kotodin dite lagbe ektu bolben kosto kore 🙏🏻

  • @somapaul2932
    @somapaul2932 5 місяців тому +1

    Dada egg food ma ne dim sidho

  • @josnaislam6991
    @josnaislam6991 2 роки тому +2

    প্লিজ ফরপাস পাখির বাচ্চার দাম নিয়ে একটি ভিডিও বানান

  • @dipanjansaha2125
    @dipanjansaha2125 2 роки тому +1

    Khub bhalo Informations pelam Dada. Medicine avoid korai uchhit

  • @afjalkarim3644
    @afjalkarim3644 2 роки тому +1

    Parrot set-up ar vedio dan

  • @refatmiah4203
    @refatmiah4203 2 роки тому +2

    ভাই,,,, আসসালামু আলাইকুম,,,, কেমন,,,
    আছেন,,,???😁😇😅😄😆😊💞💞👍

  • @bimaldhara5478
    @bimaldhara5478 2 роки тому

    বাজিগর পাখির একটি ভিডিও দেখান

  • @ShakilAhmed-lp7sy
    @ShakilAhmed-lp7sy 2 роки тому

    Bhai Japanese budgriger nia video banan please

  • @moinulislam5561
    @moinulislam5561 2 роки тому

    ভাই ঘুঘু পাখি ডিম দেওয়ার পর কি খাবার দিতে হয় এবং ভিটামিন কি খাওয়াতে হবে

  • @sojibofflinedance9620
    @sojibofflinedance9620 2 роки тому

    ভাই আমার বাজরিগার পাখি মিটিং করে কিন্তু ডিম পাড়ে না কি করবো জানাবেন প্লিজ

  • @extrogirl8209
    @extrogirl8209 2 роки тому +1

    Vai grey cocatel (semi adulter)bortoman dam koto?

    • @growlife
      @growlife  2 роки тому +1

      ৫০০০-৮০০০

  • @monoarulhaque9773
    @monoarulhaque9773 Рік тому

    বাচ্চা কতদিনে আলাদা করতে হয়? জানাবেন প্লিজ

  • @xuan_.lee_v
    @xuan_.lee_v 2 роки тому +1

    ভাই আপনি লাইভ করেন না কেন

  • @gaanershohar1425
    @gaanershohar1425 Рік тому

    জাভা পাখি মিটিং করছে না , উপায় কি

  • @birdsloverj
    @birdsloverj 2 роки тому

    জাবা পাখির দাম কেমন?

  • @mdmauna5120
    @mdmauna5120 2 роки тому

    Vai namber lagba pake kenbo jaba

  • @riyadsufian7468
    @riyadsufian7468 2 роки тому

    🌷🌷🐇🐇