"সৎ মায়ের চরিত্র" অডিও যাত্রাপালাটি শ্রবণ করিলাম। ইহা শুনিতে গিয়া যেই সকল ত্রুটি ধরা পড়িল তাহা পর্যায়ক্রমে নিম্নে তুলিয়া ধরিলাম: ক) ইহা অসম্পূর্ণ। মধ্যখান হইতে এক একটি বিরতিতে অদূরদর্শীভাবে কর্তন করা হইয়াছে। ফলে সম্পূর্ণ কাহিনী বোঝা যায় নাই। খ) গানের শিল্পী (নায়ক/নায়িকা) দুইজন দুই স্কেলে গান গাহিবার ফলে সুরের ছন্দ হারাইয়াছে। দুইজন একই স্কেলে গাহিলে অনেক শ্রুতিমধুর শোনাইত। গ) নায়িকার (চন্দনা) দাসীর গানের কথা একদম বোঝা যায় নাই। সখির গানের উত্তরে সে কী বলিতেছে তাহা স্পষ্ট নহে। হয়ত সে রেকর্ডিং এর স্হান হইতে অনেকটা দূরে ছিল। ঘ) সবচেয়ে শ্রুতিকটু লাগিয়াছে যিনি রেকর্ডিং করিতেছেন বা পার্শ্বে দাঁড়াইয়া কেহ অত্যন্ত বেসুরো কন্ঠে গান গাহিবার চেষ্টা করিয়া মূল গানের বারোটা বাজাইয়াছেন। ইহা শ্রোতার জন্য খুবই ক্ষতিকর। উপর্যুক্ত বিষয়গুলি খেয়াল রাখিবার আবশ্যকতা ছিল। প্রয়োজনে ইহা নতুনভাবে এডিটিং করিয়া আজেবাজে সাউন্ড দূর করিবার পদক্ষেপ গ্রহণ করা যাইতে পারে। পরিশেষে আপলোডকারীর নিকট একটি প্রশ্ন। ইহার কী ভিডিও ভার্সন নাই? তবে আংশিক অথবা পুরাপুরি যাহাই হউক না কেন অডিওটি ভাল লাগিয়াছে। এইজন্য আপলোডার ভ্রাতাকে সবিশেষ ধন্যবাদ জ্ঞাপন করিতেছি।
Ok
চাঁদনী রাতের চামেলী jatra pala টা ফুল চাই দিলে খুব খুশি হবো ধন্যবাদ ভাই আপনাকে
দয়া করে চাঁদনী রাতের চামেলি আপলোড করবেন
Nice boss
Mayna motir prem jatra pala deben please
nice
ছবি সহ বইটা দেখতে চাই না হলে ভাল লাগছে না
ভিডিও দেন
Arjinal den
"সৎ মায়ের চরিত্র" অডিও যাত্রাপালাটি শ্রবণ করিলাম। ইহা শুনিতে গিয়া যেই সকল ত্রুটি ধরা পড়িল তাহা পর্যায়ক্রমে নিম্নে তুলিয়া ধরিলাম:
ক) ইহা অসম্পূর্ণ। মধ্যখান হইতে এক একটি বিরতিতে অদূরদর্শীভাবে কর্তন করা হইয়াছে। ফলে সম্পূর্ণ কাহিনী বোঝা যায় নাই।
খ) গানের শিল্পী (নায়ক/নায়িকা) দুইজন দুই স্কেলে গান গাহিবার ফলে সুরের ছন্দ হারাইয়াছে। দুইজন একই স্কেলে গাহিলে অনেক শ্রুতিমধুর শোনাইত।
গ) নায়িকার (চন্দনা) দাসীর গানের কথা একদম বোঝা যায় নাই। সখির গানের উত্তরে সে কী বলিতেছে তাহা স্পষ্ট নহে। হয়ত সে রেকর্ডিং এর স্হান হইতে অনেকটা দূরে ছিল।
ঘ) সবচেয়ে শ্রুতিকটু লাগিয়াছে যিনি রেকর্ডিং করিতেছেন বা পার্শ্বে দাঁড়াইয়া কেহ অত্যন্ত বেসুরো কন্ঠে গান গাহিবার চেষ্টা করিয়া মূল গানের বারোটা বাজাইয়াছেন। ইহা শ্রোতার জন্য খুবই ক্ষতিকর।
উপর্যুক্ত বিষয়গুলি খেয়াল রাখিবার আবশ্যকতা ছিল। প্রয়োজনে ইহা নতুনভাবে এডিটিং করিয়া আজেবাজে সাউন্ড দূর করিবার পদক্ষেপ গ্রহণ করা যাইতে পারে।
পরিশেষে আপলোডকারীর নিকট একটি প্রশ্ন। ইহার কী ভিডিও ভার্সন নাই?
তবে আংশিক অথবা পুরাপুরি যাহাই হউক না কেন অডিওটি ভাল লাগিয়াছে। এইজন্য আপলোডার ভ্রাতাকে সবিশেষ ধন্যবাদ জ্ঞাপন করিতেছি।
Nice