18-12-2023 New Delhi at Shri Ramdash ji Athowale banglow

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • আজ ১৮-১২-২০২৩ জাতি প্রমান পত্রের দাবিতে ন্যাশনাল এসসি কমিশনের চেয়ারম্যান শ্রী অরুন হালদার বাবুর সঙ্গে নিউ দিল্লি লোক নায়ক ভবনে গুরুত্বপূর্ণ মিটিং সম্পন্ন হয়।
    শ্রী অরুণ হালদার বাবু সমিতির নেতৃত্বদের বলেন আমি একজন উদ্বাস্তু পরিবারের সন্তান । এই দাবি ও এই লড়াই আমার নিজের। আমি এই দাবি বাস্তবায়ন করতে আন্তরিকভাবে চেষ্টা করব।
    নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি ডা সুবোধ বিশ্বাস সম্পাদক সর্বশ্রী শ্যামল কান্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিনয় বিশ্বাস, সুধাংশু শিকদার।
    নিখিল ভারত সমিতির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন -----
    ★উড়িষ্যা রাজ্য কমিটির সভাপতি সর্বশ্রী নিমাই সরকার।
    ★মহারাষ্ট্র রাজ্য কমিটির সম্পাদক প্রিন্সিপাল বিধান ব্যাপারি উপদেষ্টা প্রিন্সিপাল শৈলেন খেরাতি।
    ★দিল্লি রাজ্য কমিটির সভাপতি ডাঃ সুশীল মল্লিক‌ ডা বিকাশ বিশ্বাস ।
    ★উত্তর প্রদেশ রাজ্য কমিটি সম্পাদক এ্যড দীপঙ্কর বৈরাগী, ডা সুশান্ত হালদার,এ্যড সঞ্জয় বিশ্বাস ।
    ★রাজস্থান রাজ্য কমিটির সভাপতি অশোক মন্ডল।
    ★পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রচার সম্পাদক রমেন্দ্রনাথ অধিকারী অতিথি দুলাল বর অভিজিৎ পাল।
    ★ মধ্য প্রদেশ সহ-সভাপতি রাজেশ সরকার।
    ★কর্নাটক কমিটির সদস্য সুষেন বিশ্বাস।
    ★বিহার রাজ্যে কমিটির সদস্য চিন্ময়
    ★ ছত্রিশগড় রাজ্য কমিটির সদস্য
    দেবদাস মন্ডল।
    ★আসাম সুবীর মন্ডল ।
    ★প্রকাশ বাবু ত্রিপুরা ।
    ★ হিমাংশু সরকার উত্তরাখণ্ড
    ★রাজু সাহা উত্তরাখণ্ড বাঙালি মহাসংঘের সভাপতি সহ অনেকে।

КОМЕНТАРІ •