অভিনয় ছেড়ে আমেরিকায় স্থায়ী আহমেদ শরীফ || বসবাসের জন্য বাংলাদেশে আর ফিরছেন না

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2022
  • ঢালিউডের শক্তিমান অভিনেতা তিনি। একসময়, বাংলাদেশী চলচ্চিত্র জগতে দাপুটে অবস্থান ছিলো আহমেদ শরীফের। বয়সের ভারে এখন অবসরে। আমেরিকায় স্থায়ীভাবে থাকছেন তিনবছর ধরে। বসবাসের জন্য দেশে যে তিনি আর ফিরছেন না, সেটি স্পষ্ট হলো এই গুণী অভিনেতার সাথে আমার সবশেষ আলাপে।
    নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে একটা পথমেলায় ১৪ আগস্ট পেয়েছিলাম আহমেদ শরীফকে। সেখানে সামান্য সময়ের ঝটিকা আলাপ। অনেক বিষয় উঠে এসেছে।

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @ib1benuralo
    @ib1benuralo Рік тому +786

    জনাব আহমদ শরীফ, আপনার মাননীয় প্রধাণমন্ত্রী দেশকে এতোদুর এগিয়ে নিয়েছেন যে আমরা সাধারণ জনতা অনেক পিছিয়ে পড়েছি.. এখন অনেক চেষ্টা করেও দেশের নাগাল পাচ্ছি না! আমরাও চেষ্টায় আছি আপনার মত ভিন দেশে পালিয়ে ৩য় শ্রেণির জীবন যাপন করতে..!?!

  • @yasminamir6928
    @yasminamir6928 Рік тому +42

    অসাধারন কাকে বলেন আপনি জানেন। এই দুনিয়ায় এক জন ছিলেন অসাধারন আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) আর কেউ নয় আপনি ওনাকে অসাধারন বলেন আমার খুব কষ্ট লাগলো ভাই জীবনে একজনের ভক্ত হবেন আর তিনি হলেন আমাদের আল্লাহর।

  • @knowledgeplusbd_chemist

    সরকারি ভিক্ষার টাকায় চলেন উনি।

  • @mdrobiul7140

    এদেশে অভিনয় করে টাকা অপার্জন করে সেই টাকা বিদেশে নিয়ে ফুর্তি করে খরচ করে এবং শেষ বয়সে এসে প্রধানমন্ত্রীর কাছে হাত পাতে আমাদের কিছু অভিনেতারা

  • @mdemdadhossain3800

    আরে ভাই এদেশে এসে হালুয়া রুটি না খেলেও মাটি কামড়ে চিরদিনের জন্য থেকে যান এতেই আপনার মঙ্গল হবে? ❤❤❤

  • @SohelRana-sg5xj
    @SohelRana-sg5xj Рік тому

    শেষ বয়সে এসে দাড়ী রেখে নামাজ আদায় করেন

  • @mdasadayub6980
    @mdasadayub6980 Рік тому +70

    অনেক দিন পর বাংলা চলচ্চিত্রের একসময়ে শক্তিমান খলঅভিনেতা আহমেদ শরীফ এর ইন্টারভিউ দেখছি খুব ভালো লেগেছে। 👍👍👍👍

  • @nitaydas6518

    মেয়েকে ইসলামিক শিক্ষা দিন তাহলেই আপনি সফল হবেন ✌️✌️

  • @mdshihabrana8172

    তাঁরা বিদেশেই থাকুক না হলে শেষ বয়সে এসে সরকারের কাছে অনুদান চাবে।।।

  • @user-hd9yf9pn6k

    এটা বাংলাদেশের মত এত শান্তির দেশ থেক আমেরিকার মত অশান্ত প্রিয় একটা দেশে থাকছে এটা তার জন্য সত্যি দুর্ভাগ্য।

  • @jahangir177
    @jahangir177 Рік тому +776

    দেশের হাই প্রোপাইল লোক গুলো দেশে কামাই করে বিদেশে ঠাঁই করে, আর আমরা নিন্ম মধ্যেবিত্ত লোক গুলো বিদেশে কামাই করে দেশে পাঠাই এবং দেশে স্থায়ী হই।

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision Рік тому +101

    অবশ্যই তুমি পাবে,

  • @lalmati840
    @lalmati840 Рік тому +70

    আহমেদ শরীফ অনেক সুন্দর কথা বলেছেন, নিজের দেশের চেয়ে সুখ শান্তি কোথাও নেই

  • @mdkalammiah4362
    @mdkalammiah4362 Рік тому +8

    একজন শক্তিমান অভিনেতা দেশের চলচ্চিতে অবদান রাখার জন্য যে গুন গুলো রয়েছে,সব গুনই উনার মাজে বিধ্যমান,আমি মনে করি বাংলা চলচ্চিতের একজন জীবন্ত কিংবদন্তি জনাব আহমেদ শরীফ।আল্লাহ আপনাকে নেক আয়াত দান করুক এবং বাকি জীবন দীনের পথে চলার তৌপিক দান করুন আমিন।

  • @babulvisionbabul
    @babulvisionbabul Рік тому +8

    খুব সুন্দর একটা কথা বললেন আহমেদ শরীফ সাহেব, আমার দেশ যাইহোক দেশকে ভালবাসেন, আমার দেশ আমারই। ধন্যবাদ আহমেদ শরীফ সাহেব আপনাকে ।

  • @munnavlogs2336
    @munnavlogs2336 Рік тому +95

    প্রিয় আহমেদ শরিফ ভালো থাকুন,, সুস্থ থাকুন দোয়া রইল।

  • @hipower6788
    @hipower6788 Рік тому +45

    দোয়া করি ভালো থাকেন আল্লা অনেক হায়াত দান করুন 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MdRakib-md6vw
    @MdRakib-md6vw Рік тому +7

    আহ কত সুন্দর কথা।

  • @EKCTVEVER
    @EKCTVEVER Рік тому +5

    আমরা অনেক কষ্টে এবং ভারাক্রান্ত মন নিয়ে ও বাংলাদেশে থাকছি। আহাম্মেদ শরীফ অসাধারণ একজন অভিনেতা। যার অভিনয় আমার কাছে সবসময় খুব ভালো লাগতো।

  • @mynulhasan5573
    @mynulhasan5573 Рік тому +73

    সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি,,