আমেরিকার 'স্ট্যাচু অব লিবার্টি'॥ কিভাবে যাবেন এবং কেন যাবেন?॥ Statue of Liberty Tour

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • আমেরিকার 'স্ট্যাচু অব লিবার্টি'॥ কিভাবে যাবেন এবং কেন যাবেন?॥ Statue of Liberty Tour
    স্ট্যাচু অব লিবার্টি : প্রায় দেড়শ বছর ধরে আমেরিকার সাম্য আর মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অব লিবার্টি। আমেরিকার স্বাধীনতার ১০০ বছর উপলক্ষে, ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাষ্কর্যটি আমেরিকার জনগণকে উপহার হিসেবে দেওয়া হয়।
    রোমান দেবী লিবার্টাসের আদলে, সবুজ রঙের ঢিলে ঢালা গাউন পরা এক নারীর অবয়ব স্ট্যাচু অব লিবাটি। ভাষ্কর্যটির বাইরের অবয়ব নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডরিক বার্থোল্ডি এবং এর ভেতরের নকশা করেন, আরেক বিখ্যাত ফরাসি স্থপতি গুস্তাভ আইফেল, তিনি আইফেল টাওয়ারের নকশাকারী হিসেবে বিখ্যাত। অতীতে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রামে আমেরিকাকে সাহায্য করেছিল ফ্রান্স। আমেরিকার স্বাধীনতা অর্জনের ১০০ বছর পূর্তিতে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে, ১৮৮৬ সালে ফ্রান্স ভাষ্কর্যটি আমেরিকাকে উপহার দেয়। আমেরিকার নিউইয়র্ক পোতাশ্রয়ের মুখে লিবার্টি দ্বীপে স্টাচু অব লিবার্টি কে স্থাপন করা হয়। কারণ তৎকালীন সময়ে বহু ইউরোপীয় অভিবাসী নিউইয়র্ক বন্দরের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করছিল। এই ভাষ্কর্যটি সেইসব অভিবাসীদেরকে আমেরিকায় স্বাগত জানাত। বর্তমানে প্রতিবছর প্রায় ৩৫ লক্ষ লোক স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসে।
    স্ট্যাচু অব লিবার্টির অবস্থান - Location of the Statue of Liberty
    শুরু থেকেই স্ট্যাচু অব লিবাটি কে নিউইয়কের হাডসন নদীতে বসানোর পরিকল্পনা ছিল না। ভাষ্কর্যটির স্থপতি ফ্রেডরিক বার্থোল্ডি মূর্তিটি নকশা করেছিল মিশরের সুয়েজ খালের পাড়ে স্থাপনের জন্য। কিন্তু বিভিন্ন কারণে মিশর এই ভাষ্কর্য নির্মানের অর্থ দিতে অস্বীকৃতি জানালে, পরবর্তীতে নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে ভাষ্কর্যটি আমেরিকায় স্থাপন করা হয়। সুয়েজ খালের পাড়ে মূর্তিটি স্থাপনের আগে এর নামকরণ করা হয়েছিল, ‘ইজিপ্ট ব্রিঙিং লাইট টু এশিয়া’।
    স্ট্যাচু অব লিবার্টির আকার ও আয়তন - Size and volume of the Statue of Liberty
    ১৯২৪ সাল পর্যন্ত ভাষ্কর্যটির নাম ছিল, লিবার্টি এনলাইটেনিং দ্যা ওয়াল্ড, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় স্ট্যাচু অব লিবার্টি। ভাষ্কর্যটির ডান হাতে রয়েছে প্রজ্জলিত মশাল এবং বাম হাতে রয়েছে আইনের বই। স্ট্যাচু অব লিবাটির মুকুটে রয়েছে সাতটি কাটা, যা সাত মহাদেশ ও সাত সমুদ্র কে নিদের্শ করে। স্ট্যাচু অব লিবার্টির মূল ভাষ্কর্যটির উচ্চতা ১৫১ ফুট ১ ইঞ্চি। তবে মাটি থেকে মূল বেদি সহ এর উচ্চতা ৩০৫ ফুট ১ ইঞ্চি। মূর্তিটির নাকের র্দৈঘ্য ৬ ফুট ৬ ইঞ্চি এবং এর এক কান থেকে আরেক কানের দূরত্ব ১০ ফুট। স্ট্যাচু অব লিবার্টিও পায়ে যে জুতা পরানো হয়েছে, তা বাজারে বিক্রি করলে জুতাটির মাপ হত ৮৭৯। তামার তৈরী সমগ্র মূর্তিটির ওজন প্রায় আড়াই লক্ষ কেজি। এর পায়ের কাছে পরে থাকা শেকল আমেরিকার মুক্তির প্রতীক। স্ট্যাচু অব লিবার্টির ভেতরে ৩৫৪টি সিড়ির ধাপ অতিক্রম করে মূর্তির মাথায় ওঠা যায়। মূর্তির মুকটের কাছে রয়েছে ২৫ টি জানালা, যা অনেকটাই ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করে।
    স্ট্যাচু অব লিবার্টির উদ্বোধন - Inauguration of the Statue of Liberty
    স্ট্যাচু আব লিবার্টি সম্পূর্ন মূর্তিটিই তৈরী করা হয়েছে ফ্রান্সে। লোহাড় ফ্রেমের উপর তামার পাত দিয়ে, ৩০০ টি খন্ডে তৈরী হয়েছে মূর্তিটি। ১৮৮৫ সালে ২১৪ টি বাক্সে ভরে জাহাজে করে ভাষ্কর্যটি আমেরিকায় পাঠানো হয়। ১৮৮৬ সালের ২৮ অক্টোবর, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাষ্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্ট্যাচু আব লিবার্টি প্রথম থেকেই দেখতে সবুজ রঙের ছিল না, এমনকি একে সবুজ রংও করা হয়নি। মূর্তিটি তামার তৈরী হওয়ায়, শুরুতে এর রংও ছিল তামাটে। দীর্ঘকাল ধরে, এর চারদিকে থাকা সমুদ্রের জলীয়বাষ্পের সাথে তামার বিক্রিয়ায় মূর্তিটি সবুজ রং ধারন করছে। এটি এক বিশেষ ধরনের মরিচা।
    স্ট্যাচু অব লিবার্টি সম্পর্কে আরোও কিছু তথ্য - Some more information about the Statue of Liberty
    শত বছর ধরে আটলান্টিক সাগরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অব লিবার্টি। সেখানকার ন্যাশনাল পার্কস সার্ভিস-এর ইন্টারপ্রেটিভ রেঞ্জার লি ফাহলে জানিয়েছে এই ভাস্কর্য সম্পর্কে বেশ কিছু তথ্য যার সম্পর্কে হয়তো আপনারা জানেন না। এগুলো জেনে নিন।
    এই মশালের প্লাটফর্মে দর্শনার্থীদের ওঠা নিষেধ করা হয় ১৯১৬ সাল থেকে।
    পরিচর্যার জন্য প্রকৌশলীরা মূর্তিটির ডানপায়ের নিচ দিয়ে প্রবেশ করেন। ওটাই এর প্রবেশদ্বার।
    এ মূর্তি যে জুতা পরে রয়েছে তার মাপ ৮৭৯।
    আমেরিকাকে ১৮৮৬ সালে এই মূর্তিটি উপহার হিসাবে পাঠায় ফ্রান্স।
    এর উচ্চতা ৩০৫ ফুট। এটি আমেরিকার সবচেয়ে উঁচু মূর্তি।
    ফ্রেঞ্চ ভাস্কর অগাস্টাস বার্থোলডি স্ট্যাচু অব লিবার্টির ডিজাইন করেন।
    এটি বানাতে ফ্রান্সের খরচ হয় আড়াই লাখ ডলার।
    মূর্তিটিকে যে স্থাপনার ওপর বসাতে হয়েছে তা বানাতেও আমেরিকা খরচ করে ২ লাখ ৭৫ হাজার ডলার।
    এই স্থাপনার অনেকটা অংশ বানানো হয় সাধারণ জনগণের পয়সায়।
    এই মূর্তি সব সময় কিন্তু স্ট্যাচু অব লিবার্টি নামে পরিচিত ছিল না। ১৯২৪ সাল পর্যন্ত একে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড নামে ডাকা হতো।
    এই মূর্তি বসানোর পর আশপাশের অন্যান্য শহরের গুরুত্ব বৃদ্ধি পায়।
    তামা ধাতু দিয়ে এর বাইরের অংশ তৈরি করা হয়। এর ঘনত্ব মাত্র ২.৫ মিলিমিটার।
    এ মূর্তির রং সব সময় এমন ছিল না। আসলে এটি অনেকটা মরচে পড়া লোহার মতোই দেখা যেত।
    এর অভ্যন্তরীণ কাঠামো ডিজাইন করেন গুস্তাভ আইফেল।
    প্রচণ্ড বাতাসে স্ট্যাচুটি কয়েক ইঞ্চি পর্যন্ত দুলতে থাকে।
    এর ডানহাতে অর্থাৎ যে হাতটি মশাল ধরে রয়েছে তার ভেতরে ৪২ ফুট লম্বা মই রয়েছে। পরিচর্যার জন্যে এই মই বেয়ে উঠতে হয়।
    #statue_of_liberty #স্ট্যাচু_অব_লিবার্টি #স্ট্যাচু_অব_লিবার্টি_টুর #arifurrahman #আমেরিকা #bangladeshi_vlogger #নিউইয়র্ক #নিউইয়র্ক_ডাইরী

КОМЕНТАРІ • 31

  • @nasirhossain1902
    @nasirhossain1902 Рік тому +7

    মাশাল্লাহ।স্বপ্নের দেশ আমেরিকার এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারব না। কত মানুষের স্বপ্ন এই দেশে সেটেল হওয়ার! কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায় আবার কারো স্বপ্ন বাস্তবায়িত হয়। সবই আল্লাহ তায়ালার ইচ্ছা। তিনিই উত্তম পরিকল্পনাকারী।

  • @bachhubairagi8686
    @bachhubairagi8686 Рік тому

    Thanks Sir. Very beautiful.

  • @zusnaakhtarkhaton6779
    @zusnaakhtarkhaton6779 Рік тому +3

    মাশাআল্লাহ, আমেরিকার স্বপ্নের দেশ স্বপ্নের মতই সুন্দর। এক কথায় অসাধারণ ❤❤

  • @sohagkhandoker2458
    @sohagkhandoker2458 Рік тому

    Bai apnr video gula amr balo lage

  • @Sourovofficial110
    @Sourovofficial110 Рік тому

    Assalamu alaikum vaia ei jayga ta khub sundor legeche masha allah vaia apni next time americar kunu akta village a jaben🥰😍❤️

  • @abuobidashihab
    @abuobidashihab Рік тому

    একদিন হার্ভার্ড & এম আই টি ঘুরিয়ে দেখান ভাইয়া

  • @samimshekh5498
    @samimshekh5498 Рік тому +2

    আসলে তাদের প্ল্যানগুলো খুবই সুন্দর ছিল এজন্যই তো আজ সেই আমেরিকা

  • @mohammedjoynalabedin8446
    @mohammedjoynalabedin8446 Рік тому

    অসাধারন।

  • @silenttv1925
    @silenttv1925 Рік тому +1

    Ami valo achi,,,, apni kmn achen?????

  • @MdSourav-rm6cp
    @MdSourav-rm6cp Рік тому

    ❤❤❤❤❤

  • @mohammednaim6702
    @mohammednaim6702 Рік тому

    ❤❤❤🎉

  • @victoriaphysicsacademy1812
    @victoriaphysicsacademy1812 Рік тому

    ভাইয়া ভিডিও কি বাবুর আম্মু করে দেয়??

  • @nasirhossain1902
    @nasirhossain1902 Рік тому +1

    By the way, what's your son's name?

  • @MdRejaulAhmed10
    @MdRejaulAhmed10 Рік тому

    মাশাআল্লাহ বাই সপ্নের দেশে আচেন আর বাইয়া আমার সপ্ন আমি মেক্যানিকাল ইন্জিনিয়ারিং কাজ শিখে সপ্নের দেশে চাকরি করতে চাই আপনি আমার বলেন সরকারি ভাবে আমেরিকারয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখে কি আসতে পারব বাইয়া জানাবেন প্লিজ কিভাবে আমিরিকায় আসব কিভাবে চাকরি করব কতটুক কম পক্কে লেখাপড়া লাগবে যোগ্যাতা কতটুকু লাগবে জানাবেন

  • @md.ratanamin5252
    @md.ratanamin5252 Рік тому

    ভাই আপনি ঠিক মতন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনত।নামাজ ছাড়া সবই বৃথা।

  • @tafajjolhuk5330
    @tafajjolhuk5330 Рік тому +2

    সবচেয়ে ভাল লাগে, আপনি আপনার স্ত্রীকে আড়ালে রাখেন।