প্রভাত রায় হিরো হতে গিয়েছিলেন বম্বে, কেন আশাভঙ্গ হল? প্রথমবার শর্মিলা মুখোমুখি

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • #sharmilashowhouse #probhatroy #prosenjit
    প্রভাত রায় হিরো হতে গিয়েছিলেন বম্বে, কেন আশাভঙ্গ হল? প্রথমবার শর্মিলা মুখোমুখি #Probhat #prosenjit
    প্রভাত রায় প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, যিনি জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালে। তার পরিচালিত প্রথম ছবি "প্রতিদ্বন্দ্বী" ১৯৭২ সালে মুক্তি পায় এবং সাফল্য লাভ করে। বাংলা চলচ্চিত্রে তিনি তার নিজের স্বতন্ত্র শৈলীর ছাপ রেখেছেন, সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেমন "লাঠি", "শ্বেতপাথরের থালা", "জীবনসাথী"। কাজের জন্য তিনি বহু পুরস্কারও অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে জাতীয় পুরস্কার। প্রভাত রায়ের চলচ্চিত্রগুলোতে সমাজের বিভিন্ন দিক এবং মানবিক অনুভূতির গভীরতা প্রতিফলিত হয়। আজও তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র । তাঁর আত্মজীবনী ক্ল্যাপস্টিক।

КОМЕНТАРІ •