তিন মাস ধরে এদেরকে যত্ন করে বড় করেছি ,এখন সব মায়ার বাঁধন কাটিয়ে বন্য প্রাণী গুলিকে ছেড়ে দিতে হবে

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @adnantv5164
    @adnantv5164 3 місяці тому +148

    ভুলেও অন্য কোথাও ছেড়ে দিও না। এরা মানুষের কাছে বড় হয়েছে তাই মানুষ দেখতে পেলে মানুষের কাছে চলে যাবে & মানুষ এগুলো ধরে রান্না করে খেয়ে ফেলবে। তোমাদের কাছেই রাখো যদি উড়ে যায় এমনিতেই চলে যাবে। তোমাদের জন্যে ভালোবাসা🇧🇩🇧🇩🇧🇩

    • @GouriDutta-q8f
      @GouriDutta-q8f 3 місяці тому +3

      Right khaya neba manus ??

    • @GolamhafizLinkon
      @GolamhafizLinkon 3 місяці тому +1

      সহমত

    • @ujjwalmondal3104
      @ujjwalmondal3104 3 місяці тому +4

      ওরা নিজেরাই উড়ে যাবে। প্রথম প্রথম দূরে যাবে না কাছাকাছি যাবে, আবার ফিরে আসবে। এভাবেই কিছু দিন চলবে। এরপর আর দীর্ঘদিন ফিরবে না। অনেক অনেক দিন বাদে হঠাৎ একদিন আবার ফিরে আসবে, দেখতে আসবে তাদের পালক বাবা মা বোনকে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +3

      ধন্যবাদ

    • @emonhossin8895
      @emonhossin8895 2 місяці тому

      Right brother ❤

  • @pijushdasgupta5829
    @pijushdasgupta5829 3 місяці тому +80

    তোমরা সত্যিই অনেক বড় মনের মানুষ। যারা প্রকৃতিকে পশু পাখি প্রাণী কে ভালবাসে ঈশ্বর নিত্য তাদের গৃহে বাস করে। জয় শ্রী রামকৃষ্ণ।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +4

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে 👍🙏♥️

    • @ramcharandebbarma563
      @ramcharandebbarma563 2 місяці тому +1

      বাড়িতে পালন করে

  • @anitagomes3713
    @anitagomes3713 3 місяці тому +66

    ছেড়ে দিও না। কি সুন্দর দেখতে। উড়তে শিখতে ওরা নিজেরাই যাবে আবার ফিরে আসবে। ওরা জানে এটাই ওদের ঘর।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য

  • @MonirHossain-t8k
    @MonirHossain-t8k 3 місяці тому +111

    বালি হাস গুলো তোমাদের কাছে অনেক নিরাপদ। কাছের বনে ছাড়লে মানুষের কাছে চলো যাবে।যেহেতু মানুষের আদর যত্নে বড় হয়েছে সেহেতু মানুষ দেখলে যাবে। তারা পাখি গুলোকে খেয়ে ফেলবে। এতে কোন সন্দেহ নাই। তোমাদের কাছে অনেক অনেক নিরাপদ। আমি বাংলাদেশ থেকে তোমাদের ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে। 🇧🇩❤️👍

  • @korshedalam3611
    @korshedalam3611 3 місяці тому +63

    যেমনে আছে তেমনে থাক ওরা এখানে অনেক ভালো আনন্দে আচে

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +1

      ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য

    • @gautammandal4770
      @gautammandal4770 3 місяці тому +2

      Didi oder apnader kacheei thakuk

  • @ashikur1999
    @ashikur1999 3 місяці тому +181

    😊উড়তে শিখুক তারপর ওদের যাওয়ার হলে ওরা নিজে থেকেই চলে যাবে আর থেকে গেলে থেকে যাবে। নিজে থেকে ছেড়ে দেওয়ার দরকার নেই❤❤❤🇧🇩🇧🇩🇧🇩

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +5

      অনেক অনেক ধন্যবাদ

    • @taniasarkarmallick3166
      @taniasarkarmallick3166 3 місяці тому +7

      বন দপ্তরে দেওয়ার দরকার নেই ,আপনারা নিজেরাই ভালো জাইগায় ছেড়ে দেবেন ।

    • @kallolroy4282
      @kallolroy4282 3 місяці тому

      Eta kothakar video

    • @ashikur1999
      @ashikur1999 3 місяці тому

      @@kallolroy4282 Sundarbans India

    • @Esploratoredebasish
      @Esploratoredebasish 3 місяці тому +5

      এরা তোমাদের ছেড়ে কোথাও যাবে না যতই তুমি ছেড়ে দাও এরা রোজ তোমাদের কাছেই ফিরে আসবে কারণ ভালোবাসা একটা আলাদা জিনিস তুমি দেখে নিও

  • @BiswajitGhosh-nl3xd
    @BiswajitGhosh-nl3xd 3 місяці тому +41

    মায়ার বাধন অসাধারণ একটি কথা। আপনার ভিডিও এবং আপনাদের কথা কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। খুব সুন্দর ভিডিও মন একদম ছুঁয়ে গেলো।❤

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +1

      অনেক অনেক ধন্যবাদ

  • @kashfuzzaman9647
    @kashfuzzaman9647 3 місяці тому +57

    যতদিন থাকে...থাকুক....।ডিম দিক...আবার বাচ্চা তুলুন.....এভাবেই চলুক....মন থেকে আমি এটাই চাই। বরং বাহিরে গেলেই এদের জীবন অনিশ্চিত

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +2

      ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য

    • @shahriarkabir8458
      @shahriarkabir8458 Місяць тому

      এগুলোকে আপনারা পালন করুন ।
      বাড়িতে যেসব পাতি হাঁস আছে সেগুলোর মত রাখুন।
      আলাদা একটা ঘর করে দিন সুন্দর মত।
      যেন কোন কিছু তাদের ক্ষতি না করতে পারে।
      এগুলো বড় হবে আবারো ডিম দেবে বাচ্চা দিবে ।
      কোন সমস্যা হবে না ।
      এগুলোই মূলতঃ বলাকা বা সরালি হাঁস ।
      এগুলো পালন করলে একসময় আপনাদের
      অনেক কাজে আসবে ।
      কারো কথায় কখনো ছেড়ে দেবেন না,
      এখন এদের ছেড়ে দিলে এদের জীবন বিপন্ন হতে পারে।
      বাড়িতে পাতি হাঁসের সঙ্গে লালন পালন করুন।
      এরা আপনাদের পরিবেশে মানানসই হয়ে গেছে।
      এমন প্রজাতির হাঁস আমি অনেক খুঁজেছি,
      বাসায় পালন করার জন্য ।
      আর এগুলো তো গৃহপালিত হয়ে গেছে।
      কারো কথায় ভয় পাবেন না।
      হাঁসের বাচ্চা গুলো ভালো থাকুক ।
      আপনারাও ভালো থাকেন ।

    • @Royal24kill
      @Royal24kill Місяць тому

      Right

  • @mahmudarahamantani5511
    @mahmudarahamantani5511 3 місяці тому +56

    আগে উড়তে শিখুক,ছেড়ে রেখো নিজ থেকেই উড়ে চলে যাবে।মাঝে মাঝে তোমাদের কাছেও আসবে তাহলে।খুব ভালো লাগলো ভিডিও টা ❤❤❤

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +1

      অনেক অনেক ধন্যবাদ

  • @haradhanghosh1874
    @haradhanghosh1874 2 місяці тому +5

    আপনাদের এই বালিহাঁস গুলি খুবই
    সুন্দর লাগছে, আপনাদের অনেক
    অনেক ধন্যবাদ এদের প্রতি পালনের জন্য 🙏🙏🙏

  • @kabijahanaraarzoohighschoo2721
    @kabijahanaraarzoohighschoo2721 2 місяці тому +3

    পাখির প্রতি এমন মমত্ববোধ দেখে ভীষন ভালো লাগলো!

  • @jannatulferdous927
    @jannatulferdous927 3 місяці тому +67

    ছেড়ে দিতে হবে না। ওদের চলে যাবার সময় হলে নিজে নিজেই চলে যাবে।

    • @indranibanerjee8066
      @indranibanerjee8066 3 місяці тому +2

      Aaj video ta dekhe mone ta ektu kharap I holo.
      Choto pakhi to ektu nijer danar jore na hole jar jonno etodin agle rakhle seta bifol e jabe.
      Amar mone hoy noy r ektu bordo hok na hole forest deferment e khobo koro.
      Bhalo theko.

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

    • @bortoomanbarta
      @bortoomanbarta 23 дні тому

      নিজেই চলে যাবে

  • @uttamadhikari1847
    @uttamadhikari1847 3 місяці тому +15

    বালিহাঁস গুলি আপনাদের সাথেই থেকে যাবে ওরা আপনাদের খুবই অনুসরণ করে আর আপনাদের পরিবেশ খুবই সুন্দর আর গাছের উপর বাসা তৈরী করে দিন

  • @tarikahmed8544
    @tarikahmed8544 3 місяці тому +8

    এই প্রথম দেখলাম আপনার ভিডিও।
    অনেক ভাল লাগলো।
    ওদের কে রেখে দিন ।
    ওরা যখন উড়তে শিখবে তখন সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যা হলে আবার আপনার কাছে ফিরে আসবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @igxnobinotop4091
    @igxnobinotop4091 3 місяці тому +30

    আপনাদের কাছেই ওরা নিরাপদ।।। ওরা যদি উড়তে শিখে নিজে থেকে চলে যায় তাহলে যাক।।। কিন্তু আমার মনে হয়না ওরা আপনাদের ছেড়ে কোথাও যাবে কারণ ওরা ওদের মা বাবার পরিবর্তে আপনাদের ভালোবাসায় বড়ো হয়েছে ❤

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @biswanathmajumder7474
    @biswanathmajumder7474 2 місяці тому +3

    খুব ভালো লাগলো পাখিগুলোকে দেখে ওরা আপনাকে আপনার কাছেই থাক থাকার হলে আপনার কাছেই থাকবে

  • @AkhtarHussain-xs2ij
    @AkhtarHussain-xs2ij 3 місяці тому +4

    আপনি কথা বলছেন আর আপনার চোখ থেকে পানি বের হচ্ছে। সত্যি হৃদয়বিদারক। যেহেতু আপনারা এত কষ্ট করেছেন, সেহেতু ওদের উপর আপনাদেরও একটা অধিকার আছে। তাই আপনি ওদেরকে আপনাদের এলাকায় উন্মুক্ত করে দেন। এতে আইনের কোনো অপব্যবহার হবে না।

  • @Babusona-m1m
    @Babusona-m1m 3 місяці тому +12

    তাদের বাড়ি হলো অনন্ত আকাশ তারা ডানা মেলে উড়ে বাড়াতেই ভালোবাসে , মানুষের কাছে থেকে ভালোবাসা এবং প্রীতি র অভিগুতা তাদের জীবমাত্রে ছড়িয়ে দিতে দীন , আপনারা একটা ভীষণ ভালো msg দিয়েছেন মানব জাতি কে । ভালো থাকবেন ❤

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।

  • @palashsamanta7130
    @palashsamanta7130 Місяць тому

    অসাধারণ ! প্রথমে আপনাদের কুর্নিশ জানাই ওদের বাঁচানোর জন্য।এরা লুপ্তপ্রায় প্রাণী। এই তিনটি প্রানের মূল্য অপরিসীম। বন্য প্রানীর সংস্করণ করেছেন আপনারা। আমার মতে ওদের নিজেদের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। যখন ওদের মন হবে উড়ে যাবে।
    আপনার কর্তার মাছ ধরার ভিডিও দেখতাম। (আমার মামার বাড়ি সুন্দরবন। তাই সুন্দরবনের ঘটনা ভাল লাগে)। এখন সম্পূর্ণ অন্য স্বাদের একটা ভিডিও পেলাম। অসংখ্য ধন্যবাদ।

  • @Auto-power
    @Auto-power 3 місяці тому +14

    ভুল করেও ছাড়বেন না । এ গুলো আর বনের পাখি নেই। এরা মানুষের কাছে গেলেই লোক ধরে নেবে । এরা মানুষের কাছে যাবেই কারন এরা মানুষের কাছে বড় হয়েছে তাই ওদের উপরে ছেড়ে দাও যেখানে আছে থাক।
    (This message is very important for this birds)

  • @idrisali8684
    @idrisali8684 2 місяці тому +1

    বন‍্য প্রাণীর প্রতি প্রশংসনিয় আচোরন
    করেছেন এজ‍্য ধন‍্যবাদ। বণ‍্যেরা বনেই
    সুন্দর।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  2 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @abhijitroy6132
    @abhijitroy6132 3 місяці тому +13

    দয়া করে কোথাও ছেড়ে দিয়ে আসবেন না , আপাতত যেমন আছে তেমনই রাখুন ।। ওরা ওদের মতো সিদ্ধান্ত নিয়ে নেবে ঠিক ।।

  • @PobonSarker-g1x
    @PobonSarker-g1x 3 місяці тому +13

    এই পাখি কোনো দিন পালাবে না আপনারা যতোই ছেড়ে দেন আমি পুরো ভিডিও দেখে বুঝল অনেক শিকারি করে ফেলছেন সত্যি, আপনারা সব সময় খোলা মেলা রাখবেন ওদের ইচ্ছা মতো বেড়াক কাউকে দেওয়ার দরকার নেই

  • @alakchakraborty4260
    @alakchakraborty4260 3 місяці тому +50

    ছেড়ে দেওয়ার দরকার নেই। তাদের প্রয়োজনে তারাই চলে যাবে।তোমাদের কাছে থাকলেই বরং ওরা শান্তিতে ও নিরাপদে থাকবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @nepoleonbengalivlog8266
    @nepoleonbengalivlog8266 3 місяці тому +6

    তোমরা ছেড়ে দেবে বালী হাসগুলো কে ওরা আবার নিজের ঠিকানায় ফিরে আসবে। ভালো বাসার দাম দেবে।❤❤❤

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @jollyray9284
    @jollyray9284 3 місяці тому +24

    মন খারাপ করোনা ওরা কোথাও যাবেনা উড়ে গেলেও ফিরে আসবে।কাওকে খবর দিতে হবে না।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      ধন্যবাদ, এখনো কিছু ঠিক করিনি তবে যেটাই করবো আপনাদের জানাবো।

  • @jamaluddinsardar3015
    @jamaluddinsardar3015 2 місяці тому +1

    আদাব।আমি আপনাদের ভিডিওটা সুদূর নিউইয়র্ক থেকে দেখলাম। দেখে খুব ভালো লাগলো। আপনাদের কাছে বালি হাসগুলো রেখে দিলে ভালো হবে।পরবর্তীতে তারা বংশ বিস্তার করবে। আপনাদের কাছেই নিরাপদ আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ দাদা/দিদি।ভালো থাকবেন।

  • @bandanaacharyya
    @bandanaacharyya 3 місяці тому +7

    খুব ভালো লাগলো দেখতে ভিডিও টা ‌অসাধারন লাগলো ‌ হাঁ স গুলো খুব সুন্দর দেখতে লাগছে

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @pratapdas8756
    @pratapdas8756 2 місяці тому +1

    খুব ভালো লাগলো ভিডিওটা,প্রকৃতির সাথেই আছেন! বালি হাঁসগুলো মানুষ ঘেষা হয়ে গেছে, এরা মানুষকে আর ভয় করবে না কিন্তু অন্যরা এটাকে হয়-তো ধরে খেয়ে ফেলতে পারে। এরা বড় না হওয়া পর্যন্ত, আপনার কাছেই রাখুন, তারপর যদি না যায়, বনবিভাগের হাতে officially নিয়ে দেন।

  • @shiulidutta9028
    @shiulidutta9028 3 місяці тому +12

    ভালো করে উড়তে শিখে যাক তার পর ছেড়ে দিও আর তোমাদের এলাকে তে ছেড়ে দিও 💖💖

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @paritoshbepari2731
    @paritoshbepari2731 3 місяці тому +6

    যেহেতু বন্য প্রাণী হাস,তাই ওরা উড়তে শিখুক তারপর ওরা যাওয়ার হলে যাবে আর থাকার হলে থাকবে,মনে হয় হাঁসগুলো বড় হলে চলে গেলেও আবার ফিরে আসবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +2

      আমাদের ও তাই মনে হচ্ছে।

  • @tanmoyjharkhali3249
    @tanmoyjharkhali3249 3 місяці тому +4

    খুব ভালো হয়েছে যে ওদেরকে মুক্ত পরিবেশে ছেড়ে দেবে,,,, কয়েক মাস আগে আমিও দেখেছিলাম বাজারের পাশে এরকম দুইখানি হাঁসের বাচ্চা

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ, মতামত টা আমাদের জানানোর জন্যে

  • @amalbiswas7522
    @amalbiswas7522 2 місяці тому

    খুব ভালো লাগলো। ওদের সময় মতো ওরা ঠিক চলে যাবে। করণ "জঙ্গল থেকে জীবজন্তু তুলে আনা যায় কিন্তু তাদের মন থেকে জঙ্গল তুলে ফেলা যায় না।" আমার কথা নয় ,বড়ো একজন লেখকের কথা ।

  • @RahulRoy0750
    @RahulRoy0750 3 місяці тому +3

    Khub sundor..... Bari te chere rakho, oder moto ora thakle thakbe, nato chole jete chaile chole jabe.

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      ধন্যবাদ আপনার মতামত আমাদের জানানোর জন্য

  • @pmd385
    @pmd385 3 місяці тому +7

    এমনিভাবে থাকুক, উড়ে গেলে যাবে। যদি আপনাদের কাছে ফিরে আসে, তবে আসবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ।

  • @MdAbdusSalam-eg9ro
    @MdAbdusSalam-eg9ro 2 місяці тому

    মা - তোমাকে হৃদয়ের অতল গহ্বর থেকে অফুরন্ত আশীর্বাদ। তুমি সত্যিসত্যিই ওদের আসল মা। মায়ার বাঁধন ছিন্ন করে ওদেরকে তুমি ছেড়ে দিতে চাও। এজন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু তোমার মতো আমারও তো চোখ অশ্রুসজল। সবচেয়ে ভালো হতো যদি নিজেদের কাছে রাখতে পারতে। নয়তো সরকারি সংরক্ষিত বনে দেয়াই ভালো। সেখানে তারা অন্তত নিরাপদে থাকবে।... আব্দুস সালাম - নওগাঁ জেলা থেকে।

  • @khokababu3531
    @khokababu3531 3 місяці тому +16

    যেমন ওদের কে ছেড়ে রেখেছেন তেমনি ছেড়েই রাখুন,already তো আপনারা ওদের কে ছেড়েই রেখেছেন

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      হ্যা ওরা ছাড়াই থাকে , এখনো কিছু ঠিক করিনি যেটাই করবো আপনাদের জানাবো , ধন্যবাদ।

    • @khokababu3531
      @khokababu3531 3 місяці тому +1

      @@sundarbankitchen ওদের কে অন্য দূরে কোথাও ছাড়তে হবে না তোমাদের বাড়ির সামনে ওই পুকুরেই ওরা বড়ো হচ্ছে ওখানে থেকেই ওরা আরো বড় হোক ,পর ওদের মন চাইলে উড়ে দূরে চলে যাবে ,নাহলে ওখানেই থেকে যাবে 👌

  • @sujitmondal3538
    @sujitmondal3538 2 місяці тому

    তোমাদের অসংখ্য ধন্যবাদ . তোমরা পাখি গুলোকে একটা নতুন জীবন দিয়েছ. আসা করি ওরা তোমাদের ছেড়ে কোথাও যাবে না. তোমরা ও ওদের অন্য কোথাও ছেড়ে দিও না. নাহলে পাখি গুলো মারা যাবে. ভালো থেকো.

  • @sadhanbhattacharjee1130
    @sadhanbhattacharjee1130 3 місяці тому +8

    খুব ভালো লাগলো তোমাদের ভাবনা তবে ওরা যাবে না আমার মনে হয়। ওরা পোশ মেনে গেছে। খুব ভালো লাগলো ভিডিও টা দেখে যাই হোক যদি চলেই যেতে যায় চলে যাবে।ওরা নিজের মতো করে চলে যাবে।ওরা নিজরাই চলে যাবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @ishwarchandragarai8136
    @ishwarchandragarai8136 3 місяці тому +1

    খুব সুন্দর পাখি। আমিও রেখেছিলাম বাড়িতে

  • @ajaymitra8982
    @ajaymitra8982 3 місяці тому +4

    বাড়িতে বড় কোনো গাছ থাকলে ওখানে বেশ উঁচুতে ওদের জন্য একটা বাসা বানিয়ে দিন,তাতে ওরাও স্বচ্ছন্দে বসবাস করতে পারবে আর ওদের দেখে নিজেরাও অনেক শান্তি পাবেন,

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য

  • @tapaskumarmitra7697
    @tapaskumarmitra7697 Місяць тому

    I love and like your representation and perfect analysis . My heartiest salutes to you all . This is better to handover these goose in nearest forests department .

  • @arnabmukherjee7966
    @arnabmukherjee7966 3 місяці тому +5

    কাউকে অন্তর দিয়ে ভালবাসলে তার মায়া ফাটানো সত্যিই কঠিন। মহালয়ার খাওয়া-দাওয়া জম্পেশ হয়েছে।❤❤❤

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @MdFaijolislam-j3c
    @MdFaijolislam-j3c 2 місяці тому

    বালি হাঁসের বাচ্চা খুব সুন্দর কইরা লালন পালন করছেন খুবই ভালো লাগছে ছেড়ে দিলে ওই ভালো হয় বেশি

  • @debabratamukherjee7553
    @debabratamukherjee7553 3 місяці тому +5

    Baritei rekhe dao. Tomadero valo lgbe

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      Ekhono kichu thik korini tobe jetai korbo apnader janabo

  • @asitkumardas8183
    @asitkumardas8183 2 місяці тому

    খুব সুন্দর । কষ্ট হলেও বনদপ্তরের হাতে তুলে দিন । ওদের খোলা আকাশে ফিরিয়ে ‌দিন ।

  • @tarunpanda2052
    @tarunpanda2052 3 місяці тому +4

    যেমন আছে তেমনই থাকতে দিন, বাড়িতেই ছাড়া থাকুক না, অসুবিধা কোথায়, ওদের কে ওদের মত থাকতে দিন, ওরা নিজেরাই নিজেদের পথ তৈরি করে নেবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য

  • @somnathbanerjee7332
    @somnathbanerjee7332 2 місяці тому

    খুব বড় মনের পরিচয় দিয়েছেন আপনারা এই অবোধ পাখি গুলিকে আশ্রয় দিয়ে বড় করে।প্রকৃতির নিয়মে ওদের প্রকৃতির বুকে ছেড়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত তবে বন দপ্তরের হাতেই দেওয়া ভাল তাতে ওদের বাঁচার সম্ভবনা ই বেশি আর কাছাকাছি ছাড়লে মানুষ যদি লোভের বশবর্তী হয়ে মেরে খেয়ে ফেলে তবে আপনাদের কষ্ট সবচেয়ে বেশি হবে।

  • @Arifsahagi
    @Arifsahagi 3 місяці тому +5

    যতো দিন উড়তে না পারে ততোদিন তোমাদের কাছে রেখে দিন। দেখবে ওরা উড়তে শিখলে নিজেরাই নিজেদের পছন্দের জায়গায় চলে যাবে। অথবা ওরা নিজেরাই তোমাদের বাড়িতে থেকে যাবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ , আপনার এত সুন্দর মতামত এর জন্যে।

  • @mdsafiulkarim6381
    @mdsafiulkarim6381 2 місяці тому

    আমি বালিহাঁস দেখি আজকেও ট্রেন লাইনের ধারে বসে বিলের মধ্যে বালি হাঁসের ঝাঁক দেখেছি অনেক বড় বড় বালি হাঁস ভীষণ চতুর এবং প্রচুর উড়তে পারে কিন্তু অতি নিকট থেকে দেখতে পারিনি আজকে নিকট থেকে দেখে এদের গতিবিধি দেখে ভালো লাগলো তবে পাখিগুলোকে আপনারা নিজেদের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে

  • @rupakdutta7036
    @rupakdutta7036 2 місяці тому

    অদ্ভুত সুন্দর নতুন অভিজ্ঞতা লাভ করলাম, বেশ ভালো লাগলো। তবে যতই আপনারা ছেড়ে দিন না কেন, ওরা দূর আকাশে হারিয়ে যাবে না, ফিরে আসবে আপনাদেরই কাছে। আপনারা বেশ ভালো মানুষ। ভালো থাকবেন।

  • @ShaikhAlam-nc5co
    @ShaikhAlam-nc5co 3 місяці тому +2

    I think the best would be to keep them within your vicinity as they are attached to you guys, at least you will get to see them. Regards from NY🇺🇸

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      Thank you

    • @ninajeonkyo_soo9339
      @ninajeonkyo_soo9339 2 місяці тому

      Ora balisah noi .oderke sharali hash bole.oderke aponader kasei rakhun.dr.bhossain naogaon. B.desh

  • @papaibiswas6913
    @papaibiswas6913 3 місяці тому +4

    Apnader kachei rakhun . Jodi thakar thakbe na hole chole jabe .

  • @aminsobuj3963
    @aminsobuj3963 3 місяці тому +1

    ছেড়ে দেওয়ার দরকার নেই আপনাদের কাছে থাক, আপনাদের কাছে বেশ ভালো আছে ওরা।

  • @ProsenjitAdhikari-b3n
    @ProsenjitAdhikari-b3n 3 місяці тому +4

    দি দি ওরা উড়তে না পারলে ওদের ছেরো না

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য

  • @atmnannurrahman3563
    @atmnannurrahman3563 2 місяці тому

    কোথাও ছেড়ে দেওয়ার দরকার নেই। ওরা উড়তে শিখে হয়তোবা নিজেরাই উড়ে চলে যাবে। শীতের সময় এই বালিহাঁস শীতপ্রধান দেশ থেকে আমাদের দেশগুলোতে প্রতিবছর আসে। খালেবিলে রাতের বেলা চরে বেড়ায়। ঐ সময়ে সেখানে তোমরা ছেড়ে দিলে ওদের সাথে চলে যেতে পারে বলে আমার মনে হয়।
    তোমরা সত্যি খুব ভালো। আসল বাঙ্গালী।
    আমাদের আত্মীয়। ধন্যবাদ ও শুভকামনা।

  • @parthachakraborty118
    @parthachakraborty118 3 місяці тому +3

    তোমরা ভালোবাসা দিতে জানো তাই মনে হয় ছেড়ে যাবে না ওরা দেখে নিও ❤

  • @ManjuBairagi-rn5ts
    @ManjuBairagi-rn5ts 2 місяці тому +1

    পাখি। কে। আপনাদের। বাড়িতেই। থাকুক। ওরা নিজেরা। যোদিযায়। যাবে ওদেরকে। বাড়িতে। রাখুন

  • @anantadebpal943
    @anantadebpal943 3 місяці тому +134

    আপনাদের বাড়িতেই ছেড়ে দিল হয় না। সারাদিন বাইরে বেরিয়ে এসে আপনাদের বাড়িতে চলে আসবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому +13

      দেখছি যদি সেটা করা সম্ভব হয় তাহলে নিশ্চই আপনাদের জানাবো।

    • @natureandfoodbd5798
      @natureandfoodbd5798 3 місяці тому +8

      দিদি এটাই করো, ওদের ছেড়ে দিও না। তোমাদের কাছেই এরা নিরাপদ ​@@sundarbankitchen

    • @syedislam9589
      @syedislam9589 3 місяці тому +1

      Baritei rakben

    • @SultanKarim-ym6mt
      @SultanKarim-ym6mt 3 місяці тому +10

      কোথাও ছাড়তে হবে না। উড়তে শিখলে ওরা যদি চলে যেতে চায় যাবে আর ভালবেসে থাকতে চায় থেকে যাবে... ব্যাস

    • @taushifmirvlogs6448
      @taushifmirvlogs6448 3 місяці тому +3

      প্লিজ দিদি হাঁসগুলোকে বনে ছেড়ো না ​।আমাদের বাড়িতে আরো বেশি সুরক্ষিত থাকবে। তাছাড়া তোমাদের বাড়ির পাশে খাল আছে পুকুর আছে 😊 সারাদিন বাইরে বেরিয়ে এসে সন্ধ্যার সময় ঘরে আসবে @@sundarbankitchen

  • @swapankumargiri8308
    @swapankumargiri8308 2 місяці тому

    অনেক ভিডিও দেখেছি কিন্তু বনের পাখিদের কেউ নিঃস্বার্থভাবে প্রতিপালন করতে পারে, এমনটা কখনো দেখিনি। জীবনে সুখী হতে গেলে যে মানসিকতার দরকার, তা তোমাদের আছে। এই বালি হাঁসগুলোকে তোমরা নিজেদের কাছেই রেখো, ছেড়ো না। ❤

    • @sundarbankitchen
      @sundarbankitchen  2 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ

  • @supriyamondal1392
    @supriyamondal1392 3 місяці тому +3

    সম্পূর্ণ বড় হোক তারপর ওদের যা ভালো মনে হয় তাই করুক । বন বন বিভাগ কে জানবার দরকার নাই ।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য

  • @mdsipon-be1sd
    @mdsipon-be1sd 2 місяці тому +1

    আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আপনার বাড়ির আঙিনায় রাখেন পাখি গুলি ভালো থাকবে

  • @quamrulsiddiqui4225
    @quamrulsiddiqui4225 2 місяці тому

    দারুণ কাজ করেছেন আপনারা। বাংলাদেশ থেকে আপনাদের জন্য ভালোবাসা রইলো।

  • @swaponrozario9167
    @swaponrozario9167 3 місяці тому +4

    কাওকে দেওয়া বা বাহিরে গিয়ে ছাড়ার দরকার নেই, যদি চলে যায় আপনাদের বাড়ি থেকেই চলে যাবে, এইভাবেই থাকুক, এইটা আমার ইচ্ছে.

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে মতামত জানানোর জন্য

  • @sovonsanyal2240
    @sovonsanyal2240 2 місяці тому

    Khub bhalo laglo. Muktoto kore dite hobe. Apnader ei kajta sobar jonne ekta udahorn hoi thakuk.

  • @anoaruzzamankamrani7834
    @anoaruzzamankamrani7834 3 місяці тому

    মনে হচ্ছে তোমরা কলকাতার মানুষ। ভালোবাসা ও শুভকামনা রহিলো তোমার প্রতি।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      আমরা গ্রামের মানুষ, আমাদের বাড়ি সুন্দরবন

  • @fanq.v7813
    @fanq.v7813 3 місяці тому +4

    বন বিভাগের হাতে ছেড়ে না দিয়ে, বাড়িতে থাকুক কয়েক দিন। যেদিন চাইবে নিজেরাই উড়ে যাবে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      এখনো ঠিক করিনি তবে যেটা করবো সেটা আপনাদের জানাবো

  • @sumanbain3668
    @sumanbain3668 3 місяці тому +1

    এই তিনটে বালি হাঁসের ছানা কে আমরাই দেখাশোনা করছি❤

  • @sahanmalakar5986
    @sahanmalakar5986 20 днів тому

    খুব ভালো ভিডিও। আমি হাঁস খুব ভালবাসি

  • @AmzadHossain-22
    @AmzadHossain-22 3 місяці тому +2

    আমার মনে হয় পাখিগুলো আপনাদের কাছে নিরাপদ ❤

  • @sumona4655
    @sumona4655 2 місяці тому +1

    Very nice story 💕🇧🇩

  • @pranabkumarroy8866
    @pranabkumarroy8866 2 місяці тому

    অনেক সুন্দর। থাকতে চাইলে তারা থাকুক।

  • @abdussatter1606
    @abdussatter1606 3 місяці тому

    দিদি তোমার ভাষা এককথায় বাচন ভঙ্গী আমাকে মুগ্ধ্ কেরেছে।আমার দোয়া রইলো। তোমরা সুখেথাকো শান্তিতে থাকো।বাংলাদেশ থেকে।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন।

  • @zakirborhan9003
    @zakirborhan9003 15 днів тому

    পাখি গুলোকে বাড়িতে রাখলেই ভালো হবে। ওরা যদি নিজ থেকেই চলে যেতে চাই যাক। ওদের অন্যের হাতে দেয়া ঠিক হবেনা। পাখি গুলো তোমাদের কাছে থাকলেই মনে হয় ভালো থাকবে।

  • @jaydebsarkar259
    @jaydebsarkar259 2 місяці тому

    ভালো কাজ করেছো। ওদের কে ছেড়ে দিতে হবে ভারাক্রান্ত মনে।

  • @AdityaHalder-dt4eu
    @AdityaHalder-dt4eu 2 місяці тому

    ওরা বাড়িতেই ছাড়া থাকুক। ছাড়া খাক, ছাড়া ঘুরে বেড়াক অন্য কোথাও ছাড়ার কোন দরকার নেই।❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shilasaha5307
    @shilasaha5307 2 місяці тому

    সত্যি এদের মধ্যে ভালো বাসা আছে এদের পরিবার আছে এদের সব মানুষ ভালো বাসতে পারে না তোমরা খুব খুব ভালো কাজ করছো তোমরা বুঝতে পারছো না ঈশ্বর এর আশীর্বাদ তোমাদের জন্য আর খুব খুব ভালো করছো ওদের জীবন বাঁচানোর জন্য আরো আরো এই ভাবে জীব গুলো বাঁচাতে এগিয়ে যাও ঈশ্বর এর কাছে প্রার্থনা জানাই তুমি ও তোমার পরিবারের সবাই কে খুব খুব ভালো রাখবে ❤❤🎉🎉😢😢

  • @DilipSarkar-v2m
    @DilipSarkar-v2m 3 місяці тому

    আপনাদের বাড়িতে থাকুক। আপনারা খুব ভালো ও বড় মনের মানুষ
    । ঈশ্বর আপনাদের মঙ্গলে রাখুন।

  • @bijansarkar6630
    @bijansarkar6630 3 місяці тому

    আপনাদের ছেড়ে দেয়ার দরকার নেই। থাকনা যত দিন ওরা আপনাদের বাড়িতে থাকতে চায়। ওরা নিজের থেকে গেলে যাবে।আর যদি পোষ মেনে ডিম দেয়,বাচ্চা হয় তা হলেতো আরো ভালকথা। পাখি প্রেমের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সবার মনে। খুব ভালো লাগলো আপনাদের ভিডিওটি দেখে।অনেক শুভেচ্ছা রইলো।❤❤❤❤❤❤❤❤❤❤

  • @masalamdinajpur8808
    @masalamdinajpur8808 3 місяці тому

    বন্যেরা বনেই সুন্দর পাখি সুন্দর আকাশে

  • @dilipmalakar7473
    @dilipmalakar7473 2 місяці тому

    খুব ভালো কাজ করে ছোট ভগবান তোমাদের মঙ্গল করবেন এর ফল নিশ্চয়ই পাবে ভালো থাকবেন।

  • @শামিমনাইটবিরিয়ানীহাউজ

    আপনারা অনেক ভালো মানুষ

  • @basudevmal348
    @basudevmal348 2 місяці тому

    খুব ভাল লাগল। আপনাদের বাড়িতেই ছেড়ে দিন।আপনারা ত জোর করে রাখছেন না।

  • @khadila167
    @khadila167 2 місяці тому +1

    সত্যিই দিদিভাই ভিডিওটা খুবই ভালো লাগলো শুভকামনা রইল

  • @SHADOW.533
    @SHADOW.533 3 місяці тому

    জিতছেন ভাই, জিতছেন। ভাবি অনেক সুন্দর, মায়াবী চোখ, এবং ভালো মানুষ। আপনার কপাল খুব ভালো। ভাবিকে পাইছেন। ❤ বাকি জিবন হাসিখুশি কাটান, এটাই প্রত্ত্যাসা

  • @AbcAbc-y9t5v
    @AbcAbc-y9t5v 2 місяці тому

    খুবই ভালো সিদ্ধান্ত

  • @bimalkundu8468
    @bimalkundu8468 2 місяці тому

    খুবই মানবিক কাজ । ছেড়ে দিন । স্বাধীনতা,,,,,, দিন ।

  • @rofiqbai886
    @rofiqbai886 Місяць тому

    আপনারা৷ অনেক৷ ভালাে্৷ আপনার বাড়িতে ছেরে রাখােন ওদের ইচছেতেই৷ আসেবে জাবে৷

  • @EmaAkter-k1s
    @EmaAkter-k1s 2 дні тому

    আমি কি লিখবো ভেবে পাইনি!!! আপনাদের ফ্যামিলির প্রসংসাকরে শেষ করা যাবেনা। আপনারা সুখি পরিবার দোয়া রইলো।

  • @Shaktilifestyle-gi3lr
    @Shaktilifestyle-gi3lr 2 місяці тому

    কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই ,যেমন আছে থাকুক, যদি উড়ে চলে যায় যাক,না হলে যদি থেকে যায় তো ভালো ❤❤❤❤❤

  • @SUNCALSTORY
    @SUNCALSTORY 2 місяці тому

    খুব ভালো লাগলো হাঁসপাখি দেখতে

  • @swapanmondal6529
    @swapanmondal6529 2 місяці тому

    এদের কে দূরে কোথাও ছেড়ে দিলে, মানুষ দেখলে মানুষের কাছে আসার চেষ্টা করবে। তখন মানুষেরা এদেরকে ধরে ফেলতে পারবে। তারা হয়তো মনে করবে এ হাঁসগুলো তো বন্যা হাঁস মনে করে তারা খেয়ে ফেলতে পারে। তাই আমি মনে করি এ হাঁসগুলো যেভাবে পালন করছেন ওইভাবে ছেড়ে দিয়ে রাখেন , ওরা যদি নিজের ইচ্ছায় উড়ে কোথাও চলে গেলে আপনাদের কোন আপশোষ/ চিন্তা থাকবে না। ❤❤❤❤❤

  • @dewanmd.mojiborrahmansumon7615
    @dewanmd.mojiborrahmansumon7615 2 місяці тому

    বাংলাদেশ থেকে দেখছি। ছেড়ে রাখবেন ওরা ওদের ইচ্ছে মতন উড়ে গেলে যাবে, থাকলে থাকবে।

  • @utpoldutta7440
    @utpoldutta7440 2 місяці тому

    Most loving act about nature... Please stay up to let them completely grown up.

  • @fatimafarjanahossain2945
    @fatimafarjanahossain2945 2 місяці тому +1

    নিজের কাছাকাছি থাকুক, ঘুরে ফিরে আসবে নিজেদের কাছে।

  • @abosaddam9275
    @abosaddam9275 3 місяці тому +2

    সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাতায়ালার জন্য

  • @anupray8242
    @anupray8242 2 місяці тому

    You are good and blessed people so they feel happy in your company.

  • @SHIOMVERSE
    @SHIOMVERSE 21 день тому

    Thanks!

  • @UtpalMandal-wi7fz
    @UtpalMandal-wi7fz 2 місяці тому

    খুব ভালো লাগলো তোমাদের এই ভালোবাসার ভিডিও দেখে। বন দপ্তরে খবর দিয়ে ছেড়ে দেওয়ায় ভালো হবে।

  • @maniramroy368
    @maniramroy368 3 місяці тому

    বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে চিরন্তন সত্য, কিন্তু যদি কেউ কাউকে ভালো বেসে আপন করে নেয় তাহলে তাদের ভালো বাসায় আঘাত না দেওয়াই উত্তম। বালিহাঁস গুলো আপনা থেকেই যদি থেকে যায় ভালো তাহলে তারা ধন্যবাদের পাত্র। ঈশ্বর আপনাদের পরোপকারী মনোভাবের জন্য মঙ্গল করুন।

    • @sundarbankitchen
      @sundarbankitchen  3 місяці тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ