আদা চাষের সহজ কৌশল। ৩৫০ বস্তায় আদা চাষে লাখ টাকা আয় হবে৷

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2023
  • আদা চাষের সহজ কৌশল। মাত্র ৮০ গ্রাম আদা থেকে ৫-৭ কেজি আদা পাওয়া যায়। বাড়ির ছাদে বা যেকোনো স্থানেই করা যাবে।
    Rohosso Travel Ep-204
    This video is about: আদা চাষ পদ্ধতি ।
    Name of Farmer:
    Contact : 017
    রহস্য ট্রাভেল এ যেকোনো কৃষি প্রতিবেদনের প্রচার করতে যোগাযোগ করুন -০১৯২০৩০৬৫৯০।
    আদা চাষের জন্য মার্চ-এপ্রিল মাসে জমি গভীরভাবে ৫-৬ টি চাষ দিতে হবে। এরপর আগাছা পরিষ্কার করে মাটি ঝুর ঝুরে করে সমতল করে নিতে হবে। আদার জন্য গোবর সার ১০ টন, ইউরিয়া ২৫০-৪০০ কেজি, টি এসপি ১৫০-১৮০ কেজি, এমপি ১৬০-১৮০ কেজি হেক্টর প্রতি প্রয়োগ করতে হবে। জমি তৈরি সময় গোবর সার, টিএসপি, অর্ধেক এমপি সার প্রয়োগ করতে হবে।
    মাটি নির্বাাচন: পানি নিকাশের সুব্যবস্থা আছে এমন উঁচু বেলে-দো-আঁশ ও ও বেলে মাটি আদা চাষের জন্য উপযোগী। তাই বেলে মাটি বাছাই করা উচিত।
    বীজ রোপণ: ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত লাগানো যায়। সাধারণত ১২-১৫ গ্রাম ওজনের ১-২টি কুঁড়ি বিশিষ্ট কন্দ লাগানো হয়। ৪০-৪৫ সে.মি. দূরে দূরে সারি করে ২০ সে.মি. দূরে ৫ সে.মি. গভীরে আদা লাগানো হয়। কন্দ লাগানো পর ভেলী করে দিতে হয়।
    জাত নির্বাচন: অনুমোদিত কোন জাত নেই। তবে স্থানীয় জাত যেমন- থাই, নাটোর, চুয়াডাঙ্গা ও খুলনা, টেংগুরা জাত চাষ করা হয়।
    যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় তিনি এই আদা চাষ করছে। এই বছরে ৩৫০ বস্তুায় আদা চাষ করেছে ভালো ফলনের আশা করছে।

КОМЕНТАРІ • 108

  • @mdjalilfakir6542

    এক এক কৃষক এক এক কথা বলে আসলে সঠিক নিয়ম কেউ বলেনা।

  • @user-wl4wu5eb8i
    @user-wl4wu5eb8i 7 годин тому

    আমার নিজের উদ্দগে ৩০০ বস্তা আদা চাষ করছি কেমন হয় দেখবো

  • @MD.NOSKORALIALI

    বিচ শোধন করবো কী ভাবে

  • @mafiulkarim646

    আদা চাষ রোপ্ন এর সঠিক মাস কনটি

  • @Mdferdous1663
    @Mdferdous1663 14 днів тому

    দেশিও জাত বারি আদা-২ ভাল একটা

  • @halimasworld6016

    আমি ২০০১থেকে বাঁশের বেতের টুকরিতে করি এবং বস্তায়।

  • @MD.NOSKORALIALI

    বিচ শোধন করবো কী ভাবে

  • @sakhawathosen6658

    বীজ কোথায় থেকে সংগ্রহ বা সংগ্রহ করে কিভাবে কাটতে হবে না কি পুরা তাই রুপন করতে হবে

  • @TanvirAhmed-xv2wq

    কৃষি অফিসার নাম্বারে দেওয়া যাবে

  • @naimurrahman2933

    রুপনের পর DAP /ইউরিয়া ব্যাবহার করা জাবে

  • @naharlifestyle9697

    Tnx new frindrifly rifly 🎇🎆❤️

  • @shohagali213

    Very fine

  • @sebaagro444

    আলহামদুলিল্লাহ ❤❤

  • @mahmudh7727

    বাজান দেখছি আর অভিভূত হচ্ছি এগিয়ে যাও বাজান

  • @Jowel-Saha

    এটা কি রোকন স্যার?(ঝিকরগাছা উপজেলা যশোর)

  • @hasanmia-yg5iu

    আমি মানিকগঞ্জ থেকে।সাটুরিয়া উপজেলায় গেলে কি আমি ভালো আদার জাত পাবো

  • @mdanowarhossain7461

    Allah safolota dan korun

  • @HiHealth360

    একদম

  • @UttarDinajpurerTrader
    @UttarDinajpurerTrader 21 день тому

    যদি Shorte Details করে বলতো ভালো হতো।। ওনেকে আছি ভিডিও শেষে কিছু পরিষ্কার ভাবে বুঝতে পারছি না।

  • @MobajjemAli
    @MobajjemAli День тому

    আমার 500পেকট আমাদের আছে