হুমায়ুন আহমেদের নাটক : মিসির আলী । অন্য ভুবনের সে । Onnyo Vuboner Sey | Misir Ali | Humayun Ahmed

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 299

  • @shamilconnery
    @shamilconnery 2 роки тому +143

    সেই ৮৭ সালে নাটক টা দেখে ছিলাম।আবছা আবছা মনে আছে, তখন প্রথম ভুতের নাটক বলে মনে হয়েছিল, ভয় পেয়েছিলাম। নাটকটার নাম মনে ছিল না,তবে মনে মনে খুব খুজেঁছি।আজই এতো বছর পর আবার দেখার সুযোগ পেলাম।অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

    • @Ornobsiu
      @Ornobsiu 2 роки тому +7

      আমিতো আজও ভয় পাচ্ছি আগেকার নাটকের সাউন্ডগুলো খুব ক্রিন্ঞ্জি

    • @reverend_shams
      @reverend_shams 2 роки тому +6

      আমার জন্ম ৮৮ সালে৷ আমি অলরেডি বুড়া

    • @SabekunnaherDEEE
      @SabekunnaherDEEE 2 роки тому

      Nice drama

    • @mizanrahman2628
      @mizanrahman2628 Рік тому

      g vy amio dekhsilam but amar full story mone silo bcoz subarnar sob natok amr antore ase

    • @prokritirkache8144
      @prokritirkache8144 Рік тому +2

      ​@@reverend_shamsআরে না, কত হলো? মাত্র পঁয়ত্রিশ?

  • @aliahmod793
    @aliahmod793 2 роки тому +155

    শুধু মাত্র রুচিশীল মননের মানুষ গুলো হুমায়ুন স্যারের আবিষ্কার গুলো খোঁজে খোঁজে দেখবে।
    ২০২২ সালে দেখছি

    • @tohaalamin8150
      @tohaalamin8150 2 роки тому +2

      bi by

    • @samsunnahar9671
      @samsunnahar9671 2 роки тому

      আমি একমত পোষণ করছি।

    • @Briyana766
      @Briyana766 Рік тому +1

      আমিও সেই রুচিশীলদের মধ্যে এক জন।
      ২০০৩ এ জন্ম নিয়েও হুমায়ুন স্যারের প্রেমে পরেছি

    • @hasidaakter9666
      @hasidaakter9666 Рік тому +1

      2023 saler November a dektechi

    • @Nusrath12anu
      @Nusrath12anu 4 місяці тому

      2024

  • @jyotsnadebnath7140
    @jyotsnadebnath7140 10 місяців тому +9

    হুমায়ুন আহমেদ এর নাটক মানেই একররাশ মুগ্ধতা। সুবর্না মুস্তফা যে কতবড় ট্যালেন্ট তার প্রতিটা অভিনীত বই দেখলেই বোঝা যায়

  • @mahadihasanjoy95
    @mahadihasanjoy95 2 роки тому +52

    কিশোর সমগ্রতে যারা অন্যভূবন পড়েছেন, তাদের কাছে এই নাটক একটা আলাদা আবেগ। আমি আর আমার এক বন্ধু ক্লাশ সেভেনে বসে একসাথে বসে এই উপন্যাসটা পড়েছিলাম, একজনের এক পাতা আগে শেষ হত, আরেকজনের শেষ হতে একটু দেরী হলেই ঝগড়া বেধে যেত, সেই অদ্ভুত সুন্দর দিনগুলো মনে পরে গেল।

    • @nikkisundori
      @nikkisundori Рік тому +6

      বাট, অন্যভুবন তো ছিলো তিন্নির গল্প?? সে গাছের ছবি আঁকতো, অন্য গ্রহের স্বপ্ন দেখতো

    • @prokritirkache8144
      @prokritirkache8144 Рік тому +1

      ​@@nikkisundoriyes

  • @mrk71924
    @mrk71924 Рік тому +12

    ছোটকালের দেখা নাটক ইউটিউবে পেয়ে নতুন করে দেখছি, মুড়ির মতো গিলছি।
    ধন‍্যবাদ যিনি প্রচার করেছেন।

  • @bullseyeentertainmentbd267
    @bullseyeentertainmentbd267 2 роки тому +11

    হরর কোন কন্টেন্ট দেখে জীবনে প্রথম ভয় পাওয়াটা খুব সম্ভবত এই নাটক থেকেই শুরু হয়েছিল। টেলিফোনের সেই ঝাঝালো শব্দ, বাতাসে জানালা বাড়ি খাবার মত দৃশ্যগুলো যে ছমছমে আবহ সৃষ্টি করেছিল, তা পরবর্তী অনেকগুলো রাতের ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট ছিল। এখন সারা দুনিয়ার কত হরর কন্টেন্টই না দেখি! কিন্তু এরকম ভয় আর পাওয়া হয়না, আর কখনো হবেও না। ধন্যবাদ আপনাকে, শৈশবের সেই স্মৃতিকে নাড়া দেবার জন্য।

  • @shofilularefin56
    @shofilularefin56 2 роки тому +16

    অসংখ্য ধন্যবাদ এই নাটক টা খুজতে ছিলাম।মা বাবা কাছে এই নাটকটার কাহিনি শুনে ছিলাম কিন্তু আমার মা বাবা উনারা ও এই নাটকের নামটা ভুলে গিয়েছিল তাই খুজে পাই নাই।আজকে পেলাম নাটকটি দেখে খুবই ভালো লাগলো।

  • @hakunamatata3935
    @hakunamatata3935 2 роки тому +65

    কী অদ্ভুত সুন্দর নাটক। আজকালকার নাটক এর পাশে দাঁড়াতে পারবে না। দয়া করে মিসির আলীর আরো নাটক আপলোড করুন। অসংখ্য ধন‍্যবাদ। 💖💖

    • @geminitubeb
      @geminitubeb 4 місяці тому

      ua-cam.com/video/hJZQrqX8fgc/v-deo.html

  • @Nkniamul-ry3ef
    @Nkniamul-ry3ef 4 місяці тому +1

    আবুল হায়াত অভিনয়ের মাস্টার। কি অসাধারণ অভিনয় তার। সবাই দারুন অভিনয় করেছে। ফাটিয়ে দিয়েছে একদম।

  • @queenoooo3174
    @queenoooo3174 2 роки тому +45

    মিসির আলির একেকটা উপন্যাস পড়ে শেষ করতাম, কিন্তু মনের মধ্যে সেটা নিয়ে ভাবনার শেষ হত না। সারাদিন মাথায় সেই গল্প ঘুরত! কাল্পনিক চরিত্র হলেও তাঁর প্রতি আলাদা এক শ্রদ্ধাবোধ তৈরি হয়ে গিয়েছিল।

  • @rajoyanulraton3738
    @rajoyanulraton3738 2 роки тому +18

    অসম্ভব সুন্দর নাটক ❤️
    কদম ফুলের কৌতুহল রয়েই গেলো!

  • @muhammadrifatulrohan
    @muhammadrifatulrohan 2 роки тому +36

    13:44
    আগ্রহ করে কেউ যখন গল্প বলে তখন তা শুনতে হয়,ভালো না লাগলেও শুনতে হয় 💛

  • @nicemelody3314
    @nicemelody3314 2 роки тому +15

    আবুল হায়াৎ স্যার অসাধারণ অভিনয় করেছেন। আরো কিছু ভালো অভিনয় দেখবো বলে আশা করছি।ধন্যবাদ।

  • @jiaurrahiman7027
    @jiaurrahiman7027 Рік тому +6

    সুবর্না মোস্তফার অভিনয় অসাধারণ ছিল ❤❤ এতো সুন্দর নাটক মন ভরে গেল।🧡❤️💚

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Рік тому +1

    কি জাদুকরী নির্মাতা ছিলেন কথা সাহিত্যিক হুমায়ুন স্যার কতো বছর যাবত ওনার নাটক মুভি দেখছি তবুও তার মুগ্ধতা হ্রদয় ছুঁয়ে যাওয়ার মতো আমার বিশ্বাস যুগের পর যুগ মুগ্ধ করে যাবে অগণিত রুচিশীল মানুষের মন আমি গর্বিত আপনার সব কাজগুলো দেখার মতো সৌভাগ্য হয়েছে ভালো থাকুন প্রিয় হুমায়ুন স্যার ওপারে [[ এক হুমায়ুন স্যারের ভক্তের পরিচয় শমাীম আহমেদ কটিয়াদি থানা কিশোরগঞ্জ জেলা মসুয়া মোড়ল পাড়া বাড়ি একদিন হারিয়ে যাবো এই ধরণী থেকে কিন্তু আমার কথাগুলো রয়ে যাবে]]

  • @binoybarai6863
    @binoybarai6863 10 місяців тому +4

    আল্টা এইচডির যুগে আমি খুজে ফিরি আমার জন্মের আগের ১৪৪ পিক্সেলের অসাধারণ চিত্রকর্ম ২০২৪ এ দেখলাম

  • @MonirHossain-px9bp
    @MonirHossain-px9bp 2 роки тому +4

    আহা কি রুচিশীলতা.... হুমায়ুন আহমেদ স্যার❣️

  • @hasanmahamud2687
    @hasanmahamud2687 Рік тому +6

    আমি হুমায়ুন আহমেদের নাটকে প্রেমে পড়ে গেলাম,,,🥰🥰ওনার লেখার সব নাটক খুঁজে খুঁজে বের করে দেখি 🤔🤔??

  • @tausifalfaruk2120
    @tausifalfaruk2120 Рік тому +7

    আবুল হায়াৎ চাচাকেই একদম পুরোপুরি মিসির আলী মনে হয়েছে। কি সুন্দর ভাবে আধপাগলামী, খামখেয়ালিপনা ও উদাসীনতা ফুটিয়ে তুলেছেন তা এক কথায় অসাধারণ। এরপর যারা এ চরিত্রে এসেছেন তাদের কেউ উনার ধারেকাছেও নয়।

    • @prokritirkache8144
      @prokritirkache8144 Рік тому +4

      মিসির আলীর গল্প পড়লে ধারণা বদলে যেতে পারে।

  • @muhammadrussell2341
    @muhammadrussell2341 Рік тому +4

    অসাধারণ অভিনয় করেছেন বুলবুল আহমেদ 🙌💫

  • @makjilany
    @makjilany Рік тому +6

    #আবুল_হায়াৎ হচ্ছেন পারফেক্ট #মিসির_আলী .......🙌🙌👌👌💯💯💚💚❤❤❤❤💚💚... মনে পড়ে এই নাটকটি দেখার পড়ে যখন হুমায়ুন সাহিত্য পড়া শুরু করলাম আরোও ৩/৪ বছর পর থেকে, মিসির আলী চরিত্রের বেলাতে আমার চোখে ভাসত #হায়াত স্যার.....

  • @nituhossain3975
    @nituhossain3975 2 роки тому +8

    বহুদিন ধরে খুঁজতেছিলাম, অনেক, অনেক অনেক ধন্যবাদ আপলোড দেওয়ার জন্য ।

  • @murtuzaruman5899
    @murtuzaruman5899 9 місяців тому +3

    শিক্ষকতা করতে করতে সবাইকে তুমি বলতে ইচ্ছে হয়,,,
    ডায়লগ টা ভাল লাগছে

  • @FaisalBinAsik
    @FaisalBinAsik 3 місяці тому

    রবীন্দ্রনাথ আর নজরুলের পরে হুমায়ুন আহমেদই সেরা সাহিত্যিক।
    নাটকে হুমায়ুন আহমেদ বাংলাদেশের সর্বকালের সেরা

  • @shahidbro1878
    @shahidbro1878 2 роки тому +9

    মিসির আলি,, হুমায়ূন আহমেদ এর বই পড়ার পর সবার প্রথম দেবী চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী কে মিসির আলির চরিত্র দেখা,,সেখা শান্ত সভাবের বুদ্ধিমান মিসির আলি ফুটিয়ে তুলেছেন।এটাও ভালো হয়েছে আবুল হায়াতের অভিনয়। যেহেতু আমি চঞ্চল চৌধুরীর অভিনয় আগে দেখেছি সেহেতু মিসির আলির কথা ভাবলে তার মুখ ভেসে উঠে।😇😍

    • @ZiaUddinAhmad
      @ZiaUddinAhmad 2 роки тому +1

      চঞ্চল চৌধুরীর ছবিটিতে, কণ্ঠটি কিন্তু দিয়েচিলেন আবুল হায়াত-ই।

    • @shahidbro1878
      @shahidbro1878 2 роки тому

      @@ZiaUddinAhmad বাল,,আপনি তাইলে কিছুই জানেন না,,চঞ্চল নিজে ভয়েস দিছে,,একটু সুর টা চেঞ্জ করে কথা বলছে আরকি।হাওয়া সিনেমায় আবার অন্যরকম, বিভিন্ন অভিনয়ের উপর ভিত্তি করে সুরের পরিবর্তন করতে হয়।

    • @sanwerrasel1524
      @sanwerrasel1524 Рік тому +2

      মিসির আলীর চরিত্রে আবুল হায়াতের কাছে চঞ্চল চৌধুরী কিছুই না।

    • @prokritirkache8144
      @prokritirkache8144 Рік тому

      গল্পের মিসির আলীর সাথে আবুল হায়াতের চরিত্রের মিল নেই সেরকম।

  • @smmustak4925
    @smmustak4925 5 місяців тому +1

    অসম্ভব সুন্দর একটা নাটক ❤।

  • @imrun3
    @imrun3 2 роки тому +15

    উপন্যাসের মিসির আলীর সঙ্গে নাটকের মিসির আলী চরিত্র মস্তিষ্ক অনেক চেষ্টা করেও মিলাতে পারছে না। উপন্যাসের মিসির আলী কঠিন কথা গুলো বিনয়ের সঙ্গে অবলিলায় বলতেন।
    কল্পনা পরিপূর্ণ বাস্তবে রুপান্তর করা অসম্ভব।

    • @SabekunnaherDEEE
      @SabekunnaherDEEE 2 роки тому

      Boi sate je sob milbe ta noi karon natok make korte onek kico nia tori korte hoi

    • @prokritirkache8144
      @prokritirkache8144 Рік тому +1

      নাটকের মিসির আলীর সাথে বইয়ের মিসির আলীর মিল নেই।

    • @najninnaharnepa7197
      @najninnaharnepa7197 11 місяців тому

      ঠিক বলেছেন

  • @digbijoychoudhury7140
    @digbijoychoudhury7140 2 роки тому +7

    A tele-film by Humayun Ahmed..........
    And it cannot but be a fantastic film.
    Abul Hayat.....needs no encomium or plaudit from anyone.
    He is an outstanding class by himself.
    May I convey my respectful regards to him through this medium !

  • @MizanurRahman-fi9sl
    @MizanurRahman-fi9sl 6 місяців тому

    রুচিসম্মত অভিনয়
    হুমায়ুন আহমেদ এর অনবদ্য সৃষ্টি ❤

  • @Welcome_Diva
    @Welcome_Diva 6 місяців тому

    হুমায়ূন আহমেদ এর নাটক মানেই অনবদ্য ❤❤❤❤❤❤❤❤

  • @jakiashanta6711
    @jakiashanta6711 2 роки тому +12

    বহুব্রীহি শেষ করেই এটি দেখা শুরু করলাম ❤️স্যারের নাটক যতোই দেখি মন ভরেনা

    • @ayeshaeshal6047
      @ayeshaeshal6047 2 роки тому

      Bohubrihi kuthay dekhlen?

    • @jakiashanta6711
      @jakiashanta6711 2 роки тому +2

      BTV professional UA-cam channel a

    • @rakibrahman5455
      @rakibrahman5455 Рік тому

      আমি ৮৭ সালের একজন, তখন দেখেছি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ায় এখনো বেচে আছি, হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন আরো অনেকের প্রত্যকটা নাটক ধারাবাহিক নাটক সবগুলো দেখেছি, তারপর ও আমার সেইসব দিনগুলো মনে পড়ে,এজন্য বার বার এই নাটক গুলো দেখি, আর আমার সেই সোনালী রুপালি দিন গুলোতে ফিরে যাই,আহা কিজে সান্তি লাগে আমার হারানো দিন গুলো।

  • @sirajganjfoodblogs6350
    @sirajganjfoodblogs6350 Місяць тому

    নাটক টা দেখে পুরা উদাস হয়ে গেলাম.. এত সুন্দর নাটক..

  • @lovelesssafayet7633
    @lovelesssafayet7633 4 місяці тому

    আহ কি সাবলীল অভিনয়,,হুমায়ন আহমেদ best

  • @MdYousuf-rh5oc
    @MdYousuf-rh5oc 2 роки тому +7

    তাং 14/10/2022 ইং
    হুমায়ন আহমেদ মানেই অসাধারণ ♥️♥️

  • @jihantajrin7306
    @jihantajrin7306 2 роки тому +5

    These drama. .Was telecast before my birth. ..Wow. .Wonderful drama. .👍💐💝💖😓😰👍

  • @subratakarmakarsk7729
    @subratakarmakarsk7729 2 роки тому +35

    প্রিয় @Shoeb Mahbub ভাই,
    অনেক দিন থেকেই দেখে আসছি আপনার BTV এর পুরোনো কালেকশন খুব সুন্দর আর দুর্লভ। জানি না আপনি কিভাবে এগুলো পেয়েছেন আর পাচ্ছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। দাবী একটাই আমাদের ৮০ আর ৯০ দশকের বিটিভির সকল নাটক, বিজ্ঞাপন আর অনুষ্ঠান ক্রমান্বয়ে আপলোড দিবেন। আর স্পেশাল রিকোয়েস্ট রইলো আবুল খায়ের স্যারের গাছ নিয়ে করা বিখ্যাত সেই জনসচেতনতা মূলক বিজ্ঞাপনটি।
    ' আমি ওষুধ বানাবো কি দিয়া'
    প্লিজ প্লিজ প্লিজ
    🙏🙏🙏

    • @asafsujon800
      @asafsujon800 2 роки тому +1

      ঐটা তো আবুল আবুল হায়াতের ছিল না।
      "সব গাছ কেটে ফেললে আমি ঔষধ বানাবো কী দিয়ে"

    • @subratakarmakarsk7729
      @subratakarmakarsk7729 2 роки тому +3

      @@asafsujon800 আবুল খায়ের, আবুল হায়াত নয়

    • @nasrinakterjuijui6655
      @nasrinakterjuijui6655 2 роки тому +1

      আবুল খায়ের

  • @rezwan9329
    @rezwan9329 Рік тому +2

    Can not believe I found this. My earliest memories. Remember seeing it in early 90s was scared to death

  • @emondakua3823
    @emondakua3823 Рік тому +6

    আমার জন্মের ১১ বছর আগের নাটক। আমি বড় হচ্ছি কিন্তু এই নাটক কখনো পুরনো হয় না☺️

  • @nrwithnskofficial7169
    @nrwithnskofficial7169 2 роки тому +5

    আমার মতো কে কে হুমায়ূন স্যারের নাটক খুঁজে খুঁজে দেখেন

  • @ronshaz6466
    @ronshaz6466 Рік тому +5

    খুব হতাশার ব্যাপার যে মিসির আলীর আর কোনো নাটক হুমায়ুন আহমেদ পরিচালনা করেননি। আবুল হায়াৎ এখনো (৬.১.২০২৪) বেঁচে, সুস্থ , মিসির আলীর চরিত্র একমাত্র তাঁর মতো জাত অভিনেতারাই ফুটিয়ে তুলতে পারেন। আফসোস, হুমায়ুন আহমেদ বা অন্য কেউই এই উদ্যোগ আর নিলেন না। আর এখন তো "ব্যাচেলর পয়েন্ট" আর "ব্যাড অ্যাস" নাটকের যুগ...

    • @princessmenuka6873
      @princessmenuka6873 16 днів тому

      এই নাটকের পরিচালকও হুমায়ূন আহমেদ নন।হয়ত হুমায়ূন আহমেদ চেয়েছে যেন মিসির আলী চরিত্র শুধু পড়েই অনুভব করি আমরা।

  • @ayazkhan317
    @ayazkhan317 2 місяці тому

    Mahbub bhai onek dhonnobad ek sundar experience Amadeus punorai dilen . Himu choritrer purano natok Apnar kache thakle upload Korben. Oshonkho dhonnobad

  • @faysalkhan6534
    @faysalkhan6534 2 роки тому +4

    নাটকটা দেখা শুরু করি নি ।।। হুমায়ুন আহমেদ এর নাটক ভালো হবেই।।।।😍Thanks for upload...

  • @muhammadrussell2341
    @muhammadrussell2341 Рік тому +5

    আবুল হায়াত চমৎকার অভিনয় করেছেন 🙌

  • @meejannur782
    @meejannur782 5 місяців тому

    সালটা মনে নাই, গ্রামে একটি মাত্র টিভি ছিল সেটা চলত ব্যাটারি দিয়ে, ছোট ছিলাম, বাবার সাথে সেই টিভিওয়ালার বাড়িতে এক রাতে এই নাটকটি দেখেছিলাম। আহ স্মৃতি!

  • @JoyAmin666
    @JoyAmin666 5 місяців тому

    ki shob din chilo, btv te dekhe raat a bhoye ghumate parinai

  • @ShohidulIslam-cz1tj
    @ShohidulIslam-cz1tj 4 місяці тому +1

    ২০২৪ এ এসে সেই মিসির আলি শুনেই দেখতে বসে গেচি।

  • @dr.lingkonsingha8529
    @dr.lingkonsingha8529 Рік тому +2

    অসাধারণ।

  • @ishratjahan9217
    @ishratjahan9217 2 роки тому +3

    Lovely 🌹 with lots of love ❤️💚💛

  • @SanchitaSultana-i4c
    @SanchitaSultana-i4c 4 місяці тому

    হুমায়ূন আহমেদের অবসর নাটকটি দেখতে চাই।

  • @ripondas9603
    @ripondas9603 2 роки тому +2

    অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল ভাই।

  • @MdNahid-tx1bj
    @MdNahid-tx1bj 2 роки тому +7

    মিসির আলী মানেই যে এক অন্য ভুবন

  • @sophiaeasel1561
    @sophiaeasel1561 2 роки тому +2

    কি অসাধারণ একটা নাটক ❤️❤️❤️❤️

  • @bipulpri6626
    @bipulpri6626 2 роки тому +7

    we love Misir Ali .

  • @lovelylovely3263
    @lovelylovely3263 Рік тому +1

    অসাধারন ❤❤❤

  • @murtuzaruman5899
    @murtuzaruman5899 9 місяців тому

    হুমায়ুন স্যার,,❤️❤️❤️

  • @tintin6455
    @tintin6455 2 роки тому +12

    মিসির আলি হিসেবে আবুল হায়াৎ ই বেষ্ট

  • @মানুষচেনা
    @মানুষচেনা 2 роки тому +4

    আগের নাটক গুলো খুব সুন্দর

  • @gulshanbegum7677
    @gulshanbegum7677 4 місяці тому

    স্যার না থাকলে আমরা কিভাবে যেন বড় হতাম,

  • @Rahad529
    @Rahad529 Рік тому +3

    মাষ্টার পিস অভিনয় অসাধারণ

  • @shahadathussainmunna3804
    @shahadathussainmunna3804 Місяць тому

    Bhai btv er akta natok mon ak shet kopoti tazin er atar akta porbo o ki dawa jabe pls

  • @unityofficialcommunitybang939
    @unityofficialcommunitybang939 Рік тому +1

    Natok ta khubi osadharon ami ei jamanar chele amar varsity er head of the dept sir amake ei natok ta dekhar jonne bolesilen aj 18/07/2023 ami ei natok ta dekhtesi jara amar comment ta dekhtesen sobai ekti kore like diye diben 😊

  • @rashabintemohiuddin
    @rashabintemohiuddin 10 місяців тому +1

    কি শুদ্ধ বাংলা আর কি ভদ্র ভালো হাজবেন্ড!

  • @arafatiqbal6230
    @arafatiqbal6230 2 роки тому +4

    Shoeb vai ami apnake salute kori…please accept my gratitude.

  • @farjanaahmedsrabon638
    @farjanaahmedsrabon638 11 місяців тому +1

    মিসির আলি দেখার উদ্দেশে বসলাম।যদি ও আমার জন্ম দু'হাজারের পর তবুও হুমায়ুন আহমেদ স্যার প্রতি আমার অসীম শ্রদ্ধা ভালোবাসা।আমি হিমু কে খুজি,শুভ্র কে খুজি,মিসির আলি কে খুজি কিন্তু পাই না,তাই তাদের রহস্যের উদঘাটন করার চেষ্টায় আছি।🙂

  • @RoshidHardware
    @RoshidHardware 5 місяців тому

    থাকি সাউথ আফ্রিকায় এই নাটক দেখছি রাত 21:17 মিনিটে (চলমান) 28/07/2024.
    এই ভয়ংকর নাটক এই সময়ে এই দেশে থেকে দেখলে ভয়ে জিহ্বা বেরিয়ে আসবে,কেমন ভয়ে ভয়ে সময় পার হচ্ছে.

  • @jhumur638
    @jhumur638 Рік тому +2

    সেই ছোট্ট থাকতে টিভিতে দেখে ভয় পেয়েছিলাম, ২০২৩ এ ১৫ অক্টোবর দেখলাম

  • @syedullah7719
    @syedullah7719 2 роки тому +31

    দুই মেয়ে (বিপাশা আর নাতাশা) বুড়ি হয়ে গেলো, বুল্বুল আহমেদ সেই কবে মারা গেলো, কিন্তু আবুল হায়াৎ চাচা এই নাটক এর সময় (১৯৮৭ শাল) থেকে এখন সেই একইরকম এ আছে যেভাবে উনার জন্ম হয়েছিল আজ থেকে ২৩৪ বছর আগে - টাকমাথা আর দাড়িসহ 😬😬

    • @habibajaved9794
      @habibajaved9794 2 роки тому

      আবুল হায়াত কে তখন তার বয়সের চে বেশী বয়স বানানোর জন্য বুড়ো মানুষ এর মেকআপ দেয়া হয়েছিল।

    • @hakunamatata3935
      @hakunamatata3935 2 роки тому

      😂😂😂

    • @sumaiyafarah612
      @sumaiyafarah612 2 роки тому +5

      উনাকে সামনাসামনি দেখেছি বছর ২ আগে, একই রকম আছেন। স্বাত্তিক জীবন যাপন করেন, ঘড়ি ধরে। এজন্যই হয়তো এরকম আছেন।

    • @nodikotha7313
      @nodikotha7313 2 роки тому

      uni sudhu lal atar ruti khey thaken

    • @Dr.selenophilee
      @Dr.selenophilee Рік тому +2

      Onar nam er moddhei hayat ache jeta onar ses hocchena

  • @csehabibmonir4121
    @csehabibmonir4121 Рік тому

    হুমায়ূন আহমেদের সব নাটক খুঁজে খুঁজে বের করে দেখছি 2024 সালে

  • @mdbejoymia3614
    @mdbejoymia3614 Рік тому +7

    আসাদুজ্জামান নুর ভাইকে মিসির আলির অভিনয়ে রাখার দরকার ছিল

  • @RukiyaKhatun-y7o
    @RukiyaKhatun-y7o Місяць тому

    Boi er sathe mil dekhsi nah first theke but valo legese😊

  • @aditehalder7280
    @aditehalder7280 10 місяців тому

    ১১ ই ফেব্রুয়ারী, ২০২৪ সালে এসে নাটকটি দেখছি। ❤

  • @pushpitazaman7239
    @pushpitazaman7239 Місяць тому

    Eta kon Boi theke neya hoyeche?

  • @beautyaktar171
    @beautyaktar171 2 роки тому +1

    onek din theke sir er natok gulu khuje khuje dekhci. akhon r o kichu dekhar baki ache kina janina. amader deshe onek valo valo natok hoy kintu sir er natok gulu dekhe kuno birokti kokhonoi aseni sudhu valo laga. ai natok amar jonmer age bananu ato ager sir er natok chilo ta amar jana chilona akta comment dekhe bujte parlam.opare allah sir ke onek santite rakho amin.

  • @navyso2831
    @navyso2831 Рік тому +1

    রূপনগর [১৯৯৪] পর্ব ৬,৭,৯ কোথাও খুঁজে পেলাম না। থাকলে আপলোড দিবেন কি.?

  • @ranadipadhikary5309
    @ranadipadhikary5309 Рік тому +6

    মাত্র ১৯৮৭ সালের নাটক, কিন্ত print এর এই অবস্থা কেন !!! হুমায়ূন সাহেবের প্রত্যেকটা সৃষ্টি এক একটি দলিল, যথাযুক্ত সংরক্ষণ দরকার।

    • @jasimuddin-j4q
      @jasimuddin-j4q 7 місяців тому

      আমি এই নাটক টা দেখেছি ১৯৮৭ তখন আমি ৪থ শ্রেনীর ছাত্র। ভয় পেতাম এই নাটক টা দেখে 🎉🎉🎉🎉

  • @ahladdipu7783
    @ahladdipu7783 2 роки тому +2

    আমার মত ২০২২ সালের শেষের দিকে এসে কে কে এই নাটক টা প্রথম দেখছেন?

  • @mahamudaaktarrakhi2222
    @mahamudaaktarrakhi2222 10 місяців тому +1

    24/ 02/ 2024
    Humayon Ahmed ❤

  • @popyakter6757
    @popyakter6757 3 місяці тому

    ২০২৪ এসে আমিও নাটকটি দেখলাম সময় রাত ১২.০৫.

  • @mnraihan
    @mnraihan Рік тому +1

    1990 দশক এ btv তে দেখেছি ❤

  • @KbEntertainment24
    @KbEntertainment24 10 місяців тому +1

    Perfect Misir Ali ,, which I always Imagine is matched

  • @crgr83
    @crgr83 2 роки тому +8

    শেষ দৃশ্যের রাস্তাটা দিয়ে কত হেটেছি, পাশের মাঠটিতেই এখন বঙ্গবন্ধু নভথিয়েটার এবং আর্মি মিউজিয়াম।

    • @shahidbro1878
      @shahidbro1878 2 роки тому +1

      এটা কোথায়,,ধানমন্ডি নাকি

  • @mariavlog5312
    @mariavlog5312 2 роки тому +15

    এখনকার নাটক ব্যাচেলর পয়েন্ট বস্তাপচা সব অভিনেতা আর কাহিনি

    • @crazy-noob71freefiregaming64
      @crazy-noob71freefiregaming64 Рік тому +1

      ভাই আমি নিজেও বাংলা নাটকের ৯৮℅ হুমায়ূন আহমেদ এর নাটক। কিন্তু ভাই সবার পচ্ছন্দের ব্যাপার টা আলাদা হয়ে থাকে। তার জন্য অন্যদের নিয়ে বাজে মন্তব্য হুমায়ুন আহমেদ এর কোন নাটকের মাঝে আমি পাইনি। বলতে পারেন আমি স্যার এর নাটক দেখার পাশাপাশি অনার রচনা বই গুলো পড়া হয়ে যায়।
      আমি ক্ষমা চাইছি কারণ আমি বললাম আমার মতো করে। যেটা আপনার পছন্দ নাও লাগতে পারে।
      ছড়ি।
      কাউকে ছোট করার জন্য না। স্যার এর নাটক দেখার জন্য একটা সুন্দর মন লাগে। নাহলে উনার চরিত প্রতিটি নাটক বার বার দেখি। ভালো লাগে। জানি না কেন 😍

  • @tarikmahmood4463
    @tarikmahmood4463 Рік тому

    এই নাটকে আবুল হায়াতের কথা বলার ধরণ অনেকটা হুমায়ুন আহমেদের মত।

  • @golammoula6785
    @golammoula6785 2 роки тому +3

    ভাই বুলবুল আহমেদ অভিনীত ইডিয়ট নাটক টা থাকলে আপলোড করবেন প্লিজ

    • @shoebmahbub3244
      @shoebmahbub3244  2 роки тому

      নেই

    • @khaledakhan747
      @khaledakhan747 Рік тому +1

      বুলবুল আহমেদ এর ইডিয়ট নাটক টা আমি ও খুঁজছি। বহু বছর ধরে।

  • @rakibhossenr9590
    @rakibhossenr9590 Рік тому +2

    একটা জিনিস খেয়াল কর-লাম,ফেসবুকে প্রায় সবার হাতের লেখা একই রকম!🙂

  • @SumaiyarohmanSurovi
    @SumaiyarohmanSurovi 9 місяців тому

    2024 a...
    Amr 18 yrs. Misir ali...
    Jodi bastobe ak ber dakha patam. Kisu na hok,amr vitor colte thaka ai depuration er akta nam ontoto khuje patam.😊

  • @chandrashakhor4623
    @chandrashakhor4623 2 роки тому +5

    পুরাতন নাটক তাও যদি হয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা বা পরিচালনা ; এককথায় হীরা বা সোনা সমতুল্য।

    • @chandrashakhor4623
      @chandrashakhor4623 2 роки тому

      ১২/১২/২০২২ ( রাত ১২ টা) দেখলাম

  • @MdAshik-tp5cj
    @MdAshik-tp5cj Рік тому

    কদম ফুলের ব্যাপারটা থেকপ গেলো শেষ হয়েও হইলো না শেষ 😐😐😐

  • @sobuzhossain1542
    @sobuzhossain1542 Рік тому +1

    ২০২৩ এ দেখলাম,মন ছুঁয়ে যাওয়ার মত

  • @debdbhat
    @debdbhat 2 роки тому +11

    আচ্ছা হিমু সিরিজ এর কোনো নাটক বা সিনেমা কি তৈরী হয়েছে বাংলাদেশে। যদি হয়ে থাকে তাহলে দয়া করে লিঙ্ক টা দেবেন প্লিজ।

    • @PaNdaaaaaaa.24
      @PaNdaaaaaaa.24 Рік тому

      হুমায়ূন আহমেদের নিজের ডিরেকশনে হিমু তৈরি করেছে যদিও এইটার ভালো প্রিন্ট পাবেন না 😢

    • @soumyasarkar9585
      @soumyasarkar9585 9 місяців тому

      UA-cam এ হিমু কে নিয়ে কয়েকটা এপিসোড দেখেছিলাম, যেটাতে মোশারফ করিম হিমু করেছেন, আশা করছি হিমু লিখে সার্চ করলে পেয়ে যাবেন।

    • @sherlock_bd
      @sherlock_bd 5 місяців тому

      বইয়ের আসল কাহিনী অবলম্বনে তৈরি করলে ভাল হতো,কিন্তু হিমু নিয়ে হুমায়ূন আহমেদ কোন নাটক তৈরি করেননি

    • @mohammadmamunurrashidkanch6031
      @mohammadmamunurrashidkanch6031 2 місяці тому

      ওইজা বোর্ড নাটকে হিমুর মতো একটা চরিত্র আছে।

  • @sumaiyaafrin8196
    @sumaiyaafrin8196 4 місяці тому

    সবার কমেন্ট পড়তেছি। এত আকর্ষণীয় শুনে নাটকটা দেখতে শুরু করলাম

  • @mdsbakashmia6558
    @mdsbakashmia6558 8 місяців тому +1

    ২০২৪ সালে এই নাটক কে কে দেখছেন

  • @alnoman8324
    @alnoman8324 2 роки тому +5

    মিসির আলি পড়ে যতটা মজা পেয়েছি। দেখে তার ১ ভাগ মজাও পেলাম না।😑 আমার সবচেয়ে পছন্দের একটি উপন্যাস মিসির আলি🥰🥰
    আর মিসির আলি চরিত্রে ওনাকে মোটেও মানায় নাই😑

  • @মিথিলা-wm
    @মিথিলা-wm Місяць тому

    আমার ৮৭ সালে ছিলো ৩ বছর। কিভাবে মনে আছে আমার এই নাটক? আশ্চর্য। ঠিক করে দেখেন তো নাটকটা আসলেই ৮৭ সালের কি না?

  • @Akash_hossen921
    @Akash_hossen921 2 місяці тому

    ব্যাচেলর পয়েন্ট নাটক দেখা পাবলিক গুলোকে এই নাটক গুলো জীবনে একবার হলেও দেখা উচিত,
    তাহলে তারা বুঝতে পারবে , নাটক আসলে কি.?

  • @sanjidatasnim8299
    @sanjidatasnim8299 2 місяці тому

    😢😢😢😢😢

  • @picpong5471
    @picpong5471 Рік тому +1

    আপনার আগের চ্যানেল কি ডিজবল হয়ে গেছে।

  • @readToLearnWeb
    @readToLearnWeb 2 роки тому +18

    মিছির আলীর বই পড়লে মনেহয় সে খুব শান্ত স্বভাবের ।কিন্তু নাটকে তাকে খুব অস্থির মানুষ দেখানো হয়েছে ।
    কিংবা এমনও হতে পারে আমি তাকে আমার কল্পনায় শান্ত ভেবে নিয়েছি ।
    আমার কাছে তাকে শান্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ভাবতেই বেশি ভালো লাগে ।
    কিন্তু এখন মনেহচ্ছে বই পড়ে তাকে কল্পনা করতে সমস্যা হবে ।

    • @mahmudulislamsohel1951
      @mahmudulislamsohel1951 2 роки тому +8

      মাঝে মাঝে মিসির আলির মেজাজ ব্রিগ্রানো ও থাকে।

    • @mizbahahmed161
      @mizbahahmed161 2 роки тому +5

      Abul Hayat e Misir Ali character er jonno perfect

    • @kanijfatema3777
      @kanijfatema3777 2 роки тому +2

      Dupure misir alir mejaj khrp thake.

    • @readToLearnWeb
      @readToLearnWeb 2 роки тому

      @@kanijfatema3777 মেজাজ খারাপ হলে চট জলদি তা ভালো করে ফেলতে পারেন ।

    • @mislenious2369
      @mislenious2369 2 роки тому

      hoito icha korei paglate character banano hoise 11. hoite pre misir alir shanto image ta pore deya hoise 1

  • @mislenious2369
    @mislenious2369 2 роки тому +3

    rongin shai din guli ar ferot ashbe na 11 natoker intro daikha jante parlam tokhon amer boyosh silo 6 11 abcha mone pore ai natokta deksilam ami 11 ami prai purano hoye jao a ak machine 11 jiboner fele asha poth tuku dushor theke dhushor hoche , drishtir shimanai 11shondhe nama jono manob hin chou raastar majhe ami jeno darai achi aka 11😭😭😭😭😭😭

  • @zannatulmawa902
    @zannatulmawa902 Рік тому

    2023 e dekci❤