যাকে ভয় করি তার নাম হাসর,, যাকে বিশ্বাস করি তার নাম কুরআন,, যার কাছে আমি ঋণী তিনি হলেন আমার মা,, যাকে নেতা মানি তিনি হলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,, যার কাছে মাথানত করি তিনি হলেন মহান আল্লাহ তায়ালা 💖💝
اِتَّخَذُوۡۤا اَحۡبَارَهُمۡ وَرُهۡبٰنَهُمۡ اَرۡبَابًا مِّنۡ دُوۡنِ اللّٰهِ وَالۡمَسِيۡحَ ابۡنَ مَرۡيَمَۚ وَمَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِيَعۡبُدُوۡۤا اِلٰهًا وَّاحِدًاۚ لَٓا اِلٰهَ اِلَّا هُوَؕ سُبۡحٰنَهٗ عَمَّا يُشۡرِكُوۡنَ﴾ ৩১.) তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের উলামা ও দরবেশদেরকে নিজেদের খোদায় পরিণত করেছে।৩১ এবং এভাবে মারিয়াম পুত্র মসীহকেও। অথচ তাদের মা’বুদ ছাড়া আর কারোর বন্দেগী করার হুকুম দেয়া হয়নি, এমন এক মাবুদ যিনি ছাড়া ইবাদত লাভের যোগ্যতা সম্পন্ন আর কেউ নেই। তারা যেসব মুশরিকী কথা বলে তা থেকে তিনি পাক পবিত্র। ৩১) হাদীসে বলা হয়েছে হযরত আদী ইবনে হাতেম নবী (সা.) এর কাছে এসে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন খৃস্টান। ইসলাম গ্রহণ করার সময় তিনি নবী (সা.) কে কয়েকটি প্রশ্ন করেন। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, কুরআনের এ আয়াতটিতে আমাদের বিরুদ্ধে উলামা ও দরবেশদেরকে খোদা বানিয়ে নেবার যে দোষারূপ করা হয়েছে তার প্রকৃত তাৎপর্য কি? জবাবে তিনি বলেন, তারা যেগুলোকে হারাম বলতো তোমরা সেগুলোকে হারাম বলে মেনে নিতে এবং তারা যেগুলোকে হালাল বলতো তোমরা সেগুলোকে হালাল বলে মেনে নিতে, একথা কি সত্য নয়? জবাবে হযরত আদী বলেন, হাঁ, একথা তো ঠিক, আমরা অবশ্য এমনটি করতাম। রসূলুল্লাহ ﷺ বলেন, বস, এটিই তো হচ্ছে তোমাদের প্রভু বানিয়ে নেয়া। এ থেকে জানা যায়, আল্লাহর কিতাবের সনদ ছাড়াই যারা মানব জীবনের জন্য জায়েয ও নাজায়েযের সীমানা নির্ধারণ করে তারা আসলে নিজেদের ধারণা মতে নিজেরাই আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্বের মর্যাদায় সমাসীন হয়। আর যারা শরীয়াতের বিধি রচনার এ অধিকার তাদের জন্য স্বীকার করে নেয় তারা তাদেরকে কার্যত প্রভুতে পরিণত করে। কাউকে আল্লাহর পুত্রে পরিণত করা এবং কাউকে শরীয়ত রচনার অধিকার দেয়া সংক্রান্ত অভিযোগ দু’টি পেশ করে প্রমাণ করা হয়েছে যে, তাদের আল্লাহর প্রতি ঈমানের দাবী মিথ্যা। তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেও তাদের আল্লাহর সম্পর্কিত ধারণা এতই ভ্রান্ত যে, তার কারণে তাদের আল্লাহকে মানা, না মানা সমান হয়ে গেছে।
টাকা চায় সেইটা দেখেন কিন্তু এটা দেখেন না যে ওখানে নিয়ে গাড়ি ভাড়া টাও দেয়না তার সুরাহ কি ভাই শুধু হুজুরদের দোষ ধরতে যাইয়েননা কিছু মানুষ আছে শুধু হুজুরদের দোষ খুঁজে বেড়ায় এগুলো বাদদেন
আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কে কোথায় থেকে তাফসীরটি শুনছেন কমেন্ট করতে ভুলবেন না...
ভারত থেকে ❤
WalaikumSalam
৩১ মিনিটে হাদিস টির বই এবং হাদিস নাম্বার দিন।
অষ্ট্র্লিয়া থেকে।
কলিজার টুকরা নয়নের মনি হৃদয়ের স্পন্দন মুফতি আমির হামজা হুজুর কে আল্লাহর জন্য ভালো বাসি
সঠিক কথা । ধন্যবাদ।
নওগাঁ থেকে
যাকে ভয় করি তার নাম হাসর,, যাকে বিশ্বাস করি তার নাম কুরআন,, যার কাছে আমি ঋণী তিনি হলেন আমার মা,, যাকে নেতা মানি তিনি হলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,, যার কাছে মাথানত করি তিনি হলেন মহান আল্লাহ তায়ালা 💖💝
ঢাকা থেকে শুনছি
লালমনিরহাট জেলা থেকে
আমি খুলনা রুপসা সদর থেকে শুনছি আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর জন্য হুজুর কে ভালবাসি
আল্লাহর উপর আমাদের সবাইকেই বিশ্বাস করতে হবে সেটা। তাদেরকে একটা সময় দিতে হবে
মিডিয়ার সম্মানিত ভাইজান আপনি কি মুফতি আমির হামজা হুজুরের সব মাহফিলে যান
জ্বি যাওয়ার চেষ্টা করি। ৯০% কভার করা যায়।
সৌদিআরব থেকে❤
বাহুবল উপজেলা থেকে দেখছি
সঠিক কথা বলেছেন
Nilphamari theke sunteci
Dinajpur theke deksi
রাইট
Sirajgonj
সিরাজগঞ্জ বেলকুচি
হবে না কি আল্লাহর নামে 1k লাইক
❤ok
দিনাজপুর না। নীলফামারী।
জামায়াত বিএনপি ভাই ভাই
৩১ মি . হাদিসের রেফারেন্স দিন
Bahrain
ভাই আমার মনের বড় আশা আমার মাহফিল রেকর্ডকরতে চাই আপনার চেলেন থেকে /আপনে কি অনমতি দিবেন মাওলানা মুনিরুল ইসলাম ওবাইদী দাঃবাঃ
India assam te sunsi
ঠিক
اِتَّخَذُوۡۤا اَحۡبَارَهُمۡ وَرُهۡبٰنَهُمۡ اَرۡبَابًا مِّنۡ دُوۡنِ اللّٰهِ وَالۡمَسِيۡحَ ابۡنَ مَرۡيَمَۚ وَمَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِيَعۡبُدُوۡۤا اِلٰهًا وَّاحِدًاۚ لَٓا اِلٰهَ اِلَّا هُوَؕ سُبۡحٰنَهٗ عَمَّا يُشۡرِكُوۡنَ﴾
৩১.) তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের উলামা ও দরবেশদেরকে নিজেদের খোদায় পরিণত করেছে।৩১ এবং এভাবে মারিয়াম পুত্র মসীহকেও। অথচ তাদের মা’বুদ ছাড়া আর কারোর বন্দেগী করার হুকুম দেয়া হয়নি, এমন এক মাবুদ যিনি ছাড়া ইবাদত লাভের যোগ্যতা সম্পন্ন আর কেউ নেই। তারা যেসব মুশরিকী কথা বলে তা থেকে তিনি পাক পবিত্র।
৩১) হাদীসে বলা হয়েছে হযরত আদী ইবনে হাতেম নবী (সা.) এর কাছে এসে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন খৃস্টান। ইসলাম গ্রহণ করার সময় তিনি নবী (সা.) কে কয়েকটি প্রশ্ন করেন। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, কুরআনের এ আয়াতটিতে আমাদের বিরুদ্ধে উলামা ও দরবেশদেরকে খোদা বানিয়ে নেবার যে দোষারূপ করা হয়েছে তার প্রকৃত তাৎপর্য কি? জবাবে তিনি বলেন, তারা যেগুলোকে হারাম বলতো তোমরা সেগুলোকে হারাম বলে মেনে নিতে এবং তারা যেগুলোকে হালাল বলতো তোমরা সেগুলোকে হালাল বলে মেনে নিতে, একথা কি সত্য নয়? জবাবে হযরত আদী বলেন, হাঁ, একথা তো ঠিক, আমরা অবশ্য এমনটি করতাম। রসূলুল্লাহ ﷺ বলেন, বস, এটিই তো হচ্ছে তোমাদের প্রভু বানিয়ে নেয়া। এ থেকে জানা যায়, আল্লাহর কিতাবের সনদ ছাড়াই যারা মানব জীবনের জন্য জায়েয ও নাজায়েযের সীমানা নির্ধারণ করে তারা আসলে নিজেদের ধারণা মতে নিজেরাই আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্বের মর্যাদায় সমাসীন হয়। আর যারা শরীয়াতের বিধি রচনার এ অধিকার তাদের জন্য স্বীকার করে নেয় তারা তাদেরকে কার্যত প্রভুতে পরিণত করে।
কাউকে আল্লাহর পুত্রে পরিণত করা এবং কাউকে শরীয়ত রচনার অধিকার দেয়া সংক্রান্ত অভিযোগ দু’টি পেশ করে প্রমাণ করা হয়েছে যে, তাদের আল্লাহর প্রতি ঈমানের দাবী মিথ্যা। তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেও তাদের আল্লাহর সম্পর্কিত ধারণা এতই ভ্রান্ত যে, তার কারণে তাদের আল্লাহকে মানা, না মানা সমান হয়ে গেছে।
ৃ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
একসময় হুজুরের ফারুক ছিলো ।এখন উল্টা সুর !!!
এক সময় হুজুরের ফুপু ছিলেন। এখন উল্টা সুর !!!
???
সঠিক কথা ❤
কত টাকা দিবেন।এতো টাকা দিতে হবে।এতো টাকা না দিলে যাবো না
এই প্রথা আলেম সমাজকে বাদ দিতে হবে
টাকা চায় সেইটা দেখেন কিন্তু এটা দেখেন না যে ওখানে নিয়ে গাড়ি ভাড়া টাও দেয়না তার সুরাহ কি ভাই শুধু হুজুরদের দোষ ধরতে যাইয়েননা কিছু মানুষ আছে শুধু হুজুরদের দোষ খুঁজে বেড়ায় এগুলো বাদদেন
রাসুল সঃ তায়েফে কত টাকা নিয়েছিল্ন ?
হুজুর বি এন পি যেমন আওয়ামী লীগ ও তেমন,, আমরা চাই ইসলামের জয়
এটা RAW এর শিখানো স্লেগান ..
বিএনপি জিন্দাবাদ
টিক কথা হুজুর
জিনেরা কী খায় ?
ua-cam.com/video/sFyqbLukG8M/v-deo.html
ঠিক