বাঙালি সমাজকে গোঁড়ামি থেকে মুক্ত করেছিলেন Ramkrishna ও Vivekananda : সাংবাদিক তরুণ গোস্বামী

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 324

  • @tarunacharya4496
    @tarunacharya4496 Рік тому +22

    যে সব মানুষের ঈশ্বর দর্শন হয়নি, যাদের নিজেদের কোন আত্ম উপলব্ধি হয়নি তারা যখন গুরু হতে চায় তখনই আসে নানা ভেদ বুদ্ধি। এরা তখন না না আবোল তাবোল কথা বলে। ঈশ্বর উপলব্ধি হলে হৃদয় টা আকাশের মতো বিশাল হয় যেটা স্বামীজীর হয়েছিল। এই মহাপুরুষকে কিছুটা বুঝতে হলেও ঐ বিশাল হৃদয়ের যত কাছে যাব ততো তাকে বুঝতে পারবো। তা না হলে সেই কূপমন্ডুকতায় পরে থেকে তার সমালোচনা করবো। তরুণ বাবুর এমন সুন্দর ব্যাখ্যা শুনে শুনে আমি এটুকু বুঝতে পেরেছি যে কি সামাজিক কি ব্যক্তিগত উন্নতি করতে হলে অন্য কেউ নন একমাত্র স্বামী বিবেকানন্দই আমাদের পথপ্রদর্শক।

  • @theverbalindian3252
    @theverbalindian3252 Рік тому +11

    মন ভরে গেল।♥️
    কলেজ যাওয়া আসার ফাঁকে বিবেকানন্দের লেখা পড়ি মাঝে মধ্যে।

  • @prasunroy1128
    @prasunroy1128 Рік тому +46

    অসাধারণ আলোচনা, অনেক অনেক প্রণাম তরুণবাবু, অনেক ধন্যবাদ কুনালবাবু। সত্যি স্বামীজির চিন্তাধারা ও কর্মের ১০% আমরা অনুসরণ করতে পারতাম তাহলে দেশ আজ এক উজ্জ্বল ভারত হতো।

    • @daliachattopadhyay3313
      @daliachattopadhyay3313 Рік тому +3

      প্রাণীত হলাম উদ্বুদ্ধ হলাম

    • @prasunroy1128
      @prasunroy1128 Рік тому +2

      @@daliachattopadhyay3313 🙏🙏🙏 দুই যুগাবতারকে প্রণাম। আপনাকে ধন্যবাদ।

    • @ManjuSingh-zy1hd
      @ManjuSingh-zy1hd Рік тому +1

      Darun alochona ❤

    • @prasunroy1128
      @prasunroy1128 Рік тому

      @@ManjuSingh-zy1hd আপনাকে ধন্যবাদ।

    • @jayantamalakar630
      @jayantamalakar630 Рік тому

  • @aparnaanniegomes7492
    @aparnaanniegomes7492 Рік тому +1

    এই ধরণের আলোচনা আমার বিকেলের চা খেতে খেতে শুনতে কি যে ভাল লাগে। Pure moment.

  • @souradipchakraborty5794
    @souradipchakraborty5794 Рік тому +6

    এর থেকে ভালো আলোচনা আর কোনো কিছুই হতে পারে না। জয় মা।জয় ঠাকুর।জয় স্বামীজি।প্রণাম জানাই তোমাদের শ্রী চরণে।🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @madhumitamitra1141
    @madhumitamitra1141 Рік тому

    তরুণ বাবাকে জানাচ্ছি,আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম। খুবই সুন্দর ভাবে তিনি সামীজী ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে তখন যেমন ছিল,ব্যাখ্যা করেছেন।
    শুনে মনে খুব আনন্দ পেলাম।
    আপনাকেও অশেষ ধন্যবাদ, এত সুন্দর Interview নেওয়ার জন্য।
    জয় ঠাকুর, জয় মা,জয় সামীজীর জয়।

  • @chanchalmaity3358
    @chanchalmaity3358 9 днів тому

    অসাধারণ আলোচনা !!! সমৃদ্ধ হলাম .... ওনাকে নিয়ে আরো অনুষ্ঠান করুন |

  • @krishnamallick7608
    @krishnamallick7608 Рік тому +1

    কি অসাধারণ তথ্য সমৃদ্ধ আলোচনা। জয় বীর সন্ন্যাসী বিবেকানন্দ। অনেক শ্রদ্ধা আর প্রনাম আপনাকে কুনাল বাবু।

  • @parichoygupta5859
    @parichoygupta5859 Рік тому +2

    অসাধারণ একটি আলোচনা শুনলাম । ধন্যবাদ জানাবার ভাষা নেই, এই 75 বৎসর বয়সে মনে হচ্ছে , এই অমূল্য আলোচনা টা না শুনলে জন্মানোটাই বৃথা হতো ।

  • @chandramohandutta7259
    @chandramohandutta7259 Рік тому

    এই আলোচনা প্রতিটি মানুষের কাছে পৌঁছানো উচিত ধর্মান্ধতা এবং ধর্ম নিয়ে কুসংস্কার সবই দূর হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ

  • @krishnamaitra3429
    @krishnamaitra3429 Рік тому +2

    ডুব ডুব ডুব ডুব সাগরে আমার মন,
    তলা তল পাতাল খুঁজে
    পাবি রে প্রেম রত্ন ধন , ঈশ্বর । প্রণাম। 🥀

  • @deyswapna2138
    @deyswapna2138 Рік тому +4

    সত্যি এতো সুন্দর আলোচনা হচ্ছে ভীষণ ভালো লাগছে অসাধারণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rahulmistry5787
    @rahulmistry5787 Рік тому +5

    অসাধারণ আলোচনা ❤ কুনাল বাবুকে অনুরোধ এই আলোচনাটির আরো কিছু পর্ব নিয়ে আসুন । বর্তমানে দেশের ও রাজ্যের যা পরিস্থিতি তাতে স্বামীজী কে সমাজের কাছে নতুন করে তুলে ধরা খুব প্রয়োজন । সকলের মঙ্গল হোক , নবজাগরণের সূচনা হোক , মনুষ্যত্বের জয় হোক 🙏

  • @bhaswatimukherjee5135
    @bhaswatimukherjee5135 Рік тому

    Khub sundar alochana.ganer moton e khub mulyoban.proti muhurte provu tar ichha prokash karen.amra anno dike mon rakhi tai provur katha shunte paina.tabe chesta korle Shona jae.kivabe.? Amar tomar proti muhurter shuvo chinta provur ichha.sab somoe Ramkrishna Ramkrishna karbar provu balen ni.kathamrita te provu nijer katha bole tar babohar die bujhie gachen ei shikha nijer jibane apply korte .taholei habe.🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖🙏🙏🙏🙏

    • @ramanandi6527
      @ramanandi6527 Рік тому

      Khub sundar alochona sunlam, khub valo laglo.

  • @soumitromukherjee8919
    @soumitromukherjee8919 Рік тому +5

    Respect , respect & respect for this gentleman. Amazing personality - and we still search for a hero - rather heroine clad in white saree & chappals.
    Not only I'm deeply enlightened, but this is a turnaround moment in my life.
    Kunal is epic.

  • @samikbasu2155
    @samikbasu2155 Рік тому +4

    অসাধারণ একটি আলোচনা ! আপনাদের আগের আলোচনাটিও একই ভাবে ভাল লেগে ছিল। ধন্যবাদ কুনাল বাবু এবং তরুণ বাবুকে এত সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার জন্য । স্বামীজি সম্পর্কে অনেক নুতুন কিছু জানতে পারলাম।

  • @indranideb395
    @indranideb395 Рік тому

    দারুণ আলোচনা প্রণাম বীর সেনাপতি বিবেকানন্দ 🙏🌹❤️ জয় স্বামীজি 🙏🌹🙏

  • @sharanagato
    @sharanagato Рік тому +10

    তরুণ স্যার কে আবার I am Bose এ আবার ফিরে পেয়ে খুব ভালো লাগছে।

  • @evaroy2342
    @evaroy2342 Рік тому +1

    অপূর্ব শুনে মন ভরে গেলো ।সবার শোনা ও জানার দরকার ।

  • @rameshchbiswas1
    @rameshchbiswas1 Рік тому

    এই ধরনের কাজ আরো চাই, অসাধারণ আলোচনা, মুগ্ধ হয়ে গেলাম।

  • @miraseal6941
    @miraseal6941 Рік тому +2

    জয়তু মহামানব স্বামী জী মহারাজ 🙏🙏🙏। কুণাল বাবু আপনার উপস্থাপনা আজকের দিনে আমাদের সমাজে মনপ্রাণ দিয়ে শ্রবণ করা উচিৎ সাংবাদিক মহাশয় আর আপনি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম গ্রহন করবেন💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pronabkroy3395
    @pronabkroy3395 8 місяців тому

    প্রণাম । আমি সুবক্তা তরুণ গোস্বামী মহাশয়ের কথা বিমোহিত চিত্তে পুরোটাই শুনলাম। তাঁর কথায় কোথায় যেন একটা যাদুকরী আকর্ষণ রয়েছে । অনেক স্মার্ট একজন মানুষ ।

  • @nupurbhattacharya2291
    @nupurbhattacharya2291 9 місяців тому

    মন ভ'রে গেল।অননেক অজানাকে জানার সৌভাগ্য হলো।

  • @subhadeep1402
    @subhadeep1402 Рік тому +1

    খুবই সমৃদ্ধ হলাম। স্বামীজিকে নিয়ে আবারও নতুন বোধের উন্মেষ ঘটলো। বিনম্র প্রণাম জানাই তরুণ বাবুকে এবং অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কুনাল দা কে।

  • @SubhabrataNandi
    @SubhabrataNandi Рік тому +1

    কি অসাধরণ আলোচনা, তরুন বাবুর অসাধারন প্রজ্ঞা আমাদের সমৃদ্ধ করল। এবার কিন্তু স্বামী বিবেকানন্দ কে নিয়ে সত্যান্বেষ বেশি করা শুরু করা দরকার, সকল মানুষ কে জানানো খুবই প্রয়োজন, সেটা কুণাল বাবু আপনি এক মাত্র করতে পারেন। অপেক্ষায় রইলাম।

  • @anindyasengupta9312
    @anindyasengupta9312 Рік тому +5

    Netaji once said that whatever is good for India has already been told by Vivekananda, we have to work out to the full extent.
    We the people of Bengal and India paid very little attention to the directions of trinath i.e. Vivekananda aurobindo & Subhash.
    We r always ruffled in the vortex of several confusing isms but learnt from these 3 maha gurus. Perhaps South Indians have imbibed something and so they r so different and intrinsically Bharatiya.
    Special applaud for great Kunal for his devotional works.

  • @goodthoughtspradiplahiri4636
    @goodthoughtspradiplahiri4636 Рік тому +2

    ধন্যবাদ আপনাদের। ঠাকুরের কাছে আমার প্রার্থনা তরুণ বাবুর স্বামীজিকে নিয়ে আগামী দিনে এই ধরনের আরও কথা আমরা শুনবো এবং সমৃদ্ধ হবো। নমস্কার।

  • @satrajitnath9747
    @satrajitnath9747 Рік тому +12

    Thank you to both of you for this fantastic conversation. Kunal da please do this kind of session it will help us lot.
    If possible please do an episode with Nrisingha prasad bhaduri .

  • @GeetasreeSengupta
    @GeetasreeSengupta Рік тому

    Samalochanar por alochanar maddhome anek kichhu jante paragalo .Asadharon .Tarun babuke amar shraddha kunal Bose ajashro dhannobad bhalo theko🙏

  • @bananeebanerjee1608
    @bananeebanerjee1608 Рік тому

    অনেক কিছু অনুভব করতে শিখলাম, ধন্যবাদ কুনালদা 🙏

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl Рік тому +2

    Wonderful discussion!!.....Pronam thakur Pronam maa Pronam swamiji 🙏 🌺

  • @SephaliSharma-qj2lu
    @SephaliSharma-qj2lu Рік тому

    Gurur kripahi kebalm bolo gurur kripahi kebalm. Sir your speech is very much great heart touching every youth should listen and follow it..

  • @pallabimedda6172
    @pallabimedda6172 Рік тому

    কমেন্ট করতে বাধ্য হলাম।
    অসাধারণ একটা কথোপকথন।
    প্রসঙ্গক্রমে এত এত কিছু জানা গেল, ভীষণ আনন্দ হলো। ভবিষ্যতে স্যারকে আবার আনবেন ।

  • @kolpotoru4017
    @kolpotoru4017 Рік тому +4

    এই রকম. আলোচনা সমাজ. কে অনেক. এগিয়ে দেবে ধন্য বাদ. দাদা

    • @prativadeysarkar1435
      @prativadeysarkar1435 Рік тому

      সবথেকে বিরক্তিকর হল, কুনালবাবুর প্রতিপ্রশ্ন।
      অথচ শ্রীগীতাতেই আছে "পরিপ্রশ্নেন সেবয়া " ।
      ভালভাবে গীতা না পড়লে প্রশ্ন করার যোগ্যতা আসে না ।

  • @kalyanidebchowdhury7042
    @kalyanidebchowdhury7042 Рік тому

    কি উন্মুক্ত অসাধারণ একটা আলোচনা। তরুণ বাবু ,আপনার মতাদর্শ আমার নমস্য।আমি একজন কমরেড ও শিক্ষাবিদের সন্তান।আমি জন্ম থেকে এই দর্শন বাবার কাছে পেয়েছি। কিন্তু এই দর্শন ক জন ধারণ করে।বিশেষ করে একই পরিবারে বা সমাজে সংকীর্ণ মতাদর্শের লোকজনের সাথে চলা খুব কষ্ট। দুজন কে আমার নমস্য।

  • @prasunmukherjee3695
    @prasunmukherjee3695 Рік тому

    Bhishon Bhalo laglo apnar proshno ebong Tarun babur uttor.❤❤❤

  • @sudiptachattaraj6445
    @sudiptachattaraj6445 Рік тому

    অনেক অনেক ধন্যবাদ জানাই তরুণ বাবুকে এবং কুণালবাবু কে এত সুন্দর আলোচনা আমাদের সামনে উপস্থিত করলেন ভারতবর্ষকে জানতে হলে স্বামীজীকে জানতে হবে । নতুন প্রজন্মের মধ্যে স্বামীজীর ভাবধারাকে না আনতে পারলে না প্রচার করতে পারেলে তাদের মনে গেথে দিতে পারলে ভারতবর্ষের মুক্তি নেই। আরও আলোচনার প্রয়োজন।

    • @JyotsnaBhattacherjee
      @JyotsnaBhattacherjee 8 місяців тому

      প্রকৃত, প্রাচীন ভারতবর্ষ কে জানতে হলে চাণক্য অর্থশাস্র পড়ূন তাহলেই আধুনিক ভারতবর্ষ কে জানতে পারবেন

  • @puspenbasak3307
    @puspenbasak3307 Рік тому

    Mon ta vore gelo dada...swamiji bolechilen jara oporer jnyo bache tarai prokito bache bakira mritero adhom..

  • @risavchakravorti6669
    @risavchakravorti6669 Рік тому

    Ashadharon,obhutopurbo interview Kunalda...shotti ei duto shobdo chara r kichu mone elo na...

  • @sarmistabatyacharyya689
    @sarmistabatyacharyya689 Рік тому

    অসাধারণ কুনাল! এই ধরণের আলোচনা যে কত দরকার! এই অনুষ্ঠান যেন ঘরে ঘরে পৌঁছে যায়! তবে পশুপ্রেমী হয়ে একটি প্রশ্ন আছে পশুহত্যা কি উচিত? এবং ভক্ষণ ও বলী? গাছের nervous system এবং brain নেই তাই তারা ব্যথা পায় না। আর আমাদের ecosystem r foodchsin er kotha মনে রাখতেই হবে , তাই নয় কি?

  • @shansfoodgallery
    @shansfoodgallery Рік тому +3

    Sabbas Kunal ... kivabe ei thoughts aar jiggasa gulo pao .. lots and lots of thanks .... ❤ Ki mature tomar question aar explanation gulo ..

  • @samirmitra8201
    @samirmitra8201 Рік тому

    Manonio Tarun babur ei kotha ba alochona sunle mone hoe amra akhono koto ondhokare achi apnake o Kunal babu ke onek onek dhanyabad

  • @astambanerjee4571
    @astambanerjee4571 Рік тому +1

    Bohukallll bade eto Mono grahii 1ta aalochona Sunlamm...aapnader 2 jonn keii Osonkhyoo dhonnyobad...

  • @Debolina66
    @Debolina66 Рік тому

    আরও অনেক বেশী ছড়িয়ে পড়ুক এই ভাবনা।
    অসংখ্য ধন্যবাদ আপনাদের।

  • @suklamukherjee5870
    @suklamukherjee5870 Рік тому

    খুব দামী কথা ,ধর্ম আর religion এক নয়।spirituality আর আধ্যাত্মিকতা ও কিন্তু এক নয়

  • @kabitabiswas2996
    @kabitabiswas2996 Рік тому

    অসাধারণ,এরকম আলোচনা আরো চাই

  • @purnimaray6204
    @purnimaray6204 9 місяців тому

    Asadharon aalochana.🙏❤️

  • @manishajoardar5261
    @manishajoardar5261 Рік тому +1

    খুব ভালো লাগলো আজকের আলোচনা। কুনালবাবু এবং তারুনবাবু কে অনেক ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকুন।❤

  • @AshimPal-oj2zn
    @AshimPal-oj2zn Рік тому

    কুনাল বাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই জন্য যে আপনি অনেক বিশিষ্ট মানুষ, ধার্মিক, উচ্চ মার্গের মানুষের আলোচনা করেন।আপনি নেতাজি সুভাষ চন্দ্র বসু আলোচনা করলেও এখন ও অনেক বিষয় নেতাজির সম্পর্কে অজানাই আছে,যেমন নেতাজি শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের কাছে একাধিক বার গিয়ে ছিলেন অনেক বিষয় তাদের মধ্যে আলোচনা করে ছিলেন।দয়া করে একটু রিসার্চ করবেন,আশায় রইলাম। ধন্যবাদ।

  • @AshokeMunshi-yl4ut
    @AshokeMunshi-yl4ut 4 місяці тому

    Ekdum teek katha aj Dharma rajniti hoe gaycha Mahan Swami ji koti pranaam

  • @arundhatiganguly5509
    @arundhatiganguly5509 Рік тому +2

    অসংখ্য ধন্যবাদ তরুণ বাবু,কুণাল এবং পুরো টীম কে।আলোচনায় সমৃদ্ধ হলাম।

  • @ARTCRAFTINK
    @ARTCRAFTINK Рік тому +3

    যে সত্যিকারের genuine ধার্মিক বা আধ্যাত্মিক হয় সে automatically ভালো মানুষ হয়।
    কিন্তু সেটা সত্যিকারের আধ্যাত্মিক বা ধার্মিক হতে হবে, ভন্ড সাধু নয়।

  • @SomaDas-ec1hg
    @SomaDas-ec1hg Рік тому

    অসাধারণ লাগলো। গায়ে কাঁটা দেয়। অনেক কিছু জানলাম।

  • @saumyasarkar4489
    @saumyasarkar4489 Рік тому +3

    দারুন❤ দুর্দান্ত আলোচনা❤🙏🙏🙏

  • @srabanibandyopadhyay571
    @srabanibandyopadhyay571 Рік тому

    অসাধারণ এই তথ্য সমৃদ্ধ আলোচনা শুনতে পেয়ে ধন্য হলাম। 🙏

  • @shubhajitbhuit4780
    @shubhajitbhuit4780 Рік тому

    তরুণ sir এর ব্যখ্যা যতটাই সুন্দর, দাদা আপনার question গুলোও ততটাই সঠিক ও সুন্দর ❤

  • @sujoysdairy9930
    @sujoysdairy9930 Рік тому

    সবটাই নিলাম, খুব ভালো লাগলো। প্রণাম জানালাম।❤️🙏🙏

  • @anitamukherjee108
    @anitamukherjee108 Рік тому +2

    যতই শুনি ততই আরও শুনতে ইচ্ছা করে।

  • @simamukherjee8005
    @simamukherjee8005 Рік тому

    অপূর্ব আলোচনা, এই রকমের আরো আলোচনা শুনলে আমরা ধন্য হবো

  • @susmitaojha794
    @susmitaojha794 Рік тому

    ভিষন সুন্দর আলোচনা। এমন আলোচনা অনেক চাই কুনাল দা।

  • @viewworld2608
    @viewworld2608 Рік тому

    অসাধারন লাগলো এই ইন্টারভিউ টি। চেয়েও পারলাম না স্কিপ করতে।👍

  • @savenature9165
    @savenature9165 Рік тому +3

    তরুণ বাবুকে যতবার শুনি ততবার সমৃদ্ধ হই।

  • @sudiptochatterjee
    @sudiptochatterjee Рік тому

    Tarun Goswami is a great intellectual. One should be better prepared before interviewing him.

  • @bibekghatak5860
    @bibekghatak5860 Рік тому +2

    Jai Swamiji Maharaj !! Excellent interview . Tarunbabu is superb in his analysis of various facets .

  • @indranibanerjee8798
    @indranibanerjee8798 Рік тому

    অসাধারণ আলোচনা অনেক সমৃদ্ধ হলাম 🙏🏻🙏🏻

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 Рік тому

    Beautiful Speech. Pranam

  • @ilachatterjee7390
    @ilachatterjee7390 6 місяців тому

    কুনাল ভাই ওতরুন বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই

  • @subhrabose1744
    @subhrabose1744 Рік тому +4

    Darun.Please arrange regular talks of Tarun Goswami Sir.

    • @rintuchatterjee126
      @rintuchatterjee126 Рік тому +1

      জয়দীপ মহারাজের কথা গুলো পড়ুন ও শুনুন.....

  • @poushalimitra5730
    @poushalimitra5730 Рік тому

    Pranam Thank you for sharing this ❤🙏

  • @sushmitaghosh806
    @sushmitaghosh806 Рік тому +2

    এই আলোচনা শুনে আপ্লুত🙏♥️

  • @KartickMaity-ju7lj
    @KartickMaity-ju7lj 7 місяців тому

    বার বার শোনার মত এই চর্চা(ইন্টারভিউ) এবং শোনাবার মতোও বটে। না হলে মনে থাকবে না। সমৃদ্ধতর এই বক্তব্য গুলি গভীর ভাবে অনুসরন করতে হবে। তবেই উপলব্ধি আসবে। সম্মোহিত অশেষ ধন্যবাদ।

  • @tapasiroy9287
    @tapasiroy9287 Рік тому

    Osadharon alochonaporbo...erkm alochona ro hole valo hy...

  • @subratamukherjee1878
    @subratamukherjee1878 Рік тому +2

    উৎকৃষ্ট মানের আলোচনা,অনেক কিছু জানতে পারলাম

  • @ramenchakrabarti4028
    @ramenchakrabarti4028 Рік тому

    Wonderful l Discussion.

  • @kri972
    @kri972 Рік тому +1

    কুনালদা আপনারদের আলোচনা বিচারের বিসয় আমর ভালো লেগেছে, কিন্তু যেন কিছুর অভাব রয়েছে, আপনি একজন অসাধারন মানুষ হবআয়, আমার একজন গুরু দেব আছেন তাচর বয়েস ১২৭ বছর জন্ম তারিখ ২৩ শেষ জানুয়ারী আপনি যদি তাহার সাক্ষাতকার নিতেপারেন আশাকরি যতরকমের জিজ্ঞাসা পেয়ে যাবেন

  • @sunayanipallob
    @sunayanipallob Рік тому

    এতোটা সমৃদ্ধ কোন আলোচনা পড়ে বা শুনে হতে পারিনি।

  • @designlancer9156
    @designlancer9156 Рік тому

    Excellent, JU students need this first.

  • @bivashbose771
    @bivashbose771 Рік тому

    Aj janar koutuhol hochche
    "Swami Jee " amish khaoa
    niye kono baktokbo ache ki ?
    Borto mane " Go Maata" ke
    Puja kora uchit , anek "maa" er
    dudh kom hoy ,hoy na ba deye
    na.
    Valo laglo subho vabtay
    asol katha. 🙏🏿🌹🙏🏿
    ❤️ "Joy Ramkrishna". ❤

  • @simasarkar1342
    @simasarkar1342 Рік тому

    thank you ! sundar bhabe explain karar janya.

  • @diptungsubanerjee6365
    @diptungsubanerjee6365 Рік тому +1

    Asadharon alochona

  • @MouKitchenassam
    @MouKitchenassam Рік тому

    Darun alochona...somredho holam..🙏🏻🙏🏻🙏🏻

  • @manjusreekarmakar2852
    @manjusreekarmakar2852 Рік тому

    অসাধারণ আলোচনা। অনেক সমৃদ্ধ হলাম।

  • @gautammondall4877
    @gautammondall4877 Рік тому +1

    Beshi kore Vivekananda pado, beda bhenge jabe - ei line ta khub bhalo laglo.

  • @tanmoyroychowdhury9242
    @tanmoyroychowdhury9242 Рік тому

    Khub sundor alochona. Kunal da request korchi Swami ji ke niye abar jano erokom kono episode dekhte pai ebong sekhane Sri Tarun Babu r uposthiti akanto kammyo.

  • @britterbaireybengaliaudio2000
    @britterbaireybengaliaudio2000 Рік тому +2

    53:53# এমন গুরু না হলে এমন শিষ্য হন!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @সুভাষেরপথেআমরা

    অসাধারণ অসাধারণ❤❤

  • @sajaladhikari8024
    @sajaladhikari8024 Рік тому

    অপূর্ব, অসাধারণ, প্রত্যেকের এটা দেখা উচিত।

  • @KartickMaity-ju7lj
    @KartickMaity-ju7lj 7 місяців тому

    আপনার বক্তব্য একদম সঠিক।

  • @sukalyantapaswi8831
    @sukalyantapaswi8831 Рік тому

    অসাধারণ অসাধারণ অসাধারণ একটা আলোচনা শুনলাম

  • @britterbaireybengaliaudio2000
    @britterbaireybengaliaudio2000 Рік тому +17

    কুনালদা এই এপিসোড অবশ্যই হিন্দিতে করুন।সবার জানা উচিত,,,বিশেষ করে হিন্দি বলয়ে।

    • @swatimunshi3268
      @swatimunshi3268 Рік тому +1

      ঠিক বলেছেন।

    • @kaushikdas4606
      @kaushikdas4606 Рік тому +1

      যতো বিদগ্ধ মানুষ সব বাংলায়!!!!!

  • @biplabmakal3916
    @biplabmakal3916 Рік тому +1

    Swamiji ke Pranam🙏🙏🙏

  • @amitbhattacharya3796
    @amitbhattacharya3796 Рік тому

    একটা অসাধারণ কাজ। ❤

  • @malobika.yt_
    @malobika.yt_ Рік тому +1

    অসাধারণ, শেষ হয়েও যেন হলোনা শেষ

  • @debjitmukherjee6963
    @debjitmukherjee6963 Рік тому

    Pranam Tarun Babu.Asadharan explanation

  • @arnabroy8097
    @arnabroy8097 Рік тому

    Dada apnader dujon k amar binomro pronam❤❤❤

  • @tridibdeb4432
    @tridibdeb4432 Рік тому +2

    Outstanding and enlightening discussion. I have only one suggestion to make. If possible, introduce contemporaneous English subtitles, so that a wider audience can have the benefit of these nuggets of wisdom.

  • @rituparnadas8781
    @rituparnadas8781 Рік тому

    Thank you very much for wonderful discussion.

  • @ShipraMajumder-s8b
    @ShipraMajumder-s8b Рік тому

    Thanks khub valo laglo 🙏

  • @pinakichatterjee1851
    @pinakichatterjee1851 Рік тому +3

    অসাধারণ আলোচনা। তরুণ গোস্বামী কে সহস্র প্রণাম।কুনাল বোসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ Episode টার জন্য অসংখ্য ধন্যবাদ।❤

  • @ritammukherjee3283
    @ritammukherjee3283 Рік тому +3

    Enara achen tai ekhno samaj ta benche ache.onk amr pranam janai.