আমি উত্তরা ৩ নম্বরের বাসিন্দা । কাঁচা বাজার করার জন্য ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটে ৫ লিটার সয়াবিন তেলের ক্যান চাইলে, বেশিরভাগ দোকান তেল নাই বলে জানায় । ২টি দোকানে সয়াবিন তেল পেলেও স্পষ্ট জানিয়ে দেয়, নূন্যতম ১ লিটার শরিশার তেল না কিনলে সয়াবিন তেল বিক্রি করবে না । প্রতিকার কি ?
দুই বস একসাথে ❤❤
ভোজ্য তেলের দাম বাড়ার মূল সিন্ডিকেট কে চিহ্নিত করতে হবে, সমূলে উৎপাটন করতে হবে, নতুবা কখনই দাম কমবে না
সারাদেশে এমন অভিযান চালানো উচিত
ভালো করে তদন্ত করে এদের আইনের আওতায় আনা উচিত,, তেলের দাম অনেক বেশি,,
ধন্যবাদ স্যার
রাজবাড়ী, বড়পুলে "লাজ ফার্মা" এভাবে একটা ভোক্তা অধিদপ্তরের রেট চাচ্ছি। সেখানে প্রচুর সমস্যা আছে।
জামীন অজোগ ৬ মাস জেল
দোসি হলে ব্যাক্তি'র নাম এ ভোটার আইডি তে শিল করে দিন যাতে এই লোক আজীবন কোন ব্যাবসা করতে মা পারে
এই যোগ্যতা এই দেশের আছে বলে মনে করিনা । ৫০ বছর চলে গেছে । আরো ৫০ বছর চলে যাবে ।
লাইসেন্স বাতিল করা হোক
২ নম্বরী করে বিধায় আপনাদের সঠিক হিসাব দিতে পারছে না।দেশের মানুষকে এরা এত কষ্ট দিচ্ছে বলার মত নয়।
অর্ডার নিয়ে মাল দেয়না
৫ লিটার সয়াবিন তেল। বোতলের গায়ে লেখা ৮৫২ টাকা। কিন্তু সাধারণ ক্রেতার কাছ থেকে ঐ বোতলের দাম নেয় ৮৮০।
আমি উত্তরা ৩ নম্বরের বাসিন্দা । কাঁচা বাজার করার জন্য ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটে ৫ লিটার সয়াবিন তেলের ক্যান চাইলে, বেশিরভাগ দোকান তেল নাই বলে জানায় । ২টি দোকানে সয়াবিন তেল পেলেও স্পষ্ট জানিয়ে দেয়, নূন্যতম ১ লিটার শরিশার তেল না কিনলে সয়াবিন তেল বিক্রি করবে না ।
প্রতিকার কি ?
আপনারা ভিডিও দিলে সম্পূর্ণ ভিডিও দিবেন অর্ধেক দেন অর্ধেক ভিডিও দেন না বাকি অর্ধেক আমরা কোথায় দেখব
গেটের দারোয়ানকে চেয়ারে বসিয়ে তামাশা করছে।
এদেরকে আইনের আওতায় আনা হোক।
আপনারা বাজারে শূধু জরিমানা আদায় করতে পারেন। সাধারণ জনগণের জন্য কষ্ট লাঘব হয় এমন কোন অভিযান কি চালাতে পারছেন আপনারা।
জরিমানার পাশা পাশি জেল দেওয়ার দাবি জানাচ্ছি।
সার জরিমানা করেন আর ওই দোকানের লাইসেন্স বাতিল করা হোক
desh a ki kono nitimala nai .....unara doyal store likhe dilen ....ei bisoi a kothor hote hobe
Tal kinta tread lisen lagba..chodani
City..Bosundhara...Pusti ...sob gularee dhoren...eder vetor bohut tk lenden ghuuss cholae..