ডগায় ডগায় স্ত্রী ফুল ও অধিক লাউ ধরানোর সিক্রেট যত্ন/লাউয়ের ফলন দ্বিগুণ করতে বেড়াতে যাবার আগে এটি কর

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • ডগায় ডগায় স্ত্রী ফুল ও অধিক লাউ ধরানোর সিক্রেট যত্ন/লাউয়ের ফলন বাড়াতে ঘরে তৈরী জৈব এ লিকুইড গাছে দিন/কয়েকদিনের জন‍্য বেড়াতে গেলে কিভাবে টবের গিছে পানি দিয়ে যাবেন।
    লাউয়ের ফলন কয়েকগুন করার সহজ টিপস:
    বিদেশের বাড়ীতে বাগানে বা বেলকনীতে ;ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার।
    🌶️ক্যালসিয়ামের অভাব পুরন করে ডিমের খোসা। ডিমের খোসা গুরো করে দিয়ে দিন। অল্প চুনের পানি ও দিতে পারেন ক্যালসিয়াম অভাব দূর করতে।
    🍆নাইট্রোজেনের ঘাটতি পুরন করতে চাল বা ডাল ধোয়া পানি দিন। ভাতের মাড় পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন।
    🍅পটাশিয়াম এর ভাল উৎস হচ্ছে কলার ছোলা ও পেয়াজের খোসা। ৩ দিন ভিজিয়ে সেই পানি দিবেন।
    🍀চা পাতার ব্যবহৃত লিকার ভাল নাইট্রোজেন এর উৎস।
    🥬এছাড়া শাক সবজীর উচ্ছিষ্ট অংশ নিদ্রিষ্ট পাত্রে পানি সহ জমিয়ে ৭ দিন পর তরল স্যার হিসেবে ব্যবহার করলে আলাদা কোন রায়সানিক স্যার ব্যবহার করতে হবে না।
    ⭕🟡🟢 নিম তেল ও সাবান পানি প্রতি সপ্তাহে একবার স্প্রে করলে পোকামাকড় দমনে খুবই ভাল কাজ করে। পোকায় ধরুক আর না ধরুক এক বার সমস্ত গাছে স্প্রে করে দিবেন।
    লাউ গাছে ফুল আসা বন্ধ হলে সাথে সাথেই এই সিক্রেট সার ব‍্যবহার করুন/ডগায় ডগায় স্ত্রী ফুল ও অধিক লাউ ধরানোর সিক্রেট যত্ন/লাউয়ের ফলন বাড়াতে ঘরে তৈরী জৈব এ লিকুইড গাছে দিন/ঘরোয়া পদ্ধতিতে লাউয়ের ফলন কয়েকগুণ বাড়বে
    #লাউ_গাছের_পরিচর্যা
    #লাউয়েরফলনবাড়াতেসিক্রেটটিপস
    #লাউয়েরফলনদ্বিগুনকরতেকিসারদিবেন
    #ঘরোয়াপদ্ধতিতেলাউয়েরফলনদ্বিগুনকরুন
    #ডগায়ডগায়স্ত্রীফুলআনারসহজপদ্ধতি
    #ডগায়ডগায়লাউধরানোরসহজপদ্ধতি
    #bottlegourdcultivation
    #Liquidcompostforbottlegourd
    #লাউয়েরফলনবাড়াতেজৈবলিকুইড

КОМЕНТАРІ • 6

  • @PassionateGardenerUK
    @PassionateGardenerUK Місяць тому

    awesome upload great sharing good tips great ideas

  • @papripanday8188
    @papripanday8188 Місяць тому +2

    নমস্কার দিদিভাই কেমন আছো তোমরা সবাই ❤আজকে লালবাগান খুব সুন্দর হয়েছে পরিবার ঘুরে নিলাম ❤লাইক ও ভালবাসা দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করলাম ❤দিদিভাই আজকে কিন্তু আমি প্রথম ❤❤❤❤

  • @rayhanagardening
    @rayhanagardening 27 днів тому

    Mashallah very good information apu

  • @suddin8871
    @suddin8871 Місяць тому

    Salam sister. Apni kibaba balti and tob joined korasan dhaķaban please.

    • @Cooktastyrecipes
      @Cooktastyrecipes  Місяць тому

      @@suddin8871 thank you. বালতির নিচে ছিদ্র রাখলে পানি আস্তে আস্তে টেনে নিবে মাটি। আর টবের পাশের বালতি পাশ থেকেই ছিদ্র করে দড়ি ঢুকিয়ে টবে দিতে হবে। আস্তে আস্তে পানি টেনে নিবে। আমি ভিডিও দিব