যাচ্ছি চিলা বাজার | বেলায়েত সরদারের বাড়ি | সিজন ১২ | পর্ব ০২ | Mohsin ul Hakim
Вставка
- Опубліковано 7 лют 2025
- যাচ্ছি চিলা বাজার | বেলায়েত সরদারের বাড়ি | সিজন ১২ | পর্ব ০২ | Mohsin ul Hakim
সুন্দরবনের মানুষদের কাছে কিছু খাবার পৌঁছে দিতে চাই। সেই উদ্দেশ্যেই এ যাত্রা। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা। কাজের ফাঁকে ঘুরে এলাম বেলায়েত সরদারের বাড়ি।
জমি কিনেছেন সরদার। পুকুর কাটা শেষ। আসছে বছর উঠবে ঘর।
#mohsinulhakim
Enjoy and stay connected with me:
Subscribe to Mohsin-UL Hakim on :
UA-cam / mohsinulhakim
Like Mohsin-UL Hakim on
Facebook / mohsinsundarban
Instagram ID: / mohsinulhakim
#Pirates_of_Sundarbans #Mohsin_UL_Hakim
মা কইসে সব খাব।
আহ কত ভালো কথা।।
আল্লাহ ভালো রাখুক সকল বাবা মাকে❤️
❤️
কতোজনকে দিয়েছেন এটা বিষয় না,তাদের ডাকে আপনি সারা দিয়েছেন এটাই বড় কথা। দোয়া এবং ভালোবাসা রইলো ভাই । ❤️❤️❤️
দোয়া রাখবেন
মানুষটি আসলেই অবাক করার মতো হঠাৎ করেই মানুষদের হাসাতে পারেন 💖💖বেলায়াত সরদার
ভালোবাসা জানবেন
বেলায়াত সর্দার এর বাসা কোথায় সাতক্ষীরায় জানার ইচ্ছা হয়েছে?
@@khalidkhan1483 সাতক্ষীরা নয়। বাহেরহাটের মংলায়।
@@MohsinULHakim ভাই আমি সিলেট সুনামগঞ্জের ,আমার শশুরবাড়ী বাজুয়াতে, মানে বেলায়েত ভাইয়ের বাড়ীর কাছেই।
@@MohsinULHakim আপনার মহৎ কাজ, আমাদের দলীয় অফিস, বাংলাদেশের জাতীয় পতাকা দেখে। আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেছে
বস। আপনার জন্য শুভ কামনা রইলো
কতটা সাবলিল ভাবে যে আপনি প্রতিটা মানুষের সাথে মিশে যান, এটা দেখে ভিষণ ভাবে ভাল লাগার একটা অবিচ্ছিন্ন দিক তৈরি হয় আপনার প্রতি.....ধন্যবাদ ভাইয়া
ভালোবাসা জানবেন
দাদা আপনি সত্যিই খুব বড়ো মনের মানুষ।আপনার মধ্যে কোনো ভেদাভেদ নেই। আজ থেকে আপনার প্রতি ভালোবাসা আরো অনেক বেড়ে গেল।
সোনারপুর, কলকাতা -১৫০.
স্যার আপনার ভিডিওতে বাংলাদেশের প্রকৃতি, মানুষের ভালোবাসা, প্রভৃতি খুব সুন্দর ভাবে ফুটে ওঠে তাই খুব ভালো লাগে।আমি পশ্চিম বঙ্গ থেকে।
ভালোবাসা নেবেন
এএ
Hii❤
যতক্ষণ পয়সা করি ততক্ষন নাচানাচি। আমার হাসব্যান্ড একজন অনেক বড় বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। আমার অনেক বড় ইঞ্জিনিয়ারিং অফিস ছিল। এ দেশের অনেক বড় বড় কাজ করেছেন। বেলায়েত ভাই চাইলে আমি ওনাকে বোন হিসাবে ভাইকে হেল্প করতে পারবো। বেলায়েত ভাই একজন শ্রদ্ধা পাবার মত মানুষ। আপনাকে সালাম আর। আমার সালাম বেলায়েত ভাইকে জানাবেন।
Good mentality... 💚
Lol
Ekto bashi hoye gelo na😂😂
ওনি সাহায্য নেন না,শনিছি নিজের কাজ করে সব করেন😊
বেলায়েত সৰ্দারের বাড়ি বানাতে আপনাদের মতো বাংলাদেশের অনেক বড় সিভিল ইঞ্জিনিয়ারের দরকার নাই। 😂😂
সাধারণ রাজমিস্ত্রি দিয়ে হয়ে যাবে।
ভাইয়ের নিজের টাকা দিয়ে অল্প অল্প করে বানাবে। ইনশাআল্লাহ 🎉❤
বেলায়েত সরদার ভালো মানুষ তারচেয়ে ভালো মানুষ Mr. Muhasin ul Hakim কারন বেলায়েত সরদার তার তৈরি করা একটা চরিত্র ।👍👍👍
সারাদিন অসম্ভব পরিশ্রম এর পর আপনি ও বেলায়েত সরদার এর যুগলবন্দি না দেখলে মানসিক শান্তি পাই না,
ভালোবাসা নেবেন ভাই
Mohsin sir
Apnake just "salute"
Apnar mato manush proti ti somajer sompod
Kichudin age Bangladesh sansad er telecast dekhchilam
Hasi pacchilo
Apnar mato ekjon manush Bangladesh er gorbo ebong gourob
You deserve a national honour
Khub bhalo kaaj korchen sir
You should be an youth icon of your nation
Amar kache apni ekjon HERO
SALUTE ,sir
পশ্চিমবঙ্গ থেকে আপনার সুন্দরবন ব্লগ প্রায়ই দেখি.... আপনার উপস্থাপন অসাধারণ👌
আপনার মতো যদি সকলে তাদের সাধ্যমতো সকলের পাশে দাঁড়ায় পৃথিবীটা খুব সুখের হতো ।। ধন্যবাদ , আপনি মানুষগুলোর একটি আশ্রয়স্থল ।।❤️ বেলায়েত ভাইয়ের উন্নতি ভালো লাগলো😊
বাংলাদেশে এতো হিন্দুদের ও বৌদ্ধ দের এতো অত্যাচার কেনো কিছু বলে না । সার্থপর টাকা ইনকাম আসুদা মোহসিন
ভারত বর্ষের সংঙ্গে তুলনা না করলে ভালো ভারত বর্ষের যেত পাগল আছে শুধু তারা প্রসাব করে দিলে বাংলাদেশ শেষ কাংগাল। তাই হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করে দিলে ভালো।
কিছুই বলার নেই ভাই আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক। সকল প্রকার বিপদ আপদ থকে রক্ষা করুক।তায়াক্কালতু আল্লাহ
দোয়ায় রাখবেন ভাই
বেলায়াত ভাই যেন এক লোক-দার্শনিক, কথায় কথায় প্রজ্ঞা, মহসিন ভাইয়ের শ্রেষ্ঠ আবিষ্কার। ❤️
❤
"পয়সা কড়ি যত নাচানাচি তত, পয়সা কড়ি নাই নাচানাচি নাই "__বেলায়েত ভাইয়ার কথা গুলো শুনে হাসতে হাসতে শেষ 👍😀😀😀😆
হাহা
Hii❤
মাসাআল্লা বেলায়েত ভাইয়ের পুকুর এবং বাড়ি করা শুরু দেখে খুব ভালো লাগছে।সৎ ইনকাম দিয়ে কোন কিছু করলে তো একটু সময় লাগবেই।
❤️❤️❤️
বেলায়েত ভাই টির জন্য ভালো বাসা রইল খুব মজার মানুষ।।
বার বার লিখি আবার মুছে ফেলি কারন কি লিখবো। শুধু বলবো গরিবের পাশে আছেন এবং থাকবেন। এটাই কামনা।
বেলায়াদ সরদারের হাসিমুখে কথা গুলো খুব ভালো লাগে, মহসিন ভাইকে ধন্যবাদ অ্যাডভেঞ্চার ব্লক করার জন্য।
আমি বরাবরই আপনার ব্লগগুলো দেখার চেষ্টা করি এবং দেখি ভালো লাগে অনেক কিছু জানতে পারি দেখি শিখি বুজারও চেষ্টা করি। আপনাদের সাথে আমিও এই সমাজ সেবার কাজগুলো করার সুযোগ পেলে ভালো লাগতো। কিন্তু কিভাবে করবো বুঝতে পারছি না। আপনি এর আগের ব্লগটার কুনো রিপ্লাই দেননি। অপরাধ জানতে পারলে ভালো হতো। বেলায়েত ভাই এর কথা টা খুব ভালো লাগলো যতক্ষণ টাকা আছে ততক্ষন নাচা নাচি। ধন্যবাদ।
আচ্ছা, এই বেলায়েত সরদার সাহেব এর বয়স শুধু কমেই যাচ্ছে দিনদিন। ওনার মত এত হাসি খুশি আমি থাকতে পারতাম!
🇮🇳🇧🇩
হাকিম সাহেবের কন্ঠস্বরে জাদু আছে , সহজ মেঠো ভাষায় বিবরণ ও যুক্তিযুক্ত বিবৃতি দেন। বেলায়েত ভাই লা জওয়াব 🎉 দুজনেই ভীষন মন ভালো করা আকর্ষনীয় চরিত্র এবং দুজনের সর্বক্ষনের সমস্ত সঙ্গীরাও ভীষণ ভালো 💓
জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর। - স্বামী বিবেকানন্দ
আপনার মহৎ কর্মের জন্য ঈশ্বর আপনার সহায় থাকবেন।
ভালোবাসা নেবেন ভাই।
কোলকাতা।
আলহামদুলিল্লাহ মহসিন ভাই, আপনার উদ্যোগে খুবই ভালো একটা কাজ করলেন। আজ মনে হলো আপনি আপনার ঘরে ফিরে গিয়েছেন। আর বেলায়েত ভাই ভালোই বলল "পয়সা নাই - নাচানাচি ও নাই"।
মাসাআল্লাহ বেলায়েত ভাইয়ের বাগান টা দেখে মনটা বরে গেলো
tnx you mohsin bai 🥰🥰❤️❤️
সুন্দরবনের মানুষ এর মাঝে মনে হয় প্রান ফিরে এসেছে।
❤️❤️❤️
❤
ভাই আপনার কনটেন্ট এবং বেলায়াত সরদারের প্রতিটা এপিসোড আমরা সৌদি আরব থেকে দেখি অনেক ভালো লাগে
বেলায়েত ভাই এবং মহসিন ভাই দুইজনই প্রিয় মানুষ এবং সুপার হিরো 🧡🧡🧡আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক। আল্লাহর কাছে দোয়া করি
যদি আপনার সেই এডভেঞ্চার গুলো নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ হতো, বাংলাদেশী হিসাবে গর্ব করতাম। বলছি ডাকাতদের সাথে কাটানো সেই সময়ের কথা।। বাংলার প্রতিটা মানুষ হৃদয় দিয়ে উপভোগ করতো ঐতিহাসিক সেই ঘটনাগুলো!!
অসাধারণ বেলায়েত সর্দারের চলা ফেরা,কতা বার্তা।
যে ধারেনা কোন কষ্টের ধার, তিনি আমাদের বেলায় সরদার।। সদা হাস্যজ্জল এই মানুষটিকে দেখে অনেক ভালো লাগে। বিশেষ করে আপনার মত অমায়িক মানুষ আমি অনেক কম দেখেছি মোহসীন ভাই। আপনি মানুষ গুলার সাহসের উৎস এবং তাদের ভরসার আরেক নাম। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং সর্বদা সুস্থ রাখুন৷ আমিন 🤲🤲🤲
জীবন সত্যিই সুন্দর । বাচবো আর কতদিন । এভাবে বাকী জীবনটা যদি কাটিয়ে দিতে পারতাম
বেলায়াত ভাই আসলে অনেক কথা গোল অসাধারণ মজার ❤️
কথার মাঝে এমন কথা বলে না হেসেঁ পারা যায় না
বেলায়েত ভায়ের কথা চেহারা আর মুখের হাঁসি খুব সুন্দর গরিব হলেও মন টা ভালো বেলায়েত ভাই এর বাংলাদেশ গেলে আপনার সাথে সুন্দর বনে 7 দিন থাকবো আসা রাখছি আমি দেশের বাহিরে আছি ৮ বছর ধরে
আমি পশ্চিমবঙ্গ থেকে অধীর আগ্রহে অপেক্ষা করি,কবে আপনার এবং আমাদের প্রিয় সর্দারের নতুন করে দেখা পাব,একটু তাড়াতাড়ি নতুন পর্ব দেবেন দয়াকরে, আর আপনার শরীর খারাপ হয়েছিল শুনে খারাপ লাগছিলো
ভালোবাসা নেবেন
বিলায়িত ভাইয়ের জন্য আমার তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো, তারা তারি তার বাড়িটি হয়ে যাক।
আপনার এই উদ্যোগ কে সাধুবাদ জানাই। ভারত থেকে অনেকদিন ধরেই জুড়ে আছি আপনার এই পরিবারের সাথে। সত্যিই কি অসম্ভব সুন্দর সুন্দরবন ও নদীমাতৃক গ্রামবাংলা! ভালোবাসা নেবেন ভাই সকলে।🇮🇳🖤
যে কোনো ভালো কাজের জন্য একটা বিশ্বত বন্ধু লাগে আমার মনে হয় বেলাইত ভাই সেই বিশ্বত বন্ধু ♥️♥️শুভ কামনা আপনাদের জন্য ভালো থাকবেন আপনারা
ভালোবাসার দুইজন মানুষ। ❤️❤️❤️
মহসিন উল হাকিম ভাই আর বেলায়েত সর্দার ভাই
সরদারের বাড়ি হবে শুনে খুবি খুশি হলাম। এইভাবেই সবাই খুশিতে ভরপুর থাকুন।
সালাম নিবেন ভাইয়া..
আপনার কন্ঠটাই অসাধারন..
একবার শুনলেই আর হাজারও কাজ থাকলেও ভিডিও কাটতে ইচ্ছা করে না❤️❤️❤️
বেলায়েত সর্দার একজন অসাধারণ মানুষ অনেক ভালো লাগে দেখতে তাকে
আলহামদুলিল্লাহ...সবথেকে তৃপ্তি পেলাম বেলায়েত সদরের বাড়ি করার প্রস্তুতি দেখে 💖
আলহামদুলিল্লাহ সুন্দর বনের নতুন কিছু দেখবে
Masha Allah Allah will help him and you Allah bless you brother
আমার প্রিয় একটা মানুষ বিলাইত সরদার আমি দোয়া করি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করেন তার বাড়ি বানানোর কাজের কাজের জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন
মহাসিন ভাই যতটুক সম্ভব সহযোগিতা করবেন বেলায়েত ভাইয়ের জন্য
বেলায়েত সর্দারের কথাগুলো খুব ভালো লাগে।।।।
হাস্যরশিক মানুষ ❤️❤️
মাটি ও মানুষের সংগে মিশে যাওয়ার অনন্য গুনাবলীর অধিকারী মোহসিনুল হাকিম। শুভ কামনা।
মাশাহ আল্লাহ প্রিয় মোহসীন ভাই ❤❤
বেলায়ত ভাইয়ের বাড়ির জন্য দোয়া ও শুভকামনা রইল৷
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আমিন ❤❤❤❤❤❤
ধন্যবাদ মহসিন ভাই, মানুষের কল্যাণে আপনার নিবেদিত প্রানকে শ্রদ্ধাঞ্জলি। ভাল থাকুন অনেকদিন।
দোয়া করবেন আমাদের
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো মহসিন স্যার বেলায়েত ভাইও তার পুরো টিম এর জন্য।❤️❤️
আলহামদুলিল্লা বেলায়েত ভাই চালু বাড়ির কাজ দরেন
সুন্দরবনের মানুষরা যারা সুন্দরবনের উপর নির্ভরশীল তারা এ-ই মূহুর্তে অসহায়, কিন্তু তারা জানে তাদের ভরসা মোহসিন ভাই আছে। আর আমরাও জানি সুন্দরবনের যেকোনো সমস্যাই আপনাকে নাড়া দেবে।ধন্যবাদ। ভালো থাকবেন। হাওড়া, প,ব।
আপনিও ভালো থাকবেন
অসহায় জেলেদের প্রতি পরিবারকে এক মাসের খোরাকি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই মহসিন ভাই সহ সংশ্লিষ্ট সকলকে। একই সাথে বেলায়েত সর্দারের জন্য দোয়া ও শুভকামনা রইলো তার আগামী দিনগুলোর জন্য।
ভাইয়া ভিডিওটা খুব এনজয় করলাম ভীষণ ভালো লাগলো বেলায়েত ভাইয়ের নতুন বাড়ি পুকুর মাছ সব দেখা হলো আমারও যখন সামর্থ্য হবে বেলায়েত ভাইয়ের মতো আমার এই সোনার দেশে একটুখানি জায়গা কিনে একটা সুন্দর ঘর বানাবো এটা আমার সারা জীবনের স্বপ্ন আর আমার বাচ্চা দুটোকে সুন্দর ভাবে মানুষ করবো ব্যাস সেজন্য সবার ভালবাসা দোয়া চাই আপনার জন্য আর আপনার গ্রুপের সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন ধন্যবাদ
পকেটে যতক্ষণ পয়সা থাকে নাচানাচি ততক্ষণ। 👍
অভিনন্দন ও শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য মহসিন উল হাকিম সাংবাদিক ভাই মনোবতা উজ্জ্বল নক্ষত্র।
আশায় থাকলাম মোহশিন ভাই বেলায়েত ভাই বাড়ির জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সেলোট
সুন্দর বন উপকুল মানুষের জন্য আল্লাহ আপনাকে বিশাল নেয়ামত হিসেবে পাঠিয়েছেন।দোয়া করব আল্লাহ যেন আপনাকে সবসময় এই মানব সেবায় নিয়োজিত থাকার তৌফিক দেন।আপনাকে নিয়ে অনেকের সাথে আপনার গল্প করি,তখন বুকের ভিতর খুব প্রশান্তি অনুভব করি আর বলি আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কার মতো হতে চান আমি বলি মহসিন ভাইয়ের মতো। আমি একজন কে উপদেশ দিয়ে কানাডা যেতে সাহায্য করলাম কিন্তু লাভ কি,তার যোগ্যতা নিয়ে সে যাবে আর দেশেরও কোন উপকারে আসবেনা শুধু তার ভালো লাইফ টা আরো ভালো হল এইতো।কিন্তু এই লেভেলের মানুষের ভাগ্য নিয়ে ভাবা সেটা সবাই পারবেনা।অথচ আপনি কতো সহজ এ কাজটি করে যাচ্ছেন মুখে হাসি নিয়ে।
মনটা অনেক খারাপ ছিল আপনার ভিডিও দেখার পরে এবং সেই সাথে বেলায়েত সরদারের মজার মজার কথা শুনে এবং হাসি ঠাট্টা দেখে মনটা ভালো হয়ে গেল, সেই সাথে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে অতি দ্রুত সুস্থ করে দেয়, এবং এভাবে যেন গরীব অসহায় মানুষের পাশে থাকার সুযোগ করে দেয়, দোয়া এবং শুভকামনা রইল স্যার ভালো থাকবেন সাবধানে থাকবেন
বেলায়েত সরদার অনেক ভালো মনের একজন মানুষ।
খুব ইচ্ছে হয় আপনাদের সাথে গিয়ে সুন্দরবনে থাকি
Iswar korun Bilayet bhai er bari khub sundor hok, taratari hok...sobai mile khub anonde thakun....
তাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে বাড়িটি বানাতে সাহায্য করুন।
বাসা বানানোর সময় একটি ভুল সিদ্ধান্ত অনেক টাকা নষ্ট করে
প্রথম কমেন্ট 😎😎
বেলায়েত ভাই সত্যি একটা ভালো মনের মানুষ। ভাই আপনি ভালো মনের মানুষ
এতো সুন্দর করে কথা বলেন ,আমার খুউউউউউব ভালো লাগে ,দোয়া করি আপনার জন্য ভালো থাকবেন।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসহায় মানুষের পাশে থাকার জন্য। আপনার ভিডিও অনেক ভালো লাগে।
দিনাজপুরের বিখ্যাত চাল (ভিডিও ৬ঃ১৬ সেকেন্ডে) লেখাটি দেখে মনটা ভরে গেলো।
সমাজবিজ্ঞানের ভাষায় যাকে বলে মিথস্ক্রিয়া যা আপনাকে দেখলে বুঝতে পারি❣️
মানুষের সাথে মিলিয়ে যান কত সহজে
বেলায়েত সরদার মানেই অন্য একটা জগত যে জগৎটা আমাদের প্রাণপ্রিয় মহাসিন স্যার আমাদের সামনে তাকে এনেছেন ধন্যবাদ মহাসিন স্যারকে❤️
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর সাহস সবার থাকে না, আপনি দাঁড়িয়েছেন। আপনার জন্য লক্ষ কোটি শুভকামনা।
সাংবাদিক সাহেবের ভিডিও গুলো দেখতে দেখতে উক্ত গ্রুপের সবাইকে এখন খুব আপন মনে হয়।
স্যারের তুলনা হয় না
আল্লাহ নেক হায়াত বারায়ে দেয় জেন স্যারের
মাশাআল্লাহ বেলায়েত ভাইয়ের বাগান বাড়িটা খুব সুন্দর ও পুকর টাও
Mashallah Allah pak nischoi apnar sundor moner sundor chintar jonne apnake poroskito korben ingshallah 🤲🤲🤲
প্রথম থেকে এখনও পর্যন্ত সব ভিডিও দেখে আসছি, আপনার শুরু থেকেই আমার দেখা কিন্তু কমেন্ট তেমন করা হয় না। খুব ইচ্ছে আছে ভাই আপনার সাথে একবার সুন্দরবনে যাওয়ার।
আপনার জন্য শুভকামনা রইলো বড় ভাই।
এমন একটা মহত কাজ আল্লাহ পাক কবুল করন।আমিন।
আপনি আসলেই ভালো মানুষ ভাই।
এভাবে বেঁচে থাকুন সবাইকে নিয়ে।
একজন ভালো মনের মানুষ আপনি।আমি ছোট মানুষ খুব সহজেই বলতে পারলাম কথাটা।😇আমিও সৎ ভাবেই বাঁচবো।সবার সাথে থেকে।💕
Sotti apnar r belayet vai er somporko je oi samoy thake mise ache . ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
5:51
Salute
আপনি অনেক বড় মনের মানুষ। আপনার সাথে শরিক হতে পারলে আরো ভালো লাগতো।
Oken valo laglo uni emon jaygay onar ghor ekdom nadir pashe sei onujayi khub valo hoyeche
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উদেগ নেওয়ার জন্য, যাযাকআললাহ,
Bhai apne aj award pelen daklam.kub valo laglo.
মহাসিন ভাই আপনার জনি আমাদের পোবাসিরদের পোখো থেকে দুয়া ও সালাম ইরলো বেলাইত ভাই অসাধারন মানুষ একটা
Dada ami upnar video regular dekhi, upnar kajkarma khub valo lage r anuprerona jogai. Ami jodio ekjan Indian, tabuo amar origin CHITAGANG. Amar ma o babar janmosthan. Jodi upnar sate dekha korte parle khusi habo.
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইয়া
ভালোবাসা অবিরাম 💙💜
আমি আপনার নিয়মিত দর্শক
আমাদের একজন মুহসিনুল হক আছে। আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন ছুম্মা আমিন।
অনেকদিন থেকে আপনার ভিডিও দেখে আসছি,
বড় জীবনমুখী কনটেন্ট আপনার ভাইয়া,
একজন উন্নয়ন ও গবেষণা কর্মী হিসেবে সারা দেশে জলে স্থলে পাহাড়ে আমাকে চষে বেরুতে হয়, তাই আপনার ব্লগ ও চিন্তার সাথে আমার একটা মেলবন্ধন গড়েই উঠেছে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া 💖।।
আপনার এই পর্ব আমি চার বার দেখেছি, আর অন্য পর্ব গুলো, মুটামুটি ছয় বার করে দেখা হয়েগেছে
আসসালামু আলাইকুম, মহাসিন ভাই এই বৃষ্টি বাদল মাথায় করেছিলা বাজার, যাক ফিআমানিল্লাহ ভালো থাকবেন দোয়া করি।
আসসালামু আলাইকুম আপনার ভিডিও গুলো আমার বেশি ভালো লাগে মাছ ধরা আর সাগরে ঘুরা।
মহসিন ভাই, আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন,আলহামদুলিল্লাহ বলবেন কারণ আল্লাহ আপনাকে অনেক দয়া করেছেন। এত মানুষের ভালবাসা পাওয়া সহজ ব্যাপার না।আপনাকে অনেক ভালো রাখুক আল্লাহ এই কামনা করি।
বেলায়েত সর্দার ভাই এর বাড়ীর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো
মহসীন ভাই কে যত দেখি তত অবাক হই, আল্লাহ ভাই কে নেক হায়াৎ কামনা করুন, আমিন
বেলায়েত ভাই মজার মানুষ
khubi valo laglo..
বেলায়েত সরদার খুব ভালো মনের মানুষ ।সব সময় মুখে হাসি লেগেই আছে । আমি কোলকাতা থেকে দেখছি।