"শরীরটা যদি একটু সুস্থ থাকত তাহলে হয়ত আরও অনেক কিছু করতে পারতাম" আক্ষেপ Swagatalakshmi Dasgupta-BMD

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 498

  • @ZobaenSondhi
    @ZobaenSondhi 8 місяців тому +3

    অসম্ভব সুন্দর আলোচনা। সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
    জার্মানির বার্লিন থেকে স্বাগতা'দির প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি।

  • @Roop1962
    @Roop1962 9 місяців тому +68

    অনেকদিন মনে থাকবে এই সাক্ষাৎকারটা। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি নিজে কম কথা ব'লে স্বাগতালক্ষ্মীকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছেন, এটা খুব ভালো লাগলো।

    • @chhandamukherjee3328
      @chhandamukherjee3328 9 місяців тому +7

      কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, অসাধারণ সাক্ষাৎকার❤

    • @sampadutta5815
      @sampadutta5815 9 місяців тому +1

      Amar khub priyo gayika. Class 6 e pori tokhon prothom baba r hat dhore prothom Sona" bhoy hote tobo obhoyo majhe" sei theke uni Amar sokti. Je din cancer hoyeche sunechilam sedin kede phelechilam. Aj onar interview dekhe Mon bore geche. Poonam. Channel ke dhonyobad.

    • @tapatimajumdar1050
      @tapatimajumdar1050 9 місяців тому

      ❤😊❤❤😅❤❤😅❤0​@@chhandamukherjee3328

    • @niveditachakraborti1513
      @niveditachakraborti1513 7 місяців тому +1

      অসাধারণ....❤🙏💐

  • @deymb-oh8gp
    @deymb-oh8gp 9 місяців тому +7

    আপনাকে এভাবে পেয়ে ধন্য। আপনি জানেন হাজার হাজার মানুষের আপনি আগে থেকেই inspiration. আপনার জীবন যাপন আপনার সাধনা আপনার গান বলুন সব কাজে যে উৎসাহ সেটাই আমাদের অনুপ্রেরণা.
    আজ শুনছি শুনতে লিখতে বাধ্য হচ্ছি এতটাই খুশি...দিদি প্রণাম ❤❤❤🙏🙏🙏

  • @ajantasaha9406
    @ajantasaha9406 9 місяців тому +19

    একজন প্রকৃত গুণীর সাক্ষাৎকার মুগ্ধ হয়ে উপভোগ করলাম।ভালোবাসা ও শ্রদ্ধা জানাই।🙏❤️

  • @debibrataray3054
    @debibrataray3054 9 місяців тому +18

    রবীন্দ্রনাথের সব গান গেয়ে আপনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।শুধু এই একটি কারণেই আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। যাঁরা পুরস্কারের দাক্ষিণ্য বিতরণ করেন, তাঁরা আপনাকে পদ্মভূষণ দিলে নিজেরাই সম্মানিত হতে পারতেন।

  • @avijitghosh7466
    @avijitghosh7466 9 місяців тому +5

    সত্যিই খুব সাক্ষাৎকার প্রথম থেকেই শুনেছি। খুবই ভালো লেগেছে। যিনি ইন্টারভিউ নিয়েছেন, তাকে ধন্যবাদ কারণ তার প্রশ্নগুলো খুবই বুদ্ধিদীপ্ত।

  • @shelibhattacherjee5952
    @shelibhattacherjee5952 9 місяців тому +8

    একজন প্রকৃত শিল্পী, মানুষ ও গুণী জনের সাক্ষাৎকার শুনলাম। প্রণাম শিল্পী🙏
    আমার প্রতিদিনের সকাল হয় আপনার কণ্ঠে আদ্যাস্ত্রোত্র পাঠ শুনে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
    যিনি সাক্ষাৎকার নিলেন, তার উপস্থাপনা খুব সুন্দর ও শালীন।

  • @dipankarkalidhan
    @dipankarkalidhan 9 місяців тому +9

    "ধনিল আহ্বান" রবীন্দ্রসঙ্গীত টি আমার কাছে আপনার সব চাইতে পছন্দের। অপূর্ব গেয়েছেন

  • @jagadishbose4482
    @jagadishbose4482 9 місяців тому +5

    Without a doubt
    At present Bengal
    Swagata lakhmi Dasgupta is The Best Vocal Rabindra Sangeet Artist .
    Her voice sounds extremely melodious and sweet always even at very high Treble
    A brilliant knowledgeable in music too
    Very pleased to know that She is getting better and better .
    Wish her all the best

  • @mrityunjoykarmakar189
    @mrityunjoykarmakar189 9 місяців тому +13

    রবীন্দ্রনাথের সমস্ত গান আপনি গেয়েছেন...এ যে কী অসাধারণ এক কাজ!

  • @S.Banerjee-ws9jh
    @S.Banerjee-ws9jh 9 місяців тому +5

    অসাধারণ সাক্ষাৎকার। ঈশ্বর আপনাকে সুস্থ করে তুলুন। কালীপূজার সময় দক্ষিণেশ্বর থেকে লাইভ প্রোগ্রাম খুব মনে পড়ে। সুস্থতা কামনা করি। 🙏

  • @sewlisarkar2612
    @sewlisarkar2612 8 місяців тому +1

    আপনের কুশল মঙ্গল কামনা করি। আপনি খুব ভালো থাকুন। যিনি সাক্ষাৎকার নিলেন আর আপনের বলা কথা সবটুকু মিলিয়েই অসাধারণ এক প্রতিস্থাপন! দুজনের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন।

  • @kakoliguha2500
    @kakoliguha2500 9 місяців тому +23

    ঈশ্বরকে তোমার মতন মানুষকে আমাদের মাঝে পাঠানোর জন্য কৃতজ্ঞতা জানাই।।আমাদের কাছে তুমি "কবি গুরু র মীরাবাঈ"❤❤❤❤

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому +1

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @atreyimukherjee9023
    @atreyimukherjee9023 9 місяців тому +21

    তোমার মধ্যে এত আলো, এত সুন্দর মন , এত নৃষ্ঠা, এত বিশ্বাস, এত সম্মান সবার জন্য তার জন্য প্রনাম।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @____-ww5me
    @____-ww5me 9 місяців тому +9

    এত সুন্দর একটা কথোপকথনের জন্য চ্যানেলকে অনেক ধন্যবাদ।
    সঞ্চালিকা খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রশ্নগুলোকে।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому +2

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @parthobiswas9128
    @parthobiswas9128 9 місяців тому +5

    দারুণ একটা সাক্ষাৎকার দেখলাম তার জন্যে চ্যানেল কে অজস্র ধন্যবাদ। প্রশ্ন গুলো খুব সুন্দর হয়েছে এর জন্যে যে সাক্ষাৎকার নিয়েছে তাকেও অজস্র ধন্যবাদ। স্বাগতালক্ষমী বুঝিয়েছেনও খুউব সুন্দর ভাবে। আপনি ভাল থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাকে আরও শক্তি দিক আরও নতুন নতুন আবিষ্কার করুন অনেক দিন আপনি আমাদের মধ্যে থাকুন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্যে অভিনন্দন নমস্কার

  • @somabiswasroy5400
    @somabiswasroy5400 9 місяців тому +5

    মনমুগ্ধের মত আপনার কথা শুনলাম, আপনি আমার জীবনের একজন শ্রদ্ধার ব্যক্তিত্ব,আজ আরো শ্রদ্ধা বেড়ে গেল। ভালো থাকুন দিদি। আমার প্রনাম নেবেন।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 9 місяців тому +6

    দুর্গোত্তমা শিল্পীর জীবন স্্গ্রামের কাহিনী শুনে মন যেমন ভার হোল তেমন ধৈর্য সাহস ও নিরহ্্কারী চেতনায় উজ্জীবিত হয়ে নিজ লক্ষে স্থির থেকে কিভাবে সাফল্যমন্ডিত করা যায় নিজেকে সেই বিবরন শুনে মন ভরে গেল।আর রবীন্দ্র সংগীতে উনি জগৎ মাতিয়েছেন সুরশক্তিদাত্রীর আশীর্বাদে। উনি ভালো থাকুন। ওনার "ও"যেন আরও দীর্ঘায়িত শক্তি দান করুন এই কামনা করি। অনেক শুভেচ্ছা অভিনন্দন ও নমস্কার জানাই মাননীয়া শিল্পীকে।🌹🌹

  • @runuseth7116
    @runuseth7116 9 місяців тому +6

    সারাজীবনে অনেকদিন ধরে তোমার কাছে গান শিখব বলে ইচ্ছা ছিল। হাজার বাধা বিঘ্নে আর হলনা যাওয়া!কোনো জন্মে হয়ত ইচ্ছাপুরন হবে।অনেক শুভকামনা রইল।

  • @tapasgoswami7208
    @tapasgoswami7208 6 місяців тому +1

    ঐশ্বরিক শক্তি বলে কিছু নেই , মানুষ এবং ইহ-জগত এক অপরূপ সৃষ্টি। স্বাগতালক্ষ্মীর পবিত্রতম মানবিক গুণ তাঁকে প্রকৃত মহৎ শিল্পী হিসাবে গড়ে তুলেছে।

  • @parthakayal524
    @parthakayal524 9 місяців тому +1

    ওনাকে আগের থেকে অনেক সুস্থ সবল দেখে ভীষণ ভালো লাগলো♥️

  • @gopalchandrasarkar4192
    @gopalchandrasarkar4192 9 місяців тому +7

    আমার বয়স 64 বছর ।
    দিদি , বোন , মা , না "ও" বলে ডাকবো আপনাকে বুঝতে পারছিনা ।
    তাই লিখি বিনা সম্ভোধনে ।
    বয়োকণিষ্ঠ হলেও আপনাকে আমার প্রণাম।
    আপনার জীবন সংগ্রাম, জীবনদর্শণের এই গীতাবিতান শুনতে শুনতে মনে হচ্ছে
    যদি আপনার পায়ের কাছে বসে আরো কিছুটা সময় কাটাতে পারতাম ধন্য হতো আমার জীবন।
    আপনি সাধারন মানবী নন , সেই "ও" এর
    মানবী রূপ।

  • @jagadishbose4482
    @jagadishbose4482 9 місяців тому +3

    Surgery treatment হয়েছিল বলেই এখনও পর্যন্ত আমরা আপনার কথা / গান / অভিজ্ঞতার সব চমকপ্রদ তথ্য সমৃদ্ধ সব শুনে আরও বেশী শ্রদ্ধা হল এই বাংলার এক অতুলনীয়া শিল্পীর প্রতি

  • @AnjanaDey-ik4rl
    @AnjanaDey-ik4rl 9 місяців тому +1

    শিরায় শিরায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রসদনে দেখা ,রাগ তার পর ভালোলাগা জন্মালো ,অসাধারণ তার আপন করে নেওয়া হাসি,
    ধন্যবাদ,

  • @urmimalabhattacharyya5186
    @urmimalabhattacharyya5186 9 місяців тому +4

    আপনি এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব ।অসংখ্য গুণের অধিকারি আপনি, তা নিশ্চয় ঈশ্বরের দান ।এই আশীর্বাদ সবাই পান না আর পেলেও এগিয়ে নিয়ে যাবার ক্ষমতা সবার থাকেনা। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ।ভালো থাকবেন।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

    • @nityaranjandas6464
      @nityaranjandas6464 9 місяців тому

      @@bengalimusicdirectory God gifted light on the Earth . The light of powerfull soul has been sent to us by almighty. May god keep you in peace. Notyaranjan das frm kalyani Nadia.

    • @urmimalabhattacharyya5186
      @urmimalabhattacharyya5186 9 місяців тому

      অবশ্য ই ।শেয়ার করেছি একাধিক।এমন জিনিস শেয়ার না করে পারা যায় ।ভালো জিনিস সবার সঙ্গে ভাগ করে নিলেই তো তার মাধুর্য বাড়ে।

  • @rumasarkar1710
    @rumasarkar1710 9 місяців тому +2

    অসাধারণ সাক্ষাৎকার -এ আমাদের পরম পাওয়া -গুণীজনকে আমার বিনম্র প্রণাম 💐

  • @srabanidasgupta1607
    @srabanidasgupta1607 9 місяців тому +5

    মন্ত্রমুগ্ধের মতো তোমার কথা শুনছি | এক অপূর্ব অনুভূতিতে মন ছুঁয়ে গেলো |
    ❤❤❤❤❤

  • @parthobiswas9128
    @parthobiswas9128 9 місяців тому +3

    ঈশ্বর কে ধন্যবাদ আপনার মতন প্রতিভাবান রবীন্দ্র সংগীত শিল্পীর জন্ম হওয়ার জন্যে

  • @debibrataray3054
    @debibrataray3054 9 місяців тому +2

    সেরা শিল্পীর সেরা সাক্ষাৎকার।

  • @urmighosh6363
    @urmighosh6363 9 місяців тому +9

    ভীষণ গুণী , ভীষণ পজিটিভ , উদার মনের, ঝলমলে রোদের মত মানুষ। সুস্থ থাকুন, আপনার কাছ থেকে অনেক কিছু পেতে চাই আমরা। প্রণাম 🙏

  • @dilipbiswas9862
    @dilipbiswas9862 9 місяців тому +3

    আগে থেকে প্রস্তুতি থাকে না ' খুবই সত্য কথা দিদি। কখন যে কি ভাবে সব হয়ে যায়, এটা বলা বা ধারণা করা সবসময় সম্ভব নয়। ভালো থাকবেন। নমস্কার। জয় শ্রী কৃষ্ণ।

    • @swagatalakshmidasgupta2538
      @swagatalakshmidasgupta2538 8 місяців тому

      APNI AMAY KACHHE THEKE DAKHEN NI TO TAI BODH KORI SAMVAB NOY BOLE DIYECHHEN...E JAGOTE SAB SATYO ....SHRIKRISHNO ICHHA KORLE SOB HOY....KONO MITHYER JAYGA NEI...APNAR AVIGGOTA NEI ...AMAR ACHHE ...
      SOBAR JIBON AVIGGATA AK E RAKOM HOBE AMON KONO KATHA ACHHE KI ?
      VALO THAKUN

  • @surajitsen5199
    @surajitsen5199 9 місяців тому +17

    "আকাশ" নামটাই যথার্থ কারণ ওঁর ব্যাপ্তি আকাশের মতোই অসীম।। তোমার গানের মতোই তোমার বলা কথা আমাদের মন্ত্র মুগ্ধ করে রাখে।। খুউউউউব ভালো থেকো।।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому +1

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

    • @surajitsen5199
      @surajitsen5199 9 місяців тому +1

      @@bengalimusicdirectory শেয়ার অলরেডি করেছি।। ভীষণ সুন্দর এই ইন্টারভিউ, যিনি নিয়েছেন তিনিও খুব বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন গুলো করেছেন।। শুভেচ্ছা সব্বাই কে।।

    • @chitrabhattacharjeegupta6203
      @chitrabhattacharjeegupta6203 9 місяців тому

      ভাল থেকো আকাশ। তোমার কাছে আমরা আরও অনেক কিছু পেতে চাই।

  • @nupurskitchen0101
    @nupurskitchen0101 9 місяців тому +4

    মনটা ভালো হয়ে গেলো এতো সুন্দর সাক্ষাৎ কার দেখে। দিদি ভালো থাকবেন আপনি, আমাদের অনেক ভালোবাসা রইলো ❤❤🙏🙏

  • @RamanujChakraborty
    @RamanujChakraborty 9 місяців тому +6

    প্রণাম নেবেন ম্যাম...আমার খুব প্রিয় একজন শিল্পী...ভালো থাকবেন...

  • @ManashiPaulMukherjee
    @ManashiPaulMukherjee 9 місяців тому +5

    অপূর্ব , অসাধারণ গুণী মানুষ । আমার প্রণাম নেবেন ।

  • @kajalrudra5265
    @kajalrudra5265 9 місяців тому +3

    দিদি !
    আপনার প্রাণবন্ত সাক্ষাৎকার টি খুবই ভাল লাগল।
    ঈশ্বরের কাছে প্রার্থনা , আপনি আমাদের মধ্যে এভাবেই কৌতূহলী মন নিয়ে থাকুন।
    ❤❤❤❤❤

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @lifeisdivine1584
    @lifeisdivine1584 9 місяців тому +8

    দিদি তুমি আমাদের অন্তরেই থাকবে চিরদিন, গুরু রবিঠাকুরের শ্রীচরণে প্রার্থণা করি তুমি সুস্থ থেকো সব সময় 👏

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @aninditachatterjeeofficial6440
    @aninditachatterjeeofficial6440 8 місяців тому

    এত ভালো আবৃত্তি করেন উনি জানতে পারতাম না এই সাক্ষাৎকার না দেখলে। সবটা মিলিয়েই ওনার প্রতি শ্রদ্ধাটা আরো বেড়ে গেল। এই জীবনেই আরো অনেক কাজ করুন আপনি এই কামনা রইল। শরীর একেবারে ক্লাস এইটের মতো ঝলমলে হয়ে উঠুক। সমৃদ্ধ মন তাকে ভড় করে আরো অনেক কাজ করিয়ে নিক।পুয়ানকে অনেক আদর। সুস্থ থাকুক সেও। ❤❤❤❤

  • @dilipbiswas9862
    @dilipbiswas9862 9 місяців тому +2

    অসাধারণ পরিশ্রম। সঙ্গীত নিয়ে অন্তরমনা গবেষণা। ধন্যবাদ দিদি।🙏

  • @shampasanyal1968
    @shampasanyal1968 9 місяців тому +3

    ভালো লাগা শিল্পীকে বড় আপন করে পেলাম।
    স্বাগতালক্ষ্মী , আপনি ভালো থাকবেন, ভালো থাকুন আন্তরিক কামনা করি ❤

  • @rpchowdhuri8725
    @rpchowdhuri8725 9 місяців тому +6

    Tumi ek mahan shilpi,ek mahati manush.Tomar jiban sangram koti koti manusher anuprerana hoke.

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @purnimadas7207
    @purnimadas7207 9 місяців тому +2

    খুব ভাল লাগল. আপনি সুস্থ থাকুন ভাল থাকবেন আরও অসাধারণ সৃষ্টি করুন য আগামা প্রজন্মের জন্য খুব জরুরি. ভাল থাকুন ভাল থাকবেন এটাই কামনা.

  • @satyajitchatterjee4774
    @satyajitchatterjee4774 9 місяців тому +2

    দারুণ ভালো লাগলো, ওনাকে দেখে এবং ওনার কথা শুনে জীবনে অনুপ্রাণিত হওয়া যায়, আরও ভালো লাগলো একটা ছোট্ট মেয়ের ওনার interview নেওয়া টা। নতুন প্রজন্মের ছেলে,মেয়ে রা senior দের সংগে থেকো তবেই সমাজ সুন্দর হবে।আমিও একজন ৬৪ বছরের বৃদ্ধ।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @faiznoorelahee133
    @faiznoorelahee133 9 місяців тому +7

    গভীর রাতে যখন আপনার কন্ঠে রবীন্দ্রনাথের গান শুনি,আমার মনে হয় ভাগ্যিস বাংলাদেশে জন্মেছিলাম।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউটা।

  • @mouchak9622
    @mouchak9622 9 місяців тому +10

    আপনি অসাধারণ শিল্পী এবং অসাধারন মানুষ, ভালো থাকবেন দিদি🙏

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @basabichowdhury7376
    @basabichowdhury7376 8 місяців тому

    কবে থেকে অপেক্ষা করছি, আবার দেখবো বলে। You tube এ মাঝে মাঝেই খুঁজি আর আপনার স্বমহিমায় ফিরে আসার অপেক্ষা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সুস্থতার। আপনি বাংলার গর্ব। আজ আপনাকে আবার ফিরে পেয়ে কি যে আনন্দ হচ্ছে। বড্ড ভালোবাসি আপনাকে , আপনার গানকে। ভালো থাকুন শিল্পী।

  • @rubakhan7544
    @rubakhan7544 9 місяців тому +6

    আমি বাংলাদেশের মানুষ কিন্তু অনেক আগে থেকেই স্বাগতালক্ষ্মীর গানের ভক্ত। ওনার কন্ঠের মাধুর্যের সঙ্গে আর কারো তুলনা চলে না ❤
    প্রিয় শিল্পীর সুস্থতা কামনা করছি।
    শুভকামনা রইল 💖🌹🌹

  • @mitabhaduri
    @mitabhaduri 9 місяців тому +1

    আহা মুগ্ধ হয়ে কথাগুলো শুনছি,অনেক কিছু শিখলাম দিদি আপনার থেকে♥️

  • @ManjariGhosh-bz7fh
    @ManjariGhosh-bz7fh 9 місяців тому +1

    অনেক ভালোবাসা তোমায় ❤ মনে থাকবে তোমার কথা গুলো ... তোমার কথা গুলো থেকেও অনেক কিছু শিখলাম ..... মনের শক্তি পেলাম । ভালো থেকো ।

  • @gautamchakraborty19
    @gautamchakraborty19 9 місяців тому +2

    অসম্ভব ভালো লাগলো । আপনার জীবনের অনেক অজানা তথ্য জানতে পারলাম , নানান প্রতিকুলতার মধ্যেও জীবন সঙগ্রামে জয়ী হবার গল্প শুনে সমৃদ্ধ হলাম । খুব ভালো থাকবেন , শুভকামনা রইলো ।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @anitaghosh2346
    @anitaghosh2346 4 місяці тому

    আমি 70yrs er মহিলা, আমি তোমার গুণমুগ্ধ,ও তুমি আমার প্রেরণা । আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে তোমার সুস্থ ও আরোগ্য কামনা করি ।

  • @chhandadey9048
    @chhandadey9048 9 місяців тому +2

    আমার ভীষণ প্রিয় একজন শিল্পী দা রু ণ সুন্দর লাগে ওঁর গান। ভালো থাকবেন, সুস্থ, থেকে আমাদের সুন্দর গান উপহার দিয়ে যাবেন।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @ritachatterjee9272
    @ritachatterjee9272 9 місяців тому +2

    অতি মূল্যবান অনুষ্ঠান। এই অতিগুণী মানুষটাকে বিশেষভাবে পাওয়া হল।সুস্থ নিরোগ দেহের সঙ্গে ওনার দীর্ঘায়ু কামনা করি।🙏🙏

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @PopyAdhikary-s4v
    @PopyAdhikary-s4v 8 місяців тому

    পজিটিভ ইন্টারভিউ খুব ভালো লাগলো।
    মনে অসম্ভব একটা জোর পেলাম। ভালো থাকুন সব সময়।

  • @labonyomallick905
    @labonyomallick905 9 місяців тому +1

    আপনাকে শতকোটি প্রণাম জানালাম! অনেক সমৃদ্ধ হলাম দিদি! কি গভীর জীবনবোধ আপনার! শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন নি! সীমার ভিতর দিয়ে অসীমে পৌঁছানোই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত! আপনি সেটা করে দেখিয়েছেন! আকশসম ভালোবাসা জানালাম আকাশকে! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rupacookbake
    @Rupacookbake 9 місяців тому +1

    দিদি তুমি আমার ভীষন পছন্দের মানুষ.. আমি আবৃত্তি শিখতাম...স্যার সাখওয়াত হোসেন খান এর কাছে.. স্যার আমাকে তোমার কথা তোমার উদাহরণ হিসাবে বলতেন... তুমি তোমার মতো করে আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দাও... রবীন্দ্রনাথ ঠাকুর যাদের প্রাণের ঠাকুর... তারা সবসময় ভালো থাকে... তুমিও ভালো থাকবে... তোমার মনের অসীম শক্তি... সেই শক্তি নিয়ে তুমি এগিয়ে চলো... আমরা তোমার সঙ্গে আছি... রবিঠাকুর আমাদের এক সুতোয় বেঁধে রেখেছেন... ভালো থেকো দিদি... প্রণাম নিও ❤❤

  • @umabanerjee8554
    @umabanerjee8554 9 місяців тому +1

    খুব ভালো লাগলো, আরো অনেক কথা শুনতে ইচ্ছে করছিল আপনার মুখ থেকে, ভালো থাকবেন।

  • @polinadhikari6044
    @polinadhikari6044 9 місяців тому +1

    বাংলাদেশ থেকে বলছি,খুব গুণী একজন শিল্পী তুমি, তোমার গান শুনে মুগ্ধ ❤সুস্থতা কামনা করি।

  • @somamukherjee7765
    @somamukherjee7765 9 місяців тому +2

    অনেক তথ্য জানতে পারলাম। দিদি খুব খুব ভালো থেকো। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ❤❤❤❤❤

  • @TheMamani71
    @TheMamani71 9 місяців тому

    অসাধারণ সাক্ষাৎকার দেখলাম I সমৃদ্ধ হলাম, উপস্থাপিকা খুবই সুন্দর করে স্বাগতালক্ষ্মী diঐঐঈ😢r পুরো জীবনগাথা তুলে ধরলেন I দিদি কে প্রণাম, উপস্থাপিকা কে কৃতজ্ঞতা জানায় ।❤❤

  • @shomasengupta8439
    @shomasengupta8439 9 місяців тому +1

    Very enriching anusthan.. Onek tottyl pelam ar onek kichu shikhlam...onar spiritual side khub rich ebong akristyo kore..
    Oner Shob bhalo hok ei prarthona. Shonghe achi 🙏

  • @smritisendas5468
    @smritisendas5468 9 місяців тому +1

    God bless you Didi.Be steady & healthy . Evergreen soldier.

  • @mahuachakraborty676
    @mahuachakraborty676 9 місяців тому +4

    A brilliant artist of our country. I have deep admiration for her

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому +2

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @satyakiguha415
    @satyakiguha415 9 місяців тому +5

    Amar soooooooooob theke favourite Rabindrasangeet artiste 🙏🙏🙏

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউটা।

  • @trinitybeautysaloon7061
    @trinitybeautysaloon7061 9 місяців тому

    মুগ্ধ হলাম,এতো সুন্দর কথা বলেন দিদি, জীবনটা কতো সহজ করে দেখা যায়। অনেক কিছু শিখলাম। আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা🙏❤️

  • @parthakayal524
    @parthakayal524 9 місяців тому

    গীতা সম্পর্কে ওনার মত আমার বরাবরই মনে হত, আজ ওনার থেকে শুনেও খুব ভালো লাগল

  • @somasarkar6097
    @somasarkar6097 9 місяців тому +2

    প্রণাম দিদি আপনাকে। আপনার কথাগুলো মুগ্ধ হয়ে শুনলাম আর অনেক কিছু শিখলাম। খুব ভাল থাকুন আপনি ❤❤🙏🙏

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @palimukhopadhyay65
    @palimukhopadhyay65 9 місяців тому

    অসাধারণ শিল্পী আপনি । খুব খুবববব ভালো থাকবেন।

  • @minatibagchi7443
    @minatibagchi7443 9 місяців тому

    খুব ভালো লাগলো সাক্ষাৎকার। অনেক অজানা তথ্য জানতে পারলাম। আপনি খুব ভালো থাকুন।

  • @AnjanaDey-ik4rl
    @AnjanaDey-ik4rl 9 місяців тому +2

    কিছু পেতে হবেনা সঙ্গে ঈশ্বর,পুরস্কার এখন পুশিং,
    হে সখা তুমি হৃদয়ে রহ,

  • @SaneetanganAlipurduar
    @SaneetanganAlipurduar 9 місяців тому +1

    ম্যামের ইউটিউব চ্যানেল থেকে অনেক উপকৃত হই রবীন্দ্রসঙ্গীত এর সঠিক স্বরলিপি বজায় রেখে কিভাবে তা গানে ব্যবহার হবে এরকম অনেক কিছু শিখতে পারছি🙏🙏ভালো থাকবেন ম্যাম🙏

  • @chandanabasu6714
    @chandanabasu6714 9 місяців тому

    আপনার জন্য রইলো শুভেচ্ছা, ভালো থাকুন দিদি, আপনার গাওয়া রবীন্দ্র সংগীত এর সাথে সাথে শ্যামা সঙ্গীত ও খুব ভালো লাগে, আমি তুলি সেই গান "আমার মায়ের নামটি দয়াময়ী"

  • @sampurnaadhikary54
    @sampurnaadhikary54 9 місяців тому +2

    না থেকেও আজও রয়ে গেছি আকাশ, তোমার শুক্রবারের 13 জনের একজন...ভালোবাসি আজও একইরকম, সেই যে তোমায় নিয়ে কবিতা লিখতাম....নামে কী যায় আসে...অনুভবে বেঁচে থাকাটাই সব। প্রণাম নিও আকাশ। 🛐🙏

  • @mithusashmal8769
    @mithusashmal8769 9 місяців тому

    মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। এত গুণী আপনি!এত গুণীজনদের আশীর্বাদ পেয়েছেন,এত মানুষের ভালোবাসা পেয়েছেন এটাই শ্রেষ্ঠ পুরস্কার অন্য পুরস্কারের প্রয়োজন নেই। আপনি সুস্থ থাকুন ভালো থাকুন। এইভাবেই কাজ করে রান।

  • @reetaghosh409
    @reetaghosh409 9 місяців тому +1

    তুমি সূর্য ওঠার আকাশ, তুমি তুমি chondrimar চন্দন ধোয়া আকাশ, তুমিই বৃষ্টি ভেজা আকাশ, তুমিই ঝড়ের তাণ্ডব সওয়া সেই আকাশ তুমিই তো নানান রঙের একটি Lokhhi আকাশ ।❤❤❤❤❤❤❤❤

  • @shinjinigoswami4055
    @shinjinigoswami4055 9 місяців тому +1

    অসাধারণ কথোপকথন, খুব ভালো লাগলো ৷ অনেক শিক্ষণীয় বিষয় আছে এতে ...দিদি কে প্রণাম ও ভালোবাসা 🙏🏻💕

  • @subratasinharay-zj8mw
    @subratasinharay-zj8mw 9 місяців тому +2

    Thanks for the excellent presentation which has enriched the soul. Pray for a long long active life to her blessed with Divinity.

  • @mohuamaitra5898
    @mohuamaitra5898 9 місяців тому +1

    ❤ ভীষণ অনুপ্রেরণা আর ভাললাগা তৈরি হলো🎉

  • @dipalighosh2652
    @dipalighosh2652 9 місяців тому +5

    আপনি ভালো থাকুক। অনেক শ্রদ্ধেয় ব্যক্তি আপনি।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @santupaul3779
    @santupaul3779 9 місяців тому +1

    অসাধারণ। অনেক শিক্ষা পেলাম। ঈশ্বর ভালো রাখুন।

    • @mitabhattacharjee1993
      @mitabhattacharjee1993 9 місяців тому

      রবীন্দ্রনাথের আত্মার অংশ তোমার মধ্যে ঢুকেছে ।তাঁর শক্তিতে অসাধ্য সাধন করলে। যা তাঁর করার ইচ্ছা ছিল।তা তোমার মধ্যে দিয়ে পূর্ণ করাচ্ছেন ।

  • @Tandra966
    @Tandra966 9 місяців тому

    খুব ভালো লাগলো মন ভরে গেল ধন্যবাদ

  • @kekapal5596
    @kekapal5596 8 місяців тому

    Every one thinks the way you just expressed.
    God created all these illusive aspects of life ..........❤❤❤

  • @rokhsanahaq5048
    @rokhsanahaq5048 9 місяців тому

    ❤❤sagotaalokkhiiii legends acaktorr excellent Artest so nice looking very very nice ❤ mashallaha darunnnn My Febarett Artest ❤ God bless you shuvoo kamona Roy loo thanks bangaladesh 👍🏼🌹❤️

  • @IndianFirst-i5c
    @IndianFirst-i5c 9 місяців тому +3

    amar sobtheke pochonder priyo shilpi, khub bhalo basi tomay swagata di.

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому +1

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @umachakraborty4080
    @umachakraborty4080 9 місяців тому

    Khub sundor kotha bolen apni,jamon valo gan koren ,apni sobsomoy sushtho thakun valo thakun.

  • @paulami807
    @paulami807 9 місяців тому

    সমৃদ্ধ হলাম, ভালো থাকবেন, শুভ কামনা রইল।

  • @sdm-dm6ow
    @sdm-dm6ow 9 місяців тому +3

    Our heartiest players and loving wishes for your rapid recovery for a unique divine energy.

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @seemapoddar9249
    @seemapoddar9249 6 місяців тому

    ভীষণ ভাল লাগে এনার গান।শ্রদ্ধা জানাই ❤

  • @niharkantisain3148
    @niharkantisain3148 9 місяців тому +8

    ঈশ্বর আপনার মনোবল অটুট রাখুন।
    অনেক শুভেচ্ছা।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @mitaghosh1129
    @mitaghosh1129 9 місяців тому

    খুব ভালো লাগলো অনেক মনের জোর পেলাম আপনি সুস্থ থাকুন আপনার মতো মানুষের খুব দরকার ।

  • @____-ww5me
    @____-ww5me 9 місяців тому +3

    সমৃদ্ধ হচ্ছি যত ওনাকে শুনছি ও উপলব্ধি করছি।🙏

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @srabanibandyopadhyay571
    @srabanibandyopadhyay571 9 місяців тому +1

    তুমি চিরকালই ভীষণ স্পষ্ট , ভীষণ সাবলীল - সুন্দর- সৃষ্টিশীল। খুব ভাল থেকো দিদি ❤।

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @sajjitamajumder6461
    @sajjitamajumder6461 9 місяців тому +1

    Apurbo shunlam kotha aar gaan.....smoroniyo hoye thakbe bohukal.....
    Valo thakben didi .... pronaam

  • @pallabighosal2015
    @pallabighosal2015 9 місяців тому +1

    অসংখ্য প্রণাম ।ভালোবাসা।সুস্থ থাকার প্রার্থনা।🙏

  • @minatidas6365
    @minatidas6365 9 місяців тому +1

    Khoob khoob valo laglo aakash didi thank you joy ram

  • @arpitarjagot
    @arpitarjagot 9 місяців тому +1

    দারুন এক প্রাপ্তি এই সাক্ষাৎকারটি।❤🙏🏻

  • @sampaganguly3747
    @sampaganguly3747 9 місяців тому +1

    খুব ভালো লাগলো 🎉🎉🎉লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম ❤❤লাইক ডান বন্ধু 😊👍👍👍👍🔔🔔🔔🔔🔔

  • @shibanibhowmik8718
    @shibanibhowmik8718 9 місяців тому +1

    আমার প্রিয় শিল্পীর কথাগুলো আমি অন্তর দিয়ে শুনলাম।ভালো লাগলো। ঈশ্বর উনাকে সুস্থ রাখুন এ কামনা করছি।❤️

  • @atanubanerjee6916
    @atanubanerjee6916 9 місяців тому +1

    Apni oneker inspiration Didi. Apnake dekhe onek kichu shekhar ache. Iswar apnake nischoi sustho rakhben.

    • @bengalimusicdirectory
      @bengalimusicdirectory  9 місяців тому

      ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনিও। ভালো লাগলে শেয়ার করবেন ইন্টারভিউ টা।

  • @shankarroychowdhury8284
    @shankarroychowdhury8284 9 місяців тому

    খুব ভালো লাগে আপনার গান।
    আরো গাজাল গেয়ে আপলোড করুন। Stay blessed.