আমি ভারতীয় হলেও বাংলাদেশের গানের ভক্ত। সেই ছেলে বেলা থেকে শুনেও পুরানো হলো না। ভালো লাগা একই রকম আছে। কত সুন্দর সুর আর কথা। এখন এ ধরনের গান বাংলাদেশে তৈরী হয় না। প্রতিভা আছে, ইচ্ছা নেই।
মুর্শিদাবাদের মেয়ে । তখন না ছিল মোবাইল, না ছিল টেলিভিশন । রেডিওতে এই কন্ঠস্বর শুনে মন যোগাযোগ হয়ে যায় ফিরদৌস রহমনের সাথে। এই গানের টানটা ছিল অন্যরকম । সুমধুর সুরের বাঁধুনি দিয়ে আকর্ষণ । আজ অনেকদিন পর গানটি শুনতে পেয়ে ভীষন খুশী লাগছে। সাথে ছবিটা দেখতে পাচ্ছি । এটাও আনন্দের । আবেগতাড়িত মনে অনেক ধন্যবাদ জানাই । 🙏🙏🙏🙏
তখন বাংলাদেশে ছিলাম।এই সব গান রেডিওতে প্রায় শোনা যেত।আজকে প্রায় ৬০ বছরের দোর গোড়ায়।কিন্তু আজও শুনলে মনে হয় এই তো সেদিনের কথা।প্রাণের গান।বেচে থাকুক চিরদিন।❤❤❤
যারা এই অশ্লীলতার সময় এসেও এই জীবনমুখী গানগুলো শুনছেন তাদের রুচিবোধকে সম্মান জানাই আর আমার মন থেকে তাদের জন্য রইল শুভকামনা ও ভালোবাসা। আগামী প্রজন্মে এসে জানবে এই গানগুলোর মর্ম কতটুকু ছিল 😊❤️🥀
হয়তোবা একদিন থাকবো না পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে কিন্তু কই গানগুলি এই গানগুলো শুনলে অতীতের ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় রাজ্জাক-শাবানা আমার অনেক প্রিয়।
আমি তখন ছোট ছিলাম বয়স সাত কি আট হবে হয়তো,আমার দাদার কাছে ঘুমাতাম দাদার বয়স হয়তো 15-16 দাদার পরে আমার দিদি এবং তারপরে আমি, শনিবার অনুরোধের আসর হতো রেডিওতে তখন এইসব গান শুনেছি দাদার পাশে চুপিচুপি ঘুমের ভনিতা করে আমিও শুনতাম কত যে সুন্দর লাগতো এই সব গানগুলো এখনো ঠিক সেই রকমই লাগে, তখন ছিল না মোবাইল ছিলনা টেলিভিশন ছিলনা বাইক ছিলনা অট্টালিকা বাড়ি তবুও যেন সেই সব দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে হয়। জানিনা কি হারিয়েছি আর কি পেয়েছি। আর এখনকার গান শুনতেই ইচ্ছা করেনা ।
এই গান গুলো শুনলে কষ্টে বুকটা ফেটে জায়া চোখ দিয়ে একাই জল ঝড়ে। আমার হাসবেন্ড বিদেশ থাকে সে জখন আমার সাথে রাগ করে কথা বলে না তখন আমার এই গানটার কথা বাড় বাড় মনে পরে এবং বাড় শূনি কান্না করি
গানের কথাঃ কথা বলো না বলো ওগো বন্ধু... গীতিকারঃ শহীদুল ইসলাম, সুরকারঃ বশীর আহমেদ, মূলশিল্পীঃ ফেরদৌসী রহমান, চলচ্চিত্রঃ মধু মিলন (৩১/০৭/১৯৭০ইং), শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/সুলতানা জামান প্রমুখ, পরিচালকঃ কাজী জহির। -------------- কথা..বলো..না বলো..ওগো বন্ধু... Short Music ছায়া হয়ে তবু পাশে রইবো ও~ও~ও, ছায়া হয়ে তবু পাশে রইবো, Short Music কথা..বলো..না বলো..ওগো বন্ধু... ছায়া হয়ে তবু পাশে রইবো ও~ও~ও, ছায়া হয়ে তবু পাশে রইবো, Short Music আমি অভাগিনী..শুধু যে তোমারি.. যতোই ব্যথা দিবে সইবো... ছায়া হয়ে তবু পাশে রইবো ও~ও~ও, ছায়া হয়ে তবু পাশে রইবো, Music আমি কাঁদি শুনে হাসে বিশ্ব... Short Music কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব... Short Music আমি কাঁদি শুনে হাসে বিশ্ব... Short Music কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব... Short Music কতো বেদনা...আ~আ~আ~আ~আ~আ~ Short Music কতো বেদনা সয়েছে হৃদয়, কেমনে তোমায় আমি কইবো? Short Music ছায়া হয়ে ওগো পাশে রইবো ও~ও~ও, ছায়া হয়ে তবু পাশে রইবো, Music কেন আমি অসহায়া জানিনা...? Short Music নিয়তির এ লেখা না না আমি মানিনা... Short Music কেন আমি অসহায়া জানিনা...? Short Music নিয়তির লেখা না না আমি মানিনা... মন বলে গো...ও~ও~ও~ও~ও~ও~ Short Music মন বলে গো...জীবনে কভু, তোমারি শুধু আমি হইবো, Short Music ছায়া হয়ে ওগো পাশে রইবো ও~ও~ও, ছায়া হয়ে তবু পাশে রইবো, Short Music আমি অভাগিনী..শুধু যে তোমারি.. যতোই ব্যথা দিবে সইবো... ছায়া হয়ে তবু পাশে রইবো ও~ও~ও, ছায়া হয়ে তবু পাশে রইবো! ------ আপলোডঃ মইনুল জীবন।
আমি ভারতীয় হলেও বাংলাদেশের গানের ভক্ত। সেই ছেলে বেলা থেকে শুনেও পুরানো হলো না। ভালো লাগা একই রকম আছে।
কত সুন্দর সুর আর কথা। এখন এ ধরনের গান বাংলাদেশে তৈরী হয় না। প্রতিভা আছে, ইচ্ছা নেই।
সেই গায়ক গায়িকা নায়ক নায়িকা সূরকার গীতীকার সংঙ্গীত পরিচালক সবই আছে নেই ইচ্ছে শক্তি
Donnobad Bangla gan sonar jonno
সন্দেহ আছে! এই গান যদি কোনো ভারতীয় বাঙালির মনে ধরে তাহলেই ভাবনার অবকাশ আছে!
Thanks
💖💖💖
মুর্শিদাবাদের মেয়ে । তখন না ছিল মোবাইল, না ছিল টেলিভিশন । রেডিওতে এই কন্ঠস্বর শুনে মন যোগাযোগ হয়ে যায় ফিরদৌস রহমনের সাথে। এই গানের টানটা ছিল অন্যরকম । সুমধুর সুরের বাঁধুনি দিয়ে আকর্ষণ । আজ অনেকদিন পর গানটি শুনতে পেয়ে ভীষন খুশী লাগছে। সাথে ছবিটা দেখতে পাচ্ছি । এটাও আনন্দের ।
আবেগতাড়িত মনে অনেক ধন্যবাদ জানাই ।
🙏🙏🙏🙏
Thank You Very Much
Better test of you
বাংলাদেশে আসেন। ঘুরে যান।
Onubutir sundor prokash apner likhonite
তখন বাংলাদেশে ছিলাম।এই সব গান রেডিওতে প্রায় শোনা যেত।আজকে প্রায় ৬০ বছরের দোর গোড়ায়।কিন্তু আজও শুনলে মনে হয় এই তো সেদিনের কথা।প্রাণের গান।বেচে থাকুক চিরদিন।❤❤❤
Thank You Very Much
এখন কোথায় আছেন?
🙏মনের কথা
রেডিও তে বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে এসব গান শুনতে শুনতে ছুটির দিনের দুপুর কেটে যেতো।সে দিনটি যদি আবার ফিরে পেতাম।
বাঙলাদেশের সবচেয়ে ভিন্নধর্মী কন্ঠের শিল্পী।
প্রতিটি গানে তার আবেদনময়ী ভাবটা দারুনভাবে মনকে তাড়িত করে। অসাধারণ।
0
💖💖💖
❤
শিল্পী ফেরদৌসী রহমানের মতো এই গানটি আর কেউ গাইতে পারবে না। অসাধারণ।
কিছু গান থাকে সারাজীবন শুনে গেলেও বিরক্ত লাগেনা!! অসাধারণ পুরাতন সিনেমার গানগুলো
ঠিক বলেছেন।
Thanks
3:22
যারা এই অশ্লীলতার সময় এসেও এই জীবনমুখী গানগুলো শুনছেন তাদের রুচিবোধকে সম্মান জানাই আর আমার মন থেকে তাদের জন্য রইল শুভকামনা ও ভালোবাসা। আগামী প্রজন্মে এসে জানবে এই গানগুলোর মর্ম কতটুকু ছিল 😊❤️🥀
1:06
1:29
হয়তোবা একদিন থাকবো না পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে কিন্তু কই গানগুলি এই গানগুলো শুনলে অতীতের ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় রাজ্জাক-শাবানা আমার অনেক প্রিয়।
Khub sunder gaan.
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ
২০২৩ সালে এই গান কে কে শুনছেন?
Ami
আমি
❤
৩ বন্ধু কালোবাজারি তে টিকেট কিনে ছবিটি দেখেছিলাম, ২ বন্ধু ইতিমধ্যেই ওপারে চলে গিয়েছে। আমি অধম ৭২ বয়সে এই গানটি শুনছি।
💖💖💖💖💖💝
এরকম ছবি এবং এ ধরনের আবেগী গান আর তৈরি হবে না দেশে,,এ কথায় অসাধারণ সুন্দর মুগ্ধকর গান ♥️♥️
হুম
কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। কি দরদী গায়েকি।
💖💖💖
শাবানার মত অভিনেত্রী আর হবে কি না আমার সন্দেহ আছে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
হ্যাঁ ভাই অনেক শ্রদ্ধা করি ম্যাডাম কে
Right
শিল্পী ফেরদৌসী রহমান অভিনেত্রী সাবানাকে। অসংখ্য ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ
অনেকেই গানের শিল্পিকে মনে রাখে কিন্তু যে গান লিখে তাকে মনে রাখে না ধন্যবাদ গীতিকার নজরুল ইসলাম বাবুকে।
এরকম একটি ছবিতে যারা কাজ করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 💞💞💞
সিনেমা ও গান দুটোই অতীত কিন্তু সারাজিবন আামাদের কাছে বর্তমান হয়ে মনে স্থান পাবে। মূল্য ও কদর থাকবে আজিবন ভর।
আপনার কমেন্ট পরে খুব ভালো লাগলো
ধন্যবাদ
আহ্ মন জুরিয়ে গেল ২৩ সালে এসে আবার শুনে মন এতো ভালো হল যে বুঝাতে পারবো না.... কি অভিনয় কি মাধুর্য, কারিগরি উফফ শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় নাইকা শাবানা
Thanks
সারাজীবন মনে থাকবে এই গান সুর মিলন,দুঃখ, আশা ভাঙা অতীত,, কষ্টে আছি আলহামদুলিল্লাহ শুধু তোমার জন্য
সারা জীবনেও এই গানের চাহিদা শেষ হবে না।
200% right.
💖💖💖
আমি তখন ছোট ছিলাম বয়স সাত কি আট হবে হয়তো,আমার দাদার কাছে ঘুমাতাম দাদার বয়স হয়তো 15-16 দাদার পরে আমার দিদি এবং তারপরে আমি, শনিবার অনুরোধের আসর হতো রেডিওতে তখন এইসব গান শুনেছি দাদার পাশে চুপিচুপি ঘুমের ভনিতা করে আমিও শুনতাম কত যে সুন্দর লাগতো এই সব গানগুলো এখনো ঠিক সেই রকমই লাগে, তখন ছিল না মোবাইল ছিলনা টেলিভিশন ছিলনা বাইক ছিলনা অট্টালিকা বাড়ি তবুও যেন সেই সব দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে হয়। জানিনা কি হারিয়েছি আর কি পেয়েছি। আর এখনকার গান শুনতেই ইচ্ছা করেনা ।
💖💖💖
এখন কার পরিচালক কে এই সব গান ও ছবি কানে ধরে দেখানো উচিৎ।
দারুণ বললেন।
হা হা হা।
কোথায় হারিয়ে গেল এই দিন গুলো এত সুন্দর পরিবেশ এত ভাল চলচ্চিত্র কি বলব আর দিন যায় সব গুলো অতিথ হয়ে থাকে
রাজ্জাক শাবানা হচ্ছেন আমাদের অহংকার গর্ব করার মতো।
thank you for your comment
100%right 😍😍😍😍
সঠিক
Timeless song created to last for generations 💖
Excellent song ak somoy radio te suntam aj you tube dekhlam
Fele asa srity Amar bedhona jagai
সেই ছোট বেলা ফেনী সুরত মহল নামক সিনেমা হলে ছবিটি দেখেছি আর হলে বসে কেঁদেছি হায়রে আবেগ
সত্যি !!
💖💖💖
এই গান গুলো শুনলে কষ্টে বুকটা ফেটে জায়া চোখ দিয়ে একাই জল ঝড়ে। আমার হাসবেন্ড বিদেশ থাকে সে জখন আমার সাথে রাগ করে কথা বলে না তখন আমার এই গানটার কথা বাড় বাড় মনে পরে এবং বাড় শূনি কান্না করি
So Sad
চমৎকার একটা কিছু শুনলাম ।
এই গানগুলা যখন শুনি মন আবেগে ভেসে যায় এই গানগুলি যখন শুনি তুই কত সালে মুক্তিযুদ্ধের দেখেছি মুক্তিযুদ্ধের গানগুলি ও ভালো লাগে 😊
প্রেমময়ী আবেগী মনের মানুষের হৃদয়ে হাহাকার করে ❤❤❤❤❤❤❤
I have heard this song long days ago from Radio Bangladesh Dacca.Many thanks to F. Rahaman and Bashir Ahmed.
৭০ দশক এর এই সিনেমা যাদের মন কেড়েছে, শুধু তাদের জন্য আমি এই গান গুলো উপভোগ এর জন্য দিয়ে গেলাম। আশা করি ভাল লাগবে
গানের কথাঃ কথা বলো না বলো ওগো বন্ধু...
গীতিকারঃ শহীদুল ইসলাম,
সুরকারঃ বশীর আহমেদ,
মূলশিল্পীঃ ফেরদৌসী রহমান,
চলচ্চিত্রঃ মধু মিলন (৩১/০৭/১৯৭০ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/সুলতানা জামান প্রমুখ,
পরিচালকঃ কাজী জহির।
--------------
কথা..বলো..না বলো..ওগো বন্ধু...
Short Music
ছায়া হয়ে তবু পাশে রইবো ও~ও~ও,
ছায়া হয়ে তবু পাশে রইবো,
Short Music
কথা..বলো..না বলো..ওগো বন্ধু...
ছায়া হয়ে তবু পাশে রইবো ও~ও~ও,
ছায়া হয়ে তবু পাশে রইবো,
Short Music
আমি অভাগিনী..শুধু যে তোমারি..
যতোই ব্যথা দিবে সইবো...
ছায়া হয়ে তবু পাশে রইবো ও~ও~ও,
ছায়া হয়ে তবু পাশে রইবো,
Music
আমি কাঁদি শুনে হাসে বিশ্ব...
Short Music
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব...
Short Music
আমি কাঁদি শুনে হাসে বিশ্ব...
Short Music
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব...
Short Music
কতো বেদনা...আ~আ~আ~আ~আ~আ~
Short Music
কতো বেদনা সয়েছে হৃদয়,
কেমনে তোমায় আমি কইবো?
Short Music
ছায়া হয়ে ওগো পাশে রইবো ও~ও~ও,
ছায়া হয়ে তবু পাশে রইবো,
Music
কেন আমি অসহায়া জানিনা...?
Short Music
নিয়তির এ লেখা না না আমি মানিনা...
Short Music
কেন আমি অসহায়া জানিনা...?
Short Music
নিয়তির লেখা না না আমি মানিনা...
মন বলে গো...ও~ও~ও~ও~ও~ও~
Short Music
মন বলে গো...জীবনে কভু,
তোমারি শুধু আমি হইবো,
Short Music
ছায়া হয়ে ওগো পাশে রইবো ও~ও~ও,
ছায়া হয়ে তবু পাশে রইবো,
Short Music
আমি অভাগিনী..শুধু যে তোমারি..
যতোই ব্যথা দিবে সইবো...
ছায়া হয়ে তবু পাশে রইবো ও~ও~ও,
ছায়া হয়ে তবু পাশে রইবো!
------
আপলোডঃ মইনুল জীবন।
রেডিওতে অনুরোধের আসরে শুনতাম। এখনো অন্যরকম ভালো লাগার গান
আমিও দেখেছি ছবিটি সাদাকালো টেলিভিশনে তা অনেক আগে ছবিটি কখনো সুযোগ হলে আরো দেখবো ❤
সুন্দর গান❤❤❤
Soto belate Amar Baba ank Besi ey song gula sunto.sekhan theke old song er preme pore jy❤❤❤
অসাধারণ
Oshadaron
ছোট বেলায় শুনতাম । সন্ধ্যায় আটটায় । দূর্বা অনুষ্ঠানে । জলপাই গুড়ি ।। 1995 । এখন 2024 ।।
খুব সুন্দর।।
Excellent composition, if anyone heard by song with heart , he will fell the meaning,❤❤😢😢🎉🎉
ভুলতে পরিনি গানটি! মনের মণিকোঠায় রেখে দিয়েছি!
💖💖💖
৪৫ বছর আগে সিনেমা হলে এ গান আরো দারুণ লাগতো।
খুবই ভালো একটি গান। ধন্যবাদ আপনাকে।
you are most welcome
গান তুমি আর কতদিন বেচে থাকবে,তুমি জীবনে কতদিন বেচে থাকতে এসছো,অনেকদিন হয়ে গেলোনা।
শাবানা ম্যাম সত্যিই ❤ মন ভরে গেল
আমি একদিন তাকবো আমার কমেনি চিরকাল হয়তো থেকে এই গানটা যতবার শুনি ততবার ১৯ শতকে চলে যাই কেউ লাইক দিলে আবার শুনতে আসবো 😊
The great Ferdousi Rahman🙏💜
আবেগময়ী গান,কথা সুন্দর, সুর সেই রকম।।
আমার বয়স ৭৫। এই গানগুলো আমাদের সময়ের গান।
দুই টাকা টিকেট কিনে এই ছবি দেখি সেই বয়সে প্রেমে পরিনী গানের অথ বুঝিনি এখন বুজি বুক ফেটে যায়
ঠিক
@@kamalsingha9781 99tt8y5 8u8g7t9b 4:15
তা হলে এতো পরকীয়া কেন !
@@kamalsingha9781😊
Apnar boys kito akhon
গানের প্রতিটা কথা মনে একটা অদ্ভুত শান্তি এনে দেয় ❤️❤️
💖💖💖
অনেক সুন্দর ❤
Great song forever ❤ … thanks…🇺🇸 🇧🇩 ❤
এই গান গুলো আমার জীবনের সাথে মিশে একাকার হয়ে আছে।
আহ গান🥰
সুন্দর সামাজিক একটি ছবি এবং গান টি ও মনে চির দিন থাকবে। ধন্যবাদ শিল্পী কে।
সৌভাগ্য এমন ন্যাকামির গান শুনে বড়ো হতে হয়নি! যেদেশে ৪টে বিয়ে আর ৬টা রক্ষিতা তাদের এমন গানের অর্থ কি? যেদেশ রমনী সন্তান জন্ম দেয়ার মেশিন মাত্র!!!
ধন্যবাদ আপনাকে
সত্যি এ সব গান চিরদিনের স্মৃতি | হাতরাতে হয় অন্ধকারে মনের দুয়ারে ❤❤😂🎉😢😮😅
শুনে শুনে স্মৃতির মালা গাথি।জীবন টা স্মৃতির চারণভূমি
Once upon a time such song was most popular and cinema was a necessity.
কত বার যে শুনি তার ঠিক নেই। যত শুনি ততই ভালো লাগে
আহ কি মধুর কন্ঠের গান
সুপার বিউটিফুল
❤❤❤ 9 August 2024 ❤️❤️❤️❤️❤️❤️
অ.... সাধারণ গান ।
আমার জীবনের সেরা সিনেমা গান
I salute to you for your exceptional sing a song.
সত্যি অসাধারণ
thanks for you comment
পুরনো গান মন স্পর্শ করত।এখন কার গান দেহ স্পর্শ করে।
দারুন বলেছেন।
বর্তমান চলচিত্রে এমন শ্রুতিমধুর গান কি আর কখনো হবে?
অসাধারণ গান
2024 November amr boiyos 19 jni nh amr moto er kew ki ai old gan gula sune kina ..gaan er line gula marattok
Wah , how sweet voice enchanting melodious tune, such as springs atmosphere, I think so, she looks like beauty as such tune also sweety😂
কত চমৎকার অভিনয় ও শিল্পির কন্ঠ।
💖💖💖
Absolutely right really tell our life with us so we misseng md. Mohammd abul. Zabbar
🎉❤❤🌹❤️❤️🎉
এই গানের মাধ্যমে তুমি চিরসবরনীয় হয়ে থাকবে আপু।
গানের কথা অসাধারণ চমৎকার হ্রদয়ের প্রতিটি অংগগুলো যেন স্পর্শ করে যায়
27.09.2024
২০২৪ এ এসেও এই গানটি শুনছি আমি💝😫😅
আমার প্রথম দেখা ছবি
Ami o suntam ei dhaka r gaan radio te
My Favourite Song
শাবানা মেডাম একজন ফ্যানটাসটিং অভিনেত্রী।
এতো সুন্দর কণ্ঠ ধন্যবাদ
বাস্তব জীবনে একটা গান
২০২৪ এ শুনছি
Best song in 2024❤❤❤
সোনালী দিনের সোনালী ছবি আর স্মৃতি বিজড়িত গান যা এখন আর শোনা যায় না
Kano ager dintar kta mone Kore day Abar Jodi sey dintar petam
দারুণ অসাধারণ অপুর্ব চমৎকার অভিনয়
❤ সুপার❤হিট ❤
Khub shundor
আমি ছোট ছিলাম তখন এই গান বিয়ে বাড়ীতে মাইকে শোনতাম। মনে আছে হেনডেল মেরে কালো রঙের রেকর্ড ঘোরাইত। বর্তমানে আমার বয়স ৫৫ বৎসর।
Amio dekhesi
অসাধারণ পুরাতন সিনেমার গান। কিছু গান থাকে সারাজীবন শুনে গেলেও খারাপ লাগবে না।
Right
যতোই তত ভালো লাগে ❤❤
Purpose of creation of human is most important.