ভীষণ ভালো লাগলো । পাহাড়ি জীবন যাত্রা খুব কষ্টকর। নেই রাস্তা নেই শিক্ষা ও চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত । পাহাড়ের কোল ছুঁয়ে মাচান এ-র উপর ঘর বেশ সুন্দর লাগছে। খুব খুব ভালো লেগেছে শুভ কামনা রইলো
আমি দুইবার চিম্বুক ও নীলগিরি গেছি।পাহাড় এবং পাহাড়ের মানুষ গুলো খুব ভালো লাগে। খুব ইচ্ছা ছিল পাহাড়ের মানুষের গ্রাম এবং living status দেখা কিন্তু সময়ের স্বল্পতার কারণে হয়নি।তবে আপনার blogs এর মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে।আমাদের কলেজ থেকে প্রতিবছর বান্দরবান টুর থাকে।এরপর গেলে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব ইনশাআল্লাহ।
এগিয়ে যান প্রিয় ভাই সবসময় সাথে আছি সকলে মিলে মিশেই আমাদের সোনার বাংলা পাহাড়ের মানুষ গুলো সত্যি আমাদের সংস্কৃতিকে অনেক বৈচিত্র্যময় করেছে পাশাপাশি তাদেরকে দেখেই আমরা আদিকালের মানুষের বিষয় উপলব্ধি করতে পারি দুঃখের বিষয় হচ্ছে আধুনিকতার নামে পৃথিবী ধ্বংসের সংস্কৃতি পাহাড়ে ও বিকশিত হচ্ছে জানি না তারা কতদিন আর তাদের সংস্কৃতি ধরে রাখতে পারবে।
ধন্যবাদ আপনাকে আপনি নিজ পাহাড়ে বসবাস করে ওখানকার সকলের জীবন ছবি তুলে ধরেছেন,আমি ইউরোপে থাকি অনেক দেশের ভিডিও দেখা হয়, আংকেল আরো দৃশ্য তুলে ধরবেন,নিজেকে কেমেরার পিছনে রেখে ধারাবিবরণ করতে পারলে আরো ভালো করতে পরবেন, অনেক শুভকামনা রইল।
ভাই পাহাড়ি আর বাংগালীর মধ্যে একটা দূরত্ব আছে অনেক সময় কেমেরা দেখলেও তারা চেতে চায়। আপনাকে ধন্যবাদ আর অনুরোধ আমাদের দেশের সকল পাহাড় গুলোতে ব্লক ভিডিও করবেন এবং ভুল বুঝাবুঝিটা কমিয়ে দিবেন তাদের আমরস তাদের সম্মান করি ভালোবাসি। শুভ কামনা।❤️🌹
I am amazed to see details of hilltops and hillside of our eastern Bangladesh. Your skills and hard labour made the video clip interesting. Keep it up.
আমি এখন ভিডিও টা দেখছি কলকাতা শহরে বসে। এই ভিডিওতে দেখানো জায়গার কোনো তুলনা নেই। অসাধারণ লাগলো। বাংলায় কথা বলছো আবার তোমার লোকাল ভাষায় কথা বলছো। আচ্ছা এই জায়গাটা সমন্ধে কিছু জানতে পারলাম না।
ভাই আপনার ভিডিও এই প্র্রথম দেখলাম এত ভাল লাগলো যে সাবস্ক্রাইব না করে পারলাম না । চালিয়ে যান ইনশাআল্লাহ আমাদের সাথে নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবেন। আপনার মুখে সাবলিল প্রাঞ্জল বাংলা ভাষা শুনে ভীষন ভাল লাগলো।
এরকম ভিডিও খুব ভালো৷ আরো দেখতে চাই পাহাড়ি মানুষ রা বিনোদনের জন্য কী করেন? যেমনঃ তারা মোবাইলে কী ধরনের গান শুনেন বা কী ধরণের নাটক সিনেমা দেখেন এসব দেখালে ভালো লাগবে।
পাহাড়ী জীবন অনেকটা সংগ্রামের মতো। ভিডিও টা দেখলে বুঝা যায়।।।ধন্যবাদ এই রকম ভিডিও দেওয়ার জন্য।।।
শ্বাসরুদ্ধকর অভিযান সাবস্ক্রাইব করতে বাধ্য হলাম,চমৎকার সুন্দর আমার সোনার বাংলাদেশ 🇧🇩❤️🇧🇩
Tnk u vai.
ওহ মাই গড...!! ওরা কত কষ্ট করে দিন যাপন করে, ভাবতেই অবাক লাগছে।
জন্ম স্বার্থক আপনার দাদা পাহাড়ে জন্মিয়ে, এত সুন্দর পাহাড়, এর থেকে সুন্দর আর কিছু নেই পৃথিবীতে দাদা 😍😍
Apnar jormo taw pahare hole apnio sarthok hoiten ty na....
দাদা কুয়েত থেকে দেখছি নিয়মিত, চালিয়ে যান অনেক দূর এগিয়ে যাবেন একদিন, আপনার সাবলীল উপস্থাপনা ও সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি মন জুড়িয়ে যায়।
ভীষণ ভালো লাগলো । পাহাড়ি জীবন যাত্রা খুব কষ্টকর। নেই রাস্তা নেই শিক্ষা ও চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত । পাহাড়ের কোল ছুঁয়ে মাচান এ-র উপর ঘর বেশ সুন্দর লাগছে। খুব খুব ভালো লেগেছে শুভ কামনা রইলো
ধন্যবাদ দাদা।
দাদা আমি সৌদি থাকি, আপনার অনেক বড় ভক্ত হয়ে গেলাম। খুব ইচ্ছে আপনার সাথে একদিন ঘুরবো 💜💜
আমি দুইবার চিম্বুক ও নীলগিরি গেছি।পাহাড় এবং পাহাড়ের মানুষ গুলো খুব ভালো লাগে। খুব ইচ্ছা ছিল পাহাড়ের মানুষের গ্রাম এবং living status দেখা কিন্তু সময়ের স্বল্পতার কারণে হয়নি।তবে আপনার blogs এর মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে।আমাদের কলেজ থেকে প্রতিবছর বান্দরবান টুর থাকে।এরপর গেলে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব ইনশাআল্লাহ।
দোয়া রইল আপনার জন্য
বিকাশ ভাই আপনাকে অনেক ধন্যবাদ।আপনি সুন্দর বাংলা বলতে পারেন।
সত্যি ভাই পাহাড়ি জীবন যে এত কষ্ট আপনার ভিডিও না দেখলে বুঝতাম না ।
ংড়ুড়াজঘঘোঔঠভযশ খ
বাংলার সৌন্দর্য তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
এত সুন্দর পাহাড়,তবে মানুষের যাতায়াতের কস্ট বেশি।দাদা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য।
বিকাশ ভাই তুমি উপজাতি হয়েও এত সুন্দর বাংলা বলো, সত্যিই মুগ্ধ হইলাম
Thanks you brother.
দাদা ঢাকা থেকে আপনার ভিডিও সবসময় দেখি চালিয়ে যান সাথে আছি যদি কোনোদিন আপনাদের ওখানে ঘুড়তে যায় আপনার সাথে দেখা করব ভালোবাসা রইলো দাদা
Me too.
আমরা সমতলে বসবাস করি!তাই পাহাড়ে বাস করার কষ্ট বুঝতে পারছি!কিন্তু আমরা পাহাড় দেখিনি তাই ভালো লাগছে!ওনারা কষ্টসহিষ্ণু ঈশ্বর ভালো রাখবেন!❤️❤️❤️❤️❤️
এগিয়ে যান প্রিয় ভাই সবসময় সাথে আছি সকলে মিলে মিশেই আমাদের সোনার বাংলা পাহাড়ের মানুষ গুলো সত্যি আমাদের সংস্কৃতিকে অনেক বৈচিত্র্যময় করেছে পাশাপাশি তাদেরকে দেখেই আমরা আদিকালের মানুষের বিষয় উপলব্ধি করতে পারি দুঃখের বিষয় হচ্ছে আধুনিকতার নামে পৃথিবী ধ্বংসের সংস্কৃতি পাহাড়ে ও বিকশিত হচ্ছে জানি না তারা কতদিন আর তাদের সংস্কৃতি ধরে রাখতে পারবে।
এরকম ভ্লগ অসাধারণ হয়। তবে আরেকটু ব্রড করলে ভাল হত। ওদের খাওয়া দাওয়া,দৈনন্দিন জীবন দেখালে ভাল লাগত। ওদের সাথে পরিচয় করাতেও পারতেন। ধন্যবাদ ভাই
কখনো যাই নি ।সত্যিই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বাংলাদেশ।ভালো থাকবেন দাদা। সুইডেনের স্টকহোম থেকে দেখছি
Incredible !
From Kolkata, India.
ধন্যবাদ ভিডিও র জন্য। শুভেচ্ছা ও শুভকামনা ,,,দিনাজপুর থেকে
দাদা জায়গা গুলো দেখতে অনেক সুন্দর । কিন্তূ সেখানকার মানুষ এত কষ্ট করে পরিশ্রম করে দেখে সত্যি অবাক লাগে ।
বিকাশ ভাই সত্যি তোমার কথাগুলো স্পষ্ট, অনেক সুন্দর। ঠিক যেন কুস্টিয়া জেলার ভাষার সাথে মিশে যায়।
ধন্যবাদ আপনাকে আপনি নিজ পাহাড়ে বসবাস করে ওখানকার সকলের জীবন ছবি তুলে ধরেছেন,আমি ইউরোপে থাকি অনেক দেশের ভিডিও দেখা হয়, আংকেল আরো দৃশ্য তুলে ধরবেন,নিজেকে কেমেরার পিছনে রেখে ধারাবিবরণ করতে পারলে আরো ভালো করতে পরবেন, অনেক শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ😊
Waw very excellent video
ভাই আপনার ভিডিও আমি দেখি, আমার অনেক ভালো লাগে। দোয়া করি আপনি সুস্থ থাকেন এবং আমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবেন।
Onk tnk u vai.
আমি অনেক কষ্ট পাচ্ছি উনাদের কষ্ট feel করে...কিন্তু ভালো লাগলো দেখে ভিডিওটা..
ভাই দৃশ্য গুলো তুলে ধরনের মন্তব্য রইলো আর কথা গুলো গুরুত্বপূর্ণ কথা গুলো বলা চেষ্টা করেন। অসাধারণ ছিল
দারুন ভিডিও এরকম ভিডিও আরো পেতে চাই
My dear brother , you are very kind hearted boy. Your presentation is priceless. Wish your good luck
My thanks to your team .
Many many thanks
@@SBIKASHVLOGS ami tader sate jogajog korte chai...ami keco shohojogita korte chai
সাবস্ক্রাইব করলাম। সত্যিকারের পাহাড়ি জীবনের অনুভূতি পাওয়া গেল। আশা করি এই চ্যানেলটা একদিন খুব বড় একটা চ্যানেল হবে। এগিয়ে যাও ব্রো। শুভ কামনা রইল👍🏻👍🏻👍🏻
পাহাড়ি রাস্তায় যাতায়াত খুবই কঠিন এবং জীবন যাএা ও খুবই কঠিন।
আপনার ঘুরে বেড়ানো দেখলে আমার ও যে মন চায় । আপনার উপস্থাপনা অসাধারণ ।
ভাইয়া ভিডিও টা অনেক সুন্দর হয়েছে 😍
আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে। পাহাড়ি মানুষের জীবন জীবিকা সত্যিই অনেক কষ্টকর।
"এইরকম পাহাড়ি জীবনের ভিডিও আরো চাই"
Thank you so much appi.. Dowa korben beshi beshi.😊
@@SBIKASHVLOGS hmm 🥰🥰
Dada,,,, Emon shundor nature and struggle life tule dhorar jonno onek dhonnobad.
আমার কোব সুনদর লাকচে দন্যবাদ
অনেক ভালোবাসা রইলো দাদা, আপনি সহ উনাদের সবার প্রতি ❤️❤️
ভাই পাহাড়ি আর বাংগালীর মধ্যে একটা দূরত্ব আছে অনেক সময় কেমেরা দেখলেও তারা চেতে চায়। আপনাকে ধন্যবাদ আর অনুরোধ আমাদের দেশের সকল পাহাড় গুলোতে ব্লক ভিডিও করবেন এবং ভুল বুঝাবুঝিটা কমিয়ে দিবেন তাদের আমরস তাদের সম্মান করি ভালোবাসি। শুভ কামনা।❤️🌹
Nice to see our beautiful countryside.
Wow very nice vlog
Love from Assam India 🇮🇳
বিকাশ দা thank s আমি খুব পাহাড় like kori
Nice video. Come and visit India. Amar Indi Chakma aagey.
গাজীপুর জেলা থেকে দেখছি খুব ভালো লাগলো আমি যদি যেতে পারতাম ট্রাভেলে
বিকাশ ভাই ইনশাআল্লাহ আমি তোমার সাথে দেখা করবো ব্লগ টা 😱😱 সৌদি আরব থেকে দেখচি
অসাধারণ সুন্দর
দাদা আমি সৌদি আরব থেকে আপনার ভিডিও দেখি,, আপনার সব ভিডিও দেখে আমি মুগ্ধ দাদা।।
nice making ..what a beautiful my country ....watching from newyork
I am amazed to see details of hilltops and hillside of our eastern Bangladesh. Your skills and hard labour made the video clip interesting. Keep it up.
ভিডিও গুলো দেখলে অনেক ভালো লাগে মনে হয় দেশে মধ্যে আছি
It's peaceful life God bless all
ভাইয়া আপনার ভিডিও অনেক কিউট
দাদা আমার অনেক ইচ্ছা এই সব জায়গা ঘুরার, আপনার জন্য শুভকামনা রইল
Jara Pahare thake tader life asholei koster.. shondhorjer moddhei lukiye thake ksto.subscribe done 💞💞
Thank you Bikash bhai for the vlog. You describes and present details about the lifestyle of our beloved aboriginal peoples.
Dada ami onek happy to see you use bangla language really so happy I'm watching you from Dubai
khub valo laglo..... shuvo kamona roilo
এতো সুন্দর ভিডিও গুলো। খুব ভালো লাগছে। এগিয়ে যান
বেশ ভালোই লাগে আপনার Vlogs! Keep it up. Keep going.
Tnk u vai.
আমি এখন ভিডিও টা দেখছি কলকাতা শহরে বসে। এই ভিডিওতে দেখানো জায়গার কোনো তুলনা নেই। অসাধারণ লাগলো। বাংলায় কথা বলছো আবার তোমার লোকাল ভাষায় কথা বলছো। আচ্ছা এই জায়গাটা সমন্ধে কিছু জানতে পারলাম না।
সত্যিই অনেক সুন্দর আপনার ব্লগ গুলো
Thanks to showing us it is true nature life of bangladesh
খুব ভালো লাগল তোমার সাবলিল বর্ণনা। দারুণ
অনেক সুন্দর পাহাড়ি জনপদ
আসসালামু আলাইকুম কেমন আছেন বিকাশ ভাই, ব্লগ খুব ভালো লাগে আপনার ভিডিও চিত্র
অসম্ভব সুন্দর জায়গা 🇦🇪
অসাধারণ আপনার ভিডিও গুলো কত সবুজ সোনালী বাংলা
খুব সুন্দর হয়েছে যা বলার মত না
দাদা অসাধারণ বিডিও অনেক অনেক ভালো লাগে শুভ কামনা দাদা
দাদা ঘুরতে যাবো, কিউট কথা বলেন অনেক ভালো লাগে
সুন্দর একটা ভিডিও ভাই৷
আমি প্রথম দেখেই সাবস্ক্রাইব করে ফেলি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং খুব ইচ্ছা পাহাড়ে গেলে আপনার সাথে দেখা করার।
অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন।
i watching from South Africa.good job keep it up.
Thank you🤗
Darun poribes Bhai valo laglo
ভাই আপনার ভিডিও এই প্র্রথম দেখলাম এত ভাল লাগলো যে সাবস্ক্রাইব না করে পারলাম না । চালিয়ে যান ইনশাআল্লাহ আমাদের সাথে নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবেন। আপনার মুখে সাবলিল প্রাঞ্জল বাংলা ভাষা শুনে ভীষন ভাল লাগলো।
Vai shegun gaser bagan / jkhan theke shegun gas bikri hosse oi Po nta ekto video korben?
ভালবাসা অভিরাম
খুব সুন্দর জায়গা
আমি পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে আপনার ভিডিও দেখি ।
দাদা দাওয়াত দেন চলে আসবো😋
@MD AMRAN এধরনের কথা বলবেন না প্লিজ।
অসাধারণ একটা Blog.
বাংলাদেশের উপজাতিরা বাংলাদেশকে খুব ভালোবাসে, দেশ প্রেমিক বাংলাদেশের উপজাতি গুলা, বাংলাদেশ মুসলিম কান্ট্রি 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
দাদ আপনাদের নিয়ে আমরা খুব উদবিঘ্ন।মনিপুরে আপনাদের বন্ধুদের কি অবস্থা? আপনি সাবধানে থাকবেন। খুব সমস্যা আমদের এখানে রাজশাহী চলে আসুন।
দোয়া করবেন ভাই🤗
আমার খুব ভালো লাগার একজন মানুষ ।
Ki shundor Masha Allah.
অপরূপ সৌন্দর্য চারিদিকে পাহাড় আর গ্রীন কালা দেখতে ভালো লাগে দাদা ওখানে যেতে চাইলে নিরাপত্তা কি রকম সুযোগ সুবিধা মেনটেন করে
এখনো জেগে আছেন😊😊
দেখতে দেখতে আপনার চ্যনেল সাবস্ক্রাইব করেই ফেললাম। ভালবাসা অবিরাম❤️❤️❤️❤️
এরকম ভিডিও খুব ভালো৷ আরো দেখতে চাই পাহাড়ি মানুষ রা বিনোদনের জন্য কী করেন? যেমনঃ তারা মোবাইলে কী ধরনের গান শুনেন বা কী ধরণের নাটক সিনেমা দেখেন এসব দেখালে ভালো লাগবে।
আপনার এই ভিডিও গুলো খুবই ভালো লাগে
Feeling better today happy me bangladeshi sonamosjid khati bangla language nice to
ভালো লাগলো 💐
আপনারা অনেক শক্তিশালী আপনারা খেলাধুলা ভালো পারবেন
Excellent Mr.Bikash.
পাহাড়ের পাদদেশে আবারও নতুন করে ভিডিও করে আমাদের উৎসাহিত করুন
Thanks for sharing our Life line. I hope for your next videos.
Bhai best of luck, pase achi, to be continue bhai, from Tripura 💕 amon aro aro vedio dekhte chai. Take care 💕
আপনার কথা গুলো অসাধারণ
দাদা রাতের বেলা ব্লগ করলে ভাল লাগত,,,,রাতের পরিবেশটাও দেখতে পারতাম
Khub sundor lagcha dada bhay
মাশাল্লাহ 😘💗😍
অসাধারণ দাদা, সাবস্ক্রাইব না করে পারলাম না সিলেট থেকে দেখছি 💖💖
অনেক অনেক ধন্যবাদ ভাইজান
Bangla hoda nobusong doley guri jo dol paang tw video gun❤
ভালো লাগলো দাদা অনেক সুন্দর হয়েছে
পাহাড়ি জনজীবন খুব ভালো লাগে দেখতে, দাদা আপনাকে অনেক ধন্যবাদ এমন ভিডিও বানানোর জন্য এত কষ্ট করে, সবসময় আপনার নতুন ভিডিও আশায় থাকি 🥰
ধন্যবাদ