@@AmaderGolpoGatha দিদি কালকে তো ধনতেরাস পুজো। তা যমদীপ কি সন্ধ্যা বেলায় দিতে হবে নাকি। সন্ধ্যা বেলা পার হয়ে গেলে বা পুজো শেষ করার পরে দিলেও হবে। কাল পুজো তো। দিদি একটু জানাবেন , প্লিজ 🙏
Bishnu Bhogobaner Aachoron kori niye - what do we do here ma'am, you dipped your finger in gangaajal,then you chanted nomu bishnu then what did you do with the water on your finger? I mean you sprinkled it somewhere. I didn't understand that. Kindly reply ma'am 🙏
You need take a very little amount of ganga jal in the palm and sprinkle it onto your lips (thrice) while chanting Namah Vishnu (it is called Achamana). After that, wash your hands with clean water and do the Vishnu Smarana by putting your palms together while chanting Om Apavitra...
মা সরস্বতী কে সাদা চন্দন লাগানো সাদা ফুল বা হলুদ ফুল নিবেদন করে দেবেন 'এতে গন্ধপুষ্পে নমঃ সরস্বত্যৈ নমঃ' এই মন্ত্র বলে। তারপর প্রণাম মন্ত্র পড়ে প্রণাম করে নেবেন। আর ভোগ হিসেবে সাদা মিষ্টি বা সাদা বাতাসা দিয়ে দেবেন।
দিদি এই পুজো করলে পুজো উদযাপন হিসাবে যমদীপ দান কি করতেই হবে?? আসলে আমি এই পুজো প্রথম বার করবো বাড়িতে আর আমাদের বাড়িতে যমদীপ দান এর আগে কখনো কেউ করেনি। তাই জিজ্ঞাসা করছিলাম ওটা কি করতেই হবে নাকি না করলেও হবে ??
আমি পাঁচটি করে নিয়েছিলাম, চাইলে তিনটি বা সাতটি করেও নেওয়া যায়। ত্রয়োদশী তিথি ছাড়া পর্যন্ত ওগুলো ঠাকুরের সামনেই থাকবে, তারপর একটা লাল রঙের কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন।
Di amr barite kuber ji kono photo nei tahole kivabe pujo karbo?r amader barite jom deep dite gele kichu to bujhbei na ulte vabbe kichu tuktak karchi.to ami jom deep dite chi kintu lukie tomar moto kare jom deep dite chi but onno kono pddhoto ache kichu?
আমি যেভাবে ধন্বন্তরী দেবকে প্রতিষ্ঠা করেছি, সেভাবেই কুবের দেব কে প্রতিষ্ঠা করে নিয়ে পুজো করতে পারো। লুকিয়ে যমদীপ দেওয়া যায় না, বাড়িতে অসুবিধা থাকলে না দেওয়াই ভালো।
আপনি ধনতেরাসের দিন ধন কুবেরের পুজো করতে পারেন, আবার চাইলে সারা বছর ঠাকুরের জায়গায় রেখে পুজো করতে পারেন। এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে, সেভাবেই পুজো করতে পারেন। রোজ পুজো করলে রোজ বস্ত্ররূপ মৌলী দেওয়ার প্রয়োজন নেই।
Asha kori bhalo achen didibhai... khub bhalo laglo vedio ta....kichu prosno chilo...prothomo jomdip dan o danteraser pujo dutoi ki robibar ba 23 tarik kora jabe ami sonibar 22nd a egulo korte parini....r jehetu Kaal robibar keu barir niramish khabe na tai jante chaichi Amish kheye ki ei pujo duti korte parbo.. janaben please... khub bhalo thakben
অনেক ধন্যবাদ 😊🙏🏻 23 তারিখ অবশ্যই পূজো করা যাবে। নিরামিষ খেয়ে পূজো করতে পারলেই ভালো হয়। বাড়ির সবাই আমিষ খেলেও, যদি আপনি পূজো করেন, আপনি সম্ভব হলে নিরামিষ খেয়ে পূজো করুন 😊 খুব ভালো থাকবেন, দীপাবলির শুভেচ্ছা রইলো 😊
Jodi konorokom nibejay hayate tale bipod hobenato karon ai potom bar apnar video te sune jomdip dan korbo vabche ami ki korte pari ai potom ami barir choto kintu tai jene niye a sob kora valo ektu bolben
@@santusihna9984 প্রদীপ যাতে সারারাত জ্বলে তার জন্য বেশি পরিমাণে তেল দিয়ে প্রদীপ জ্বালাতে বলা হয়। কিন্ত হাওয়া বা বৃষ্টির কারণে প্রদীপ নিভে গেলে আমাদের কিছু করার থাকে না।
@@Preyashedasofficial উনি নিশ্চয়ই দীপান্বিতা লক্ষ্মী পুজোর কথা বলেছেন। এটা ধনতেরাস বা ধন ত্রয়োদশীর পূজো, যেখানে মা লক্ষ্মীর সাথে ভগবান গণেশ, কুবের দেব ও শ্রী ধন্বন্তরী দেবের-ও পূজো হয়ে থাকে এবং এই পূজো ত্রয়োদশী তিথিতেই করতে হয়।
Didi apnar video khub valo laglo.tai onek shere korlam.
Jai jogodish
Jai gurudev neeb karori moharaj 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
অনেক অনেক ধন্যবাদ 🙏🏻🙏🏻😊
@@AmaderGolpoGatha দিদি কালকে তো ধনতেরাস পুজো।
তা যমদীপ কি সন্ধ্যা বেলায় দিতে হবে নাকি। সন্ধ্যা বেলা পার হয়ে গেলে বা পুজো শেষ করার পরে দিলেও হবে।
কাল পুজো তো। দিদি একটু জানাবেন , প্লিজ 🙏
Khub khub valo
অনেক ধন্যবাদ 😊🙏🏻
Didi apnar video amar darun lage. Ami sobsomoy apnar video dekhi. Apni kon camera diye video koren ektu bolte parben please?
অনেক ধন্যবাদ 🙏🏻 আমি Asus Zenfone 5Z আর Realme 9 Pro+ এই দুটি ফোনের ক্যামেরা ব্যবহার করি 😊
@@AmaderGolpoGatha thank you so much
Didi atop chal supari padma bij kari holud egulo ki karbo?
লাল কাপড়ে বেঁধে যেখানে টাকা পয়সা থাকে সেখানে রেখে দেবে
Thanks helpfull 😊
Thanks to you too 😊
Bishnu Bhogobaner Aachoron kori niye - what do we do here ma'am, you dipped your finger in gangaajal,then you chanted nomu bishnu then what did you do with the water on your finger? I mean you sprinkled it somewhere. I didn't understand that. Kindly reply ma'am 🙏
You need take a very little amount of ganga jal in the palm and sprinkle it onto your lips (thrice) while chanting Namah Vishnu (it is called Achamana). After that, wash your hands with clean water and do the Vishnu Smarana by putting your palms together while chanting Om Apavitra...
@AmaderGolpoGatha thank you so much dear Mou ma'am 🙏🙏🙏🙏🙏
দিদি এই পুজো কি সম্পূর্ন উপস করে করতে হয়? আমি এ বার প্রথম করবো
না উপোস করার দরকার নেই, নিরামিষ খেলেই হবে
ভালো লাগলো পাশে আছি এইভাবেই এগিয়ে যাও তুমিও পাশে থেকো
অনেক ধন্যবাদ 🙏🏻 আমিও পাশে আছি 😊
আমি একটা ফটো কিনেছি তাতে সরস্বতী ঠাকুর ছবিও আছে।কি কোরব দিদি
মা সরস্বতী কে সাদা চন্দন লাগানো সাদা ফুল বা হলুদ ফুল নিবেদন করে দেবেন 'এতে গন্ধপুষ্পে নমঃ সরস্বত্যৈ নমঃ' এই মন্ত্র বলে। তারপর প্রণাম মন্ত্র পড়ে প্রণাম করে নেবেন। আর ভোগ হিসেবে সাদা মিষ্টি বা সাদা বাতাসা দিয়ে দেবেন।
দিদি এই পুজো করলে পুজো উদযাপন হিসাবে যমদীপ দান কি করতেই হবে?? আসলে আমি এই পুজো প্রথম বার করবো বাড়িতে আর আমাদের বাড়িতে যমদীপ দান এর আগে কখনো কেউ করেনি। তাই জিজ্ঞাসা করছিলাম ওটা কি করতেই হবে নাকি না করলেও হবে ??
এই পুজোর সাথে যম দীপ দান করার কোনো সম্পর্ক নেই, ওটা পুরোপুরি আলাদা। বাড়িতে যম দীপ দান করার প্রথা না থাকলে করার দরকার নেই।
১৩প্রদীপ কি কাল সকালে পুজোর সময় জ্বালাবো?
আজ সন্ধ্যেবেলায় বা কাল সকালে, তোমার সুবিধা মতন জ্বালিও।
পূজা শেষে মা লক্ষ্মী কুবের মহারাজ শ্রী গণেশ মূর্তি কোথায় রাখবো pls জানাবেন কারণ আমার কুবের মহারাজ ফটো আছে সেই ফটো কোথায় রাখতে হয় ??
যদি আপনি সারা বছর পুজো করতে চান, তাহলে উত্তর দিকে কুবের দেবতার ছবি রেখে পুজো করবেন।
Brihospoti bar amra maa lokkhi ke bhargavi ba bishnubokkho bilashiniaa lokkhi rupe i.e. maa lokkhir mul rupe pujo kori...
জয় মা লক্ষ্মী 🙏🏻
Bon, ami flat a thaki r amar sodor dorga purbo mukh kore. Sutorang south a kono space nei .
Tahole ami ki kore jomdip debo? Pls bole din
বারান্দা বা ছাদে দিতে পারেন, যদি কোনোভাবেই দক্ষিণ দিকে প্রদীপ দেওয়া সম্ভব না হয়, তাহলে সদর দরজার সামনে ফ্ল্যাটের উল্টো দিক করে প্রদীপ রেখে দেবেন।
Paddo bij , holud. ,kori Kota Nita hoba r pujor sasa aigulo ki korbo bolban aktu
আমি পাঁচটি করে নিয়েছিলাম, চাইলে তিনটি বা সাতটি করেও নেওয়া যায়। ত্রয়োদশী তিথি ছাড়া পর্যন্ত ওগুলো ঠাকুরের সামনেই থাকবে, তারপর একটা লাল রঙের কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন।
দিদি নির্জলা উপবাস থাকতে হবে কি
plz জানিও
না, উপোস করার দরকার নেই, নিরামিষ খেলেই হয়।
thank you didi
Poddo bij kotha pabo? Na pele ki korbo
পদ্মবীজ দশকর্মার দোকানে পাওয়া যায়, না পেলে পুজোতে দেবেন না।
খুব সুন্দর
অনেক ধন্যবাদ 🙏🏻
Mongol samogiri ta porer din ki korbo jole dite hoy ektu bolben
জলে দেবেন না। ত্রয়োদশী তিথি ছেড়ে গেলে ওগুলো সব একসাথে নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন।
Kotodin reke debo ak bochor ki . Tar por nutun bochore yabar nutun kore pujo korbo ar purono ta ki korbo
@@santusihna9984 হ্যাঁ একবছর রেখে দেবেন। লক্ষ্মী কড়িগুলি রেখে দেবেন, বাকি গুলি পরের বছর পাল্টে নেবেন।
Podo bich ta rakbo naki palte nite hoy somoy kore bolben
Apnar ai video ta te je pujo hoyeche seta robibar dukure korle hobe naki sonibar korbo karon ata to subo somoy dore korte hoy tai janalam bolben ektu
শনিবার এবং রবিবার দুদিনই পুজোর শুভ সময় আছে, আপনি ভিডিওটা আরেকবার দেখে নিন, ভিডিওতে সময় বলা আছে।
Amar flat er main entrance gate north er dike tahle jom deep kothay debo? South e flat er backyard... kono entrance nei south e
Backyard-এ প্রদীপটা south facing করে জ্বালাবেন, কিন্ত কোনোভাবেই প্রদীপের মুখ যেন আপনার বাড়ির দিকে না হয়।
@@AmaderGolpoGatha anek dhonyobad 🙏
দিদি
এই পৈতা আর মৌলি সুতা পুজার শেষে কি করতে হবে,,,,,,,?
জানিও প্লিজ একটু তাড়াতাড়ি
বিকালেই পুজা তো
জলে দিয়ে দিতে হবে
Ok
Di amr barite kuber ji kono photo nei tahole kivabe pujo karbo?r amader barite jom deep dite gele kichu to bujhbei na ulte vabbe kichu tuktak karchi.to ami jom deep dite chi kintu lukie tomar moto kare jom deep dite chi but onno kono pddhoto ache kichu?
আমি যেভাবে ধন্বন্তরী দেবকে প্রতিষ্ঠা করেছি, সেভাবেই কুবের দেব কে প্রতিষ্ঠা করে নিয়ে পুজো করতে পারো। লুকিয়ে যমদীপ দেওয়া যায় না, বাড়িতে অসুবিধা থাকলে না দেওয়াই ভালো।
Apni oi montrer boi ti kotha kinlen?please bolun
Apni ma durgar montrer boi to o dekhiyechilen makali laxmi pujar oi sobdebdebir montrer boiti kotha kinlen please bolun ami kinbo.
আমার কাছে সব দেব দেবীর মন্ত্রের কোনো আলাদা বই নেই। আমি দরকার মতন internet search করে এবং কয়েকজন পুরোহিতের থেকে মন্ত্র জেনে নিই।
Jomraaj ke deep daan korar por je ek takar coin thakbe seita ki korbo?
পরের দিন সকালে প্রদীপ সহ সবকিছু যখন ফেলে দেবেন, তখন কয়েনটিও ফেলে দেবেন।
Mongol samogri tar chal ar dhone ta ki korte hoy
ধনের বীজ টবে বা বাগানে মাটিতে ছড়িয়ে দিতে পারেন, অথবা চাল আর ধনে একসাথে একটা লাল কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন।
ঠাকুৱেৱ ছবিটা কি সাৱাবছৱ পূজো কৱতে হবে
আপনি চাইলে সারা বছর ঠাকুরের স্থানে রেখে পুজো করতে পারেন, অথবা ধনতেরাসের পুজো হয়ে গেলে ছবিটি তুলেও রেখে দিতে পারেন।
Dhan kuber er pujo kivabe kondin korte hoi???
আপনি ধনতেরাসের দিন ধন কুবেরের পুজো করতে পারেন, আবার চাইলে সারা বছর ঠাকুরের জায়গায় রেখে পুজো করতে পারেন। এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে, সেভাবেই পুজো করতে পারেন। রোজ পুজো করলে রোজ বস্ত্ররূপ মৌলী দেওয়ার প্রয়োজন নেই।
Asha kori bhalo achen didibhai... khub bhalo laglo vedio ta....kichu prosno chilo...prothomo jomdip dan o danteraser pujo dutoi ki robibar ba 23 tarik kora jabe ami sonibar 22nd a egulo korte parini....r jehetu Kaal robibar keu barir niramish khabe na tai jante chaichi Amish kheye ki ei pujo duti korte parbo.. janaben please... khub bhalo thakben
অনেক ধন্যবাদ 😊🙏🏻 23 তারিখ অবশ্যই পূজো করা যাবে। নিরামিষ খেয়ে পূজো করতে পারলেই ভালো হয়। বাড়ির সবাই আমিষ খেলেও, যদি আপনি পূজো করেন, আপনি সম্ভব হলে নিরামিষ খেয়ে পূজো করুন 😊 খুব ভালো থাকবেন, দীপাবলির শুভেচ্ছা রইলো 😊
Didi apnar ki jagadhatri murti ache?please don't mind......
না মূর্তি বা ফটো কিছুই নেই।
Apni please jagadhatri puja dekhan.apnar puja amar khub i bhalo lage.
@@nemaighosh9501 অবশ্যই দেখাবো 😊
Didi kotha theke kinbe please bolo kintu amaro nei jagadhatri murti.
ঠাকুরের এই পট ছবি কোথায় পাওয়া যাবে।
আমি amazon থেকে কিনেছিলাম
Photo na thakle ki korbo?
পান সুপারি দিয়ে ঠাকুর স্থাপন করে নেবেন।
পুজো কাল সকালে করলে যম দ্বীপ আজ রাতে জ্বালাবো না কাল সকালে?
যম দীপ রাতে জ্বালাতে হয়।
@@AmaderGolpoGatha ১৩প্রদীপ কি কাল সকালে পুজোর সময় জ্বালাবো?
অগরু কি ?
অগুরু এক ধরণের সুগন্ধি যা পুজোয় ব্যবহার করা হয়, যেকোনো দশকর্মার দোকানে পাওয়া যায়।
পিরিয়ড চলাকালীন কি যমদীপ দান করা যাবে?
ওই সময়ে আপনি যদি পুজো করেন, তাহলে যম দীপ দেবেন, আর যদি পুজো না করেন, তাহলে দেবেন না।
ঘট পাততে হবে কি
সাধারণত ধনতেরাসের পুজোয় ঘট পাতা হয় না।
ধন্বন্ত্বরি দেবকে প্রতিষ্ঠা করার জন্যে যে পান, সুপারি দিয়েছিলাম, ত্রয়োদশী কেটে গেলে সেটা কি করতে হবে? জানিও
সেটা জলে দিয়ে দেবেন।
ধোনে, আতোপ চাল,হলুদ এই গুলো পূজো হয়ে যাওয়ার পর কি করবো ??
ত্রয়োদশী তিথি না ছাড়া পর্যন্ত ঠাকুরের সামনেই ওগুলো থাকবে, তারপর সব জিনিস গুলো একটা লাল কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে হবে।
Podip jodi rate nive jay
একটা বড় মাটির প্রদীপ নিয়ে তেল ভর্তি করে দেবেন। আমরা তো এটুকুই করতে পারি, প্রাকৃতিক কারণে নিভে গেল তো কিছু করার নেই।
Jodi konorokom nibejay hayate tale bipod hobenato karon ai potom bar apnar video te sune jomdip dan korbo vabche ami ki korte pari ai potom ami barir choto kintu tai jene niye a sob kora valo ektu bolben
@@santusihna9984 প্রদীপ যাতে সারারাত জ্বলে তার জন্য বেশি পরিমাণে তেল দিয়ে প্রদীপ জ্বালাতে বলা হয়। কিন্ত হাওয়া বা বৃষ্টির কারণে প্রদীপ নিভে গেলে আমাদের কিছু করার থাকে না।
Puja ta amabassa te kore
অমাবস্যার দুদিন আগে, ত্রয়োদশী তিথিতে। ভিডিওতে সবটা বলা আছে, আপনি আরেকবার দেখে নিন।
Kintu thakur Masai bolche amabassa te lakhi Puja korte
@@Preyashedasofficial উনি নিশ্চয়ই দীপান্বিতা লক্ষ্মী পুজোর কথা বলেছেন। এটা ধনতেরাস বা ধন ত্রয়োদশীর পূজো, যেখানে মা লক্ষ্মীর সাথে ভগবান গণেশ, কুবের দেব ও শ্রী ধন্বন্তরী দেবের-ও পূজো হয়ে থাকে এবং এই পূজো ত্রয়োদশী তিথিতেই করতে হয়।
Didi pujo prosad kokhon bitton korbo plz bolo
পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরে প্রসাদ বিতরণ করে দিতে পারেন
Thank u didi