একবার ফুল ফোঁটার পর কি কুঁড়ি আসতে চায় না? গাছভর্তি ফুল চান? hibiscus plant care & fertilizer

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 3

  • @ranjandroy6034
    @ranjandroy6034 4 місяці тому

    ❤very nice

  • @alpanabanerjee6189
    @alpanabanerjee6189 3 місяці тому

    এটা কি সব গাছে দেয়া যাবে আমার জবা গাছ কোন পোকা মাকড় কিচ্ছু নেই ঝগড়া হয়েছে কিন্তু তিন মাস হলো ফুল আসছে না লাল পটাশ দিয়ে দেবো 00 ফিফটি দিনে কতটা পরিমাণ দেবো আরও একটা কথা আমি কিছু গান নতুন পাঁচ দিন হলো বসিয়েছি এখন খোলা ছাদে দিয়ে দেবো

    • @naba_pallab
      @naba_pallab  3 місяці тому

      লাল পটাশ বা 0:0:50 এর মধ্যে যে কোনো একটা গাছে দিতে হবে, দুটোই পটাশ। লাল পটাশ একটু দাম কম, আর 0:0:50 সালফেট অফ পটাশ একটু দাম বেশি লাল পটাশ দিলে আট দশ ইঞ্চি টবে চা-চামচের এক চামচ টবের মাটিতে ছড়িয়ে দিয়ে জল দিতে হবে এটা ১৫ দিন অন্তর দিতে হবে অর্থাৎ মাসে দুবার আর যদি 0:0:50 দিতে হলে এক চামচ এক লিটার জলে মিশিয়ে সব গাছে ভালো ভাবে স্প্রে করতে হবে এটাও ১৫ দিন অন্তর ১ বার অর্থাৎ মাসে দুবার। এই গেল সারের ব্যাপার।এখন নতুন যে গাছগুলি বসানো হয়েছে সেগুলি এখনই বাইরে বার করার দরকার নেই কারণ সবে পাঁচ দিন প্রতিস্থাপন করা হয়েছে তাছাড়া এখন যখন তখন বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টির জল পেলে কচি শিকড় নষ্ট হয়ে যাবে।গাছগুলি একটু সেডি এরিয়ায় রাখতে হবে যাতে বৃষ্টির জল সরাসরি গাছে না পরে আর জায়গা টা এমন হবে যেন আলো বাতাস থাকে।