Akasher oi miti miti tarar shathe song lyrics |আকাশের ঐ মিটিমিটি তারার সাথে lyrics

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2020
  • Artist: konok chapa
    Connect me on Facebook: profile.php?...

КОМЕНТАРІ • 869

  • @moniruddin4577
    @moniruddin4577 6 місяців тому +22

    ২০২৪ সালে এসে গানটা কে কে শুনছেন হাত তুলুন ❤

    • @AjitDash989
      @AjitDash989 День тому

      অরিজিনাল গানটার সঙ্গে কোনো তুলনা নেই। একজন অবাঙ্গালি গানটা এত দরদ দিয়ে গেয়েছিলেন। কনকচাঁপা দিও অসাধারণ গেয়েছেন।

  • @sunirmaldebroy3049
    @sunirmaldebroy3049 3 роки тому +117

    কনক চাঁপা দারুণ গাইলেন ।
    অজস্র ধন্যবাদ । নিয়মিতভাবে বারবার শুনছি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলা বসে ।

  • @faruq453
    @faruq453 2 роки тому +54

    টেকনাফ থেকে তেতুলিয়া নয় শুধু। পৃথিবীর যে কোনো জায়গায় বাংলা ভাষা ভাষির মানুষ আছে যেখানে সবার কাছে অনেক বেশি প্রিয় গান গোলোর মধ্যে একটা এই গান টা।

    • @mdrajo9459
      @mdrajo9459 11 місяців тому

      কনকি ভাইয়া

  • @user-qe1yy7vf4f
    @user-qe1yy7vf4f 7 місяців тому +5

    অসাধারণ একটা গান

  • @mdshamimmia6794
    @mdshamimmia6794 Місяць тому +12

    ছোটবেলা স্কুলের সংসৃতি অনুষ্ঠানে গান টা গেয়ে ছিলাম।তখন গানের মানে টা বুজতাম না।তুমি ছেড়ে যাওয়ার পর গানটি মনের মধ্যে দাগ কেটে যায়।আমার ছেলে মেয়ে যখন বড় হবে তাদের কে তুমার কথা বলবো।তুমি কথটা অবহেলা আর কি বিশৃী এক যন্ত্রণা আমায় উপহার দিয়ে গিয়েছিলে😢কমেন্ট রেখে গেলাম যুগের পর যুগ এই গান টি শুনতে আসবে। এদের মধ্যে যদি আমার ছেলে মেয়ে আসে ওরা যেন বুজতে পারে তার বাবা তাদের মাকে কথটা ভালবেসে ছিলো🖤😔

  • @Tamim_the_mejho_vai
    @Tamim_the_mejho_vai Рік тому +24

    এখন রাত ০১ঃ৪২, খোলা আকাশের নিচে দাড়িয়ে আছি, মাথার উপরে কয়েকশত তারা আর চাঁদ মামা দিব্যি জোৎস্না ছড়াচ্ছে ☺️🥰

  • @asikhaider3756
    @asikhaider3756 9 місяців тому +6

    আহা!!!
    অসাধারণ ❤
    30.09.2023 Sylhet 🇧🇩

  • @habibulmostafa6395
    @habibulmostafa6395 2 роки тому +90

    স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। স্কুলের যে কোনো অনুষ্ঠানে গানটা শুনা যেতো। আর ছোট বেলায় মেলায় গেলে মাইকে গানটা বাজিয়ে দিতো।তখনের সময়টা অন্য রকম ছিল।

    • @AshrafulIslam-tp9pk
      @AshrafulIslam-tp9pk 2 роки тому +5

      বলতে পারেন আমাদের প্রজন্মের সোনালী সময়। কি ছিল না। সুস্হ সমাজ, উচ্চমানের শিক্ষক সমাজ, অভিজ্ঞ প্রখর নীতিবান বিচারক, পুলিশ কর্মকর্তা, মার্জিত সব চিএ পরিচালক, গান রচয়িতা, সবই ছিল। যা বতর্মানে ভাবায় যায়না!

    • @mdsabbirkhan1566
      @mdsabbirkhan1566 3 місяці тому

      এখন এই গান চালালে আপনাকে আমাকে মানুষ বলদ বলবে! এই ধরনের গান শোনার কারণে অনেক হাসি টাট্টার পাত্র হইছি বন্ধু মহলে ওরা বলে এই বয়সে আমি নাকি বুড়ো মানুষের গান শুনি 😂

  • @mkzaman2688
    @mkzaman2688 2 роки тому +16

    প্রথম কবে শুনছি মনে নেই, তবে যতবারই শুনি মনেহয় এই প্রথম শুনছি। আসলে গানটার প্রেমে পড়ে গেছি।

  • @MdAlamin-yg5mb
    @MdAlamin-yg5mb Рік тому +142

    2030, সালের জন্য কমেন্ট টা করে গেলাম আজ থেকে, 08 বছর পর এই কমেন্ট টা যখন ছোটরা দেখবে তখন তারা বুঝবে এই গানগুলো আমরা কত ভালোবাসতাম.? 🥰🥰

    • @SmjuweelRana-xz1nn
      @SmjuweelRana-xz1nn 10 місяців тому

      এ সব কমোন ডাইলোগ আর চোদে না কেউ

    • @ramzanhossain5843
      @ramzanhossain5843 10 місяців тому +8

      তোমার কি মনে হয় তারা তোমার কমেন্ট পড়তে আসবে😆😆😆।

    • @ranubagchi9642
      @ranubagchi9642 7 місяців тому

      ​@@ramzanhossain5843ওরোয

    • @NASIRHOSSAIN-yw9dn
      @NASIRHOSSAIN-yw9dn 6 місяців тому +1

      ❤❤❤❤

    • @biplobahmed5150
      @biplobahmed5150 6 місяців тому +2

      হ-ভাই তুই কবর থেকে সওয়াব নিস😅😅

  • @mahabubulalam2621
    @mahabubulalam2621 3 місяці тому +2

    অসাধারন সুন্দর গান

  • @sujanbiswas3287
    @sujanbiswas3287 Рік тому +5

    Khub sundar ekti gan. Valo lagar sima chhariye jay.

  • @selimjaman5082
    @selimjaman5082 3 роки тому +58

    গানটার মূল শিল্পী তদানীন্তন পশ্চিম পাকিস্তানের নাহিদ নিয়াজী। তাঁর স্বামী মুসলেহ উদ্দিনের আদি বাস ছিলো খুউব সম্ভবতঃ যশোরে। সর্ব পাকিস্তানী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো ১৯৬১( যদ্দুর মনে পড়ে) সালে ঢাকার ইঞ্জিনীয়ার'স ইন্সটিটিইউটে এবং তৎকালীন রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র সরাসরি ঐ অনুষ্ঠান সম্প্রচারিত করেছিলো।
    কনক চাঁপা নিশ্চয়ই ভালো গেয়েছেন! তবে, নাহিদ নিয়াজীর মিষ্টি সুরের গায়কী এখনো ভুলতে পারিনি! রয়ে গেছে স্মৃতির মণিকোঠায়!

    • @kazitv9795
      @kazitv9795 2 роки тому +2

      মোসলেম উদ্দিন বয়াতির বাড়ি নড়াইল জেলা

    • @selimjaman5082
      @selimjaman5082 2 роки тому

      @@kazitv9795আমি যে মুসলেহ উদ্দিনের কথা বলেছি, তিনি বয়াতী ছিলেন না! তিনি তদানীন্তন পশ্চিম পাকিস্তানে নাহিদ নিয়াজীকে বিয়ে করে সেখানেই স্থায়ীভাবে থেকে গিয়েছিলেন!

    • @powerassosiate2954
      @powerassosiate2954 2 роки тому +1

      We didn't know enough about Mr. Muslehuddin! I am very Interested to know about Musleuddin....

    • @selimjaman5082
      @selimjaman5082 2 роки тому +3

      @@powerassosiate2954আমি এর চেয়ে খুউব বেশী একটা জানিনে বা জানলেও ভুলে গিয়েছি কিছুটা! প্রায় ষাট বছর আগের কাহিনী! তবে, এইটুকু জানি যে মুসলেহ্ উদ্দিন সেই সময়ে একই সাথে একজন স্বনামধন্য গীতিকার ও সুরকার ছিলেন। " আকাশের ওই মিটিমিটি......" গানটার গীতিকার ও সুরকারও ছিলেন মুসলেহ্ উদ্দিন! গানটা তদানীন্তন পূর্ব পাকিস্তানের একটা বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিলো! গুগলে সার্স করলেই জানতে পারবেন বৈকি!

    • @rakibahmed4871
      @rakibahmed4871 2 роки тому

      ua-cam.com/video/rM3bq01lXII/v-deo.html

  • @ankonsarker8018
    @ankonsarker8018 Рік тому +25

    ছেলেবেলা টা হারিয়ে যায় বড় হওয়ার ফাঁকে আজ আর কেউ ডাকে না আয় খেলবি বলে💜

  • @abulhossainshikder9395
    @abulhossainshikder9395 2 роки тому +41

    আলিপুরে এক আত্মীয়ের বাসায় ১৯৬৭ সনে প্রথম শুনা এই গান আজ্ও হৃদয়ে বারে বারে বেজে যায়।

    • @mdjamil_daily_life
      @mdjamil_daily_life 2 роки тому

      ফরিদপুর

    • @sakeyron5550
      @sakeyron5550 2 роки тому +1

      টেকনাফ থেকে তেতুলিয়া

    • @Majhar87
      @Majhar87 2 роки тому +1

      এটা তো ১৯৬৭ সালের গান না, অনেক পরের গান।

    • @AmirHossain-qz7ej
      @AmirHossain-qz7ej Рік тому

      হেলো

    • @bikashchonda6005
      @bikashchonda6005 Рік тому

      Akono.. beche asen.. apni.. masallah

  • @user-kh7km3vi8q
    @user-kh7km3vi8q 6 місяців тому +6

    সারারাত গান গুলো শুনলে ও মনে হয় ঘুম আসবেনা৷ শুনতে ইচ্ছে করে,, ছোটবেলার সব কথা মনে পড়ে যায় আগের গান কত মধুময় ছিল ❤❤❤

  • @ahmedrj9049
    @ahmedrj9049 2 роки тому +29

    মায়ের মুখে গাওয়া এই গানগুলি অনেক অনেক মিস করি🥺😭😭
    মা আমি আবার ফিরে যেতে চাই সেই শৈশবে 🥺💖🤼‍♀️🤼‍♀️🤼‍♀️🤸‍♂️🤼‍♂️🤸‍♀️🤸‍♀️

  • @moziburrahman5002
    @moziburrahman5002 2 роки тому +9

    স্কুল জীবনে মনে হয় ফিরে গেলাম।ধন্যবাদ কনক চাপা মেডাম কে।অসাধারন কন্ঠ আবার ও ধন্যবাদ।

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 9 місяців тому +6

    প্রাণ ছুঁয়ে গেল ❤

  • @joykhan3393
    @joykhan3393 Рік тому +56

    ছোট বেলাই আম্মুর মুখ থেকে প্রথম বার শুনা এই গান!
    আহা,কত মধুর দিন ছিলো!😊💔

  • @provashshil1067
    @provashshil1067 Рік тому +11

    বহুদিন পরে এই গানটা শুনলাম.... হঠাৎ মনে হচ্ছে আমি এখনো শৈশব কালে বেচে আছি... গভীর রাতে এই গানগুলো জনপ্রিয়

  • @nasirakhatun5709
    @nasirakhatun5709 3 роки тому +63

    ১০০ বছর?তখন যারা থাকবে তারা শুনবে।

    • @rajibmondal5338
      @rajibmondal5338 2 роки тому +2

      Right

    • @mosarofhosain462
      @mosarofhosain462 2 роки тому +1

      সেখান থেকে তোমাকে জানাই রক্তিম গোলাপের শুভেচ্ছা অশ্রুর প্রাবনে হাবুডুবু খাই আর স্রোতের অনুকূলে তুমি সুখে থাকো তার প্রার্থনা করে যাবো বিধাতার অন্তর মহলে আমি তোমার কাছে যৌন যৌবন টাকা প য়সা কিছুই চাইনি শুধু তোমার হৃদ য় বাগানে ফুটন্ত শীতের ভোরের ক্লান্ত নামের একটি রজনী গন্ধা দাও যে রজনী গন্ধায় আর্কষনীয় সৌরভে আমি বেচে থাকবো চিরকাল

    • @mosarofhosain462
      @mosarofhosain462 2 роки тому

      নির্মল দিবসে বাসন্তি রজনীতে ঝিঝি পোকার সমীকরনের গগনের পায়ের ফোটা লক্ষ কোটি তারার মিটমিট হাসিতে জিগরের মাঝে যে প্রবল ভালবাসার সৃষ্টি

  • @joyadhikary5638
    @joyadhikary5638 8 місяців тому +2

    কি দারুন সারা জীবনেও পুরানো হবে না, এ গান,

  • @ahsinger1721
    @ahsinger1721 3 місяці тому +1

    অনেক অনেক ধন্যবাদ রইল দরদী, অসম্ভব সুন্দর গান টি, অনেক অভিনন্দন
    #AH singer

  • @Mr.-Googly
    @Mr.-Googly Рік тому +12

    অনবদ্য এই সৃষ্টির স্রষ্টা/গীতিকার
    "কবি আজিজুর রহমান"।👌

    • @user-rv3ew5fb7e
      @user-rv3ew5fb7e 11 місяців тому +1

      এই কথা নিয়ে একদিন একজনের সাথে ঝগরা করেছি,আমি বলেছিলাম গীতিকার আজিজুর রহমান,এবং মূল শিল্পী নাহিদ নিয়াজী,মিউজিক ডিরেক্টর মোসলেহ উদ্দিন,আর ঐ লোক তর্ক করে বলেছিল গীতিকার মোসলেহ্ উদ্দিন, পরে৷ আমি নাহিদ নিয়াজির ইমেইলে মেসেজ করে জানতে পারছি ওনিও বলেছে আজিজুর রহমান।

  • @mdsumonali2385
    @mdsumonali2385 10 місяців тому +2

    এক কথায় অসাধারণ

  • @monirasultana5586
    @monirasultana5586 Рік тому +5

    হায়রে সেই দিন গুলি কোথায় ১৯৮৮থেকে ১৯৯৫ সাল প্রিয় গান ছিল

  • @rofiuddinahammed6673
    @rofiuddinahammed6673 2 роки тому +19

    ছোট বেলায় বাংলাদেশ বেতারের সন্ধা,সারে ৭ টায় দুর্বার অনুষ্টানে এই গানটা অনেক সৈনিক ভাই গাইতো।খুব ভালো লাগতো।এখনো কানে বাজে এই গান।অসাধারন কনকচাপা।
    ৩০/১০/২১ বগুড়া।

  • @jobsandlearning8242
    @jobsandlearning8242 10 місяців тому +4

    অসাধারণ একটি গান। কত যে ভাল লাগার আবেগ জড়িয়ে মিশে আছে লাখো কোটি বাঙালির হৃদয়ে।🥰🥰🥰

  • @abumuniruzzaman1908
    @abumuniruzzaman1908 2 роки тому +8

    মাগো কনকচাঁপা তুমি চির জীবন বেঁচে থাকবে প্রথিবি যতদিন বেঁচে থাকবে। তুমি আমার বাসার সামনে দিয়ে চলে যাও যখন আমি সুধু চোখ মেলে তাকিয়ে থাকি। আল্লাহ তোমাকে যেন দিরঘ আইও দান করুন।

  • @abulhossainshikder9395
    @abulhossainshikder9395 2 роки тому +21

    এই গান প্রথম যখন শুনি তখন সেখানে উপস্থিত সকলকে এখনও মনে পড়ে।

  • @soloadventure420
    @soloadventure420 6 місяців тому +4

    এই গানগুলো শুনলে মনে হয়। মনের মাঝে অন্য রকম একটা অনুভুতি।তুমি আর আমি বসে গল্প করছি একে অন্যের হাত ধরে ঐ চাঁদের দিকে থাকিয়ে আছি।এখনো মনে পরে তোমার সাথে কাটানো সেই দিনগুলোর কথা।যেখানেই থাকো ভালো থেকো। Miss ypu Rimo...

  • @omarFaruk-tk5je
    @omarFaruk-tk5je 10 місяців тому +3

    ২০৫০ সাল প্রযন্ত হয়তো বেচে থাকবোনা। আমাদের প্রানের গান গুলো বেচে থাকুক নতুন প্রজন্মের কাছে।

  • @skhanom8950
    @skhanom8950 11 місяців тому +10

    মানুষ বলে প্রথম প্রেম নাকি ভুলা যায় নাহ!!কই আমি তো দিব্যি ভুলে নতুন কারো সংসার করছি!!সেও করছে!!শুনেছি কিছুদিন পর সে বাবা হবে!!সে নিশ্চয়ই খুব খুশি হয়েছে,,সত্যি বলতে আমিও খুব খুশি!!তবে এই খুশি টা হয়তো আমাদের একসাথে হবার কথা ছিলো!!আক্ষেপ ছাড়া সত্যি জীবন অপরিপূর্ণ!!তুমি খুব ভালো থেকো আমার মনপুরা!! ❤️❤️

  • @hoshneyara495
    @hoshneyara495 7 місяців тому +5

    রাতে গান শুনতে ভালো লাগে অন্ধকার রুম হালকা আলো থাকবে, চোখ বন্ধ করে কম সাউন্ড!!

  • @sunilmondol6658
    @sunilmondol6658 Рік тому +15

    আহ কত সুন্দর কত মধুর হৃদয় ছুঁয়ে গেল আমরা একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু এই গান পৃথিবীতে বেঁচে থাকবে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আবার শেষ প্রণতি সকলের রাতুল চরণে 🙏🏻🙏🏻🙏🏻

  • @MahmudulHasan-fb7yp
    @MahmudulHasan-fb7yp 4 місяці тому +1

    অসাধারণ... যত শুনি তবু আরো শুনতে ইচ্ছে করে ❤

  • @plabonhossain8852
    @plabonhossain8852 2 роки тому +25

    ২০০৫/২০০৬ সালে প্রথমবার আম্মুর মুখে গানটি শোনা হয়।
    ২০০৮ সালে আম্মু ইন্তেকাল করেন।
    এখনও গানটি শুনলে আম্মুর কথা অনেক মনে পড়ে ।

    • @mdshaheen3476
      @mdshaheen3476 Рік тому +1

      প্লাবন আমার মা'ও ২০০৮ এ মারা গেছেন।

    • @ummetamimamitu4519
      @ummetamimamitu4519 3 місяці тому

      Same

  • @md.abdulbaten791
    @md.abdulbaten791 3 роки тому +13

    শিল্পীর গান সারাজীবন অমর হয়ে থাকবে।

  • @ario1942
    @ario1942 Рік тому +2

    ছোটবেলায় আম্মু অনেক রাতে এই গান গেয়ে ঘুম পাড়াতো! আম্মু মিস ইউ!

  • @whitesky.2776
    @whitesky.2776 2 роки тому +9

    অসাধারণ একটি গান। কত যে ভাল লাগার আবেগ জড়িয়ে মিশে আছে লাখো কোটি বাঙালির হৃদয়ে।

  • @johirraihanarif1309
    @johirraihanarif1309 9 місяців тому +2

    দারুণ কণ্ঠ

  • @abrahman5950
    @abrahman5950 3 роки тому +15

    হৃদয় নিংড়ানো ভালোবাসা দিদি,অমর তোমার কন্ঠ তোমার জীবন!

  • @arifulalam2030
    @arifulalam2030 2 роки тому +54

    আমি বাংলাদেশ উত্তর বঙ্গের ছোট্ট শহর ঠাকুরগাঁও থেকে ছোট বেলায় অনেক বার গানটি শুনেছি। খুব সুন্দর একটি গান।

    • @marufmehmet4448
      @marufmehmet4448 2 роки тому +1

      আমিও ঠাকুরগাঁও থেকে প্রিয় ভাই।তোমার ফোন নাম্বার দাও ভাই কথা হবে।বন্ধুত্ব নাহয় হোক আমাদের

    • @parmadola4993
      @parmadola4993 2 роки тому

      @@marufmehmet4448 কি চমৎকার কথা।😍

    • @mdyounusali1611
      @mdyounusali1611 Рік тому

      আমি পঞ্চগড় থেকে শুনছি।

    • @mdalimortuza7900
      @mdalimortuza7900 Рік тому

      এ-ই গানের কথা গুলি এবং সুর আমাদের সংস্কৃতির মাঝে চিরকাল অমর হয়ে থাকবে।

  • @mdakhtaruzzaman8867
    @mdakhtaruzzaman8867 2 роки тому +5

    কত সুন্দর গান! এখনকার গানগুলো শুনলে মনে ঘৃণা জাগে।নেকমরদ,ঠাকুরগাঁও।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Рік тому +5

    🥀 একসময় আমি আমার মায়ের কোলে বসে এইসব গান শুনতাম। আজ আর আমার "মা" নেই। কিন্তু এই গান আছে। 🥀27.05.2023.

  • @AlamgirOfficial-Tech
    @AlamgirOfficial-Tech 9 місяців тому +1

    মুগ্ধ হয়ে অনেকবার শুনলাম

  • @tanvirchowdhury9484
    @tanvirchowdhury9484 Рік тому +5

    কেন জানি না- এই গান টার সাথে সবার আম্মু জড়িয়ে আছে।

  • @mdmiskat1702
    @mdmiskat1702 2 роки тому +9

    চিরযৌবনা এই গান।যা কখনো শেষ হবার নয়।

  • @smonrohan3017
    @smonrohan3017 2 роки тому +53

    এমন একটা সময় ছিলো আম্মু এই সব গান গুলো গাইতো আর তার সাথে আমরাও সূর মিলাতাম,এখন সময়ের ব্যাবধানে সবাই জার জার মত সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি আম্মুও বার্ধক্যে চলে গেছে কিন্তু সৃতি ময় দিন গুলা মনে নাড়া দিয়ে উঠে।।💕

    • @awladhossain6583
      @awladhossain6583 8 місяців тому

      ভাবলে বুকের ভেতর হু হু করে কেঁদে ওঠে এক দিন আমরা ও এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবো।

  • @MithunDas-ng9iz
    @MithunDas-ng9iz Рік тому +6

    আকাশের ঐ মিটিমিটি তারার সাথে
    কইবো কথা নাই বা তুমি এলে😭😭💔
    সত্যি ই গান টা অসাধারণ 🥰
    10/07/2023. 02:47 am
    (Pranto, thank u so much)

  • @user-oy6wf1th8r
    @user-oy6wf1th8r 7 місяців тому +1

    অসাধারন কিছু গান যা শুনলে মন ভরেনা শুধু বারবার করে শুনতেই মন চায় কোন ভাষায় এসব গানের লেখক এবং শিল্পীদের ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছিনা

  • @nazmulislam9881
    @nazmulislam9881 3 роки тому +12

    এই লকডাউনের সময় বসে গানটা শুনতেছি ভালো লাগলো

  • @mostafakayes4646
    @mostafakayes4646 2 місяці тому +1

    আমার প্রিয় শিল্পী কনক চাঁপা🥰।
    এই যুগে এসে ও আমরা কনক চাঁপার ভক্ত🫡।ক্ষেত নয় সত্যি এটা গর্বের ❤️।

  • @AbcAbc-vr5lc
    @AbcAbc-vr5lc 2 роки тому +17

    সত্যি কথা বলতে এ পুরনো গান গুলোর মাঝে একটা প্রাণ লুকিয়ে থাকে শোনলেই যেন হৃদয় টা জোরিয়ে যায় পিয়োর ভালোবাসার সুখটা খুঁজে পাওয়া যায়💜💜💜👌

  • @salmamunsy4066
    @salmamunsy4066 9 місяців тому +3

    অসাধারণ
    সোনালী অতীতের গান কি যে ভালোবাসি পুরনো দিনের গান

  • @neloysupto9961
    @neloysupto9961 2 роки тому +7

    গানটি পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল।

  • @binoybhowmick4746
    @binoybhowmick4746 2 роки тому +5

    কেবলই মনে হয় কি চেয়েছিলাম কিযেন পাইনি। হৃদয় ছোঁয়া গান।

  • @DrMohammadSarouarHoshen-hf8jy
    @DrMohammadSarouarHoshen-hf8jy Рік тому +2

    আমার প্রিয় শিল্পী ্আপনার সফলতা কামনা করি

  • @nurnaharnupur1109
    @nurnaharnupur1109 11 місяців тому +1

    খুব প্রিয় একটি গান

  • @sanjidatamanna6382
    @sanjidatamanna6382 2 роки тому +288

    একটা সময় মায়ের সাথে গলা মিলিয়ে গান গুলো গাইতাম, শুনতাম 😣 আজ আর মা নেই 💔

    • @circuitabc4527
      @circuitabc4527 2 роки тому +4

      apnar maa k allah jannat dik ( amin)

    • @mdrasel9635
      @mdrasel9635 2 роки тому +8

      😥😥😥

    • @halimalijo6195
      @halimalijo6195 2 роки тому +17

      আমার খালা( আম্মা ডাকতাম) তিনিও আমাকে এই গানটি শুনিয়েছিলেন। আম্মা আজ নাই, গত ১৪/১১/২১ চলে গেছে আমার বুকশূন্য করে। আজও রাতে ঘুম আসছেনা, 😭 রাত ২ টা বাজে, ঘুম আসেনা,আম্মাকে মিস করি,, আর আম্মা যেসব গান,গজল গাইয়ে শুনাতো। সেগুলো শুনি 😭😭😭😭😭😭😭

    • @JOBAYER07
      @JOBAYER07 2 роки тому +7

      @@halimalijo6195 অনুভব করতে পারছি

    • @JOBAYER07
      @JOBAYER07 2 роки тому +4

      i can feel that

  • @chilmariupazilaadministrat712
    @chilmariupazilaadministrat712 Рік тому +3

    অসাধারণ এক গান!!! যতই শুনি, ততই শ্রুতিমধুর মনে হয়!!!

  • @shohelmiha2620
    @shohelmiha2620 3 роки тому +43

    এই গানগুলো হাজার বছর পরেও মানুষের মনে গাথা থকবে

  • @rahuldey2887
    @rahuldey2887 9 місяців тому +1

    আহা। সুমধুর 🧡

  • @mariyamariya-fl7kg
    @mariyamariya-fl7kg 6 місяців тому +4

    আমি আমার রুমে গান শুনতেছি। মা পাশের রুমে গাইছে🥰
    আহা কি শান্তির অনুভুতি। অসম্ভব সুন্দর গান টি

  • @ritakhatun6694
    @ritakhatun6694 2 роки тому +8

    কত বার শুনছি তা জানি না। আগামীর জন্য রয়ে যাবে গানটি।

  • @biplobhosen8137
    @biplobhosen8137 2 роки тому +19

    আজীবন বেঁচে থাকুক গান গুলো কোটি বাঙ্গালির রিদয়ে

  • @HkHabib7761
    @HkHabib7761 8 місяців тому +1

    ছোটবেলা থেকে এখনো গানটা শুনি এমন গান আর কোনদিন আর রিলিজ হবে না ২০১১ সাল থেকে মেমোরির মধ্যে গানটা রয়ে গেছে যখনই একাকীত্ব মনে হয় তখন এই গানটা শুনি

  • @user-tp7rp8sf9u
    @user-tp7rp8sf9u Рік тому +1

    কি সুন্দর গান

  • @taniarahman4888
    @taniarahman4888 10 місяців тому +1

    আমার পছন্দের একটা গান ❤❤❤❤❤❤

  • @aminulbashar2243
    @aminulbashar2243 Рік тому +1

    আমার খুব পছন্দের গান

  • @salmamunsy4066
    @salmamunsy4066 9 місяців тому +1

    নাহিদ মিয়াজির কালজয়ীগান যতদিন বাংলাদেশ রবে এই গানগুলো ততদিন মানুযের হৃদয়ে রবে❤❤❤❤❤

  • @user-he8kv1nc4j
    @user-he8kv1nc4j Рік тому +7

    আম্মুর মুখে প্রথম শুনছিলাম গানটা 🥰 অনেক বছর পর আবার শুনলাম 🧡
    ১:৪৪ শুক্রবার জুন ১৬
    ২০২৩

  • @moniruzzamanmonir9181
    @moniruzzamanmonir9181 3 роки тому +3

    আগের গান শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায় এসব গান আর কখনো ফিরে আসবে না আর এসব গান সাড়া জীবন বেঁচে থাকবে

  • @pankajchakraborty6254
    @pankajchakraborty6254 2 роки тому +8

    গানটি শুনলে স্কুল জীবনের কথা মনে পড়ে যায়....

  • @RunaAkherfeni
    @RunaAkherfeni 6 місяців тому +1

    সারাজীবন শুনলেও তৃপ্তি মেটা বেনা

  • @sridhamhalder3154
    @sridhamhalder3154 3 роки тому +9

    গানটা যত বার শুনি তত ভাল লাগে।

  • @saifulislam-hj3mh
    @saifulislam-hj3mh 2 роки тому +7

    নাহিদ নিয়াজির গান, তিনি একজন বাঙ্গালী বধু। স্বামী মোসলেউদ্দিন, তার সুরেই এই জনপ্রিয় গানটি। এখনো মনকে বেদনা বিধুর করে তোলে। কনক চাঁপা সুন্দর গেয়েছেন। অনেক ধন্যবাদ।

  • @fazlulhaque7570
    @fazlulhaque7570 3 роки тому +6

    পছন্দের একটি গান শুনে ভালো লাগলো।

  • @bpnb448
    @bpnb448 2 роки тому +6

    আমার ছোটব্যালা , বাবা-মা-দিদি সকলকে মনে পরে গেলো!
    অসাধারণ

  • @abdullahalharun3800
    @abdullahalharun3800 2 роки тому +6

    এমন স্নিগ্ধ সুরে মনে হয় যেন প্রকৃতির কন্যার কোলে শুয়ে থাকি। সে যেন আমাকে পরম স্নেহে গান শোনাচ্ছ

    • @abdusalam7162
      @abdusalam7162 11 місяців тому

      বাহ চমোৎকার

  • @johirulislam8267
    @johirulislam8267 Рік тому +2

    এই গানটি শোনার পর চোখের জল ধরে রাখতে পারি নাই জীবনের হারানোর সব কিছু মনে পড়ে যায় এই গানের মধ্যে অসাধারণ একটি গান মানুষের জীবনকে বদলে দিতে পারে এই গানটি ধন্যবাদ কনকচাঁপা আপু আপনাকে এই গানটি গাওয়ার জন্য

  • @mdmiyad6410
    @mdmiyad6410 3 роки тому +11

    আমার খুব প্রিয় একজন শিল্পী 👍🇧🇩👌🏅🇧🇩 শাবনূর যেমন সবার কাছে প্রিয় তেমনি কনক চাঁপা ও সবার কাছে প্রিয়।...05/07/2021..

  • @rameshdeb5358
    @rameshdeb5358 2 роки тому +6

    আ কি মন জুড়ানো গান শুনে হৃদয়টা জুড়িয়ে গেল, এই শিল্পীকে অসংখ্য ধন্যবাদ।

  • @foziaasru784
    @foziaasru784 2 роки тому +40

    আমার মায়ের খুব পছন্দের একটা গান। একসময় আম্মুর সাথে এই গানগুলো গলা মিলিয়ে খুব গাইতাম। খুব ছোটোবেলায় শিখেছিলাম। আজ আমিও মাকে হারিয়েছি, কিন্তু গানগুলো শৈশবের স্মৃতির স্মারক হিসেবে আজও মনে পড়ে। গান এবং আম্মু দুটোকেই খুব মিস করি। ধন্যবাদ,,,,,,,,

    • @AminulIslam-sh8xb
      @AminulIslam-sh8xb 2 роки тому +1

      মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা ❤️

    • @chameliafroz9915
      @chameliafroz9915 Рік тому

      ঠিক আমার মতো

    • @mdrahmatrahmat8133
      @mdrahmatrahmat8133 Рік тому

      আমারো পছন্দ

    • @Laek222
      @Laek222 Рік тому

      পাগল নাকি

    • @salam8343.
      @salam8343. Рік тому

      @@AminulIslam-sh8xb শুনে কষ্ট লাগলো।allah bless your mother

  • @mdRaselsaao
    @mdRaselsaao 3 роки тому +29

    ছাত্র জীবন মধুর সময় ছিল । তখন রাত প্রায় গান শুনতাম ক্যাসেট প্লেয়ার দিয়ে ।

    • @Af_AM
      @Af_AM 2 роки тому

      66666667776z6

    • @Af_AM
      @Af_AM 2 роки тому

      66666666666666666666666666666666666666666666666666666666666666666666

    • @gourangadebghosh5240
      @gourangadebghosh5240 2 роки тому

      কত সালে??

    • @jinatpervinshetu105
      @jinatpervinshetu105 2 роки тому

      আমিও গান শুনতাম করতাম এখনও করি😊

  • @maheswardeka9048
    @maheswardeka9048 Рік тому +1

    Excellent, of course, excellent

  • @IsrafilEmon3.0
    @IsrafilEmon3.0 Рік тому +3

    এই গানটা শুনলে স্কুল লাইফের কথা মনে পড়ে যায়, আমাদের ক্লাসের একটা মেয়ে এতো সুন্দর করে এই গানটা গাইতো প্রায়শই শুনতাম,এখনো শুনি কিন্তু ওর মুখ থেকে না ইউটিউব থেকে। 🥺🥺

  • @skhelalbasir3485
    @skhelalbasir3485 2 роки тому +9

    এখন কার দিনের গান গুলো হাইব্রিড মাল। কোনো স্বাদ নেই। আগেকার দিনের গান গুলো যতো শুনি ততো মজা লাগে।

  • @nasirakhatun5709
    @nasirakhatun5709 3 роки тому +5

    নাহিদ নিয়াজীর কণ্ঠে প্রথম শুনেছিলাম। '৬০ এর দশকে।

  • @freelancerbank2457
    @freelancerbank2457 10 місяців тому +1

    আমার মা এক সময় এই গান গাইতো খুব ভালো লাগতো মায়ের মুখে শুনতে গান টা
    মনে পড়ে গেলো অতীত 😢😢😢😢

  • @priomkundu7161
    @priomkundu7161 11 місяців тому +2

    এখনও শৈশবে ফিরে ষাই! আহা কত মধুর ছিলো !

  • @uzzalhossain749
    @uzzalhossain749 3 роки тому +10

    সত্যি কিছু কিছু গান শুনলে মন ভরে যায়

    • @shaikhabuashek4049
      @shaikhabuashek4049 3 роки тому

      হাই স্কুলের অনুষ্ঠানে শুনেছিলাম

  • @afire7149
    @afire7149 Рік тому +3

    ভালোবাসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামীন কে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
    ভালোবাসুন সেই মা'কে যিনি আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারন করেছেন।
    ভালোবাসুন সেই ব্যক্তিকে যার জন্য সৃষ্টি কর্তা আপনাকে সৃষ্টি করেছেন।
    আমি তোমার প্রেমে অন্ধ বুজিনা তাই ভালো মন্দ। সব দরজা করে বন্ধ কাছে আসিলাম, ভালো বাসিয়াছো বলে ভালো বাসিলাম, ভালো বাসিয়াছো বলেই বন্ধু ভালো বাসিলাম। আমার যত কিছু আছে সব করিলাম অর্পন, শত রুপ দেখিতে তোমায় বানাইলাম দর্পন।
    তোমাতে মজিলো এমন চাইনা ভাবে আর কোন ধন, তোমার রঙ্গে হইয়া রঙ্গীন ভাবে মিশিলাম। ভালো বাসিয়াছো বলে ভালো বাসিলাম, বন্ধু ভালো বাসিলাম। তোমার দারুন ভালো বাসায় হইলাম যে কাঙ্গাল চাইনা আমি ছেরে যেতে তোমার মায়জাল
    যায় যদি যাক কুলমান চাইনা যে তার প্রতিদান, সরল প্রেমের রাখিবে মান আশায় থাকিলাম, ভালো বাসিয়াছো বলে ভালো বাসিলাম। বন্ধু ভালো বাসিলাম। আমি প্রেমে অন্ধ বুজিনা তাই ভালো মন্দ সব দরজা করে বন্ধ কাছে আসিলাম, ভালো বাসিয়ছো বলে ভালো বাসিলাম, বন্ধু ভালো বাসিলাম।
    প্রথম প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই । মা-বাবা ও ভাই- বোন নিয়ে ভালই আছি , ওদের ভালোবাসার সীমানা পেড়িয়ে
    আমাদের এই ভুবন থেকে অন্য কোনো পৃথিবীতে যাওয়া হয় না, তাই তোমার খোঁজ - খবর আমার কাছে নেই - আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ণ মালা গুলো ।

  • @debashis1116
    @debashis1116 2 місяці тому +1

    ১৯৯৭/৯৮ সালের কথা আমার বাবা অফিস থেকে এসে, প্রায় রাতেই আমাকে কোলে নিয়ে বাড়ির আঙিনা দিয়ে হাটতো আর এই গানটি শোনাতো। ২০০৭ এ বাবা মারা গিয়েছে, এই গানটি শুনলে বাবার কথা খুব মনে পরে।

  • @rahinurakterchowdhury853
    @rahinurakterchowdhury853 3 роки тому +10

    কখনো এ গানের আবেদন শেষ হবে না

  • @Hafizalasad-bh4db
    @Hafizalasad-bh4db 2 роки тому +5

    হৃদয় ছুঁয়ে যায় গভীরভাবে!

  • @badolprodhan7798
    @badolprodhan7798 3 роки тому +6

    কতো বার জি শুনেছি তা নিজের অজান্তেই হিসাব নাই

  • @mdmaziburrahman7750
    @mdmaziburrahman7750 7 місяців тому +2

    10/12/2023❤
    যারা গান শুনে তারা অবশ্যই শুনতে আসবে যুগের পর যুগ

  • @balayethossainjoy1345
    @balayethossainjoy1345 3 роки тому +13

    Old ii Gold my favorite song I'm Listening from East London RSA 🇿🇦🇧🇩