ভাই ওখানে প্রথমত কারেন্ট নাই, একটা প্রাইভেট কোম্পানী বিদ্যুতের ব্যাবস্থ করে, আর চাহিদার তুলনায় সাপ্লাই কম, তবে খরচও অনেক। আর সেন্টমার্টিনে আয়েরও কোনো ব্যাবস্থা নাই, ফলে ভাড়া বেশি নিবে এটাই স্বভাবিক। ওরা অটোরিক্সা নিয়ে বেড়ায় সেটার রাস্তাও ভালোনা, ফলে গাড়িরও ক্ষতি হয় আর পার্সও পাওয়া মুসকিল, শুধুমাত্র টুরিস্টসেবা দাওয়ার জন্য এগুলোর ব্যাবস্থা করে থাকে।
ধন্যবাদ বাংলা আমার মাতৃভুমি।
ভিডিও টা সুন্দর হয়েছে
ধন্যবাদ ভাই
Nice👌
আমি একবারে এখানে চলে যাবো ভাবছিলাম
তেমন সুবিধাজনক হবে না। কারন, ওইখানে বিদ্যুতের অনেক সমস্যা আছে।
ভাই ওখানে প্রথমত কারেন্ট নাই, একটা প্রাইভেট কোম্পানী বিদ্যুতের ব্যাবস্থ করে, আর চাহিদার তুলনায় সাপ্লাই কম, তবে খরচও অনেক। আর সেন্টমার্টিনে আয়েরও কোনো ব্যাবস্থা নাই, ফলে ভাড়া বেশি নিবে এটাই স্বভাবিক। ওরা অটোরিক্সা নিয়ে বেড়ায় সেটার রাস্তাও ভালোনা, ফলে গাড়িরও ক্ষতি হয় আর পার্সও পাওয়া মুসকিল, শুধুমাত্র টুরিস্টসেবা দাওয়ার জন্য এগুলোর ব্যাবস্থা করে থাকে।
০৬ নং সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ। টেকনাফ, কক্সবাজার জেলা।
ওইখানে জমি কেনার ব্যাবস্থা আছে? দাম কেমন?
ব্যবস্থা আছে, তবে দাম অনেক
Dada okhane kono hindu thake ki?
নাহ