#ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই অন্যদের উপকারের জন্য সোশ্যাল মিডিয়িাতে শেয়ার করুন এবং আপনার কোন প্রশ্ন জানার থাকলে জানান এই পোস্টের কমেন্টে। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বাংলাদেশের সেরা অর্থোপেডিক সার্জন,প্রফেসর ডাক্তার এম আমজাদ হোসেন, আমেনা বাকি ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সভাপতি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, ভালো থাকুন স্যার
স্যার, আমার বয়স ৩৪। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং ও সেলস অফিসার হিসেবে কাজ করি। যার দরুন আমাকে প্রতিদিন প্রায় ৭০-১০০ কিলোমিটার মোটরসাইকেল চালাতে হয়। বিগত প্রায় দুই বছর ধরে নিয়মিত এভাবেই মোটরসাইকেল চালাচ্ছি। একটানা ১০-১৫ কিলোমিটার চালানোর পর নিতম্ব এবং কোমরে অস্বস্তি বোধ করতাম। কিন্তু, গত ৩/৪ দিন ধরে কোমরে কিছুটা ব্যথা অনুভূত হচ্ছে। তবে সকালের দিকে ব্যথা অনেটাই কমে যায়। এমতাবস্থায়, আপনার পরামর্শ একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ স্যার।
দারুণ ভিডিও! কোমর ব্যথার কারণ ও তার চিকিৎসা নিয়ে এত সহজভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। অনেক মানুষ কোমর ব্যথায় ভুগছেন, বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন। আপনি যে ব্যায়াম এবং ঘরোয়া চিকিৎসার টিপস দিয়েছেন, সেগুলো সত্যিই কাজে আসবে। আশা করি এই ভিডিওটি আরও মানুষকে সচেতন করবে। ধন্যবাদ!
এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ও এ রোগে আক্রান্ত। তাই মাঝে মাঝে না বুঝে ব্যাথা নাশক ঔষধ খেয়ে ফেলি। তার যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটা আজ আপনার মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ স্যার। ভালো থাকুন সবসময়।
খেলতে গিয়ে ৫ বছর আগে কোমরে ব্যথা পেয়েছিলাম। কোমরের বাম পাশে মেরুদণ্ডের পাশে একটু তুলতুলে ফোলা ভাব আছে। পরে চিকিৎসকের পরামর্শ মেনে ওজন কমিয়েছিলাম। ওজন ছিল পরে ৬৯ কেজি। এভাবে ৩ বছর গেছে। কোমরে কোনো ব্যথা ছিল না। গত মার্চ মাসে ফের তীব্র ব্যথা আকষ্মিকভাবে শুরু হয়। তখন আমার ওজন ছিল ৭৫ কেজি। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে সাত ইঞ্চি। বর্তমান ওজন ৭৮ কেজি। গত ৭ দিন আবারও ব্যথা বেড়েছে। এক্স রে করা হয়েছে। মেরুদণ্ড বা হাড়ে সমস্যা নেই। যখন কোমরে ব্যথা বাড়ে বাম পা হালকা হালকা অবশ লাগে। বাম পায়ের গোড়ালির পেছনের শক্ত লিগামেন্টও প্রচুর ব্যথা হয় কোমরে ব্যথা বাড়লে। চেয়ারে বসলে কষ্ট হয়, শুয়ে থাকলেও ব্যথা করে। টয়লেটে বসলে উঠতে পারি না। কোমর কামড়ে ধরে। পরামর্শ চাই, প্লিজ আমি সুস্থ হতে চাই
স্যার, একটু বসে থাকার পরে উঠে দাঁড়ালে কোমর ব্যাথা করে দীর্ঘসময় মোটরসাইকেল চালালে ব্যথা করে এবং ঠান্ডা লাগা জনিত কোন সমস্যায় বা জ্বর হলে প্রথমে কোমর বেশি ব্যথা করে। রক্তে আমার ইউরিক এসিড বেশি আছে
খুবই কষ্টের ভিতর আছি, মাজায় ব্যাথার জন্য, ডাক্তার ও দেখাতে পারিনা টাকার সমস্যা, দিন দিন ব্যথা বেড়েই যাচ্ছে, একটু হালকা কাজ করলে ও। দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ যেন সুস্থতা দান করেন।
স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি আমার কোমরের দুপাশে খুব ব্যথা করে ঠিক মতো বসতে পারিনা খুব ব্যথা হয়ে যাই.6মাস ধরে এইরকম হচ্ছে. বসে কাজ করতে পারিনা প্লিস কিছু বলবেন স্যার
কঠিনের মাঝে সহজ আছে কিন্তু আমরা জানিনা।স্যার যেসমস্ত বক্তব্য দিলেন সেইগুলো সেই রকম।যেমন সাপও মরবে লাঠিও ভাংবেনা।এই সব গুনাবলী যুক্ত চিকিৎসক দেশের জন্য আর্শিবাদ। এফ এম মিয়া 💖💖💖💖
স্যার.... আমি দীর্ঘ ১২ বছর যাবত প্রচন্ড ব্যাথায় ভূগতেছি। দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন চিকিৎসা নিয়েও বিন্দু মাত্র কোন পরিবর্তন হয়নি, বরং শরীর আরো খারাপের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। স্যার আমার উপর দয়া হলে আমার জীবন বাঁচানো উপায় যদি বলতে পাড়তেন 😭😭😪
Sir, আমার কোমরের পিছনের বাম পাশ থেকে বাম পা পর্যন্ত বেথা করে অর্থাৎ আপনি যেটাকে low back pain বললেন ওটা হয়েছে মনে হয় তো মহাসয় আমি অনেক ওষুধ খেয়েছি এবং অনেক ব্যায়ামও করেছি কিন্তু ভালো হচ্ছে না দয়া করে কিছু উপায় বলে দিন
আসসালামু আলাইকুম স্যার আমি আজ থেকে ৩বছর আগে বাড়ি কিছু উঠাতে গিয়ে হঠাৎ করে আমার কোমর ব্যথা ধরে গেল ইনজেকশন নিতে হলো প্রায় ৬মাস পর পর ব্যাথা উঠে আমার ইনজেকশন নিতে হয়
@@ProfDrMAmjadHossain স্যার আসসালামুয়ালাইকুম আমি ওমান থেকে বলছি আমি কয়েক যাবাত কোমর ব্যথা আছি পিঠে নিছে এবং যে অংশ সেখানে ব্যাথা করে আমি বসে থাকতে পারি না কি করতে পারি একটু বলবেন না হয় আপনার নাম্বার দিবেন কিভাবে যোগাযোগ করতে পারি
আমি গত ২ বছর যাবত low back pain এ ভুগছি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক নিয়ম পালন করেছি আমার ব্যথা দিনকে দিন বেরেই চলেছে, কিছুদিন যাবত নতুন করে বুক বরাবর পিঠে ব্যথা অনুভব করছি, মনে হয় এইটাও স্তায়ি হবে। আমার কমেন্টি যদি আপনার চখে পরে থাকে অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিবেন, অনেক উপক্রিত হব। ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম স্যার। আমার মায়ের প্রচন্ড কোমড়ে ব্যথা, পেট ব্যথা। পিজি হাসপাতালে MRI করার পর বলল কোমড়ের হাড় ক্ষয় হয়েছে এবং হাড় বেড়েছে। ঔষধ খাওয়ার পরেও ঠিক হচ্ছে না ব্যথা যাচ্ছে না। এখন কি করনীয় স্যার!! প্লিজ স্যার, যদি বলতেন অনেক উপকার হত!! আমার মায়ের কষ্ট আর ভাল লাগছে না স্যার। ধন্যবাদ স্যার।
@@ProfDrMAmjadHossain আমার ছেলে বয়স আট বছর হঠাৎ করে হাটতে পারে না দারাতে ও পারে না পায়ে এবং কমরে ব্যাথা MRI করছে রিপোট ভাল এক মাস হয়েছে কি করা যায় পরামশ দিবেন দয়া করে
আমার মায়েরও(বয়স ৬৮) একই অবস্থা, ডান কোমর হতে নেমে গিয়ে হাটু হয়ে ডান পা পর্যন্ত অসহ্য ব্যাথা, একেবারে হাঁটতে/বসতে পারে না, দীর্ঘদিন শুধু ব্যাথার ওষুধ খেয়ে আছে কিন্তু তাতেও ব্যথা কমে না। শেষে এত ব্যাথার ওষুধে লিভার খারাপ না হয় যায় এই ভয় পাই কিন্তু উপায় নেই কারণ ব্যাথায় কাতরাতে থাকে। তাছাড়া নিয়মিত গরম জলের ব্যাগের সেক দেই, তাতে কিছুটা উপশম হয়। সুগার প্রেশার হার্টের সমস্যার এমনিই প্রচুর ওষুধ খায়। হাড়ের ডাক্তারের কাছে গেলে তো আরও ওষুধ দেবে, এমআরআই সেটাও তো খারাপ। কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। পরমার্শ পেলে উপকৃত হতাম।🙏
Khoob sundar bolechhen. Amar 3bochhor agge ai komor jantrany khoob kosto pachhilam Bhul treatment hoyai. Amar payer nerve chhoriye jay Tarpor spine o neurolist dekhai uni operation er jonno bolen amar spiner koyata joint khule jaoay Ami haath jor korlam karon amar sarire sei sakti chilo na Osudh..physiotherapy o bed rest e 1 bochhor thakar por ami totaly sustho. India theke. 🙏🙏🙏🙏
আমার বয়স ২৪ বছর, অবিবাহিত, আমি একজন ছাত্র। দীর্ঘদিন যাবত কোমড়ের দু-পাশে (যেই স্থানে বসি) প্রচুর ব্যাথা অনুভব করছি। ব্যাথাটা ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশে movement করে। সময়তে ব্যাথা কমে আবার সময়তে অনেক বেড়ে যায় হাটতে পারিনা। দীর্ঘ শ্বাস নিলে মেরুদন্ডের নিচের দিকে ব্যাথা অনুভব করি।
স্যার আমি দুই বছর আগে একটি মটর উঠাতে গিয়ে কোমরে ব্যাথা পাই কিন্তু দাঁড়িয়ে থাকলে ব্যাথা হয় আমি কোন ডাক্তার দেখাই নাই কোন ব্যথার ঔষধ খাইনি একটি সঠিক পরামর্শ চাই ধন্যবাদ স্যার
জিবনে এই প্রথম ভাল কোন ডা: এর কথা ভালো লাগলো,,,বাকি সবাই কে উপগ্রট কসাই লাগে ! আমি কইদিন জাবত মাজা বেথাই ভুগছি,জর ছিল 5 6 দিন এর মত,,,মাজা বেথা কিন্তু এখোন জাইনি,হেল্প মি
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমার বয়স 50+আমার মেরুদণ্ড ব্যাথা করে। হাড় গুলো ভারী ভারী মনে হয়। আমি ঔষধ খেতে চাই না। আমি কি খেলে সুস্থ থাকতে পারি। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমি অনেক কষ্ট করে হলেও তা করতে চেষ্টা করবো।
স্যার আমি একজন প্রবাসি, আপনার কথা গুলো অনেক শুনি খুব ভাল লাগে।আমি একটি সমস্যা নিয়ে অনেক দিন যাবত আছি, পায়ের হাটুর মধ্য খানে ঘিলার ভিতরে অনেক ব্যতা করে, দয়া করে একটু সমাদান দিবেন,plz
Professor Dr. M. Amjad Hossain Chief Consultant & Head Dept. of Orthopaedic Surgery Labaid Specialized Hospital, Dhaka. HOTLINE: 10606 For appoinment call daily @11:00 am.
আসসালামু আলাইকুম স্যার। আমার বয়স ৪৮বছর। আমার মাজার ব্যাথা এবং মেরুদণ্ডের দুই পাশে ব্যাথা করে।ওষুধ খেলে কমে খাওয়া বাদ দিলে বাড়ে।সকালে ঘুম থেকে উঠলে বেশি ব্যাথা করে। রাতে পায়ের হাটুতে কামরায়।
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি ইতালি থেকে বলছি স্যার আজকে প্রায় চার পাঁচ দিন ধরে আমার পেটে প্রচুর পরিমাণ ব্যথা করে খাবার খেলে ব্যথা করে ব্যথার জন্য ঠিকমতো খেতে পারিনা এ সমস্যাটা কেন হচ্ছে স্যার যদি একটু কষ্ট করে বলতেন
Sir my age 25. I face that problem and it's difficult to walk for me now. I am taking Arlin 500mg for three months. I am trying but can't manage your appointment.
@@amranhossainontu9810 Ami sir ke dekhiechilam takhon. Sir vitamin r relaxo tablet diechilo two months er. Ekhon alhamdulillah problem nai. Regular walk korle valo thaki. Long time Bose thakle halka batha hoy
#ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই অন্যদের উপকারের জন্য সোশ্যাল মিডিয়িাতে শেয়ার করুন এবং আপনার কোন প্রশ্ন জানার থাকলে জানান এই পোস্টের কমেন্টে। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
স্যার অামার মেরুদণ্ডে একদম কোমরে হাড় বাড়ছে একবার অপারেশন করাইছি, এখন অাবার অন্য পাশেও হাড় বাড়ছে
Sir amar l4l5 samasha
@@mitumitu9913 p
আপনার জন্য দোয়া।
ok
@@mitumitu9913
স্যার আপনার কথা শুনলে রোগী এমনিতেই ভালো হয়ে যাবে অনেকখানি! আল্লাহ পাক আপনাকে দীর্ঘজীবী করুন, মানবতার কল্যাণ এর জন্য।
Hmm
Right
আমিন
আমিন
আমিন ❤❤
বাংলাদেশের সেরা অর্থোপেডিক সার্জন,প্রফেসর ডাক্তার এম আমজাদ হোসেন, আমেনা বাকি ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সভাপতি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, ভালো থাকুন স্যার
ডক্টর টা কোথাঈ
@@litonahmed7983 lab aid
আমেনা বাকি ফাউন্ডেশন কোথায়?
স্যার আপনার পরামর্শ সত্যিই প্রশংসার যোগ্য।
সত্যি স্যার আপনার কথা গুলো শুনলে অনেকেই মানসিক শান্তি পাই
স্যার, আমার বয়স ৩৪। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং ও সেলস অফিসার হিসেবে কাজ করি। যার দরুন আমাকে প্রতিদিন প্রায় ৭০-১০০ কিলোমিটার মোটরসাইকেল চালাতে হয়। বিগত প্রায় দুই বছর ধরে নিয়মিত এভাবেই মোটরসাইকেল চালাচ্ছি। একটানা ১০-১৫ কিলোমিটার চালানোর পর নিতম্ব এবং কোমরে অস্বস্তি বোধ করতাম। কিন্তু, গত ৩/৪ দিন ধরে কোমরে কিছুটা ব্যথা অনুভূত হচ্ছে। তবে সকালের দিকে ব্যথা অনেটাই কমে যায়।
এমতাবস্থায়, আপনার পরামর্শ একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ স্যার।
দারুণ ভিডিও! কোমর ব্যথার কারণ ও তার চিকিৎসা নিয়ে এত সহজভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। অনেক মানুষ কোমর ব্যথায় ভুগছেন, বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন। আপনি যে ব্যায়াম এবং ঘরোয়া চিকিৎসার টিপস দিয়েছেন, সেগুলো সত্যিই কাজে আসবে। আশা করি এই ভিডিওটি আরও মানুষকে সচেতন করবে। ধন্যবাদ!
এভাবে বলা মানবতার ডাক্তার 👍
মাশা'আল্লাহ Sir'আপনার কথা শুনলেই রুগী ভালো হয়ে যাবে।
এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ও এ রোগে আক্রান্ত। তাই মাঝে মাঝে না বুঝে ব্যাথা নাশক ঔষধ খেয়ে ফেলি। তার যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটা আজ আপনার মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ স্যার। ভালো থাকুন সবসময়।
খেলতে গিয়ে ৫ বছর আগে কোমরে ব্যথা পেয়েছিলাম। কোমরের বাম পাশে মেরুদণ্ডের পাশে একটু তুলতুলে ফোলা ভাব আছে। পরে চিকিৎসকের পরামর্শ মেনে ওজন কমিয়েছিলাম। ওজন ছিল পরে ৬৯ কেজি। এভাবে ৩ বছর গেছে। কোমরে কোনো ব্যথা ছিল না। গত মার্চ মাসে ফের তীব্র ব্যথা আকষ্মিকভাবে শুরু হয়। তখন আমার ওজন ছিল ৭৫ কেজি। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে সাত ইঞ্চি। বর্তমান ওজন ৭৮ কেজি। গত ৭ দিন আবারও ব্যথা বেড়েছে। এক্স রে করা হয়েছে। মেরুদণ্ড বা হাড়ে সমস্যা নেই। যখন কোমরে ব্যথা বাড়ে বাম পা হালকা হালকা অবশ লাগে। বাম পায়ের গোড়ালির পেছনের শক্ত লিগামেন্টও প্রচুর ব্যথা হয় কোমরে ব্যথা বাড়লে। চেয়ারে বসলে কষ্ট হয়, শুয়ে থাকলেও ব্যথা করে। টয়লেটে বসলে উঠতে পারি না। কোমর কামড়ে ধরে। পরামর্শ চাই, প্লিজ আমি সুস্থ হতে চাই
ভাই আমার ও একি অবস্থা
ভাই আমার পায়ের লিগামেন্ট সমস্যার পর থেকে একই সমস্যা আপনার মত 😢😢😢
চিকিৎসা নিলে সেরে উঠবে ইনশাআল্লাহ ❤️❤️❤️
স্যার ধন্যবাদ আমার ও দুদিন হলো কমর ব্যাথা ছিলো ওষুধ নেয়নি এভাবে এখন ভালো লাগছে
আপনাকে অসংখ ধন্যবাদ স্যার❤️❤️
খুবই সুন্দর ভাবে বোঝালেন ডাক্তার বাবু, ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে ভালো থাকেন দোয়া রহিলো।
আলহামদুলিল্লাহ
আপনার চিকিৎসায়
আমার মা সুস্থ আছেন।
আপনার জন্য দোয়া রইলো।
bosen kothay
অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার।মাঝে মাঝে উপদেশ দিবেন।
মাশাআল্লাহ দারুণ হয়েছে কথা গুলো স্যার 🎉🎉🎉🎉🎉
আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক।,,,,আমিন,,,
Apni amar namoskar neben.apnr katha amar valo lage.apnr katha moner jor baray🙏🙏🙏🙏♥
Thanks for your valuable comment.
স্যার আপনার সামনে গেলে রোগীর ভিড়ে বেশি বলতে, শুনতে পারি না।এখানে তো অনেক ভালো লাগছে। ধন্যবাদ।
good advising
এই ডাক্তার কেমন ভালো কি না ডাক্তারের নাম্বারটা দিবেন একটু প্লিজ এই ডাক্তারের সাথে দেখা করতে চাই ভাই আমি আপনি একটু আমারে নাম্বার দিন এই ডাক্তারের
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এমন পরামর্শ দেওয়ার জন্য
নমস্কার
মনে
উ
দনবাদসার
আলহামদুরিল্লাহ সার খুব সুন্দর হইছে ভালো থাকবেন
ধন্যবাদ
স্যার ভারী কাজ করলে কমরে যন্ত্রণা হয় !একটু জানাবেন কি ভাবে সারবে !
রাইট স্যার, আপনার কথা ইনশাআল্লাহ আপনার সহযোগিতা আমাদেরই কাম্য।😊❤
Subscribe/share করলাম, আগ্রহের সাথে। কারন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা!
Thanks
আসসালামু আলাইকুম স্যার। অনেক সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ।
স্যার, একটু বসে থাকার পরে উঠে দাঁড়ালে কোমর ব্যাথা করে দীর্ঘসময় মোটরসাইকেল চালালে ব্যথা করে এবং ঠান্ডা লাগা জনিত কোন সমস্যায় বা জ্বর হলে প্রথমে কোমর বেশি ব্যথা করে। রক্তে আমার ইউরিক এসিড বেশি আছে
আপনার বেথা ভালো হইছে না হলে মেসেস দেন
আলহামদুলিল্লাহ্ স্যার সুন্দর আলোচনা
Thanks for your excellent advice honourable sir
অনেক অনেক ধন্যবাদ স্যার খুব সুন্দর আলোচনা করেছেন 💘
স্যার আপনার কথা শুনে শাহস পেলাম আল্লাহ আপনাকে ভালো রাখুক
স্যার মাজার ব্যাথার কারণে অনেক ভয় পাইতেছে।
কি ব্যায়াম করতে হবে বললে ভাল হয়।
ধন্যবাদ স্যার আমি হোমিওপ্যাথি প্রাক্ট্রিস করি।আপনার কথা গুলো খুব গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ
খুবই কষ্টের ভিতর আছি,
মাজায় ব্যাথার জন্য,
ডাক্তার ও দেখাতে পারিনা
টাকার সমস্যা, দিন দিন ব্যথা বেড়েই যাচ্ছে, একটু হালকা কাজ করলে ও।
দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ যেন সুস্থতা দান করেন।
Tnq doctor sundor vabe bujhai debar jonno 🖤
I am very happy to know about back pain.
ডাক্তার বাবু খুব সুন্দর বুঝিয়ে বলাতে খুবই ভালো লেগেছে মনে জোর পেলাম
আমাদের সিলেটের ল্যাব এইড হাসপাতাল 🧡🧡
Halar po.. Dhanmondi r uni
Hi h by
@@sofikulislam9604
Oi JH
আমাদের দিনাজপুরের সন্তান , দিনাজপুরের চিরিবন্দর এও বসে
@@sahidalraji3958 কোনদিন বসেন জানাবেন প্লিজ
Be explained thoroughly so that one can understand the actually theme of fact. Thanks
স্যার খুব ভালো লাগলো
আলহামদুলিল্লাহ কি সুন্দর কথা স্যারের
আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে
ফরিদপুর থেকে আমার মায়ের কোমর ব্যাথার জন্য অপারেশন করতে বলছিলো।
অপারেশন ছাড়াই আপনার চিকিৎসায় আমার মা সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ।
আপনার জন্য দোয়া রইলো।
Dctr er Address ta deya jabe vaia
স্যার আপনাকে অনেক ধ্যানবাদ
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আসসালামুয়ালাইকুম স্যার
আপনাকে অনেক ধন্যবাদ
আল্লাহ আপনার নেক হায়াত দান করুন
আমার কোমরের ব্যথা ও
নিচের হাডডিতে ব্যথা 5 বছর ধরে
আমার থেকে চিকিসা নিতে পারেন
আমার থেকে চিকিসা নিতে পারেন
Onek sondor kotha bolesen Sir onek dhonnobad
সার এই কোমরের বেতার কি কি মেডিসিন খেলে আমরা সর্বদা সুস্থ থাকবো যদি একটুখানি বলে দেন আপনার চ্যানেলের মাধ্যমে আমরা খুব খুশি হতাম
এ কোমর ব্যথার জন্য কি কি ঔষধ খেতে হবে বলবেন কি ?।
@@mdnozrul5677 Physical excersice is the best medicine💊
6n
Namaz🤲🖤
স্যার পলিজ মোবাইল নম্বর।
Sir onek valo ekjon doctor ...sir k amader full family sobai dekhay 🥰khub valo ..sir k onk valobasi ,😍
স্যার কথায় বসেন??
স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি আমার কোমরের দুপাশে খুব ব্যথা করে ঠিক মতো বসতে পারিনা খুব ব্যথা হয়ে যাই.6মাস ধরে এইরকম হচ্ছে. বসে কাজ করতে পারিনা প্লিস কিছু বলবেন স্যার
কঠিনের মাঝে সহজ আছে কিন্তু আমরা জানিনা।স্যার যেসমস্ত বক্তব্য দিলেন সেইগুলো সেই রকম।যেমন সাপও মরবে লাঠিও ভাংবেনা।এই সব গুনাবলী যুক্ত চিকিৎসক দেশের জন্য আর্শিবাদ।
এফ এম মিয়া 💖💖💖💖
স্যর আপনার কথা গুলো শুনে ভালো লাগলো এবং সাহুস পেলাম
অনেক ধন্যবাদ আপনাকে
স্যার.... আমি দীর্ঘ ১২ বছর যাবত প্রচন্ড ব্যাথায় ভূগতেছি। দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন চিকিৎসা নিয়েও বিন্দু মাত্র কোন পরিবর্তন হয়নি, বরং শরীর আরো খারাপের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। স্যার আমার উপর দয়া হলে আমার জীবন বাঁচানো উপায় যদি বলতে পাড়তেন 😭😭😪
Dr. Rabin Barman দেখান
Right bro sem2 u
rabin barman kuthai bose?
আপনার বেথা কি ভালো হইছে না হলে আমি একটা ফিকির দি নিতে পারেন ইনসোআল্লা ভালো হয়ে জাবেন
@@lovemovi5442 কি সেটা ভাই।আমাকে বলেন আমিও একি সমস্যায় ভুগছি
স্যার আপনার কথা ভাল লাগলো। আপনাকে ধন্যবাদ।
Sir, আমার কোমরের পিছনের বাম পাশ থেকে বাম পা পর্যন্ত বেথা করে অর্থাৎ আপনি যেটাকে low back pain বললেন ওটা হয়েছে মনে হয় তো মহাসয় আমি অনেক ওষুধ খেয়েছি এবং অনেক ব্যায়ামও করেছি কিন্তু ভালো হচ্ছে না দয়া করে কিছু উপায় বলে দিন
ভাই আমার ও একি সমস্যা
ভাই আমারও একই সমস্যা। হাটতে বা বেশী সময় দাড়াতে পারি না
Uuiiollppppppppooo
@@imranhossaindc9105 a kid ec
আসসালামু আলাইকুম স্যার আমি আজ থেকে ৩বছর আগে বাড়ি কিছু উঠাতে গিয়ে হঠাৎ করে আমার কোমর ব্যথা ধরে গেল ইনজেকশন নিতে হলো প্রায় ৬মাস পর পর ব্যাথা উঠে আমার ইনজেকশন নিতে হয়
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো খুবই ভালো লাগে।
আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।
আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ রাখেন আমিন
Ameen
ধন্যবাদ স্যার আপনাকে
Assalamuailikum. Thank you so much for your advice.
Lots of thanks sir.
কমরে বেথা ৩ বছর দরে স্যর কি ঔষদ কি
ঔষদ খাইলে ছারব একটু জানাবেন
Sir, Many Many thanks for your
Valuable advice.
স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
স্যার আপনার সাথে দেখা করতে চাই সিরিয়াল নামবার দিবেন প্রিজ
@@ProfDrMAmjadHossain স্যার আসসালামুয়ালাইকুম আমি ওমান থেকে বলছি আমি কয়েক যাবাত কোমর ব্যথা আছি
পিঠে নিছে এবং যে অংশ সেখানে ব্যাথা করে আমি বসে থাকতে পারি না কি করতে পারি একটু বলবেন না হয় আপনার নাম্বার দিবেন কিভাবে যোগাযোগ করতে পারি
Thanks for Advise
Apni kotay bosan
ধন্যবাদ জানাই স্যর।
আমি গত ২ বছর যাবত low back pain এ ভুগছি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক নিয়ম পালন করেছি আমার ব্যথা দিনকে দিন বেরেই চলেছে, কিছুদিন যাবত নতুন করে বুক বরাবর পিঠে ব্যথা অনুভব করছি, মনে হয় এইটাও স্তায়ি হবে। আমার কমেন্টি যদি আপনার চখে পরে থাকে অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিবেন, অনেক উপক্রিত হব। ধন্যবাদ
সেম সমস্যা আমারো।
অসাধারণ ভালো লাগলো
Thank you so much sir
hi
উনার কাছে আমি গেছিলাম, উনি রোগীর কথা শুনতেই চান না
@@mispriyapriya1425 কেনো কি বলছে
Hi
Oti mulloban lecture
আসসালামুয়ালাইকুম স্যার। আমার মায়ের প্রচন্ড কোমড়ে ব্যথা, পেট ব্যথা। পিজি হাসপাতালে MRI করার পর বলল কোমড়ের হাড় ক্ষয় হয়েছে এবং হাড় বেড়েছে। ঔষধ খাওয়ার পরেও ঠিক হচ্ছে না ব্যথা যাচ্ছে না। এখন কি করনীয় স্যার!! প্লিজ স্যার, যদি বলতেন অনেক উপকার হত!! আমার মায়ের কষ্ট আর ভাল লাগছে না স্যার। ধন্যবাদ স্যার।
ua-cam.com/video/m92ZMcRjMxA/v-deo.html
@@ProfDrMAmjadHossain আমার ছেলে বয়স আট বছর হঠাৎ করে হাটতে পারে না দারাতে ও পারে না পায়ে এবং কমরে ব্যাথা MRI করছে রিপোট ভাল এক মাস হয়েছে কি করা যায় পরামশ দিবেন দয়া করে
আমার মায়েরও(বয়স ৬৮) একই অবস্থা, ডান কোমর হতে নেমে গিয়ে হাটু হয়ে ডান পা পর্যন্ত অসহ্য ব্যাথা, একেবারে হাঁটতে/বসতে পারে না, দীর্ঘদিন শুধু ব্যাথার ওষুধ খেয়ে আছে কিন্তু তাতেও ব্যথা কমে না। শেষে এত ব্যাথার ওষুধে লিভার খারাপ না হয় যায় এই ভয় পাই কিন্তু উপায় নেই কারণ ব্যাথায় কাতরাতে থাকে। তাছাড়া নিয়মিত গরম জলের ব্যাগের সেক দেই, তাতে কিছুটা উপশম হয়। সুগার প্রেশার হার্টের সমস্যার এমনিই প্রচুর ওষুধ খায়। হাড়ের ডাক্তারের কাছে গেলে তো আরও ওষুধ দেবে, এমআরআই সেটাও তো খারাপ। কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। পরমার্শ পেলে উপকৃত হতাম।🙏
Thank you so much sir for this post
Khoob sundar bolechhen.
Amar 3bochhor agge ai komor jantrany khoob kosto pachhilam
Bhul treatment hoyai. Amar payer nerve chhoriye jay
Tarpor spine o neurolist dekhai uni operation er jonno bolen amar spiner koyata joint khule jaoay
Ami haath jor korlam karon amar sarire sei sakti chilo na
Osudh..physiotherapy o bed rest e 1 bochhor thakar por ami totaly sustho.
India theke.
🙏🙏🙏🙏
Best wishes
@@ProfDrMAmjadHossain 🙏🙏🙏🙏
Thanks sir for your great experience
আমার বয়স ২৪ বছর, অবিবাহিত, আমি একজন ছাত্র। দীর্ঘদিন যাবত কোমড়ের দু-পাশে (যেই স্থানে বসি) প্রচুর ব্যাথা অনুভব করছি। ব্যাথাটা ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশে movement করে। সময়তে ব্যাথা কমে আবার সময়তে অনেক বেড়ে যায় হাটতে পারিনা। দীর্ঘ শ্বাস নিলে মেরুদন্ডের নিচের দিকে ব্যাথা অনুভব করি।
akhon kmn asen
আল্লাহ তুমি রহমত কর আমিন
দারুন লেগেছে আপনার ভিডিওটা
স্যার আমি দুই বছর আগে একটি মটর উঠাতে গিয়ে কোমরে ব্যাথা পাই কিন্তু দাঁড়িয়ে থাকলে ব্যাথা হয় আমি কোন ডাক্তার দেখাই নাই কোন ব্যথার ঔষধ খাইনি একটি সঠিক পরামর্শ চাই ধন্যবাদ স্যার
Sir apnake dirgojibi korok💞💞
AB school er student ra apner jonno proud feel kori sir
Ээ
Lllll
Hmm
জিবনে এই প্রথম ভাল কোন ডা: এর কথা ভালো লাগলো,,,বাকি সবাই কে উপগ্রট কসাই লাগে !
আমি কইদিন জাবত মাজা বেথাই ভুগছি,জর ছিল 5 6 দিন এর মত,,,মাজা বেথা কিন্তু এখোন জাইনি,হেল্প মি
আপনাকে ধন্যবাদ,
এক ইরকম,আরো পরামর্স, আমাদের কে, জানাবেন
1
কুমরে বেথা কেমনে বালো করবু এট টু উপাই বলবেন
Assassinationlll pop piku potty👍 pool👍👍👍👍👍👍 pool pool of pool pool👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Poolhall the l
আসসালামু আলাইকুম, স্যার আপনার কাছে প্রঃ স্পাইনাল কট সমস্যা নিয়ে একটি ভিডিও বানালে ভালো হয়।
ভালো লাগলো এই রকম ভিডিও অারো চাই
আপনার ভিডিও গুলো অনেক সুন্দর । এরকম ভিডিও কে আমার সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন
আপনাকে ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
আমার বয়স 50+আমার মেরুদণ্ড ব্যাথা করে।
হাড় গুলো ভারী ভারী মনে হয়।
আমি ঔষধ খেতে চাই না।
আমি কি খেলে সুস্থ থাকতে পারি।
দয়া করে আমাকে একটু সাহায্য করুন।
আমি অনেক কষ্ট করে হলেও তা করতে চেষ্টা করবো।
methir sathe hani mane modho misiye khaben ar niyomito beam korben dekben valo hoye jabe
স্যার আমি একজন প্রবাসি, আপনার কথা গুলো অনেক শুনি খুব ভাল লাগে।আমি একটি সমস্যা নিয়ে অনেক দিন যাবত আছি, পায়ের হাটুর মধ্য খানে ঘিলার ভিতরে অনেক ব্যতা করে, দয়া করে একটু সমাদান দিবেন,plz
Professor Dr. M. Amjad Hossain
Chief Consultant & Head
Dept. of Orthopaedic Surgery
Labaid Specialized Hospital, Dhaka.
HOTLINE: 10606
For appoinment call daily @11:00 am.
Many many thanks sir
খুব চমৎকার করে বুঝিয়েছেন
ধন্যবাদ
স্যার, আমার কমর ব্যাথা হয়, আমি যদি ৩০ মিনিট বা ১ঘণ্টা বসি থাকি কমর সোজা হয়ে দাড়িতে অনেকটা সময় লাগে। নতুন করি পুরা পিটে ব্যাথা করে।
Same vai
আমার ও
সেইম ভাই
সেম আপু আমার ও
@@msrimaaktar আহারে কি কষ্ট☹️☹️
আসসালামু আলাইকুম স্যার। আমার বয়স ৪৮বছর। আমার মাজার ব্যাথা এবং মেরুদণ্ডের দুই পাশে ব্যাথা করে।ওষুধ খেলে কমে খাওয়া বাদ দিলে বাড়ে।সকালে ঘুম থেকে উঠলে বেশি ব্যাথা করে। রাতে পায়ের হাটুতে কামরায়।
আমার থেকে ফিকির নিতে পারেন
খুব ভালো লাগলো।
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি ইতালি থেকে বলছি স্যার আজকে প্রায় চার পাঁচ দিন ধরে আমার পেটে প্রচুর পরিমাণ ব্যথা করে খাবার খেলে ব্যথা করে ব্যথার জন্য ঠিকমতো খেতে পারিনা এ সমস্যাটা কেন হচ্ছে স্যার যদি একটু কষ্ট করে বলতেন
জোইস্ট মধুর চা খেয়ে দেখতে পারেন
Sir my age 25. I face that problem and it's difficult to walk for me now. I am taking Arlin 500mg for three months. I am trying but can't manage your appointment.
ভাই আপনার কোমরের ব্যথা এখল কি আছে নাকি চলে গেছে
I am 26. I have been suffering for 6/7 years. Now my situation is very bad. I changed three doctors do far. What can do now😭😭
@@amranhossainontu9810 Ami sir ke dekhiechilam takhon. Sir vitamin r relaxo tablet diechilo two months er. Ekhon alhamdulillah problem nai. Regular walk korle valo thaki. Long time Bose thakle halka batha hoy
ঠিক বলছেন স্যার
Thank you sir
@ï opïöio
Great video with helpful information.
স্যার আপনার সাথে দেখা করা অথবা যোগাযোগের একটা মাধ্যম বলুন।
10606
@@ProfDrMAmjadHossain সার
@@ProfDrMAmjadHossain স্যার আমার কিছু কথা ছিল
স্যার আমি দেশের বাহিরে আছি, যদি কোন মেইল বা কন্টাক্ট নাম্বার দিতেন।
@@ProfDrMAmjadHossain ata ki number pls tell me