আড়িয়াল বিল ও ধলেশ্বরী নদীর মাছের ঘাট ছোট বোয়ালের দাম সাত হাজার টাকা | Ariyal Bill Local Fish

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • ভোর রাত থেকেই জমজমাট হয়ে উঠে কেরাণীগঞ্জের সোনাকান্দা। ধলেশ্বরী নদী পাড়ে এই মাছ ঘাট। সারারাত মাছ ধরে ভোরে জেলে নৌকা এসে ঘাটে ভিড়ে । তরতাজা নদীর মাছ ঝাপিতে ঢেলে সবাই ছুটে ঘাটের দিকে। সোনাকান্দা ঘাটে শুধু ধলেশ্বরীর মাছ নয়, আড়িয়াল বিলের মাছও আসে। বিশেষ করে আড়িয়াল বিলের জিওল মাছ।
    জেলেদের ধরা মাছ তোলা হয় নিলামে। মহাজন দর হাকেন, পাইকারদের মধ্যে যে বেশি দর দিতে পারে নিলামে তাকেই মাছ দেয়া হয়।
    এর পর চলে মাছ বাছাই। বড়, ছোট সাইজ হিসেবে আলাদা করা হয়। এরপর এগুলো যাবে বিভিন্ন খুচরা বিক্রির বাজারে। সোনাকান্দা ঘাট বসে ভোর রাতে, সকাল ৭ টার মধ্যেই বেচাকেনা শেষ হয়ে যায়। যারা নদী ও বিলের টাটকা তাজা মাছ চান তারা এই ঘাটে আসতে পারেন।
    #আড়িয়াল_বিল
    #বাংলাদেশি _মাছের_বাজার
    #ধলেশ্বরী_নদীর_মাছের_ঘাট
    #নদির_তাজা_মাছের_নিলাম
    #বোয়াল_মাছ

КОМЕНТАРІ • 48