বিশ্বের বিপদজনক যত বিমানবন্দর রানওয়ে।।HatsaniBD।। সমুদ্রের ভেতর বিমানবন্দর রানওয়ে এখন বাংলাদেশেও!

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • To Visit Our Channel:
    / @hatsanibd
    স্কটল্যান্ডের বাররা দ্বীপে অবস্থিত বাররা আন্তর্জাতিক বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মিটার উপরে অবস্থিত। অর্থাৎ উচ্চ ঢেউ উঠলেই বিমান বন্দরের তিনটি রানওয়ে পানির নীচে চলে যায়। আর সেই সময় রানওয়েতে বিমান অবতরণ যে কতটা কঠিন হতে পারে তা আন্দাজ করাও শক্ত। যদিও এই বন্দরে নির্দিষ্ট সময়েই বিমান অবরণের অনুমতি মেলে।
    মালদ্বীপের মালে আন্তর্জাতিক বিমানবন্দরটি সমুদ্র উপকূল থেকে মাত্র দুই মিটার উচ্চতায় অবস্থিত। মালদ্বীপের মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাইলটদের জন্য বিমান টেক অফ বা অবতরণ করা খুবই কঠিন। বলা হয়, এটিই বিশ্বের একমাত্র বিমানবন্দর, যেটি আলকাতরা দিয়ে তৈরি করা হয়েছে। এই বিমানবন্দরটি সমুদ্রের মাঝখানে অবস্থিত। পাইলটরা একটু ভুল করলেই বিমান সরাসরি ভারত মহাসাগরে পড়ে যেতে পারে।
    ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিমান বন্দরে অবতরণের জন্য পাইলটদের বুকের পাটা থাকতে হবে। এটি বিশ্বের সবচেয়ে ছোটো রানওয়ে। এই রানওয়ের তিন দিকে সমুদ্র আর একপাশে পাহাড়ের চূড়া। এখানে পাইলটের একটি ছোট্ট ভুলও বিমানটিকে পানিতে ডুবিয়ে দিতে পারে।
    ভারতের লাক্ষাদ্বীপের কেন্দ্রশাসিত অঞ্চল আগাট্টি দ্বীপের দক্ষিণ প্রান্তে এই বিমানবন্দরটি অবস্থিত। এই বিমানবন্দরটির চারপাশে নীল জলরাশি। এটি ভারতের সবচেয়ে বিপদজনক বিমানবন্দর। এই রানওয়েটি মাত্র ৪০০০ ফুট লম্বা।
    প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর হল সেন্ট মার্টিনের ক্যারিবিয়ান দ্বীপের প্রধান বিমানবন্দর। এই বিমানবন্দরটি ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি। অবতরণের আগে, বিমানগুলো একটি সমুদ্র সৈকত এবং রাস্তার উপর দিয়ে উড়ে যায়। যা মাটির নাগালের বাইরে। একটি বড় আকারের বিমান যাতায়াতের জন্য ন্যূনতম ৮০০০ ফুট রানওয়ের প্রয়োজন। কিন্তু এই বিমানবন্দরে মাত্র ৭০০০ ফুট রয়েছে। যার ফলে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দরগুলোর মধ্যে একটি হয়ে ওঠেছে।
    নিউজিল্যান্ডের রাজধানী শহর ওয়েলিংটনের রোঙ্গোতাই শহরতলিতে অবস্থিত ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দর। এটি পূর্বে রোঙ্গোতাই বিমানবন্দর নামে পরিচিত ছিল। শহরের কেন্দ্র থেকে ৫.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মাত্র ৬৩৫১ফুট। এই বিমানবন্দরের চারপাশে জলাশয়। তাই পাইলটকে ল্যান্ডিং এবং টেক-অফ পয়েন্ট সঠিকভাবে জানতে হয়।
    *******************************
    #Coxsbazar_Airport_Runway
    #World_Dangerous_Airports
    #Most_Dangerous_Runway
    #bangladesh_airport
    #Word_Airport
    #airportnews
    #Barra_International_Airport
    #Male_International_Airport
    #Airports_in_the_Caribbean_Islands
    #Princess_Juliana_International_Airport
    #Wellington_International_Airport
    #HatsaniBD
    ‪@mayajaalbangla‬
    *******************************************
    Email: Mahmud.shawon2041@gmail.com

КОМЕНТАРІ • 2