সুশান্ত স্যারের লিখা ও কথা আমাকে অনেক উৎসাহ দিয়েছে। বিসিএস পরীক্ষার আগে উনার নির্দেশনা যেটা পত্রিকায় পেতাম, সেগুলো ভালো ভাবে মেনে চলার চেষ্টা করতাম। এখন আমিও একজন বিসিএস ক্যাডার।
আমি গল্পটা যতক্ষন শুনছি কিছুক্ষন পর পর ই কান্না আসছে, আমার কান্না থামাতে পারছিলাম না, আমার জিবনে দেখা সবছাইতে সেরা সফলতার গল্প।। অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি, হাজার মানুষের অনুপ্রেরণা আপনি❤️🧡
সর্বোচ্চ ব্যর্থ নাহলে সর্বোচ্চ সফলতা অর্জন করা যায় না এবং সফলতার মজাও বোঝা যায় না। এর জ্বলন্ত উদাহরণ সুশান্ত পাল স্যার। গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ স্যারও এরকম ইতিহাস তৈরি করেছেন। যা আমরা কিবরিয়া স্যার এর মাধ্যমে জানতে পেরেছি। ধন্যবাদ স্যার এরকম মানুষদের আপনার অনুষ্ঠানে আনার জন্য
দাদা, কলকাতা থেকে দেখছি!! অনেক অনেক শ্রদ্ধা আর নমস্কার জানবেন!! মন্ত্রমুগ্ধের মতো সমস্ত গল্পটা শুনে গেলাম... আপনি এগিয়েছেন কারন আপনি সৎ ছিলেন, কাউকে ঠকাননি, বিশুদ্ধ আত্মার বলেই..!!আপনার জীবনে আরো আরো সফলতা কাম্য করি!! 🙏👏👌🌹
আমিও একজন বোকা মা।আমার ছোট ছেলে ৩৩ তম বি সি এস _এ ইনকাম টেক্সে চান্স পেয়েছিল।আমিও তখন এত কিছু জানতাম ন।স্যালুট জানাই এই পুত্রসম অদম্য সন্তানকে আর ধন্যবাদ জানাই জনাব কিবরিয়া সাহেবকে।অনেক অনেক শুভকামনা জানাই।
আমি সামান্য অশিক্ষিত একজন বৃদ্ধা মা আপনার জীবনী শুনতে আমার এত ভাল লাগলো ভাষায় প্রকাশ করতে পরবো না তবে এটুকু আশা করবো যেন এই ভিডিও টা দেখে অনেক সন্তানের জীবনের পরিবর্তন আসবে।ঈশ্বর আপনার সহায় হউন।
কিবরিয়া ভাইয়ের সবগুলো episode-ই সাঙ্ঘাতিক ভাবে জন প্রিয়। কিন্তু এই গুলির ভিতর আমি যারপর নাই আপ্লুত হয়েছি গৌরাঙ্গদা এবং এই দাদার অর্তাৎ সুশান্তদার জীবন গল্প শুনে। এই দুই ব্যক্তির জীবন গল্প আমাদের যুবক/যুবতীদের জন্য অবশ্যই চূড়ান্ত ভাবে অনুপ্রেরণামূলক। কিবরিয়া ভাইকে এবং সুশান্তদাকে স্যালুট করছি আপনাদের সময় এবং বিবেচনার জন্য।
জীবনের প্রথম এমন একটি ভিডিও দেখলাম এক সেকেন্ডের জন্য ও skip Korte পারলাম না। সত্যি কথাগুলা খুবই দরকার আমাদের জীবনের জন্য। একজন মানুষ কতটুকু পরিশ্রম করে ব্যর্থ হওয়ার পরও সফল হয়েছে সেটাই। শ্রদ্ধা আর ভালোবাসা বেড়ে গেল স্যার আপনার প্রতি সত্যিই আপনি একজন মহৎ ব্যক্তি। চোখ দিয়ে পানি চলে আসছে আপনার গল্প শুনে।
ব্রান্ডিং বাংলাদেশ কে অনেক অনেক শুভকামনা, আজকের অনুষ্ঠান থেকে এমন একজনকে খুজে পেলাম, যার কথা আমি আমার ভার্সিটিতে পড়া বাসার স্যারের কাছে সুনেছি।তিনি আমায় মোটিভেট করতে সুশান্ত স্যারের উদাহরণ দিতেন।তখন জানতাম না সুশান্ত পাল কে, আজ মুগ্ধ হয়ে গেছি।চমৎকারের মধ্যেও যে এতো চমৎকার হওয়া যায় জানতাম না।ঘুরে দাঁড়ানোর ভিডিও তো অনেক দেখেছি, কিন্তু ঘুরে দাঁড়ানোর স্প্রিহা এমোন কখোনোই জাগেনি,,,,,,,,,,, অনেক দোয়া রইল। 🌼🌼🌼
আমার আশা ছিল সুশান্ত পাল স্যার Branding Bangladesh episode এ আসবে। মা-শা-আল্লাহ ,আমার আশাটা পূর্ণ হলো। পুরো অনুষ্ঠানটা দেখে অনেক অনুপ্রেরণা পেলাম। আমি যতই সুশান্ত পাল স্যারের ভিডিও দেখি ততই দোয়া আসে যে,আল্লাহ তায়ালা যেন তাকে ইসলামের জন্য কবুল করুন।যাতে দুনিয়া ও পরকাল উভয় জগতে উনি সুখি হতে পারেন।আমিন।যদিও বিষয়টি ওনার ধর্মের ভিত্তিতে ওনার কাছে অন্যরকম মনে হতে পারে। Live long Sushanto Paul sir.
আপনি শুধু আপনার জীবনের চড়াই-উৎরাই সাকসেস এগুলো বলেন নাই ভাই, আপনি কথাগুলো এতো সুন্দর, সাবলীলভাবে, আত্মার সংস্পর্শে এসে কথাগুলো বলছেন, কথাগুলো হৃদয়ভেদ করে গেছে। ভাই,,, সত্যি, কিছু শিখছি ভাই...!!!! আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আপনি যেনো দুনিয়ার মর্যাদার সাথে-সাথে ঈমান নিয়ে পরকালেও মর্যদা লাভ করেন।
চোখের পানি ধরে রাখতে পারলাম না। কিন্তু শেষটা ছিলো অসম্ভব আনন্দের❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ HSC তে থাকার সময় একবার শুনেছিলাম কোচিং টিচার এর কাছে। আজ পুরোটা শুনতে পারার ভাগ্য হলো।
আপনাকে কতটা পছন্দ করি তা ভাষায় প্রকাশ করার মতো না সুশান্ত স্যার। জীবন যখন বিরক্তিকর হয়ে ওঠে আপনার কথাগুলো শুনে নতুন করে ভালোভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। এমনভাবে শত শত মানুষের চোখে নিজেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখার ইচ্ছা জাগিয়ে তোলার জন্য ধন্যবাদ স্যার।
সুশান্ত দাদা তোমার কথাগুলো একেবারে হৃদয়ে লেগেছে। সত্যিই তুমি মহান! তুমি পেরেছ দেখিয়ে দিয়েছো আমার মতে নিজের আত্মবিশ্বাসে মানুষের সবচেয়ে বড় জয়ের কারণ।
সুশান্ত পালের জীবনটা বিশ্বখ্যাত থ্রিলার সিনেমা থেকে কোনো অংশেই কম কিছু নয়, বরং আরও বড় কিছু ;ক্লাইমেক্স এ ভরপুর!সেখানে যেমন পদে পদে ছিলো প্রতিবন্ধকতা,তেমনি ছিলো আল্লাহর রহমত এবং মা বাবার দোয়া; যা মানুষকে চরম প্রতিকূলতার থেকেও মুক্তি দিতে পারে নিমিষেই।
মেধাবীদের প্রতি বরাবরই আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা,দূর্বলতা কাজ করে। আরো একবার দূর্বল হলাম সুশান্ত দাদার প্রতি। তবে পাগলামি টা একটু বেশি হয়ে গেছে। মেধাবীরা এমনি হয়।
খুব ভালো লাগল এই আলোচনা! মা বাবার প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি শ্রদ্ধা মানুষকে সত্যিকারের মান হুঁশ করে! উপস্থাপক এবং অতিথি দুজনকেই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন!!🙏🙏🌸
সামনে আমার পরীক্ষা তাও একটু একটু সময় বের করে ৩ দিন বসে আজকে শেষ করলাম । আর আমার টার্গেট ছিলো এটা দেখতে হবে। ।।আপনার এই মূল্যবান ভিডিও টা । আপনি সত্যিই অসাধারন একজন মানুষ। আমিও আমার জীবনে বড় হতে চাই।মানুষের মতো মানুষ হতে চাই।।।। আপনার প্রতিটা ভিডিও আমার ইন্সপারেশন যোগায়। ভালো থাকবেন &সুস্থ থাকবেন। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এতো দিন সুশান্ত স্যারের অসংখ্য খন্ড খন্ড ভিডিও দেখেছি। কিন্তু আজকে এই ভিডিওটা দেখে আমি অনেক কিছু শিখেছি।তার টার্নিং পয়েন্ট গুলোর শিক্ষা আমার লাইফে এপলিকেবল। অসংখ্য ধন্যবাদ কিবরিয়া ভাইকে অসাধারন একজন মানুষকে এখানে আনার জন্য। অনেক কিছু শিখতে পেরেছি।
What a story !! Respect to you and your mom specially! The name "Branding Bangladesh" is blessed for presenting the stories of some people like you. Really you are "brand" of Bangladesh!
Professor Sushanta's creations have an extraordinary level...Those give readers a higher state of thinking to improve themselves.... I am a big fan of Him..
আগে থেকেই আমার অনেক প্রিয় একজন মানুষ সুশান্ত দাদা। আজ থেকে আরো অনেক বেশি প্রিয় ও সম্মানের হয়ে গেলেন। অনেক ইন্সপায়ার্ড হলাম, অনেক কান্না করলাম। ফিল করলাম ওনার কথা গুলো অক্ষরে অক্ষরে ❤
এটা আমি আমার ইন্টার ফার্স্ট ইয়ারে শুনেছিলাম,,, কোথাও একটা সুশান্ত দাদার একটা ভিডিও থেকে,, আজ almost 2yrs পর পুরোটা আবার শুনলাম । ভালো লেগেছে খুব খুব। কয়েকটি কথা শুনে কান্না করে ফেলছি,,
অতিথি ভাই কে বলি, ভাই আপনার family er মতো এমন সন্তান বান্ধব সহনশীল, সন্তানের প্রয়োজন এর প্রতি careful, এমন পিতা মাতা সবার হয় না। আপনাকে যে পরিমাণ উতসাহ দিয়েছেন তারা, অনেক সন্তান রা তাদের পিতা মাতা থেকে সেটা পায় না। আপনি অনেক সৌভাগ্য বান এমন উপকারী পিতা মাতা পেয়ে, স্রিস্তিকরতার দয়া আছে আপনার উপর। আপনার পিতা মাতা র প্রতি সালাম, মহান স্রস্টা তাদের সুখে শান্তি তে রাখুক।
"If you want something, if your intentions are clear, mindset is clear and have a set direction, you will get it. If the world has to conspire itself, even then, you will get it." Respect, sir!
এটা এমনই একটা ভিডিও যেটা দেখার সময় একটা সেকেন্ড এর জন্য হলেও আমার চারপাশে কোন শব্দ কোন কিছু দিকে আমার নজর যায় নি। মনে হচ্ছিল আমি এতোক্ষণ হারিয়ে গিয়েছিলাম কোথাও❤️
ধন্যবাদ সুশান্ত পাল কে এবং কিবরিয়া ভাই কে এমন একটা প্রোগ্রাম করার জন্য. আমি সুশান্ত পাল কে তার পেইজ থেকে তাকে চিনি . এবং সে খুব সুন্দর এবং ভালো মনের মানুষ . আজকের লাইফ হিস্টরী শুনে খুব কষ্ট পেয়েছি . এবং আবার ও ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ দিলাম. সামনের দিন গুলো আরো ভালো কাটুক দোয়া করি
সুশান্ত স্যার কে বরাবর প্রচন্ড পছন্দ । স্যার সনাতন ধর্মাবলম্বী হওয়া সত্বেও সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ এই নামগুলো বলতে থাকে আমার অনেক ভালো লাগে ।সব কারণে স্যার কে অনেক বেশি ভালো লাগে।
কিবরিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জাতীয় অনুষ্ঠান প্রচার করার জন্য আমার ভালো লাগছে বিশেষ করে ইংরেজি যেটা ডিসপ্লের পর্দায় প্রদর্শিত হয় সেটা থেকে আমি অনেক কিছু ইংরেজিতে বলার মতো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে কোন একদিন আমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারব
পড়াশোনা কখনও বৃথা যায় না। সেটা যে খাতেই করি না কেনো। পড়াশোনা আপনাকে কখনো ঠকাবে না। Giving time to study is never a lose project....!!!!!!❤Take love Sir & Huge respect to you......!
দাদা আপনারা দুজনেই আমার খুব প্রিয় মানুষ। যা আমি কখনও আমার ভাষায় বলে বোঝাতে পারবনা। আমি আপনাদের সাথে কথা বলতে পারবনা। কারনএটা আমার ভাগ্যেলেখা নেই। আমার জন্য দোয়া করবেন দাদা আমি যেন জীবন পথে চলতে সব বাধা অতিক্রম করতে পারি।
সত্যি অসাধারন। পুরো গল্পটা প্রথম থেকে শেষ পযর্ন্ত কয়েকবারে শুনেছি।এ পুরো গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কাউকে কখনোই অবহেলা কিংবা ছোট করে ভাবা উচিত নয়।আর এ সকল দাম্ভিক মানুষদের সুশান্ত দা উচিত জবাব টাই দিয়ে দিয়েছেন।
পরিশ্রম মেধা একাগ্রতা সততা এবং আত্মপ্রত্যয় যার সবগুলো গুনই বিদ্যমান আছে সুশান্তপালের মাঝে। এ ইন্টারভিউটি দেখে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ কিবরিয়া ভাইকে অভিনন্দন সুশান্তপালকে।
Subhan Allah!!! Being a Hindu- he’s was literally Thanking Allah rabbul alamin!! Allhamdulilah. Allhamdulilah. Allhamdulilah!!!!!!!! Best wishes for him.
স্বয়ং ভাগ্যবিধাতা সৃষ্টিকর্তা সুুুশান্ত এর সাথে ছিলো আর তাই এতো বাধা অতিক্রম করতে পেরেছে। আর তার আত্ম বিশ্বাস দৃঢ় মনোবল এবং অধিক পরিশ্রম ই তাকে এ অবদি এনেছে।অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভাই।মায়ের দোয়া আপনার সাথে আছে আপনার মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।
Amazing life story. I am very humbled. In my opinion, life gives one a lot of lessons. Those who can learn from them and make the right choices can expect to land better outcomes. 90% of the people get demoralized when they are faced with failures.
আর আপনার জীবনের এতো দ্রুত সফলতা পাবার কারন ছিলে আপনি ইংলিশ এবং বাংলায় অনেক ভালো ছিলেন।।।আর পড়াশুানার প্রতি তীব্র আগ্রহ ছিলো।।। ❤️❤️❤️❤️❤️ অনেকেই ছোট সময় থেকে ই ইংলিশ হেন্ড রাইটিং এ কাচা থাকে তাদের সত্যিই স্বপ্ন থাকলে এতোটা পারা যায় না।।।ইংলিশে বেধে যায়।।।।। 😞😞😞😭
It’s great story & we can learn so many things from this conversation. Salute to both of you & thanks to Branding Bangladesh for arranging the nice program.
ভাই হিন্দু ধর্মের বিশ্বাসী হলেও তিনি ইসলাম ধর্মকে অনেক সম্মান করেন। এমন একটি অসম্প্রদায়িক মানুষই কিছু করতে পারেন। আপনী আমাদের দেশের গর্ব। চালিয়ে যান ভাই সততা নিয়ে কোন অশুভ শক্তি আপনাকে আটকাতে পারবে না।
@@bitukumarmondalgood8848 মুসলিমরা অন্যধর্মকে respect করতে পারবে না। এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই সেটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি 😐 মুসলিমরা বিশ্বাস করে পৃথিবীর সকল নারী পুরুষ আদম ও হাওয়ার সন্তান। কিন্তু যারা বাবার ধর্ম বাবার আদর্শ ত্যাগ করেছে তারা বাবার অসভ্য সন্তান। তাদের অসভ্যতাকে সহোযোগিতা করা বাবার সাথে প্রতারণার শামিল। 😊 এছাড়া ব্যাক্তিগত কোন কোন্দোল নাই। বন্ধুত্ব, লেনদেন সবই জায়েজ। আসা করি বুঝতে পেরেছেন আসল কাহিনীটা
Yes, conclusive statement and advise to audiences is highly appreciable that one should be guided to be iconic. An iconic personality serve the nation in geometrical progressions like you mr. Susanta Paul. Thank for such presentation.
খুব ভাল লাগলো বই পড়া মানেই ভাল জ্ঞান অর্জন করা হয় ! আমি ও বই পড়া ভালবাসি ! শিক্ষার শেষ নেই ! দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা বিদ্যা অর্জন করো ! আল-হাদীস :::
তোমার ভাগ্যে যা আছে তা তুমি পাবেই। পুরা দুনিয়া চেষ্টা করেও কেউ তোমাকে বঞ্চিত করতে পারবেনা আর ভাগ্যে যদি না থাকে তাহলে দুনিয়ার সবাই চেষ্টা করেও তোমাকে তা পাইয়ে দিতে পারবেনা।
এই এপিসোড সম্পূর্ণ আগে শোনা হয়নি। ৩বছর আগের তখন উনাকে ভালোমতো চিনতাম না এবং উনার অসাধারণ সব লেখা সম্পর্কে অজানা ছিলাম।এই ৩ বছরে অনেকটা জেনছি অনেক ক্যারিয়ার আড্ডা ও শুনেছি, আজ নতুন করে পুরোটা শুনলাম।কিছুটা বিস্ময় কিছুক্ষন নীরব স্তব্ধ হয়ে রইলাম শুধু মনে হলো এটাও কি সম্ভব?কোন থ্রিলার মুভিও হেরে যাবে এই স্টোরির কাছে। ডাউনলোড করলাম মেয়েকে শোনানোর জন্য।কিবরিয়া সাহেব অসাধারণ একজন ব্যক্তিত্ব উনার অনেক এপিসোড শুনেছি তবে এই এপিসোডটি ভয়ংকর সুন্দর। দূজন অসাধারণ ব্যক্তিত্বকে আমার সশ্রদ্ধ ভক্তি ও ছালাম।
Hats off to shai bondhu zakey joriye dhorey kedechilen, Hats Off to shai bondhu zey BCS er gyan diyechilo Hats off to Rubel bhai zey apna k bike e uriye niye eshchilo Hats off to shai Ripon bhai zey apna k train er ticket ta diyechilo apnar jonno onek doa bhai😇
An extraordinary life of a person who attained extreme success for his firm determination, devotion, perseverance and strong will. He is a classic example of many struggling students. I salute him for his outstanding achievement.
সুশান্ত স্যারের লিখা ও কথা আমাকে অনেক উৎসাহ দিয়েছে।
বিসিএস পরীক্ষার আগে উনার নির্দেশনা যেটা পত্রিকায় পেতাম, সেগুলো ভালো ভাবে মেনে চলার চেষ্টা করতাম।
এখন আমিও একজন বিসিএস ক্যাডার।
বাহ!💜
অভিনন্দন আপনাকে!
😲😲😲😲😲
আচ্ছা আপনি কি এখন বি সি এস ক্যাডার হয়েছেন ❤
Aer you serious..it work..if it work I will follow it ..
@@HimelSharma-y8x প্রশ্ন পেয়ে??🙄
আমি গল্পটা যতক্ষন শুনছি কিছুক্ষন পর পর ই কান্না আসছে, আমার কান্না থামাতে পারছিলাম না, আমার জিবনে দেখা সবছাইতে সেরা সফলতার গল্প।। অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি, হাজার মানুষের অনুপ্রেরণা আপনি❤️🧡
সর্বোচ্চ ব্যর্থ নাহলে সর্বোচ্চ সফলতা অর্জন করা যায় না এবং সফলতার মজাও বোঝা যায় না। এর জ্বলন্ত উদাহরণ সুশান্ত পাল স্যার। গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ স্যারও এরকম ইতিহাস তৈরি করেছেন। যা আমরা কিবরিয়া স্যার এর মাধ্যমে জানতে পেরেছি। ধন্যবাদ স্যার এরকম মানুষদের আপনার অনুষ্ঠানে আনার জন্য
দাদা, কলকাতা থেকে দেখছি!! অনেক অনেক শ্রদ্ধা আর নমস্কার জানবেন!! মন্ত্রমুগ্ধের মতো সমস্ত গল্পটা শুনে গেলাম... আপনি এগিয়েছেন কারন আপনি সৎ ছিলেন, কাউকে ঠকাননি, বিশুদ্ধ আত্মার বলেই..!!আপনার জীবনে আরো আরো সফলতা কাম্য করি!! 🙏👏👌🌹
অনেক ধন্যবাদ আপনাকে,, ❤️❤️🙏
স্যার আপনার জীবনের কথাগুলো শুনে আমার চোখে পানি এসে গিয়েছে।।কিবরিয়া ভাইয়ার সেই কথাই মনে পড়লো "জীবন নাটকের চেয়েও নাটকীয়"।। স্যালুট স্যার
Hmm
আমিও একজন বোকা মা।আমার ছোট ছেলে ৩৩ তম বি সি এস _এ ইনকাম টেক্সে চান্স পেয়েছিল।আমিও তখন এত কিছু জানতাম ন।স্যালুট জানাই এই পুত্রসম অদম্য সন্তানকে আর ধন্যবাদ জানাই জনাব কিবরিয়া সাহেবকে।অনেক অনেক শুভকামনা জানাই।
আমি সামান্য অশিক্ষিত একজন বৃদ্ধা মা আপনার জীবনী শুনতে আমার এত ভাল লাগলো ভাষায় প্রকাশ করতে পরবো না
তবে এটুকু আশা করবো যেন এই ভিডিও টা দেখে অনেক সন্তানের জীবনের পরিবর্তন আসবে।ঈশ্বর আপনার সহায় হউন।
আমি তো পিছিয়ে পড়েছি, তৈরী করতে পারিনি তাই আমার খুব কষ্ট।
P
Pl
I'll
99
অসাধারণ। তিনি খুবই গুনি এবং মেধাবী । দেশ তার মত মেধাবীদের দিকে তাকিয়ে আছে।।আপনাদের সেরাটা পেলে দেশও সেরা হয়ে যাবে। অনুকরণীয় সুসান্ত পাল।
কিবরিয়া ভাইয়ের সবগুলো episode-ই সাঙ্ঘাতিক ভাবে জন প্রিয়।
কিন্তু এই গুলির ভিতর আমি যারপর নাই আপ্লুত হয়েছি গৌরাঙ্গদা এবং এই দাদার অর্তাৎ সুশান্তদার জীবন গল্প শুনে।
এই দুই ব্যক্তির জীবন গল্প আমাদের যুবক/যুবতীদের জন্য অবশ্যই চূড়ান্ত ভাবে অনুপ্রেরণামূলক।
কিবরিয়া ভাইকে এবং সুশান্তদাকে স্যালুট করছি আপনাদের সময় এবং বিবেচনার জন্য।
এই সফলাতার পিছনে যার অপদান সে হলো মা বাবা, তাই মা বাবা কে সম্মান করি তাদের ঊপদেশ গ্রহণ করি,
সেই ভাবে চলা চল করি।
জীবনের প্রথম এমন একটি ভিডিও দেখলাম এক সেকেন্ডের জন্য ও skip Korte পারলাম না। সত্যি কথাগুলা খুবই দরকার আমাদের জীবনের জন্য। একজন মানুষ কতটুকু পরিশ্রম করে ব্যর্থ হওয়ার পরও সফল হয়েছে সেটাই। শ্রদ্ধা আর ভালোবাসা বেড়ে গেল স্যার আপনার প্রতি সত্যিই আপনি একজন মহৎ ব্যক্তি। চোখ দিয়ে পানি চলে আসছে আপনার গল্প শুনে।
ব্রান্ডিং বাংলাদেশ কে অনেক অনেক শুভকামনা, আজকের অনুষ্ঠান থেকে এমন একজনকে খুজে পেলাম, যার কথা আমি আমার ভার্সিটিতে পড়া বাসার স্যারের কাছে সুনেছি।তিনি আমায় মোটিভেট করতে সুশান্ত স্যারের উদাহরণ দিতেন।তখন জানতাম না সুশান্ত পাল কে, আজ মুগ্ধ হয়ে গেছি।চমৎকারের মধ্যেও যে এতো চমৎকার হওয়া যায় জানতাম না।ঘুরে দাঁড়ানোর ভিডিও তো অনেক দেখেছি, কিন্তু ঘুরে দাঁড়ানোর স্প্রিহা এমোন কখোনোই জাগেনি,,,,,,,,,,,
অনেক দোয়া রইল। 🌼🌼🌼
কয়েকদিন ধরে অপেক্ষা করতেছিলাম এমনকি ভাবছিলাম কিবরিয়া ভাইকে নক দিয়ে বলবো সুশান্ত স্যারকে আনতে।অবশেষে পাইলাম।খুবই অনুপ্রাণিত হলাম।ধন্যবাদ❤
মা এর অবদান অনস্বীকার্য। পৃথিবীর সব মায়েদের জন্য সালাম আর অনেক দোয়া রইলো।
আমার আশা ছিল সুশান্ত পাল স্যার Branding Bangladesh episode এ
আসবে।
মা-শা-আল্লাহ ,আমার আশাটা পূর্ণ হলো।
পুরো অনুষ্ঠানটা দেখে অনেক অনুপ্রেরণা পেলাম।
আমি যতই সুশান্ত পাল স্যারের ভিডিও দেখি ততই দোয়া আসে যে,আল্লাহ তায়ালা যেন তাকে ইসলামের জন্য কবুল করুন।যাতে দুনিয়া ও পরকাল উভয় জগতে উনি সুখি হতে পারেন।আমিন।যদিও বিষয়টি ওনার ধর্মের ভিত্তিতে ওনার কাছে অন্যরকম মনে হতে পারে।
Live long Sushanto Paul sir.
আপনি শুধু আপনার জীবনের চড়াই-উৎরাই সাকসেস এগুলো বলেন নাই ভাই, আপনি কথাগুলো এতো সুন্দর, সাবলীলভাবে, আত্মার সংস্পর্শে এসে কথাগুলো বলছেন, কথাগুলো হৃদয়ভেদ করে গেছে। ভাই,,,
সত্যি, কিছু শিখছি ভাই...!!!!
আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আপনি যেনো দুনিয়ার মর্যাদার সাথে-সাথে ঈমান নিয়ে পরকালেও মর্যদা লাভ করেন।
চোখের পানি ধরে রাখতে পারলাম না।
কিন্তু শেষটা ছিলো অসম্ভব আনন্দের❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
HSC তে থাকার সময় একবার শুনেছিলাম কোচিং টিচার এর কাছে। আজ পুরোটা শুনতে পারার ভাগ্য হলো।
Right
আপনাকে কতটা পছন্দ করি তা ভাষায় প্রকাশ করার মতো না সুশান্ত স্যার। জীবন যখন বিরক্তিকর হয়ে ওঠে আপনার কথাগুলো শুনে নতুন করে ভালোভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। এমনভাবে শত শত মানুষের চোখে নিজেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখার ইচ্ছা জাগিয়ে তোলার জন্য ধন্যবাদ স্যার।
😢😢
😢😢
Apu, apni ay manus ar asol chahara chanan na.tai amon mona hoy.Allah bojar toifik din
সুশান্ত দাদা তোমার কথাগুলো একেবারে হৃদয়ে লেগেছে। সত্যিই তুমি মহান! তুমি পেরেছ দেখিয়ে দিয়েছো আমার মতে নিজের আত্মবিশ্বাসে মানুষের সবচেয়ে বড় জয়ের কারণ।
সত্যি সুশান্ত ভাইয়ার জীবন থেকে অনেক কিছুর শেখার আছে ❤❤
সুশান্ত ভাইয়ার মুখ থেকে আল্লাহর নামটা শুনে চোখে পানি চলে আস ল 😥😥
যখন মাদ্রাসার হুজুরেরা শিক্ষার্থীদের ইজ্জত নিয়ে খেলা করে, তখন চোখে পানি আসে না?
সুশান্ত পালের জীবনটা বিশ্বখ্যাত থ্রিলার সিনেমা থেকে কোনো অংশেই কম কিছু নয়, বরং আরও বড় কিছু ;ক্লাইমেক্স এ ভরপুর!সেখানে যেমন পদে পদে ছিলো প্রতিবন্ধকতা,তেমনি ছিলো আল্লাহর রহমত এবং মা বাবার দোয়া; যা মানুষকে চরম প্রতিকূলতার থেকেও মুক্তি দিতে পারে নিমিষেই।
Thik bolcen
Allahr rohmot??? Tini shonaton dhormalombhi na?
মেধাবীদের প্রতি বরাবরই আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা,দূর্বলতা কাজ করে।
আরো একবার দূর্বল হলাম সুশান্ত দাদার প্রতি।
তবে পাগলামি টা একটু বেশি হয়ে গেছে।
মেধাবীরা এমনি হয়।
Taile amar nam mone raikhen hoito shamne shunte paben.
@@Nageem602 Best Of Luck Brother
0
@@Nageem602 best of luck
Professor Sushanta is a star and wiĺ always be a star. Such an amazing person and versatile writer.
খুব ভালো লাগল এই আলোচনা! মা বাবার প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি শ্রদ্ধা মানুষকে সত্যিকারের মান হুঁশ করে! উপস্থাপক এবং অতিথি দুজনকেই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন!!🙏🙏🌸
Apnar kothagulo visan mon Diya sunchilam khub khub vallo laglo vallo thakben ami lndia theka dekchi rajarhat new town.
অসম্ভব !!! স্বপ্নের মতো মেধাবী ! অনেক অনেক শুভ কামনা উনার জন্য,,,,,
এপিসোড টি দেখে খুব ভালো লাগলো। জীবনে অনেক না পাওয়ার পরও সৃষ্টিকর্তা যখন কোন গিফট দেন,তখন ছোট খাটো কোনকিছু দেন না,অনেক বড় গিফটই দেন।
Right
সামনে আমার পরীক্ষা তাও একটু একটু সময় বের করে ৩ দিন বসে আজকে শেষ করলাম । আর আমার টার্গেট ছিলো এটা দেখতে হবে। ।।আপনার এই মূল্যবান ভিডিও টা । আপনি সত্যিই অসাধারন একজন মানুষ। আমিও আমার জীবনে বড় হতে চাই।মানুষের মতো মানুষ হতে চাই।।।।
আপনার প্রতিটা ভিডিও আমার ইন্সপারেশন যোগায়।
ভালো থাকবেন &সুস্থ থাকবেন। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
সার,আপনার পুরো গল্প সোনার পর মনে হলো আপনার বিসিএস হওয়ার অবদান মা,
আই লাভ ইউ মা,
বেঁচে থাকুন হাজার বছর
ua-cam.com/video/7awChKuqnkg/v-deo.html
@@ganegane4054
।
Atleast you possess one ideal trait - not to run behind odition. A position should run for you.
R8
👌👌👌🏻👌
এমন এক সময় ভিডিওটা চোখে পড়ল যখন কতগুলা প্রশ্ন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিলো। কিন্তু আমি বোঝা মুক্ত সব উত্তর পেয়েছি। ধন্যবাদ কিবরিয়া ভাই ধন্যবাদ সুশান্ত ভাই
শুশান্ত দা!
আপনাকে কিবরিয়া ভাইয়ের পাশে বসে আপনার জীবন গল্প শেয়ার করাটা অনেক আগের প্রত্যাশা ছিল। ধন্যবাদ দু'জনকেই
এতো দিন সুশান্ত স্যারের অসংখ্য খন্ড খন্ড ভিডিও দেখেছি। কিন্তু আজকে এই ভিডিওটা দেখে আমি অনেক কিছু শিখেছি।তার টার্নিং পয়েন্ট গুলোর শিক্ষা আমার লাইফে এপলিকেবল। অসংখ্য ধন্যবাদ কিবরিয়া ভাইকে অসাধারন একজন মানুষকে এখানে আনার জন্য। অনেক কিছু শিখতে পেরেছি।
অসাধারণ ছিল এটা...
এটা আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছে...😊
What a story !!
Respect to you and your mom specially!
The name "Branding Bangladesh" is blessed for presenting the stories of some people like you. Really you are "brand" of Bangladesh!
আজ 24 ডিসেম্বর 2020গ গল্প টা শুনলাম মাজে মাজে হেসে খাঠ থেকে পরলাম আবার কান্না করে বালিশ বিজলো....ভালো লাগলো ভাইয়া
Professor Sushanta's creations have an extraordinary level...Those give readers a higher state of thinking to improve themselves.... I am a big fan of Him..
আপনার এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার আছে। এরকম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
চার বছর যে ছাত্র কে ফ্রী পড়িয়েছেন সে ছাত্র নিশ্চয়ই এই ভিডিও দেখেছে।
একবার হলেও গিয়ে যেন তার বেয়াদবির জন্য স্যার কে সরি বলে আসে।
তন্ময় হয়ে শুনছি আর শুনছি।
ঠিক কথা বলছেন
Tik kotha bolcen
আগে থেকেই আমার অনেক প্রিয় একজন মানুষ সুশান্ত দাদা। আজ থেকে আরো অনেক বেশি প্রিয় ও সম্মানের হয়ে গেলেন। অনেক ইন্সপায়ার্ড হলাম, অনেক কান্না করলাম। ফিল করলাম ওনার কথা গুলো অক্ষরে অক্ষরে ❤
❤
লাইফে কোনো শো আমি এত দীর্ঘ সময় ধরে দেখিনি। আজকে দেখলাম। I'm a big fan of both you... ❤️
Ami 9 mash age dekhce.abr dekhlam
এটা আমি আমার ইন্টার ফার্স্ট ইয়ারে শুনেছিলাম,,, কোথাও একটা সুশান্ত দাদার একটা ভিডিও থেকে,, আজ almost 2yrs পর পুরোটা আবার শুনলাম । ভালো লেগেছে খুব খুব। কয়েকটি কথা শুনে কান্না করে ফেলছি,,
ua-cam.com/video/7awChKuqnkg/v-deo.html
লাইফে প্রথমবার এত মোটিভেট হলাম। এই মোটিভেশান টা সারাজীবন আমার মাঝে কাজ করবে এই আশা রাখি ইনশাআল্লাহ
অতিথি ভাই কে বলি, ভাই আপনার family er মতো এমন সন্তান বান্ধব সহনশীল, সন্তানের প্রয়োজন এর প্রতি careful, এমন পিতা মাতা সবার হয় না। আপনাকে যে পরিমাণ উতসাহ দিয়েছেন তারা, অনেক সন্তান রা তাদের পিতা মাতা থেকে সেটা পায় না। আপনি অনেক সৌভাগ্য বান এমন উপকারী পিতা মাতা পেয়ে, স্রিস্তিকরতার দয়া আছে আপনার উপর। আপনার পিতা মাতা র প্রতি সালাম, মহান স্রস্টা তাদের সুখে শান্তি তে রাখুক।
"If you want something, if your intentions are clear, mindset is clear and have a set direction, you will get it.
If the world has to conspire itself, even then, you will get it."
Respect, sir!
This is what I believe in.
Good
I believe it
পৃথিবীতে ঐ কাজটা করাই সবচেয়ে আনন্দের যারা ভাবতো যে আপনে কখোনোই ঐ কাজটা করতে পারবেন না
1:16:38 1:16:39
অসংখ্য ধন্যবাদ Branding Bangladesh এর জন্য কিবরিয়া ভাইকে💝💖💝
Sushanta sir,
I am your big fan ...your every word inspires me a lot.... today, I am your parents fan.really hats of for them...take love ❤️
Goosebumps 🎉.... life is full of ups and downs, the great example is sushanto sir's life.
আপনি অনেক মানুষের আগ্রহ স্থল। দাদা আপনার জন্য শুভ কামনা। শুভ হোক আগামীর পথচলা।
এটা এমনই একটা ভিডিও যেটা দেখার সময় একটা সেকেন্ড এর জন্য হলেও আমার চারপাশে কোন শব্দ কোন কিছু দিকে আমার নজর যায় নি। মনে হচ্ছিল আমি এতোক্ষণ হারিয়ে গিয়েছিলাম কোথাও❤️
জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে- হযরত আলী (রা)....
Rrrrvrrvr555vrr5vrvrrvr6vvrrv5vvrv555
Good
সুবহানাল্লাহ
❤️❤️❤️❤️
Right
ধন্যবাদ সুশান্ত পাল কে এবং কিবরিয়া ভাই কে এমন একটা প্রোগ্রাম করার জন্য. আমি সুশান্ত পাল কে তার পেইজ থেকে তাকে চিনি . এবং সে খুব সুন্দর এবং ভালো মনের মানুষ . আজকের লাইফ হিস্টরী শুনে খুব কষ্ট পেয়েছি . এবং আবার ও ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ দিলাম. সামনের দিন গুলো আরো ভালো কাটুক দোয়া করি
46:30!!
ভালো মানুষ হওয়া অত সোজা না।😊
অনেক ত্যাগ - তিতিক্ষা,আত্মনিয়ন্ত্রণ, অভ্যাসের ফলে একজন মানুষ, ভালো মানুষে পরিণত হয়।
সত্যিই অসাধারন, প্রতিটা ভিডিও জীবনের মানে খুঁজতে সাহায্য করে,💞💘💞
সালাম নিবেন কিবরিয়া ভাই। দোয়া করি আল্লাহ আপনাকে ১০০ বছর হায়াত দিন।আপনার শরীর ভালো থাকুক।
ua-cam.com/video/7awChKuqnkg/v-deo.html
সুশান্ত স্যার কে বরাবর প্রচন্ড পছন্দ । স্যার সনাতন ধর্মাবলম্বী হওয়া সত্বেও সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ এই নামগুলো বলতে থাকে আমার অনেক ভালো লাগে ।সব কারণে স্যার কে অনেক বেশি ভালো লাগে।
কিবরিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জাতীয় অনুষ্ঠান প্রচার করার জন্য আমার ভালো লাগছে বিশেষ করে ইংরেজি যেটা ডিসপ্লের পর্দায় প্রদর্শিত হয় সেটা থেকে আমি অনেক কিছু ইংরেজিতে বলার মতো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে কোন একদিন আমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারব
অনেক ভাল লাগল।
also me bro
পড়াশোনা কখনও বৃথা যায় না। সেটা যে খাতেই করি না কেনো। পড়াশোনা আপনাকে কখনো ঠকাবে না। Giving time to study is never a lose project....!!!!!!❤Take love Sir & Huge respect to you......!
অসাধারণ সুশান্ত ভাইয়া।।। জিবনে কথা গুলো বলার জন্য।।।
Vj g0 loap
Wow superman
We are so proud shushanto my child
খুব ভালো। ধন্য ধরনী আপনার মত সন্তানকে পেয়ে। ভালো থাকুন।
শেষে এসে আর চোখের পানি ধরে রাখতে পারিনি ।🥺😢
সুসান্ত স্যার কে নিয়ে বলার ভাষা থাকেনা,সে তো সেরা,অনেক সম্মান তার জন্যে
Mind-blowing story Of Great Sushanta Paul.
একটা সেকেন্ডের জন্যও স্কিপ করতে পারলাম না। পুরো ভিড়িও মনযোগ দিয়ে দেখলাম। খুবই ইন্সপায়ারিং। চট্টগ্রামের গর্ব।
দাদা আপনারা দুজনেই আমার খুব প্রিয় মানুষ। যা আমি কখনও আমার ভাষায় বলে বোঝাতে পারবনা। আমি আপনাদের সাথে কথা বলতে পারবনা। কারনএটা আমার ভাগ্যেলেখা নেই। আমার জন্য দোয়া করবেন দাদা আমি যেন জীবন পথে চলতে সব বাধা অতিক্রম করতে পারি।
সত্যি অসাধারন। পুরো গল্পটা প্রথম থেকে শেষ পযর্ন্ত কয়েকবারে শুনেছি।এ পুরো গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল কাউকে কখনোই অবহেলা কিংবা ছোট করে ভাবা উচিত নয়।আর এ সকল দাম্ভিক মানুষদের সুশান্ত দা উচিত জবাব টাই দিয়ে দিয়েছেন।
Sushanta
You r really an intelligent person
Go ahead
Best wishes from
India
বার বার শরীলের পশম দাঁড়িয়ে যাচ্ছিলো। বার বার একটা কথা হচ্ছে, চাওয়া নিখুঁত হলে পাওয়া সুনিশ্চিত ❤❤❤❤❤
এখন অনুভূতি কেমন হুজুগে😂?? ভালো লাগছে??😂😂
যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা,দেখা হবে বিজয়ে❤
এই প্রথম এত বড় কোনো ভিডিও না স্কিপ করে দেখেছি।
সত্যি অসাধারণ মানুষ আপনি সুশান্ত স্যার।
ভিডিও টা স্কিপ করার কোনো সুযোগ পেলাম না.....শুধু শুনে গেলাম স্যার ❤💖💝💞💟💌
Same to you
সুশান্ত স্যারকে আমার নমস্কার।
আপনার কাছ থেকে অনেক কিছু শিখি, অনেক অনুপ্রেরণা পাই। আমি আপনার প্রতি আমৃত্যু কৃতজ্ঞ।
এই পর্বটা আরো অনেক বড় হলে সমৃদ্ধ হতাম।
কিছুটা অপূর্ণতা থেকে গেলো……
তবোও অনেক ধন্যবাদ সেই সাথে শুভ কামনা।
মন্রমুগ্ধ হয়ে পুরোটা এক নিঃস্বাসে দেখলাম। দারুন ❤❤
সাথে কি গাঁজা নিয়ে বসছিলা??😂😂
এ অনুভূতি কেমন কেমন হুজুগে😂?? ভালো লাগছে??😂😂
স্যার আপনার সব কথা গুলো এত ভালো লাগছে & যা শিখিয়েছে তা ভাষায় প্রকাশ করে শেষ জাবেনা ।জীবন থেকে অনেক কিছু শিখতে পারবো !
পরিশ্রম মেধা একাগ্রতা সততা এবং আত্মপ্রত্যয় যার সবগুলো গুনই বিদ্যমান আছে সুশান্তপালের মাঝে। এ ইন্টারভিউটি দেখে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ কিবরিয়া ভাইকে অভিনন্দন সুশান্তপালকে।
Subhan Allah!!! Being a Hindu- he’s was literally Thanking Allah rabbul alamin!!
Allhamdulilah.
Allhamdulilah.
Allhamdulilah!!!!!!!!
Best wishes for him.
You also try to imitate his attitude. Try to thank ঈশ্বর in the way a hindu expresses his emotion.
স্বয়ং ভাগ্যবিধাতা সৃষ্টিকর্তা সুুুশান্ত এর সাথে ছিলো আর তাই এতো বাধা অতিক্রম করতে পেরেছে। আর তার আত্ম বিশ্বাস দৃঢ় মনোবল এবং অধিক পরিশ্রম ই তাকে এ অবদি এনেছে।অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভাই।মায়ের দোয়া আপনার সাথে আছে আপনার মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।
Amazing life story. I am very humbled. In my opinion, life gives one a lot of lessons. Those who can learn from them and make the right choices can expect to land better outcomes. 90% of the people get demoralized when they are faced with failures.
আর আপনার জীবনের এতো দ্রুত সফলতা পাবার কারন ছিলে আপনি ইংলিশ এবং বাংলায় অনেক ভালো ছিলেন।।।আর পড়াশুানার প্রতি তীব্র আগ্রহ ছিলো।।। ❤️❤️❤️❤️❤️
অনেকেই ছোট সময় থেকে ই ইংলিশ হেন্ড রাইটিং এ কাচা থাকে তাদের সত্যিই স্বপ্ন থাকলে এতোটা পারা যায় না।।।ইংলিশে বেধে যায়।।।।। 😞😞😞😭
অভিভূত।
অকল্পনীয় একটি জীবন-গল্প।
খুব অনুপ্রাণিত হলাম।
প্রত্যেক ছাত্র-ছাত্রীর এই ভিডিওটা একবার দেখা উচিৎ। যা পড়ালেখায় "টনিক" হিসেবে কাজ করবে। ❤️💚
True sir...😊😊
It’s great story & we can learn so many things from this conversation. Salute to both of you & thanks to Branding Bangladesh for arranging the nice program.
ভাই হিন্দু ধর্মের বিশ্বাসী হলেও তিনি ইসলাম ধর্মকে অনেক সম্মান করেন। এমন একটি অসম্প্রদায়িক মানুষই কিছু করতে পারেন। আপনী আমাদের দেশের গর্ব। চালিয়ে যান ভাই সততা নিয়ে কোন অশুভ শক্তি আপনাকে আটকাতে পারবে না।
দেশের প্রতিটা মানুষের অসাম্প্রদায়িক হওয়া উচিত
Tusar lmran Sciencetific Educated Maunesera Dharma nia Badrabari kare naa. Sab Underage Chelemeyeder Sciencetific Education Laav Kara..Knowledge is Power.
ভালো লাগলো মিঃ সুশান্ত পাল আপনার জীবনকাহিনী। শুভকামনা রইল। সবাইকে নিয়ে ভালো থাকুন।
aj theke apni o others dharmer respect karun avabe..tahole bujhbo sir er kach theke kichu sikhchen.ami obak hoye jaschchi ekhaneo dharmo niye bebsa suru kortechen.valo houn age.
@@bitukumarmondalgood8848 মুসলিমরা অন্যধর্মকে respect করতে পারবে না। এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই সেটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি 😐
মুসলিমরা বিশ্বাস করে পৃথিবীর সকল নারী পুরুষ আদম ও হাওয়ার সন্তান। কিন্তু যারা বাবার ধর্ম বাবার আদর্শ ত্যাগ করেছে তারা বাবার অসভ্য সন্তান। তাদের অসভ্যতাকে সহোযোগিতা করা বাবার সাথে প্রতারণার শামিল। 😊
এছাড়া ব্যাক্তিগত কোন কোন্দোল নাই। বন্ধুত্ব, লেনদেন সবই জায়েজ।
আসা করি বুঝতে পেরেছেন আসল কাহিনীটা
Yes, conclusive statement and advise to audiences is highly appreciable that one should be guided to be iconic. An iconic personality serve the nation in geometrical progressions like you mr. Susanta Paul. Thank for such presentation.
কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ভাই
খুব ভাল লাগলো বই পড়া মানেই ভাল জ্ঞান অর্জন করা হয় ! আমি ও বই পড়া ভালবাসি ! শিক্ষার শেষ নেই ! দোলনা থেকে কবর পর্যন্ত
তোমরা বিদ্যা অর্জন করো ! আল-হাদীস :::
সত্যি গল্পটা অসাধারণ অনেক অনেক ভালোবাসা রইল সুসান্ত স্যারের প্রতি💖🥀💖
তোমার ভাগ্যে যা আছে তা তুমি পাবেই। পুরা দুনিয়া চেষ্টা করেও কেউ তোমাকে বঞ্চিত করতে পারবেনা আর ভাগ্যে যদি না থাকে তাহলে দুনিয়ার সবাই চেষ্টা করেও তোমাকে তা পাইয়ে দিতে পারবেনা।
পুরোটা গল্প শুনে জাস্ট একটা কথায় মনে হলো মানুষ চাইলে সবোই পারে শুধু সৎ থেকে এগোতে হবে....
স্যারের মোটিভেশন স্পিচ গুলো অনেক ভালো লাগে।খুব পছন্দের মানুষ একজন
এই এপিসোড সম্পূর্ণ আগে শোনা হয়নি। ৩বছর আগের তখন উনাকে ভালোমতো চিনতাম না এবং উনার অসাধারণ সব লেখা সম্পর্কে অজানা ছিলাম।এই ৩ বছরে অনেকটা জেনছি অনেক ক্যারিয়ার আড্ডা ও শুনেছি, আজ নতুন করে পুরোটা শুনলাম।কিছুটা বিস্ময় কিছুক্ষন নীরব স্তব্ধ হয়ে রইলাম শুধু মনে হলো এটাও কি সম্ভব?কোন থ্রিলার মুভিও হেরে যাবে এই স্টোরির কাছে। ডাউনলোড করলাম মেয়েকে শোনানোর জন্য।কিবরিয়া সাহেব অসাধারণ একজন ব্যক্তিত্ব উনার অনেক এপিসোড শুনেছি তবে এই এপিসোডটি ভয়ংকর সুন্দর। দূজন অসাধারণ ব্যক্তিত্বকে আমার সশ্রদ্ধ ভক্তি ও ছালাম।
সুশান্ত পালের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ আছে, তার ভক্ত হইয়েন না।
My motivational speaker Sushanto sir🤗🤗👍👍❤❤
The Best episode of Branding Bangladesh. Great motivation
Hats off to shai bondhu zakey joriye dhorey kedechilen, Hats Off to shai bondhu zey BCS er gyan diyechilo Hats off to Rubel bhai zey apna k bike e uriye niye eshchilo Hats off to shai Ripon bhai zey apna k train er ticket ta diyechilo apnar jonno onek doa bhai😇
sushanta paul achieved highest marks in BCS history ever......just speechless
Oner bari kothai
@@shrinebhattacharjee1321 Chittagong
Nijeke notun kore cenanor akta inspire able story.....😇thank you.
চোখে জল এসে গেল। অনেক ধন্যবাদ সুশান্ত, কিবরিয়া।
এখন অনুভূতি কেমন হুজুগে😂?? ভালো লাগছে??😂😂
কিবরিয়া ভাই আজকের গল্প খুবই ভালো লাগলো এক কথায় দারুণ দারুণ দারুণ। খুব আনন্দ মনে শুনেছি। আপনাকে ও আমার চাটগাঁইয়া ভাই কে অনেক অনেক ধন্যবাদ।
An extraordinary life of a person who attained extreme success for his firm determination, devotion, perseverance and strong will. He is a classic example of many struggling students. I salute him for his outstanding achievement.
susanta,bag,debi,soroswti,ato,protiva,deyachaneanp,pranam,a,gh0sh,india,joyehoba
হে আল্লাহ এইভাবে সবার সপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়ার তৌফিক দান করুন 🤲🤲🤲বাবা-মার মুখে যেন হাসি ফুটাতে পারি,,, আমিন
We love and get motivated by our dear Sushanto bhaiii🖤
পৃথিবী সবচেয়ে বড় সফলতা হল সম্মান নিয়ে বেচে থাকা।
I just want to add: best success is ultimately to live and die with eeman. Ameen Q C
@@qamruddinchowdhury8847 llllllllllllllllllllllllllllllllll
ua-cam.com/video/7awChKuqnkg/v-deo.html
Being a human being is a ultimately lead you to a happy life and beyond .
বিসিএস বা ব্যাংক অথবা সাধারণ টিউশনিই ধরুন না! অনুবাদ না পারলে লজ্জাই লজ্জা, স্টুডেন্টরাই লজ্জা দেবে। একবার এই ভিডিওটি দেখুন তো; ua-cam.com/video/Qod3-xHL35E/v-deo.html
বিফলে সময় ফেরত অফার, জ্বী ভাই,টাইম ফেরত দেওয়া হবে!