Bhalo Lage - Moheener Ghoraguli II ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে (Lyrics)

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2018
  • Album: Maya
    Released: 1997
    Label: Asha Audio
    Formats: cassette, CD, digital download
    View Playlist for more Moheener Ghoraguli Songs
    • MOHEENER GHORAGULI
    #MoheenerGhoraguli #BanglaBand #FirstBanglaBand

КОМЕНТАРІ • 854

  • @loveyouphysicsabhijitsanya8066
    @loveyouphysicsabhijitsanya8066 3 роки тому +2498

    যদি কোনো উল্কার আঘাতে পৃথিবী থেকে মানুষ হারিয়ে যায়। তার অনেক অনেক পর যদি কোনো এলিয়েন নামে পৃথিবীতে আর খুঁজে পায় এই গান। তারাও অভিভূত হবে । এই গানের অনুভূতির জন্য।

    • @RaysinghaSubhajit
      @RaysinghaSubhajit 3 роки тому +12

      Sottie tai

    • @khandokertanvirahmed
      @khandokertanvirahmed 3 роки тому +25

      এলিয়েন যে গান শোনে সেটা কীভাবে বুঝলেন😅🙂

    • @khandokertanvirahmed
      @khandokertanvirahmed 3 роки тому +5

      @Gitar আমি ধমক দিলাম আবার কখন😒🙄

    • @khandokertanvirahmed
      @khandokertanvirahmed 3 роки тому +5

      @Gitar বিশ্বাস না হলে গুগলে গিয়ে দেখতে পারেন😑

    • @loveyouphysicsabhijitsanya8066
      @loveyouphysicsabhijitsanya8066 3 роки тому +42

      মাধ্যম থাকলেই শব্দ থাকবে। আর শব্দ থাকলেই সংগীত থাকবে। তাই আমি নিশ্চিত এলিয়েন রা গান শোনে।আর সব গান এর মৌলিক সুর গোটা বিশ্ব ব্রাম্ভন্ড তে এক ই। শুধু ভাষার পার্থক্য।

  • @anishoque4167
    @anishoque4167 Рік тому +133

    “মহিনের ঘোড়াগুলি” বাংলাদেশে যত্রতত্র ছড়িয়ে থাকতে দেখে কি ভাল লাগছে... মনে আছে ৮০’র দশকের শেষের দিকে কলকাতা থেকে আনা ক্যাসেট নিয়ে কতোই না কান্ড হয়েছিল ঢাকায়। বন্ধুরা বলতো এটা কেমন নাম “মহিনের ঘোড়াগুলি”, দুনিয়াতে আর কোন নাম ছিল না!!! তখন আমাদের কাছে মনে হতো [বিশ্বাস করতাম] যে “মহিনের ঘোড়াগুলি” হলো বাংলার “পিংন্ক ফ্লয়েড”, অদ্ভুত যে এযুগের ছেলে-মেয়েরাও তাই ভাবে, সবাই চেনে “মহিনের ঘোড়াগুলি”কে...

  • @indranilmondal9537
    @indranilmondal9537 Рік тому +264

    বাপি দা তুমি যেখানেই থাকো ভাল থাকো .. ❤❤🙏 তোমাদের এই অনন্য সৃষ্টি আজীবন আমাদের হৃদয়ের মনিকোঠায় গাঁথা থাকবে ।।

  • @shakilmahmudrabby6987
    @shakilmahmudrabby6987 3 роки тому +705

    বিশাল কাঁটাতার,নানা মতভেদ, হাজারো দ্বন্দ্ব! তবু কি যেন এক শক্তি দুই বাংলাকে একসাথে বেঁধে রাখে... হ্যাঁ এটাই সাহিত্য-সংস্কৃতি....

    • @soumyamandal7391
      @soumyamandal7391 2 роки тому +22

      Eta holo amader vasar tan vai . darun laglo tomar kotha gulo. . love from West Bengal

    • @pavelchakraborty9942
      @pavelchakraborty9942 2 роки тому +17

      জয় বাংলা । দুই বাংলার মিলন হোক

    • @habibafebrila1030
      @habibafebrila1030 2 роки тому +9

      ভালবাসি বাংলা ভাষাভাষী সবাইকে

    • @whythelongface64
      @whythelongface64 2 роки тому +9

      মাতৃভূমি আলাদা করা যায় কি?

    • @o_o3439
      @o_o3439 Рік тому

      t€rr0r!$t spotted

  • @arghyamondal6427
    @arghyamondal6427 3 роки тому +206

    শুধু একটাই কথা বলব, যতদিন পর্যন্ত বাঙালি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত বেঁচে থাকবে 'মহীনের ঘোড়াগুলি 🖤', হয়তো বা তার পরেও 😊

  • @ajaysarkar3673
    @ajaysarkar3673 Місяць тому +26

    2024 এ কে কে শুনছো??

  • @mariamhossainlofan9011
    @mariamhossainlofan9011 3 роки тому +262

    এটা আমার বন্ধু হাফিজের প্রিয় একটা গান ছিল।গিটারের টুংটাং সুরে টি এস সি তে এই গান সে বহুবার বহু মানুষ কে শুনিয়েছে। এই গান টা সামনে আসলেই ভেতর টা হুহু করে উঠে। মহীনের ঘোড়াগুলি যেমন পুরনো হবে না।তুই ও কখনো বুড়ো হবি না হাফিজ। আমাদের বয়স ৫০-৬০ হয়ে যাবে কখনো, কিন্তু এই গান গুলো শুনে তোকে যখন মনে করবো তুই ২৪ বছরের সেই ছেলেটাই থাকবি,তোর চুলে কখনো পাক ধরবে না,চামড়ায় ভাজ পরবে না।🙂🙂
    আহারে 'সুদিন কাছে এসো, ভালোবাসি,একসাথে এ সব কিছুই'।🙂

    • @dinislam691
      @dinislam691 Рік тому +1

      🌺❤️

    • @jaforullah1906
      @jaforullah1906 Рік тому +8

      হাফিজ বেঁচে থাকুক বন্ধুত্বের বাগানে।

    • @gdas9142
      @gdas9142 Рік тому

      L

    • @najmulhasan2238
      @najmulhasan2238 Рік тому +1

      wish to sing with hafiz one day

    • @user-vj2sv1ek7k
      @user-vj2sv1ek7k 11 місяців тому

      ড্রাগ এডিক্টেড ছিলো তা জানতেন, কিন্তু কোনো প্রতিকার নেননি। এজন্য অনুতপ্ত বোধ হয়?

  • @ttalukdar1996
    @ttalukdar1996 Рік тому +27

    বাঙ্গালী হয়ে জন্মিয়েছি বলে আরেকটা ভিন্ন দেশের গান, কোনো ভাষার অনুবাদের সাহায্য ছাড়াই এই গানটার স্বাদ নিতে পারলাম। 🇧🇩

  • @broken5520
    @broken5520 3 роки тому +224

    আমি বাংলাদেশ থেকে,মহীনের ঘোড়াগুলির গান শুনতাম না আগে,কিন্তু অর্ক মুখার্জির করা এই গানটার কভার শুনে, গানটার প্রেমে পড়ে গেলাম♥ ধন্যবাদ মহীনের ঘোড়াগুলি♥

    • @akashchakrabarty5708
      @akashchakrabarty5708 Рік тому +1

      Bro Bangladesh er Ausomapto shunsen?

    • @rahul260171
      @rahul260171 Рік тому +1

      প্রেমে পড়তেই হবে

    • @asmit_plays
      @asmit_plays 11 місяців тому +1

      @@akashchakrabarty5708 aha ki bolle boss!

  • @khandokertanvirahmed
    @khandokertanvirahmed 3 роки тому +85

    ভালোবাসি জোছনায় কাশবনে ছুটতে,
    ছায়াঘেরা মেঠোপথে ভালোবাসি হাটতে,
    দূর পাহাড়ের গায়ে গোধুলীর আলো মেখে,
    কাছে ডাকে ধানক্ষেত সবুজ দিগন্তে,
    তবুও কিছুই যেনো ভালো যে লাগে না কেন,
    উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
    কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও?
    ভালোলাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে,
    প্রজাপতি বুনোহাস ভালো লাগে দেখতে,
    জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে,
    ভালোবাসি এক মনে কবিতা পড়তে,
    তবুও কিছুই যেনো ভালো যে লাগে না কেন,
    উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
    কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও?
    যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
    শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায় মাঠে প্রান্তরে...
    তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই
    সুদিন কাছে এসো, ভালো বাসি একসাথে সবকিছুই...
    ভালোবাসি পিকাসো, বুনোয়েল, দান্তে,
    বিটলস, ডিলান আর বিথোফেন শুনতে,
    রবি শঙ্কর আর আলি আকবর শুনে
    ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে,
    তবুও কিছুই যেনো ভালো যে লাগে না কেন,
    উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
    কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও?
    যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে,
    শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায় মাঠে প্রান্তরে।
    তখন ভালো লাগে না, লাগে না কোন কিছুই
    সুদিন কাছে এসো, ভালো বাসি একসাথে সবকিছুই..

  • @mdfardinsowad7390
    @mdfardinsowad7390 Рік тому +41

    আজ আপনি চলে গেলেন...
    গায়কের হয়তো মৃত্যু আছে, তবে গানের নেই।এই গানের মধ্য দিয়েই হয়তো বেঁচে থাকবেন যুগ যুগ...

  • @jahiruddin9460
    @jahiruddin9460 Рік тому +18

    গরিব মধ্যবিত্ত মানুষের গান।
    মেহনতী মানুষের গান।
    আমাদের সবথেকে বড় পরিচয় আমরা গরীব

    • @chirasreeroy9018
      @chirasreeroy9018 Рік тому +1

      It is glorious to be poor.

    • @kalyanbanerjee3680
      @kalyanbanerjee3680 2 місяці тому

      Goriber definition ta ki?

    • @nabinbairagi
      @nabinbairagi 8 днів тому

      EI GORIBRAI PRITIBIKE BACHIYE REKHECHE, TARA SARAJIBON KOSTO KORE GACHE, KINTU MANUSHER UNNOTITE TADER OBODAN SOB THEKE BESI. TARA OBOHELITO SEI BISOY KONO DI MOT NEI.

    • @kalyanbanerjee3680
      @kalyanbanerjee3680 7 днів тому

      @@nabinbairagi ei gorib dorodi manosikota thake berhon, eta 21 th century, digital century, sobar hate endroid, byke, ekbar charidik cheye dekhun, r vat de slogan bondo korun, pls ,

    • @kalyanbanerjee3680
      @kalyanbanerjee3680 7 днів тому

      @@jahiruddin9460 thakun gorib, ei gorbo niye camel hoy boja boye jan, gan gaye jan, pore dekhben gorib evolution hoye ga6e,

  • @crackhead9349
    @crackhead9349 4 роки тому +160

    বর্তমান জেনরেশন জিম মরিসন,বব ডিলান,জন লেনন নিয়ে মাতামাতি করে যেখানে গৌতম চট্টোপাধ্যায়, কবির সুমন, অঞ্জন দত্তের মতো মানুষের লেখা গান অনেকেই শোনেনা। শুধুমাত্র বাংলা গান এই কারণে। কিন্তু আমার ভালো লাগে এটা ভেবে আমরা বড়ো হয়েছি এই মানুষগুলোর গান শুনে ওয়েস্টার্ন মিউজিক চিনেছিলাম এই মানুষগুলোর থেকে অনুপ্রাণিত হয়ে। বাংলার প্রথম স্বাধীন রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলি যাদের কাজ সত্যিই কোন অংশে কোন নাম করা ওয়েস্টার্ন ব্যান্ডের তুলনায় কম নয়।

    • @himadrimondal7137
      @himadrimondal7137 4 роки тому

      Ekdm..😌

    • @GCL407
      @GCL407 4 роки тому +4

      কে বলেছে শোনেনা ??

    • @AbdullahKhan-bw1xz
      @AbdullahKhan-bw1xz 3 роки тому

      এখনো কবির সুমন,গৌতম দা,অঞ্জন দা, মাহিনের ঘোড়াগুলোর গান শুনি

    • @anubhabchatterjee4403
      @anubhabchatterjee4403 3 роки тому +3

      Amrao enader maddhomei Western r sathe porichito hoechhi..
      Apnar dharona khub e vulll..
      Koekjon k dekhe sobai ke bichar korbenna

    • @sunnyghosh4212
      @sunnyghosh4212 3 роки тому +1

      @amit Dutta notun gen K-pop , Neha Kakkar sone....90's kid sesh barer moto Jim Morrison, John Lennon er sathe mohiner ghoraguli , cactus, fossils sone, ak e vabe valobashe...

  • @sakibchowdhury9116
    @sakibchowdhury9116 2 роки тому +214

    2022 সালের প্রথম সকাল, এই গান টা শুনে শুরু করলাম।এক অন্য রকম অনুভূতি।
    স্মৃতি হয়ে থাকুক অনুভূতি গুলো♥

  • @somnathdutta2118
    @somnathdutta2118 Рік тому +10

    কমেন্ট দিয়ে ছুঁয়ে গেলাম।
    বহু বছর পর কোন এক সময় যাতে এই পরশ ফিরে পেতে পারি আবার। ♥️

  • @tusaradhikari8095
    @tusaradhikari8095 Рік тому +30

    আজ এই গানের স্রষ্টা তারা দের দেশে চলে গেলেন ।। বাপি দা আর আমাদের মধ্যে নেই 😔

  • @bishwamvarmondal4395
    @bishwamvarmondal4395 3 роки тому +86

    কমেন্ট রেখে গেলাম।(০৩-০৮-২০২১)
    যদি বেঁচে থাকি, বৃদ্ধ বয়সে, কোনো এক গোধূলি তে একলা বসে শুনবো❤️❤️❤️❤️

    • @i2_04_sworjjomoypathak7
      @i2_04_sworjjomoypathak7 4 місяці тому +1

      Repeat hok....

    • @mampitanmaypaul9939
      @mampitanmaypaul9939 4 місяці тому +3

      Notification paben, ese replay kore jan j ekhono sunchen.... 🥰2024.30.03

    • @prakritimukherjee8616
      @prakritimukherjee8616 2 місяці тому

      Aro akbr hye jak! Janaben abar akbar jibon k valobasi blte parlen kina gola chere.. 2/05/2024..

  • @user-ij3bp6vr1m
    @user-ij3bp6vr1m 2 роки тому +54

    হাজার মাইল অবধি কাঁটাতার এঁকে একটা কৃত্রিম বিভাজন করা গেছে বটে।কিন্তু বাঙালির অনুভূতি, মানসভূমি, শিল্প-সংস্কৃতি বা সাহিত্যে কোনও কাঁটাতার আঁকা যায়নি।
    ০৮-০৫-২০২২
    কুমিল্লা, বাংলাদেশ।

    • @rathindraislam5809
      @rathindraislam5809 Рік тому +4

      Bhai, amra desher jnno pran dilam. Accha Bhai boloto, Hindi hok ba muslim, jara or somoy refugee holam, desh ke swadhin korar oporadhe amader alada kore dilo. Banglar Muslim Hindu keu bhag chaeni.

  • @suvanjanbhakta
    @suvanjanbhakta 2 роки тому +25

    বেঁচে থাকুক বাংলা গান।
    এই গান শোনার জন্য বারে বারে বাঙালি হয়ে জন্ম নিতে চাই।

  • @instantmotivation221b
    @instantmotivation221b Рік тому +17

    আজ তাপস দা নেই কিন্তু তার এই অনবদ্য সৃষ্টি আজীবন থেকে যাবে। Rest in peace bapi da

  • @anichandra2211
    @anichandra2211 2 роки тому +23

    কমেন্টে রেখে গেলাম (17.05.2021)
    যদি বেঁচে থাকি, বৃদ্ধ বয়সে , কোনো এক গোধূলিতে দুজনে একসাথে বসে শুনবো ♥️🖤

  • @jishan5968
    @jishan5968 3 роки тому +165

    পুরাই অন্য লেভেলের নেশা 😍😍
    ভালোবাসা বাংলাদেশ থেকে ❤️🇧🇩

  • @nilanjan1323
    @nilanjan1323 3 роки тому +20

    জীবনের শত জটিলতার , সহস্র পরাজয়ের এবং লক্ষাধিক ক্লান্তির মাঝে আরো একটা দিন বাঁচার, আরো একটা দিন উঠে দাড়ানোর, আরো একবার মাথা তোলার ইচ্ছের নাম এই সকল সৃষ্টি।
    আমি যখন জন্মায় তখন এই ব্যান্ডের শেষ অ্যালবাম release হয়। তবুও এমন মনে হয় যে এই গানগুলি যেন দীর্ঘ যুগ আগে শুনেছিলাম এবং আবার হয়তো শুনবো, সেদিন মানুষ থাকুক বা না থাকুক মানুষের প্রতিনিধি হিসেবে ঠিকই রয়ে যাবে শিল্প!

  • @soumyajitdey6680
    @soumyajitdey6680 Рік тому +5

    এটা শুধু গান নয়,এটা আমাদের একটা আবেগ।তারাদের দেশে ভাল থেকো বাপি দা।

  • @rafsanislamsohan7790
    @rafsanislamsohan7790 3 роки тому +59

    মাঝে শুধু কাটাতার ভূখণ্ড ত্ব একিই তাই অনুভূতিও এক বাংলাদেশ বাঙালি বাংলা ভালোবাসি এক হয়ে বাচতে 💗

    • @TheEarth923
      @TheEarth923 3 роки тому +5

      একটা কাঁটাতার কি সত্যিই আকুতি অনুভূতি দের দমিয়ে রাখতে পারে?শুধু ক্ষতবিক্ষত করা ছাড়া?

  • @arijitkamila5270
    @arijitkamila5270 3 роки тому +24

    পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এই গান আমাকে সবসময় মানসিক শান্তি দেয়। 🙃

  • @crazyspandan7562
    @crazyspandan7562 Рік тому +7

    এই গানটি আমি প্রথম শুনেছিলাম princep ghate nodhir pare কিছু 3 টে ছেলে এই গানটা করছিলো, গিটার বাজিয়ে বেশ শুনতে লাগছিল গানটা ❤️, অনুভূতিটা কিছু অন্যরকম ছিল ❤️

  • @soumyadas7813
    @soumyadas7813 Рік тому +161

    আজ SFI এর কলকাতার ঐতিহাসিক সমবেশের পর অনেকে আবার নতুন করে শুনছেন ।

  • @SouravDas-dd2qd
    @SouravDas-dd2qd 3 роки тому +89

    ২০২০ এবং আজ‌ও এই ব্যান্ডটার ফিলিংস এক‌ই রকম রয়ে গেছে ❤

  • @goodfellow4860
    @goodfellow4860 2 роки тому +6

    এই গান এত দেরীতে খুঁজে পেলাম!!ভাগ্যিস তাও খুঁজে তো পেয়েছি।

  • @shohankhan90
    @shohankhan90 Рік тому +4

    গৌতম'দা, বাপি দা আজ অনেক দূরে চলে গেলেন, কিন্তু তদের পাবার একমাত্র মাধ্যম তাদের সৃষ্টি।

  • @bhuiyanbeauty2024
    @bhuiyanbeauty2024 Рік тому +9

    বাংলাদেশের খুব কম মানুষই মাহিনের ঘোড়াগুলো অ্যলবামটা চেনে। কিন্তু আস্তে আস্তে মানুষরা এই গানগুলো চিনছে এবং ভালবাসতে শুরু করেছে। এই গান না ভালোবেসে উপায় আছে!

  • @shaharat7194
    @shaharat7194 6 місяців тому +3

    গত ৬ মাসে যে কত বার শুনলাম, তা হিসাব করে বলা যাবে না, এই গানের সুত্র ধরেই বাপি দা, মহিনের ঘোরার ইতিহাস সব জানলাম, বাপিদার আত্মার শান্তি কামনা করি, গান টার প্রতি আমার কেমন যেন মায়া, ভাল লাগা টা অন্য রকম।

  • @faizurrahman6334
    @faizurrahman6334 3 роки тому +380

    ২০২১ এ কে কে শুনছেন?

  • @zaraschanel3965
    @zaraschanel3965 3 роки тому +9

    জীবন নিয়ে আমাদের সব মিথ্যে মিথ্যে আয়োজন। আমরা কেউই তো আমাদের এই বিলাসবহুল জীবনকে সাথে নিয়ে যেতে পারিনা; তবুও কি এক অদ্ভুত ব্যস্ততা। বড় হওয়ার নেশা। সামাজিক গ্রহনযোগ্যতা সৃষ্টির জন্য সমস্ত জীবনকে খরচ করে ফেলার চর্চা।
    "জীবন" এখানে সমস্ত আয়োজনই মূলত মৃত্যুর আয়োজন।🖤🌎🖤🌎😞

  • @fatima_anjuman_lima
    @fatima_anjuman_lima Рік тому +3

    হায় ভালোবাসি! আমার প্রতিদিনকার গান। মহীনের ঘোড়াগুলি হৃদয় ভূমিতে বড্ড ছোটাছুটি করে। লন্ডভন্ড করে দেয় আমার সযত্নে গড়া ঘর,উঠোন,ছাদ। তবু, এই ভাংচুর রোজ একবার না হলে "ভালো লাগে না, লাগে না কোনোকিছুই"।

  • @manikmama143
    @manikmama143 Рік тому +4

    জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছি এই গানের সাথে। আমার অনেক খারাপ সময়ের এই গান। তখন আমি খুব একা আর অসহায় ছিলাম। এই গান নিয়ে আমি কতটা দিন কাটিয়ে দিয়েছি।
    মনহীনের ঘোড়াগুলির সকল গান আমার এক একটা দুঃখের স্বাক্ষী❤

  • @HaldiaDhumketu
    @HaldiaDhumketu Рік тому +13

    Inspiration of band culture... We love you Mohiner Ghoraguli for ever

  • @subhrangshughoshal5906
    @subhrangshughoshal5906 Місяць тому +2

    হাজার বছর ধরে এই গান শোনার জন্যই বেঁচে থাকবো।

  • @sandipsamanta9243
    @sandipsamanta9243 Рік тому +3

    জীবন যে অনেক সহজ সরল তার প্রমাণ এই গান থাকে পাওয়াযায়। যত দিন যাচ্ছে আমরা ছোট ছোট আনন্দ উপভোগ করতে ভুলে যাচ্ছি।

  • @anindyanandi2648
    @anindyanandi2648 2 роки тому +20

    আজ 2021 এর 16 Oct, 11.26 PM.. প্রথমবারের জন্য এই গানটি শুনলাম । এখন মনে হচ্ছে " মহীনের ঘোড়াগুলি " ছাড়া পথ অতিক্রম করা অসম্ভব।

  • @rimjhimmondal196
    @rimjhimmondal196 Рік тому +6

    এটা অসম্ভব সুন্দর সত্যি! 🌻
    প্রান ছোঁয়া 🖤♡

  • @trinakonerofficial6381
    @trinakonerofficial6381 Рік тому +2

    সৃষ্টিকর্তা তোমাদের কোনো দিন ভুলবে না " মহিমের ঘোড়াগুলি "
    আমাদের কলেজ জীবন গান বাজে শুধু এই মানুষ গুলোর জন্য , এই ব্যান্ড গুলোর জন্য!!
    তোমরা জেনারেশন এর পর জেনারেশন ইন্সপেরেশন হয়ে থাকো॥
    রকস্টার 💫

  • @Apitaf999
    @Apitaf999 3 роки тому +20

    সারাজীবন শুনলেও মন ভরবে না। ভালবাসা ❤ বাংলাদেশ থেকে।

    • @Sajal07
      @Sajal07 3 роки тому +1

      সারাজীবন শুনলেও মন ভরবে না। ✨

  • @sapanhosen8349
    @sapanhosen8349 Місяць тому +1

    জীবনানন্দ, আবুল হাসানের কবিতা পড়লে যেমনটি মনে হয়,, আমি হাঁটছি... কবিতার প্রতিটি শব্দে,, ঠিক তেমনটি এই গান শুনলেও মনে হয় - আমি হাঁটছি উদ্দেশ্যহীন! আহা, কী অনুভূতি, আহা কী অপূর্ব সুন্দর বিষাদ!

  • @Snehasis_Dutta1108
    @Snehasis_Dutta1108 3 місяці тому +1

    মাঝে মাঝে আমার খুব কাদতে ইচ্ছা করে,কিন্তু চোখে জল আসে না,খুব কষ্ট হয় তখন।।।
    সেই সময় এই গান টা আমার চোখে জল এনে দেয় , হাঁফ ছেড়ে বাঁচি এই ভেবে যে হয়তো এই গান টা না থাকলে কবেই হয়তো কাদতে না পেরে দম আটকে মরে যেতাম।
    ধন্যবাদ মহিনের ঘোড়াগুলি!❤️💫
    ১৩.০৪.২০২৪..!❤️

  • @smritidebnath8054
    @smritidebnath8054 Рік тому +4

    এই গানের অনুভূতি প্রকাশ করার মত হলে অনেক পদ্যই লেখা হতো এত দিনে এই গান নিয়ে❤️

  • @md.adilakhter6643
    @md.adilakhter6643 Рік тому +5

    হৃদয়ে বেঁচে থাকবে তুমি বাপি দা❤️

  • @nisithchakrabarty9461
    @nisithchakrabarty9461 2 роки тому +9

    এখনও শিহরিত হই এই গান টা শুনে। বেচেঁ থাকুক মহীনের ঘোড়াগুলো

  • @sudeeptamajumdar235
    @sudeeptamajumdar235 3 роки тому +11

    কি বলব ভাষা হারিয়ে ফেলেছি।এখন কেনো এসব গান শুনি না😭।ইস

  • @arindam5555
    @arindam5555 Рік тому +2

    21st Feb, 2023 ভাষা দিবস এ ,আমাদের অহংকার হোক এই অমর সৃষ্টি। মোদের গরব মোদের অহংকার বাংলা ভাষা। যত্নে থাকুক এই গান হৃদয় মাঝে।

  • @manii8316
    @manii8316 Рік тому +1

    আজ ম্যাম Farewell এ এই গানটা গাইলেন পুরো মন ছুঁয়ে গেলো। প্রথম শুনলাম গানটা খুব ভালো লাগলো তাই ইউটিউবে search করতে চলে এলাম ♥️

  • @gust_of_fall
    @gust_of_fall 2 роки тому +2

    একটা সময় আসে যখন এইরকম গান সবাই শুনছে বলে নয়, নিজের প্রয়োজনে শুনতে আস্তে হবেই।

  • @tablesugar5597
    @tablesugar5597 4 роки тому +4

    ভালবাসার দুরন্ত শব্দের সুর .... অপুর্ব ইচ্ছারা ছুটে যায় সুর হয়ে চারপাশ

  • @rahit123
    @rahit123 3 роки тому +11

    Celebration of naxalist movement..... Farmars and high society merges the song ..... Nostalgic..... Goutam Chatterjee ❤️❤️❤️❤️

  • @sandipanpanigrahi9071
    @sandipanpanigrahi9071 3 роки тому +12

    এসব গান পুরনো হয় না ,শুধু বয়স তাই পুরনো হয়ে যায় কিন্তু নস্টালজিয়া টা এক ই রকম থেকে যায় 😇❤

  • @ratulbiswas2250
    @ratulbiswas2250 Рік тому +9

    ভালো থাকুক মেহনতি মানুষেরা✊❤️

  • @sprplays8279
    @sprplays8279 3 роки тому +8

    প্রত্যেক কলেজ স্টুডেন্ট এর স্মৃতি তে থেকে যাবে এই গান

  • @jayosanalex1494
    @jayosanalex1494 3 роки тому +9

    🇧🇩🇧🇩🇧🇩একরাশ ভালোবাসা বাংলাদেশ থেকে গানের সবাইকে🥰🥰🥰

  • @maxmax2527
    @maxmax2527 Рік тому +1

    বাপি দা lead singer মহীনের ঘোড়াগুলি RIP. Feeling nostalgic. আমাদের যৌবনের একটা অবিচ্ছেদ্য অংশ।

  • @rnshawon9857
    @rnshawon9857 3 роки тому +13

    এই গানগুলিই আজীবন বেঁচে রবে 🖤

  • @rusafariya6452
    @rusafariya6452 2 роки тому +5

    মহীনের ঘোড়া গুলি মানেই একটা আবেগ❤️

  • @rupshaboutique9977
    @rupshaboutique9977 3 роки тому +2

    Emon gaan shunte, bujhte ..hariye jete..
    Aro 100 bar jeno bengali hoye jonmai..
    Love and Respect to everyone.

  • @kheltamasha795
    @kheltamasha795 3 роки тому +2

    অসম্ভব সৃষ্টি.... আজকের সব গানের শুরু এখান থেকেই....

  • @sajibdashimu7442
    @sajibdashimu7442 Рік тому +1

    আহ বাংলা গান, কী ভয়ংকর সুন্দর কথাগুলো,, শৈশব আমার,, মহীনের ঘোড়াগুলি ♥

  • @souradiproy6938
    @souradiproy6938 3 роки тому +1

    কিছু গান কিন্তু শুধু গান নয়। একটা গভীর অনুভূতি যার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে চোখের কোনে জল এনে দিলেও মুখে হাসি নিয়ে আসার এটা ভেবে যে আমরা কত ভাগ্যবান যারা এই গান শুনে বড় হয়েছি। যদি Time Machine সত্যিই থাকতো তবে ফিরে যেতাম সেই সময় গুলোতে।

  • @WALKWITHBONGBOYS1
    @WALKWITHBONGBOYS1 3 роки тому +9

    প্রাণটা জুড়িয়ে যায় এই গানটা শুনলে 🤗🤗

  • @Firoz500
    @Firoz500 2 роки тому +2

    কেন জানি, মুগ্ধ হয়ে শুনি গানটি। নানা ব্যস্ততার মধ্যে যখন একটু সময় পাই গানটি শুনি। ❤️❤️

  • @aditimukherjee1572
    @aditimukherjee1572 3 роки тому +103

    90s born children can understand the feeling of nostalgia

  • @meghchauni
    @meghchauni 2 роки тому +4

    অন্য রকম এক অনুভূতির নাম মহীনের ঘোড়াগুলি❤️

  • @niladrimajumder8343
    @niladrimajumder8343 Рік тому +113

    কালকের SFI এর মিছিলের পর গানটা শুনতে আরো ভালো লাগছে।

    • @souvikbagdi3302
      @souvikbagdi3302 Рік тому +3

      Ekdom

    • @o_o3439
      @o_o3439 Рік тому +2

      sfi 💩

    • @niladrimajumder8343
      @niladrimajumder8343 Рік тому +9

      @@o_o3439 গোবরে সোনা? নাকি ফ্ল্যাটে টাকা?

    • @o_o3439
      @o_o3439 Рік тому

      @@niladrimajumder8343 খেলা হবে ⚽

    • @niladrimajumder8343
      @niladrimajumder8343 Рік тому +7

      @@o_o3439 হচ্ছে তো, দেখছেন না? আরো খেলা চাই?

  • @Videos-xu3do
    @Videos-xu3do 2 роки тому +2

    ২০২২ সালেও নতুনের মতো শুনছি গানটা!
    ২০১৬ -২০২২ এই ব্যান্ডের সবগুলো গান শুনলেও একটাও পূরানো লাগে না! এটাই মনে হয় ভালোবাসা,,,! ❤️

  • @muchkanyesmin9342
    @muchkanyesmin9342 6 місяців тому +1

    ভালোলাগা, ভালোবাসা সবই কেমন যেন ঠুনকো ... তবুও ভালোবাসি 🍃

  • @basusubhasis
    @basusubhasis 3 місяці тому +1

    Sudin kachhe eso.. Aha wonderful ❤

  • @chondonmondol
    @chondonmondol 10 місяців тому +1

    আজকেই গানটি প্রথম শুনলাম,, গায়ে কাটা দিয়ে উঠলো 🤗💝

  • @sayantagarai7802
    @sayantagarai7802 Рік тому +3

    আজ আবার শুনতে এলাম, ভালো থেকো ❤️

  • @indrarupsen4682
    @indrarupsen4682 10 місяців тому +10

    Think you are sitting on the haystack, you are wearing a hunter cap, seeing the communist collective farming and the golden crops cultivated by the farmers effort, you are singing this song, having guitar. Ahhhhhhhh........ what a sensation. You are legend Monida, Red salute.

  • @niharroy8093
    @niharroy8093 2 роки тому +2

    অসাধারণ অনুভুতি তৈরি করে গানগুলো।বাংলা গানের জগতে চিরদিন স্মরণীয় থাকবে এ গানগুলো।

  • @subrataghosh5331
    @subrataghosh5331 Рік тому +4

    ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে
    ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে
    দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
    কাছে ডাকে ধান খেত সবুজ দিগন্তে।
    তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
    উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
    কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
    ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে
    প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে।
    জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
    ভালোবাসি এক মনে কবিতা পড়তে।
    তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন
    উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
    কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
    যখন… দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
    শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
    তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই
    সুদিন.. কাছে এসো,
    ভালোবাসি একসাথে এই সব কিছুই।
    ভালোবাসি পিকাসো, বুনুয়েল, দান্তে
    বিট্‌ল্‌স্‌, ডিলান আর বেথোফেন শুনতে ।
    রবিশঙ্কর আর আলি আকবর শুনে
    ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।
    তবুও কিছুই যেন ভালো যে লাগেনা কেন
    উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন,
    কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
    যখন.. দেখি ওরা কাজ করে গ্রামে-বন্দরে
    শুধুই.. ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
    তখন.. ভালোলাগে না, লাগে না কোন কিছুই
    সুদিন.. কাছে এসো,
    ভালোবাসি একসাথে এই সব কিছুই।

  • @sandeepbanerjee2341
    @sandeepbanerjee2341 2 місяці тому

    কমেন্ট রেখে গেলাম। যখন বৃদ্ধ হবো তখন একা বসে শুনবো। অসাধারণ একটি সৃষ্টি।

  • @mohammadmarupuddin
    @mohammadmarupuddin 22 дні тому

    আমার চিহ্ন দিয়ে গেলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য ❤️

  • @tanbir-ul-israq9577
    @tanbir-ul-israq9577 2 роки тому +1

    এ গান তো আমি...যখন আমি ভূমিষ্ঠ হইনি তখনো এ গানের মধ্যেই যেন আমি ছিলাম, যেদিন এই পৃথিবীতে থাকবোনা সেদিনও হয়ত আমার অস্তিত্বের অংশ এই গান আর সুরে বহমান থাকবে। এই গানে যুগযুগান্ত শতাব্দী পেরিয়ে বুকের মধ্যে কাঁচা আমিত্বকে খুঁজে পাই... কি অদ্ভুত গান একটা 😭😭😭😭😭

  • @kartikmodak4745
    @kartikmodak4745 2 роки тому

    বাংলা ব্যান্ডের গান যাদের হাত ধরে বাংলায় রাজ করছে তাদেরই একটা গান।মন ভালো নেই মন খারাপ পরিস্থিতি যাই আসুক এই গান গুলো বেঁচে থাকুক ❤❤❤❤

  • @md.mamunkhanpathan
    @md.mamunkhanpathan Рік тому +4

    কাটাতার আমাদের আলাদা করতে পারেনি বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন🇧🇩🇮🇳

  • @sayantanbatabyal6266
    @sayantanbatabyal6266 Рік тому

    সুদিন কাছে এসো, ভালোবাসি, একসাথে, সব কিছুই...
    অবচেতনের মাঝে সংগীত ই একমাত্র সত্যি।

  • @abdullahsayem2989
    @abdullahsayem2989 2 роки тому +8

    কালই এই গানের সাথে আমার পরিচয়, তাও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অমরণ অনশনে গায় এই গানটি। ওখান থেকেই বেশ কিছুক্ষণ খোজার পর পাই।
    এবং আমি শুনেই যাচ্ছি সবসময়ই 🖤
    শ্রদ্ধা বাংলাদেশ থেকে ❤️

  • @AbdullahKhan-vn2et
    @AbdullahKhan-vn2et Рік тому +2

    আমার শুনা সেরা বাংলা গানের মধ্যে একটা❤️❤️🇧🇩🇧🇩

  • @mobasser_siam
    @mobasser_siam День тому

    এ কি বানিয়েছেন
    সারাদিনের সহস্র ব্যস্ততার শেষে বাড়ি ফিরে যখন দেহ লুটিয়ে ইয়ারফোন লাগিয়ে এই গান চালাই, প্রথম টোন এই যেন দশ বছর আগের সেই বেলার মাঠের পাশের বটতলার স্নিগ্ধ বাতাস এসে মুখে লাগে
    এই ক্ষণিক মুহূর্তের জন্যে হয়তো বেঁচে থাকা
    বেঁচে থাকুক সকলে

  • @mahinshahriar9147
    @mahinshahriar9147 Рік тому +1

    ছড়িয়ে যাক এই গান প্রজন্ম থেকে প্রজন্ম ❤️

  • @twilightsaga8820
    @twilightsaga8820 2 роки тому +4

    প্রতিদিন শুনা হয়,তাও প্রতিবার মনে হয় প্রথমবার শুনছি❤️
    অনবদ্য 🔥
    imc boys hostel, room 214

  • @subhadeepdas2985
    @subhadeepdas2985 9 місяців тому +1

    এরকম একটা মাইলস্টোন লিরিক্সের মাত্র ২.২মিলিয়ন ভিউ! যাই হোক এই গান সবার হজমের জন্যে বোধহয় না!! ♡♡♡

  • @antorroy2846
    @antorroy2846 6 місяців тому

    মহীনের ঘোড়াগুলির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গান।মনে পড়ে সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক অ্যালবামের অরিজিনাল ট্র্যাকটি।🌺 0:17 0:13

  • @g.spokie8471
    @g.spokie8471 3 роки тому +6

    আহা,এটা গান না,,শিল্প❤️

  • @riasadalvi3925
    @riasadalvi3925 Рік тому +1

    হ্যাঁ , আবারও বলবো , বেশী রাত করে ঘুমাইয়ো না , খাবার সময়মতো খাইয়ো , নিজের প্রতি যত্ন নিও , আল্লাহ হাফেয

  • @user-yminsaan
    @user-yminsaan Місяць тому +1

    সুদিন কাছে এসো,ভালোবাসি একসাথে সবকিছুই ❤❤

  • @faisalahmedmilon4804
    @faisalahmedmilon4804 3 роки тому +6

    যতবার শুনি ততবারই নতুন করে ভালো লাগে। 🖤🤘

  • @minomehedi6770
    @minomehedi6770 Рік тому +1

    ৪ বছর আগে গানটার সাথে পরিচয় হয়🖤
    ধন্যবাদ মহীনের ঘোরগুলি🖤
    ২০১৯ থেকে এখনও শুনতেছি। এই গানটা কখনোই পুরনো হবে না❤

  • @mirhamimuddin556
    @mirhamimuddin556 Рік тому

    কি অসাধারণ গানের কথা। যতবার শুনি ততবারই বিস্মিত হয়। মহীনের ঘোড়াগুলির গানগুলোর কথা এত বছর আগে লিখে গেছে আজ যেন বর্তমানে প্রতিটা মানুষের জীবনে প্রতিমুহূর্তে ঘটছে।

  • @aristmallick8346
    @aristmallick8346 4 місяці тому

    ভালোবাসি মৃত মানুষের স্মৃতি, ভালোবাসি হৃদয় দহনের গন্ধ,
    ভালোবাসি নুয়ে পড়া বৃক্ষ,
    ভালোবাসি মগজ জ্বলিত ধুম্র
    ভালোবেসে বার বার ফিরে আসি
    মহীনের ঘোড়াগুলি।

  • @malaybar9138
    @malaybar9138 2 роки тому +1

    যখন ছোটো ছিলাম তখন আমার এফ. এম এ ১০৬.২ এ গানটা শুনে নিজেকে কোথায় একটা হারিয়ে ফেলতাম।।।