সর্বোত্তম আমল দিনে ১বার করবেন | সব সমস্যা দূর হবে | মুফতী মুস্তাকুন্নবী কাসেমী | Mustakunnabi Kasemi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024
  • সর্বোত্তম আমল দিনে ১বার করবেন সব সমস্যা দূর হবে, টেনশন পেরেশানি দূর হবে, অভাব অনটন দূর হবে, মনের ভিতর শান্তি ফিরে আসবে, বড় বড় সমস্যা কেটে যাবে। আল্লামা মুফতী মুস্তাকুন্নবী Mustakunnabi Kasemi new waz 2024
    পবিত্র কুরআন একটি চিরন্তন, শাশ্বত, মহাগ্রন্থ ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস। এটি মহাসত্যের সন্ধানদাতা, সর্বশেষ ও সর্বাধুনিক ইলাহী কিতাব। এটি পৃথিবীর সকল মানুষের জন্য জ্ঞান ও হেদায়াত লাভের উৎসমূল। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা কুরআনকে আবশ্যক করে নাও। কেননা এটি বিবেকের খোরাক, প্রজ্ঞার আলোকমালা, জ্ঞানের প্রস্রবন, আল্লাহর নাযিলকৃত কিতাবসমূহের মধ্যে সর্বাধুনিক। আর আল্লাহ তাওরাতে বলেন, হে মুহাম্মাদ! আমি তোমার উপর সর্বাধুনিক কিতাব নাযিল করেছি। যা অন্ধের দৃষ্টিকে, বধিরের শ্রবণশক্তিকে এবং অনুভূতিশূন্য বদ্ধ হৃদয়ের বোধশক্তিকে উন্মোচিত করবে’।
    দারেমী হা/৩৩৭০, সনদ হাসান; মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৩১৭৩৮।]
    কুরআন শিক্ষাগ্রহণকারী ও শিক্ষাদানকারী শ্রেষ্ঠ :
    সমাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ রয়েছেন। সকল শ্রেণী ও পেশার লোকদের চাইতে কুরআন শিক্ষাগ্রহণকারী ও শিক্ষাদানকারীগণ সর্বশেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত। ওছমান (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেন,خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ- ‘তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে নিজে কুরআন শিখে ও অন্যকে শিখায়’। অন্য বর্ণনায় এসেছে, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে ও অন্যকে শিখায়’। বুখারী হা/৫০২৮; ইবনু মাজাহ হা/২১১।
    অতএব কুরআন নিয়মিত তেলাওয়াত করতে হবে এবং এর সঠিক মর্ম অনুধাবন করে তদনুযায়ী জীবন গঠন করতে হবে।
    প্রকৃত কুরআনধারীরাই আল্লাহওয়ালা :
    কুরআন তেলাওয়াত করা এবং তার আয়াতগুলি নিয়ে চিন্তা-গবেষণা করা ও সেগুলি বাস্তবায়নের মাধ্যমে আল্লাহওয়ালা হওয়া যায়। রাসূল (ছাঃ) বলেন, দুনিয়াতে মানুষের মধ্যে কতিপয় আল্লাহওয়ালা রয়েছেন। ছাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! তারা আবার কারা? তিনি বলেন,أَهْلُ الْقُرْآنِ هُمْ أَهْلُ اللهِ وَخَاصَّتُهُ- ‘কুরআন ওয়ালারাই প্রকৃত আল্লাহওয়ালা এবং তাঁর নিকটতর’।আহমাদ হা/১২৩০১; হাকেম হা/২০৪৬; ছহীহুত তারগীব হা/১৪৩২।
    অতএব যে ব্যক্তি আল্লাহকে ভালবেসে কুরআন মাজীদ তেলাওয়াত করবে, স্বয়ং আল্লাহ তাকে ভালবাসেন এবং তাকে তাঁর নিকটবর্তী হিসাবে গণ্য করেন।
    কুরআন তেলাওয়াতের ফযীলত :
    (১) কুরআন তেলাওয়াতকারী মুমিন মর্যাদায় শ্রেষ্ঠতম : রাসূলুল্লাহ (ছাঃ) বিভিন্ন সময় ছাহাবায়ে কেরামকে নানা উদাহরণের মাধ্যমে দ্বীন শিক্ষা দিতেন। যেমনটি তিনি অন্যান্য মুমিনের চাইতে কুরআন তেলাওয়াতকারী মুমিনের শ্রেষ্ঠত্ব বর্ণনার সময় শিক্ষা দিয়েছিলেন। আবু মূসা আশ‘আরী (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেন,
    ‘যে মুমিন কুরআন তেলাওয়াত করে, সে হ’ল উৎরুজ্জা ফলের (কমলালেবুর) ন্যায়। ফলটি সুগন্ধিযুক্ত এবং স্বাদও উত্তম। আর যে মুমিন কুরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হ’ল খেজুরের ন্যায়। যার ঘ্রাণ নেই কিন্তু সুস্বাদু। আর যে মুনাফিক কুরআন তেলাওয়াত করে, সে হ’ল রায়হানা (লতানো) ফুলের ন্যায়। যা সুগন্ধিযুক্ত, কিন্তু স্বাদ তিক্ত। যে মুনাফিক কুরআন তেলাওয়াত করে না, সে হ’ল মাকাল (লতানো লেবুজাতীয় তিক্ত) ফলের ন্যায়। যার ঘ্রাণ নেই এবং স্বাদও তিক্ত’। বুখারী হা/৫৪২৭; মুসলিম হা/৭৯৭; মিশকাত হা/২১১৪
    (২) কুরআন তেলাওয়াতকারীর দুনিয়াবী মর্যাদা :
    কুরআনের জ্ঞানে পারদর্শী ব্যক্তির মর্যাদা দুনিয়া ও আখিরাত উভয় জগতে বৃদ্ধি পায়। নাফে‘ বিন আব্দুল হারিছ (রাঃ) উসফান নামক স্থানে ওমর (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। ওমর (রাঃ) তাকে কর্মকর্তা হিসাবে মক্কায় নিযুক্ত করেছিলেন। অতঃপর তিনি নাফে‘কে জিজ্ঞেস করলেন, তুমি মক্কা ও ত্বায়েফের উপত্যকাবাসীদের জন্য কাকে তোমার প্রতিনিধি নিযুক্ত করেছ? তিনি বললেন, ইবনু আবযাকে। ওমর (রাঃ) জিজ্ঞেস করলেন, কোন্ ইবনু আবযা? তিনি বললেন, আমাদের আযাদকৃত গোলামদের একজন। ওমর (রাঃ) বললেন, فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى؟ ‘তুমি একজন ক্রীতদাসকে তাদের জন্য তোমার স্থলাভিষিক্ত করেছ?’ নাফে‘ বললেন,إِنَّهُ قَارِئٌ لِّكِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ، وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ، قَاضٍ، ‘তিনি মহান আল্লাহর কিতাবের একজন বিজ্ঞ আলেম, ফারায়েয শাস্ত্রেও অভিজ্ঞ, প্রাজ্ঞ বিচারক’। তখন ওমর (রাঃ) বললেন, তোমাদের নবী (ছাঃ) যথার্থই বলেছেন,إِنَّ اللهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِيْنَ- ‘এই কিতাবের অনুসরণের মাধ্যমে আল্লাহ অনেক জাতিকে মর্যাদায় উন্নীত করেন এবং কুরআন পরিত্যাগকারীদের অবনত করেন’।
    মুসলিম হা/৮১৭; ইবনু মাজাহ হা/২১৮; মিশকাত হা/২১১৫
    উক্ত হাদীছ থেকে প্রমাণিত হ’ল যে, আল্লাহ প্রেরিত কুরআনের উপর ঈমান ও আমলের বদৌলতে মানুষ উচ্চমর্যাদা লাভ করতে পারে। আর কুরআন বিমুখ হ’লে মানুষ উভয় জগতে হবে লাঞ্ছিত ও অপমানিত।
    #সর্বোত্তম_আমল_দিনে_১বার_করবেন_সব_সমস্যা_দূর_হবে
    #যে_আমল_করলে_টেনশন_পেরেশানি_দূর_হবে
    #যে_আমল_করলে_রিজিকের_মধ্যে_বরকত_হবে
    #যে_আমল_করলে_সকলের_কাছে_প্রিয়_হবে
    #যে_আমল _করলে_চেহারা_সুন্দর_হবে
    #যারা_কিছুই_পারেন_না_তাদের_জন্য_কানে_শুনার_আমল
    #কানে_শুনার_আমল
    #কোরআন_তেলাওয়াত_শুনার_ফজিলত
    #কুরআন_মাজীদ_তিলাওয়াতের_গুরুত্ব_ও_ফযীলত
    #কোরআন_তিলাওয়াত_শোনার_উপকারিতা
    #কোরআন_পাঠের_ফজিলত
    #যে_আমল_করলে_অভাব_অনটন_দূর_হবে
    #যে_আমল_করলে_মনের_শান্তি_ফিরে_আসবে
    #বড়_বড়_সমস্যা_কেটে_যাবে
    #সর্বোত্তম_আমল_দিনে_১বার_করবেন
    #সর্বোত্তম_আমল
    #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
    #মুস্তাকুন্নবী_কাসেম
    #Mufti_Mustakunnabi_Kasemi
    #Mustakunnabi_Kasemi_2022
    #মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
    #Mufti_Mustakunnabi_Kasemi
    #মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_নতুন_বয়ান
    #মুফতি_মুস্তাকুন্নবী_ওয়াজ
    #মুফতি_মুস্তাকুন্নবী_সাহেবের_ওয়াজ
    #mustakunnabi_new_waz
    #new_waz_2022
    #New_Waz_2021
    #Mustakunnabi_Qasemi_Waz_2022
    #New_Mahfil
    #New_Tafsir
    #Allamah
    #Mufti
    #Shiekh
    #নতুন_ওয়াজ
    #বাংলা_ওয়াজ
    #মুস্তাকুন্নবী_কাসেমী_2022

КОМЕНТАРІ • 5

  • @shoaibakter4850
    @shoaibakter4850 2 дні тому +2

    এই সমস্ত আলেমদের বায়ান শুনলে ইমান বৃদ্ধি পায় আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @MstHasina-dz3ud
    @MstHasina-dz3ud День тому +1

    আলহামদুলিল্লাহ

  • @dilowarhussainbarbhuiya4819
    @dilowarhussainbarbhuiya4819 2 дні тому +2

    Alhamdulillah

  • @JusnaAkter-m5d
    @JusnaAkter-m5d 2 дні тому

    Laailaha illellah

  • @imtiazhossain8953
    @imtiazhossain8953 День тому

    আসসালামু আলাইকুম ভাই একটা কথা বলি কিছু মনে করেন না আমরা মাহফিল শুনি সওয়াবের আশায় কিন্তু আপনার পর্দাহীন বিজ্ঞাপন দেখে মনে হয় গুনাই বেশি হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন।।