গার্মেন্টস ঝুট কাপড় থেকে তৈরি সুতার বাজার, রপ্তানিতে ছাড়িয়েছে শত কোটি টাকা। |Recycled Yarn Business|

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • গার্মেন্টস ঝুট কাপড় থেকে তৈরি সুতার বাজার, রপ্তানিতে ছাড়িয়েছে শত কোটি টাকা।
    The market of yarn made from Garment Jhoot fabric, has exceeded 100 crore rupees in exports.
    ঝুট কাপড় দিয়ে দেশেই তৈরি হচ্ছে বালিশ, লেপ, সুতা ও শীতের পোশাক। দেশের চাহিদা মিটিয়ে এ পণ্য রপ্তানি হচ্ছে বাইরেও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুসারে, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে ঝুট কাপড় থেকে তৈরি সুতার বাজার রপ্তানি ৭৬ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এ দুই মাসে আয় হয়েছে ৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-আগস্টে তুলাবর্জ্য থেকে আয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ডলার।

КОМЕНТАРІ •