বেদনার রঙে রাঙানো জীবন জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জ্বেলে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝ না আমি যে তোমার কত প্রিয়।। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম আমি যে অসহায় আমার এ অপরাধ পার তো ক্ষমা করে নিও।। যেদিন চিরতরে হারায়ে যাব আমি ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি। সেদিন ডাক যদি এ নাম ধরে হায় রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়।। তবুও আমায় পাবে না খুঁজে আর বিরহী হব জানি বরণীয়।
Asadharon
বেশ দরদ দিয়ে গাওয়া। খুবই ভালো লাগলো। আরো গানের আশা নিয়ে বসে রইলাম। শিকাগো থেকে কাজী আহমেদ।
Apurba.
অসাধারণ
অত্যন্ত দরদী কন্ঠ
Excellent.
Super singing
Hundred times ami sunba
বেদনার রঙে রাঙানো জীবন
জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো
সমাধি পরে মোর জ্বেলে দিও।
এখনো কাছে আছি তাই তো বোঝ না
আমি যে তোমার কত প্রিয়।।
হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম
বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম
আমি যে অসহায় আমার এ অপরাধ
পার তো ক্ষমা করে নিও।।
যেদিন চিরতরে হারায়ে যাব আমি
ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি।
সেদিন ডাক যদি এ নাম ধরে হায়
রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়।।
তবুও আমায় পাবে না খুঁজে আর
বিরহী হব জানি বরণীয়।
Super misti
💐💌😊
সুস্মিতার কন্ঠে ৺সতীনাথ মুখার্জীর গান শুনে তৃপ্ত হ'লাম ৷
Good
Fantastic
Osm
Amar ma ar posonder gan
জীবনমূখি গান শুনতে ভাল লাগে
Beautiful!
Nice
Apnar janna ai gan na.