একা থাকার চেয়ে, এ পরিবেশে থেকে অনেক আনন্দ, আনন্দ থাকলে আয়ু বেড়ে যায়,ভালো থাকুন সবাই, থাকা খাওয়া চিকিৎসা ঠিক থাকলে, অনেক শান্তি, আশীষ বাবুকে অনেক অনেক ধন্যবাদ।ঈশ্বর মঙ্গল হোক। তবে কি খরচ জানাবেন।
খুব সুন্দর পরিবেশ। মনোরম জায়গা।বৃদ্ধাশ্রমের নামটা শুনলেই অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন। যেমন অনেকে বলে মা,বাবাকে আশ্রমে রেখে দিয়েছে। ঠিক না সবাই জানে ,তব কিছু পরিবেশ স্থিতি এমনই হয়ে যায়।মানুষ বাধ্য হয়ে আশ্রমে যেতে হয়। তবে সেটা খারাপ ট কোথায় সেটাই আমি বুঝতে পারি না। বৃদ্ধ বয়সে তখন নতুন বন্ধুদের সাথে সময় কাটাতে পারবে তাদের কতো আনন্দ হয় সেটা তাদের সাথে কথা বললে বোঝা যায়।আমার তো খুব ভালো লাগে।আমি অনেক আশ্রমের মানুষ দের সাথে কথা বলে দেখেছি। দু একজন বাদে সবাই ভালোই থাকে।
খুব ভালো লাগলো এমন একটি বৃদ্ধা শ্রোমের সঙ্গে পরিচয় হয়ে ,এমন একটি জায়গায় হয়তো আমি ও একদিন যাব ,কিন্তু একটি কথা না বললেই নয় সেটি হলো বোলপুরে র মতো জায়গায় এটি অবস্থিত (কমেন্ট থেকে জানলাম ) হয়েও আশ্রোমের চারপাশে আর মনোরম চোখ জুরানো দৃশ্যে থাকা জরুরী ছিল । এটাকে school bilding এর মতো দেখতে লাগছে ,তাই বাইরে থেকে দেখে বন্ধি জীবন মনে হচ্ছে ,যদি আশ্রমের কতৃপক্ষ এদিকে নজর দেন তো ওখানকার মেম্বার রা আর খুশি থাকবেন ।
V. D. O. টি দেখলাম কথা গুলো ও শুনলাম, বৃদ্ধ বয়সে পুরনো সঙ্গী সাথীদের ছেড়ে নতুন সঙ্গী সাথী জোগাড় করা এবং তাদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকা ।যে যাই বলুক না কেন দুধের স্বাদ ঘোলে মেটানো । ভগবান এর কাছে আমি প্রার্থনা করি ওখানে যারা আছেন তাদের মনে প্রানে ঠাকুর আর কিছু দিক বা না দিক একটু শান্তি যেন দেয় ।হরি বল হরি বল। 🙏🙏🙏
এই বৃদ্ধাশ্রম শব্দটার সাথে যে অনেক অনেক ব্যাথা লুকিয়ে থাকে। তাই নিজের অজান্তেই চোখে জল চলে আসে। আপনাদের প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন - শান্তিপুর থেকে.....
Kano mane hacche batha ache. Aneke besh bhaloi thaken samabayasider sange. Barite thakle bujhi mane kono batha thakena. Amar to mane hay aro beshi batha thake.
@@paramitashome954 আমার লেখার উত্তর পেয়ে সত্যিই মনে হলো আপনার মনে কত মান, অভিমান,ব্যাথা, যন্ত্রনা লুকিয়ে আছে। আপনাকে যার জন্য এই যন্ত্রনা ভোগ করতে হচ্ছে দেখবেন তাকেও ঠিক এর চেয়েও বেশী যন্ত্রনা ভোগ করতে হবেনা!!! ঈশ্বর কখনোই অসৎ মানুষদের ক্ষমা করেন না। ভালো থাকবেন।
নতুন করে বেচেঁ থাকার নিরাপদ আশ্রয়।বয়স্ক বয়স্কা দের কাছে খুব জরুরী।বাড়িতে যে অনাদর অবহেলা আজ কাল কেও কেও পেয়ে থাকে সে ক্ষেত্রে খুব ভালো আনন্দ আশ্রম।কতো নতুন বন্ধু পাওয়া যায়।লিখা পড়া ছবি আঁকা গান নাচ গল্পো আড্ডা নতুন পরিবেশ সবার মাঝে আনন্দের নিকেতন।আমার চোখে খুবই সুন্দর।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
বৃদ্ধাস্রমে কেউ শখ করে থাকে না,,। ছেলে মেয়ে নাতি নাতনী দের সাথে এক বাড়িতেই বৃদ্ধ বয়সে সময় সময় কাটাতে সবাই চায়। কিন্তু পারিবারিক দন্দ, মনোমালিন্ন, ঝগড়া ফেসাদ এবং ছেলেরা পিতামাতা কে ভরণপোষণ করতে অনিহার কারনে,, একান্ত বাধ্য হয়েই বৃদ্ধ বয়সে মমতাময়ী মা বাবাকে একবুক কস্ত নিয়ে বৃদ্ধাস্রমে আসতে হয়,,,।।
@@brijitamajumder6910 এই পৃথিবীতে এত কিছু দেখে ফেলেছি যে সংসার জীবন স্বর্গ হলে তো ভালো আর যদি নরক হয় তাহলে জীবন হয় দূর্ভিসহ। নিজের মতো তখন ঠিকানা খুঁজে নিতে হয়। নিজের মতো করে নিজে
আল্লাহ কেমন সন্তানেরা এমন করে নিজের মা বাবাকে দূরে সরিয়ে রাখে। এই সব মা বাবা দের বিডিও দেখলে কলিজা ফেটে যায়। আমার যদি সামর্থ থাকতো তাহলে আমিও বিনা টাকায় তাদের সেবা করতাম।
Ami okhane thakte chai amar keo nei amar age 60 tution kore ami amar jibon chole bhara barite thaki Kindly jodi bolen proti mase koto taka dite hobe tahole ami upokrito hobo
খুব ভালো লাগলো ভিডিওটিতে আমার সব পরিচিত মানুষদের দেখে। আমি মাঝে মাঝে ওখানে যাই। গানের অনুষ্ঠানে বেশ কয়েকবার গান গেয়ে এসেছি। পত্রিকা প্রকাশের সময় গিয়েছি। সবাই এত আন্তরিক। একসঙ্গে বসে আনন্দ করে খাওয়াদাওয়া করেছি। বড় আনন্দময় আর আন্তরিক পরিবেশ।
খুব সুন্দর জায়গা, একা থার চেয়ে এসব জায়গায় থাকা অনেক ভালো, যদি কোন দিন প্রয়োজন হয় যাবো। খুব ভালো লাগলো জায়গাটা, সকলের কথা শুনে মনটা ওখানে যেতে ইচ্ছে করছে, যাবই একদিন শেষ দিন গুলো ওখানেই ভালো কাটবে মনে হচ্ছে।
বৃদ্ধাশ্রম এর প্রয়োজীয়তা অবশ্য ই আছে। খুবই ভালো লাগলো ধন্যবাদ।কারণ অনেক অনেক আছে। এ রকম আরো বড় আকারে প্রয়োজন।কিন্তু যদি 498a টা দিয়ে বউমা দের কেউ কেউ বেশী অত্যাচার না করতো তবে অনেক কে যেতে হতো না।
@@Acharya406আরে ভাই এক বছর আগের । যাই হোক অনেক এর অনেক সমস্যা সব না বুঝে বলা ঠিক না।নিজের কথা বলতে পারি নপুংশক পুরুষ দের মতো না।আর্থিক যাই হোক ভগবান এর কৃপায় এটা দুঃস্বপ্নে ও দেখি না। আর যারা পুত্র ও পুত্র বধূর ভালো বাসায় আশ্রমে যায় বাধ্য হয়ে তাদের বলবো দু জনের কাপড় তুলে পাছায় আগুন লাগিয়ে দাও।যত ভালই বলুক আমি আরো অনেকের কথা শুনেছি।অনেকেই কেলানো ভোলা।আর্থিক সুবিধা নেবার মানুষ না থাকলে আলাদা কথা।
এদের মত অভাগা নেই, ছেল মেয়ে মা বাবা দাদা দাদু নিয়ে একসাথে থাকা আনন্দ, যারা বাবা মা কে বৃদ্ধা আশ্রম দিবা, তাদের পরিনতি তাদের সন্তানরা তাদের জন্য বৃদ্ধা আশ্রম দিবে অপেক্ষা য় থাকো, খুব আনন্দো
আশীষ বাবু কে ধন্যবাদ, বিদ্ধাস্রম সমন্ধে একটা ভুল ধারণা ছিল সেটি পরিবর্তন হলো। মনে র ভালো বাসা না থাকলে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে উঠে না। আশীষ বাবু কে আবার ধন্যবাদ জানাই।
একটা জিনিস ভেবে অবাক হই, এনাদের বৃদ্ধাশ্রম একসঙ্গে থাকতে খুব ভাল লাগে, অথচ বাস্তব জীবনে ঠিক এর উল্টো পথে চলতেন। কত তাড়াতাড়ি সব হাঁড়ি আলাদা হবে। কেউ কাউকে সহ্য করতে পারেন না। ইত্যাদি ইত্যাদি অবাক পৃথিবী!!!!!
Shubash da thik bolechen, era sarthapar konodin joint family te thakbar ichha chhilo na. Karmer fal. Jemon era ek kale nijer sasur aar sasurir songe thakte chini temni eder bowmara ekhane pathiye dilo. Ebar bojh thela.
Ami Mumbai thaki age 70yrs .Yara royechen tader kotha sunlam o khub bhalo laglo. Anekei anek years holo royechen & anande achen past ke kichuta bhule giye . Kolkata r lok chakuri o retirement Mumbai te .Dekhi goggle ko re ki ki procedures r cost yealy or monthly and also would like to know the amount to be deposited at the time of enrolment. Love to all the guests ❤❤🎉
ঊর্মিলা দি, প্রথমে আপনাকে নমস্কার জানাই, এত সুন্দর একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করার জন্য। আমি একজন রেল কর্মী, এইরকম আশ্রমে আমি সেচ্ছাসেবী হয়ে কিছু কাজ করতে চাই।
আমি জামশেদপুরে থাকি আমার বয়স এখন ৫৭ । আপনাদের আশ্রম দেখে খুব ভালো লাগলো , যদি ওখানে থাকি তাহলে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করব তখন আমাকে আপনাদের আমাকে থাকতে দিতে হবে । সবাই খুব ভালো থাকবেন ।
Absolutely amazing arrangement for senior citizens to live in URMILA BRIDHASHRAM under special care of Ashish babu.Thanks to all. FROM SOUTH KOLKATA WESTBENGAL INDIA.
দুই কমিউনিটির কমন খাদ্য তালিকার হার প্রায়ই ৯০%। আমরা অনেকেই কলেজ ও ইউনিভার্সিটি লাইফে হোস্টেলে এমনকি পরস্পরের বাড়িতে বহু বহু খেয়েছি। এটা সংকীর্ণতা ছাড়া আর কিছু না। আমরা শিক্ষিত সমাজ যদি হিংসার বীজের মূলোৎপাটন করে না যাই তাহলে আমাদের প্রজন্ম ঐ হিংসাটাকেই বয়ে নিয়ে যাবে যুগযুগান্তর অবধি। এটা সত্য এপাড়ে ওপাড়ে আমরা বাঙ্গালী কেউ কাউকে ইচ্ছে করলেও উপড়ে ফেলতে পারবো না। অতএব ঘৃণার নয় ভাতৃত্ব বোধের অনুভূতি কে লালন করে যাওয়াই শ্রেয়। আশাকরি ঊর্মিলা র মতো এমন একটা মহৎ কর্ম কে উপজীব্য করে সৃষ্ট সর্গীয় অনুভব নিয়ে কেউ ভুল বুঝবেন না।
Jehetu Ms Sraboni Rakshit amar comment e reply dilen dharmo food sob alada , tai ami oneke ekta bhadrojonito uttar dilam. Ami esob niye bhabina. Sabaike ekjon ee srishti korechhen. Aar ami kono bitorke jete chaina. Ekta kotha achhe , 'Aap Bhaloto jogot.Bhalo' Abar Ms.Rakhsit ke anuroďh korbo eta jeno uni nijer gaye na nen. This a universal truth. Ei byapare ami ekhanei eti tanchhi.
Sumana dari hotat kore ei vedio te tomake r Shakuntaladidi ke dekhe khub anando holo.ei ashram jaoar khub ichchhe chhilo ,hoe othe ni.tomra je ekhane anande a bhalo achho eta dekhe khub anando pelam.pronam nio.
Wonderful presentation 🙏 I am delighted to watch this. An excellent work by you. I am now interested to become a boarder of this Ashram. Thank you so much for sharing this presentation. Regards 😊🙏
Kato taka lage ata kothati amar age 59 amar na keu nei I'm alone in the world. Ghar nei bor nei.Songar koto taka 4000 hoy no any shelter nei aktu jayga debe thakar loker bari thaki
খুবই ভাল লাগলো ... এই আনন্দ আশ্রম কোথায় ? আমি নিস্তান ....আমার স্বামী আমার উপর মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন... আমার বয়স 62 । আমি কি ভাবে যাবো ? মাসিক কত খরচ বা এককালীন কত লাগে আমাকে যদি দয়া করে জানান তাহলে খুবই উপকৃত হই । প্রণাম নেবেন । শুভ রাত্রি
একা থাকার চেয়ে, এ পরিবেশে থেকে অনেক আনন্দ, আনন্দ থাকলে আয়ু বেড়ে যায়,ভালো থাকুন সবাই, থাকা খাওয়া চিকিৎসা ঠিক থাকলে, অনেক শান্তি, আশীষ বাবুকে অনেক অনেক ধন্যবাদ।ঈশ্বর মঙ্গল হোক। তবে কি খরচ জানাবেন।
কলকাতার কাছাকাছি কোন বিশ্বাস যোগ্য বৃদ্ধাশ্রমের খোঁজ থাকলে জানালে অনেক উপকৃত হব।
Phone nambar janaben
সকলের কথা শুনে খুব ভালো লাগলো এখন তো নিজের মানুষের রাই ভালো বাসতে ভুলে গেছে । খুব ভালো লাগলো।
খরজ কত বলবেন please please
আমিও শেষে ওখানে গিয়ে উঠবো।আমার খুব ভালো লাগলো। ডালিয়াকে ধন্যবাদ 🙏
খুব ভাল উদ্যোগ। আশীষবাবু ঈশ্বর আপনার মঙ্গল করুন ।
এতো ভালো আশ্রম এর খোঁজ দেওয়ার জন্য আপনাকে ধান্যবাদ। যিনি এটির পরিচালনা করেন তাকে আমার প্রণাম জানাবেন, উনি সত্যি ভালো কাজ করে চলেছেন।
খুবই ভালো লাগলো।ধন্যবাদ জানাই আশীষ বাবুকে এই রকম একটা মহান করে যাচ্ছেন।প্রনাম জানাই সকল আবাসিকবৃন্দকে।ভালো থাকুন সুস্থ্য থাকুন আপনারা।
Ki korey okhane thakar babastha habey?
খুব ভালো লাগলো এক সাথে সবাইকে এত সুন্দর মিলে মিশে থাকতে দেখে। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন।
এতো ভালো আশ্রম ভাবা যায় না ,,Ashis babu k অনেক শুভেচ্ছা জানাই,,,
খুব ভালো লাগলো, এ ধরনের আশ্রম মনোবল বাড়িয়ে দেয়,সুন্দর পরিবেশ, সত্যিই আনন্দ আশ্রম, ভালো থাকবেন সবাই, প্রণাম।
খুব সুন্দর পরিবেশ। মনোরম জায়গা।বৃদ্ধাশ্রমের নামটা শুনলেই অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন। যেমন অনেকে বলে মা,বাবাকে আশ্রমে রেখে দিয়েছে। ঠিক না সবাই জানে ,তব কিছু পরিবেশ স্থিতি এমনই হয়ে যায়।মানুষ বাধ্য হয়ে আশ্রমে যেতে হয়। তবে সেটা খারাপ ট কোথায় সেটাই আমি বুঝতে পারি না। বৃদ্ধ বয়সে তখন নতুন বন্ধুদের সাথে সময় কাটাতে পারবে তাদের কতো আনন্দ হয় সেটা তাদের সাথে কথা বললে বোঝা যায়।আমার তো খুব ভালো লাগে।আমি অনেক আশ্রমের মানুষ দের সাথে কথা বলে দেখেছি। দু একজন বাদে সবাই ভালোই থাকে।
গুরুজনদের বিনম্র শ্রদ্ধা জানাই। উর্মিলা বৃদ্ধাশ্রমটা দেখে ভীষন ভালো লাগলো, অদূর ভবিষ্যতে এখানে থাকার ইচ্ছে রইলো আমার। ত্রিপুরা থেকে বলছি 🙏
Balai shat... Okhane kyano thakben??!!
Ata Kathy?Kato taka lagbe.
@@somabiswas8650😂P Ltd in ICU hi U
Dementia patient der (senior citizen).. apnara rakhen?
Thanks for video.Address of Oldage home = ?
উর্মিলা বৃদ্ধাশ্রম সম্পকে জানতে পেরে আমার খুব ভালো লাগলো। ভবিষ্যতে এখানে থাকার ইচ্ছা রইল।
Where it is? Cost of living?Medical facilities?
খুব ভালো লাগলো এমন একটি বৃদ্ধা শ্রোমের সঙ্গে পরিচয় হয়ে ,এমন একটি জায়গায় হয়তো আমি ও একদিন যাব ,কিন্তু একটি কথা না বললেই নয় সেটি হলো বোলপুরে র মতো জায়গায় এটি অবস্থিত (কমেন্ট থেকে জানলাম ) হয়েও আশ্রোমের চারপাশে আর মনোরম চোখ জুরানো দৃশ্যে থাকা জরুরী ছিল । এটাকে school bilding এর মতো দেখতে লাগছে ,তাই বাইরে থেকে দেখে বন্ধি জীবন মনে হচ্ছে ,যদি আশ্রমের কতৃপক্ষ এদিকে নজর দেন তো ওখানকার মেম্বার রা আর খুশি থাকবেন ।
বাইরে থেকে কার কি মনে হয় সেটা আদৌ দরকারি নয়। বোর্ডাররা কেউ "বন্দি জীবন" বলছেন কি??? একটু মন খুলে শুনুন, তাঁদের মনের কথা।
V. D. O. টি দেখলাম কথা গুলো ও শুনলাম, বৃদ্ধ বয়সে পুরনো সঙ্গী সাথীদের ছেড়ে নতুন সঙ্গী সাথী জোগাড় করা এবং তাদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকা ।যে যাই বলুক না কেন দুধের স্বাদ ঘোলে মেটানো । ভগবান এর কাছে আমি প্রার্থনা করি ওখানে যারা আছেন তাদের মনে প্রানে ঠাকুর আর কিছু দিক বা না দিক একটু শান্তি যেন দেয় ।হরি বল হরি বল। 🙏🙏🙏
ঠিকানা টা কি,আর কেমন কি টাকা লাগবে
ঠিকানা টাকা কি কি রকম খরচ যদি জানতে পারতাম তাহলে ভালো লাগতো
খরচ কত
য
আমার চোখের জল দিয়ে আপনাকে গোছল করালেও আমি মনে হয় শান্তি পাব না,আপনি মহান,আপনি আমার মা,আপনি সকলের মা।দোয়া রইলো অবিরাম।
মোফাজ্জল হোসেন
টাংগাইল, বাংলাদেশ।
আমার দেখে ভালো লাগলো খুব। সবাই একসাথে। এই একটা নতুন জীবন। পিছনে ফেলে আসা জীবনে শশুর বাড়ী, ছেলে মেয়ে মানুষ করা। এ আর একটা জীবন।
এখানে থাকা খাওয়া খরচ কতো?
ধন্য বাদ ঊর্মি লাবৃদধ আশরমকে আগরতলা থেকে বলছি ষাট বছর হলে আসব খুব সুন্দর পরিচালনা আমার কেউ নেইদিদি
আমি ও আগরতলা থেকে দেখছি । আমি ও যাব
Khubi valo lagche
Aami netra chena
Ki vabei jabo koto taka lagbae
খুব সুন্দর 👌👌
দেখে খুব ভালো লাগলো। এরকম আনন্দ ও খুশি তে দিন গুলো কেটে গেলে, বয়স্কদের আর কিছু র প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন।🙏🙏♥️♥️💐💐🌷🌷
আামাদের দেশে জদি এরকম ভালো যায় গা থাকতো।
এতো সুন্দর বিষয় নিয়ে কাজ করছেন দিদি ভীষণ ভালো লাগলো!! অনেক শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ🙏💕
এই বিদ্যা আশরম কোথায় জানাবেন। এবং কি খরচ জানাবেন।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো
ভীষন ভালো লাগলো।মন ভরে গেল। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা । রইল
so nice to see the happy faces of the elderly..credit goes to the administration..God bless them
আমি জানতে চাই সব টাকালাগে কিনা কারোন আমার কেউ নেই
কোথায় এটা, নং টা দেবেন।
:
@@readlikethis4508 …,
আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে কি এখানে থাকা যাবে
এত সুন্দর বৃদ্ধাশ্রম এর খবর পেলাম ভালোই লাগলো
বুড়ো বয়সে একা একা থাকার চেয়ে এই রকম সুন্দর আশ্রমে থাকা অনেক ভালো বলে মনে করি।
Okhane থাকার জন্য মাসিক খরচ কতো
কিভাবে a যোগাযোগ করতে হবে?
আমি ও একদিন এই জায়গায় গিয়ে উঠবো। বোলপুর তো আমার খুবই প্রিয় জায়গা। জীবনের শেষ সময়টা এখানে আসবো।
Oh ki Darun amio jabo
আমার ও শেষ বয়স ওখানে কাটাতূ ইচ্ছে রয়েছে
আমার ও ইচ্ছা আছে ।কিন্তু কত টাকা লাগে।
Ara taka koto lage bole na
এই বৃদ্ধাশ্রম শব্দটার সাথে যে অনেক অনেক ব্যাথা লুকিয়ে থাকে। তাই নিজের অজান্তেই চোখে জল চলে আসে। আপনাদের প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন - শান্তিপুর থেকে.....
Kano mane hacche batha ache. Aneke besh bhaloi thaken samabayasider sange. Barite thakle bujhi mane kono batha thakena. Amar to mane hay aro beshi batha thake.
Ami jete chai kibhabe jabo janaben 10 bachor pore
Relax to spouse.
ভালো থাকবেন সবাই।
@@paramitashome954 আমার লেখার উত্তর পেয়ে সত্যিই মনে হলো আপনার মনে কত মান, অভিমান,ব্যাথা, যন্ত্রনা লুকিয়ে আছে। আপনাকে যার জন্য এই যন্ত্রনা ভোগ করতে হচ্ছে দেখবেন তাকেও ঠিক এর চেয়েও বেশী যন্ত্রনা ভোগ করতে হবেনা!!! ঈশ্বর কখনোই অসৎ মানুষদের ক্ষমা করেন না। ভালো থাকবেন।
Khub valo laglo ❤l am now 65years old .Valo thakun apnara ❤
খুব ভালো হয়েছে। ডালিয়াকে ধন্যবাদ।
অসাধারণ লাগলো আনন্দআশ্রম...আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ইশ্বরের কাছে 🙏🙏🙏
Phone. Number .... please as early
বৃদ্ধাশ্রম যখন "আনন্দ আশ্রম" হয়ে ওঠে তখন একাকিত্ব সরে যায় গভীর আন্তরিকতায়। ধন্যবাদ, নমস্কার।
ফোন number দেননা কেন
Khub.valo laglo balo thakun. Pranam.neben.also.i respect. Ashisbabu. God bless all. Iam.nowsevsnty.years.old
নতুন করে বেচেঁ থাকার নিরাপদ আশ্রয়।বয়স্ক বয়স্কা দের কাছে খুব জরুরী।বাড়িতে যে অনাদর অবহেলা আজ কাল কেও কেও পেয়ে থাকে সে ক্ষেত্রে খুব ভালো আনন্দ আশ্রম।কতো নতুন বন্ধু পাওয়া যায়।লিখা পড়া ছবি আঁকা গান নাচ গল্পো আড্ডা নতুন পরিবেশ সবার মাঝে আনন্দের নিকেতন।আমার চোখে খুবই সুন্দর।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
খুবই ভালো লাগলো জেনে যে সবাই আনন্দে আছেন। আশীষ বাবুকে ভগবান আশীর্বাদ করবেন।
Ei bridhya ashramti kothay?
@@sadhanapal4126 ভিডিওটি ভালো ভাবে দেখলে জানতে পারবেন।
Khub valo laglo.Asis babur jannia Rai anek asirbad.
আমি বাংলাদেশে থাকি, আমার বৃদ্ধাশ্রমটি দেখে খুব ভালো লাগলো, আমিও এই রকম একটি বৃদ্ধাশ্রমে থাকবো
আনন্দে তো বড় দরকার ভাল বন্ধুত্ব । সমস্ত আবাসিকদের জন্য রইলো অনেক অভিনন্দন ও শুভকামনা। সবাই সুস্থ থাকুন ও আনন্দে কাটুক আগামী জীবন ...... নমস্কার।
বৃদ্ধাস্রমে কেউ শখ করে থাকে না,,। ছেলে মেয়ে নাতি নাতনী দের সাথে এক বাড়িতেই বৃদ্ধ বয়সে সময় সময় কাটাতে সবাই চায়। কিন্তু পারিবারিক দন্দ, মনোমালিন্ন, ঝগড়া ফেসাদ এবং ছেলেরা পিতামাতা কে ভরণপোষণ করতে অনিহার কারনে,, একান্ত বাধ্য হয়েই বৃদ্ধ বয়সে মমতাময়ী মা বাবাকে একবুক কস্ত নিয়ে বৃদ্ধাস্রমে আসতে হয়,,,।।
@@brijitamajumder6910 এই পৃথিবীতে এত কিছু দেখে ফেলেছি যে সংসার জীবন স্বর্গ হলে তো ভালো আর যদি নরক হয় তাহলে জীবন হয় দূর্ভিসহ। নিজের মতো তখন ঠিকানা খুঁজে নিতে হয়। নিজের মতো করে নিজে
Assa apni bidassrome know takte caysen
Eta kothai
দারুণ সুন্দর। অসংখ্য ধন্যবাদ ঊর্মিলা দিদিকে। নমস্কার নেবেন।💐
এমন একটা ঠিকানার খোঁজ বহুদিন করছিলাম । অনেক ধন্যবাদ দিদি 🌹🌹🌹🌹
বহুদিন পরে আমার অতিপ্রিয় টিচার শকুন্তলা দিকে দেখে দারুণ একটা অনুভূতি হল।মনে পড়ে গেল ক্লাসরুমের কথা।এই ভিডিওটা থেকে এ এক পরম পাওয়া
শকুন্তলাদিকে দেখে খুব খুশি হলাম ।আমার খুব প্রিয় শিক্ষিকা ।আমাকে খুব স্নেহ করতেন ।একদিন দেখা করার ইচ্ছে সংবরণ করতে পারছি না ।
Address please
এই বৃদ্ধাশ্রমের খরচ কি রকম
আল্লাহ কেমন সন্তানেরা এমন করে নিজের মা বাবাকে দূরে সরিয়ে রাখে। এই সব মা বাবা দের বিডিও দেখলে কলিজা ফেটে যায়। আমার যদি সামর্থ থাকতো তাহলে আমিও বিনা টাকায় তাদের সেবা করতাম।
Apni halka saiko
Okahne je sujog subhida r chikitsha pacche apni kono dino ta dite parben na
সত্যি ই আনন্দ আশ্রম আপনারা সকলে খুব ভালো থাকুন 🙏🙏
Where is ss
Ami okhane thakte chai amar keo nei amar age 60 tution kore ami amar jibon chole bhara barite thaki
Kindly jodi bolen proti mase koto taka dite hobe tahole ami upokrito hobo
Vison vison valo laglo....sob dekhe sune kothi jani hariye gechilam ...bridhyashro somporke sob sune mone hochhe okhanaiii jano chole jai
ভীষন ভাল লাগল।ঈশ্বর ওনাদের সুস্থ রাখুন।
খুব ভালো লাগলো ভিডিওটিতে আমার সব পরিচিত মানুষদের দেখে। আমি মাঝে মাঝে ওখানে যাই। গানের অনুষ্ঠানে বেশ কয়েকবার গান গেয়ে এসেছি। পত্রিকা প্রকাশের সময় গিয়েছি। সবাই এত আন্তরিক। একসঙ্গে বসে আনন্দ করে খাওয়াদাওয়া করেছি। বড় আনন্দময় আর আন্তরিক পরিবেশ।
Khub bhalo laglo.
বৃদ্ধাশ্রমটির ঠিকানা কি।
Nice to see you all senior citizens spending your life in such a nice place.
60 er por dik poth ata
এই উর্মিলা বৃদ্ধাশ্রমে আমার খুব ভালো লাগলো।আমি ভাবছি ওখানেই গিয়ে থাকবো।
Khoob bhalo laglo shune. Picnic kora ta khoob bhalo laglo.
খুব সুন্দর জায়গা, একা থার চেয়ে এসব জায়গায় থাকা অনেক ভালো, যদি কোন দিন প্রয়োজন হয় যাবো। খুব ভালো লাগলো জায়গাটা, সকলের কথা শুনে মনটা ওখানে যেতে ইচ্ছে করছে, যাবই একদিন শেষ দিন গুলো ওখানেই ভালো কাটবে মনে হচ্ছে।
কি ভাবে জেতে হবে ডিটেইলস জানালে উপকৃত হব, কি কি সংগে নিয়ে যেতে হবে।
বৃদ্ধাশ্রম এর প্রয়োজীয়তা অবশ্য ই আছে। খুবই ভালো লাগলো ধন্যবাদ।কারণ অনেক অনেক আছে। এ রকম আরো বড় আকারে প্রয়োজন।কিন্তু যদি 498a টা দিয়ে বউমা দের কেউ কেউ বেশী অত্যাচার না করতো তবে অনেক কে যেতে হতো না।
Are you ready?
@@Acharya406আরে ভাই এক বছর আগের । যাই হোক অনেক এর অনেক সমস্যা সব না বুঝে বলা ঠিক না।নিজের কথা বলতে পারি নপুংশক পুরুষ দের মতো না।আর্থিক যাই হোক ভগবান এর কৃপায় এটা দুঃস্বপ্নে ও দেখি না। আর যারা পুত্র ও পুত্র বধূর ভালো বাসায় আশ্রমে যায় বাধ্য হয়ে তাদের বলবো দু জনের কাপড় তুলে পাছায় আগুন লাগিয়ে দাও।যত ভালই বলুক আমি আরো অনেকের কথা শুনেছি।অনেকেই কেলানো ভোলা।আর্থিক সুবিধা নেবার মানুষ না থাকলে আলাদা কথা।
এদের মত অভাগা নেই, ছেল মেয়ে মা বাবা দাদা দাদু নিয়ে একসাথে থাকা আনন্দ, যারা বাবা মা কে বৃদ্ধা আশ্রম দিবা, তাদের পরিনতি তাদের সন্তানরা তাদের জন্য বৃদ্ধা আশ্রম দিবে অপেক্ষা য় থাকো, খুব আনন্দো
Hm ami to chai amar chele meye amake biddhasrome diye asuk
Kno apni chan na ?? Bacchar songshare osanti lagate chan ?? Tader valo vabe bachte dite chan na bujhte parlam
এটা কোথায়? খরচ কত জানান।
দয়া করে ঠিকানা টা দিন।
যাক নিশ্চিন্ত হওয়া গেল। রিটায়ার করার পর এই আনন্দ আশ্রমে যাওয়ার ইচ্ছে রইল
সবার মনেই একটা চাপা কষ্ট আছে। যাদের বাবা-মা এখানে থাকে তারা যেন মাঝে মাঝে এসে তাদের বাবা-মাকে দেখে যায়। ❤️❤️❤️ from Bangladesh
হাসালেন। শিক্ষিত ছেলে মেয়েরা অত্যান্ত শ্বার্থপর। তাদের ছেলে মেয়ে রা বৃদ্ধাশ্রমে থাকে।
@@kaburulislamkhan1973 তাদেরও একদিন বৃদ্ধাশ্রমে থাকতে হবে।
Will you pl give the mobile to me tku
আমি দুর্গাপুর স্টিল এ চাকরি করার সময়েই একবার কুন্ডুবাবুর বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম খুবই ভাল লেগেছিল।
জায়গাটা কোথায়?
বোলপুর এ
খুব সুন্দর। বাড়ির থেকে ভালো পরিবেশে আছেন আপনারা
phone no ta dila valo hoy
khub sundar ami ASBO JOTO SHIGRA SAMBHAB
বৃদ্ধাশ্রমের অনেক কথা জানতে পারলাম খুব ভালো লাগলো ধন্যবাদ
খুব সুন্দর। ভীষণ ভালো লাগলো।
আমিও জীবন সায়াহ্নে ঐ বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে
ইচ্ছুক।একটু খোলামেলা ভাবে জীবন কাটাতে চাই। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। সবাই ভালো থাকুন।
খুব ভালো লাগলো দেখে ,যদি বার্ষিক খরচটা জানা যেত তাহলে খুব ভালো হতো
যোগাযোগের ঠিকানায় দেখুন
@@daliarsange no
I was fascinated to see such a beautiful environment in the evening of life.
মাসে কত টাকা দিতে হবে, one time Deposit কত টাকা দিতে হবে জানালে উপকৃত হব
আশীষ বাবু কে ধন্যবাদ, বিদ্ধাস্রম সমন্ধে একটা ভুল ধারণা ছিল সেটি পরিবর্তন হলো। মনে র ভালো বাসা না থাকলে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে উঠে না। আশীষ বাবু কে আবার ধন্যবাদ জানাই।
Us
Thikana please
নিরাপত্তায়,সুরক্ষায়,আতঙ্কিত হযে থাকতে না হলে ভালোই। কত খরচ মাসে জানান দিন।হোযাটস নং কত?
Ato sundor bebostha khub bhalo laglo dekhe sune.Ashis babuke pronam.
😊😊সি
সব কথা শুনলাম সুবার্তা। সবার ভালো লাগবে,
আমার ও লেগেছে। কিন্তু টাকে সরিয়ে উপস্থাপনা হল। নমস্কার ভালবাসা রইল সবার জন্য।
Nice video keep it up may God bless you and your family from Lawrence Gomes Kolkata
এতো সুন্দর একটা আশ্রমের সন্ধ্যান পেয়ে আমার খুব ভালো লাগলো ।কিন্তু এখানে থাকার জন্য কি কি করতে হয়-!!!অনেক অনেক,ভালো বাসা,যানাই,ঊর্মিলা আশ্রমকে ❤❤❤❤❤🙏🙏🙏
Thikana phone number rmonthly kata takar praoyojan jante parle bhalo hoy
আমার বয়স৩৮| আমি আপনাদের আশ্রম্এ কাজ করতে চাই।। সুযোগ হবে।
দ য়া করে জানাবেন।
ঊর্মিলা বৃদ্ধাশ্রমে এসে আরো বুড়ো হয়েছি।কিন্তু বড় হইনি।
আমার বয়স ছিয়াত্তর বছর।
Address ta janaben. Kata kharaj janaben
যোগাযোগের ঠিকানায় ফোন করলেই সব জানতে পারবেন
Very good place to live . Old age home is not bad !
Ph no ta jodi dan tobe jogajog korte pari.
what is the exàct location.of Urmila Bridhhasram?
খুব সুন্দর। ভাল লাগল। অনেক ধন্যবাদ। ❤❤❤❤
Khub bhalo laglo, agami te jaoar ichha roilo.....
আনন্দময় ,,জয় গুরু
একটা জিনিস ভেবে অবাক হই, এনাদের বৃদ্ধাশ্রম একসঙ্গে থাকতে খুব ভাল লাগে, অথচ বাস্তব জীবনে ঠিক এর উল্টো পথে চলতেন। কত তাড়াতাড়ি সব হাঁড়ি আলাদা হবে। কেউ কাউকে সহ্য করতে পারেন না। ইত্যাদি ইত্যাদি
অবাক পৃথিবী!!!!!
Urmila bridhasr phone no patiala khisi has
Idiot subhas
একদম খাঁটি কথা বলেছেন।
Shubash da thik bolechen, era sarthapar konodin joint family te thakbar ichha chhilo na. Karmer fal. Jemon era ek kale nijer sasur aar sasurir songe thakte chini temni eder bowmara ekhane pathiye dilo. Ebar bojh thela.
Ekdom thik bolechen khoj nie dekhun alpo bayase era sabai chilo attakendrik sarthopar ekon thekai pore ekhane eseche r sabai paisawala
জয় হোক মানবতার জয় হোক শিষ্টাচারের। আমিন
দারুন ভাল জায়গায়
Youtub life a ai fast time akta darun video deklam
Ami Mumbai thaki age 70yrs .Yara royechen tader kotha sunlam o khub bhalo laglo. Anekei anek years holo royechen & anande achen past ke kichuta bhule giye . Kolkata r lok chakuri o retirement Mumbai te .Dekhi goggle ko re ki ki procedures r cost yealy or monthly and also would like to know the amount to be deposited at the time of enrolment. Love to all the guests ❤❤🎉
খুব ভালো লাগলো, আমাকেও এখানে থাকতে হবে। সত্যি খুব সুন্দর
ভালো লাগলো, তবে এটি কোথায়? বিস্তারিতভাবে জানতে ইচ্ছে। What is the Terms & condition
আমি খুবই খুসি হবো সব জানতে পারলে।
যোগাযোগের ঠিকানা দেখুন
এতো জন মা' বাবা -কে একত্রে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো।
মনে পড়ে যায় আমার প্রয়াত মা বাবা র কথা।
ঊর্মিলা দি, প্রথমে আপনাকে নমস্কার জানাই, এত সুন্দর একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করার জন্য। আমি একজন রেল কর্মী, এইরকম আশ্রমে আমি সেচ্ছাসেবী হয়ে কিছু কাজ করতে চাই।
আমিও কিছু কাজ করতে চাই স্বেচ্ছাসেবী হিসাবে
আশ্রমটা কোথায়
❤💚🙏🙏
আমিও কিছু কাজ করতে চাই
Asrom ti kathai Ami joga jog korte chai R ma Ami jete chi Ami tader janno kichu korte chai
Khub bhalo decission .Apnara sobai khub bhalo thakun.God bess you.
আমি জামশেদপুরে থাকি আমার বয়স এখন ৫৭ । আপনাদের আশ্রম দেখে খুব ভালো লাগলো , যদি ওখানে থাকি তাহলে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করব তখন আমাকে আপনাদের আমাকে থাকতে দিতে হবে । সবাই খুব ভালো থাকবেন ।
ভালো থাকবেন আপনারা 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
সকল মা বাবার প্রতি সহস্র প্রণাম। সকলে সুস্হ থাকুন।ঠাকুরের কাছে প্রার্থনা করি।
এটার ঠিকিনা টা কি জানালে ভালহয
🙏🙏🙏
Absolutely amazing arrangement for senior citizens to live in URMILA BRIDHASHRAM under special care of Ashish babu.Thanks to all.
FROM
SOUTH KOLKATA
WESTBENGAL
INDIA.
Dalia please help your address 🙏 mobile no response Please 🙏
এই 9:32 আশ্রম টি কোথায় অবস্থিত জানালে খুব উপকৃত হবো
খুব ভালো লাগলো।কি সুন্দর ব্যবস্থা।
Khub bhalo laglo
Ami jabo pore.
আমাদের মা বলেছেন যে শয় সে রয়। আপনি খুব ভালো থাকবেন। মায়ের আশীর্বাদে।
Send mob no
Khub bhalo laglo. Shabai mile eksathe thaka. Golpo, anando kora jeno ekti poribar. Bedroom dekhe o bbhalo laglo. Khub neat and clean. Tabe ami janina shob bedroom ekrokom kina. Poribesh bhalo laglo.
Ata kothai ph no ta pabo pl
Amader mone hoi nijer community circle thaka uchit.Food dharmo shob alada.
@@srabonirakshit6066 Apni khub uchit katha bolechhen. Ota to ami ekta comment korechhilam matro. Se bodh shakti.amar o achhe. Dhanyabad.
দুই কমিউনিটির কমন খাদ্য তালিকার হার প্রায়ই ৯০%। আমরা অনেকেই কলেজ ও ইউনিভার্সিটি লাইফে হোস্টেলে এমনকি পরস্পরের বাড়িতে বহু বহু খেয়েছি।
এটা সংকীর্ণতা ছাড়া আর কিছু না। আমরা শিক্ষিত সমাজ যদি হিংসার বীজের মূলোৎপাটন করে না যাই তাহলে আমাদের প্রজন্ম ঐ হিংসাটাকেই বয়ে নিয়ে যাবে যুগযুগান্তর অবধি। এটা সত্য এপাড়ে ওপাড়ে আমরা বাঙ্গালী কেউ কাউকে ইচ্ছে করলেও উপড়ে ফেলতে পারবো না। অতএব ঘৃণার নয় ভাতৃত্ব বোধের অনুভূতি কে লালন করে যাওয়াই শ্রেয়।
আশাকরি ঊর্মিলা র মতো এমন একটা মহৎ কর্ম কে উপজীব্য করে সৃষ্ট সর্গীয় অনুভব নিয়ে কেউ ভুল বুঝবেন না।
Jehetu Ms Sraboni Rakshit amar comment e reply dilen dharmo food sob alada , tai ami oneke ekta bhadrojonito uttar dilam. Ami esob niye bhabina. Sabaike ekjon ee srishti korechhen. Aar ami kono bitorke jete chaina. Ekta kotha achhe , 'Aap Bhaloto jogot.Bhalo' Abar Ms.Rakhsit ke anuroďh korbo eta jeno uni nijer gaye na nen. This a universal truth. Ei byapare ami ekhanei eti tanchhi.
কম খরচ অথচ পরিচ্ছন্ন পরিবেশের বৃদ্ধাশ্রমের আরো বেশ করে ভিডিও দিলে উপকৃত হবো।ধন্যবাদ
Ki bhabe jogajog korte hobe koto khorcha ami thakbo bhebe chi pls ektu janaben
Ami thakta chai please phone no ta janaben Ashish babur
সত্যিই খুব সুন্দর আশ্রম।
আমিও আমার বাকি জীবন টা
এখানেই কাটাতে চাই।
Thank You. Madam. Very very Nice 👍👍👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ভিডিওটি ভালো লাগলো। ঠিকানা, ফোন নম্বর এবং কত খরচ মোটামুটি একটা ধারণা পেলে খুব আনন্দিত হতাম। সবাইকে শুভেচ্ছা রইল।
কালিকাপুর কলোনি বোলপুর বীরভৃম। যোগাযোগের ঠিকানার নীচে ফোন নম্বরে কথা বললে সব জানতে পারবেন।
@@daliarsange
Bu ppn
@@daliarsange Address, phone number
@@daliarsange please phone number
Please give full details , address and cost 🙏
তোমাদের সবাই কে অনেক ভালো বাসা পাঠালাম আনন্দ আশ্রম আরও আনন্দে ভরে উঠুক 🌤🌤🌤
এই বৃদ্ধাশ্রম টা আমার ভীষণ ভালো লেগেছে
দেখে খুব ভালো লাগলো। ভবিষ্যতে একা হব না।
এখানে থাকার নিয়মগুলো একটু জানতে চাই। সাথে খরচ কেমন লাগে একটু জানালে উপকৃত হবো।
যোগাযোগের ঠিকানায় কথা বলুন
How tocotact
@@daliarsange ডালিয়ার সঙ্গে ফোন নাম্বার চাই,
Fon number ta pele khub upokar hoi,
Nice video ❤
আমার খুব ভালো লাগলো। যাওয়ার ইচ্ছে আছে। কিন্ত খরচ কত জানতে পারলে খুব ভালো হত
খুউব ভালো লাগলো সবাইকে দেখে ৷ পরিবেশ পরিস্থিতিও ভালো লাগলো ৷ ইচ্ছা রইলো দেখতে যাবার ৷ ঊর্মিলা বৃদ্ধাবাসটি কোথায় ? জানালে ভালো হয় ৷
বোলপুর
Per head expenses koto
Perhead expense koto janaben please
Bedridden manusra ki thakte parben?
Sumana dari hotat kore ei vedio te tomake r Shakuntaladidi ke dekhe khub anando holo.ei ashram jaoar khub ichchhe chhilo ,hoe othe ni.tomra je ekhane anande a bhalo achho eta dekhe khub anando pelam.pronam nio.
Khub bhalo. ওনাদের pranam janai
Wonderful presentation 🙏
I am delighted to watch this.
An excellent work by you.
I am now interested to become a boarder of this Ashram.
Thank you so much for sharing this presentation.
Regards 😊🙏
As you spend your life unwisely, self centered, this is the right conclusion of you like people. Alas destiny.....
Kato taka lage ata kothati amar age 59 amar na keu nei I'm alone in the world. Ghar nei bor nei.Songar koto taka 4000 hoy no any shelter nei aktu jayga debe thakar loker bari thaki
ভবিষ্যতে থাকার ইচ্ছে রইলো❤️
Ekhane khoroch ki ki ki lage jante parle subidha hoy
খুবই ভাল লাগলো ... এই আনন্দ আশ্রম কোথায় ? আমি নিস্তান ....আমার স্বামী আমার উপর মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন... আমার বয়স 62 । আমি কি ভাবে যাবো ? মাসিক কত খরচ বা এককালীন কত লাগে আমাকে যদি দয়া করে জানান তাহলে খুবই উপকৃত হই । প্রণাম নেবেন । শুভ রাত্রি
ওখানে নম্বর দেওয়া আছে আশিস কুন্ডু নামে
@@daliarsange কোনখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে ?
@@sumisgarden3444 এটি কোথায়
Bolpur stn theke kibhabe kothay jete habe janaben .
Khub bhalo laglo.
খুব সুন্দর, খুব ভালো লাগলো👌👌
Darun valo laglo. Kothay ashram ta? Future e thakar ichhe roilo. Contact number janale upakrito hobo.
কত তাড়াতাড়ি বৃদ্ধ হব। উর্মিলা বৃদ্ধাশ্রমের যাব।