ছোট বাসায়ও হতে পারে রুচিশীল ইন্টেরিয়র ডিজাইন | DIT Studio
Вставка
- Опубліковано 5 лют 2025
- নতুন বছরের শুরুটা হোক নতুন উদ্যমে, সব ভ্রান্ত ধারনার ইতি টেনে।
ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বেশ কিছু প্রচলিত ভ্রান্ত ধারনা রয়েছে, এরমধ্যে একটি হলো ঘর যদি ছোট হয় তাহলে তা উপযুক্ত করে সুসজ্জিত করা যায়না। আর এই ভ্রান্ত ধারনার অবসান ঘটাতেই আমাদের আজকের এই প্রজেক্ট রিভিউ।
আমাদের সম্মানিত ক্লায়েন্টের এই ঘরটি এক হাজার (১০০০) স্কয়ার ফুট আয়তনের জায়গা জুড়ে রয়েছে। ঘর ছোট হলেও তার এবং তার পরিবারের দৈনন্দিন চাহিদা কিন্তু কম নয়। এই ব্যস্ততম জীবনে তা কম হবার অবকাশ ও নেই। সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখেই ডিআইটি এই ছোট্ট ঘরটিকেই রুপান্তরিত করেছে যুগোপযোগী প্রশান্তির নীড়ে। ক্লায়েন্টের রুচিশীলতা, প্রয়োজনীয়তা ও ডিআইটির সুদক্ষ স্পেস ম্যানেসজমেন্টের সমন্বয়ে গড়ে ওঠা এই ঘরের ইন্টেরিয়র সৃষ্টিশীল কার্যকারিতার মানদন্ড।
আপনার Interior Design পার্টনার হিসেবে কেন আমাদের চুজ
করবেন - কাস্টম ডিজাইন
কোয়ালিটি ম্যাটেরিয়ালস
পারসোনালাইসড টাচ
সঠিক সময়ে হ্যান্ডওভার
আপনার বাসা কিংবা এপার্টমেন্টে ইন্টেরিওর ডেকোরেশন করতে চান? ফ্রি কন্সালটেশনের জন্য আজই যোগাযোগ করুন।
📞+𝟖𝟖𝟎𝟏𝟔𝟑𝟑 𝟎𝟑𝟑 𝟎𝟑𝟑
📞+𝟖𝟖𝟎𝟏𝟗𝟕 𝟏𝟗𝟔 𝟖𝟖𝟖𝟖
🌐 ditbd.com/
🏢 𝗛𝗼𝘂𝘀𝗲 𝟭𝟮𝟳 (𝟮𝗻𝗱 𝗳𝗹𝗼𝗼𝗿), 𝗥𝗼𝗮𝗱 𝟬𝟱, 𝗠𝗼𝗵𝗮𝗸𝗵𝗮𝗹𝗶 𝗡𝗲𝘄 𝗗𝗢𝗛𝗦, 𝗗𝗵𝗮𝗸𝗮-𝟭𝟮𝟬𝟲.
গুগল ম্যাপ লিংক: lnkd.in/gEG9QNu6
হ্যান্ডওভার করা আমাদের এমন আরও ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট সম্পর্কে জানতে এবং আপনার পরিচিত জনকে জানাতে পেজটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।
#spacemanagement #SpaceMaximization #smallhomeliving #familyhome #interior #interiorinspo #interiordecor #InteriorDesign #interiorstyling #interiordesigner #modernhome #ModernLiving #moderndesign #modernfurniture #customized #customizedhome #personalized #PersonalizedService #contemporarydesign #Accuracy #qualityservice #clientreview #happynewyear2025 #happynewyear