দেশের মাটিতে কৃষক পর্যায়ে জিরা চাষে সফলতা!!!
Вставка
- Опубліковано 8 лис 2024
- দেশের মাটিতে কৃষক পর্যায়ে জিরা চাষে সফলতা!!!
#জিরা চাষ পদ্ধতি
#সফল জিরা চাষ
#দেশের মাটিতে জিরা
কৃষক পর্যায়ে সফল জিরা চাষ!!!
• কৃষক পর্যায়ে জিরা চাষে...
জিরার আন্তঃপরিচর্যা!!!
• জিরার আন্তঃপরিচর্যা (র...
জিরার সার সুপারিশ!!!
• জিরা চাষে সার সুপারিশ ...
জিরার বীজ শোধন!!!
• জিরার বীজ শোধন পদ্ধতি|...
জিরার সেচ ব্যবস্থাপনা!!!
• জিরা চাষ পদ্ধতি || জির...
জিরা আমাদের দেশে সম্পূর্ণ আমদানি নির্ভর মসলা ফসল হলেও কৃষক পর্যায়ে সফল জিরা চাষাবাদ আশার আলো দেখাচ্ছে। অবশেষে সকল প্রতিকূলতা পার করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষক পর্যায়ে সফল ভাবে চাষ হলো মূল্যবান মসলা ফসল জিরা।
অতি সম্প্রতি মসলা গবেষণা কেন্দ্রর বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় এ দেশে কৃষক পর্যায়ে চাষাবাদের উপযোগী জিরার জাত আবিষ্কার হয়েছে। বারি জিরা-১ নামে জিরার জাতটি জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০২২ সালে অনুমোদিত হয়। এরপর স্বল্প পরিসরে পরীক্ষা মূলক ভাবে কৃষক পর্যায়ে চাষাবাদ শুরু হয় এ জাতের জিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে প্রদর্শনী আকারে কৃষক পর্যায়ে সফল চাষাবাদ সম্পূর্ণ হয়েছে এ জাতের জিরা। চাষকৃত বারি জিরা-১ বাজারের জিরা অপেক্ষা অধিক সুগন্ধি।
সরজমিনে উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখা যায় কৃষক মোঃ সাইফুল ইসলাম তার চাষকৃত জমি থেকে জিরা গাছ উত্তোলন করছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ভরপুর জিরা। কৃষক সাইফুল ইসলাম বলেন সফল ভাবে জিরা চাষ করতে পেরে খুব ভালো লাগছে। জিরা গাছগুলো উঠিয়ে রোদে শুকানো পর জিরা মাড়াই ঝাড়াই করবো। আশা করছি প্রতি শতকে ১.৫ থেকে ২ কেজি জিরা পাবো। এখান থেকে যে জিরা পাওয়া যাবে তা বীজ হিসেবে ব্যবহার করবো আমরা।
উপজেলার দেউলী ইউনিয়নের রহবল ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার মোঃ সাইফুর রহমান বলেন, শত প্রতিকূলতা মোকাবিলা করে সফল ভাবে জিরা চাষাবাদ করতে পেরেছি আমরা। তিনি আরও বলেন, বারি জিরা-১ শীতকালীন জিরা হওয়ার কারণে উপযুক্ত সময়ে বীজ বপন খুবই জরুরী। এ জিরার জীবনকাল ১১০-১২০ দিন। এ জাতের জিরার বীজ বপনের উপযুক্ত সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। শীতকালে আমাদের দেশে যখন বাতাসে আর্দ্রতার শতকরা হার বেড়ে যায় তখন গাছে অল্টারনারিয়া ব্লাইট এবং গোড়া পচা রোগের আক্রমণ বেশী হয়ে থাকে। এ কারণে সফল ভাবে চাষাবাদ করতে প্রতিরোধক হিসেবে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ। এ জাতের জিরায় সেচ খুব কম দরকার হয়। কৃষক পর্যায়ে সফল জিরা চাষ পদ্ধতি নিয়ে আমাদের আজকের ভিডিও।
ভিডিও নির্মাণে-
মোঃ সাইফুর রহমান
উপসহকারী কৃষি অফিসার
শিবগঞ্জ, বগুড়া
০১৭১৯০৩৮২৫৬
মাশা-আল্লাহ
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আপনার ভিডিও দেখি ভাই জিরার বিজ কোথায় পাওয়া যাবে
ইনশাআল্লাহ এই নভেম্বরে বপন করবো।
দোয়া করবেন
কোন মাস থেকে জিরা রোপণ করতে হবে জানালে উপকৃত হবো
নভেম্বার মাসের প্রথম থেকে শেষ সপ্তাহ পর্যন্ত
ভাই আপনি কি আমার সঙ্গে যোগাযোগ করবেন
বীজ কোথায় পাওয়া যাবে?
আমার বাড়িতে