রাস্তা দখল: ভোটের চাপে মমতা হকার হটাতে রাজি, একই লোভে শুভেন্দু নারাজ? মানুষের সাথে এবার খেলা হচ্ছে?

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 807

  • @shimulsarkar4699
    @shimulsarkar4699 3 місяці тому +149

    রাজাবাজার
    মেটিয়াব্রুজ
    খিদিরপুর এই এলাকার হকাররা কি দুধেল গাই।

    • @ashiskumaradhikari1402
      @ashiskumaradhikari1402 3 місяці тому +4

      😅😅😅😅😅. Joy. BANGLA T M C JINDA BAD

    • @vivekacharya3533
      @vivekacharya3533 3 місяці тому +1

      তোমার বারি তোমার ঘর রাজ করে অন্য জন্য।

    • @Nihal-xf1ur
      @Nihal-xf1ur 3 місяці тому

      কমেন্ট করতে হয় তাই করলেন। একবার গিয়ে দেখে আসেন

    • @masudhasan841
      @masudhasan841 3 місяці тому

      ঠান্ডা মাথায় বাঙাল ঢোকালে সমস্যা বেড়েই চলবে।দোষ সংখ্যালঘুদের।যেখানে অবাঙালি বসবাস বেশি সেখানে অসামাজিক কাজ বেশি।

  • @asisghosh6184
    @asisghosh6184 3 місяці тому +26

    নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট ও চৌরন্গি রোড এলাকার হকারদের উচ্ছেদ হবে ত??

  • @streetfood-rv3wl
    @streetfood-rv3wl 3 місяці тому +139

    খিদীর পুর, মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস রাজা বাজার এ কবে উচ্ছেদ হবে??????

    • @smilingCherry
      @smilingCherry 3 місяці тому +7

      Park circus e kothay hawker ache kaku? Sobai likhchen bole apnio hege dilen na jene sune??

    • @daruttaleem1
      @daruttaleem1 3 місяці тому +2

      Ajker ei kolkata police amader METIABRUZ e onek hokerder tule diyeche

    • @shantanudey1259
      @shantanudey1259 3 місяці тому

      Park circus na chandni chawk clean korte hobe

    • @himadribhattacharya719
      @himadribhattacharya719 3 місяці тому

      আক্রা সন্তোষ পুর দাদা ওদিকে রাস্তা পুরো হাওয়া শুধু হকার

    • @ArunPaul-p5f
      @ArunPaul-p5f 3 місяці тому

      ​@@smilingCherry😊

  • @tapasghosh1578
    @tapasghosh1578 3 місяці тому +2

    মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়া,
    আপনার এই হকার উচ্ছেদকে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে স্বাগত জানাচ্ছি।
    কারন, ফুটপাত আমার হাঁটার অধিকার।
    সকল চক্রান্ত ব্যর্থ করে, আপনি সেই অধিকার ফিরিয়ে দিতে সফল হন, এই প্রত্যাশায় রইলাম।

  • @VIVEKANANDBISHWAS-iu4ku
    @VIVEKANANDBISHWAS-iu4ku 3 місяці тому +51

    বাংলাদেশ থেকে লোক এসে পশ্চিম বাংলায় রাস্তার পাশে বা রেললাইনের পাশে বসে যান । লোকঃ মালিকানা সম্পত্তির উপর জবরদখল করে এদের শুধু ভাঙ্গা চচর নয় এদের জেলে ভরে শাস্তি দেওয়া হোক।

    • @baponbiswas7721
      @baponbiswas7721 3 місяці тому

      বিহার ইউপির গুটকাখোরদেরও পরিস্কার করতে হবে

    • @MrSouvickadak
      @MrSouvickadak 3 місяці тому +3

      Correct

    • @DipokChandraDas-fi7bt
      @DipokChandraDas-fi7bt 3 місяці тому

      😊😊😊😊

    • @DipokChandraDas-fi7bt
      @DipokChandraDas-fi7bt 3 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @MrSouvickadak
      @MrSouvickadak 3 місяці тому

      পাশের দেশ থেকে বছর বছর রিফিউজি আমদানি করে কোনদিনই বেকারত্ব বা দারিদ্র কমানো সম্ভব নয়। অহেতুক সব বিষয়ে নাক না গলানই ভালো। একমাত্র পশ্চিমবঙ্গে এমন একটা স্টেট সব রাজ্যগুলো থেকে পিছিয়ে আসে কারণ সব থেকে বেশি পশ্চিমবঙ্গবাসি। এই রিফিউজি দের চক্করে যারা আমরা native সব বিষয়ে পিছিয়ে গেছে এরাই সবরকম সুযোগ-সুবিধা নিয়ে বসে আছে সে সরকারি চাকরি হোক ,বিনামূল্যে জমি,রেশন, সাস্থ্য,শিক্ষা। আজ এদের জন্য পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আরো অন্যান্য জেলাগুলো অনেক পিছিয়ে আছে এদের কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা ঠিকঠাক মতো পৌঁছয় না । আপনাদের একটা জিনিস বুঝতে হবে পশ্চিমবঙ্গ মানে কিন্তু শুধুমাত্র কলকাতা নয়। ভারতবর্ষে এমন একটা দেশ যে কিনা রিফুজিদের বোঝা টানছে আমাদের ট্যাক্সের পয়সায় তারা আনন্দ উপভোগ করছে। আরে রিফিউজি আমদানি করেছেন মূলত কমিউনিস্ট সরকার। ভোটের জন্য তাদেরকে কে ভারতের নাগরিকত্ব দেয়া হয়েছে ভোরে ভোরে। সমস্ত সরকারি জমি জমা এরা ক্যাপচার করে বসে রয়েছে রেল লাইনের দুধার পর্যন্ত ক্যাপচার করে বসে রয়েছে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল ১৯৪৭ সালে সেটা মানা যায়, ১৯৭১ সালে বাংলাদেশ লিবারেশন ওয়ার্ হয়েছিল সেটাও মানা যায় ,কিন্তু এখন কেন কন্টিনিউয়াসলি এখনো ওরা যদি এভাবে দেশে ঢুকতে থাকে তাতে আমার আর স্থানীয় যারা, তারা কোথায় যাব। সুতরাং CAA এবং NRC দুটোই দরকার।

  • @MyCreation-r4t
    @MyCreation-r4t 3 місяці тому +281

    পার্কসার্কাস ,মেটিয়াবুরুজ , খিদিরপুর,টিকিয়াপাড়া ,বাঁকড়া , উলুবেড়িয়া ---এই জায়গায় ভেঙ্গে দেখাক।

    • @Mahabharat62
      @Mahabharat62 3 місяці тому +10

      Akdam bhai ami bakra thek bolchi odostha akhane khub kharap

    • @Faithful54
      @Faithful54 3 місяці тому

      ভাঙতে হবে

    • @ShyamalChakraborty-fl8vy
      @ShyamalChakraborty-fl8vy 3 місяці тому

      বিশেষ বিশেষ কতগুলি জায়গার কথাটি উল্লেখ করেছেন সেখান দিয়ে তুলতে পারবে কিনা এর জন্য ফিরহাদ হাকিমের প্রতি নজর রাখুন পিছন দরজার গাদ্দার এরা এখনো সময় আছে সতর্ক হোন।

    • @satyajitsaha2882
      @satyajitsaha2882 3 місяці тому +1

      Absolutely Correct 💯

    • @narayanpal332
      @narayanpal332 3 місяці тому

      মমতা কিন্তু সব জায়গায় করছেন না

  • @DADAKADD
    @DADAKADD 3 місяці тому +189

    ঠিক বলেছেন। কিন্তু বুলডোজার যদি , ধর্মতলা খিদিরপুর মেটিয়াবুরুজ গার্ডেনরিচ যেত। কি জানি ঐ সব জায়গায় বুলডোজার যাবার রাস্তা আছে কিনা জানিনা।

    • @MDSA764
      @MDSA764 3 місяці тому +10

      Dhormotola ebong Metiabruj e hawkery dekhechi but Gardenreach, Park Circus, Rajabazaare kothay hawkery ache? Haa okhane Muslim population ta beshi.

    • @Faithful54
      @Faithful54 3 місяці тому

      করতে হবে

    • @SagnikChatterjee-jo8yv
      @SagnikChatterjee-jo8yv 3 місяці тому +1

      ​@@MDSA764 apni dekhenni hoyto amito okhankar e lok jaani

    • @baponbiswas7721
      @baponbiswas7721 3 місяці тому +1

      ভাটপাড়া কবে যাবে??

    • @arijitbandopadhyay7828
      @arijitbandopadhyay7828 3 місяці тому

      ​@@MDSA764 আপনি চোখ দেখান দরকার আছে

  • @SubashAdhikary-lr8hs
    @SubashAdhikary-lr8hs 3 місяці тому +63

    পুলিশ কেন তৃণমূলে পাটি অফিস গুলো ভাঙচুর করলোনা কেন

    • @samarbanerjee9941
      @samarbanerjee9941 3 місяці тому

      @subashAdhikary
      June sune boka boka prasno Koren kano.

  • @magical_goldenlines
    @magical_goldenlines 3 місяці тому +13

    দিদি আপনার ভিডিও অনেক দিন দেখি , ভালো লাগে ।
    একটা অনুরোধ CESC বিলে সরকার Govt.Duty এর দেখিয়ে বিলের 10% এক্সট্রা চার্জ করছে ওই ব্যাপারে ভিডিও করুন ।

    • @apacheworld9402
      @apacheworld9402 3 місяці тому +1

      আমার গত মাসের বিলে 240 টাকা এই govt. Duty হিসাবে নেওয়া হয়েছিল, কিন্তু এই মাসের বিলে তা নেওয়া হয় নি। ব্যাপারটা ঠিক বোঝা গেল না। এটা কি unit খরচের ওপর নির্ভর করে?
      গত মাসে আমার unit খরচ হয়ছিল 338, আর এই মাসে আমার unit খরচ হয়েছে 278.

  • @Ganeshdas-np1mq
    @Ganeshdas-np1mq 3 місяці тому +385

    মমতা কেন খিদিরপুর ও রাজারহাট, পার্ক সার্কাসে হকার উচ্ছেদ করছে না।
    ?

  • @harasitbiswascalligraphy
    @harasitbiswascalligraphy 3 місяці тому +16

    এসব আই ওয়াশ ছাড়া কিছুই নয়।

  • @koushikdey7728
    @koushikdey7728 3 місяці тому +14

    বেআইনিভাবে যারা বসে আছে
    তাদেরকে যদি তুলে দেয় তাতে আপনার অসুবিধা কোথায়

  • @julhasahmed3437
    @julhasahmed3437 3 місяці тому +48

    যারা টাকা খেয়ে ফুটপাথে হকার বসিয়ে ছিলো , তারা কি সেই টাকা ফেরত দেবে ????? নাকি পুনর্বাসন দেওয়ার জন্য আবার টাকা নেওয়া হবে ????? তোলামুল নাম টা কি এমনি এমনি দিয়েছে লোকে ???????

    • @pranabkumarghosh480
      @pranabkumarghosh480 3 місяці тому

      যারা টাকা নিয়েছে তাদের থেকে আদায় করুন। এবার লোক জানতে পারবে কোন কোন মুল টাকা নিয়েছে। না দিলে ঘেরাও করুন।

    • @mahaswetachakraborty4712
      @mahaswetachakraborty4712 3 місяці тому

      Ek e jaygay theke tola adayer byabosta korche tolamul

  • @sangitahalder1011
    @sangitahalder1011 2 місяці тому

    একদম ঠিক বলেছেন আপনি...❤

  • @sikhaghosh1066
    @sikhaghosh1066 3 місяці тому +42

    এটা সুব্রত বাবু ঠিক ই বলেছিলেন। কর্ম সংস্থান না করেই হকার্স উচ্ছেদ করা ঠিক না। মানুষ তো না খেয়ে
    বাঁচবেন না। সেটার ব্যবস্থাও করতে হবে সেদিকে আগে নজর দিতে হবে।

    • @Faithful54
      @Faithful54 3 місяці тому

      কর্ম সংস্থান না করে চোর পকেটমার দেরও ধরা যাবে না, তাদের পরিবার খাবে কি?

    • @anuragsengupta2880
      @anuragsengupta2880 3 місяці тому

      Jara churi kore ei jukti te tader o nijeder kaj chaliye jete dewa uchit jotodin na bikolpo byabostha hoy

    • @NilakshiChatterjee-n4g
      @NilakshiChatterjee-n4g 3 місяці тому +1

      এবার বোধহয় নারায়ণশ্রী আসবে😅

    • @swarinkeshmayankdas9612
      @swarinkeshmayankdas9612 3 місяці тому

      Ekmot

    • @RohitRoyz
      @RohitRoyz 3 місяці тому

      ধুসসসস্.....এসবইইই netflix এর web series এর 4th season, corporation election মিটে গেলেইইই "পুনঃ মূষিক ভব"...

  • @pranabkumarbanerjee3945
    @pranabkumarbanerjee3945 3 місяці тому +49

    খুবই ভাল presentation কিন্ত কিছু প্রশ্ন উঠে আসছে। শহুরে ভোট কমার কি প্রধান বা একমাত্র কারণ হকার ? এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন কিভাবে ? অন্যান্য কারণ গুলির বিশ্লেষণ থাকলে আরো ভাল হত।

    • @mitalibanerjeetalapatra4804
      @mitalibanerjeetalapatra4804 3 місяці тому

      আমাদের পিসি মানুষকে বোকা বানানোর মাস্টার। উনি মানুষের মনে narative set করতে চাইছেন এটাই কারণ।

    • @kamalchakraborti1353
      @kamalchakraborti1353 3 місяці тому

      corruption arrogance main issue

    • @anikpatwary1359
      @anikpatwary1359 3 місяці тому

      ​@@kamalchakraborti1353Corruption to bjp krche.tara krche boro boro corruption

  • @samarkumarparoi1282
    @samarkumarparoi1282 3 місяці тому +131

    হকার উচ্ছেদ করা দরকার। আমি এর সমর্থন করি।

    • @knowledgegain69
      @knowledgegain69 3 місяці тому +1

      amio

    • @national_study_in_bangla_697
      @national_study_in_bangla_697 3 місяці тому +4

      তরে আগে তো কর্ম সংস্থান করতে হবে

    • @Zido123
      @Zido123 3 місяці тому

      Hmm..thik...
      Kintu jothajotho porikolpona thaka uchit chilo...Evabe sadharon manusher khoti kora ta thik hoyni...
      Eta kichuta Demonization er moto hoye gelo byapar ta...
      College St er moto footpath er 1/3 area ey government stall provide korle amar mone hoy dudiker e problem ta solve hote parto..

    • @paromitadebnath3033
      @paromitadebnath3033 3 місяці тому +3

      Hmm rastay abar churi chamari baruk

    • @Dipankarr_
      @Dipankarr_ 3 місяці тому

      Tai naki? Benglai to vuri vuri chakri

  • @স্বচ্ছদেশেরস্বপ্ন

    ভারতের হাজার বছরের এই অপসংস্কৃতি স্থায়ীভাবে বন্ধ করা অসম্ভব। লাগামহীন জনসংখ্যা ও সুশাসন নিশ্চিত না হলে, প্রান্তিক জনসংখ্যা কমবে না, বরং বাড়তেই থাকবে।

  • @GouriMalakar-qv6dj
    @GouriMalakar-qv6dj 3 місяці тому +12

    আসলে সাধারণ মানুষ আমরা রাজনীতি জানিও না বুজিওনা তাই আমাদের কপালে দুঃখ যায়না,, হায় রে হায়🥹

    • @samarbanerjee9941
      @samarbanerjee9941 3 місяці тому

      @gouri malakar
      Apni ram Nam jopun.

    • @GouriMalakar-qv6dj
      @GouriMalakar-qv6dj 3 місяці тому

      @@samarbanerjee9941 আমার কথা শুনে আপনার এটা মনে হলো?? আর হ্যাঁ যদি নাম জব করতেও হয় তাতে আমার কোনো সমস্যা নেই

  • @hamidrahamankhandekar3716
    @hamidrahamankhandekar3716 3 місяці тому +2

    তোলার ব্যাপারে আপনি ঠিক বলেছেন। আমি একদিন কোলকাতা মেডিকেল হাসপাতালে মারুতি ভ্যান নিয়ে গিয়েছিলাম। ভ্যান টি রাস্তার পাশে আর ও গাড়ি যেখানে পার্কিং করা ছিল সেখানে পার্কিং করি। কিছুক্ষণ পর দুইজন ছেলে এসে বলে পার্কিং চার্জ দিতে হবে। আমি বাধ্য হয়ে চার্জ দিলাম কোনো কাগজ পত্র ছাড়াই। কেননা অচেনা জায়গায় তর্ক করতে যাওয়া ঠিক হবে না।

  • @baitullabakar3403
    @baitullabakar3403 3 місяці тому +7

    Khub valo চেষ্টা

  • @julhasahmed3437
    @julhasahmed3437 3 місяці тому +14

    মেয়োর ফুটপাথ বিক্রির টাকা খেয়ে বসে আছে ,,,, সেটা কি জানেন ????????

  • @rumagorai8409
    @rumagorai8409 3 місяці тому +1

    করা দরকার

  • @ApuRoy-mf4vn
    @ApuRoy-mf4vn 3 місяці тому +39

    মেটুয়াবুরুজে কবে হবে?

    • @AftabAlam-bn3dq
      @AftabAlam-bn3dq 3 місяці тому

      Ese dekhenin... Sob jaiga khali korano hochhe

  • @MageNath-ho6go
    @MageNath-ho6go 3 місяці тому

    You are right

  • @youthindian1593
    @youthindian1593 3 місяці тому +8

    ১)))ফুটপাতে কেবল এই রাজ্যের গরীব মানুষদের সুযোগ দেওয়া উচিত,, বাইরের রাজ্যের নয়,,,,
    2)) ফুটপাতে তাদের ই সুযোগ দেওয়া উচিত যারা প্রকৃত গরীব
    ৩)) ফুটপাতে কাউকে দোকান করার সুযোগ অনির্দিষ্ট কালের জন্য নয় সর্বাধিক ৫ বছরের জন্য দেওয়া উচিত,,এর পরে অন্য কে সুযোগ দেওয়া উচিত,,,,

  • @User1234-m8x
    @User1234-m8x 3 місяці тому

    Channel 1St dekhlam... impartial laglo...subscribe korlam.❤

  • @binoysarkar9398
    @binoysarkar9398 3 місяці тому +8

    যে চপঘুগনি বিক্রির কথা বলেন তার এই কাজ করার অধিকার নেই।

  • @malayghorai1010
    @malayghorai1010 3 місяці тому +7

    rajabazar, dhormotala, khidirpur, metiaboroj ata buldozar kobe cholbe?

  • @bubyde1059
    @bubyde1059 3 місяці тому +28

    বাম যখন হকারউচ্ছেদ করেছিল সেকথা ক ই তগন মাননীয়া গড়িয়াহাট হকারি করতে বসেছিল এর বিরোধিতা করে

  • @niladrimali505
    @niladrimali505 3 місяці тому +4

    রাজা বাজার, নারকেল ডাঙ্গা , পার্ক সার্কাস কি কলকাতার বাইরে ?
    নাকি এখানে অবৈধ হকার নেই ??
    এখানে হবে না কোনো দিন .... সবাই জানে
    সেখানে যাওয়ার আগেই এই উচ্ছেদ অভিযান শেষ হয়ে যাবে 😅

  • @aninditamahanta6194
    @aninditamahanta6194 3 місяці тому +6

    Menoka cinema hall er samne , rabindra sarovar Lake er gate e khub bhalo puchka paoa jaye

  • @bikramjitpaul8424
    @bikramjitpaul8424 3 місяці тому

    দারুন বিশ্লেষণ✍️✍️

  • @jyotidas2734
    @jyotidas2734 3 місяці тому +1

    Calcutta= good/important analysis on city politics.Unemployment problem should be solved urgently.Let Economists come with suggestions for Govt.

  • @teenandtinyminds24
    @teenandtinyminds24 3 місяці тому

    আমারও এটাই বক্তব্য। এতো হকারদের সংখ্যা বাড়ার কারণ কি? চাকরি নেই এটাই একমাত্র কারণ। তাহলে চাকরির ব্যবস্থা হোক। এদিকে বলছেন চপ মুড়ি ঘুগনি বিক্রি করাটাও শিল্প, আর অন্যদিকে সেগুলো বিক্রি করতে গেলে খেদিয়ে দিচ্ছে এ্যায়সা কেয়সে চলেগা?
    তবে মানুষ ভালোবেসে যখন ভোট দিয়েছেন তার মানে হয়তো যা হচ্ছে ঠিকই হচ্ছে...

  • @sanjoypatowary
    @sanjoypatowary 3 місяці тому

    Ajgar Videoder bhalo achi

  • @nasiruddinmallicknasir4955
    @nasiruddinmallicknasir4955 3 місяці тому

    দিদি জিন্দাবাদ
    মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ

  • @magical_goldenlines
    @magical_goldenlines 3 місяці тому +4

    রাস্তার ফুটপাথ খালি হওয়া খুব দরকার । তবে তার সঙ্গে এই মানুষ গুলোর বিকল্প রুজির ব্যবস্থা হওয়াও দরকার ।

  • @pgoswami5378
    @pgoswami5378 3 місяці тому

    পশ্চিম বংগে এত চেষ্টা করেও অধিকারীবাবু পদ্ম দলটিকে আশাপ্রদ ভাবে এগিয়ে আনতে না
    পারার কি কি কারণ হতে পারে তার বিষয়ে নিশ্চই চিন্তাচর্চা করা দরকার
    বলে জনতার মাজে আস্তে আস্তে একটা আওয়াজ উঠতে চলেছে।

  • @soumalyaseal
    @soumalyaseal 3 місяці тому +11

    মানুষও চায় না সম্পূর্ণ হকার মুক্ত রাস্তা। রাস্তার ধারে খাবারের দোকান, অন্য দোকান থেকে সবাই কেনা কাটি করে, অন্তত একটা বড় অংশ করে। কিন্তু গোটা ফুটপাথটাই হকারদের কাছে চলে গেলে সমস্যা। ফুটপাথের ধারে দোকানের জায়গা রেখে হাঁটা চলার যথেষ্ট জায়গা রাখা দরকার

  • @sanjoyhalder4863
    @sanjoyhalder4863 3 місяці тому +1

    হকার উচ্ছেদ করা উচিৎ

  • @ghanshyammandhana5416
    @ghanshyammandhana5416 3 місяці тому +8

    1. This drama is very old. I am now approaching 75, and seeing it since mid sixties. Only actors get changed.
    2. After 13 years ' didir ghoom bhanglo.' Councillors, mlas aar baki sorkari amla ke mone poreche je oder kee
    duty.
    3 . Since those who opposed the removal of hawkers, later became rulers, so Subhendu babu is going to be our next CM.

    • @snehojeet
      @snehojeet 3 місяці тому

      In your dream 😂...suvendu will never be cm of bengal.

  • @suvadey7104
    @suvadey7104 3 місяці тому

    একদম ঠিক বলেছেন।

  • @lakshmikantaghosh8398
    @lakshmikantaghosh8398 3 місяці тому

    EXCELLENT ANALYSIS DIDI.

  • @ranjubera3361
    @ranjubera3361 3 місяці тому

    খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলাম। 🙏🙏🙏❤️

  • @arnobroy1396
    @arnobroy1396 3 місяці тому +6

    আরে দিদি sob to bujhlam, কিন্তু ekbar to bolun je রাজবাজার, ধর্মতলা, খিদিরপুরে কেনো hoche না?

    • @guptamobile678
      @guptamobile678 2 місяці тому

      Hobe na..okhane hat dile godi ulte jabe..

  • @RSTVWEB
    @RSTVWEB 3 місяці тому +2

    ফুটপাত দিয়ে সুন্দরভাবে হাঁটাচলা করার জন্য অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা অবশ্যই দরকার

  • @ManasiMaji-pg8ds
    @ManasiMaji-pg8ds 3 місяці тому

    Super

  • @bengali8185
    @bengali8185 3 місяці тому +1

    সঠিক সিদ্ধান্ত

  • @jayantakumarbiswas9028
    @jayantakumarbiswas9028 3 місяці тому +1

    বেআইনি নির্মাণ ও হকার দের ছাউনি এক করে ফেলবেন না.

  • @swastikabhattacharyya4144
    @swastikabhattacharyya4144 3 місяці тому

    খুব সুন্দর বিশ্লেষণ ❤

  • @akashganga96
    @akashganga96 3 місяці тому +10

    Howrah station er sanglogno jaygay hok

    • @SM25336
      @SM25336 3 місяці тому

      Apnar sarkari job আছে বলে ato boro boro kotha bolchen.apnio oi jaigai thakle ai kotha ta মুখ থেকে beroto?

    • @soumyakundu687
      @soumyakundu687 3 місяці тому

      ​@@SM25336Eta momota ke bojhan

  • @sayanroy8551
    @sayanroy8551 3 місяці тому +1

    ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য ... খুবই ভালো উদ্যোগ ... ফুটপাত দখল মুক্ত থাকা দরকার ...

  • @KarunaDas-p7q
    @KarunaDas-p7q 3 місяці тому +16

    ঘুরে ফিরে এক জাতি মরে। সেটা কে? সেইটা হলো হত্য ভাগা হলো গরিব। তাই না? 😂😂😂😂😂

  • @gautambhaduri6233
    @gautambhaduri6233 3 місяці тому

    সঠিক বিশ্লেষন

  • @mrssarkarszerooilcooking546
    @mrssarkarszerooilcooking546 3 місяці тому

    New generation must try to solve this type of problems of west bengal.

  • @somakarmakar7985
    @somakarmakar7985 3 місяці тому

    খুব ভালো বিশ্লেষণ

  • @abhibratadas3267
    @abhibratadas3267 3 місяці тому

    Suvendu Adhikari thik bolechen!

  • @kajalbasu8509
    @kajalbasu8509 3 місяці тому

    পুজোর আগেই ঠিক হয়ে যাবে

  • @TheBikramMondal
    @TheBikramMondal 3 місяці тому +1

    Asansol-e kobe uchhed hobe...

  • @debdasgoswami8248
    @debdasgoswami8248 3 місяці тому

    We want 100% digital transaction.

  • @SeuliRudra
    @SeuliRudra 3 місяці тому

    সুন্দর বিশ্লেষন.

  • @suptighosh6123
    @suptighosh6123 3 місяці тому

    Thank you madam.

  • @firozhealthcare3499
    @firozhealthcare3499 3 місяці тому

    আবার বসবে
    নতুন করে রেট হবে

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 3 місяці тому

    মাল্টিস্টোরেড হকার্স কর্নার বানিয়ে (বিভিন্ন জায়গায়) সেখানে এদের সিফ্ট করুন। হকারদের বাঁচতে দিন। ওদের তো আর চাকরি দেওয়া সম্ভব নয়। সেখানে পুলিশের যাতায়াত বন্ধ করুন । আর সত্ ইচ্ছে থাকলে ওদের তোলা তোলা বন্ধ করুন । জমি জায়গায় জন্য তো অনেক বিশেষজ্ঞ নেতা আছেন। তাদেরকে বলুন।

  • @debashishbhattacharjee1729
    @debashishbhattacharjee1729 3 місяці тому

    Asol.samasya. Holo. Jana sankhya.

  • @TarunRoy-qs3ik
    @TarunRoy-qs3ik 3 місяці тому

    Support

  • @dr.rabindranathmukhopadhya3439
    @dr.rabindranathmukhopadhya3439 3 місяці тому +1

    Britannia কারখানা নিয়ে একটা episode হওয়া দরকার।

  • @sistomandal2290
    @sistomandal2290 3 місяці тому

    নতুন করে টাকা নিবে তাই ভাঙা হচ্ছে।

  • @RajaramShaw-xt1ud
    @RajaramShaw-xt1ud 3 місяці тому +1

    Belilious road, fazir bazaar, pilkhana, arbindo road howrah and howrah maidan in howrah are mostly affected by hawkers.
    Pls look into the matter.

  • @taronkesehermain3699
    @taronkesehermain3699 3 місяці тому

    Khub dorkar eta. Ebar Toto niye hok

  • @tusharbarua4320
    @tusharbarua4320 3 місяці тому +2

    সবাই ভুলে যাচ্ছে নাটকটার নাম হচ্ছে মা মাটি মানুষ যারা হকার তারা কি মানুষের পর্যায়ে পড়ে তারা কি এই সরকারকে ভোট দিয়েছে যেখানে যেখানে ভোট দিয়েছে সেখানে সেখানে উচ্ছেদ হবে না এটাই আশা করা যায়

  • @sekhhamidulislam3883
    @sekhhamidulislam3883 3 місяці тому

    ইউপি তে যখন বুলডোজার চলছিলো তখন শুভেন্দু খুব বড় বড় কথা বলছিলো,এখন শুভেন্দুর ভাষা চেঞ্জ হয়েগেছে

  • @AnantaBhattacharjee-t2l
    @AnantaBhattacharjee-t2l 3 місяці тому +16

    অত্যন্ত মনোজ্ঞ আলোচনা। তবে এই আর্থ সামাজিক অবস্থার মধ্যে হকার বা টো টো সমস্যার সমাধান কতটা সম্ভব, সেটাই লাখ টাকার প্রশ্ন।

  • @asishmukherjee64
    @asishmukherjee64 3 місяці тому +1

    করুন না উচ্ছেদ ধর্মতলার, খিদিরপুর, মেটিয়াব্রুজ এর হকার দের। না সেটা করা যাবেনা। নির্লজ্জ নিরপেক্ষতা।

  • @amitavabhattacharya-lf5co
    @amitavabhattacharya-lf5co 3 місяці тому

    It seems to me that, not only the poors are jobless but also the politicians too.

  • @arnab2684
    @arnab2684 3 місяці тому

    Howrah station থেকে বেরোনো সময়ে দোকান গুলো এমন ভাবে বসে থাকে এমন কি satter গেট পর্যন্ত চলে যায়।

  • @TanmoySarkar-e6m
    @TanmoySarkar-e6m 3 місяці тому

    Excellent ❤❤❤

  • @tamalchowdhury6643
    @tamalchowdhury6643 3 місяці тому

    Right

  • @fulerbari8881
    @fulerbari8881 3 місяці тому +5

    সবই ঠিকঠাক যুক্তি ছিল,কিন্তু প্রাক্তন বিচারপতির বুলডোজার চালানো রায় প্রসঙ্গে আপনার মুখে বড় বড় কথার সংযোজন টা একটু বেমানান এবং এক্তিয়ার বহির্ভূত মনে হলো।

    • @shankerok
      @shankerok 3 місяці тому

      😂😂আপনার কি কস্ট হচ্ছে??😂😂😂😂

    • @subhajitnayak9882
      @subhajitnayak9882 3 місяці тому

      bhicharpati na dalaal?

  • @supriyapatranobish3484
    @supriyapatranobish3484 3 місяці тому

    Operation sunshine kara korechilo madam

  • @tapanchakraborty9963
    @tapanchakraborty9963 3 місяці тому

    Good by govt.

  • @rradhikari8997
    @rradhikari8997 3 місяці тому

    Very nice presentation

  • @mdbappabappa681
    @mdbappabappa681 3 місяці тому

    Joy bangla joy bangla

  • @rajatsubhradas
    @rajatsubhradas 3 місяці тому +2

    Rajabazar Narkeldanha main road Metiaburz Espalande e hobay naki

  • @MeTanmoyRoy
    @MeTanmoyRoy 3 місяці тому

    Mam One Request to you that make a video about Rahul Gandhi 🙏 হরেকৃষ্ণ 🙏

  • @JitAdhikary-m6n
    @JitAdhikary-m6n 3 місяці тому

    এই হকার দের তুলে ফুটপাত পরিষ্কার করার জন্য মমতা ব্যানার্জীকে ধন্যবাদ , এই কাজ টা অনেক আগে করা দরকার ছিল । যদি শহরের ফুটপাত পরিষ্কার করে দেয় তাহলে মানুষ মমতা ব্যানার্জীকে দু হাত তুলে আশীর্বাদ করবে । মানুষকে কত কষ্ট করে রাস্তায় চলতে হয় ।

  • @kdas-ng5zi
    @kdas-ng5zi 3 місяці тому

    সরকারি জমিতে যে বড় বড় বাড়ি করে রেখেছে সেই গুলি উদ্ধার করা হয়েছে কথা বলা হয়েছে

  • @BiplabRoy-ph1hq
    @BiplabRoy-ph1hq 3 місяці тому +1

    নন্দিনী দিদির দোকান টাও কি উঠে যাবে???

  • @timirkantibhadra3218
    @timirkantibhadra3218 3 місяці тому

    কলকাতায় ভালো ফুচকা কোথায় পাওয়া যায়? এটা জানতে ইচ্ছে করছে।

  • @parthamukherjee277
    @parthamukherjee277 3 місяці тому

    What about esplanade and metro gali

  • @debiprasadadak5925
    @debiprasadadak5925 3 місяці тому

    Old wine in a new bottle !

  • @rajudutta9674
    @rajudutta9674 3 місяці тому

    ফুটপথে কোন পার্টি অফিস থাকলে কি ভাঙ্গা হবে

  • @RohitRoyz
    @RohitRoyz 3 місяці тому

    ধুসসসস্.....এসবইইই netflix এর web series এর 4th season, corporation election মিটে গেলেইইই "পুনঃ মূষিক ভব"....

  • @KamaleshRoy-i4t
    @KamaleshRoy-i4t 3 місяці тому +12

    কর্মের ব্যবস্থা আগে দরকার তা না হলে বাংলা থেকে হকার উঠবেনা

    • @samarbanerjee9941
      @samarbanerjee9941 3 місяці тому

      @user-df8sz8ic3r
      Karmer babosta apni ektuku upae bole dele bhalo hoe. Mukhe Maritam jagatam

    • @MijanSk-d2t
      @MijanSk-d2t 2 місяці тому

      Right

  • @arunchatterji4728
    @arunchatterji4728 3 місяці тому

    পুরো নাটক হচ্ছে।দেখতে থাকুন সবাই।

  • @SoumyajitPramanik-zq2dl
    @SoumyajitPramanik-zq2dl 3 місяці тому

    কতই রঙ্গ দেখি দুনিয়ায় 😅

  • @ParthaSardar-pt9xs
    @ParthaSardar-pt9xs 3 місяці тому +3

    বুকের পাটা দেখব পার্কসার্কাস ,মেটিয়াব্রুজ নিয়ে প্রোগ্রাম করো দেখি।

  • @SS-qq6ei
    @SS-qq6ei 3 місяці тому +1

    Good 👍

  • @নিলিমেসদাস
    @নিলিমেসদাস 3 місяці тому

    আর কত পুরানো কাসুন্দি ঘাটবেন। এইসব শুনে শুনে কান পচে গেল।