Jhulan || Bengali Poem || Recitation || Rabindranath Tagore || Pratyush Ghosh || Rashmita Biswas ||

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Jhulan-ঝুলন/ Bengali Poem/ Recitation/ Rabindranath Tagore/ Pratyush Ghosh/ Rashmita Biswas/ PGP
    'Jhulan'
    Pratyush Ghosh Production Presents
    Written BY RABINDRANATH TAGORE
    Recitation - Pratyush Ghosh
    Rasmita Biswas ( / @rashmitabolchi )
    Music Arrangement, Mix And Mastering, Recording And Video Editing -----
    Amit Dutta (MixTune Studio)
    Cinematography - Abhiratna Podder (A.P Photography)
    Thumbnail And Poster - Souvik Bose
    Special Thanks- RASHMITA BISWAS
    Follow Me On-----
    Facebook Page
    / pratyushghoshproduction
    UA-cam channel link :
    / @pratyushghoshproduction
    Jhulan Lyrics-
    আমি পরাণের সাথে খেলিব আজিকে
    মরণ খেলা
    নিশীথ বেলা!
    সঘন বরষা গগন আঁধার
    হের বারিধারে কাঁদে চারিধার,
    ভীষণ রঙ্গে ভব তরঙ্গে
    ভাসাই ভেলা;
    বাহির হয়েছি স্বপ্ন শয়ন
    করিয়া হেলা,
    রাত্রি বেলা!
    ওগাে পবনে গগনে সাগরে আজিকে
    কি কল্লোল!
    দে দোল্‌ দোল্‌!
    পশ্চাৎ হতে হাহা করে’ হাসি’
    মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি’
    যেন এ লক্ষ বক শিশুর
    অট্ট রোল!
    আকাশে পাতালে পাগলে মাতালে
    হট্ট গােল!
    দে দোল্‌ দোল্‌!
    আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার
    বসিয়া আছে
    বুকের কাছে।
    থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া,
    ধরিছে আমার বক্ষঃ চাপিয়া,
    নিঠুর নিবিড় বন্ধনসুখে
    হৃদয় নাচে,
    ত্রাসে উল্লাসে পরাণ আমার
    ব্যাকুলিয়াছে
    বুকের কাছে!
    হায়, এতকাল আমি রেখেছিনু তারে
    যতন ভরে
    শয়ন পরে।
    ব্যথা পাছে লাগে, দুখ পাছে জাগে
    নিশিদিন তাই বহু অনুরাগে
    বাসর-শয়ন করেছি রচন
    কুসুম থরে,
    দুয়ার রুধিয়া রেখেছিনু তারে
    গােপন ঘরে,
    যতন ভরে।
    কত সােহাগ করেছি চুম্বন করি
    নয়ন পাতে
    স্নেহের সাথে।
    শুনায়েছি তারে মাথা রাখি পাশে
    কত প্রিয় নাম মৃদু মধুভাষে,
    গুঞ্জর তান করিয়াছি গান
    জ্যোৎস্না রাতে,
    যা কিছু মধুর দিয়েছিনু তার
    দুখানি হাতে
    মেহের সাথে!
    শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ
    আলস রসে,
    আবেশ বশে।
    পরশ করিলে জাগে না সে আর
    কুসুমের হার লাগে গুরুভার,
    ঘুমে জাগরণে মিশি একাকার
    নিশি দিবসে;
    বেদনাবিহীন অসাড় বিরাগ
    মরমে, পশে
    আবেশ বশে।
    ঢালি’ মধুরে মধুর বধূরে আমার
    হারাই বুঝি,
    পাইনে খুঁজি!
    বাসরের দীপ নিবে নিবে আসে,
    ব্যাকুল নয়নে হেরি চারি পাশে,
    শুধু রাশি রাশি শুষ্ক কুসুম
    হয়েছে পুঁজি!
    অতল স্বপ্ন-সাগরে ডুবিয়া
    মরি যে যুঝি
    কাহারে খুঁজি!
    তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে
    নূতন খেলা
    রাত্রি বেলা!
    মরণ দোলায় ধরি রসিগাছি
    বসিব দুজনে বড় কাছাকাছি,
    ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া
    মারিবে ঠেলা,
    আমাতে প্রাণেতে খেলিব দুজনে
    ঝুলন খেলা,
    নিশীথ বেলা!
    দে দোল্‌ দোল্‌!
    দে দোল্‌ দোল্‌!
    এ মহাসাগরে তুফান তােল্!
    বধূরে আমার পেয়েছি আবার
    ভরেছে কোল!
    প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে
    প্রলয় রোল!
    বক্ষ শােণিতে উঠেছে আবার
    কি হিল্লোল!
    ভিতরে বাহিরে জেগেছে আমার
    কি কল্লোল!
    উড়ে কুন্তল উড়ে অঞ্চল,
    উড়ে বনমালা বায়ু চঞ্চল,
    বাজে কঙ্কণ বাজে কিঙ্কিণী
    মত্ত বােল!
    দে দোল্ দোল্‌!
    আয় রে ঝঞ্ঝা, পরাণ বধূর
    আবরণরাশি করিয়া দে দূর,
    করি লুণ্ঠন অবগুণ্ঠন
    বসন খােল্‌!
    দে দোল্‌ দোল্!
    প্রাণেতে আমাতে মুখােমুখি আজ
    চিনি লব দোঁহে ছাড়ি ভয় লাজ,
    বক্ষে বক্ষে পরশিব দোঁহে
    ভাবে বিভোল!
    দে দোল্‌ দোল্‌!
    স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ
    দুটো পাগােল!
    দে দোল্‌ দোল্‌!
    ১৫ চৈত্র, ১২৯৯।
    #bengalipoem #rabindranaththakur #rashmitabolchi #rashmitabiswas #pratyushghoshproduction #banglakobita #rabindranatherkobita
    pratyush ghosh production/ pgp/ pratyush cover/ pratyush ghosh/ tagore/ tagore rabindranath/ rabindranath rabindranath tagore/ rabindranath tagore i/ rabindranath/ bangle kobita abritti/ free download Bengali poem/ rabindranath tagore poems in Bengali/ rabindranath poem/ বাংলা কবিতা আবৃত্তি শেখা/ বাংলা কবিতা/ আবৃত্তি/ আবৃত্তি শেখা/ Bengali poem recitation/ Bengali poem of rabindranath tagore/ Bengali poem abritti/ Bengali poem whats app status/ Bengali poem video/ Rabindranath thakur chora/ Rabindranath thakur abritti/ Rabindranath thakur bani/ রবীন্দ্রানাথের কবিতা/ রবীন্দ্রানাথের আবৃত্তি/ bangla poem/ রবীন্দ্রানাথ ঠাকুরের আবৃত্তি/ রবীন্দ্রানাথ ঠাকুরের প্রেমের কবিতা/
    রবীন্দ্রানাথের কবিতা আবৃত্তি/ ঝুলন কবিতা/ Jhulon/ ঝুলন কবিতা রবীন্দ্রানাথ ঠাকুর/ রবীন্দ্রানাথ ঠাকুর/ বাংলা কবিতা পাঠ/ বাংলা কবিতা ভিডিও/ Bengali recitation/
    rabindra kabita,recitations from tagore/ tagore poetry/ bengali tagore poems/ bengali poems/ bengali poem/ bengali poems by tagore/ poem in Bengali/ new Bengali poem/ kobita bangle/ poetry Bengali poem/kobita/কবিতা

КОМЕНТАРІ • 111

  • @manikbera9498
    @manikbera9498 4 роки тому +3

    দারুন।দারুন।দুজনেরই উপস্থাপনা খুবই ভালো।আর রশ্মির নতুন করে কিছু বলার নেই।ওকে জাজ করার ক্ষমতা আমার এক্তিয়ারের বাইরে।যাই হোক এগিয়ে চলো তোমরা।দুই শিল্পীর জয় হউক।

    • @PRATYUSHGHOSHPRODUCTION
      @PRATYUSHGHOSHPRODUCTION  4 роки тому

      পাশে থাকবেন । আপনার মন্তব্য শুধুমাত্র মন্তব্যে সীমাবধ্য নয় । তা পথ চলার পাথেয় ।

  • @soumya2g
    @soumya2g 6 місяців тому

    Khub shundor uposthapona! Bhishon bhalo laglo shune!!

  • @ritishapal1338
    @ritishapal1338 4 роки тому +3

    অসাধারণ, মুগ্ধ হলাম আবার ও।দুজনার জন্যই শুভেচ্ছা ও ভালোবাসা ❤️ 👍👍👍👍

  • @lekhadas1808
    @lekhadas1808 4 роки тому +3

    অনবদ্য music..আর অনবদ্য কন্ঠ দুটো মিলিয়ে অসাধারণ লেগেছে

  • @pronabray2887
    @pronabray2887 4 роки тому +2

    Khub Khub Valo hoyacha

  • @afrojamallick628
    @afrojamallick628 4 роки тому +2

    অসাধারণ অসাধারণ অসাধারণ.... যা-ই বলিনা কেন কম বলা হবে।
    মুগ্ধ হয়ে শুনলাম। ❤❤❤

  • @ajaydafadar7323
    @ajaydafadar7323 3 роки тому +1

    Khub bhalo hoyechhe

  • @tulipfilms9285
    @tulipfilms9285 3 роки тому +1

    Tumi je eto valo kabita abriti koro jantam na👍👍🙏

  • @কথায়সুরে
    @কথায়সুরে 4 роки тому +2

    মুগ্ধ হলাম
    অসাধারন যুগলবন্দী
    মন ছুঁয়ে দিল

  • @minakshisarkar2942
    @minakshisarkar2942 3 роки тому +1

    asadharon..❤️❤️

  • @meluga8389
    @meluga8389 3 роки тому +1

    আবৃত্তি এবং দুজনের কণ্ঠ অসাধারণ লাগলো

  • @sibsankarmandal7794
    @sibsankarmandal7794 4 роки тому +1

    সুন্দর। কথার কারুকার্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবৃত্তি।

  • @susimadutta5207
    @susimadutta5207 3 роки тому

    খুব ভালো লাগলো, প্রাণশক্তিতে ভরপুর, তাই প্রাণ ছুঁয়ে গেল

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 3 роки тому +1

    অপূর্ব পরিবেশনা

  • @subhrajyotibiswas8593
    @subhrajyotibiswas8593 4 роки тому +1

    অসাধারণ। দারুণ। সবকিছুই ঠিকঠাক আছে।

  • @susmitabiswas1072
    @susmitabiswas1072 4 роки тому +2

    Osadharon ekti kaj....

  • @simasaha4804
    @simasaha4804 5 місяців тому

    অপূর্ব

  • @srisutirtha9794
    @srisutirtha9794 3 роки тому +2

    প্রিয় ভাই প্রত্যুষ ও রষ্মিতার এই যৌথ আবৃত্তি আমাকে শিহরিত করলো বারবার। বিমুগ্ধ হলাম আমি। ভালো থেকো তোমরা। আবার এমন আবৃত্তি শোনবার অপেক্ষায় রইলাম।

  • @কথায়কথায়প্রীতি

    Khub darun sundor

  • @arjoraine8770
    @arjoraine8770 Рік тому

    অসাধারণ

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 4 роки тому +1

    অদ্ভুত আবৃত্তি! অভিনয়! অভিভূত! আপনাদের কুর্নিশ!

  • @priyankapaul6030
    @priyankapaul6030 4 роки тому

    অসাধারণ
    যাই বলি খুব কম বলা হবে।
    দুজনেই দারুণ 💝

  • @nanigopalsardar9932
    @nanigopalsardar9932 7 місяців тому

    বা সুন্দর

  • @shampamit4762
    @shampamit4762 2 роки тому

    Just awesome👍

  • @sudiptadutta6173
    @sudiptadutta6173 5 місяців тому

    অপূর্ব!!

  • @poulomimaity5483
    @poulomimaity5483 4 роки тому

    অসাধারণ। আপনাদের দুজনকে খুব ভালো লাগে। নতুন কিছুর অপেক্ষায় রইলাম।

  • @কবিতাকুটির-হ২স

    বাকরুদ্ধ হয়ে গেলাম......
    অসাধারণ👌 অনবদ্য❤️

  • @pronayamajumder781
    @pronayamajumder781 4 роки тому +2

    দুজনেই দুর্দান্ত ❣❣

  • @jayitamajumdar6287
    @jayitamajumdar6287 2 роки тому

    Beautiful❤

  • @arjoraine8770
    @arjoraine8770 2 роки тому

    অসাধারণ
    বাংলাদেশ থেকে বলছি

  • @sirjanhansda4417
    @sirjanhansda4417 3 роки тому

    অসাধারণ উপস্থাপন

  • @amitavadhar4826
    @amitavadhar4826 4 роки тому +1

    Nice work! Excellent pronunciations and expressions.

  • @yashghosh8819
    @yashghosh8819 4 роки тому

    অসাধারন ,,,,,,,
    মুগ্ধ হয়ে গেলাম 👍👍👍

  • @arpitasarkar9141
    @arpitasarkar9141 4 роки тому +1

    Darun

  • @minasvlog3188
    @minasvlog3188 4 роки тому +2

    দারুণ ❤❤❤👌👌👌

  • @chinmayeesahis5747
    @chinmayeesahis5747 4 роки тому +1

    Asadharan 🙏 🙏

  • @rajashreeghosh2624
    @rajashreeghosh2624 4 роки тому +1

    অসাধারণ যুগলবন্দী। তবে loud music বেমানান।
    শুভেচ্ছা রইল।

  • @Swarnendu_Kundu
    @Swarnendu_Kundu 2 роки тому

    Would like to hear আকাশ জুড়ে শুনিনু &
    আজি গোধূলি লগনে

  • @skdildarhosen4795
    @skdildarhosen4795 4 роки тому +1

    খুব সুন্দর

  • @rajatbiswas5087
    @rajatbiswas5087 4 роки тому +1

    Nice dada vi

  • @arunachatterjee8428
    @arunachatterjee8428 4 роки тому +1

    সুন্দর।

  • @pujaghosh8135
    @pujaghosh8135 4 роки тому

    যতবারই শুনছি এই কবিতা মনে হচ্ছে আরো শুনি

  • @sudhinghosh7503
    @sudhinghosh7503 4 роки тому

    কবিতার ক্ষেত্রে যথাযথ শব্দ নির্বাচন কতখানি জরুরি,তার উদাহরন এই নিবেদন! যা খুশি লিখলেই কবিতা হয় না..এটা আবার অনুভব করলাম! দুজনকেই শুভেচ্ছা...তবে প্রত্যুষের নিজস্ব ক্ষেত্র বোধহয় এটাই! আরো শোনার অপেক্ষায় রইলাম!!

  • @probalsen1339
    @probalsen1339 4 роки тому

    Very nice presentation.

  • @sachindas4966
    @sachindas4966 3 роки тому +1

    রীতিমতো মন উজাড় করে বলেছেন দু"জনে ।

  • @shinjanghosh3731
    @shinjanghosh3731 4 роки тому +1

    Darun go dada❤️

  • @apurbaroy3188
    @apurbaroy3188 4 роки тому

    Toner quality very good( Both ) and Beautiful presentation......

  • @soumadipkhan3332
    @soumadipkhan3332 4 роки тому

    খুব ভালো হয়েছে...... Sir 😊

  • @kalyanmondal6745
    @kalyanmondal6745 4 роки тому

    Aswm presentation👌👌👌

  • @theriasworld
    @theriasworld 4 роки тому

    খুব ভালো লাগলো ❤️

  • @Excursive_Debanka
    @Excursive_Debanka Рік тому

    Apnader kontho duto khub e sundor 🔥🔥🔥,, kintu background music ta match korche na...

  • @BiswajitBhowmick
    @BiswajitBhowmick 4 роки тому

    খুব হয়েছে রে💞

  • @gramophonetics
    @gramophonetics 5 місяців тому

    আবহ শুনে, আর আবৃত্তি শুনে মনে হল গা-ছমছমে কোনো ভূতের গপ্পো বুঝি। তারপরে বুঝলুম, তা এ তো ঝুলন! তবে হয়ত কেউ ঝুলে পড়েছিল, সে নিয়ে কবিতা। বেশ অশরীরী ফিলিং হচ্ছিল। এটা কি কাদম্বরীর মরার ওপর লেখা কবিতা? কেউ বলবেন?

  • @sumanchakraborty9
    @sumanchakraborty9 4 роки тому

    অসাধারণ । অসাধারণ । এর থেকে ভালো আর হয় না । ধন্যবাদ ।

  • @deepjyotisantra9070
    @deepjyotisantra9070 Рік тому

    Tomader dujoner voice tai jothesto..... Background music ta firkar chilona ( amar ekanto motamot)

  • @monalisaduttamondal6409
    @monalisaduttamondal6409 4 роки тому +1

    Presentation onek sundor...
    Amar kaj... Dekhar sonar onurodh roilo ua-cam.com/video/cwc6Km1WfII/v-deo.html

  • @deepjyotisantra9070
    @deepjyotisantra9070 Рік тому

    Background music ta

  • @tarunsamanta3857
    @tarunsamanta3857 Місяць тому

    Sus dhod achay,

  • @nibeditadey2742
    @nibeditadey2742 4 роки тому

    অসাধারণ যুগলবন্দী ❤️
    ua-cam.com/video/0NscHIcLwpk/v-deo.html
    আমার চ্যানেলটিও দেখার অনুরোধ রইল 😊

  • @exoduskallol
    @exoduskallol 4 роки тому +2

    কণ্ঠ দুজনেরই অসাধারণ। মিউজিকের ব্যবহার কোথাও কোথাও বেমানান। মাঝে মাঝে যে বিট গুলো ব্যবহার করা হয়েছে তা কবিতা ভাবের সাথে মানানসই নয়। কবিতা আবৃত্তির সূচনা লগ্নে হাত ও চোখের সঞ্চালনা Rap style এর হয়ে গেছে। ঐ টুকু বাদ দিলে গোটা পরিবেশনা, কণ্ঠের মাধুর্য, variation অসাধারণ ।

  • @santanubhattacharya7775
    @santanubhattacharya7775 Рік тому

    Kabitaa nije likhe jaa khusi karo...parer lekha kobitai ei ajaachito paribartan naa ghatanotai kamyo

  • @sudiptadutta6173
    @sudiptadutta6173 5 місяців тому

    অপূর্ব!!

  • @mitalikarmakar1515
    @mitalikarmakar1515 4 роки тому +2

    অপূর্ব

  • @anujmajumder8489
    @anujmajumder8489 4 роки тому

    অসাধারণ

    • @PRATYUSHGHOSHPRODUCTION
      @PRATYUSHGHOSHPRODUCTION  4 роки тому

      অনেক ধন্যবাদ

    • @anujmajumder8489
      @anujmajumder8489 4 роки тому

      @@PRATYUSHGHOSHPRODUCTION সত্যিই মন ভরে গেলো, আমার একটা swapnatat নামে চ্যানেল আছে, মূলত কবি ও কবিতা, পারলে দেখবেন কিন্তু আপনার কাজ ছুঁয়ে গেছে, আমার কাজ আপনার ধারে কাছে নেই আমার স্বীকার করতে লজ্জা নেই, অনেক শুভকামনা। আমি শেয়ারও করেছি অনেক কে